Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০১৫

তথ্যবিবরণী 17/06/2015

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৭৬৩

চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত
পবিত্র রমজান শুরু শুক্রবার
১৪ জুলাই দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :
দেশের আকাশে আজ কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৯ জুন শুক্রবার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে। ১৪ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর উদ্যাপিত হবে।  
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।
সভায় ধর্ম সচিব ড. চৌধুরী মোঃ বাবুল হাসান, প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শহিদুজ্জামান, যুগ্মসচিব মোঃ আমজাদ আলী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

#

মোঃ জাকির  হোসেন আপিল বিভাগের রেজিস্ট্রার নিযুক্ত

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৭৬৫


বিএলআরআইতে প্রাণিসম্পদমন্ত্রী
দুধ, ডিম ও মাংসের উৎপাদন দ্বিগুণ বৃদ্ধির আহ্বান

সাভার, ৩ আষাঢ় (১৭ জুন) :
    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বলেছেন, ভিশন-২০২১ বাস্তবায়নে দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণ করার জন্য এসকল খাদ্যপণ্যের বর্তমানে যে পরিমাণ উৎপাদন হয় গবেষণার মাধ্যমে তা দ্বিগুণ করতে হবে। প্রাণিসম্পদ উৎপাদন ও বিপণনের সুযোগ সুবিধাকে দারিদ্র্যবিমোচনে কাজে লাগাতে হবে।
    আজ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) আয়োজিত দু’দিনব্যাপী “বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালা-২০১৫” এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী একথা বলেন।
    বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায় উপস্থিত ছিলেন ।

    মন্ত্রী বলেন, বিএলআরআই ইতোমধ্যেই আমাদের দেশের আবহাওয়া উপযোগী একটি লেয়ার ট্রেইন জাত উদ্ভাবন করেছে, যা আমাদের দেশের খামারীরা অনায়াসেই লালন পালন করতে পারেন। বিএলআরআই আমাদের দেশের আবহাওয়ার সাথে মিল রেখে একটি ব্রয়লার জাত উদ্ভাবন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
#

শাহ আলম/সাইফুল্লাহ/মিজান/জসীম/জয়নুল/২০১৫/২২০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৭৬৪

 

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :

বাংলাদেশ সুপ্রিম  কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার  মোঃ জাকির  হোসেনকে  বাংলাদেশ সুপ্রিম  কোর্টের আপিল বিভাগের  রেজিস্ট্রার পদে নিয়োগ দেয়া হয়েছে।

সুপ্রিম  কোর্টের আপিল বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

মোঃ জাকির  হোসেনকে  প্রেষণে প্রধান বিচারপতি এ পদে নিয়োগ দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

#

সাইফুল্লাহ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১৭৬২

সিলেটে কর্মশালায় ভূমিমন্ত্রী
অর্পিত সম্পত্তির দ্রুত নিষ্পত্তির তাগিদ

সিলেট, ৩ আষাঢ় (১৭ জুন) :
    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, অর্পিত সম্পত্তির  মামলা নিষ্পত্তি নিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ সাধারণ মানুষকে নিয়ে টালবাহানা করা বন্ধ করতে হবে। তিনি সাধারণ মানুষকে আর্থিক ক্ষতি, অস্বস্তি ও দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত বিদ্যমান আইন অনুযায়ী অর্পিত সম্পত্তি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
    আজ সিলেটে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট বিভাগের অধীন অর্পিত সম্পত্তি বিষয়ক সিলেট বিভাগের সংশ্লিষ্টদের জন্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, অর্পিত সম্পত্তি বিষয়ক লাখ লাখ মামলা বছরের পর বছর, যুগের পর যুগ নিষ্পত্তির অভাবে ঝুলে আছে। এগুলো নিষ্পত্তি না হওয়ায় সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, সরকারের মহৎ উদ্যোগকে স্থবির করার কোনো সুযোগ নেই। ভূমিমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সঙ্কটমোচনে আগ্রহী হয়ে জাতিকে অর্পিত সম্পত্তির জটিলতা থেকে উদ্ধার করার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান ।
মন্ত্রী ব্রিটিশ ও পাকিস্তানি ভূমি আইনের জটিলতা নিরসনে সরকারের গৃহীত ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার জন্যও সংশ্লিষ্টদের আন্তরিক থাকার আহ্বান জানান।
সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম, যুগ্মসচিব (আইন) এসএম মনিরুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম এবং ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী।
#


রেজুয়ান/সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/২১৩০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৭৬১

সংসদে মাতৃস্বাস্থ্য বিষয়ক সাবকমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :
ইউএনএফপি’র অর্থায়নে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন ঝঃৎবহমঃযবহরহম চধৎষরধসবহঃ’ং ঈধঢ়ধপরঃু রহ ওহঃবমৎধঃরহম চড়ঢ়ঁষধঃরড়হ ওংংঁবং রহঃড় উবাবষড়ঢ়সবহঃ (এসপিসিপিডি) শীর্ষক প্রকল্পের “মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাবকমিটি” এর প্রথম সভা আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাবকমিটির আহ্বায়ক আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য আ ফ ম রুহুল হক এমপি, মোঃ হাবিবে মিল্লাত এমপি, ফজিলাতুন নেছা এমপি, এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, ডাঃ মোঃ এনামুর রহমান এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলসহ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বৈঠকে এসপিসিপিডি প্রকল্পের আওতায় গঠিত মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণে সাবকমিটির কার্যপরিধি, অ্যাডভোকেসি প্ল্যান এবং সে অনুযায়ী নির্ধারিত তিনটি ইস্যু যথা: মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং  যুব উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও প্রকল্পের আওতায় প্রণীত কর্মপরিকল্পনায় মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ বিষয়ক গৃহীত কার্যক্রম এবং বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়।
কমিটি জাতীয় সংসদ সদস্যদের সম্পৃক্তকরণের মাধ্যমে এবং তাঁদের উদ্যোগে প্রত্যেক নির্বাচনি এলাকায় প্রকল্পের সাথে সম্পর্কিত বিষয়ে সভা ও সেমিনার আয়োজনের মাধ্যমে জনসচেতনতা তৈরিসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে ।
#

শিবলী/সাইফুল্লাহ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৬০

অক্টোপাস কনফারেন্সে যোগ দিতে ফ্রান্সে আইনমন্ত্রী

স্ট্রাসবার্গ (ফ্রান্স) ১৭ জুন :
    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাইবার অপরাধ প্রতিরোধে আন্তর্জাতিক ইভেন্টÑঅক্টোপাস কনফারেন্সে যোগ দিয়েছেন। আজ থেকে ৩ দিনব্যাপী এ কনফারেন্সে যোগ দিতে আইনমন্ত্রী বর্তমানে ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থান করছেন। কাউন্সিল অভ্ ইউরোপের আমন্ত্রণে আইনমন্ত্রী এ কনফারেন্সে অংশগ্রহণ করছেন।
    সাইবার জগতে আইনের শাসনকে শক্তিশালীকরণ এবং সাইবার অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারকরণের লক্ষ্যে কাউন্সিল অভ্ ইউরোপের আয়োজনে স্ট্রাসবার্গের কাউন্সিল অভ্ ইউরোপ ভবনে অক্টোপাস কনভারেন্স-২০১৫ অনুষ্ঠিত হচ্ছে।
    ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মান, জাপান, বসনিয়া-হার্জেগভনিয়া, শ্রীলংকাসহ বিশ্বের ৮০ দেশের প্রায় ৩শ’ প্রতিনিধি এবারের অক্টোপাস কনফারেন্সে যোগ দিচ্ছেন। কনফারেন্সে বিশ্বের বিভিন্ন অঞ্চলের এসব সাইবার অপরাধ বিশেষজ্ঞগণ সামাজিক সুরক্ষা এবং সাইবার জগতে ব্যক্তি বিশেষের অধিকার রক্ষায় সমস্যাবলি এবং এর সমাধান বিষয়ে আলোকপাত করবেন। এতে অনলাইন যৌন সন্ত্রাস এবং অপরাধ থেকে শিশুদের সুরক্ষার বিষয়ে বিশেষভাবে আলাপ-আলোচনা করা হবে। এছাড়া কনফারেন্সে সাইবার অপরাধ এবং এসম্পর্কিত ভিকটিম সুরক্ষায় সামর্থ অর্জনের বিষয়ে বেশ কয়েকটি ওয়ার্কশপ অনুষ্টিত হবে।

#

শাহীন/সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৭৫৯

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঘানা ও উগান্ডার হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :

    পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বাংলাদেশে ঘানা ও উগান্ডার নবনিযুক্ত অনাবাসী (দিল্লীতে নিবাস) হাইকমিশনারদ্বয় স্যামুয়েল পেনিইন ইয়ালি (ঝধসঁবষ চধহুরহ ণধষষবু) এবং এলিজাবেথ পলা নেপেইয়ক (ঊষরুধনবঃয চধঁষধ ঘধঢ়বুড়শ) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে ঘানার হাইকমিশনার ঢাকায় ঘানার একটি অনারারী কনস্যুলেট স্থাপনের প্রস্তাব করলে পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাবকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। হাইকমিশনার ইয়ালি বাংলাদেশ হতে পাটের ব্যাগ আমদানির আগ্রহ ব্যক্ত করেন।

    বাংলাদেশ ও ঘানার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ঘানা হতে একটি বাণিজ্য প্রতিনিধিদলের ঢাকা সফরের প্রস্তাব করেন এবং অন্যদিকে বাংলাদেশ হতে তৈরিপোশাক, পাট ও  ঔষধ ব্যবসায়ীদের সমন্বয়ে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঘানা পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

    পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজ আরো সাক্ষাৎ করেন উগান্ডার হাইকমিশনার এলিজাবেথ পলা নেপেইয়ক। এসময় তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। হাইকমিশনার আরো জানান, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য উগান্ডার অতি উর্বর মাটিতে কৃষিপণ্য উৎপাদন, সেদেশে কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ ও দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন ও তৈরিপোশাকের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অনারারি কনসাল আবুল হোসেইন জানান, বাংলাদেশ ইতোমধ্যে উগান্ডায় ঔষধ ও তৈরিপোশাক রফতানি শুরু করেছে এবং মশারি রফতানির প্রক্রিয়া শুরু হয়েছে।

    পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বাংলাদেশ ও উগান্ডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে ঢাকায় দুদেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে আলোচনার প্রস্তাব করলে উগান্ডার হাইকমিশনার তাতে ইতিবাচক সাড়া প্রদান করেন।

#

খালেদা/সাইফুল্লাহ/মিজান/জসীম/রেজাউল/২০১৫/২০০৮ ঘণ্টা

 

চাঁদ দেখা সাপেক্ষে প্রচার/প্রকাশের জন্য

তথ্যবিবরণী                                                                                                নম্বর :  ১৭৫৭
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের মাস। অশেষ রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহ্র নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। সমগ্র মুসলিম উম্মাহ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাসটি পালন করে থাকে। সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। রমজানের পবিত্রতায় সমাজ থেকে সকল অন্ধকার ও কুসংস্কার দূর হোক-এ কামনা করি।  
আমি আশা করি সবাই রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকলস্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক-এই প্রার্থনা করি। পরম করুণাময় মহান আল্লাহ্ আমাদের সহায় হোন।  
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

#

হাসান/সাইফুল্লাহ/জসীম/রেজাউল/২০১৫/১৯৫০ ঘণ্টা  
 

চাঁদ দেখা সাপেক্ষে প্রচার/প্রকাশের জন্য
 
 চাঁদ দেখা সাপেক্ষে প্রচার/প্রকাশের জন্য

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৭৫৮
পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
    “পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানাই আমার আন্তরিক মোবারকবাদ।
    আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমা লাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।
    পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানাই।
    আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।
    মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। আমিন।
                                               জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                           বাংলাদেশ চিরজীবী  হোক।”
#

নুরএলাহি/সাইফুল্লাহ/জসীম/রেজাউল/২০১৫/১৯৫০ ঘণ্টা   


চাঁদ দেখা সাপেক্ষে প্রচার/প্রকাশের জন্য

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৫৬

পাটমন্ত্রীর সাথে সাক্ষাৎ
পাটেরবস্তা ক্রয়ের প্রস্তাব দিয়েছেন ঘানার হাইকমিশনার

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :
          বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এর সঙ্গে আজ মন্ত্রণালয়ের অফিসকক্ষে দিল্লীতে নিয্ক্তু বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ঘানার হাইকমিশনার ঝধসঁবষ চধহুরহ ণধষষবু সাক্ষাৎ করেন।
          এ সময় দু‘দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় হাইকমিশনার জানান, ঘানা আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। তিনি ঘানার কোকোবিনসহ বিভিন্ন কৃষিজাত দ্রব্য প্যাকেজিংয়ের জন্য বাংলাদেশ থেকে সরকারিভাবে পাটেরবস্তা ক্রয়ের প্রস্তাব দেন এবং বাংলাদেশকে ঘানার বস্ত্র ও পাট শিল্পে বিনিয়োগের সম্ভাবনার কথা মন্ত্রীকে অবহিত করেন। এছাড়া, তিনি বস্ত্র ও পাটখাতে বাংলাদেশের সাথে ঘানার ব্যবসাবাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন।
         বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে ঘানা বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ এবং বাংলাদেশও ঘানায় ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করতে চায়। তিনি বলেন, বাংলাদেশে বিশ্বের সেরা মানের পাট ও পাটপণ্য উৎপাদিত হয় যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে এবং বাংলাদেশি পাট ও পাটজাতপণ্যের বিশ্বব্যাপী সুখ্যাতি রয়েছে। বাংলাদেশ থেকে সরকারিভাবে পাটেরবস্তা ক্রয়ের প্রস্তাব দেয়ায় পাটমন্ত্রী ঘানার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
            সাক্ষাৎকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ রেজাউল কাদের এবং বাংলাদেশ পাটকল কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্ণেল (অবঃ) লেলিন কামাল উপস্থিত ছিলেন।
#

রেজাউল/সাইফুল্লাহ/মিজান/জসীম/জয়নুল/২০১৫/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭৫৫

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :
    জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহ্মুদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান, মজিবুর রহমান চৌধুরী এবং মোঃ ইয়াসিন আলী অংশগ্রহণ করেন।
    বৈঠকে জানানো হয়, গাজীপুরে সংরক্ষিত বনাঞ্চলের জমি অবৈধ দখলদারদের নিকট হতে উদ্ধারপূর্বক বনায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বন বিভাগ কর্তৃক ভূমি অধিগ্রহণ প্রস্তাব প্রেরণকালে গরিব মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেয়া হয়।
বৈঠকে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন জটিলতা নিরসন ও কাজের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ ও অর্থছাড় প্রক্রিয়া সহজতর করার সুপারিশ করা হয় ।
বৈঠকে বন অধিদপ্তরের সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
         বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

মিজানুর/সাইফুল্লাহ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৭৫৪

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :
    জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ কমিটির সভাপতি ইমরান আহমদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য জুনাইদ আহমেদ পলক, শওকত হাচানুর রহমান (রিমন) এবং হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশগ্রহণ করেন।
    কমিটি বিটিসিএল এর কার্যক্রম সম্পর্কে ইদানিং বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবর সম্পর্কে এবং ঈগঝ স্থাপনের মাধ্যমে অঘঝ পর্যন্ত কল মনিটরিং এর পদ্ধতি সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট সম্পর্কে আলোচনা হয়।
    বৈঠকে উল্লেখ করা হয়, বিটিসিএল এর কার্যক্রম সম্পর্কে ইদানিং বিভিন্ন দৈনিকে প্রকাশিত খবরের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং স্থায়ী কমিটির পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দেয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ২ সপ্তাহের মধ্যে  রিপোর্ট উপস্থাপনের বিষয়ে কমিটিকে অবহিত করে।
      ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসি’র চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

সাব্বির/সাইফুল্লাহ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯২৫ঘণ্টা

 

Handout                                                                                                              Number : 1753

Inu Meets Lankan Counterpart

Media Instts Interaction Emphasised

Colombo, June 17 :

Information Minister Hasanul Haq Inu now on a visit to Colombo held a meeting with Sri Lankan Minister of Mass Media and Chief Government Whip Gayantha Karunatilaka today. A wide range of topics about bilateral cooperation between Bangladesh and Sri Lanka in the areas of media were discussed.

The two Ministers resolved that Bangladesh and Sri Lanka would work closely together in protecting the sanctity and independence of media from the onslaught of inappropriate content, extremism and terrorism.

The discussion recognized the need for greater interaction between the institutions of media of the two countries. With this end in view, the two sides agreed in principle to conclude a memorandum of understanding (MOU) on sharing of content between news agencies, television and radio as well as producing cinema in joint venture.

The two Ministers laid emphasis on the need of training of officials engaged in the institutions of information and media, and of regular holding of film festivals in each other’s country. Sri Lankan side expressed interest in learning from the experience of Bangladesh in implementing Right to Information Act and in introducing Community Radio.

The meeting over, the Bangladesh delegation visited the Media Monitoring Unit of the Ministry of Mass Media.

Information Minister Hasanul Haq Inu arrived in Colombo yesterday on a four-day official visit to Sri Lanka. He was received at the airport by the Bangladesh High Commissioner to Sri Lanka Tarik Ahsan and high officials of the Ministry of Foreign Affairs and Ministry of Mass Media of Sri Lanka.

The Minister attended a dinner at Bangladesh House (Residence of High Commissioner) in the evening. The dinner was also attended, among others, by Secretary to the Ministry of Mass Media Karunarathna Paranawithana, high officials of the Ministry of Foreign Affairs of Sri Lanka as well as distinguished members of Bangladesh community resident in Colombo.

This is the first Ministerial level bilateral visit taking place between Bangladesh and Sri Lanka after the new government in Sri Lanka took office following the Presidential election in January 2015.

#

Saifullah/Sanjib/Rezaul/2015/1845 hours

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১৭৫২
 
সবুজ শিল্পায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জাতীয় শিল্পনীতি-২০১৫ প্রণয়ন করা হচ্ছে
 
ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :

সবুজ শিল্পায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জাতীয় শিল্পনীতি-২০১৫ প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, শিল্পায়ন সরকারের অগ্রাধিকার হলেও বর্তমান সরকার পরিবেশের ক্ষতি করে এমন ধরনের শিল্পায়নের পক্ষে নয়। পরিবেশের সুরক্ষায় ইতোমধ্যে সবুজ প্রযুক্তি ব্যবহারকারী শিল্পোদ্যোক্তাদের কর রেয়াতসহ বিভিন্ন ধরণের প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। নতুন শিল্পনীতিতে পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের প্রতি সরকারের পৃষ্ঠপোষকতা ও প্রণোদনা বৃদ্ধির সুস্পষ্ট দিক নির্দেশনা থাকবে বলে তিনি জানান।  

শিল্পমন্ত্রী গতকাল রাজধানীর একটি হোটেলে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইনোভেশন সামিট অ্যান্ড এক্সপোজিশন (ইওঝঊ-২০১৫)’ এর প্রাক-প্রদর্শনী সম্মেলন এবং পর্দা উত্তোলন
(চৎব-ঝঁসসরঃ ঈড়হভবৎবহপব ধহফ ঈঁৎঃধরহ জধরংবৎ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এক্সপোনেট এক্সিবিশন (প্রা.) লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।

এক্সপোনেট এক্সিবিশন (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশনের (জিআইজেড) ঊর্র্ধ্বতন পরামর্শক দিলদার আহমেদ তৌফিক, টোটাল সলিউশন লিমিটেডের পরিচালক অনন্ত আহমেদ, ইজি গ্রুপের পরিচালক হাসানুল হক খান বক্তব্য রাখেন।

উল্লেখ্য, পরিবেশবান্ধব শিল্পায়ন ও পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে ১০-১২ সেপ্টেম্বর, ২০১৫ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইনোভেশন সামিট ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।  ইজি অটোমেশনের পৃষ্ঠপোষকতায় এক্সপোনেট এক্সিবিশন এর আয়োজন করেছে।

এতে নবায়নযোগ্য প্রাকৃতিক শক্তি, কার্বন নিরপেক্ষ পরিবেশ, দিনের আলোর ব্যবহার, বায়ু চলাচল নিয়ন্ত্রণ, বৃষ্টির পানি পুনর্ব্যবহারসহ বিভিন্ন সবুজ প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হবে। এছাড়া এতে ই-বর্জ্যসহ বিভিন্ন ধরনের শিল্প ও নির্মাণ বর্জ্য পরিশোধন এবং পুনর্ব্যবহারের প্রযুুক্তি তুলে ধরা হবে। এ প্রদর্শনী দেশীয় উদ্যোক্তাদের সবুজ প্রযুক্তি (গ্রিন টেকনোলজি) ব্যবহারের পাশাপাশি পরিবেশবান্ধব পণ্য (গ্রিন প্রোডাক্ট) উৎপাদনে অনুপ্রাণিত করবে। ফলে বাংলাদেশের শিল্পখাতে সবুজ প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

#

জলিল/অনসূয়া/শুকলা/লাভলী/২০১৫/১৬০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ১৭৫১


বাণিজ্যমন্ত্রীর সাথে উগান্ডার রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উগান্ডায় বাণিজ্যবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। সেখানে বাংলাদেশের তৈরি সিরামিক, তৈরি পোশাক, ঔষধ, পাটের তৈরি পণ্য এবং প্লাষ্টিক সামগ্রীর প্রচুর চাহিদা রয়েছে। এছাড়া সেখানে কৃষি খাতে লাভজনক বিনিয়োগের সুযোগ রয়েছে। উগান্ডা সরকার চাইলে দু’দেশের মধ্যে বাণিজ্যমেলা এবং বি টু বি (বিজনেসম্যান টু বিজনেসম্যান) আলোচনার মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। এক্ষেত্রে উভয় দেশের মধ্যে ডিউটি ফ্রি বাজার সুবিধা থাকা একান্ত প্রয়োজন। মন্ত্রী বলেন,  বাংলাদেশ উগান্ডায় বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। এ জন্য উগান্ডা সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
    মন্ত্রী আজ তার কার্যালয়ে ভারতের নয়াদিল্লীতে নিযুক্ত (বাংলাদেশের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত) উগান্ডার হাইকমিশনার ঊষরুধনবঃয চধঁষধ ঘধঢ়বুড়শ সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন।
    বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিও’তে স্বল্পোন্নত দেশের কো-অর্ডিনেটর হিসেবে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল পণ্যের জন্য স্বল্পোন্নত দেশসমূহের অনুকূলে ঞজওচঝ এর কতিপয় শর্তাবলী রহিতকরণের সময়সীমা ২০২১ সাল পর্যন্ত বর্ধিতকরণের প্রচেষ্টা চালাচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর এর মেয়াদ শেষ হবে। বালি সিদ্ধান্তের বাস্তবায়ন, বিশেষ করে সেবামূলকখাতে স্বল্পোন্নত দেশসমূহের জন্য ওয়েভার প্রথা চালু হলে এলডিসিভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ এবং উগান্ডা উভয় দেশ উপকৃত হবে। দাবি আদায়ের ক্ষেত্রে মন্ত্রী উগান্ডার সহযোগিতা ও সমর্থন চান।
    বর্তমানে বাংলাদেশ উগান্ডায় সিরামিক, তৈরি পোশাক, ঔষধ, পাটের তৈরি পণ্য এবং প্লাষ্টিক সামগ্রী রপ্তানি করছে। উগান্ডা থেকে বাংলাদেশ মূলত তুলা আমদানি করছে। গত অর্থবছরে বাংলাদেশ উগান্ডা থেকে ৬ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে, একই সময়ে সেখানে ২ দশমিক 
৪২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। সেখানে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৩ দশমিক 
৬৮ মিলিয়ন মার্কিন ডলার হলেও আমদানিকৃত তুলা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। উগান্ডায় অনুষ্ঠিত বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ এবং উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি করা সম্ভব। 
    এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মুর্তজা রেজা চৌধুরী, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. শওকত আলী ওয়ারেছি এবং ঢাকায় নিযুক্ত উগান্ডার অনারারি কনসাল আবুল হোসেন উপস্থিত ছিলেন।

#

লতিফ/অনসূয়া/শুকলা/আসমা/২০১৫/১৫৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৭৫০
 
নদীর অবৈধ দখল ও দূষণরোধে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে
                                                  - নৌ-পরিবহণ মন্ত্রী 
ঢাকা, ৩ আষাঢ় (১৭ জুন) :

ঢাকার চারপাশের নদী শুধু নয়, সারাদেশের নদীগুলো রক্ষায় সরকার আন্তরিক। নদীর অবৈধ দখল ও দূষণরোধে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় পূর্ত ভবন অডিটরিয়ামে

Todays handout (11).doc Todays handout (11).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon