Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০১৫

তথ্যবিবরণী 17/11/2015

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৩৪৫

প্যারিসে ইউনেস্কো লিডার্স ফোরামে শিড়্গামন্ত্রী
বাংলাদেশে জাতীয় উন্নয়ন এজেন্ডার মূলভিত্তি শিড়্গা

প্যারিস (ফ্রান্স), ১৭ নভেম্বর :
    ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ে তুলতে বাংলাদেশে শিড়্গাকে জাতীয় উন্নয়ন এজেন্ডার মূলভিত্তি বিবেচনা করা হচ্ছে।
    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ আজ ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে আয়োজিত ইউনেস্কো লিডার্স ফোরামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বক্তৃতায় একথা বলেন।
    শিড়্গামন্ত্রী বলেন, শিড়্গায় টেকসই বিনিয়োগের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশে প্রাথমিক সত্মরে প্রায় শতভাগ শিড়্গার্থী ভর্তি এবং মাধ্যমিক সত্মর পর্যনত্ম ছাত্রছাত্রী সংখ্যা সমতা অর্জন করেছে। এর মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লড়্গ্যমাত্রা পূরণে সমর্থ হয়েছে। ২০১০ সাল থেকে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক সত্মরের  সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুসত্মক বিতরণ করা হয়েছে। এ ধরণের কার্যক্রমকে বিশ্বের সর্ববৃহৎ উদ্যোগ হিসেবে উলেস্নখ করে নাহিদ বলেন, এবছর প্রায় ৩৩ কোটি পাঠ্যপুসত্মক বিতরণ করেছি। ২০১৬ সালে ৩৫ কোটি পাঠ্যবই বিতরণ করা হবে। তিনি বলেন, দেশে ১ কোটি ৩৪ লাখ দরিদ্র শিড়্গার্থী সরকারের উপবৃত্তি সুবিধা পাচ্ছে, যার মধ্যে ৭৫ ভাগই ছাত্রী।
    শিড়্গামন্ত্রী আরো বলেন, বর্তমানে বাংলাদেশ সরকার নতুন প্রজন্মকে দড়্গ ও যোগ্য বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিড়্গা প্রসারের ওপর গুরম্নত্ব দিচ্ছে। এ প্রসঙ্গে তিনি বিপুলসংখ্যক শিড়্গকের প্রশিড়্গণ, কারিগরি-বৃত্তিমূলক ও তথ্যপ্রযুক্তিভিত্তিক শিড়্গার প্রসার এবং মাদ্রাসা শিড়্গার আধুনিকায়নের বিষয়সমূহ উলেস্নখ করেন। নারী শিড়্গার মাধ্যমেই বাল্যবিবাহ ও নারীর বিরম্নদ্ধে সহিংসতা রোধ এবং সমাজ উন্নয়নে নারীর ভূমিকা বিষয়ে গণমানুষের  মনোভাব পরিবর্তন সম্ভব বলে উলেস্নখ করে তিনি বলেন, সরকার নারী শিড়্গার প্রতি বিশেষ গুরম্নত্ব প্রদান করছে। 
    শিড়্গামন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় ইউনেস্কোর ভূমিকা বিশেষভাবে উলেস্নখ করে বলেন, উগ্রজঙ্গিদের সঙ্গ থেকে দূরে রাখতে যুবসমাজকে মূলধারার সঠিক শিড়্গায় শিড়্গিত করতে হবে। তিনি বলেন, সন্ত্রাসী ও জঙ্গিরা কোনো দেশের সীমারেখায় সীমাবদ্ধ থাকে না। বাংলাদেশ সরকার সবধরণের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশের ভেতরে সন্ত্রাসী চক্রসমূহকে কোনো ধরণের ছাড় দেয়া হচ্ছে না। জনাব নাহিদ তাঁর বক্তৃতায় জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় ইউনেস্কোর গৃহীত কর্মসূচি বিশেষ গুরম্নত্বের সাথে উলেস্নখ করেন।
    আজ প্যারিসে ইউনেস্কো লিডার্স ফোরামে ফ্রান্সের প্রেসিডেন্ট ফঁ্রাসোয়া ওঁলাদ, মাল্টার প্রেসিডেন্ট মেরি লুইজ সোলিরো ফিকাসহ বিশ্ব নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
    উলেস্নখ্য, গত ৪ নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ৩৮তম অধিবেশনে বাংলাদেশের শিড়্গামন্ত্রী ২০১৫-২০১৭ মেয়াদে ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
#
সাইফুলস্নাহ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/২১৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৩৩৪৪
উত্তরা তৃতীয় পর্বের সকল কাজ ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করতে পূর্তমন্ত্রীর নির্দেশ
ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) : 
    উত্তরা আবাসিক এলাকার তৃতীয় পর্বের সকল উন্নয়ন কাজ ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করতে রাজধানী উন্নয়ন কর্তৃপড়্গকে (রাজউক) নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
    মন্ত্রী আজ উত্তরা তৃতীয় পর্বের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে এ নির্দেশ দেন।
    পূর্তমন্ত্রী বলেন, ১৯৯৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে এ প্রকল্প গ্রহণ করা হয়। বিগত ১৬ বছরেও প্রকল্পের কাজ শেষ করা হয়নি। জনগণ পস্নট বা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে বছরের পর বছর অপেড়্গা করছে। অনেক সময় পার হয়েছে। তাই প্রকল্পের কাজ শেষ করতে সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করতে হবে। 
    এসময় জানানো হয়, ১৯৯৯ সালে দুই হাজার ৪৪ কোটি আট লাখ ১১ হাজার টাকা ব্যয়ে ২০০২ সাল মেয়াদি এ প্রকল্প গ্রহণ করা হয়। পরে সংশোধিত হিসেবে দুই হাজার তিনশত চলিস্নশ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা নির্ধারণ করা হয়। প্রকল্প এলাকার ভূমি উন্নয়ন কাজের মধ্যে ১৫ নম্বর সেক্টরে ৯৫ ভাগ, ১৬ নম্বর সেক্টরে ৯০ভাগ, ১৭ নম্বর সেক্টরে ৮৭ ভাগ এবং ১৮ নম্বর সেক্টরে ৮০ ভাগ শেষ হয়েছে। সার্বিকভাবে আটভাগ ভূমি উন্নয়ন কাজ অসমাপ্ত রয়েছে। ২০১৬ সালের জুন মাসের মধ্যে একাজ শেষ হবে।
    এসময় আরো জানানো হয়, প্রকল্প এলাকায় ১৬৫ কিলোমিটার পাকা রাসত্মার মধ্যে ১২৭ কিলোমিটার নির্মাণ কাজ শেষ হয়েছে। ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে অবশিষ্ট ৩৭ কিলোমিটার রাসত্মার নির্মাণ কাজ শেষ হবে। এখানে মোট ১২টি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ছয়টি ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে। দুইটি ব্রিজের নির্মাণ কাজ এবছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট চারটি ব্রিজের কাজ শেষ হবে। প্রকল্প এলাকায় মোট ১২টি লেক রয়েছে। ২০১৬ সালের জুনের মধ্যে পাঁচটির উন্নয়ন কাজ শেষ হবে। অবশিষ্ট সাতটির উন্নয়ন কাজ ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। তৃতীয় পর্বে মোট আট হাজার ২৯৫টি পস্নট রয়েছে। এরমধ্যে চার হাজার ৯৯৬টি পস্নট রাজউকের স্টেট শাখাকে বুঝিয়ে দেয়া হয়েছে। এগুলো হসত্মানত্মরের জন্য প্রস'ত আছে। এবছরের ডিসেম্বরের মধ্যে আরো দুই হাজার পস্নট স্টেট শাখাকে বুঝিয়ে দেয়া হবে। অবশিষ্ট পস্নটের উন্নয়ন কাজ ২০১৬ সালের জুনের মধ্যে শেষ করা হবে। প্রকল্প এলাকার পানি সরবরাহ ব্যবস'ার জন্য ১৭টি পাম্প স'াপনে ওয়াসাকে স'ান নির্ধারণ করে দেয়া হয়েছে। আরো ১০টি পাম্প স'াপনের জন্য ওয়াসা জায়গা চাচ্ছে। 
    এসময় আরো জানানো হয়, ১৮ নম্বর সেক্টরের ‘এ’ বস্নকে ৭৯টি বহুতল আবাসিক ভবনে ১ হাজার ৬৫৪ বর্গফুটের মোট ছয় হাজার ৬৩৬টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এরমধ্যে ৪০টি ভবন রাজউক এবং ৩৯টি ভবন গণপূর্ত অধিদপ্তর নির্মাণ করছে। বর্তমানে ৫৭টি ভবনের নির্মাণ কাজ চলছে। এরমধ্যে সাতটি ভবনের ১৬তলা পর্যনত্ম কাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অপর তিনটি ভবনের ১৪তলা পর্যনত্ম, ছয়টি ভবনের সাততলা পর্যনত্ম, ১৫টি ভবনের চারতলা পর্যনত্ম এবং ২৬টি ভবনের বেজমেন্টর কাজ চলছে।
    পরে মন্ত্রী নির্মাণাধীন বহুতল আবাসিক ভবন, লেক এলাকা, রাসত্মাসহ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
    গৃহায়ন ও গণপূর্ত সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুলস্নাহ, রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন,   গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহমত উলস্নাহ মো. দসত্মগীর, আরিফ-উর-রহমান এবং রাজউকের সদস্য আব্দুর রহমানসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপসি'ত ছিলেন।
#
কিবরিয়া/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৩৪৩

বাংলাদেশ ও সৌদি আরবের 
মধ্যে যৌথ কমিশনের বৈঠক আগামীকাল

ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) :
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ১১তম যৌথ কমিশনের বৈঠক আগামীকাল ১৮ নভেম্বর ঢাকায় আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলনকক্ষে শুরু হবে। 
          বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সৌদি শ্রম উপমন্ত্রী ড. আহমেদ বিন ফাহ্দ এবং বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন।
          বৈঠকের আলোচ্যসূচির মধ্যে বাংলাদেশ হতে সৌদি আরবে চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন ধরনের দক্ষ ও অদক্ষ পুরুষ ও নারী কর্মী প্রেরণ; ব্যবসায়-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল, ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, ক্রীড়া, ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ হতে তৈরি পোশাকসহ অন্যান্য সামগ্রী সেদেশে রপ্তানি ও সৌদি আরব হতে সার আমদানি অন্যতম।
          ২৫ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের সৌদি প্রতিনিধিদলটি আজ ঢাকায় পৌঁছেছে।
          উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা লাভের পর দু’দেশের মধ্যে অনুষ্ঠিত যৌথ কমিশনে এটাই হলো সর্ববৃহৎ সৌদি প্রতিনিধিদল।
#


খালেদা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৩৪২

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত


ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) :
         জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সদস্য মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং আখতার জাহান বৈঠকে অংশগ্রহণ করেন।
 

       
    বৈঠকে ‘মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) বিল ২০১৫’ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বিলটি পরীক্ষানিরীক্ষা করা হয় এবং কমিটির সুপারিশের ভিত্তিতে প্রণীত রিপোর্ট জাতীয় সংসদে উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় । 
           বৈঠকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#


সাব্বির/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/১৮১৫ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৪১

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রীর সাথে 
মার্কিন রাষ্ট্রদূতের সাড়্গাৎ
ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) : 

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস বস্নুম বার্নিকাট (Marcia Stephens Bloom Bernicat) আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকড়্গে সাড়্গাৎ করেন। 

    সাড়্গাৎকালে রাষ্ট্রদূত বিমান পরিবহণ নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেয়ার কথা জানান। বিদেশিদের নিরাপত্তা নিশ্চিতকল্পে সরকার যে সমসত্ম পদড়্গেপ নিয়েছে রাষ্টদূত তাতে সনেত্মাষ প্রকাশ করেন। 

    এসময় মন্ত্রী বলেন, সরকার সবসময় নাগরিকদের নিরাপত্তা, শানিত্ম ও স্বসিত্ম দিতে অঙ্গীকারবদ্ধ। এ লড়্গ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকার কাজ করতে আগ্রহী। তিনি বলেন, ২০১৪ এবং ২০১৫ সালে রাজনৈতিক অসি'রতা চলার সময় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে ট্রাভেল এডভাইসারি (ঞৎধাবষ  অফরাংড়ৎু) দেয়নি।  ট্রাভেল এডভাইসারি দেয়া হয়েছিলো শুধু  ২০১৪ সালের ৫ জানুয়ারি অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের দিন। অথচ এখন দু’একটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেড়্গিতে প্রতিনিয়ত রেড এলার্ট জারি করা হচ্ছে।

     মন্ত্রী হযরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি-১ এর মর্যাদা দেয়ার প্রসঙ্গ উত্থাপন করে জানান, এ লড়্গ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও জনবল পূরণের লড়্গ্যে মন্ত্রণালয় কাজ করছে। 

    রাষ্ট্রদূত পরবর্তী টিকফা বৈঠকে প্রসত্মাবটি উত্থাপন করা হবে বলে জানান। 

    সি'তিশীল পরিবেশ, উন্নত ভবিষ্যৎ এবং উলেস্নখযোগ্য অর্থনেতিক প্রবৃদ্ধির দিকে বাংলাদেশের  যাত্রায় যুক্তরাষ্ট্র পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে বলে উভয়েই আশাবাদ ব্যক্ত করেন। 
 
#

মাহবুবুর/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৩৪০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় 
সম্পর্কিত সংসদীয় সাবকমিটির বৈঠক অনুষ্ঠিত


ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩নং সাবকমিটির ২য় বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। 
সাবকমিটির আহ্বায়ক সুরঞ্জিত সেন গুপ্ত-এর সভাপতিত্বে কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, মো. শামছুল হক টুকু ও সফুরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৫’ এর উপর আলোচনা হয়। 
    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এনজিও বিষয়ক ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#


হালিম/আফরাজ/জসীম/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৩৩৯

কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইনের খসড়া চূড়ান্ত করার নির্দেশ স¦াস্থ্যমন্ত্রীর

ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) : 

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের সম্পৃক্ততায় দেশে কমিউনিটি ক্লিনিকের সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এ সম্পৃক্ততা জোরদার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে।

    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে কমিউনিটি ক্লিনিক ট্রাস্ট আইন প্রণয়ন বিষয়ে  এক সভায় সভাপতিত্বকালে একথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের সকল কার্যক্রম বিশ্বব্যাপী উদাহরণ হিসেবে স্বীকৃত হয়েছে। এ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আরো বেগবান ও জনবান্ধব করতে হবে। মন্ত্রী শীঘ্র এ আইনের খসড়া চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। 

    পরে মন্ত্রী নার্সদের জন্য প্রস্তাবিত পোশাক বিধি সংশোধন সংক্রান্ত কমিটির সাথে মতবিনিময় করেন। দেশের নার্সদের পোশাকের আধুনিকায়ন করার জন্য মন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে বর্তমানে সাত সদস্যের একটি কমিটি বিধি সংশোধনের কাজ করছে। কমিটি দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, সিএমএইচসহ বিদেশের কয়েকটি হাসপাতালের পোশাক বিবেচনায় নিয়ে কয়েকটি নমুনা পোশাক নির্বাচন করে, যা সভায় উপস্থাপন করা হয়। বৈঠকে মন্ত্রী অধিকতর কার্যসহায়ক ও রোগীবান্ধব পোশাক নির্বাচনের কাজ দ্রুত সম্পন্ন করতে কমিটিকে নির্দেশ প্রদান করেন।

    স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। 

#

পরীক্ষিৎ/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৩৩৮

এলজিআরডি মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের বৈঠক
পারস্পরিক সহযোগিতা জোরদারকরণে ঐকমত্য

ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) : 

এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর এসিস্ট্যান্ট এডমিনিস্ট্রেটর হাউলিয়াং জু’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে এক বৈঠকে মিলিত হন। 
 
ইউএনডিপি কর্তৃক চলমান ইউনিয়ন ও উপজেলা পরিষদ গভর্ন্যান্স, নারীদের আর্থিক সক্ষমতা অর্জনে নতুন সুযোগ সৃষ্টি ও গ্রাম আদালত প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। 

মন্ত্রী সরকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ সংস্কার ও শক্তিশালীকরণ কার্যক্রমে ইউএনডিপি’র আরো সহায়তা কামনা করেন। তিনি এসময় বাংলাদেশের পল্লিউন্নয়ন, সুশাসন, জলবায়ু পরিবর্তন, জন্ম-মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও অর্জনসমূহের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রতিনিধিদলের নেতা হাউলিয়াং জু বাংলাদেশে স্থানীয় সরকার বিভাগে চলমান উন্নয়ন প্রকল্পসমূহে অধিকতর আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশ ও ইউএনডিপি’র মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারকরণে ঐকমত্য পোষণ করা হয়। 

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, সংস্থার আবাসিক প্রতিনিধি পলিন টামেসিস ও সহকারী আবাসিক প্রতিনিধি শায়লা খান বৈঠকে উপস্থিত ছিলেন।

#

আহসান/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩৩৩৭

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর থেকে শুরু  


ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) :
    সপ্তমবারের মতো ৩২ লাখের বেশি প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষার্থীদের নিয়ে আগামী 
২২ নভেম্বর প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৫ শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে 
২৯ নভেম্বর। এটি হচ্ছে দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। 
এ পরীক্ষা উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ১৮ নভেম্বর বুধবার সকাল ১১.৩০ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সমাপনী পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সাংবাদিকদের ব্রিফ করবেন।  
এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম, অতিরিক্ত সচিব ড. মো. মজিবুর রহমান হাওলাদার, ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস ও মো. নজরুল ইসলাম খান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন।  
#


রবীন্দ্রনাথ/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৪০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩৩৬

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) :
জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৮তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মো. মোজাম্মেল হোসেন, মোছা. মাহাবুব আরা বেগম গিনি, মনোয়ারা বেগম ও রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন। 
নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম (৩য় পর্যায়) এর বাস্তবায়ন, অগ্রগতি এবং ‘তথ্য আপা‘ প্রকল্পের বাস্তবায়ন, অগ্রগতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা হয়।  
বৈঠকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। 
কমিটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহিলাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সুবিধা সম্পর্কে সচেতনতা ও উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে ‘তথ্য আপা’ প্রকল্পের মেয়াদ বাড়ানোর সুপারিশ করে। এছাড়াও পর্যায়ক্রমে সারাদেশের সকল উপজেলায় ‘তথ্য আপা’ প্রকল্পের কার্যক্রম সম্প্রসারিত করার পরামর্শ প্রদান করে। 
    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।  
#


মৌমিতা/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা 

 

 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৩৩৫ 


৩১ ডিসেম্বরের পর হাজারিবাগে কোনো ট্যানারি থাকতে পারবে না
                                                             -শিল্পমন্ত্রী
ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) :
আগামী ৩১ ডিসেম্বরের পর হাজারিবাগে কোনো ট্যানারি থাকতে পারবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ সময়ের মধ্যে হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করলে বরাদ্দকৃত প্লট বাতিল করে দেয়া হবে। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে এর পর হাজারিবাগের ট্যানারিগুলোতে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব ধরনের ইউটিলিটি সার্ভিসও বন্ধ করে দেয়া হবে বলে তিনি জানান। 
সাভারে বাস্তবায়নাধীন ‘চামড়া শিল্পনগরি, ঢাকা’ প্রকল্পের সিইটিপি, ডাম্পিং ইয়ার্ডসহ অন্যান্য নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত সভায় শিল্পমন্ত্রী আজ এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় জানানো হয়, ডিসেম্বরের মধ্যেই চামড়া শিল্পনগরিতে নির্মাণাধীন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) দুটি মডিউলের নির্মাণ কাজ শেষ হবে। এর মাধ্যমে প্রায় ১শ’ ট্যানারির বর্জ্য পরিশোধন করা যাবে। এ সময় প্রয়োজনীয় বর্জ্য পেতে হলে, কমপক্ষে ৭০টি ট্যানারি চালু থাকতে হবে। দ্রুত ট্যানারি স্থানান্তরের জন্য  ইতোমধ্যে ১০৭টি ট্যানারিকে ২০ শতাংশ এবং ০৪টি ট্যানারিকে ৬০ শতাংশ ক্ষতিপূরণের অর্থ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে ট্যানারি স্থানান্তরের পাশাপাশি সিইটিপি নির্মাণ কাজ সমাপ্ত করতে সভায় সংশ্লিষ্ট সকলকে তাগিদ দেয়া হয়।  
সভায় শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির একটি উদীয়মান শিল্প হওয়া সত্ত্বেও পরিবেশবান্ধব না হওয়ায় এখনও চামড়া শিল্পের সুফল পুরোপুরি কাজে লাগানো যায়নি। রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনের দুর্ঘটনার পর তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা সম্মিলিত উদ্যোগে ঘুরে দাঁড়িয়েছে। চামড়া শিল্পখাতের সম্ভাবনা কাজে লাগাতে তিনি এ দৃষ্টান্ত অনুসরণ করে পরিবেশবান্ধব উপায়ে চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেন। 
সভায় নির্ধারিত সময়ের মধ্যে হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তরের বিষয়ে ট্যানারি সংগঠনের নেতারা শিল্পমন্ত্রীকে আশ্বস্ত করেন। তারা বলেন, পরিবেশ দূষণের অজুহাতে ইতোমধ্যে বিশ্ববাজারের ক্রেতারা হাজারিবাগে উৎপাদিত চামড়া ও চামড়াজাত পণ্য কেনা বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় নিজেদের স্বার্থেই হাজারিবাগ থেকে দ্রুত ট্যানারি স্থানান্তরে তারা আগ্রহী। তারা সাভারের চামড়া শিল্পনগরির নিরাপত্তা জোরদার, প্রবেশ গেইট ও সড়ক দ্রুত নির্মাণের তাগিদ দেন।  
সভায় শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান, বাংলাদেশ ফিনিস লেদার, লেদার গুডস্ অ্যান্ড ফুট ওয়্যার এক্সপোর্টারস্ এসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম আবু তাহের, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান মো. শাহিন আহমেদসহ ট্যানারি শিল্প উদ্যোক্তা সংগঠনের নেতা, বিসিক, পানি উন্নয়ন বোর্ড, বুয়েট, সিইটিপি নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি ও শিল্পমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

#

জলিল/অনসূয়া/আলম/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫০০ ঘণ্টা 

 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩৩৩৪ 


জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক অনুষ্ঠিত  

ঢাকা, ৩ অগ্রহায়ণ (১৭ নভেম্বর) :
জাতীয় সংসদের সংসদ কমিটির আবাসিক সাব-কমিটির ২য় বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। আবাসিক সাব-কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বৈঠকে সভাপতিত্ব করেন। বিরোধী দলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী এবং খালিদ মাহমুদ চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।  
আবাসিক সাব-কমিটির ১ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 
বৈঠকে সদস্য ভবনে বসবাসরত সদস্যদের জন্য যথাযথ সেবাদানের পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। 
সভায় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

নূরুল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা 

Todays handout (4).doc Todays handout (4).doc