Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ নভেম্বর ২০২২

তথ্যবিবরণী ১৬ নভেম্বর ২০২২

Handout                                                                                                                                Number : 4575

 

Meeting between State Minister for Foreign Affairs and the visiting

Minister of Transport and Minister-in-charge of Trade Relations of Singapore

 

Dhaka, November 16 :

Singapore is keen to explore the many possibilities that exist in its bilateral relations with Bangladesh and looks forward to harnessing the potentials to raise it to the next level. This was shared by S Iswaran, Minister of Transportation and Minister in Charge of Trade Relations of Singapore during his bilateral meeting with Md. Shahriar Alam, State Minister for Foreign Affairs of Bangladesh, in Dhaka today. Iswran is currently on a two-day official visit to Bangladesh on the occasion of the golden jubilee of the establishment of diplomatic ties between Bangladesh and Singapore. During the meeting, the two Ministers exchanged views on important areas of the bilateral relations which both of them lauded as being strong and time-tested.     

Both Ministers discussed the measures their respective governments adopted for maintaining the momentum of their economies during COVID-19 pandemic. The State Minister thanked the Singapore Government for their continuous support to the Bangladeshi expatriates during the challenging times of the pandemic. He also observed that Singapore could consider intake of more skilled workers from Bangladesh especially in their health and other service sectors. Singaporean Minister appreciated hardworking Bangladeshi workers and their contribution to their construction and other sectors. Both Ministers discussed how demographic dividends could be reaped with the use of advanced technology and digitization.

While mentioning Singapore as a connectivity hub for distribution of services as well as trade, State Minister Alam shared the aspirations of Bangladesh to emerge as a facilitator of regional connectivity for the land locked countries and regions of South Asia. Highlighting the need for more investment in infrastructure development, including sea ports and air ports, the State Minister urged for more Singaporean investments to facilitate Bangladesh’s transition as a regional connectivity and manufacturing hub. He also flagged the high agricultural productivity in Bangladesh and the prospects of agro-based industries in the country, with special emphasis on the burgeoning middle-class consumers enjoying increasingly higher purchasing capacity.       

The Singaporean Minister applauded sustained economic growth of Bangladesh under the visionary leadership of Prime Minister Sheikh Hasina and stressed the importance of further deepening and widening the economic relations between the two countries. He shared Singaporean’s keenness on working in the areas of infrastructure development, energy sector, data mining and various high skilled areas such as digital connectivity and services, technology transfer for further enhancement of bilateral relations.

Earlier in the day the Singaporean Minister held meeting with the State Minister for Civil Aviation and Tourism Md. Mahbub Ali and discussed potential areas of cooperation for further strengthening the tourism sector of Bangladesh. They exchanged views on the possible ‘greening’ of the new airports and civil aviation infrastructures by using the renewable energy. 

Later in the day S Iswaran, held bilateral talks with the State Minister for Power, Energy and Mineral Resources Nasrul Hamid and agreed to make further coordinated steps for enhanced and advanced cooperation and collaboration in the energy sector of Bangladesh through more Singaporean investments. 

A Memorandum of Cooperation (MoC) was signed by the Commerce Minister of Bangladesh Tipu Munshi and S Iswaran, the Singaporean Minister for Transportation and Trade Relations at the Ministry of Commerce today with a view to facilitate the negotiations for a free trade agreement between the two countries. Adviser to the Prime Minister of Bangladesh on Private Industry and Investment Salman Fazlur Rahman was also present on the occasion. Describing the MoC as the important very first step towards an FTA, the Ministers hailed the signing as a befitting part of the golden jubilee celebrations of bilateral diplomatic ties between Bangladesh and Singapore.

#

Mohsin/Enayet/Rafiqul/Salim/2022/21.50 Hrs.

Handout                                                                                                          Number : 4574

Foreign Minister Dr. Momen holds meeting with Egyptian Foreign Minister,

US President’s Special Envoy on Climate Change and Dutch Minister for Infrastructure and Water Management
 

Dhaka, 16 November 2022 :

            Foreign Minister Dr. A K Abdul Momen thanked the Egyptian Presidency of COP-27 for having included the critical issue of ‘loss and damage’ as part of the Conference agenda. He conveyed this during his meeting with the Egyptian Foreign Minister and COP-27 President Sameh Shoukry in Sharm El Sheikh yesterday. Bangladesh Foreign Minister hoped that the Conference would be able to come up with a concrete deliverable on financing for loss and damage.

            The Egyptian Foreign Minister expressed his interest in visiting Bangladesh in the near future. The Ministers agreed to strengthen Parliamentary engagements between the two sides.

            Foreign Minister Momen also met with the US President’s Special Envoy on Climate Change John Kerry to discuss possible outcomes on loss and damage. They had a combined meeting later with other representatives from V20 (Vulnerable Twenty Group of Finance Ministers) currently led by Ghana.

            The US Special Envoy thanked Bangladesh for joining the Global Methane Pledge and referred to certain financing windows available for taking action on methane reduction. Minister Momen stressed the need for such support in agriculture, livestock and waste management sectors in Bangladesh.

            The Bangladesh Foreign Minister appreciated the US support for climate-resilient agriculture and renewable energy grid network. They agreed to work towards making the most recently launched Global Shield for Climate Risks a success.

            Earlier in the day, Minister Momen met with the Dutch Minister for Infrastructure and Water Management Mark Harbers. They discussed the possible role for the Champions Group on Water to address climate change impacts on water at the UN Water Conference to be held next year.

            The two Ministers also exchanged views on implementing projects under the Bangladesh Delta Plan 2100.

             Foreign Minister Momen also attended a side-event as Chief Guest organized by the Centre for Bay of Bengal Studies of the Independent University of Bangladesh at the Bangladesh Pavilion. The event titled “Addressing Climate Change through Regional Cooperation in the Bay of Bengal” was presided over by Ambassador Tariq A. Karim.

            In his remarks, Momen endorsed the recommendation on working together with other Bay of Bengal countries to address adverse climate change impacts like loss of mangrove forests, marine litter and plastics, sound pollution, shrinking of coral reefs and newly identified ‘dead zone’.
            Among others, Ambassador Md. Abdul Muhith and climate expert Dr. Saleemul Huq spoke as panelists at the event.

            Minister Momen was also present as the Guest of Honour at a side-event organized by the Local Government Division at the Bangladesh Pavilion on “Locally-led Adaptation through Local Governance and Innovative Climate Financing”. The event focused on the LoGIC project supported by UNDP, UNCDF, EU and SIDA.

            The Minister for Environment, Forests and Climate Change Md. Shahab Uddin and Mayor of Dhaka North City Corporation Md. Atiqul Islam also spoke at the event as Chief Guest and Special Guest respectively.

#

Mohsin/Pasha/Rahat/Mosharaf/Mahmud/Joynul/2022/1845 hour

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৪৫৭৩

 

মেহেরপুরে কৃষি প্রযুক্তি ও কৃষি ঋণ মেলার উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

 

মেহেরপুর, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :

 

মেহেরপুরে কৃষি প্রযুক্তি ও কৃষি ঋণ মেলা ২০২২ উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি আজ মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে কৃষিমন্ত্রী বলেন, কৃষি ক্ষেত্রে মেহেরপুর একটি অনন্য জেলা। এখানে সারা বছরই বৈচিত্র্যময় ফসল ফলে। মেহেরপুরের কৃষকরাও অত্যন্ত পরিশ্রমী।

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষির উন্নয়নে এ সরকার অত্যন্ত আন্তরিক। এ কারণেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি।

 

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য সাহিদুজামান খোকন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলামসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মহাপরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

#

শিবলী/রাহাত/এনায়েত/মোশারফ/মাহমুদ/শামীম/২০২২/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৫৭২

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে

                                                                                    --- ত্রাণ প্রতিমন্ত্রী

 ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। উপকূলীয় এলাকায় বয়স্ক, গর্ভবতী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব ৩২০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস ঘোষণার সাথে সাথে মানুষ তাদের গবাদিপশুসহ এসকল আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পারবেন।

          প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে জলবায়ু সংকট এবং নারী ও মেয়েদের অধিকার রক্ষা’ শীর্ষক জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ফটোগ্রাফার নাইমুজ্জামান প্রিন্সের আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, ভৌগোলিক কারণে দুর্যোগপ্রবণ দেশ হিসেবে আমাদেরকে প্রতি বছর কোনো না কোনো দুর্যোগের সম্মুখীন হতে হয়। বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপকতা প্রমাণ করে দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিহ্রাসই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল। এ প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নীতি-পরিকল্পনায় জনগণের জন্য দুর্যোগপূর্ব পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকিহ্রাস কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে দুর্যোগ ঝুঁকিহ্রাসে আগাম সতর্কবার্তা উপকূলীয় সম্ভাব্য উপদ্রুত এলাকার জনগণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে উপকূলে আমাদের ৭৬ হাজার ১৪০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছে।

          প্রতিমন্ত্রী আরো বলেন, দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগ সহনীয় টেকসই নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাঠামোগত ও অকাঠামোগত কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বঙ্গবন্ধুর নির্দেশনায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মানুষের জানমাল রক্ষার্থে মাটির কিল্লা নির্মাণ করা হয়, যা সর্বসাধারণের কাছে মুজিব কিল্লা নামে পরিচিত। তারই আধুনিকরূপে উপকূলীয় ও বন্যা উপদ্রুত ১৪৮টি উপজেলায় ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চলমান। উপকূলীয় দুর্গত জনগণ যেমন সেখানে আশ্রয় নিতে পারবে তেমনি তাদের প্রাণিসম্পদকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের  ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারবে।

          এ সময় জাতীয় জাদুঘরের মহাপরিচালক আহমেদ কামরুজ্জামান এবং বাংলাদেশে ইউএনএফপিএ (জাতিসংঘ জনসংখ্যা তহবিল)-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মাসাকি ওয়াতাবি উপস্থিত ছিলেন।

#

সেলিম/পাশা/রাহাত/মোশারফ/মাহমুদ/জয়নুল/২০২২/২০১৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর :৪৫৭১

 

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের পরিবহন ও ব্যবসা সম্পর্ক বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ

 

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর):

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সিঙ্গাপুরের পরিবহন ও ব্যবসা সম্পর্ক বিষয়ক মন্ত্রী S Iswaran সাক্ষাৎ করেছেন । এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

প্রতিমন্ত্রী এ সময় সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ দিয়ে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতের আরো টেকসই অবস্থা নিশ্চিত করতে কাজ করছে। আমরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। তিনি  বলেন, মাতারবাড়িতে সিঙ্গাপুরের একটি কোম্পানির ৪০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাবের বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। কিছু দিনের মধ্যেই এমওইউ (MoU) স্বাক্ষরিত হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল, অটোমেশন ও আইটি খাত, পেট্রোলিয়াম প্রোডাক্ট দ্রুত সরবরাহ, মানবসম্পদ উন্নয়ন, সৌর বিদ্যুৎ, জলবিদ্যুৎ ইত্যাদি বিষয়ে আমরা যৌথভাবে কাজ করতে পারি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট থাকলে এসব কাজ দ্রুত এগিয়ে নেয়া সম্ভব।  প্রতিমন্ত্রী এসময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থা এবং বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

সিঙ্গাপুরের পরিবহন ও ব্যবসা সম্পর্ক বিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার জন্যই এই সফর। অবকাঠামো ট্রাস্টির (Infrastructure Trusty) আওতায় বিনিয়োগ কার্যক্রম বাড়ালে ভালো ফল পাওয়া যাবে। বিমানবন্দরে সৌর বিদ্যুৎ বা ভাসমান সৌর বিদ্যুৎ বা বিদ্যুৎ ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের অভিজ্ঞতা শেয়ার করা যেতে পারে। এসময় ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নিয়ে আলোচনার পাশাপাশি জ্বালানি খাতে ক্লিন এনার্জির বিস্তার, বিনিয়োগ, কারিগরি সহযোগিতা ও তহবিল সংগ্রহসহ বৈশ্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে অন্যান্যের মাঝে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত (অনাবাসিক) Derek Loh, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের কনসাল Sheela Pillai,  পিডিবির চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী এ এম খোরশেদুল আলম ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন। 

#

আসলাম/পাশা/রাহাত/মোশারফ/মাহমুদ/লিখন/২০২২/১৭২৯ঘন্টা

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৪৫৭০

 

সিঙ্গাপুরের সাথে এফটিএ স্বাক্ষরের বিষয়ে শীঘ্রই আলোচনা শুরু হবে

                                                                                --- বাণিজ্যমন্ত্রী

 

 ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :

          বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সিঙ্গাপুর বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি বাণিজ্য সম্ভাবনাময় এলাকা। পণ্য, সেবা ও বিনিয়োগ খাতেও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা প্রয়োজন। তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে উভয় দেশের মধ্যে ‘ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ)’ স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করা যায়, শীঘ্রই নেগোসিয়েশন শুরু করা সম্ভব হবে। এছাড়া উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

          আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় সফররত সিঙ্গাপুরের ট্রান্সপোর্ট, ট্রেড রিলেশনস এবং শিল্পমন্ত্রী S Iswaran এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাণিজ্য সম্প্রসারণ, সেবা ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, উভয় দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।  

          এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের দক্ষ জনবল সিঙ্গাপুর যাচ্ছে, সেখানে সুনামের সাথে কাজ করছে, রেমিট্যান্স আসছে। এছাড়া হালাল সার্টিফিকেশন নিয়েও বাংলাদেশ কাজ করছে। এতে করে সিঙ্গাপুরে বাংলাদেশের পণ্য রপ্তানি বৃদ্ধি পাবে।

          সিঙ্গাপুরের ট্রেড মিনিস্টার বলেন, উভয় দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। সিঙ্গাপুর বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে উঠছে। বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির জন্য এ বিমানবন্দর খুবই সহায়ক হবে। বাংলাদেশ পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আর্ন্তজাতিক অঙ্গনে প্রচারনা বৃদ্ধি করতে পারে। পর্যটনে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এছাড়া আইসিটি খাতেও সিঙ্গাপুর বাংলাদেশের সাথে কাজ করবে।

          এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাই-কমিশনারসহ সিঙ্গপুরের ট্রেড মিনিস্টারের নেতৃত্বে আগত প্রতিনিধিদলের সদস্যগণ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

বকসী/পাশা/রাহাত/মোশারফ/মাহমুদ/জয়নুল/২০২২/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৪৫৬৯

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ

 

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :

 

          আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোর্ট ও অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিতভাবে নির্ধারণ করা হয়েছে।

 

          নতুন সময়সূচি অনুযায়ী কোর্টের কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০.৩০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত এবং ট্রাইব্যুনালের অফিস সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

#

মেজবাহউদ্দিন/পাশা/রাহাত/মোশারফ/মাহমুদ/রেজাউল/২০২২/১৮২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৪৫৬৮

 

জাকাত সঠিকভাবে বণ্টন করা গেলে দারিদ্র্যবিমোচন

ও সামাজিক সুরক্ষা কার্যক্রম ত্বরান্বিত হবে

                                                     -- ধর্ম প্রতিমন্ত্রী

 

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশে সামর্থ্যবান লোকদের নিকট হতে যথাযথ পরিমাণ জাকাত আদায় করে সঠিকভাবে বণ্টন করা গেলে দেশের দারিদ্র্যবিমোচন ও সামাজিক সুরক্ষা কার্যক্রম অনেকাংশে ত্বরান্বিত হবে। তিনি বলেন, জাকাত আদায়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আরো উদ্যোগী হয়ে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী আজ হজ অফিস আশকোণা, ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয় আয়োজিত ঢাকা বিভাগীয় ইমাম সম্মেলন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শ্রেষ্ঠ শিক্ষক-কেয়ারটেকারদের মাঝে পুরস্কার বিতরণ ও সর্বোচ্চ জাকাত আদায়কারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২১, ২০২২ এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ধনী ও গরিবের মাঝে অর্থনৈতিক সেতুবন্ধ রয়েছে। মুসলিম সমাজ থেকে দরিদ্রতা দূরীকরণে এবং সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে জাকাতের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, দেশের বিদ্যমান বাস্তবতাকে সামনে রেখে সরকারের নির্দেশনা অনুসরণ করে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাসক্তি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহসহ নানাবিধ সামাজিক সমস্যা সমাধানে ইমামগণকে নিয়মিত বয়ান করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখার বিষয়ে ইমাম সাহেবদের সঠিক দিকনির্দেশনা প্রদান করে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত স্থানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে দেশে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারীদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মু. মুনীম হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অভ্‌ গভর্নরস এর গভর্নর আল্লামা মুফতি রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ফারুক আহাম্মেদ, ঢাকার জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, ঢাকা হজ অফিসের পরিচালক মোঃ সাখাওয়াত হোসাইন ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (সমন্বয়) মু. মহিউদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ৩ জন ইমাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা  প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা এবং ২০২১, ২০২২ সালের শ্রেষ্ঠ জাকাত আদায়কারী কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

#

আনোয়ার/এনায়েত/মোশারফ/রফিকুল/সেলিম/২০২২/২০১৫ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৫৬৭

সমাবেশের নামে ঢাকার প্রধান সড়ক বন্ধ করে বিএনপি কেন জনভোগান্তি করতে চায়

                                                                                            --- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

 ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :

          তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ১০ ডিসেম্বর সমাবেশের নামে রাজধানীর প্রধান সড়ক বন্ধ করে বিএনপি কেন জনভোগান্তি করতে চায় তা বোধগম্য নয়।

          আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

          মন্ত্রী বলেন, সমাবেশ করে জনগণের দুর্ভোগ ঘটানো অনুচিত, কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়। সেজন্য আমাদের নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী সবসময় জনগণের যাতে দুর্ভোগ না হয়, সে জন্য বন্ধের দিনে এবং খোলা মাঠে সমাবেশ করার বিষয়ে গুরুত্ব দেন। রাস্তা বন্ধ করে বিশেষ করে প্রধান সড়ক বন্ধ করে সমাবেশ করা নিয়ে সাংবাদিকরা সোচ্চার, সাধারণ মানুষও এটি চায় না।

          ড. হাছান বলেন, ‘আমি আশ্চর্য হয়ে দেখলাম যে, নয়া পল্টনের প্রধান সড়কের ওপর বিএনপি সমাবেশ করতে চায়। সেটি ঢাকা শহরের প্রধান সড়ক। এর ওপর সমাবেশ করলে তো জনগণের ভোগান্তি হবেই। ঢাকা শহরে তো অনেক মাঠ আছে, সোহরাওয়ার্দী মাঠ, পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠ, আরো নানা মাঠ আছে। মাঠ বাদ দিয়ে তারা কেন ঢাকা শহরের প্রধান সড়কে সমাবেশ করতে চায় সেটি আমার বোধগম্য নয়। এতে ভাংচুর করতে সুবিধা হয়, রাস্তায় দোকানপাট থাকে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে সুবিধা হয়। সেই উদ্দেশ্যে করেছে কি না আমি জানি না।’

          এদিকে ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস এ বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে মন্ত্রী বলেন, ‘বিএনপি হচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘনকারী একটি দল। বিএনপির জন্মটাই অগণতান্ত্রিকভাবে এবং হত্যার মাধ্যমে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হাজার হাজার সেনাসদস্যকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। অনেকের ফাঁসি কার্যকর করার পর বিচারের রায় হয়েছে, ‘‘দিজ আর ডকুমেন্টেড’’ এবং আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। তার স্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তিনিও কম যাননি। ২১ আগস্ট গ্রেনেড হামলা, আমাদের সভা সমাবেশে হামলা -এগুলো বেগম জিয়ার আমলেই হয়েছে। তারা চরম মানবাধিকার লঙ্ঘনকারী বিধায় সেদিন তারা সমাবেশের তারিখ ঠিক করেছে কি না, সেটিই হচ্ছে প্রশ্ন।’

চলমান পাতা -

 

--- ২ ---

          ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি’র বাংলাদেশে আসা নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘তিনি একজন স্বনামধন্য অভিনেত্রী এবং আগামী কাতার বিশ্বকাপে ‘থিম সং’ এ পারফর্ম করবেন, এর আগে বিশ্বকাপ আসরগুলোতে যেমন শাকিরাসহ বিশ্ববরেণ্য তারকারা করেছেন। নোরা ফাতেহিকে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ডকুমেন্টারি করতে চায়। সেটির জন্য আমরা অনুমতি দিয়েছি। এই ক্ষেত্রে ট্যাক্স আদায় বা ভ্যাট আদায় এগুলোর জন্য এনবিআর অবশ্যই তাদেরকে নোটিশ দিতে পারে। কিন্তু এনবিআর অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার রাখে না। এনবিআর অবশ্যই ট্যাক্স ভ্যাট আদায় করার এখতিয়ার রাখে। কিন্তু সরকার অর্থাৎ মন্ত্রণালয় যেখানে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে সেখানে অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার এনবিআর রাখে না।’

          এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত ‘বাংলাদেশের পর্যটন (ট্যুরিজম অভ্ বাংলাদেশ)’ বইয়ের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া এবং পরিচালক মোহাম্মদ আলী মোড়ক উন্মোচনে অংশ নেন। এ প্রসঙ্গে পর্যটন খাত বৈদেশিক মুদ্রার আহরক উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সে ক্ষেত্রে এই প্রকাশনাটি বিশেষ গুরুত্ববহ। সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার গ্রন্থটি প্রকাশের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরকে ধন্যবাদ জানান এবং এ ধরনের গুরুত্বপূর্ণ খাত চিহ্নিত করে সে সব বিষয়ে প্রকাশনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

#

আকরাম/পাশা/মোশারফ/মাহমুদ/জয়নুল/২০২২/১৮৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর :৪৫৬৬

 

কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন উৎসব

                                     -- সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর):

 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন উৎসব। নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্য উৎসব। এ উৎসব বাঙালিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে। বাঙালির জনজীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধির বার্তা।

 

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পর্ষদ আয়োজিত ‘জাতীয় নবান্নোৎসব ১৪২৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 এ সময় নিজের পুলি পিঠা বানানোর স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, আমি খুব ভালো পুলি পিঠা বানাতে পারি। আমাদের একান্নবর্তী পরিবারে ঢেঁকি ছিল। ছোটবেলায় ঢেঁকিতে ধান ভানা, চাল ও চালের গুঁড়া তৈরির সেই স্মৃতি কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়।

 

জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পর্ষদ এর সহ-সভাপতি কাজী মদিনার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শহীদুর রশিদ ভুঁইয়া ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। নবান্ন কথন পর্বটি সঞ্চালনা করেন পর্ষদের সহ-সভাপতি সঙ্গীতা ইমাম।

 

#  

 

ফয়সল/পাশা/রাহাত/মোশারফ/মাহমুদ/লিখন/২০২২/১৭২৯ঘন্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৪৫৬৫

 

ইসলামে সন্ত্রাস-জঙ্গিবাদের স্থান নেই

                 - পানি সম্পদ উপমন্ত্রী

 

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান। তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তারই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নীত করেছেন। ভোট এলেই একটি গোষ্ঠী হীন উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করে। দেশের আলেম সমাজকে এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস-জঙ্গিবাদের কোনো স্থান নেই।

আজ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় উপমন্ত্রী এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, জাতির পিতা বাংলাদেশকে সব ধর্মের সব মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে ছিলেন সদা সচেষ্ট। বঙ্গবন্ধুর স্বল্পকালীন শাসনামলে দেশ ও জাতির সার্বিক কল্যাণার্থে গৃহীত নানামুখী পদক্ষেপগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং ভৌত অবকাঠামোগত পদক্ষেপ যেমন ছিল, তেমনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের বিষয়াদি বিবেচনায় রেখে তিনি ইসলামের প্রচার-প্রসারে গ্রহণ করেছিলেন বাস্তবভিত্তিক ও কার্যকরী নানা ব্যবস্থা।

উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যেমন একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মহান স্থপতি, তেমনি বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় ইসলামের প্রচার-প্রসারের স্থপতিও তিনিই। ইসলাম সম্পর্কে গবেষণা, প্রচার-প্রসার ও এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সামগ্রিক জীবনকে ইসলামের কল্যাণময় স্রোতধারায় সঞ্জীবিত করার লক্ষ্যে ১৯৭৫ সালের ২৮ মার্চ তিনি এক অধ্যাদেশ জারি করে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

উপমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম সমাজের জন্য কাজ করেছেন। ইসলামের প্রচার-প্রসারে নানামুখী উদ্যোগ নিয়েছেন। এসবের মধ্যে রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ; দেশের ৩১টি কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা; যোগ্য আলেমদের ফতোয়া প্রদানে আদালতের ঐতিহাসিক রায়; জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সৌন্দর্যবর্ধন ও সম্প্রসারণ, সু

2022-11-16-16-34-ae9213931e3a06f491763f5aa529ffb7.docx 2022-11-16-16-34-ae9213931e3a06f491763f5aa529ffb7.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon