Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০১৭

তথ্যবিবরণী 5 Feb 2017

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৬১

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে মন্ত্রিবর্গের শোক 

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, বাংলাদেশের সংবিধান প্রণেতা কমিটির অন্যতম সদস্য, প্রবীণ রাজনীতিবিদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 
এক শোকবাণীতে শিল্পমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদসহ সাতবার নির্বাচিত সংসদ সদস্য, গণমানুষের আস্থা ও ভালবাসার প্রতীক সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দেশের আপামর জনগণের মতো আমিও গভীর শোকাহত ও বেদনাহত। তাঁর আকস্মিক মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা কখনই পূরণ হবার নয়। 
এছাড়া, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স¦াস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসৈসিং সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
#

জলিল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৬০

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অসাধারণ ভূমিকা পালন করছে
                    -- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উপকূলীয় ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রথম সাড়াদানকারী হিসেবে অসাধারণ ভূমিকা পালন করছে। উপকূলীয় এলাকায় দুর্গত মানুষের বন্ধু হিসেবে এখনো মানুষ রেডক্রিসেন্ট ও রেডক্রস সোসাইটির লোকদেরই চিনে থাকে।
তিনি আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত দু’দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের সভাপতিত্বে  অনুষ্ঠানে সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. হাবিবে মিল্লাত এমপি, ট্রেজারার এডভোকেট তৌহিদুর রহমান, ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির বাংলাদেশ প্রধান  ওশযঃরুধৎ অংষধহড়া, হেড অভ্ বাংলাদেশ কান্ট্রি অফিস অুসধঃ টষষড়, রেডক্রস রেডক্রিসেন্ট সোসাইটির স্ট্যান্ডিং কমিশনের সদস্য উৎ. গধংংরসড় ইধৎৎধ প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বিএমএম মোজহারুল হক।
দুর্যোগ মোকাবিলায় এসডিজির লক্ষ্য পূরণে বাংলাদেশ রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটি ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন উপকূলীয় ঘূর্ণিঝড়ে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি দৃশ্যমান হারে কমিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার। সিপিপির কর্মক্ষমতা ও আধুনিকায়নে কাজ করা হচ্ছে বলে তিনি সভায় উল্লেখ করেন। অনুষ্ঠানে আমেরিকা, ব্রিটিশ, জার্মান, সুইজারল্যান্ড, ডেনমার্ক, বাহারাইন, সুইডেন, মিয়ানমার, সাউথ কোরিয়া, তুরস্ক, ইরান, ইতালি ও অস্ট্রেলিয়ার জাতীয় রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ওঈজঈ), ইন্টারন্যাশনাল ফেডারেশন অভ্ রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটিজ (ওঋজঈ) এবং জবফ ঈৎড়ংং জবফ ঈৎবংপবহঃ গড়াবসবহঃ এর স্ট্যান্ডিং কমিশন প্রতিনিধি, বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
#

ওমর ফারুক/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩৫৯ 

হাসপাতালের দালাল চক্র থেকে সতর্ক থাকতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

 

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
    হাসপাতালে দালাল চক্র যেন ভিড়তে না পারে সেদিকে সতর্ক থাকার জন্য পরিচালকদের নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সরকারি হাসপাতালে এখন সাধারণ মানুষ কম খরচে অত্যাধুনিক চিকিৎসা সেবা পাচ্ছে। দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নেই বললেই চলে। গত ডিসেম্বরে ১০ হাজার নার্স নিয়োগের পর পর্যাপ্ত সংখ্যক নার্স এখন রোগীর সেবা দিচ্ছেন। তারা মানসম্মত সেবা দিলে রোগীরা অন্য কোথাও যাবার কথা ভাববেন না। তাই রোগীর যথাযথ সেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালে দালালদের অনুপ্রবেশ রোধে সকলকে সচেষ্ট থাকতে হবে।
    তিনি আজ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নবসজ্জিত জরুরি বিভাগ, ওয়ানস্টপ সার্ভিস সেন্টার এবং বাগান উদ্বোধনকালে চিকিৎসক ও নার্সদের উদ্দেশে একথা বলেন। 
     সোহরাওয়ার্দী হাসপাতালে সান্ধ্যকালীন পালায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ওয়ার্ডে এসে রোগী দেখছেন, এই তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে রোগীর চাপ বেশি থাকে। হাসপাতালের চিকিৎসকরাও হাসিমুখে এই চাপ সহ্য করে থাকেন। তারপরও সান্ধ্যকালীন পালায় বিশেষজ্ঞ চিকিৎসকরা যদি সেবা দিয়ে থাকেন তবে জনগণই উপকৃত হবে বেশি। দেশের সকল হাসপাতালে পর্যায়ক্রমে এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, হাসপাতালকে রোগীবান্ধব হিসাবে গড়ে তুলতে বর্তমান সরকারের সময়ে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যতম। দেশের সব কয়টি হাসপাতালের প্রাঙ্গণ থেকে অবৈধ দখল উচ্ছেদ করে নয়নাভিরাম ও রোগীদের চিকিৎসা উপযোগী পরিবেশ সৃষ্টি করতে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেয়ার জন্য তিনি নির্দেশ প্রদান করেন।

#

পরীক্ষিৎ/সেলিম/আলী/মোশারফ/রেজাউল/২০১৭/১৯১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫৮ 

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি 

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
        দশম জাতীয় সংসদের ২২৫ সুনামগঞ্জ -২ আসনের সংসদ সদস্য, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাব সেক্টর কমান্ডার সুরঞ্জিত সেনগুপ্ত- এর মরদেহে আজ বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। 
তিনি ৫ ফেব্রুয়ারি ২০১৭ ভোরে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭১ বছর। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা এবং আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 
রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও দলীয় নেতৃবৃন্দ, ডেপুটি স্পিকার  মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ.স.ম ফিরোজ ও হুইপবৃন্দ, ১৪ দলের পক্ষ থেকে এবং  বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, দলীয় নেতা কর্মী, শুভানুধ্যায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ,  নিকটাত্মীয়সহ  নানা শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে প্রবীণ ও অভিজ্ঞ এই পার্লামেন্টারিয়ানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অভ্ অনার প্রদান, এক মিনিট নীরবতা পালন এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 
মৃত্যুকালে তিনি স্ত্রী ও পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
#

হুদা/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩৫৭

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ইকবালুর রহিম, মো. আফছারুল আমীন এবং নুরুন্নবী চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের আলোচ্যসূচি স্থগিত রেখে প্রবীণ রাজনীতিবিদ বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান উপদেষ্টাম-লীর সদস্য এবং দশম জাতীয় সংসদসহ অষ্টমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে কমিটি গভীর শোক প্রকাশ করে।
 গণমানুষের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি যা কোনভাবেই পূরণ হওয়ার নয়। গণতন্ত্রের উত্তরণ ও সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় অভিজ্ঞ এ রাজনীতিবিদের অবদান জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। 
কমিটির পক্ষে থেকে সদ্য প্রয়াত মহান এ নেতার স্বর্গীয় আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যপস্থাপনা পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

এমাদুল/সেলিম/আলী/মোশারফ/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর :  ৩৫৬

ভবিষ্যতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু
                  -- এলজিআরডি মন্ত্রী


ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিত্য-নতুন উদ্ভাবনী কৌশল প্রয়োগ ও চর্চা করে নাগরিক সেবার গুণগতমান অর্জনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। সরকার বিকেন্দ্রীকরণের মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি করে গ্রামীণ জনপদে উন্নয়নের সুফল ছড়িয়ে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো কার্যকরী ও গতিশীল করার পরিকল্পনা নিয়েছে। 
মন্ত্রী আজ রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)-এর উদ্যোগে আয়োজিত ‘উদ্ভাবনী উৎসাহিতকরণ কর্মশালা ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)-এর প্রকল্প পরিচালক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, ইউজেডজিপি’র ঢাকা বিভাগের বিভাগীয় ফ্যাসিলিটেটর ড. সোহেল ইকবাল এবং ঢাকা বিভাগের স্থানীয় সরকার পরিচালক শেখ মুজিবর রহমান।
মন্ত্রী বলেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষের চিন্তা-চেতনায় এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এর সাথে সমন্বয় রেখে নাগরিক সেবা প্রদানেও নতুনত্ব আনতে হবে। উপজেলা পরিষদের উপর অর্পিত দায়িত্ব পালনে উদ্ভাবনী শক্তি ও কৌশল প্রয়োগ করে সেবা কার্যক্রমে নতুনত্ব এনে উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থার সকল স্তরে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছে। জনগণের ভাগ্য উন্নয়নে জনগণের ক্ষমতায়ন ও প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে উন্নয়নের সকল কর্মকা-ে নির্বাচিত প্রতিনিধিদের ধারাবাহিকভাবে আরও ক্ষমতায়ন করবে। তিনি বলেন, নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের মাধ্যমে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বেগবান করতে উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে। 
মন্ত্রী আরো বলেন, উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর মাধ্যমে উপজেলা পরিষদ আরও সক্ষমতা অর্জন করেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থাসমূহের সমন্বয়ের মাধ্যমে উপজেলা পরিষদ এলাকার জনপদের উন্নয়নে আরও কাজ করবে। রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগের ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদেও ইন্টারনেট সংযোগের কথা তিনি উল্লেখ করেন।
পরে মন্ত্রী ‘উদ্ভাবনী উৎসাহিতকরণ কর্মশালা ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এবং ১০টি উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাদের সম্মাননা প্রদান করেন।
#

জাকির/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা

থ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৫৫ 

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সৈয়দা সাজেদা চৌধুরীর শোক

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :  
একাধিকবার জাতীয় সংসদের সংসদ সদস্য, গণপরিষদ সদস্য, প্রখ্যাত পার্লামেন্টারিয়ান, প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামীলীগের প্রাক্তন প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গভীর শোকপ্রকাশ করেছেন। 
এক শোকবাণীতে উপনেতা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন গণমানুষের নেতা। গণতন্ত্রের উত্তরণ,  সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদান এবং সংবিধানের ওপর তাঁর  অগাধ পান্ডিত্য তাঁকে একটি প্রতিষ্ঠানে পরিনত করেছে। তিনি আজীবন গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু সমগ্র জাতির  জন্য এক অপূরণীয় ক্ষতি। 
উপনেতা তাঁর স্বর্গীয় আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
#
কামাল/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৩৫৪

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গের শোক 

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) : 

বিশিষ্ট রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আজ রোববার ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুতে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা সুরঞ্জিত সেনগুপ্তের স্বর্গীয় আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ হচ্ছেন- স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানসহ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম,  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন সিকদার, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  
#
অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১৫১৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩৫২ 

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্যসচিবের শোক

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :  

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ।
রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ৭১ বছর বয়সে এই প্রবীণ রাজনীতিকের প্রয়াণের সংবাদে তথ্যমন্ত্রী এবং তথ্যসচিব পৃথক বার্তায় এ শোক জানান। 
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় সুরঞ্জিত সেনগুপ্তকে ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থি আন্দোলনের নেতা হিসেবে বর্ণনা করেন। বিপুল জনপ্রিয়তায় সাতবার নির্বাচিত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত দেশের জনসেবায় ও আইন প্রণয়নে যে ভূমিকা রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে, বলে তিনি উল্লেখ করেন। 
তথ্যসচিব মরতুজা আহমদ তার বার্তায় প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে তার নিজ জেলার একজন কৃতিসন্তান, আইনজ্ঞ এবং জনদরদী নেতা হিসেবে উল্লেখ করে গভীর শোক জানান।
তথ্যমন্ত্রী এবং তথ্যসচিব প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#

আকরাম/অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১২২৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                      নম্বর : ৩৫১
স্থপতি মাজহারুল ইসলামের নামে সড়কের নামকরণ করা হবে
                                        - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) : 
    বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সামনের সড়কটি স্থপতি মাজহারুল ইসলামের নামে নামকরণের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রকে অনুরোধ জানানো হবে। স্থপতি মাজহারুল ইসলাম দেশের একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। জাতীয় উন্নয়নসহ এদেশের স্থাপত্য শিল্পে তিনি অসামান্য অবদান রেখে গেছেন।   
 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (শনিবার) আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ভবনে ইনস্টিটিউটের ২২তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে ২১ তম কার্যনির্বাহী পরিষদকে বিদায় সংবর্ধনাও জানানো হয়। 
গণপূর্ত মন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এজন্য সরকার সবার জন্য আবাসনের ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। উন্নত দেশের মর্যাদা অর্জন করতে হলে সবার জন্য বাসস্থানের ব্যবস্থা অবশ্যই করতে হবে। আমাদের মতো জনবহুল দেশে কম জমিতে অধিক মানুষের বসতি গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য স্থপতিদের গবেষণা কার্যক্রম জোরদার করতে হবে। এ গবেষণা কাজ পরিচালনার জন্য সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ বিষয়ে সার্বিক সহযোগিতা দেবে। 
তিনি বলেন, অনেকে বলে থাকেন, মাস্তান শ্রেণির লোকেরা বস্তিবাসীর বন্ধু। এটি মোটেও সত্য নয়। মাস্তানরা সরকারি জমিতে বস্তি গড়ে তুলে অবৈধভাবে ভাড়া আদায় করে। তারা ভাড়া হিসেবে যে টাকা আদায় করে, তার চেয়ে কম টাকায় বস্তিবাসীর জন্য উন্নত বাসস্থানের ব্যবস্থা করা সম্ভব। সরকার বস্তিবাসীদের জন্য উন্নত আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করছে। স্থপতিরা অনেক সুন্দর সুন্দর নকশা করছে। তারা যেসব ভবনের নকশা করছে তা দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব। এক সময়ে লন্ডন শহরও অনেক অপরিচ্ছন্ন ছিল। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তা সুন্দর করে গড়ে তোলা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব। এ বিষয়েও স্থপতিগণকে কার্যকরভাবে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নবনির্বাচিত সভাপতি ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ইনস্টিটিউটের বিদায়ি সভাপতি ড. সাঈদ এম আহমেদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী এম আরিফ ও সায়লা জোয়ার্দার। 
 অনুষ্ঠানে কয়েকটি শ্রেণিতে দেশের বিভিন্ন স্থাপত্য কর্মের জন্য ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ- আইএবি ডিজাইন এওয়ার্ড ২০১৬ প্রদান করা হয়। শ্রেষ্ঠ স্থাপত্য কর্মের জন্য সংশ্লিষ্ট সংস্থার স্থপতিগণকে পদক ও সনদ প্রদান করা হয়। স্থাপত্য কর্মের মধ্যে আবাসিক এলাকা শ্রেণিতে গাইবান্ধার পশ্চিম বেলকারচরের আবাসন, শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণিতে নেত্রকোনার বিদ্যা ভুবন, সামাজিক-সাংষ্কৃতিক প্রতিষ্ঠান শ্রেণিতে ঢাকার বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতি কমপ্লেক্স ভবন, বাণিজ্যিক ভবন শ্রেণিতে ঢাকার গুলশানের বে এজ ওয়াটার, শিল্প প্রতিষ্ঠান শ্রেণিতে গাজীপুরের শওল লুম শেড এবং সমন্বিত শ্রেণিতে হাতিরঝিল প্রকল্প প্রথম স্থান লাভ করে।
#
কিবরিয়া/অনসূয়া/নুসরাত/শহিদ/জসীম/আসমা/২০১৭/১২০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩৫০ 

স্মার্ট কার্ড ভোটাধিকার ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করবে
                                        - বিমান ও পর্যটন মন্ত্রী 

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :  

    বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, স্মার্ট কার্ড ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সুবিধা প্রাপ্তিকে স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। এ কার্ড নাগরিকদের হয়রানি থেকে মুক্তি দেবে, সময় বাঁচাবে, অর্থের সাশ্রয় করবে এবং উন্নততর নাগরিক সেবা প্রাপ্তি সুনিশ্চিত করবে। এ কার্ড প্রতারণা ও ধোঁকাবাজি থেকে রক্ষা ও নাগরিকদের নানা জটিলতা ও ঝামেলা প্রশমন করবে। তাই প্রতিটি নাগরিককে স্মার্ট কার্ড ব্যবহার ও সংরক্ষণ করতে হবে। 
    মন্ত্রী আজ সকালে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস কলেজে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন। ঢাকা সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক শামীমের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে মন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
    তিনি সুশৃঙ্খলভাবে কার্ড নিতে নাগরিকদের অনুরোধ জানিয়ে বলেন, এ কার্ডে কোন ক্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধন করে দেয়া হবে। 
    উল্লেখ্য এ কার্ডে মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামের পরিবর্তে পিতার নাম ব্যবহার করা হয়েছে। 
#

মাহবুবুর/অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১২০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩৪৯  

প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য
 সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে স্পিকারের শোক 

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) : 

সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান উপদেষ্টা ম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবাণীতে স্পিকার বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন গণমানুষের নেতা। গণতন্ত্রের উত্তরণ,  সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদান এবং সংবিধানের ওপর তাঁর অগাধ পা-িত্য তাঁকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছে। গণতন্ত্রের প্রতি তাঁর দুর্নিবার আকর্ষণ ও সাংবিধানিক সংকট নিরসনে তাঁর সঠিক দিক নির্দেশনা তাঁকে মহিরুহে পরিণত করেছে। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এ ক্ষতি কোনভাবেই পূরণ হবার নয়। 
স্পিকার তাঁর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজও গভীর শোক প্রকাশ করেছেন।

নূরুল/অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১০২৫ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                       নম্বর : ৩৪৮ 
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

ঢাকা, ২৩ মাঘ (৫ ফেব্রুয়ারি) :

    দেশের অন্যতম শীর্ষ রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
    আজ এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একজন জনদরদী ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক নেতাকে হারালো। মন্ত্রী তাঁর দীর্ঘ কর্মময় রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। 
#

আফরাজুর/অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১০০০ ঘণ্টা  

Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon