Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী ৩০ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী                                                                                         নম্বর :১১৯৬

বিশ্ব ফিল্ম আর্কাইভ কংগ্রেসে তথ্যসচিব 

ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল):
    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলসে ২৮ এপ্রিল থেকে ৩ মে অনুষ্ঠানরত ইন্টারন্যাশনাল ফেডারেশন অভ্ ফিল্ম আর্কাইভের বিশ্ব কংগ্রেসে ২০১৭ (ওহঃবৎহধঃরড়হধষ ঋবফবৎধঃরড়হ ড়ভ ঋরষস অৎপযরাবং ঈড়হমৎবংং ২০১৭) বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তথ্যসচিব মরতুজা আহমদ। সম্মেলনে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি সন ২০২১ সালে ফিল্ম আর্কাইভ বিশ্ব কংগ্রেস বাংলাদেশে অনুষ্ঠানের প্রস্তাব তুলে ধরবেন তিনি। 

    পাশাপাশি লস এঞ্জেলসে বাংলাদেশ কন্স্যুলেট আয়োজিত উন্নয়ন মেলা ও নববর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন তথ্যসচিব। প্রধান অতিথির বক্তৃতায় মরতুজা আহমদ বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। সকল সূচকে বাংলাদেশের উন্নয়ন এগিয়ে চলছে। উন্নয়নের এ অগ্রযাত্রায় প্রবাসীদেরও বিশাল অবদান রয়েছে। 

    এ অনুষ্ঠানে তিনি দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের বর্ণনা করে বলেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।

    শহরের শ্যাতো রিক্রেশন সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, কমিউনিটি নেতা মোমিনুল হক বাচ্চু। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের বিবরণীর ওপর প্রামাণ্যচিত্র, মুক্তিযুদ্ধের বাংলা সিনেমা প্রদর্শন, শিশুদের পরিবেশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। পরে তথ্য সচিব মেলায় বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন।

#

আকরাম/সেলিম/ফারহানা/মোশারফ/রেজাউল/২০১৭/১৯২৪ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১৯৫

উন্নয়ন আওয়ামী লীগের আমলেই হয়েছে
                       -- এলজিআরডি মন্ত্রী

জামালপুর, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল):
    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা লাভের পর দেশ পুনর্গঠন ও দেশের উন্নয়ন অগ্রযাত্রার কা-ারি হিসেবে আওয়ামী লীগ সরকার কাজ করছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে।
    মন্ত্রী আজ জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ-এর উদ্যোগে হাজরাবাড়ী পৌরসভা ভবন ও ২১টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
    সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন - এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ,  বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য ফরিদুল হক দুলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
    মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, শেখ হাসিনার অপর নাম উন্নয়ন। বঙ্গবন্ধুর কন্যা জনগণের ঘামে অর্জিত প্রতিটি টাকা জনগণের কল্যাণে সমভাবে বণ্টন ও ব্যয় করেন। সারাদেশে নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য অত্যাধুনিক সকল ব্যবস্থাসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। 
    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুরের উন্নয়ন অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে ১৭১ কি.মি. রাস্তা, ১৫০০ মিটার ব্রিজ, ১৩০ কি.মি. পুরনো সড়ক মেরামত, ৪টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ৩টি ইউপি ভবন, ২টি উপজেলা পরিষদ ভবনসহ আরো ৩০০ কোটি টাকার কাজ চলছে। জামালপুরের উন্নয়নে আরো ৪০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, বাস্তবে পরিণত হয়েছে। আমরাও উন্নত বিশে^, উন্নত জাতিতে পরিণত হব।
    অন্যদিকে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, বিরোধী দল ও সরকারি দল এক সাথে কাজ করলে উন্নয়ন ত্বরান্বিত হয়। দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে সবাইকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।
    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, সারাদেশে ইকোনমিক অঞ্চল তৈরি করা হবে। জামালপুরের মানুষের ভাগ্যোন্নয়ন করতে সরকার কাজ করছে বলে তিনি জানান।
    এর আগে মন্ত্রী শহরের বৈশাখী মেলা প্রাঙ্গণে জামালপুর কালচারাল ভিলেজসহ উন্নয়নমূলক ৩৫০ কোটি টাকার ২৮ টি প্রকল্প উদ্বোধন করেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল - বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন, জামালপুর কালচারাল ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জামালপুরের মহিরামপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর ৪র্থ ভিত্তি প্রস্তর স্থাপন।

#

জাকির/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৯১০ ঘণ্টা

থ্যবিবরণী                                                                                         নম্বর :১১৯৪

চাই অপরাধীমুক্ত রাজনীতি ও মিথ্যাচারমুক্ত গণমাধ্যম 
                                        ---তথ্যমন্ত্রী

ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল):
    গণতন্ত্রের স্বার্থেই রাজনীতিকে অপরাধীমুক্ত ও গণমাধ্যমকে মিথ্যাচারমুক্ত রাখা একান্ত প্রয়োজন, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    আজ ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট সেমিনার হলে পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০১৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে ‘রক্ত বাণিজ্য’ শীর্ষক চার পর্বের অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য আরটিভির স্টাফ রিপোর্টার আরাফাতুর রহমানের হাতে ২০১৬ সালের পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কারের ক্রেস্ট তুলে দেন তথ্যমন্ত্রী। 
    মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু নির্বাচন কখনো অপরাধীকে হালাল করার হাতিয়ার নয়। তাই জঙ্গি ও তাদের লালনকারী সমর্থকেরা যেন কোনোভাবেই নির্বাচনে অংশ না নিতে পারে, একথাও বলিষ্ঠ উচ্চারণে বলতে হবে।   
    গণতন্ত্রকে কলঙ্কমুক্ত রাখতে জঙ্গি ও তাদের পৃষ্ঠপোষকদের রাজনীতির বাইরে রাখা আর গণমাধ্যমকে কলঙ্কমুক্ত রাখতে মিথ্যাচার, হলুদ সাংবাদিকতা ও খন্ডিত তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিকল্প নেই, বলেন হাসানুল হক ইনু। 
    মন্ত্রী এ সময় ‘রক্ত বাণিজ্য’ শীর্ষক অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য আরাফাতুর রহমানকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকতায় নৈতিকতা, বস্তুনিষ্ঠতা, কঠোর পরিশ্রম, জানার আগ্রহ, মানবিকতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।  
    আয়োজক সংস্থা প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সোহেল সামাদের পরিবারের সদস্য নিলুফার করিম এবং পিআইবির সহযোগী সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ আলোচনায় অংশ নেন। 
    প্রয়াত সাংবাদিক সোহেল সামাদের ভাইয়ের ছেলে আদনান সামাদ এবং পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর যথাক্রমে পঞ্চাশ হাজার টাকার চেক ও সনদপত্র আরাফাতকে হস্তান্তর করেন। আরাফাতুর রহমানের এ প্রতিবেদনটি ২০১৬ সালের ১৩-১৬ জুন ধারাবাহিক প্রচারের পর দেশের চিকিৎসা অঙ্গনে আলোড়ন তোলে। 
স্থপতি কাজী আরিফ ও সাংবাদিক ওমর ফারুকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
    গতকাল যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়া স্থপতি ও আবৃত্তিকার কাজী আরিফ ও ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে বাংলা ট্রিবিউনের সাংবাদিক ওমর ফারুকের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি প্রয়াতদের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

#

আকরাম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/ ১৮৫২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর :১১৯৩

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল):
দশম জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মাহাবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রতœা, ফজিলাতুন নেসা ও আমিনা আহমেদ অংশগ্রহণ করেন।
 
বৈঠকে মহিলা কর্মজীবী হোস্টেল ও ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা এবং জয়িতা বিপণন কেন্দ্রের প্রস্তাবিত সংস্কারের উদ্যোগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নারীদের অর্থনৈতিক কর্মকা-ে সম্পৃক্তকরণের লক্ষ্যে কর্মজীবী মহিলা হোস্টোলের মাধ্যমে কর্মজীবী নারীদের নিরাপদ আবাসন সেবা প্রদান সম্প্রসারিত করার সুপারিশ করা হয়। এছাড়া কর্মজীবী মায়েদের শিশুদের দিবাকালীন সেবা প্রদানের মাধ্যমে মায়েদের স্ব-স্ব কর্মস্থলে নিশ্চিন্তে কাজ করার সুযোগ দানেরও সুপারিশ করা হয়। 

কমিটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বৃদ্ধি, ফাউন্ডেশনের আওতায় কর্মরত তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তা সমিতিসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সকল প্রয়োজনীয় সহায়তা সেবা ও ব্যবসা অনুকূল পরিবেশ সৃজনসহ নারীবান্ধব ভৌত বাজার কাঠামো গড়ে তোলার সুপারিশ করে।
   
     মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

হালিম/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৮১২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর :১১৯২

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল):


    দশম জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠক কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

    কমিটির সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, রমেশ চন্দ্র সেন, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মোঃ মনিরুল ইসলাম, লুৎফুন নেছা এবং নাজিম উদ্দিন আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে ‘বালাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিল, ২০১৭’ পরীক্ষাকরণ সংক্রান্ত ২নং সাব কমিটির রিপোর্ট উত্থাপন এবং বিলের উপর বিস্তারিত আলোচনা শেষে বিলটিতে কিছু সংশোধন, পরিবর্তন এবং পরিমার্জন করে জাতীয় সংসদে চূড়ান্ত রিপোর্ট প্রণয়নের সুপারিশ করে।

    বৈঠকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

নীলুফার/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৭৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর :১১৯১

ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা

ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল):
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। চাল, গম, তেল, চিনি, ছোলা,  ডাল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, লবণ, খেজুরসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। বাজারে চাহিদার তুলায় অনেক বেশি পণ্য বর্তমানে মজুত রয়েছে। কোন পণ্যের সংকটের সম্ভাবনা নেই, বাজার দরও স্বাভাবিক এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে যাতে কোন ধরনের মূল্যবৃদ্ধি বা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। শুধু রমজান মাস নয়, সারা বছরই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে। প্রত্যাশা অনুযায়ী বাজার স্থিতিশীল থাকলে আগামীতে ব্যবসায়ীদের পুরস্কৃত করা হবে। 
    মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্বে এসব কথা বলেন।
    তোফায়েল আহমেদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে রাস্তায় বা ফেরি ঘাটে যাতে কোন ধরনের হয়রানি বা চাঁদাবাজি না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। ফেরিতে অগ্রাধিকারভিত্তিতে পণ্যবাহী যানবাহন পারাপার করা হবে। সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়া রাস্তায় পণ্যবাহী যানবাহন থামানো যাবে না। হাইওয়ে পুলিশ টহল জোরদার করবে। কোন ধরনের হয়রানির সাথে যেই জড়িত হবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাংস ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। আগামীতে মাংস ব্যবসায়ীরা আর ধর্মঘটে যাবে না। 
    বাণিজ্যমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়েল অধীন ট্রেডিং করপোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি) প্রতি বছরের মতো এবারও ন্যায্যমূল্যে খোলা বাজারে ভোজ্য তেল, মুসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রয় করবে। আগামী ১৫ মে থেকে দেশব্যাপী ২৮১১ জন ডিলারের মাধ্যমে এবং ঢাকা শহরে ৩৩টি, চট্টগ্রামে ১০টি, খুলনায় ৭টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি এবং জেলা শহরে ২টি করে ট্রাকের মাধ্যমে এ সকল পণ্য বিক্রয় করা হবে।
    এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক, অতিরিক্ত সচিব (এফটিএ) মোঃ শফিকুল ইসলাম, টিসিবি’র চেয়ারম্যান ব্রি. জে. সালেহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, বিভিন্ন বিভাগের প্রধান, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিকে গ্রুপের জেনারেল ম্যানেজার শফিউল আক্তার তাসলিম, এস আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং নিজস্ব মতামত প্রদান করেন।

#

বকসী/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৩২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১১৯০
            
উত্তম উদ্ভাবন চর্চার শো-কেসিং অনুষ্ঠিত
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং এ টু আই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আজ যুব ভবনের সম্মেলন কক্ষে ‘উত্তম উদ্ভাবন চর্চার শো-কেসিং-২০১৭’ অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সবগুলো ইনোভেশন অনুকরণযোগ্য। তিনি ইনোভেটরদের স্বীকৃতি প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। সেবা প্রাপ্তির বিষয়ে জনগণের সন্তুষ্টির ওপর প্রাতিষ্ঠানিক গবেষণা হওয়া প্রয়োজন বলে মনে করেন। ইনোভেটরদের সফল কাহিনীগুলো সারাবিশ্বে ছড়িয়ে পড়বে এবং ভবিষ্যতে উদ্ভাবনের এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাঠ পর্যায়ে চলমান উদ্ভাবনী উদ্যোগ সমূহের মধ্যে সারাদেশে বাস্তবায়নযোগ্য উদ্যোগ সমূহকে চিহ্নিত করার লক্ষ্য নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই এই আয়োজন করে। এই অনুষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্ভাবনী চর্চা ও সেবা পর্যালোচনা, অনুকরণযোগ্য  ধারণা চিহ্নিত করণ ও  উপযুক্ত ধারণা অনুকরণের পন্থা নির্ধারণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন  ইউনিট এর মহাপরিচালক মো. আবদুল হালিম। 

#
শফিকুল/অনসূয়া/গিয়াস/জসীম/শামীম/২০১৭/১৬১৮  ঘণ্টা     

                                                                                                          

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১১৮৯ 

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক


ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) : 

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪১তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য এম আব্দুল লতিফ এবং রনজিৎ কুমার রায় বৈঠকে অংশগ্রহণ করেন।
নৌপরিবহণ অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
            বৈঠকে স্পিডবোটসমূহ নিবন্ধনের আওতায় আনার জন্য স্পিডবোটের মালিকানা ও বিবরণ সংবলিত তথ্য সংগ্রহের ফরম কমিটির প্রত্যেক সদস্য এবং মাওয়া, দৌলতদিয়া ঘাটের স্পিডবোট মালিকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া, বৈঠকে কোনো মালিক নির্ধারিত সময়ের মধ্যে তাদের স্পিডবোটসমূহ নিবন্ধন করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।
নৌযানের মান নিয়ন্ত্রণের জন্য অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে স্থানীয় ঈষধংংরভরপধঃরড়হ ঝড়পরবঃু গঠনের কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
    নৌপরিবহণ সচিব অশোক মাধব রায়সহ, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।       
#                                                      
সাব্বির/অনসূয়া/গিয়াস/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                              নম্বর : ১১৮৮

কাজী আরিফের মৃত্যুতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর শোক

ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :

    প্রথিতযশা স্থপতি, আবৃত্তিশিল্পী ও মুক্তিযোদ্ধা কাজী আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 

#

নাছের/অনসূয়া/গিয়াস/জসীম/শামীম/২০১৭/১১০৫  ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১১৮৭ 


স্থপতি কাজী আরিফের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক 

ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
    বিশিষ্ট আবৃত্তিশিল্পী, মুক্তিযোদ্ধা, লেখক এবং প্রথিতযশা স্থপতি কাজী আরিফের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গভীর শোক প্রকাশ করেছেন। 
    এক শোকবার্তায় মন্ত্রী বলেন, স্থাপত্যশিল্পে এবং এদেশে আবৃত্তিচর্চার প্রসারে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।
    মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
কামরুল/অনসূয়া/গিয়াস/রফিকুল/আসমা/২০১৭/১০০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১১৮৬ 
মে দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :    
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মে দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :     
    “মহান মে দিবস শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় দিন। এ দিবস উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। তাঁদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।   
    ১৮৮৬ সালের এ দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা আত্মাহুতি দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার। আমি তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বঞ্চিত ও মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি বলেছিলেন, ‘বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত, একদিকে  শোষক, আরেক দিকে শোষিত-আমি শোষিতের পক্ষে’। শোষণহীন সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি ১৯৭২ সালে শ্রমনীতি প্রণয়ন করেন। তিনি পরিত্যক্ত কলকারখানা জাতীয়করণ করে দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছিলেন। 
    জাতির পিতার আদর্শ অনুসরণ করে আমরা দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা পোশাক শিল্পসহ ৩৮টি শিল্পখাতের শ্রমিকদের জন্য নি¤œতম মজুরি ঘোষণা করেছি। শ্রমঘন গার্মেন্টস শিল্পখাতের শ্রমিকদের নি¤œতর মজুরি ৫ হাজার ৩ শত টাকায় উন্নীত করা হয়েছে। ইতোমধ্যে ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬’ যুগোপযোগী ও আধুনিক করে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন ২০১৩’ প্রণয়ন করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫’ প্রণয়ন করা হয়েছে। আমরা বিএনপি-জামাত জোট আমলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করেছি।   
    আমাদের আন্তরিক প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও কার্যক্রম আরো সুদৃঢ় হয়েছে। মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখা, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছি। ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন ২০১৩, সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন বিধি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আমরা জাতীয় শিশুশ্রম নিরসন নীতি, জাতীয়  পেশাগত স¦াস্থ্য ও  সেইফটি নীতিমালা এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি প্রণয়ন করেছি। প্রায় ৫৪৯ লাখ টাকা ব্যয়ে ৬২টি চা বাগানে কর্মরত মহিলা শ্রমিকদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবার বিভিন্ন সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।।
    আমরা শ্রমিক কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করছি। এ তহবিলে ১২২ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ১০৯টি শ্রমিক পরিবারকে 
১ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শিল্পকারখানায় বিশেষ করে গার্মেন্টস সেক্টরে সার্বিক নিরাপত্তা সন্তোষজনক রাখার লক্ষ্যে মানসম্মত ও যথাযথ পরিদর্শন ও মনিটরিং ব্যবস্থা চালু করেছি। 
    আমাদের এসকল উন্নয়নমূলক কর্মকা-ের সুফল শ্রমজীবী সমাজ পেতে শুরু করেছে। আমরা শ্রমজীবী মানুষের কল্যাণে লাগসই প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহার এবং উন্নত ব্যবস্থাপনা বাস্তবায়নে বদ্ধপরিকর।
    আমি আশা করি,    মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক এবং মালিক পরস্পর সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে কলকারখানার উৎপাদন বৃদ্ধিতে আরো নিবেদিত হবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সক্ষম হব।
    আমি মে দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/জসীম/সুবর্ণা/আসমা/২০১৭/১০০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                              নম্বর : ১১৮৫
মে দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল) :
         রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মে দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :    
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় মহান ‘মে দিবস’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। দিবসটি উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
    মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এক অনন্য গৌরবময় দিন। কর্মঘন্টা নির্ধারণসহ শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক সংগঠনের যে বিজয় সূচিত হয়েছিল তারই ধারাবাহিকতায় শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে বিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে। 
    বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিশ্বমানের পণ্য উৎপাদনের কোন বিকল্প নেই। এ জন্য উৎপাদনশীলতা ও শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করণসহ সুস্থ শিল্পসম্পর্ক প্রতিষ্ঠা খুবই জরুরি বলে আমি মনে করি। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার ছিল শ্রমজীবী মেহনতি মানুষের জন্য শোষণমুক্ত, মর্যাদাসম্পন্ন ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। সে লক্ষ্যে বর্তমান সরকার শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম আইন সংশোধন, যুগোপযোগী শ্রম বিধিমালা প্রণয়ন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করেছে। এছাড়া তাদের অধিকার ও জীবনমান উন্নয়ন, ন্যূনতম মজুরি নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। 
    সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য-আয়ের এবং ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ ঘোষণা করেছে। এ কর্মসূচির সফল বাস্তবায়নে শ্রমিক-মালিকের বিদ্যমান আন্তরিক সম্পর্ক অব্যাহত রেখে নতুন নতুন শিল্প স্থাপন ও আধুনিক তথ্যপ্রযুক্তির সার্থক ব্যবহারের মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। একথা অনস্বীকার্য যে, সমৃদ্ধ ও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে শিল্পোদ্যোক্তা, মালিক ও শ্রমিকের সম্মিলিত প্রয়াস একান্তভাবে কাম্য। সকল পক্ষের ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে শ্রম ক্ষেত্রে সামগ্রিক উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
    মহান মে দিবসের সাথে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার, স্বার্থ ও কল্যাণ ওতপ্রোতভাবে জড়িত। শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ন্যায্য মজুরি, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে সকলে এগিয়ে আসবেন, মহান মে দিবসে এ প্রত্যাশা করি।
    মেহনতি মানুষের জয় হোক-মহান মে দিবসে এ কামনা করি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/জসীম/সুবর্ণা/শামীম/২০১৭/১০০৫ ঘণ্টা 

Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon