Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ August ২০২৪

তথ্যবিবরণী ২৬ আগস্ট ২০২৪

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৫৮৪

পাশবিক শক্তিকে দমন করতে হবে 
                     -- ধর্ম উপদেষ্টা

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের অন্তরে এক ধরনের পাশবিক শক্তি কাজ করে। এই পাশবিক শক্তিকে দমন করতে হবে। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, লোভ-লালসা আমাদের মানবিক গুণাবলিকে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থার উত্তরণ ঘটাতে হবে।

আজ রাজধানীর মতিঝিলে শ্রী শ্রী লক্ষীনারায়ণ জিউ মন্দির প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা মানুষ সেটাই বড় কথা। এই যে ধর্মীয় বিভাজন-আমি এক ধর্মের, আপনি এক ধর্মের, আরেকজন আরেক ধর্মের, এই যে বৈচিত্র্য এটাই হচ্ছে একটা সুন্দর সমাজের বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, আমরা পূজা ও রোজা একইসাথে পালন করেছি। গিরিশ চন্দ্র সেন পবিত্র কুরআনের বাংলা অনুবাদ করেছেন। আবার রামায়ণ ও মহাভারত বাংলায় অনুবাদে মুসলমানরা পৃষ্ঠপোষকতা করেছে । আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে লালন করব এবং এই অসাম্প্রদায়িক চেতনায় আমরা উজ্জীবিত হব।

ড. খালিদ বলেন, আমি বা আমার সরকারে যতদিন দায়িত্বে আছি ততদিন এই বাংলার কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিষ্টান কিংবা অন্য কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর গায়ে যদি আঘাত করা হয় তাহলে মনে করব সেটা আমার গায়ে আঘাত করা হয়েছে। তিনি সনাতনী ধর্মাবলম্বীদের বেহাত হওয়া দেবোত্তর সম্পত্তি উদ্ধারে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের দরজা সকলের জন্য খোলা মর্মে সবাইকে আশ্বস্ত করেন।

উপদেষ্টা আরো উল্লেখ করেন, যখন রাজনৈতিক পালাবদল হয় তখনই কিছু দুর্বৃত্ত, কিছু ডাকাত অন্যের সম্পত্তিতে অনুপ্রবেশ করে, দখল করে, লুট করে। এদের কোনো ধর্মীয় পরিচয় নেই। এরা দুর্বৃত্ত, এরা ক্রিমিনাল। এদেরকে আমরা আইনের আওতায় এনে বিচার করব। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পাহারা জোরদার করার অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, কোনো দুর্বৃত্ত যদি ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে সে যত শক্তিশালী হোক তাকে আমরা আইনের আওতায় এনে কঠোর শাস্তির বিধান করব। তিনি বলেন, আমি শুধু মুসলমানদের উপদেষ্টা নই, আমি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদেরও উপদেষ্টা। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্যকে আমরা লালন করছি, আগামীদিনেও আমরা এটাকে লালন করে যাব। এদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক সংঘাতকে আমরা প্রশ্রয় দেব না। আমরা সবাই এদেশের নাগরিক। এদেশের উন্নয়নে সকলেরই অবদান রয়েছে। আগামীদিনেও আমরা সকলে মিলে দেশটাকে এগিয়ে নিতে চাই।

উপদেষ্টা জন্মাষ্টমী অনুষ্ঠানের ব্যয় সংকোচন করে সেই অর্থ বন্যাদুর্গত মানুষের সহায়তায় প্রদান করার জন্য  সনাতন ধর্মাবলম্বীদেরকে ধন্যবাদ জানান। এছাড়া, শ্রী শ্রী লক্ষীনারায়ণ জিউ মন্দির প্রাঙ্গণে বহুতল ভবন নির্মাণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে সবধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। একইসাথে এই মন্দির থেকে অনাথ ও বিধবাদের ভরণপোষণের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সচিব কৃষ্ণেন্দু কুমার পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অশোক মাধব রায়, সাবেক সচিব সুবীর কিশোর চৌধুরী, সাবেক সচিব তপন চন্দ্র মজুমদার ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন শ্রীমত কান্তি বন্ধু ব্রহ্মচারী।

আলোচনা শেষে দেশের উন্নয়ন, অগ্রগতি ও শান্তি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের আত্মার মঙ্গল ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

#

সিদ্দীক/আকরাম/খায়ের/রানা/ফেরদৌস/মোশারফ/রেজাউল/২০২৪/২১০৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৫৮৩

শৃঙ্খলা রক্ষায় পাহাড়ে সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করা হবে

                                                       --- পার্বত্য উপদেষ্টা

বান্দরবান, ১১ ভাদ্র (২৬ আগস্ট):

          পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তিশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুরো দেশের শৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজি বন্ধ করা হবে। অন্যায়, অত্যাচার ও চাঁদাবাজি করে কেউ যাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করতে না পারে সেজন্য পাহাড়ে সন্ত্রাসীদের কার্যক্রমসহ চাঁদাবাজি বন্ধ করতে হবে বলে তিনি জানান।

          আজ বান্দরবান সার্কিট হাউস-এর সভাকক্ষে বান্দরবানে কর্মরত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন।   

          উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। অর্ন্তবর্তী সরকারের রূপরেখা অনুযায়ী পার্বত্য জেলা পরিষদ গঠন করা হবে। আমরা ইচ্ছামতো সদস্য সংখ্যা বাড়াতে বা কমাতে পারবো না। তবে সদস্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ২ জন ছাত্র প্রতিনিধিকে রাখা গেলে ভালো হবে। তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে অত্যন্ত নিরপেক্ষভাবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদসহ তিন পার্বত্য জেলা পরিষদের  চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করা হবে। তারা এলাকার মঙ্গলের জন্য কাজ করবে।

          সুপ্রদীপ চাকমা বলেন, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্দেহে সাধারণ বমদের গ্রেফতার করা হয়েছে, তাদের মুক্তির বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কিনা সে বিষয় খতিয়ে দেখা হবে।

          পার্বত্য উপদেষ্টা উল্লেখ করেন, পাহাড়ের শিক্ষা ব্যবস্থা সমতলের চেয়ে অনেক পিছিয়ে। এ অঞ্চলের ছেলে-মেয়েরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকতে পারে না। পার্বত্য এলাকার দারিদ্র্যবিমোচন তথা মানুষের জীবন যাত্রার মানোন্নয়নের পাশাপাশি এই এলাকার কোয়ালিটি সম্পন্ন সুশিক্ষা এবং পরিবেশের সুরক্ষা ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করে যাব। তিনি আরো বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যথাযথ ভূমিকা রাখতে চাই। বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত করবো। তাছাড়া বান্দরবান পার্বত্য জেলা সারাদেশে পর্যটন নগরী হিসেবে পরিচিত। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পর্যটন শিল্প বিকাশে কাজ করা হবে।

          বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

          এরপর উপদেষ্টা বান্দরবান জেলার সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন এবং বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন।

#

 রেজুয়ান/আকরাম/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২১৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৫৮২

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

 

মূলবার্তা:

‘বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের একাউন্টে সহায়তার অর্থ প্রেরণের হিসাবের নাম: ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩এছাড়াও প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন বিকাল টা থেকে টা পর্যন্ত মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে চেক/পে-অর্ডিার/ব্যাংক ড্রাফ্ট এর মাধ্যমে এই সহায়তা গ্রহণ করবেন। যোগাযোগ: যুগ্ম-সচিব অঞ্জন চন্দ্র পাল, মোবা: +৮৮-০১৭১৮-০৬৬৭২৫/সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলাম, মোবা: +৮৮-০১৮১৯২৮১২০৮

#

এনায়েত/ আকরাম/রানা/ফেরদৌস/মোশারফ/রেজাউল/২০২৪/১৯৪২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৫৮১

প্রধান নদ-নদীর পানি হ্রাস অব্যাহত আছে

--- সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):

           দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি সমতলে হ্রাস অব্যাহত আছে। বিগত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। ফলে ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে।

          আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান।

          সচিব বলেন, দেশে চলমান বন্যায়  আক্রান্ত  জেলার সংখ্যা ১১টি। এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৭ লাখ ১ হাজার ২০৪ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি। ৭৪ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৫০টি।

          এখন পর্যন্ত বন্যায় মোট ২৩ জন মারা গেছে জানিয়ে দুর্যোগ সচিব বলেন, এর মধ্যে কুমিল্লায় ৬ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে ১ জন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন মারা গেছে। মৌলভীবাজারে ২ জন নিখোঁজ রয়েছে বলেও জানান সচিব। 

          তিনি জানান, এ পর্যন্ত ৩ হাজার ৮৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে ৪ লাখ ৬৯ হাজার ৫২৩ জন আশ্রয় নিয়েছেন। ১১ জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট ৬৪৫টি মেডিকেল টিম চালু রয়েছে। এ ছাড়া,  বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কুমিল্লা জেলার সব উপজেলায় সড়ক পথে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ ২০ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এর মধ্যে ৮ হাজার প্যাকেট হেলিকপ্টারের মাধ্যমে বিতরণ করা হবে। এছাড়া সেনাবাহিনীর ৪টি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধসহ কুমিল্লা জেলার ৪ উপজেলায় নিয়োজিত রয়েছে।

           ফেনীতে স্বাস্থ্য সেবা দিতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে জানিয়ে সচিব বলেন, সেনাবাহিনী ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসকরা সেবা দিচ্ছে। পাশাপাশি স্থানীয় ক্লিনিক, হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোকে বন্যার্তদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করা হয়েছে।

          প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়ে কামরুল হাসান বলেন, যারা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা (চেক/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে) দিতে চান  প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা  সরকারি ছুটি ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই সহায়তা গ্রহণ করবেন।

          যারা ত্রাণ তহবিলে সহায়তা (চেক/পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটের মাধ্যমে) প্রদান করতে ইচ্ছুক তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব অঞ্জন চন্দ্র পাল মোবাইল -০১৭১৮০৬৬৭২৫ ও সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলাম মোবাইল -০১৮১৯২৮১২০৮ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

#

এনায়েত/আকরাম/খায়ের/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/১৯১০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৫৮০

আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে

ঢামেক হাসপাতালে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা

 

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):

গতকাল রাতে সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 

উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রি. জে. আসাদুজ্জামান, ডা. নুরুল ইসলাম-সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

আদিলুর রহমান খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। 

 

#

আলমগীর/রানা/ফেরদৌস/মোশারফ/রেজাউল/২০২৪/১৮৩৫ ঘণ্টা

 

 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৫৭৯

 

 

খাবার পানি বিশুদ্ধকরণ পদ্ধতি

 

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):

 

বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট অ্যাকুয়াট্যাবস (৩৩ মিলিগ্রাম ট্রোক্লোসিন সোডিয়াম) ব্যবহারের মাধ্যমে অতি সহজেই নিরাপদ খাবার পানি প্রস্তুত করা যায়। প্রথমে ৫লিটার পানি নিয়ে সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। এরপর ১টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পানির সাথে ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট অপেক্ষার পর পানি পান করা যাবে।  

    উল্লেখ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটি কখনই সরাসরি খাওয়া যাবে না।

   স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

                                             #

 স্থানীয় সরকার বিভাগ/আকরাম/রানা/ফেরদৌস/মোশারফ/আব্বাস/২০২৪/১৮৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ৫৭৮

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :     

মূলবার্তা:

‘পাঁচ লিটার পানি সুতি কাপড় দিয়ে ছেঁকে নিয়ে তাতে‍েএকটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট অপেক্ষার পর পান করা যাবে। তবে, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটি কখনই সরাসরি খাওয়া যাবে না --জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ।’

#

স্থানীয় সরকার বিভাগ/আকরাম/রানা/ফেরদৌস/মোশারফ/আব্বাস/১৮১৭ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর: ৫৭৭

আহত ছাত্রদের দেখতে ঢামেকে শিক্ষা উপদেষ্টা

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):

          গতকাল সচিবালয় এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন¦য়ক হাসনাত আব্দুল্লাহ-সহ অন্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেন। তিনি ইতিপূর্বে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের আহতদেরও খোঁজ-খবর নেন এবং তাদের আত্মীয়স্বজনদের সাথে কথা বলেন।

            সেখানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার গুরুতর আহতদের নিবিড়ভাবে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে বিদেশি দাতারাও সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

          হাসপাতাল পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢামেক এর পরিচালক-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

#

মাহমুদুল/আকরাম/খায়ের/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৫৭৬

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে
১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ। 

 

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৬৮ জন।

 

                                             #

 দাউদ/আকরাম/রানা/ফেরদৌস/মোশারফ/আব্বাস/২০২৪/১৭১৮  ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫৭৫

 

ধান কাটার মৌসুমের মত এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে

      -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ধান কাটার মৌসুমের মত এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে। প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে। এতে সরকারের ব্যয় বাড়বে। সরকারের রাজস্ব হঠাৎ করে রাতারাতি বাড়বে না। এসব দাবি পূরণ করতে হলে সরকারের টাকা ছাপাতে হবে। এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। মূল্যস্ফীতি বাড়লে জনসাধারণ সাফার করবে। 

উপদেষ্টা আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত আনসার কর্তৃক বর্বরোচিত হামলায় আহত ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

আন্দোলনকারীদের উদ্দেশ্য করে ফাওজুল কবির খান বলেন, নিয়মতান্ত্রিক পন্থায় আসলে সরকার আলাপ করতে রাজি আছে। এমন হয়নি যে কোনো উপদেষ্টার সাথে দেখা করতে তারা ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, এ সরকারের মেন্ডেড অনেক শক্তিশালী। ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে এ সরকারকে ক্ষমতায় এনেছে; সুতরাং কেউ যাতে মনে না করে যে, এ সরকার বানের জলে ভেসে আসা সরকার।

উপদেষ্টা আরো বলেন, গত ১৬-১৭ বছরের অপকর্মের ইতিহাসের কথা সবার জানা আছে। আমরা ন্যায্য দাবি ও বৈষম্য সম্পর্কে ওয়াকিবহাল। তবে বৈষম্য বিলোপের জন্য সরকারকে সময় দিতে হবে। তিনি আরো বলেন, এ সরকার জনপ্রত্যাশার সরকার এবং এ জনপ্রত্যাশাকে পূরণ করতে যত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন সরকার তা নেবে।

হাসপাতাল পরিদর্শনকালে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন। 

 

#

শফিউল্লাহ/ফাতেমা/সাজ্জাদ/মাসুম/২০২৪/১৪৩৬ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৫৭৪

 

হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে পহেলা সেপ্টেম্বর

 

 

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):

পহেলা সেপ্টেম্বর শুরু হচ্ছে ২০২৫ সালের হজের প্রাথমিক নিবন্ধন। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে এবছরের ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের সময় পরে আর বাড়ানো হবে না।

পূর্বের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোন ব্যক্তি ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। এছাড়া, এবছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক-নিবন্ধন ফি ৩০ হাজার টাকা। ২০২৫ সালের বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

সাধারণ প্যাকেজে'র বাড়ি কিংবা হোটেলে একরুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে। হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজযাত্রী প্রেরণ করতে পারবে। হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hajj.gov.bd তে পাওয়া যাবে। এছাড়া হজ সংক্রান্ত যেকোন তথ্য ১৬১৩৬ নম্বরে ফোন করে জানা যাবে ।

ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), e-Hajj BD মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনার হজ অফিস হতে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে।

সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল ঢাকার Sale Proceeds of Hajj Deposit শীর্ষক হিসাবে ০০০২৬৩৩০০০৯০৮ হিসাব নম্বরের অনুকূলে টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের যে কোন শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে।

ক্যান্সার, অ্যাডভান্সড কার্ডিয়াক, লিভার সিরোসিস, কিডনি রোগ, সংক্রামক যক্ষা, ডিমেনশিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদেরকে হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গতকাল এ সংক্রান্ত একটি পত্র জারী করেছে।

 

#

সিদ্দীক/ফাতেমা/সাজ্জাদ/মাসুম/২০২৪/১২৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৫৭৩

সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন এলাকায় সভা, সমাবেশ নিষিদ্ধ

ঢাকা, ১১ ভাদ্র (২৬ আগস্ট):

 

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৬ আগস্ট হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা)-র আশেপাশের এলাকায় কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

 

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

#

ফয়সাল/ফাতেমা/সাজ্জাদ/মাসুম/২০২৪/১১০০ ঘণ্টা

 

 

2024-08-26-15-36-378cef2ad41a3fd82bc4b3c441f5a4b0.docx