Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০১৬

তথ্যবিবরণী ৬ই আগস্ট ২০১৬

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৪৯০

মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক সভায় তথ্যমন্ত্রী 
জীবন ও উন্নয়নের চাকা জঙ্গি-বর্বরতায় বন্ধ নয় 
                                        
ঢাকা, ২২শে শ্রাবণ (৬ই আগস্ট): 
    জঙ্গি-বর্বরতার কারণে জীবন ও উন্নয়নের চাকা বন্ধ হবার নয় উলেস্নখ করে জঙ্গিদের পড়্গে যে কোনো ধরণের প্রকাশনা থেকে বিরত থাকার জন্য মুদ্রণশিল্প মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।     
    মন্ত্রী আজ শনিবার রাজধানীর কাকরাইলে ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হসত্মানত্মর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান।
    মন্ত্রী বলেন,  শোকের মাস আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জঙ্গি-বর্বরতার কাছে জাতি হার মানতে পারেনা এবং আমরা স'বির হলে তা হবে বর্বরতায় নিহত সকল প্রাণের প্রতি অসম্মান। 
    মুদ্রণ শিল্প সমিতির বিদায়ী সভাপতি শহীদ সেরনিয়াবাতের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগের সভাপতি ড. সুধাংশু শেখর রায় বক্তৃতা করেন। 
    গণতন্ত্র ও সভ্যতার বিকাশে মুদ্রণশিল্পের গুরম্নত্বকে অপরিমেয় বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, মত প্রকাশের অধিকার গণতন্ত্রে অপরিহার্য। আর মুদ্রণশিল্প চিনত্মা ও মতামতকে জনগণের কাছে পৌঁছে দেয়। তাই মুদ্রণশিল্প একাধারে লেখক-কবি-গুনীজন ও জনগণের মাঝে সেতু, সভ্যতার ধারক এবং গণতন্ত্রের বাহন হিসেবে ভূমিকা রেখে চলেছে। 
    তিনি বলেন, মানুষের জীবনে এ অমূল্য ভূমিকার কারণে মুদ্রণশিল্প শুধু ব্যবসা নয়, এটি একটি কলা (আর্ট) ও সেবা এবং সেই একই কারণে, জঙ্গিবাদ মুদ্রণশিল্পের ঘোর শত্রম্ন।
    তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মাথাচাড়া দিলে মুদ্রণশিল্পের ওপরও ছোবল দেবে। কারণ মুদ্রণশিল্প মুক্তচিনত্মা ও জ্ঞানের বাহন। আর সকল ধর্ম ও মানবতার শত্রম্ন জঙ্গিরা কেবল তাদের মনগড়া মতবাদই সবার ওপর অন্যায়ভাবে চাপিয়ে দিতে চায়।
    হাসানুল হক ইনু এসময় প্রয়োজনীয় আইনি সংস্কারসহ মুদ্রণশিল্পের প্রতি সরকারের সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। 
    প্রতিমন্ত্রী মির্জা আজম তাঁর বক্তব্যে মুদ্রণশিল্প মালিকদের সাথে তার পুরনো একাত্মতার কথা পূণর্ব্যক্ত করেন ও জঙ্গিবিরোধী লড়াইয়ে শামিল হতে সবার প্রতি আহ্বান জানান। 
    মুদ্রণ শিল্প সমিতির নবনির্বাচিত সভাপতি তোফায়েল খান ও সাধারণ সম্পাদক জহুরম্নল ইসলামসহ এফবিসিসিআই এর চেম্বার ও এসোসিয়েশনের পরিচালকবৃন্দও সভায় বক্তব্য রাখেন। মুদ্রণ শিল্পে বিশেষ অবদানের জন্য চারজনকে সভায় মরণোত্তর সম্মাননা দেয়া হয়। 
#
আকরাম/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২২১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৮৯

বাংলাদেশের পর্যটন শিল্প টেকঅফের অপেড়্গায়
                                      -- পর্যটন মন্ত্রী
                                                 
ঢাকা, ২২শে শ্রাবণ (৬ই আগস্ট): 

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের পর্যটন শিল্প এখন রানওয়েতে ছুটে চলেছে, এরপর টেকঅফ করবে। তখন বাংলাদেশের রূপের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, আর বাংলাদেশ হবে ‘নেক্সট ডেস্টিনেশন’।

    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) আয়োজিত ‘টেকসই উন্নয়ন লড়্গ্যমাত্রা অর্জনে ট্যুরিজম সেক্টরের গুরম্নত্ব এবং তরম্নণদের অংশগ্রহণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

    মন্ত্রী বলেন, জনসংখ্যার ৬০ শতাংশের বেশি তরম্নণ প্রজন্মের, অর্থাৎ আমরা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পর্যায়ে আছি। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ গড়তে তরম্নণদের সততা, নিষ্ঠা ও আনত্মরিকতা নিয়ে কাজ করতে হবে। সবকিছুর মূলমন্ত্র হবে দেশপ্রেম। 

    তিনি তরম্নণদের উদ্দেশে বলেন, আমরা আমাদের তারম্নণ্যকে উৎসর্গ করেছিলাম পরবর্তী প্রজন্মের জন্য একটি স্বাধীন স্বদেশ নির্মাণের জন্য। এখন তোমাদের দায়িত্ব দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া। এ দায়িত্ব তোমরা যথাযথভাবে পালন করছ এই আমার প্রত্যাশা। তিনি আরো বলেন, সুশাসন, গণতন্ত্র এবং উন্নয়ন একসূত্রে গাঁথা। এর যেকোনো একটি ড়্গতিগ্রসত্ম হলে অপর দু’টিও অড়্গত থাকতে পারে না। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সুশাসন ও গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে হবে। 

    বিটিবি’র সিইও আখতার উজজ্জামান খান কবিরের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিড়্গার্থীরা সাসটেইনেবল ট্যুরিজম, কমিউনিটি ট্যুরিজম ও কালচারাল ট্যুরিজমের ওপর ধারণাপত্র উপস'াপন করেন। 

    পরে মন্ত্রী অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। 

#

মাহবুবুর/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২১৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৮৮

সরকার পর্যায়ক্রমে বন্ধ পাটকল চালুর উদ্যোগ নিয়েছে
                                        -- মৎস্য প্রতিমন্ত্রী                                                       

ফুলতলা (খুলনা), ২২শে শ্রাবণ (৬ই আগস্ট): 

    মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে কারখানার উৎপাদন অব্যাহত রাখতে হবে। বর্তমান সরকার পর্যায়ক্রমে বন্ধ পাটকলগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করছে। শ্রমিকদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।

    প্রতিমন্ত্রী আজ খুলনা ফুলতলার আলীম জুট মিলস লিমিটেডের পুনঃচালুকরণ উদ্বোধন ও দোয়া  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের আনত্মরিকতার সাথে কাজ  করে যেতে হবে। এ মিল চালু রাখা ও বাঁচানোর দায়িত্ব শ্রমিকদের। নিজেদের স্বার্থেই কারখানাসমূহের উৎপাদন স্বাভাবিক রাখতে হবে। শ্রমিকদের কল্যাণে সরকার সবকিছুই করবে। সরকার পাটকল এবং পাটের ওপর বিশেষ গুরম্নত্ব দিয়েছে। পাটের ব্যবহার আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর কোনো মিল বন্ধ করেনি বরং চালু করছে। কালকারখানায় যাতে যে কোনো ধরনের অনাকাঙিড়্গত পরিসি'তির সৃষ্টি না হয় সে দিকে লক্ষ্য রাখতে শ্রমিক এবং নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
    
    আলীম জুট মিলস লিমিটেডের উপমহাব্যবস'াপক (প্রকল্প প্রধান) মো. আনোয়ারম্নল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোহসিনা আক্তার বানু এবং আলীম জুট মিলস সিবিএ’র সভাপতি মো. আব্দুল ছালাম জোমাদ্দার বক্তৃতা করেন।

    এছাড়া, প্রতিমন্ত্রী আজ বাগেরহাট জেলার ফকিরহাট ফলতিতা মাছের আড়ৎ পরিদর্শন করেন এবং উপজেলার মৎস্য ব্যবসায়ী ও ঘের মালিকদের সাথে মতবিনিময় করেন। পরে প্রতিমন্ত্রী ফকিরহাটে মহিষ প্রজনন খামার পরিদর্শন করেন।

#

সুলতান/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৮৭

শিড়্গা ব্যবস'াপনায় তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে                                                                                                  -- শিড়্গামন্ত্রী

ঢাকা, ২২শে শ্রাবণ (৬ই আগস্ট): 

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, শিড়্গাড়্গেত্রে অর্জিত সাফল্যকে এগিয়ে নিতে শিড়্গা ব্যবস'াপনায় তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হবে।

    মন্ত্রী আজ ঢাকায় নায়েম মিলনায়তনে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি পদ্ধতির ওপর কর্মশালায় বক্তৃতায় এ কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিড়্গা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিড়্গা সচিব মো. সোহরাব হোসাইন এবং ঢাকা শিড়্গা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান বক্তৃতা করেন।

    মন্ত্রী বলেন, একাদশ শ্রেণির পরপর দু’টি শিড়্গাবর্ষে অনলাইন ভর্তি কার্যক্রমের সফল অভিজ্ঞতা এ ধরনের উচ্চ প্রযুক্তিনির্ভর ব্যাপক কার্যক্রম পরিচালনায় শিড়্গা বোর্ডসহ সংশিস্নষ্টদের আত্মপ্রত্যয়ী করে তুলেছে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিবিদ, শিড়্গাবিদ, কলেজ অধ্যড়্গ, শিড়্গা ব্যবস'াপক ও সংশিস্নষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ অনলাইন ভর্তি কার্যক্রমকে আরো দড়্গ ও কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেয়া হবে।

    কর্মশালায় ঢাকা মহানগরীর সরকারি বেসরকারি কলেজের অধ্যড়্গগণ এবং শিড়্গা প্রশাসনের ব্যক্তিবর্গ একাদশ শ্রেণিতে সদ্যসমাপ্ত অনলাইন ভর্তি কার্যক্রমের ওপর তাদের মতামত তুলে ধরেন। কর্মশালায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিড়্গার মানোন্নয়নের বিষয়েও আলোচনা হয়। 
    
#

সাইফুলস্নাহ/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৭১০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৪৮৬

বিদ্যুৎ বিভাগের প্রকল্প বাসত্মবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা

ঢাকা, ২২শে শ্রাবণ (৬ই আগস্ট): 

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, প্রকল্প বাসত্মবায়ন নির্ধারিত সময়ের পূর্বেই সম্পূর্ণ করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। শেষ সময়ে তাড়াহুড়া করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে বাসত্মবায়িত হয়নি অথচ পুরানো-এসব প্রকল্প বাদ দেয়ার উদ্যোগ নিতে বলেন তিনি। 
 
    প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকড়্গে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অনত্মর্ভুক্ত বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পসমূহের বাসত্মবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

     প্রতিমন্ত্রী চলতি অর্থবছরেই ভবিষ্যতের জন্য প্রকল্প সংশিস্নষ্ট বিভাগে পেশ করার তাগিদ দেন। তিনি বলেন, বিতরণ কোম্পানিগুলোর সেবার মান আরো বাড়ানো প্রয়োজন। সোলার পার্ক (ঝড়ষধৎ চধৎশ) করার প্রসত্মাব দ্রম্নত উপস'াপন করার জন্য তিনি সংশিস্নষ্টদের নির্দেশ দেন। আন্ডার গ্রাউন্ড কেবল করার উদ্যোগ অব্যাহত রেখে দ্রম্নত প্রকল্প নিতে সংশিস্নষ্টদের আহ্বান জানান। তিনি বলেন, ২০১৮ সালের প্রথম থেকেই গ্যাসের সমস্যা ততটা থাকবে না। প্রি-পেমেন্ট মিটার (চৎব-ঢ়ধুসবহঃ গবঃবৎ) দ্রম্নত সর্বত্র স'াপন করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। 

    সভায় জানানো হয়, বিদ্যুৎ বিভাগে মোট ৭১টি প্রকল্প বাসত্মবায়নাধীন রয়েছে। যার মধ্যে বিদ্যুৎ বিভাগের নিজস্ব ৪টি, পিডিবির ২১টি, আরইবির ১২টি, পিজিসিবির ১২টি, ডিপিডিসির ৫টি, ডেসকোর ৩টি, পাওয়ার সেলের ১টি, ওজোপাডিকোর ২টি, নওপাজেকোর ৩টি, ইজিসিবির ৩টি, এপিএসসিএল’র ২টি, সিপিজিসিএল’র ২টি এবং আরপিসিএল’র ১টি। এই ৭১টি প্রকল্পে বরাদ্দ রয়েছে ১৫ হাজার ৫শ’ ৪০ দশমিক শূন্য ৮ কোটি টাকা। জুলাই ২০১৬ পর্যনত্ম ব্যয় হয়েছে  শতকরা ২ দশমিক ৯২ ভাগ এবং পূর্ববর্তী অর্থবছরের একই সময় আর্থিক অগ্রগতি ছিল শূন্য দশমিক ৮ শতাংশ।

    অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, পিডিবির চেয়ারম্যান মো. শামসুল হাসান মিয়া, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপসি'ত ছিলেন।   

#

আসলাম/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা

Todays handout (3).doc Todays handout (3).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon