Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মার্চ ২০১৭

তথ্যবিবরণী ২১ মার্চ ২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮০৭

একাত্তর টিভি’র বার্তা পরিচালকের মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একাত্তর টিভি’র বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজার মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

    তিনি আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    উলেস্নখ্য, সৈয়দ ইশতিয়াক রেজার মা সৈয়দা খোদেজা বেগম (৮২) আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইনেত্মকাল করেন (ইন্না লিলস্নাহে.......... রাজেউন)।

#

আকরাম/মাহমুদ/আলী/সেলিম/২০১৭/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮০৬
তারুণ্যের অমিত শক্তিই দেশকে উন্নত করবে
                              -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তারুণ্যের অমিত শক্তিই বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবে। আজকের তরুণরা ভবিষ্যতে যখন নেতৃত্ব দেবে তখনকার কাজের সাথে এখনই পরিচয় করিয়ে দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কাজ করছে। 
তিনি আজ বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উদ্ভাবনী শক্তি ও চিন্তা নিয়ে ‘১ আইডিয়াতে বাজিমাত’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি বলেন, আমাদের যে মেগা প্রকল্পগুলো চলছে তা আমাদেরকেই চালাতে হবে; সে জন্য সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। আমরা তরুণদের মানসিকভাবে এখনই প্রস্তুত করতে চাই। তারা বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস ফিল্ড, কয়লা বা পাথর খনি স¦চক্ষে দেখলে স্বচ্ছ ধারণা পাবে। তরুণদের প্রকল্পসমূহে যথাযথভাবে অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা করার ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান  করেন। 
নভেম্বর ২০১৬ থেকে জানুয়ারি ২০১৭ পর্যন্ত ‘১ আইডিয়াতে বাজিমাত‘ শীর্ষক উদ্ভাবনী মহাযজ্ঞে সারা দেশ থেকে অভাবনীয় সাড়া পাওয়া যায়। অজ¯্র আইডিয়া থেকে সর্বোৎকৃষ্ট ১০০টি আইডিয়া বাছাই করা হয়। এই আইডিয়াগুলো নিয়ে শুরু হয় ‘আইডিয়া বুট ক্যাম্প’। এই প্রতিযোগিতায় কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি প্রতিষ্ঠান একক বা দলীয়ভাবে অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী ফজলে ইলাহীকে ‘ট্রান্সফরমারের নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ প্রকল্প’র জন্য প্রথম পুরস্কার হিসেবে ১ লাখ টাকা; প্রথম রানার্স আপ তাজিদুল ইসলাহকে ‘ব্যাগে করে সোলার প্যানেল নিয়ে যাওয়া প্রকল্প’র জন্য ৫০ হাজার টাকা; দি¦তীয় রানার্স আপ আব্দুল্লাহ আল জাহিদ ও তার দলকে ‘শৈবাল থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প’র জন্য ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও সেরা ৫টি দলকে চূড়ান্ত প্রোডাক্ট তৈরির জন্য মেন্টরশিপ প্রদান করা হয়। 
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল-এর চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম শিকদার, আরইবি’র চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাহবুব উল আলম ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।
#

আসলাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০১০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮০৫
বেসরকারি শ্রমিকদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ দেবে নিজ নিজ প্রতিষ্ঠান
                                             -- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের জন্য সরকারের ক্ষতিপূরণ দেয়ার কোন নিয়ম নেই। তাদের ক্ষতিপূরণ দেবে নিজ নিজ প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে সরকার তাদের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে সহযোগিতা করবে। ক্ষতিপূরণ বিষয়ে জাতীয় মানদ- নির্ধারণে বাস্তবসম্মত প্রস্তাবনা বা সুপারিশ উপস্থাপন করলে সরকার মালিক-শ্রমিকদের সাথে আলোচনা করে একটি জাতীয় মানদ- নির্ধারণে উদ্যোগ গ্রহণ করতে পারে।
    আজ সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিউটি অভ্ লেবার স্টাডিজ-বিলস ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ আয়োজিত কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ বিষয়ে জাতীয় মানদ- শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, সরকার শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের জন্য কেন্দ্রীয় তহবিল এবং অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করছে। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড খোলার উদ্যোগ নিয়েছে। ডাকঘরের মাধ্যমে শ্রমিকরা প্রভিডেন্ট ফান্ডের হিসাব খুলতে পারবেন। প্রভিডেন্ট ফান্ড ১৫ কিংবা ২০ বছর মেয়াদি হবে। শ্রমিক একশত টাকা জমা করলে সরকারও একশত টাকা জমা দিবে। মেয়াদ শেষে লাভসহ যে টাকা হবে সরকার তার সাথে আরো ২ লাখ টাকা যোগ করে শ্রমিককে প্রদান করবে। তবে মেয়াদপূর্তির পূর্বে শ্রমিক মৃত্যুবরণ করলে সমুদয় অর্থ পাবে তার স্বজনরা। প্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকরা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণ করলে কেন্দ্রীয় তহবিল থেকে আর্থিক সহায়তা ৩ লাখ আর বিমা বাবদ ২ লাখ মোট ৫ লাখ টাকা পাবে। 
    মতবিনিময় সভায় ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি, দুর্ঘটনায় হতাহত শ্রমিকের পরিবারের সুরক্ষার বিষয়টিও ক্ষতিপূরণের আওতায় আনাসহ ৮ দফা সুপারিশমালা উপস্থাপন করা হয়। বিলস্ এর যুগ্ম মহাসচিব ডা. ওয়াজেদুল ইসলাম খান এর সঞ্চালনায় কর্মপরিকল্পনা নির্ধারণ ও সুপারিশমালা উপস্থাপন করেন বিল্স এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
    জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাপরিচালক ডা. এ এম এন আনিসুল আওয়াল, বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য রায় রমেশ চন্দ্র, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশের চেয়ারম্যান আমিনুল হক আমিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন এবং আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল এর প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল বক্তৃতা করেন। 
#

আকতারুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮০৪

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিড়্গার গুণগত মান বাড়ানোর আহ্বান শিড়্গামন্ত্রীর

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিড়্গা কেবল যাতে আনুষ্ঠানিক বিদ্যায় পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিড়্গার পরিবেশ এবং গুণগত মান বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ জন্য বিষয় বাছাই, শিড়্গাক্রম উন্নয়ন এবং শিড়্গাদানের পদ্ধতি অব্যাহতভাবে উন্নত ও যুগোপযোগী করতে হবে।

    তিনি আজ ঢাকায় বঙ্গবন্ধু আনত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাউথইস্ট ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির  বক্তৃতায় এসব কথা বলেন। সমাবর্তন বক্তা ছিলেন ভারতের নয়াদিলস্নীতে অবসি'ত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. কবিতা এ. শর্মা।  সমাবর্তনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম বক্তৃতা করেন।

    মন্ত্রী বলেন, আমরা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যর্থ হতে দিতে চাই না। আমরা তাদের সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। যারা আইন বিধিবিধান মানতে চান না, তাদের আইনি পথে বাতিল করা হবে। তিনি দেশের বাসত্মবতা এবং জনগণের আর্থ-সামাজিক অবস'া বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফিসহ সকল প্রকার ব্যয় একটি সীমা পর্যনত্ম নির্ধারিত রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।

    তিনি আরো বলেন, শিড়্গা ও প্রশিড়্গণের মাধ্যমে সি'তিশীল উন্নয়ন নিশ্চিত করতে বহুমাত্রিক শিড়্গা কার্যক্রমের সাথে শিড়্গার্থীদেরকে সম্পৃক্ত করার যথোপযুক্ত পরিকল্পনা বিশ্ববিদ্যালয়গুলোর থাকতে হবে। বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও তথ্য বিপস্নবের সুযোগ গ্রহণ করে তাঁদেরকে যুগোপযোগী মানবসম্পদে পরিণত করতে হবে।

    শিড়্গার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যাদানকারী জঙ্গিদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে সেদিকে শিড়্গক-অভিবাবকদের সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান তিনি।

    সমাবর্তনে ২ হাজার ৬শ’ ৮৮ জন শিড়্গার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। শিড়্গামন্ত্রী একজন শিড়্গার্থীর হাতে চ্যান্সেলর স্বর্ণপদক ও ১১ জন শিড়্গার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন।

#

আফরাজ/মাহমুদ/আলী/সেলিম/২০১৭/১৯৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :   ৮০৩

সুপেয় পানি নিশ্চিত করা হবে
    -- এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :

    স'ানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের সকল জনগণের জন্য সুপেয় পানি নিশ্চিত করা হবে।

    তিনি আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসা এবং ইউনিসেফ-এর উদ্যোগে “বিশ্ব পানি দিবস-২০১৭” উপলড়্গে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    ঢাকা ওয়াসার ব্যবস'াপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লড়্গ্যমাত্রা (ঝউএং)-এর মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, স'ানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসা’র ব্যবস'াপনা পরিচালকবৃন্দ।

    মন্ত্রী বলেন, জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় আমাদের পানির উৎস সীমিত। বৃহৎ জনসংখ্যাকে সুপেয় পানি প্রদান করতে গিয়ে ভূ-গর্ভস' পানি অধিক ব্যবহারের ফলে পানির সত্মর ক্রমশ নিচে নেমে যাওয়ায় জনগণ আর্সেনিক ও অন্যান্য দূষণের ঝুঁকির মুখে পড়েছে। এ অবস'া থেকে উত্তরণের জন্য ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে। সারাদেশব্যাপী প্রাকৃতিক জলাধারসমূহকে রড়্গা করার মাধ্যমে এবং পুকুর ও খাল খনন করে ভূ-পৃষ্ঠের পানিকে ব্যবহার করতে হবে।
    
    তিনি বলেন, সমন্বিত ব্যবস'াপনার মাধ্যমে নদী খনন করে প্রতি ৫০ জনের জন্য একটি পানির পয়েন্ট তৈরি করা হবে। ঐ পানির কেন্দ্রকে ঘিরে ভবিষ্যতে জনবসতি গড়ে তোলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। পানিকে কেন্দ্র করে গ্রাম ব্যবস'া গড়ে তোলা হবে যাতে নাগরিকদের প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা খুব সহজেই প্রদান করা যায়। ভূ-গর্ভস' পানির পরিবর্তে ভূ-উপরিস' পানির ব্যবহার বাড়িয়ে আগামী ৫ - ৭ বছরের মধ্যে ভূ-গর্ভস' পানির সত্মর পূর্বের পর্যায়ে নিয়ে আসা হবে।

ঊলেস্নখ্য প্রতি বছর ২২ মার্চ বিশ্ব্ব পানি দিবস পালন করা হয়।
 
#

জাকির/মাহমুদ/আলী/সেলিম/২০১৭/১৯২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৮০২
একনেকে এক লাখ ২৩ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
    জাতীয় অর্থনৈতিক পরিষদের  নির্বাহী কমিটি (একনেক) সভায় এক লাখ ১৫হাজার ৪৮৬ কোটি টাকা ব্যয়ে  ৪র্থ স্বাস'্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রকল্পসহ  ৯টি নতুন ও  সংশোধিত প্রকল্প  অনুমোদন দেয়া  হয়েছে। অনুমোদিত প্রকল্পসমূহের প্রাক্কলিত ব্যয়  এক লাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা। এর মধ্যে জিওবি ১ লাখ ৪  হাজার ১৮৬ কোটি ৭৭ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ১৮ হাজার ৮ শত ৪৭ কোটি ২৩ লাখ টাকা।
    আজ ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেল কেন্দ্রে  প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন  শেখ হাসিনার সভাপতিত্বে  একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেক সদস্যবৃন্দ, সংশিস্নষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব এবং সচিববৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।
    পরিকল্পনা মন্ত্রী একনেক সভা শেষে  সভার বিসত্মারিত সাংবাদিকদের জানান। তিনি বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির গুরম্নত্ব অপরিসীম। পরিবেশের সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং স্বাস'্য উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজন দক্ষ বিজ্ঞানী ও সক্রিয় নাগরিক। এ পরিসি'তিতে দেশে বিজ্ঞান শিক্ষার প্রতিবন্ধকতা দূর করার জন্য দ্রম্নততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। তাই দেশের ২০০টি সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সমপ্রসারণের লক্ষ্যে বর্তমান প্রকল্পটি বাসত্মবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, জরাজীর্ণ সকল সরকারি ভবন সংস্কার করার জন্য প্রধানমন্ত্রী সংশিস্নষ্টদের নির্দেশ দিয়েছেন। দেশের মহাসড়কসমূহ নির্মাণ পরিকল্পনায় মহাসড়কের পাশে জলাধার ও মন'রগতির যানবাহন বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চলাচল উপযোগী সাইড লেন রাখার নির্দেশ প্রদান করা হয়। তিনি জানান, আমাদের বালুতে মূল্যবান প্রচুর খনিজ পদার্থ রযেছে। বালু থেকে খনিজ পদার্থ আহরণে সম্ভাব্য লাভ -ক্ষতি কিংবা বিরূপ প্রভাব কি হতে পারে তা পরীক্ষা -নিরীক্ষার প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রী গুরম্নত্বারোপ করেছেন ।
    একনেক সভায় অনুমোদিত ৯টি প্রকল্প হচ্ছে,‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪ হাজার ৬শ’ ৪০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সমপ্রসারণ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ হাজার ৮শ’ ৫ দশমিক ৫৪ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২০০ দশমিক ৩৮ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘বিসিএসআইআর এর আইএমএমএম-এ একটি খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র প্রতিষ্ঠাকরণ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৭৩ দশমিক ৩১ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক (এন-৭০৬) যথাযথ মানে ও প্রশসত্মতায় উন্নীতকরণ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩২৮ দশমিক ৯৩ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘বগাছড়ি-নানিয়ারচর-লংগদু সড়কের ১০ম কিলোমিটারে চেংগী নদীর ওপর ৫০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৫৭ দশমিক ২১ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘ঢাকা শহরে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২৪৮ দশমিক ৫০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ৪র্থ স্বাস'্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১ লাখ ১৫ হাজার ৪শ’ ৮৬ দশমিক ৩৬ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৯ লাখ ৬ হাজার ৬ শ’ ৩৯ দশমিক ১৩ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৪ লাখ ৩ হাজার ৪শ’ ৮৬ দশমিক ৩৬ কোটি টাকা।
#
শেফায়েত/মাহমুদ/আলী/সেলিম/২০১৭/১৮৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮০১
স্পিকারের কাঠমান্ডু যাত্রা

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্রের হার্ভাড কেনেডি স্কুল ও ভারতের এভিডেন্স ফর পলিসি ডিজাইন এর আমন্ত্রণে আজ কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি আগামী ২৩ মার্চ নেপালের কাঠমান্ডুতে নারী এবং অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক উচ্চ পর্যায়ের পলিসি ডায়ালগে প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন।
স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
স্পিকার আগামী ২৪ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#

কামাল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫৫ঘণ্টা  


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮০০
১১    সিটি করপোরেশনে দুর্যোগ সাড়াদান কমিটি গঠন করা হবে
                                                           -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, ৩১ মে’র মধ্যে বৃহত্তর ১১ সিটি করপোরেশনের সকল ওয়ার্ডে দুর্যোগ সাড়াদান কমিটি গঠন করা হবে। সমন্বয়ের জন্য সিটি করপোরেশনভিত্তিক মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট মেয়রদের সাথে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে কমিটিগুলো গঠন করবে।
তিনি আজ ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ম্যানেজমেন্ট (বিম)-এ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিম’র মহাপরিচালক আতাউর রহমান, পরিচালক (প্রশিক্ষণ) ড. পারভিন আক্তার বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলা সক্ষমতায় বাংলাদেশ বিশে^ রোলমডেল। এ সক্ষমতা ও মর্যাদা ধরে রাখতে কর্মকর্তাদের মানসিক ও প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। দুর্যোগের ধরণ ও এর মোকাবিলায় আধুনিক কৌশল রপ্ত করতে হবে। কর্মশালায় মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের শতভাগ লক্ষ্য পূরণের আশাবাদ ব্যক্ত করা হয়। কর্মশালায় বলা হয়, মন্ত্রণালয়ের কাবিখার সাহায্যে  ইতোমধ্যে দেড় লাখ সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। উদ্ভাবনী কাজ হিসেবে ১ হাজার বেদে পরিবারের নৌকায় সোলার প্যানেল স্থাপন করা হবে বলে কর্মশালায় জানানো হয়। 
কর্মশালায় সরকারের কর্মসম্পাদন চুক্তি ও এসডিজির লক্ষ্যসমূহের সকল বিষয় আলোচনা হয়। সরকারের কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী শতভাগ লক্ষ্য পূরণে আন্তরিকতার সাথে কাজ করার জন্য মন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, বাংলাদেশ বছরের ৮-৯ মাস কোন না কোন দুর্যোগে আক্রান্ত হয়। এর মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ বছর সময়ের পূর্বেই ঝড়-তুফান শুরুর কথা উল্লেখ করে বন্যাপ্রবণ এলাকায় পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ১৯টি বন্যাপ্রবণ জেলার ৬০ হাজার ঘরবাড়ি উঁচু করার কাজ বন্যার পূর্বেই সম্পাদনের জন্য মায়া চৌধুরী কঠোর নির্দেশ দেন।
#

ওমর ফারুক/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৭৯৯

বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :

    আজ ১২তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমাদের কন্ঠস্বর আমাদের সমাজে সরকারের সকল কাজে ডাউন সিনড্রোমকে রাখবে পাশে’।

দিবসটি উপলড়্গে সমাজকল্যাণ মন্ত্রণালয় দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই প্রেড়্গিতে ঢাকায় আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে আজ ডাউন সিনড্রোম আক্রানত্ম ব্যক্তিদের উপসি'তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরম্নজ্জামান আহমেদ। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যা সায়মা ওয়াজেদ ব্যক্তিগতভাবে সমাজের অবহেলিত মানুষের অধিকার সম্পর্কে সচেতন। তিনি উপসি'ত সকল ডাউন সিনড্রোম ব্যক্তিদের উদ্দেশে বলেন, আপনাদের কোন ভয় নেই, আপনাদের পাশে স্বয়ং প্রধানমন্ত্রী আছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ও আপনাদের সাথেই থাকবে।

অনুষ্ঠানে আরো উপসি'ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শুসানত্ম কুমার প্রামানিক, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরম্নল কবীর এবং যুগ্মসচিব সহ ডাউন সিনড্রোম নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাউন সিনড্রোম একটি শিশুর বংশানুগতিক সমস্যা। এটি ২১ জোড়া ক্রমোজমের বাইরে অতিরিক্ত একটি ক্রমোজমের অনত্মর্ভুক্তিতে ঘটে। এর ফলে শিশুর মৃদু হতে গুরম্নতর মাত্রার বুদ্ধিপ্রতিবন্ধিতা, দুর্বল পেশী, খর্বাকৃতি ও মংগলাকৃতির মুখাবয়ব হতে পারে। এটি কোন রোগ নয়। এটি কেবল ক্রমোজমের একটি বিশেষ অবস'া।

বর্তমানে বাংলাদেশে ২ লাখ ডাউন সিনড্রোম ব্যক্তি রয়েছে এবং প্রতিদিন গড়ে ১৫টি ডাউন সিনড্রোম আক্রানত্ম শিশুর জন্ম হয়। বর্তমানে বিশ্বে ৭ মিলিয়ন ডাউন সিনড্রোম ব্যক্তি রয়েছে।

এর আগে দিবসটি উপলড়্গে সমাজসেবা অধিদফতর থেকে একটি র‌্যালি বের করা হয়।

#

মাইদুল/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৭৯৮

দু’টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দশম জতীয় সংসদের চতুর্দশ (২০১৭ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশনে জাতীয় সংসদ গৃহীত ২টি বিলে আজ সম্মতি প্রদান করেছেন।

বিল দু’টি হচ্ছে- বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিল, ২০১৭ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিল, ২০১৭।

#

হুদা/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৭/১৭২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৭৯৭

সরকার ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে
                                                         -খাদ্যমন্ত্রী
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :    
    খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নানা প্রতিকূলতা অতিক্রম করেই বাংলাদেশ খাদ্য নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি লাভ করছে। এক সময় দেশে খাদ্য ঘাটতি ছিল। বর্তমানে আমরা তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। 
    বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক খাদ্য ভবনে আয়োজিত ‘ঝুকি ভিত্তিক খাদ্য পরিদর্শন প্রশিক্ষণ কর্মশালা’র উদ্ভোধন অনুষ্ঠানে তিনি  আজ এসব কথা বলেন। 
    খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন। এখন আর উত্তরবঙ্গে মঙ্গা নেই। মানুষ আর না খেয়ে মারা যায় না। মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা মানুষের সাংবিধানিক আধিকার। আর এ আধিকার নিশ্চতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর। এতদিন নিরাপত্তার কাজটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থা বিচ্ছিন্নভাবে করতো। এসকল বিভিন্ন সংস্থার কাজকে সমন্বয় করার মাধ্যমে বিভিন্ন সংস্থাকে একই ছাতার নিচে আনার উদ্দেশ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। ১৮ টি মন্ত্রণালয় এবং ৪৮০ টি সংস্থা এ কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।  
    মন্ত্রী বলেন, খাদ্য-দ্রব্যের মান পরীক্ষা করার লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে ১টি করে ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হবে। মন্ত্রী উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষণ নেয়ার পর প্রশিক্ষণ গ্রহণকারীদের প্রথম কাজ হবে মানুষকে সচেতন করা। যারা ভেজালযুক্ত খাবার ও ভেজালযুক্ত পণ্যসামগ্রী বিক্রয়ের সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। 
    বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের কথা তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যেই গউএ’র অধিকাংশ লক্ষ্যই পূরণ করেছি এবং ঝউএ’র লক্ষ্যও পূরণ করার পথে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। 
    উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মোট ১৩৬ জন পরিদর্শককে প্রশিক্ষণ দেয়া হবে। যারা প্রশিক্ষণ শেষে মাঠ পর্যায়ে কাজ করবে। 
    বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যার মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব কায়কোবাদ হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।     

#
সুমন/অনসূয়া/শহিদ/শামীম/২০১৭/১৫৫০ ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৭৯৬ 

সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমান অধিকার নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ                                                               
                                                                                              -স্পিকার
ঢাকা, ৭ চৈত্র (২১ মার্চ) :    
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংবিধানে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনে সমান আশ্রয় লাভের অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে অনেক আইন প্রণয়ন করা হলেও সমাজ ও রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা ও সকলের জন্য সমান অধিকারের নিশ্চয়তা প্রদান করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ।
তিনি আজ ঢাকায় ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশের কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস (সিএলএস) কর্মসূচি আয়োজিত "ঈবষবনৎধঃরহম ঈযধষষবহমব ধহফ ঈযধহমব : ঈড়সসঁহরঃু খবমধষ ঝবৎারপবং রহ ইধহমষধফবংয"  শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
স্পিকার বলেন, বাংলাদেশে নারী ও শিশুদের ওপর জোর দিয়ে দারিদ্র্য, প্রান্তিক ও সামাজিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে কমিউনিটি আইনি সেবা প্রদানের মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার, এনজিও এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে ফলপ্রসু অংশিদারিত্বমূলক কর্মসূচি প্রণয়ণ করতে হবে। এছাড়া তাদের মধ্যে পারষ্পরিক  সম্পর্ক উন্নয়নের  মাধ্যমে সিএলএস কর্মসূচি সফল করতে হবে। 
স্পিকার আরো বলেন, নারী ও শিশুরা সমাজে আইনি সেবা থেকে বঞ্চিত হয় সবচাইতে বেশি। সে কারণে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে কর্মসূচি প্রণয়ন করতে হবে যাতে তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। সুবিধাবঞ্চিত শ্রেণি যাতে আইনে প্রদত্ত সুযোগ সুবিধা  থেকে বঞ্চিত না হয় সেজন্য অভিজ্ঞতার আলোকে তাদের ভেতর থেকে না জানার যে শূন্যতা তা দূরীকরনে সকলকে একসাথে কাজ করতে হবে। 
কোর্টে মামলা পরিচালনা করা একটি ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া উল্লেখ করে স্পিকার বলেন বাংলাদেশ সরকারও আইনি সেবা শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। তিনি দরিদ্র্য ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত আইনি সেবা পৌঁছে দিতে সিএলএস সহযোগী সংগঠনগুলোর দক্ষতা বৃদ্ধি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদার আলোকে তাদের অধিকারগুলোকে সামনে তুলে ধরে সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।   
সিএলএস কর্মসূচীর টিম লিডার জেরে‌্যাম সায়্যার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) এর নির্বাহী পরিচালক সারা হোসেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম এবং সিএলএস কর্মসূচির ক্যাপাসিটি বিল্ডিং কমপোনেন্ট লিড ক্রিস্টিন ফরেস্টার বক্তৃতা করেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার ডেভিড অ্যাশলে ও ডিএফআইডি বাংলাদেশের গভর্নেন্স টিম লিডার জোয়েল হার্ডিং উপস্থিত ছিলেন।    

#
নুরুল/অনসূয়া/শহিদ/শামীম/২০১৭/১৫২৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                 &nbs

Todays handout (10).docx Todays handout (10).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon