Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুলাই ২০১৯

তথ্যবিবরণী - 04/07/2019

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৪৪ 
 
ডিজিটাল সেবা গ্রহণ ও প্রদান এর মূলভিত্তি হবে স্মার্টফোন
                                      -- মোস্তাফা জব্বার
 
ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই) :
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সরকারের ডিজিটাল কার্যক্রম পরিচালনা এবং জনগণকে যে ডিজিটাল সেবা দেওয়া হবে তার মূলভিত্তি হবে স্মার্টফোন। স্মার্টফোনে সেবাসমূহ যাতে সকলে সহজে পেতে পারেন সেটি নিশ্চিত করা হবে।
 
মন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, অতিদ্রুত ফাইভ জি চালু করা হবে। এটি চালুর জন্য অবকাঠামোসহ প্রয়োজনীয় প্রস্তুতি সরকার ইতোমধ্যে সম্পন্ন করেছে। 
 
মোবাইলসহ বিভিন্ন ডিভাইস উৎপাদনের ক্ষেত্রে ১০ বছরের কর অবকাশ এবং বাংলাদেশে প্রস্তুতকৃত মোবাইল রপ্তানির ক্ষেত্রে সরকার ঘোষিত প্রণোদনাসহ বাংলাদেশের অনুকূল অবস্থা বর্ণনা করে মন্ত্রী বলেন, বাংলাদেশে যারা মোবাইল উৎপাদন করছেন তারা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন। সরকারের দেওয়া উৎপাদনবান্ধব এই সুযোগ কাজে লাগিয়ে অন্যদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। 
 
মন্ত্রী বাংলাদেশের অভাবনীয় অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিকে একটি যুগান্তকারী এবং দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোগ বলে উল্লেখ করেন। বর্তমানে দেশে ৯ থেকে ১০ কোটি মোবাইল সেট ব্যবহার হচ্ছে। এর মধ্যে শতকরা ৩০ ভাগ স্মার্ট এবং  বাকি ৭০ ভাগ ফিচার ফোন। আগামী ১ থেকে ২ বছরের মধ্যে ৭০ ভাগ ফিচার ফোন স্মার্টফোনে রূপান্তর লাভ করবে। এই বিশাল বাজার প্রতিযোগিতার মাধ্যমেই অর্জন করা সম্ভব। 
 
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইউন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। তিন দিনব্যাপী এই মেলা আগামী শনিবার শেষ হবে। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
 
#
 
শেফায়েত/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৪৪৩
 
বৈধভাবে রেমিটেন্স পাঠানোর জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে                                                                                                                      --- প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
 
সিলেট, ২০ আষাঢ় (৪ জুলাই) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেনছেন, সরকার বিদেশে দক্ষ কর্মী প্রেরণে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
আজ সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন আয়োজিত ‘বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সচেতনতার অভাবে কর্মী প্রেরণে নানা রকম হয়রানির ঘটনা ঘটছে। তাই বিদেশে গমনেচ্ছু কর্মীদের সচেতন করতে সারাদেশে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, বৈধভাবে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের প্রণোদনা দেওয়া হচ্ছে। সরকার তাদের জন্য নানা সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। 
সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী। 
 
#
 
রাশেদুজ্জামান/মাহমুদ/ইসরাত/মোশারফ/জয়নুল/২০১৯/২১৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৪২ 
 
 দেশের সকল জেলায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে
                                                            -- শিল্পমন্ত্রী
 
কক্সবাজার, ২০ আষাঢ় (৪ জুলাই) :
 
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশের সকল জেলায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা হবে। 
 
মন্ত্রী আজ কক্সবাজার জেলায় বিএসটিআইয়ের অফিসের উদ্বোধন উপলক্ষে কক্সবাজারের বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও বিএসটিআইয়ের মহাপরিচালক মোঃ মুয়াজ্জেম হোসাইন।
 
শিল্প প্রতিমন্ত্রী বলেন, পণ্যে ভেজাল, নিম্নমান ও ওজনে কারচুপি রোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রোজার সময় বিএসটিআইয়ের পরিচালিত ভেজালবিরোধী কার্যক্রম বছরজুড়ে নির্ভয়ে পরিচালনার জন্য শিল্প প্রতিমন্ত্রী নির্দেশনা প্রদান করেন। বিএসটিআইয়ের মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক পরিম-লে বিএসটিআইয়ের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিএসটিআই সনদপ্রাপ্ত বাংলাদেশি ২১টি খাদ্যপণ্য ভারতের বাজারে বিনা বাধায় প্রবেশ করছে।
 
শিল্প মন্ত্রণালয়ের এক্সপান্সান এন্ড স্ট্রেংদেনিং অভ্ বিএসটিআই (অ্যাট ফাইভ ডিস্ট্রিক্টস) শীর্ষক প্রকল্পের আওতায় বিএসটিআইয়ের কক্সবাজার জেলা অফিস স্থাপন করা হয়েছে। এখানে পণ্যের গুণগতমান ও ওজন নির্ণয়ে কেমিস্ট্রি, মেট্রোলজি ল্যাবসহ ৬টি ল্যাব স্থাপন করা হয়েছে।  
    
এর আগে শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী বিএসটিআইয়ের কক্সবাজার জেলা অফিস ভবন উদ্বোধন করেন। স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তি এ সময় উপস্থিত ছিলেন।
 
#
 
মাসুম/ফারহানা/মোশারফ/সেলিম/২০১৯/১৯৪০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৪১ 
 
কামরাঙ্গীরচরে বিআইডব্লিউটিএ’র অভিযান
 ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, একজন আটক, তিন জনের নামে মামলা 
 
কেরানীগঞ্জ (ঢাকা), ২০ আষাঢ় (৪ জুলাই) :
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীর তীর দখলমুক্ত করতে আজ ঢাকা নদী বন্দরের আওতাধীন কামরাঙ্গীরচর হুজুরপারা হতে বাবুবাজার ব্রিজ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর উত্তর প্রান্ত এবং বাবুবাজার ব্রিজ থেকে তেলঘাট পর্যন্ত নদীর দক্ষিণ প্রান্ত এলাকায় একটি তিনতলা পাকা ভবন, তিনটি দোতলা ভবন, ১৩টি একতলা ভবন, ২৪টি আধাপাকা ভবন, ১৬টি বাউন্ডারি ওয়াল, ৩১টি টিনের ঘরসহ মোট ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং এক দশমিক পাঁচ একর তীরভূমি অবমুক্ত করেছে। এছাড়া চার লাখ ২০ হাজার টাকার ইট সুরকি নিলাম, জামাল হোসেন চৌধুরী নামে একজনকে আটক এবং কামরাঙ্গীরচর থানায় তিন জনের নামে মামলা করেছে।
 
আগামী ৯ জুলাই সকাল ৯টা হতে বাদামতলী থেকে শুরু হয়ে পর পর তিন দিন প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ফতুল্লা অভিমুখে বুড়িগঙ্গা নদীর উভয় তীরে উচ্ছেদ অভিযান চলবে।
 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৪৪০
 
গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকা- 
নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হবে
 
ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই) :
 
গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলে অগ্নিকা-ে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হবে। আজ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ সহায়তার ঘোষণা করেন।
 
প্রতিমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
 
সহায়তার বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম বলেন, একজন শ্রমিকের মৃত্যুও অপূরণীয় ক্ষতি। দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকদের পাশে শ্রম মন্ত্রণালয় আছে, থাকবে সব সময়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাপরিদর্শক ইউসুফ হোসেন জানান ইতোমেধ্যে নিহত শ্রমিকদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে।
 
উল্লেখ্য, গত মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে অটো স্পিনিং মিলে অগ্নিকা-ের সময় ঐ কারখানায় এক হাজার দুইশ’ শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার পর ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সব শ্রমিক বেরিয়ে আসতে পারলেও ভেতরে আর কেউ আছে কি না দেখতে গিয়ে ৬ জন শ্রমিক আর বের হতে পারেন নি।
 
#
 
আকতারুল/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৯১০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৪৩৯
 
বঙ্গবন্ধুর চিন্তার ফসল জনগণকে পৌঁছে দিতে হবে                                                                                                                   --- আইনমন্ত্রী
 
ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই) :
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দীর্ঘ ২৮ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধু আর বাংলাদেশ সব সময় এক সাথে ছিল এবং এক সাথে থাকবে। বঙ্গবন্ধুর চিন্তার ফসল জনগণকে পৌঁছে দিতে হবে।
 
আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
  
সভায় মন্ত্রী আদর্শ, মানবিকতা, দেশপ্রেম, আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি বঙ্গবন্ধুর অগাধ বিশ্বাস ইত্যাদি গুণাবলি তুলে ধরে জন্মশতবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে বলেন। এজন্য আইনমন্ত্রীর নেতৃত্বে একটি সুপারভাইজরি কমিটিসহ কয়েকটি সাব-কমিটি গঠন করা হয়।
 
সভা পরিচালনা করেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক। এছাড়া মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা ছাড়াও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। 
 
#
 
রেজাউল/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৮১৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৪৩৮
 
নির্মানাধীন খুলনা-মংলা রেললাইন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রী 
 
ঢাকা, ২০ আষাঢ় (৪ জুলাই) :
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন আজ নির্মাণাধীন খুলনা-মংলা রেললাইনের ফুলতলা থেকে মংলা বন্দর পর্যন্ত নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেন। খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক এ সময় উপস্থিত ছিলেন।      
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য ভারতের অর্থায়নে নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। এটি চালু হলে কম সময়ে দেশের বিভিন্ন স্থানে পণ্য পৌঁছানো যাবে এবং সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা সম্ভব হবে। ফলে এ রেললাইন দেশের জিডিপি বাড়াতে ভূমিকা রাখবে বলে মন্ত্রী উল্লেখ করেন।         
রেলমন্ত্রী আরো বলেন, এ লাইনটি আন্তঃদেশীয় যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে পঞ্চগড়-বাংলাবান্ধা রেললাইন নির্মাণ হলে খুলনা থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত পণ্য পরিবহন করা আরো সহজ হবে। নতুন রেললাইনটি নেপাল ও ভূটানের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।       
এছাড়া মন্ত্রী রূপসা রেলসেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় রেলসেতুতে ১৩ নং গার্ডার স্থাপন করা হয়। সেতুসহ নতুন রেললাইন ২০২২ সালের মার্চ মাসের মধ্যে চালু হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।         
পরিদর্শনের সময় বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক খন্দকার শহীদুল হকসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
 
শরিফুল/অনসূয়া/রবি/শামীম/২০১৯/১৫৪৯  ঘণ্টা 
 

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৪৩৭

আইনের শাসন প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের প্রতি স্পিকারের আহ্বান  

মস্কো, ৪ জুলাই :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩ জুলাই মস্কোয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দ্য স্টেট দুমা অভ্ দ্য ফেডারেল এসেম্বলি অভ্ দ্য রাশিয়ান ফেডারেশন আয়োজিত দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম ‘ডেভেলপমেন্ট অভ্ পার্লামেন্টারিজম-২০১৯’ শীর্ষক তিন দিনব্যাপী কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

এর আগে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ‘ইন্টারপার্লামেন্টারি কোঅপারেশনঃ প্রিন্সিপালস, ট্রেন্ডস এন্ড ইনস্টিটিউট’ শীর্ষক সেশনে বক্তৃতা করেন।

স্পিকার বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদ কাজ করে যাচ্ছে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তথা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ়প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে বর্তমান সরকার। এসময় আইনের শাসন, মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: শামসুল হক টুকু, মো: জিল্লুল হাকিম এবং অন্যান্য দেশের অংশগ্রহণকারীগণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#

তারিক/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৯/১২৪৫ ঘণ্টা

Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon