Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জানুয়ারি ২০১৭

তথ্যবিবরণী 25 January 2017

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৬১

নির্বাচন কমিশন গঠনের উদ্দেশ্যে অনুসন্ধান কমিটি গঠিত

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি):

    নির্বাচন কমিশন গঠনের লড়্গ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রদানের জন্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

    আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারী করা প্রজ্ঞাপন অনুযায়ী সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের সঙ্গে অনুষ্ঠিত রাষ্ট্রপতির আলোচনার পরিপ্রেড়্গিতে প্রধান নির্বাচন কমিশনার বা অন্য  কোন নির্বাচন কমিশনার নিয়োগের লড়্গ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রদানের জন্য এ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

    অনুসন্ধান কমিটির সদস্যগণ হলেন- সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি  সৈয়দ মাহমুদ হোসেন; সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান; সরকারি কর্ম কমিশনের  চেয়ারম্যান; বাংলাদেশের মহা-হিসাব নিরীড়্গক ও নিয়ন্ত্রক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক  সৈয়দ মনজুরম্নল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীণ আখতার।

    সুপ্রিম  কোর্টের আপিল বিভাগের বিচারপতি  সৈয়দ মাহমুদ হোসেন কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করবেন।  অনুসন্ধান কমিটি ন্যূনপড়্গে একজন নারীসহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে সভায় উপসি'ত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধানেত্মর ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে দু’জন ব্যক্তির নাম সুপারিশ করবে। সিদ্ধানেত্মর সমতার ড়্গেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের নির্ণায়ক সিদ্ধানত্ম প্রদানের ড়্গমতা থাকবে।

    অনুসন্ধান কমিটি ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করবে।
    
#


শফিউল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৬০ 

শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা বাড়াতে হবে
                             -- মৎস্য প্রতিমন্ত্রী

ফুলতলা (খুলনা), ১২ মাঘ (২৫ জানুয়ারি) :

    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, পড়াশুনার পাশাপাশি ক্রীড়া চর্চায় শিক্ষার্থীদের বেশি করে মনোযোগ দিতে হবে। কারণ, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য জরুরি। 

তিনি আজ খুলনা ফুলতলার গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, যথাযথ শারীরিক ও মানসিক বিকাশ না হলে কর্মক্ষেত্রে সফল হওয়া যায় না। এ জন্য ছোটবেলা থেকেই খেলাধুলার অনুশীলন করতে হবে। স্কুল পর্যায়ের প্রতিযোগিতার মধ্য দিয়েই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে। তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। 

    বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কে এম অহিদুল আলম, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশরুবা ফেরদৌস, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বেগ আব্দুর রাজ্জাক প্রমুখ। 

     প্রতিমন্ত্রী সকালে মাগুরাঘোনা ইউনিয়নে আন্তঃপ্রাইমারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং পরে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম স ম আবদুল কাইয়ুমের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেন। দুপুরে তিনি ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় যোগদান করেন।

#

সুলতান/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০৩০ঘণ্টা

 

Handout                                                                                               Number : 259

High Commissioner of Pakistan summoned to Foreign Ministry

Dhaka, 25 January :

The High Commissioner of Pakistan in Dhaka, Rafiuzzaman Siddqui was summoned today to the Ministry of Foreign Affairs and asked to meet the Director General of South Asia Wing.

During the meeting in the afternoon, the High Commissioner was told to bring the issue of safety and security of the High Commissioner of Bangladesh in Islamabad, the Deputy High Commissioner in Karachi and their staffs to the attention of the competent authority of Pakistan. He was reminded that it is the responsibility of the host government to ensure that the premises of the diplomatic Mission remain protected at all times from any unwanted or offensive activities.

The High Commissioner was also asked to convey to the concerned authority to further strengthen the presence of security personnel in all Bangladesh Missions in Pakistan.

#

MOFA/Mahmud/Sanjib/Joynul/2017/2000hours

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২৫৭

স্বাস'্যমন্ত্রীর সাথে কাতারের রাষ্ট্রদূতের সাড়্গাৎ
ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি):
    সীমিত সম্পদ নিয়ে দড়্গতার সাথে বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বাস'্যসেবা নিশ্চিত করার সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস'্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রশংসা করলেন বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহমেদ আল-দেহায়মি (অযসবফ গড়যধসবফ অষ-উবযধরসর)। তিনি দু’দেশের স্বাস'্যখাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ড়্গেত্র সৃষ্টির জন্য স্বাস'্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
আজ সচিবালয়ে স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাড়্গাৎকালে তিনি এ প্রশংসা করেন।
বাংলাদেশের কয়েকটি হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশের অভিজ্ঞতাকে সে দেশের স্বাস'্য সেবায় প্রয়োগের আগ্রহ  প্রকাশ করেন। কাতার ও বাংলাদেশের মধ্যে সরকারি বা বেসরকারি সহায়তার সুযোগ সৃষ্টি হলে দু’দেশের স্বাস'্যখাতের উন্নয়নে নতুন দিগনত্ম উন্মোচিত হবে বলে তিনি মনত্মব্য করেন।
    বাংলাদেশের স্বাস'্যখাত নিয়ে আগ্রহ দেখানোর জন্য রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস'্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত কয়েক বছরে বাংলাদেশ মা ও শিশু মৃত্যুর হার কমাতে সড়্গম হয়েছে। প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকসহ ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে দেশের মানুষ বিনা খরচে চিকিৎসা পাচ্ছে। এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য অনেক দেশের জন্য উদাহরণ। তিনি বলেন, বাংলাদেশের ঔষধ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শতাধিক দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের ঔষধ আমদানি করলে কাতারের জনগণও উপকৃত হবে। তিনি দু’দেশের জনগণের স্বাস'্যমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ড়্গেত্র সৃষ্টিতে বাংলাদেশের পড়্গ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
#
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৫৮
শিড়্গক স্বল্পতা দূর করতে কমিটি গঠন
ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি):
    চিকিৎসা শিড়্গায় মৌলিক বিষয়ের শিড়্গক স্বল্পতা দূরীকরণে উপায় নির্ধারণের লড়্গ্যে স্বাস'্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন স্বাস'্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ সচিবালয়ে মন্ত্রীর সভাপতিত্বে এ সংক্রানত্ম এক সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন স্বাস'্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুলস্নাহ, বিসিপিএস সভাপতি অধ্যাপক সানোয়ার হোসেন, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিড়্গা অনুষদের ডিন অধ্যাপক ইসমাইল খান,  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিড়্গা) এবং স্বাস'্য অধিদপ্তরের পরিচালক (শিড়্গা)। কমিটিকে আগামী দশ কর্মদিবসের মধ্যে সুপারিশ প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
সভায় আলোচকরা দেশের চিকিৎসা সেবার মানোন্নয়নে চিকিৎসা শিড়্গার ভিত্তি মৌলিক বিষয়গুলোত শিড়্গক সংকট দূর করার লড়্গ্যে বিভিন্ন প্রসত্মাবনা তুলে ধরেন। এ সময় এ বিষয়গুলোতে পড়ার আগ্রহ বাড়াতে শিড়্গার্থীদেরকে উদ্ধুদ্ধ করার ওপর গুরম্নত্বারোপ করা হয়। এ লড়্গ্যে সংশিস্নষ্ট বিষয়ের শিড়্গকদের জন্য আর্থিক প্রণোদনার ব্যবস'া করা, পদোন্নতির বিধান শিথিলকরণ, উচ্চতর শিড়্গার সহজ সুযোগ সৃষ্টি, অবসরপ্রাপ্ত শিড়্গকদের চুক্তিভিত্তিক নিয়োগসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
সভায় স্বাস'্য সচিব মো. সিরাজুল ইসলাম, বিএমএ সাবেক সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসানসহ মন্ত্রণালয়, স্বাস'্য অধিদপ্তর এবং বিএমএ’র প্রতিনিধিগণ, ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিড়্গা অনুষদের ডিন প্রতিনিধিরা উপসি'ত ছিলেন।  
#
পরীড়্গিৎ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫৬ 

প্রধান তথ্য অফিসারের খুলনায় আশ্রয়ণ প্রকল্প ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন
খুলনা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :
    দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের আশ্রয়, চিকিৎসা ও কর্মসংস্থানের মাধ্যমে জীবনমানের ব্যাপক উন্নয়নে সরকার যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করছে।
    খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে সরকারের প্রধান তথ্য অফিসার (পিআইও) এ কে এম শামীম চৌধুরী আজ ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্প এবং বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে এ কথা বলেন।
    খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে নেয়া প্রকল্পসমূহ সম্পর্কে খুলনার গণমাধ্যম কর্মীদের অবহিত করতে তাদের নিয়ে এ স্পট ভিজিটের আয়োজন করে।
    অসহায়-আশ্রয়হীন মানুষের কল্যাণে সরকারের গৃহীত ব্যবস্থার অন্যতম নিদর্শন হিসেবে ভান্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্পে ছিন্নমূল পরিবারসমূহের আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন প্রধান তথ্য অফিসার। এছাড়া ছয়ঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বিশেষ করে অস্বচ্ছল নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের প্রক্রিয়া গণমাধ্যমের কর্মীরা প্রত্যক্ষ করেন। 
#
ইসতাক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৫

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কারিগরি ও বৃত্তিমূলক শিড়্গায় নেতৃত্ব দেবে

লন্ডন (যুক্তরাজ্য), ২৫ জানুয়ারি:

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কারিগরি ও বৃত্তিমূলক শিড়্গায় নেতৃত্ব প্রদান করবে। সরকার ২০২০ সালের মধ্যে কারিগরি শিড়্গায় ভর্তির হার ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লড়্গ্যমাত্রা ঘোষণা করেছে। এ ড়্গেত্রে চূড়ানত্ম লড়্গ্যমাত্রা ৬৫ শতাংশ। সে অনুযায়ী কারিগরি শিড়্গা ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ আজ লন্ডনের ওয়েস্ট মিনিস্টার পার্ক পস্নাজা হোটেলে ওয়ার্ল্ড এডুকেশন ফোরামের মন্ত্রী পর্যায়ের ৭ দিনব্যাপী সম্মেলনের ২য় দিনের আলোচনায় অংশগ্রহণ করে এ কথা বলেন।

    ফোরামে শিড়্গামন্ত্রী ৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে অন্য দু’জন হলেন- শ্রম ও কর্মসংস'ান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু) এবং এনএসডিসি সচিবালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) খোরশেদ আলম।

    আলোচনায় শিড়্গামন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা ভোগ করছে। আমরা আমাদের যুবসমাজের সবাইকে যোগ্যতা মতো শিড়্গা ও প্রশিড়্গণ প্রদান করে দড়্গ জনশক্তিতে রূপানত্মর করার উদ্যোগ গ্রহণ করছি। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় এ দড়্গ জনবলই হবে মূল শক্তি। তিনি এ কাজে উন্নত বিশ্বের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

    ফোরামের আলোচনায় বিভিন্ন দেশের শিড়্গামন্ত্রীগণ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দড়্গ মানবশক্তি গড়ে তোলার লড়্গ্যে প্রযুক্তি ও কারিগরি শিড়্গার গুণগত মান বৃদ্ধি ও সম্প্রসারণের বিষয়ে সুপারিশ তুলে ধরেন।

    শিড়্গামন্ত্রী নাহিদ সম্মেলনে আগত ই-নাইন গ্রম্নপের সদস্যদেশ মিশর, নাইজেরিয়া, পাকিসত্মানসহ কয়েকটি দেশের শিড়্গামন্ত্রীদের সাথে পৃথক বৈঠক করেন। বৈঠকে তিনি আগামী ৫-৭ ফেব্রম্নয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য ই-নাইন গ্রম্নপের শিড়্গামন্ত্রীদের সম্মেলন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি বিভিন্ন দেশের শিড়্গামন্ত্রীদের সাথে দ্বিপাড়্গিক স্বার্থসংশিস্নষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

#

সুবোধ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫৪ 

শহীদ মতিউরের বাসায় বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ২৪ জানুয়ারি একটি ঐতিহাসিক দিন। আইয়ুব খান বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল, ঊনসত্তরের গণঅভ্যুত্থান সে পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। বাংলার মানুষ রাজপথে নেমে এসেছিল বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে। 
তিনি আজ ঢাকার উত্তরায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ মতিউর রহমানের বাবা মো. আজাহার আলী মল্লিক এবং তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে যান। সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এ সব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, সেদিন ঢাকার নবকুমার ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র মতিউর রহমান কর্মসূচি পালনের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন, তার লাশ নিয়ে আমরা মিছিল করি। মতিউরের পকেটে এক টুকরো কাগজে নাম ঠিকানাসহ লেখা ছিল ‘মা-গো, মিছিলে যাচ্ছি, যদি ফিরে না আসি মা, মনে করো তোমার ছেলে বাংলার মানুষের মুক্তির জন্য, শেখ মুজিবের মুক্তির জন্য জীবন দিয়েছে।’ কারফিউয়ের মধ্যে মতিউরের লাশ নিয়ে আমরা মতিউরের বাসায় গেলে মতিউরের মা বলেছিলেন, ‘যে জন্য আমার ছেলে জীবন দিয়ে গেল, সে রক্ত যেন বৃথা না যায়।’ আমরা শহীদ মতিউরের রক্ত বৃথা যেতে দেইনি। মতিউর তার বাবার কাছে বলেছিলেন, ‘বাবা যারা শহীদ হন, তাদের জানাজায় লাখ লাখ মানুষ হয়।’ আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মুক্ত হয়েছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে।
শহীদ মতিউরের অসুস্থ বাবা মো. আজাহার আলী মল্লিক উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় ২৪ জানুয়ারি আমার ছেলে মতিউর রহমান বঙ্গবন্ধুর মুক্তি এবং আইয়ুব খানের পতনের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন। সেদিন প্রার্থনা করেছিলাম, মতিউরের রক্ত যেন বৃথা না যায়। সেদিন গণঅভ্যুত্থানের মুখে তারা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। শহীদ মতিউরের রক্ত বৃথা যায়নি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নামমাত্র মূল্যে পাঁচ কাঠা জমি দিয়েছেন উত্তরার ১০ নম্বর সেক্টরে। ডেভেলপারকে দিয়ে ৬ তলা ফ্ল্যাট বাড়ি তৈরি করে ৬টি ফ্ল্যাট পেয়েছি, ৭০ লাখ টাকা পেয়েছি। বাণিজ্যমন্ত্রীর সহযোগিতার কথা আমি এবং আমার পরিবার কোন দিন ভুলবো না। তিনি সবসময় আমার পরিবারের খোঁজ খবর নেন এবং সহযোগিতা করেন। আমি প্রধানমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। 
শহীদ মতিউরের পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৩

ভিকারম্নননিসা নূন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি):
    
ভিকারম্নননিসা নূন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ প্রতিষ্ঠানের বেইলি রোডস' প্রধান শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় ভিকারম্নননিসা নূন স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নাজমুল হক খান ও অধ্যড়্গ (ভারপ্রাপ্ত) সুফিয়া খাতুন উপসি'ত ছিলেন।

    উপমন্ত্রী ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে দড়্গ ক্রীড়াবিদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি ছাত্রীদের খেলাধুলায় আগ্রহ সৃষ্টির লড়্গ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পড়্গ থেকে প্রতিটি শাখার জন্য ক্রীড়া সামগ্রী প্রদান করেন। তিনি অংশগ্রহণকারী ছাত্রীদের সাথে বিভিন্ন ক্রীড়ায় নিজেও অংশগ্রহণ করে তাদের উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে ভিকারম্নননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রধান শাখা, বসুন্ধরা শাখা, ধানমন্ডি শাখা ও আজিমপুর শাখার ছাত্রীরা বিভিন্ন মনোজ্ঞ ডিসপেস্ন প্রদর্শন করে।

পরে উপমন্ত্রী ভিকারম্নননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রধান শাখার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

#

শফিকুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭২০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৫২

বাংলাদেশের অগ্রগতি বিশ্বের বিস্ময়
                        -- পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি):

    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল বলেছেন, বাংলাদেশের অগ্রগতি সারা বিশ্বের বিস্ময়। দেশের সর্বশ্রেণির মানুষের কারণেই তা সম্ভব হয়েছে। সরকার সকলকে নিয়েই উন্নয়নের উদ্যোগ নিয়েছে। কাউকে পিছিয়ে রেখে টেকসই অগ্রগতি অর্জন হতে পারে না । তিনি চলতি বছর প্রবৃদ্ধি শতকরা সাড়ে সাত ভাগ অর্জন সম্ভব হবে উলেস্নখ করে বলেন, ২০২০ সালের আগেই প্রবৃদ্ধি অজর্নের হার শতকরা  ৮ ভাগে উন্নীত করা সম্ভব হবে।

    তিনি আজ ঢাকায় একনেক সম্মেলন কেন্দ্রে সাধারণ অর্থনীতি বিভাগ, পরিকল্পনা কমিশন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ উদ্যোগে আয়োজিত টেকসই উন্নয়ন অভীষ্ট লড়্গ্য (এসডিজি) ও লড়্গ্য বাসত্মবায়ন শীর্ষক গণমাধ্যমের সাথে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক  মো. আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এবং ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি বক্তৃতা করেন।

    পরিকল্পনা মন্ত্রী বলেন, সাত বছর আগেও এডিপি বাসত্মবায়ন ছিল ২২ হাজার কোটি টাকা। বর্তমানে এ হার ৬ গুণেরও বেশি বাসত্মবায়িত হচ্ছে। কারিগরি ও দড়্গ জনশক্তি শতকরা একভাগ থেকে ১০ ভাগে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে এ হার শতকরা ২২ ভাগে উন্নীত হবে।

    অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অগ্রগতিতে বেগবান করতে প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে আরো বেশী যত্নবান হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরম্নত্বারোপ করেন ।
    
#

শেফায়েত/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫১ 

পুলিশের আইজি হিসেবে নারীকে দেখতে চাই
                     -- মেহের আফরোজ চুমকি

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। সেই তুলনায় পুলিশে নারীর সংখ্যা খুবই কম। পুলিশে নারীর সংখ্যা আরো বৃদ্ধি করা হবে। তিনি আরো বলেন, পুলিশের প্রধান আইজি হিসেবেও একজন নারীকে দেখতে চাই। 

তিনি আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হকের স্ত্রী পুনাকের সভানেত্রী শামসুন নাহরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রীর সহধর্মিনী বেগম লুৎফুল তাহমিনা খাঁন।

বিশেষ অতিথির বক্তৃতায় লুৎফুল তাহমিনা খাঁন বলেন, দিন দিন বাংলাদেশ পুলিশে নারীর অংশগ্রহণ বাড়ছে যা অত্যন্ত ভালো দিক। বর্তমানে জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশের নারী পুলিশ কর্মরত রয়েছে। তিনি বলেন, নারী ক্ষমতায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। আর এ জন্য ইউএন উইমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লানেট ফিফটি ফিফটি পদকে ভূষিত করেছে।

সমাবেশে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের প্রায় শতাধিক সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সমাবেশ শেষে পুনাকের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

#
খায়ের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                     নম্বর : ২৫০

বনানী-বারিধারা লেক হাতিরঝিলের সাথে সংযুক্ত হচ্ছে

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :
গুলশান বারিধারা লেক হাতিরঝিলের সাথে সংযুক্ত হচ্ছে। এ লেক খনন করে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং দূষিত পানি পরিশোধন করার ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে লেক অবৈধ দখলমুক্ত করা হচ্ছে। এর ফলে এলাকার নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের উন্নয়ন ঘটবে এবং চিত্তবিনোদনের সুযোগ বাড়বে। এ জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ৪১০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় ইতোমধ্যে খনন কাজের বেশিরভাগই শেষ হয়েছে। 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আজ বনানী-বারিধারা লেক পরিদর্শনকালে এসব কথা জানান। এ সময় রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, সদস্য (উন্নয়ন) আব্দুর রহমান, প্রধান প্রকৌশলী রায়হানুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, রাজনৈতিক বিবেচনায় দলীয় লোকদের প্লট দিতে গিয়ে বিগত সরকারগুলো লেক ভরাট করে সংকুচিত করে ফেলেছিলো। ১৯৯৬ মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর লেকের পাড় দিয়ে পায়ে হাঁটার পথ নির্মাণ করে অবৈধ দখল প্রক্রিয়া বন্ধ করা হয়। সে সময় কাজ শেষ না হওয়ায় পরবর্তীতে লেক ভরাট করে আবারো প্লট বরাদ্দ দেওয়া হয়। 
তিনি বলেন, এলাকার পরিবেশের বিষয়কে গুরুত্ব দিয়ে  লেকের পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু এর মধ্যে মানববর্জ্যসহ সকল বর্জ্য ফেলা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা রাজউকের দায়িত্ব নয়। বিভিন্ন বাসাবাড়ির স্যুয়ারেজ লাইন লেকে সংযোগ দেওয়ায় পানি দূষিত হচ্ছে ও দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই লেকে যে সব স্যুয়ারেজ লাইন রয়েছে তা বন্ধ করে দেওয়া হচ্ছে। পানি দূষণমুক্ত করতে এখানে একটি পরিশোধনাগার স্থাপন করা হবে। পূর্ত মন্ত্রণালয়ের নিজস্ব নির্মাণ কাজে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নিজস্ব ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। আজিমপুর কোয়ার্টার্সে নির্মাণাধীন ভবনে এবং উত্তরা ১৮ নম্বর সেক্টরের এপার্টমেন্ট প্রকল্পে শীঘ্রই এ ব্যবস্থা দেখা যাবে। 
মন্ত্রী বনানী ১৮, ২০, ২২, ২৪ নম্বর সড়ক সংলগ্ন লেকের পাড়, বনানী ব্রিজ, কুড়িল বস্তি, মহাখালী সংযোগ ব্রিজ, নিকুঞ্জ ব্রিজসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি অবৈধ দখল ও স্থাপনাসমূহ উচ্ছেদের জন্য রাজউককে নির্দেশ দেন।
#
কিবরিয়া/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                       নম্বর : ২৪৯ 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 

ঢাকা, ১২ মাঘ (২৫ জানুয়ারি) :

জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন। 
কমিটি বিদ্যালয়ের শুন্য পদগুলোয় দ্রুত নিয়োগ, প্রয়োজনীয়তার ভিত্তিতে বিদ্যালয়গুলোতে দুই শিফ্ট চালু এবং বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম জোরদারকরণসহ কেন্দ্রীয়ভাবে বিদ্যালয় পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।  
বৈঠকে শিশু কল্যাণ ট্রাস্টের কার্যক্রম ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে আহ্বায়ক এবং মো. নজরুল ইসলাম বাবু ও মো. আবুল কালামকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়। 
কমিটি এনসিটিবি কর্তৃক প্রকাশিত প্রাথমিকের পাঠ্য বইয়ে ভুলত্রুটি সম্পর্কিত সার্বিক অবস্থা পরীক্ষানিরীক্ষার করার জন্য সামশুল হক চৌধুরীকে আহ্বায়ক এবং আলী আজম ও মোহাম্মদ ইলিয়াছকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করে। 
বৈঠকে জানানো হয়, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপবৃত্তির অর্থ রূপালী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হচ্ছে।  
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#
মৌমিতা/অনসূয়া/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৪৭

টেকসই উন্নয়নের সাথে টেকসই শান্তির সম্পর্ক নিবিড় 
                             - মাসুদ বিন মোমেন 

নিউইয়র্ক, ২৫ জানুয়ারি :  
বাংলাদেশের উন্নয়ন নীতিমালা ও কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ২৪ জানুয়ারি জাতিসংঘে অনুষ্ঠিত ‘সকলের জন্য টেকসই শান্তি’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন একথা বলেন। 
এ প্রসঙ্গে স্থায়ী প্রতিনিধি আন্তর্জাতিক পর্যায়ে সমরাস্ত্রখাতে ব্যয় কমিয়ে শিক্ষাসহ অন্যান্য 
সামাজিক উন্নয়নখাতে বরাদ্দ বাড়ানোর বিষয়ে জাতিসংঘে প্রদত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের কথা উল্লেখ করেন। 
 স্থায়ী প্রতিনিধি বলেন, জাতীয় ও স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার জন্য দারিদ্র্য, অসমতা, বৈষম্যসহ সংঘাত ও সহিংসতার বিভিন্ন কারণ ও নিয়ামকগুলোর সমাধানে মনোযোগ দেয়া দরকার। 
তিনি বলেন, আন্তর্জাতিক সন্ত্রাস ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মানব  ও আর্থসামাজিক উন্নয়নের অর্জনগুলোকে ব্যাহত করছে। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য বড় ধরণের হুমকি হিসেবে দেখা দিয়েছে।
রাষ্ট্রদূত মোমেন টেকসই উন্নয়নের সাথে টেকসই শান্তির নিবিড় যোগসূত্রের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে বিশেষায়িত উদ্যোগ গ্রহণ করেছে এবং একইসাথে আন্তর্জাতিক পর্যায়ে ‘শান্তির সংস্কৃতি’ ধারণার প্রসার ঘটিয়ে যাচ্ছে।
দিনব্যাপী আয়োজিত এ উচ্চপর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো টেকসই উন্নয়নের সাথে টেকসই শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সম্ভাব্য করণীয় বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেজ সহিংসতা প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিচ্ছেন। এ বিষয়গুলোকে নিরাপত্তা, উন্নয়ন ও মানবাধিকারসহ জাতিসংঘের সামগ্রিক কার্যক্রমে সমন্বিত করার ক্ষেত্রে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।
#

অনস

Todays handout (11).docx Todays handout (11).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon