Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী ২ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৯২৬

ডেপুটি স্পিকারের সাথে কোরিয়ান প্রতিনিধিদলের সাক্ষাৎ 

ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
    সুপ্রিম পিপলস এসেম্বলির সদস্য প্রফেসর ড. রি জং জুক এর নেতৃত্বে ডেমোক্রাটিক পিপলস রিপাবলিক অভ্ কোরিয়ার এক প্রতিনিধিদল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার  মো. ফজলে রাব্বী মিয়ার সঙ্গে সাক্ষাৎ  করেছেন।
 
    সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও ডেমোক্রাটিক পিপলস রিপাবলিক অভ্ কোরিয়ার মধ্যে চমৎকার  বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় প্রতিনিধিদল কোরিয়া এবং বাংলাদেশ সংসদের মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের উপর গুরুত্বারোপ করেন।
 
    একই সঙ্গে তাঁরা ১৩৬তম আইপিইউ সম্মেলনের সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
 

#

লাবণ্য/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৯২৫  

স্পিকারের সাথে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :

বাংলাদেশ  জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন এবং ১৩৬তম আইপিইউ এসেম্বলি সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে এসেম্বলিতে আগত যুক্তরাজ্যের ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি ও ইন্টারন্যাশনাল ট্রেড সিলেক্ট কমিটির সহসভাপতি ঘরমবষ ঊাধহং, গচ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বিআইসিসিতে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। 

স্পিকার আইপিইউ এসেম্বলিতে আগত প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে আইপিইউ এসেম্বলির মতো বৃহৎ আয়োজন করতে পেরে গর্বিত।  আইপিইউর দেশগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ এসেম্বলিকে অন্যমাত্রা যোগ করেছে।

স্পিকার বলেন, বর্তমান সরকার দেশের জনগণের  কল্যাণে কাজ করে যাচ্ছে। এর ফলে আর্থসামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। শিক্ষা, নারী শিক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নারীর অগ্রাধিকার নিশ্চিতকরণ, জেন্ডার সেনসেটিভ বাজেট প্রণয়নের মতো কর্মসূচি গ্রহণের কারণে বাংলাদেশে জেন্ডার সমতা অনেকটাই নিশ্চিত হয়েছে।
ঘরমবষ ঊাধহং, গচ বলেন, আইপিইউ  এসেম্বলি  বাংলাদেশ অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করেছে। স্বাধীনতা সংগ্রামসহ সকল উন্নয়ন কর্মকান্ডে যুক্তরাজ্য  বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমান বাংলাদেশের উন্নয়ন বিশ্ব সমাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

স্পিকার বলেন, যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের রয়েছে চমৎকার সম্পর্ক। দু’দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যেমে  এ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

#

তারিক/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৯২৪

ফিলিস্তিনের সংসদীয় প্রতিনিধি দলকে তথ্যমন্ত্রী
জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে একাত্ম বাংলাদেশ

ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :
    জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের একাত্মতার কথা পুনর্ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    বাংলাদেশ সফররত ফিলিস্তিনের সংসদীয় প্রতিনিধি দলের সাথে আজ সচিবালয়ে নিজ দপ্তরে মতবিনিময়কালে একথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ফিলিস্তিনি প্রতিনিধিরা ঢাকায় অনুষ্ঠানরত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনে যোগদানের পাশাপাশি সচিবালয়ে এ বৈঠক করেন।
    ফিলিস্তিনি দলনেতা আজ্জাম আল আহমদ এমপি এসময় সম্প্রতি ইসরাইলের সংসদ নেসেটে পাস হওয়া আবাসন নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে ফিলিস্তিনের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে বলেন, এ আইনের মাধ্যমে ইসরাইলিরা ফিলিস্তিনিদের বসবাসরত ভূমি জরদখলের সুযোগ পাবে, যা মানবাধিকার ও জাতিসংঘ স্বীকৃত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিন আশা করে বাংলাদেশ এ বিষয়ে মানবাধিকারের পক্ষে অবস্থান নেবে।
    তথ্যমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে এ বিষয়ে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান।
    দলনেতা আজ্জাম আল আহমদ এমপি’র সাথে আবদেল রহিম বারহাম এমপি, ফিলিস্তিন সংসদ কর্মকর্তা বাশার সুলাইমান এবং বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মিশনপ্রধান ইওসেফ রামাদান তথ্যমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নেন।

#

আকরাম/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৮০০ ঘণ্টা

Handout                                                                                                                Number: 923

IPU delegations meets with Foreign Minister

Dhaka, 2 April:

            A number of delegations participating in the Inter-parliamentary Union conference called on Foreign Minister A H Mahmood Ali today at the Bangabandhu International Conference Center (BICC) today. The delegations are from Sweden led by its speaker Urban Ahlin; from Canada led by Senator Nathaniel Erskine -Smith, MP; from Ukraine led by Dr. Igor Polikha, its Ambassador in New Delhi; from Thailand led by the First Vice President, National Legislative Assembly Surachai Leingboonlertchai, and the Assistant Secretary General for Political Affairs of the United Nations.

            During the calls on, the Foreign Minister and the delegations leaders and members discussed various bilateral, regional and international issues. The delegations thanked the Bangladesh government for hosting this big event here in Dhaka.

#

 

Khaleda/Selim/Sanjib/Rezaul/2017/1731 hours

 

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৯২২ 

স্পিকারের সাথে থাইল্যান্ড, পোল্যান্ড ও মঙ্গোলিয়া প্রতিনিধিদলের প্রধানগণের সাক্ষাৎ

ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল):
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ১৩৬তম আইপিইউ এসেম্বলিতে আগত থাইল্যান্ড, পোল্যান্ড এবং মঙ্গোলিয়ার ডেলিগেশন প্রধানগণ আজ বিআইসিসিতে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। 
স্পিকার এসেম্বলিতে আগত প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে এই রকম বৃহৎ আয়োজন করতে পেরে আমরা গর্ববোধ করছি। তিনি বলেন, এই এসেম্বলি আয়োজন বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংসদ ও সহযোগী সংস্থা থেকে আগত প্রতিনিধিদের এ মিলন মেলা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। সাক্ষাৎকালে তারা ১৩৬তম আইপিইউ এসেম্বলি, বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। 

 স্পিকার বলেন, বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এর ফলে আর্থসামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ণ এখন দৃশ্যমান। বাংলাদেশে একশ’টি বিশেষ  অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের অনুকুল পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি তিনটি দেশের প্রতিনিধিগণকে বিনিয়োগের আহ্বান জানান।  

পোল্যান্ড প্রতিনিধিদলের প্রধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরবর্তী নির্বাচনে পোল্যান্ড একমাত্র প্রার্থী। এক্ষেত্রে তিনি বাংলাদেশের সমর্থন কামনা করেন। এসময় স্পিকার প্রয়োজনীর সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

  সাক্ষাৎকালে তিন দেশের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।


#
তারিক/অনসূয়া/গিয়াস/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৬৩৭  ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৯২১


২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ১৭ এপ্রিল শুরু
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল):    
    জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ১৭ এপ্রিল ২০১৭ তারিখ শুরু হবে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচী অনুযায়ী এ পরীক্ষা ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত চলবে। ১৭ এপ্রিল থেকে ২৪ মে তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ২ টা থেকে শুরু হবে এবং পবিত্র রমজান মাসে ২৭ মে থেকে ১৩ জুন তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু হবে। 
    পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচী জাতীয় বিশ^বিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িহঁ.বফঁ.নফ) এ পাওয়া যাবে।

#
ফয়জুল/অনসূয়া/জসীম/শামীম/২০১৭/১৬২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৯২০

বিদেশিদের পদচারণায় মুখরিত আইপিইউ মেলা

ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল):    
১৩৬ তম আইপিইউ এসেম্বলি উপলক্ষ্যে বিদেশিদের পদচারণায় মুখরিত আইপিইউ মেলা। বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রাণালয়ের পরিচালনায় এ মেলায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, নৃতাত্ত্বিক নিদর্শন, সংস্কৃতি ও বাংলাদেশে উৎপাদিত রপ্তানিযোগ্য বিভিন্ন  পণ্যের সমাহার রয়েছে। 
    মেলায় শেখ হাসিনার বিশেষ উদ্যোগ গুলোকে প্রধান্য দেয়া হয়েছে। এছাড়া মেলায় ওষুধশিল্প, চামড়াজাতশিল্প, তৈরি পোশাকশিল্প, প্লাস্টিকশিল্প, অলংকারসামগ্রী, পর্যটন, চা, তাঁত, টেরাকোটা, মৃৎশিল্প, মিষ্টি ও অন্যান্য খাদ্য সামগ্রী, দেশীয় কুটিরশিল্প, ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, বইসহ বিভিন্ন ধরনের পণ্যের সমন্বয়ে স্টল দেয়া হয়েছে। 
মেলা আগামী ৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। ১৩৬  তম আইপিইউ সম্মেলনে আগত ডেলিগেট, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীগণ মেলা পরিদর্শন করতে পারবেন। মেলায় মানি চেঞ্জিং এর ব্যবস্থাসহ ব্যাংকিং এর সুবিধা রয়েছে। 

#
নূরুল হুদা/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১৫৪১ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৯১৯


এলজিআরডি মন্ত্রীর জর্ডানের উদ্দেশে ঢাকা ত্যাগ

ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল):    
    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশে আজ রাতে হযরত শাহজালাল বিমানবন্দর হতে এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
এ সফরে মন্ত্রী ৩-৫ এপ্রিল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জর্ডানের পরিবেশ মন্ত্রী এবং অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। তিনি আগামী ৭ এপ্রিল মিশরের রাজধানী কায়রোতে ‘বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন’ শীর্ষক কন্ফারেন্সে যোগ দেবেন।
মন্ত্রী চার সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ হচ্ছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম-সচিব) মুহম্মদ ইব্রাহিম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. মতিয়ার রহমান।
মন্ত্রী আগামী ৯ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

#
জাকির/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৯১৮

শিল্পমন্ত্রীর সাথে ইউনিডো প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল):    
কান্ট্রি প্রোগ্রামের আওতায় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) বাংলাদেশের চামড়া, কৃষিভিত্তিক হালকা প্রকৌশল ও অটোমোবাইল শিল্পখাতের উন্নয়নে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা করবে। এর পাশাপাশি বাংলাদেশের শিল্প কারখানায় বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও ইউনিডো সহায়তা করতে আগ্রহী। 
ইউনিডোর আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকা সম্পর্কিত আঞ্চলিক অফিসের প্রধান রেনে ভ্যান বারকেল এর নেতৃত্বে বাংলাদেশ সফররত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ সহায়তার প্রস্তাব দেন। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, ইউনিডোর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রোগ্রাম অফিসার চৎধশধংয ঈযধহফৎধ গরংযৎধ, বাংলাদেশ প্রতিনিধি উৎ. তধশর টু তধসধহ সহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
বৈঠকে বাংলাদেশের শিল্পখাতের উন্নয়নে ইউনিডোর সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনিডোর পক্ষ থেকে বাংলাদেশের চামড়া, ডেইরি ফুড, পশুপালন, কৃষিভিত্তিক পণ্য, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, পাট, তৈরি পোশাক ও হস্তশিল্পসহ বিভিন্নখাতের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা জোরদার ও খাদ্যের গুণগতমান উন্নয়নে ইউনিডো বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরা হয়। 
শিল্পমন্ত্রী ইউনিডোকে বাংলাদেশের শিল্পখাতের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশে টেকসই ও পরিবেশবান্ধব শিল্পখাতের উন্নয়নে ইউনিডো ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পখাত বিকাশের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০২১ এবং রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে ইউনিডোর আরো কারিগরি সহায়তা কামনা করেন। ইউনিডো বিশেষ করে, চামড়া, অটোমোবাইল, হালকা প্রকৌশল ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহায়তা বাড়াতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি কান্ট্রি প্রোগ্রাম কর্মসূচির চূড়ান্ত করার আগে সংশি¬ষ্ট স্টোকহোল্ডাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের চাহিদা নিরূপন এবং সে অনুযায়ী কর্মসূচি প্রণয়নের জন্য প্রতিনিধিদলের সদস্যদের পরামর্শ দেন। 
ইউনিডোর প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের শিল্পখাতে সাম্প্রতিক গুণগত পরিবর্তনের প্রশংসা করেন। তারা বলেন, জ্ঞানভিত্তিক শিল্পখাত বিকাশের চলমান ধারা অব্যাহত রেখে বাংলাদেশ অচিরেই মধ্যমআয়ের দেশে পরিণত হবে। তারা বাংলাদেশের জাতীয় শিল্পনীতি-২০১৬ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এর আলোকে বাংলাদেশের শিল্পখাতে ইতিবাচক পরিবর্তনের জন্য খাতভিত্তিক চাহিদার আলোকে কান্ট্রি প্রোগ্রাম গ্রহণ করতে সরকারের সমর্থন কামনা করেন। 

#
শামসুল/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৫১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৯১৭

প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের রেহাই নেই
             - শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৯ চৈত্র(২এপ্রিল)
    উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি হলের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সাথে কথা বলেন। পরীক্ষার্থীরা তাঁকে জানায়, এবার প্রশ্নপত্র ভাল হয়েছে এবং তারা ভালভাবে পরীক্ষা দিচ্ছে।
    সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, এবারের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুন্দর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে এবং সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের  সাথে কেউ জড়িত হলে তারা রেহাই পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। কোন ছাড় দেয়া হবে না। তিনি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
    মন্ত্রী বলেন, বিজি প্রেসকে ঢেলে সাজানো হয়েছে। এখান থেকে প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই। দুঃখের বিষয় কিছু শিক্ষক এর সাথে জড়িত হয়ে গেছে। কিছু অভিভাবক ফাঁস হওয়া প্রশ্ন খোঁজেন। তারা তাদের ছেলেমেয়েদের পড়তে উৎসাহিত না করে এ পথে নিয়ে আসেন। 
    তিনি আরো বলেন, স্মার্ট ফোন সঙ্গে রাখার কারনে আজ তিন জন শিক্ষককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। এরা হলেন- হাবিুল্লাহ বাহার কলেজের  আব্দুর রশিদ এবং মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের নাঈমা নাসরিন ও মাহবুবুর রহমান।
    শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
    এবার এইসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। সারাদেশে মোট ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
#
আফরাজুর/অনসূয়া/গিয়াস/শহিদ/জসীম/শামীম/২০১৭/১৫০৭ ঘণ্টা 

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৯১৫ 
জাতীয় চলচ্চিত্র দিবসে রাষ্ট্রপতির বাণী  
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল) :  


রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :              
    “জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৭ উপলক্ষে আমি চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী, নির্মাতা, প্রযোজক, পরিবেশক, দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
    ৩ এপ্রিল আমাদের চলচ্চিত্রের ইতিহাসে একটি স্মরণীয় দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তৎকালীন প্রাদেশিক পরিষদে শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল উত্থাপন করেন। এরই ধারাবাহিকতায় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। বাংলা চলচ্চিত্রের ঐতিহাসিক এই দিনটিকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্ত। আমার বিশ্বাস, দিবসটি উদ্যাপনের ফলে আমাদের চলচ্চিত্র শিল্পের আরো উন্নয়ন ঘটবে, সৃষ্টি হবে জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র।
    সমাজ উন্নয়নে চলচ্চিত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মল বিনোদনের পাশাপাশি সমাজ উন্নয়ন, শিক্ষার প্রসার ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরদিকে অশ্লীল ও নি¤œরুচির চলচ্চিত্র যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটানোসহ সমাজে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই আমি নির্মাতাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই আপনারা জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে চলচ্চিত্র নির্মাণ করুন, যা বিনোদনের পাশাপাশি মানবিক উৎকর্ষ সাধনে সহায়ক হয়।  
    আজকাল কিছু বিপথগামী তরুণ জঙ্গিবাদসহ নানা সন্ত্রাসী কর্মকা-ে ঝুঁকে পড়ছে যা আমাদের জন্য এক অশনিসংকেত। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে চলচ্চিত্রে মহান স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের গৌরবগাথা তুলে ধরতে হবে, যাতে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ভবিষ্যৎ গড়তে নিরন্তর অনুপ্রেরণা লাভ করতে পারে। মানবিক সমাজ গঠনের পাশাপাশি চলচ্চিত্র হয়ে উঠুক জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলসহ অসাম্প্রদায়িক সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার- এ প্রত্যাশা করি।
    তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ ২০১৭ উদ্যাপন সফল হোক-এ কামনা করি। 
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।” 
#
আজাদ/অনসূয়া/শহিদ/আসমা/২০১৭/১০৪৫ ঘণ্টা  


আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ৯১৬
জাতীয় চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৯ চৈত্র (২ এপ্রিল):    
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
    “জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, নির্মাতা, পরিচালক, প্রযোজক-পরিবেশক, দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
    চলচ্চিত্র একটি শক্তিশালী গণমাধ্যম। চলচ্চিত্র যুগ যুগ ধরে মানুষের চিত্ত বিনোদনের একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। চলচ্চিত্রে মানুষের জীবন সংগ্রাম ও সমাজ বাস্তবতার চিত্র প্রতিফলিত হয়। দেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতির বিকাশের পাশাপাশি শিক্ষা বিস্তার, জাতি গঠন ও সুন্দর সমাজ বিনির্মাণে চলচ্চিত্র শক্তিশালী ভূমিকা রেখে চলেছে।
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন প্রাদেশিক আইন পরিষদে ‘চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল’ উত্থাপন করেন এবং ঐদিনই বিলটি আইনে পরিণত হয়। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় এফডিসি। ২০১২ সাল থেকে প্রতিবছর ৩ এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে উদ্যাপন করা হচ্ছে।
    আওয়ামী লীগ সরকার গত ৮ বছরে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। চলচ্চিত্রকে আমরা শিল্প ঘোষণা করেছি। চলচ্চিত্র প্রযোজক পরিবেশকরা কর রেয়াতসহ নানাবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন। নান্দনিক চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে চলচ্চিত্রের জন্য নিয়মিত অনুদান দেওয়া হচ্ছে। আমরা চলচ্চিত্র শিল্পে মেধাবী ও সুদক্ষ কর্মী সৃষ্টির জন্য ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। 
    আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। বিএফডিসি’র আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এফডিসিকে ডিজিটাল যন্ত্রপাতিতে সমৃদ্ধ করা হয়েছে। গাজীপুর জেলার কবিরপুরে ১০৫ একর জমিতে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণের কাজ চলছে।
    জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। আধুনিক ও ডিজিটাল সিনেমা হল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আমরা অস্বচ্ছল চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের আর্থিক সাহায্য প্রদান ও চিকিৎসার ব্যয়ভার বহন করছি। চলচ্চিত্র এখন রপ্তানিযোগ্য পণ্য হিসেবেও স্বীকৃতি পেয়েছে। চলচ্চিত্র নির্মাতাদের আমাদের সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটিয়ে জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণ করে দর্শকদের মন জয় করতে হবে।
    আমি আশা করি, আমাদের চলচ্চিত্র জাতির আশা-আকাক্সক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আরো কার্যকর ভূমিকা রাখবে।
    আমি জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৭ এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। 
             জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                   বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/জসীম/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১০২৭ ঘণ্টা 
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon