Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd এপ্রিল ২০১৯

তথ্যবিবরণী 02/04/2019

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৩৩১
 
গ্রামীণ উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরাণি¦ত করে
                                  --- এলজিআরডি মন্ত্রী
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রতিটি গ্রামে বিদ্যুৎ ও জ¦ালানি  পৌঁছে দেয়া এবং রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে গ্রাম শহরে পরিণত হবে। সেই সাথে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত হবে এবং গ্রামীণ উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরাণি¦ত করবে। 
মন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) আয়োজিত ‘ঝঢ়ৎবধফরহম ঊয়ঁরঃধনষব উবাবষড়ঢ়সবহঃ রহ ঃযব ঈড়ঁহঃৎুংরফব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
সেমিনারে জার্মান বিশেষজ্ঞ রালফ সুচটার টেকসই গ্রামীণ উন্নয়ন, বিভিন্ন সেবা বিকেন্দ্রীকরণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাধ্যমে টেকসই গ্রামীণ উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন। তিনি জার্মানির উদাহরণ দিয়ে বলেন, আজকের পর্যায়ে পৌঁছাতে জার্মানির প্রায় ২০০ বছর লেগেছে। তিনি আরো বলেন, গ্রামীণ উন্নয়ন নগরের উপর চাপ কমায় ও দেশের সুষম উন্নয়নে সহায়তা করে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সংসদ সদস্য সালমান এফ রহমান। কঋড বাংলাদেশ’র পরিচালক অনির্বাণ কুন্ডু, মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক এবং এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এ সময় উপস্থিত ছিলেন।
#
 
হাসান/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/২১৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৩৩০
 
ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা অনুষ্ঠিত
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
     শ্রম পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে গঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের একষট্টিতম সভা আজ প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে মালিক-শ্রমিক এবং সরকার তিন পক্ষের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার শুরুতে পুরানো ঢাকার চকবাজার ও বনানী এফ আর টাওয়ার দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টসের ঘোষিত মজুরি কাঠামোর বাস্তবায়ন এবং শ্রম পরিস্থিতি নিয়ে গঠিত ২৯টি কমিটি কাজ করছে। মন্ত্রণালয় সার্বিক শ্রম পরিস্থিতি বিষয়ে কমিটির সদস্যদের নিকট থেকে তথ্য নিচ্ছে, খোঁজ খবর রাখছে। যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। শ্রম পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং উৎপাদন ব্যবস্থা গতিশীল করতে ত্রিপক্ষীয় নিয়মিত বৈঠক করবে বলে প্রতিমন্ত্রী জানান। শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের জীবন মানের উন্নয়নে সরকার, মালিক-শ্রমিক একসাথে কাজ করবে বলে সভায় জানানো হয়।
সভায় সংসদ সদস্য এবং শ্রমিক নেত্রী শিরিন আক্তার, মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাছনা, অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ ও ড. মোঃ রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ, বিজিএমইএয়ের সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রমিক নেতৃৃবৃন্দ অংশগ্রহণ করেন।
#
 
আকতারুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২১৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৩২৯
 
হজ ব্যবস্থাপনাকে দালালমুক্ত করতে হবে
                          --- ধর্ম প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, প্রতারণা ও ভোগান্তি হতে সম্পূর্ণ নিষ্কৃতি পেতে হলে হজযাত্রীদেরকে সরাসরি অনুমোদিত হজ এজেন্সির সাথে লেনদেন করতে হবে। কোনো ধরনের মধ্যস¦ত্বভোগী অথবা দালালের কাছে যাওয়া যাবে না। অনেক হজযাত্রী বিভিন্ন ধরনের দালালের খপ্পরে পড়ে এবং বিড়ম্বনার শিকার হয়। এ ধরনের প্রতারকদের হাত থেকে নিষ্কৃতি পেতে হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক ও সজাগ থাকতে হবে। 
প্রতিমন্ত্রী আজ ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ২০১৯ সালের হজযাত্রী ও হজ গাইডদের হজ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের জন্য গঠিত ঞড়ঞ টিমের সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
হজ ব্যবস্থাপনাকে অতীতের চেয়ে উন্নততর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে পরামর্শ গ্রহণ করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। ইতিমধ্যে সৌদি আরব সফর করে হজযাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ সৌদি আরব অংশের ইমিগ্রেশন সম্পন্ন করা, মিনা-আরাফাতে যাতায়াত উন্নতমানের পরিবহন ও খাবার ব্যবস্থা করা, ব্যবস্থাপনার সুবিধার্থে এজেন্সি প্রতি হজযাত্রীর সংখ্যা ১৫০ থেকে কমিয়ে ১০০-তে আনাসহ নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
প্রতিমন্ত্রী আরো বলেন, হজযাত্রীদের সুন্দর ও সহজভাবে হজ পালনের জন্য হজ বিষয়ক  প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজযাত্রীগণ নিজ বাড়ি থেকে যাত্রা করে ইমিগ্রেশন, বিমানে আরোহণ, মক্কা ও মদিনা শরীফে যাতায়াত ও অবস্থান, মিনা-আরাফা ও মুজদালিফায় যাতায়াত ও  হজের আরকান-আহকাম এবং সবশেষে নিরাপদে দেশে ফেরত আসা পর্যন্ত যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারলে হজ পালন সহজ হবে। সকলের সহযোগিতায় এবারের হজকে অতীতের যে কোনো বছরের চেয়ে উন্নতমানের হজ ব্যবস্থাপনায় উন্নীত করা হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
ধর্ম সচিব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন হজ এজেন্সি এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব) -এর মহাসচিব শাহাদত হোসেন তসলিম প্রমুখ।
#
 
আনোয়ার/মাহমুদ/ফারহানা/সঞ্জীব/জয়নুল/২০১৯/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১৩২৮
তথ্যমন্ত্রীর সাথে সিনেমা হল মালিকদের বৈঠকে সিদ্ধান্ত
সিনেমা হল বন্ধের ঘোষণা প্রত্যাহার
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
১২ এপ্রিল থেকে দেশের সিনেমা হলগুলো বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছে হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
আজ রাজধানীর সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদের সাথে বৈঠকের পর চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ এবং প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস এ সিদ্ধান্ত জানান।
এর আগে বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, ‘সিনেমা হলই যদি বন্ধ হয়ে যায়, তাহলে সিনেমা দেখানো হবে কোথায় সে কারণে দেশের চলচ্চিত্র বাঁচাতে হলে সিনেমা হল বাঁচাতে হবে। এক সময় সপ্তাহে দু’টোর বেশি সিনেমাও মুক্তি পেতো। এখন তা হয় না।’
হল মালিকদের দাবি প্রসঙ্গে ড. হাছান মাহ্মুদ বলেন, ‘হল মালিকেরা বিদ্যুৎ বিলের বাণিজ্যিক হার এবং ‘পিক আওয়ার’ হার রেয়াতের দাবি জানিয়েছেন। মন্ত্রণালয় থেকে পূর্বেই এ বিষয়ে বিদ্যুৎ বিভাগে যোগাযোগ করা হয়েছে, নতুন করে আবারও বিষয়টি আলোচনা করা হবে। দেশি একটি ছবি রপ্তানির বিপরীতে ভারতীয় একটি সিনেমা আমদানির ছাড়পত্র পেতেও যে বিলম্ব হতো, তা দূর করা হবে।’
‘নির্দিষ্ট সংখ্যক উপমহাদেশীয় ভিন্ন ভাষার অর্থাৎ মূলত হিন্দি ছবি আমদানির যে দাবি তারা রেখেছেন, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী-কলাকুশলী সকলের সাথে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেয়া হবে’, বলেন তথ্যমন্ত্রী।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ‘তথ্যমন্ত্রীর সাথে ফলপ্রসূ বৈঠক শেষে আমরা সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছি। চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণাটি কার্যকর করা এবং নিন্দিষ্ট সংখ্যক হিন্দি সিনেমা আমদানির করলে মানুষ যেমন হলমুখী হবে, তেমনি দেশের চলচ্চিত্র শিল্পেরও দ্রুত বিকাশ ঘটবে। সরকার যুগোপযোগী সিদ্ধান্তের মাধ্যমে দেশের চলচ্চিত্র শিল্পকে বাঁচাবে বলে আমরা আশা করি।’
সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি-- তথ্যমন্ত্রী
এ সময় বিদেশি চ্যানেল সম্প্রচার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেন, ‘সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি। দেশে ডাউনলিংক করে বিদেশি চ্যানেল প্রচারে প্রচলিত আইন প্রয়োগ করছে মাত্র।’
‘কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ১৯(১৩) উপধারা অনুযায়ী বিদেশি চ্যানেলে কোনো ধরণের বিজ্ঞাপন দেখানো যায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশগুলো এমনকি ইউরোপের সকল দেশেই একই নিয়ম। আইনটি এতদিন মানা হচ্ছিল না। ফলে এ দেশের টিভি চ্যানেলগুলো বছরে প্রায় ৫শত কোটি টাকারও বেশি মূল্যের বিজ্ঞাপন থেকে বঞ্চিত হচ্ছে।’
ড. হাছান বলেন, ‘বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনমুক্ত বা ক্লিন-ফিড হিসেবে চাইতে হবে অথবা ফিল্টার করে সম্প্রচার করতে হবে। এ দেশের টেলিভিশন, টিভি সাংবাদিক, অনুষ্ঠান নির্মাতা, শিল্পী কলাকুশলী সকলের স্বার্থে এ আইন মানা প্রয়োজন। এ বিষয়ে সকলে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, কয়েকবার এ বিষয়ে সর্তকবার্তা প্রচারের পর পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যবস্থার অংশ হিসেবে পয়লা এপ্রিল বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের কারণে পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করে তথ্য মন্ত্রণালয়।
তথ্যসচিব আবদুল মালেক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, যুগ্মসচিব মোঃ নজরুল ইসলাম, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নিজামুল কবীর ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহ-সভাপতি মোঃ আমির হামজা সভায় উপস্থিত ছিলেন।
#
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২০০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৩২৭
 
পোল্ট্রি শিল্পের বিকাশে সহায়তা করা হবে
                              --- কৃষিমন্ত্রী
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
বাংলাদেশের একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত পোল্ট্রি শিল্প। এটি কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপখাত, বর্তমানে একটি বৃহৎ শিল্প। ভবিষ্যৎ প্রজন্মের পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই শিল্প। এই শিল্পের বিকাশে সরকারের যা যা করণীয় তা করা হবে।
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক আজ সচিবালয়ে তার অফিসকক্ষে পোল্ট্রি সেক্টরের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের পুষ্টি চাহিদা পূরণ করে জাতীয় অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে পোল্ট্রি শিল্পের ভূমিকা অপরিসীম। এ খাতের প্রায় এক কোটি জনশক্তির মধ্যে ৪০শতাংশ নারী রয়েছে। তিনি বলেন, নিরাপদ মুরগি ও ডিম উৎপাদনের মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রফতানি বাড়াতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে এ শিল্পের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে।  
দেশে পোল্ট্রি ফিডের বার্ষিক উৎপাদন ২৭ লাখ মেট্রিক টন। এর মধ্যে বাণিজ্যিক ফিড মিলে উৎপাদিত হচ্ছে প্রায় ২৫ দশমিক ৫০ লাখ মেট্রিক টন এবং লোকাল উৎপাদন প্রায় ১ দশমিক ৫০ লাখ মেট্রিক টন। বর্তমান বাজারে মুরগির মাংস ও ডিম সবচেয়ে নিরাপদ খাবার। পোল্ট্রি শিল্পের নেতৃবৃন্দ বলেন, ট্যানারির বর্জ্য থেকে পোল্ট্রি শিল্পের খাবার তৈরি করা খবর ভিত্তিহীন। ট্যানারি শিল্পের বর্জ্য থেকে কখনোই খাদ্য তৈরি করা হয়নি নেতৃবৃন্দ তাদের এই শিল্পের জন্য কিছু দাবি উত্থাপন করেন। মন্ত্রী তাদের সকল দাবি মনোযোগ সহকারে শোনেন এবং তাদের সাথে একমত প্রকাশ করেন।
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এর সভাপতি মসিউর রহমানের নেতৃত্বে সভায় অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের সভাপতি শামসুল আরফিন খালেদ, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল, বির্ডাসের জেনারেল সেক্রেটারি এবং ফিড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদকসহ ১০ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
#
 
 
গিয়াস/মাহমুদ/এনায়েত/রফিকুল/জয়নুল/২০১৯/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৩২৬
 
সুস্থ জাতি গঠনে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম
                 ---  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, ক্রীড়া প্রতিযোগিতা শারীরিক ও মানসিক বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুস্থ জাতি গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। তিনি আজ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মানবিক গুণাবলিসম্পন্ন সুশৃঙ্খল দেশ ও জাতি গঠনের গুরুত্ব আলোকপাত করে বলেন, বর্তমান সরকার উন্নত সমৃদ্ধ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার বিষয়টি বাধ্যতামূলক করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, সুস্থ সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে সমাজ থেকে মাদক জঙ্গিবাদের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব। 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. গনেশ চন্দ্র সাহা ও রেজিস্ট্রার ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। 
#
 
 
আরিফ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৩২৫
 
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) : 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 
আগামী ১০ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা হতে মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করা যাবে।
#
 
 
মমিন/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৩২৪
 
কোনো আইন লেজিসলেটিভ ডিভিশনের আওতার বাইরে যেতে পারে না
                                                              --- আইনমন্ত্রী
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) : 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘যে মুহুর্তে আমরা আইনের শাসনের প্রয়োজনীয়তা অনুভব করবো সেই মুহুর্তে লেজিসলেটিভ ডিভিশনের প্রয়োজনীয়তা রয়েছে। কোনো আইনই কিন্তু এই লেজিসলেটিভ ডিভিশনের আওতার বাইরে যেতে পারে না। সেটা অনুধাবন করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিভিশন করেছেন।’ 
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়েরর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক সভা পরিচালনা করেন।
মন্ত্রী বলেন, যে দিন থেকে সংবিধান প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে সে দিন থেকে কিন্তু লেজিসলেটিভ উইং এর জন্ম হওয়া উচিত ছিল। লেজিসলেটিভ উইং একটি খুবই গুরুত্বপূর্ণ উইং। তিনি বলেন, বঙ্গবন্ধু বৈষম্য বিলোপ ও ন্যায় বিচারের জন্য সংগ্রাম করে গেছেন। তাই আইন মন্ত্রণালয়ে বৈষম্য তৈরির কোনো সুযোগ নেই।
সভায় লেজিসলেটিভ ডিভিশনের কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরণের উদ্যোগ নেওয়া হবে। 
#
 
রেজাউল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৯/১৮২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৩২৩ 
 
 
বাংলাদেশের ব্র্যান্ডিং দরকার
 --- নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত   
                  
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাত, বিপণনসহ সংরক্ষণ সহায়তার কথা বলেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ঐধৎৎু ঠবৎবিরল। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের যেভাবে অগ্রগতি হয়েছে তা বিশ্ববাসীকে আরো বেশি ব্র্যান্ডিং করে জানাতে হবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, এই দেশ সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীরা যত বেশি জানবে তত বেশি এ দেশে বিনিয়োগ করবে।
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন। এ সময় কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন। 
সৌহাদ্যপূর্ণ পরিবেশে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয়। বৈঠকে কৃষিমন্ত্রী বাংলাদেশের শিক্ষা, অবকাঠামো, যোগাযোগ বিদ্যুৎ ও কৃষিসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। বাংলাদেশের বিভিন্ন খাতে নেদারল্যান্ডসের সহায়তার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে নেদারল্যান্ডস সরকারকে ধন্যবাদ জানান মন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশে গৃহীত মেগা প্রকল্প, অর্থনৈতিক অঞ্চলসহ কৃষির নানা দিক নিয়ে কথা বলেন এবং এক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশ-নেদারল্যান্ডসের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের সুফল অর্জনে একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন উভয়েই।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আর্থসামাজিক খাতে বাংলাদেশের দৃষ্টান্তমূলক অগ্রগতির প্রশংসা করে ২০২১ সাল নাগাদ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ খাতে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন তিনি।  
রাষ্ট্রদূতের সাথে আরো ছিলেন খাদ্য ও পুষ্টি নিরাপত্তার সিনিয়র পলিসি অ্যাডভাইজার ওসমান হারুনী। 
#
 
গিয়াস/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৮১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৩২২
 
 
জাহাজ নির্মাণ শিল্প নীতি প্রণয়নে কারিগরি সহায়তা দেবে নরওয়ে
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
বাংলাদেশে নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্প বিকাশে ‘জাহাজ নির্মাণ নীতি (ঝযরঢ়নঁষরষফরহম চড়ষরপু)’ প্রণয়নে নরওয়ে কারিগরি সহায়তা দেবে। টেকসই বেসরকারি খাতের উন্নয়নে একটি ‘বেসরকারি খাত উন্নয়ন নীতি (চৎরাধঃব ঝবপঃড়ৎ উবাবষড়ঢ়সবহঃ চড়ষরপু)’ প্রণয়নেও দেশটি প্রয়োজনীয় সহায়তা করতে আগ্রহী। 
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে আজ বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন (ঝরফংবষ ইষবশবহ) বৈঠককালে এ আগ্রহ প্রকাশ করেন। ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
বৈঠকে শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় শিল্পখাতে দক্ষ জনবল তৈরি, পানি সম্পদের দক্ষ ব্যবহার, ব্যবসার সুযোগ সহজীকরণ (ঊধংব ড়ভ ফড়রহম নঁংরহবংং), বিনিয়োগবান্ধব আইন ও নীতি কাঠামো প্রণয়নসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়। 
বৈঠকে নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের বিনিয়োগবান্ধব নীতি কাঠামোর প্রশংসা করেন। তিনি বলেন, এর ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশের সৌর বিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে নরওয়ের উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহ রয়েছে বলে তিনি জানান। 
শিল্পমন্ত্রী নরওয়েকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শিল্পখাতে দক্ষ জনবল সৃষ্টিতে সরকার একটি শিল্প বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে। নরওয়ে এক্ষেত্রে গবেষণা, প্রযুক্তি ও কারিগরি সহায়তা করতে পারে। এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ভবিষ্যতে নরওয়েসহ উন্নত বিশ্বে রপ্তানিযোগ্য জনবল তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের জাহাজ নির্মাণ এবং বেসরকারি খাতের উন্নয়নের লক্ষ্যে নীতি প্রণয়নে আগ্রহের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।  
জনাব হুমায়ূন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে কাজ করছে। এসডিজির শিল্প সম্পর্কিত ৬, ৯ ও ১২ নম্বর লক্ষ্য অর্জনে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এর আলোকে বর্তমান সরকার থ্রিআর নীতি প্রণয়ন করছে। তিনি শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার ক্ষেত্র চিহ্নিত করতে একটি যৌথ উদ্যোগ (ঔড়রহঃ ঈড়ষষধনড়ৎধঃরড়হ) গ্রহণের জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কারখানাগুলোর খালি জায়গায় সরকারি-সরকারি, সরকারি-বেসরকারি এবং ব্যবসায়ী-ব্যবসায়ী যৌথ বিনিয়োগে শিল্প স্থাপনে এগিয়ে আসতে নরওয়ের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
#
 
জলিল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৭৪৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩২১ 
 
মাওয়া কাঁঠালবাড়ী নৌ ও ফেরি রুট সচল রাখতে নৌপ্রতিমন্ত্রীর নির্দেশ
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) : 
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মাওয়া-কাঁঠালবাড়ী নৌ ও ফেরি রুট যে কোন উপায়ে সচল রাখতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশ দিয়েছেন। তিনি আজ মুন্সিগঞ্জের মাওয়া এবং মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট পরিদর্শনকালে এ নির্দেশ দেন। 
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মাহবুব উল ইসলাম, বিআইডব্লউিটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস এবং পদ্মা সেতু কর্তৃপক্ষের তত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। 
মাওয়া ঘাটটি ২৯ একর জমির ওপর নির্মিত। এখানে ৪ টি লঞ্চ, ৪ টি ফেরি ও একটি স্পিডবোট ঘাট রয়েছে। এ পথটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার প্রবেশদ্বার। মাওয়াতে ১৫ টি ফেরি, ৮৭ টি লঞ্চ এবং ২৫০ টি স্পিডবোট চলাচল করে। মাওয়া থেকে কাঁঠালবাড়ীর নৌপথের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার।
কাঁঠালবাড়ী (ইলিয়াছ আহমেদ চৌধুরী ঘাট) ঘাটটি ২৪ একর জমির ওপর নির্মিত। প্রতিমন্ত্রী লৌহজং টার্নিং পয়েন্টে ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন। মাওয়া (শিমুলিয়া) কাঁঠালবাড়ী রুটে ফেরি ও নৌচলাচল নির্বিঘœ রাখতে লৌহজং টার্নিং পয়েন্ট এলাকার দুই কিলোমিটার ভাটিতে প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যরে একটি বিকল্প চ্যানেল তৈরির জন্য বিআইডব্লিউটিএ নিজস্ব ড্রেজার দিয়ে গত ২৭ ফেব্রুয়ারি থেকে ড্রেজিং শুরু করেছে।
#
 
জাহাঙ্গীর/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫৫৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩২০ 
 
 এলজিআরডি মন্ত্রীর সাথে বিশ^ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) : 
আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে তার অফিসকক্ষে বিশ^ ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নগর উন্নয়ন ম্যানেজার ক্যাটালিনা মেরুল্যান্ডার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
সাক্ষাতকালে বাংলাদেশে বিশ^ ব্যাংকের বিভিন্ন চলমান প্রকল্প নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রতিনিধিদল খড়পধষ এড়াবৎহধহপব ঝঁঢ়ঢ়ড়ৎঃ চৎড়লবপঃ-৩(খএঝচ-৩) ও গঁহরপরঢ়ধষ এড়াবৎহধহপব ধহফ ঝবৎারপবং চৎড়লবপঃ (গএঝচ) (১ংঃ জবারংবফ) প্রকল্প দুটির বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রীর নিকট বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার তারা কক্সবাজার, টেকনাফ ও চকোরিয়াতে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে স্থানান্তরের প্রস্তাব করেন।
মন্ত্রী প্রতিনিধিদলের বক্তব্য ও প্রস্তাবসমূহ মনোযোগসহ শুনেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার আশ^াস দেন। বাংলাদেশে বিশ^ব্যাংকের অংশীদারিত্ব চলমান থাকবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন।
এ সময় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
 
#
 
মাহমুদুল/অনসূয়া/রবি/শামীম/২০১৯/১৫২২ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩১৯    
 
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডস্ এর রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) : 
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাই্্দ আহমেদ পলকের সাথে আজ তার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ার অফিসে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস্ এর রাষ্ট্রদূত ঐধৎৎু ঠবৎবিরল সাক্ষাৎ করেন।  
এ সময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতের চলমান অগ্রগতি, আইসিটি খাতে বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তি হস্তান্তর এবং স্টার্টআপ তৈরির সংস্কৃতি গড়ে তুলতে সহযোগিতা প্রদান করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ-নেদারল্যান্ডস ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিট আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। তিনি তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটালসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচি, তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাস্তবায়নাধীন হাইটেক পার্ক, ইনফো সরকার ৩য় পর্যায় প্রকল্প, ডাটা সেন্টার, স্টার্টআপ প্রকল্পসহ আইসিটি সেক্টরের চলমান কার্যক্রম রাষ্টদূতকে অবহিত করেন। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটিখাতে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতার কামনা করেন। 
রাষ্ট্রদূত বলেন, অল্পসময়ে বাংলাদেশের আইসিটিখাত অনেক এগিয়ে গেছে। আগামী দিনগুলোতে আরো এগিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশের সাথে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
#
 
শহিদুল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৯/১৪৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৩১৮ 
 
৩৬ তম বিসিএস পরীক্ষার নম্বরপত্র আবেদনকারী প্রার্থীদের ঠিকানায় প্রেরণ করা হয়েছে 
 
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) : 
 
৩৬ তম বিসিএস পরীক্ষার নম্বরপত্র প্রাপ্তির জন্য কর্মকমিশনে আবেদনকারী প্রার্থীদের নম্বরপত্র তাদের স্থায়ী ঠিকানায় গত ৪ মার্চ রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করা হয়েছে। 
কোনো প্রার্থী নম্বরপত্র না পেয়ে থাকলে তার আবেদনপত্রে উল্লিখিত স্থায়ী ঠিকানার পোস্ট অফিসে যোগাযোগ করে নম্বরপত্র সংগ্রহের জন্য বাংলাদেশ সরকারী কর্মকমিশন থেকে অনুরোধ করা হয়েছে।
#
 
 
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon