Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০১৬

তথ্যবিবরণী ৩০ জুন ২০১৬

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২১৪৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগীজ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলমের সাথে আজ তার কার্যালয়ে বাংলাদেশে পর্তুগালের নবনিযুক্ত অনাবাসী রাষ্ট্রদূত জোয়াও দা কামারা (Joa da Camara) সৌজন্য সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কামারা বাংলাদেশের সাথে পর্তুগালের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বিদ্যমান সম্পর্ককে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আরো সম্প্রসারণের বিষয়ে তার সরকারের গভীর আগ্রহের কথা জানান। এ লক্ষ্যে আগামী বছরের সুবিধাজনক সময়ে পর্তুগালের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করতে পারেন বলে তিনি প্রস্তাব করেন।
প্রতিমন্ত্রী দু’দেশের মধ্যে সম্পর্ক আরো সম্প্রসারণের বিষয়ে রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতি ইতিবাচক সাড়া প্রদান করেন। তিনি পর্তুগালে বহুসংখ্যক বাংলাদেশি ছাত্র-ছাত্রীর অধ্যয়নের কথা উল্লেখ করে বাংলাদেশিদের জন্য পর্তুগালে ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে পর্তুগাল  সরকারের প্রতি অনুরোধ জানান। রাষ্ট্রদূত জোয়াও দা কামারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার সরকারকে অবহিত করবেন বলে প্রতিমন্ত্রীকে আশ্বাস প্রদান করেন।
    শাহ্রিয়ার আলম পর্তুগালের রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
#
খালেদা/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৪২

রাষ্ট্রপতির দু’টি বিলে সম্মতি

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের একাদশ (২০১৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত দু’টি বিলে আজ তাঁর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। 

বিল দু’টি হলো- অর্থ বিল, ২০১৬ এবং নির্দিষ্টকরণ বিল, ২০১৬।

#

হুদা/মাহমুদ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২১৪১

ছায়ানটের বর্ষবরণ ছাড়া রমনা পার্কে আর কোন অনুষ্ঠান নয়

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):
    ছায়ানটের বর্ষবরণ ছাড়া রমনা পার্কে আর কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
    মঙ্গলবার জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানের ফলে রমনা পার্কের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে অনেক দুর্লভ বৃক্ষ ও তরুলতা নষ্ট হয়ে যাচ্ছে এবং পার্ক তার ঐতিহ্য হারাচ্ছে। এ সব অনুষ্ঠানকে কেন্দ্র করে অস্থায়ী ও ভ্রাম্যমাণ হকারদের উপদ্রপে রমনা পার্কের জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে।
    প্রজ্ঞাপনে বলা হয়, রমনা পার্কের সৌন্দর্য বৃদ্ধি, ঐতিহ্য সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ ছাড়া অন্য কোন সংগঠনকে ঐদিন বা অন্য সময়ে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে না।
    এর আগে ২৩ ফেব্রুয়ারি রমনা পার্কের সৌন্দর্য বৃদ্ধি, ঐতিহ্য সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবি জানিয়ে একটি বেসরকারি সংগঠন এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে রমনা পার্কের ঐতিহ্য ও বর্তমান অবস্থা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরা হয়। উপস্থাপনা দেখে সেমিনারের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রমনা পার্কে ছায়ানটের বর্ষবরণ ছাড়া সকল অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন।
#
কিবরিয়া/মাহমুদ/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৬/১৬৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৪০


ঈদের ছুটিতে জরুরি সেবা চালু থাকবে


ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন) :

    আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতে জনগণের দৈনন্দিন জীবনযাপন যাতে ব্যাহত না হয় সে জন্য জরুরি ও অত্যাবশকীয় নাগরিক সেবাসমূহ চালু থাকবে।  
    এ সকল সেবার মধ্যে রয়েছে চিকিৎসা, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, অগ্নি নির্বাপণ, সড়ক, রেল ও আকাশপথে যাতায়াত, জরুরি ব্যাংকিং, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন প্রভৃতি।
#


আখতারুজ্জামান/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৬১০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৩৯


ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে অব্যাহতি প্রদান


ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন) :

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকারকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহিত প্রদান করেছেন।  
    আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
#


শাহনাজ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৬০৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৩৮

ঈদের ছুটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কন্ট্রোলরুম

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন) :

    আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিকালীন (০১/০৭/২০১৬ হতে ০৯/০৭/২০১৬) সময়ে (শবে কদরের পরের দিন এবং ঈদের দিন ব্যতীত) দেশের জনগণের জরুরি স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত ও পরিবীক্ষণের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। কন্ট্রোলরুমের ফোন নম্বর : ৯৫৪০৭২১।    
    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে আজ এ তথ্য জানানো হয়েছে।
#

রেজাউল/মোবাস্বেরা/খাদীজা/গিয়াস/আসমা/২০১৬/১৪৩০ ঘণ্টা

 

 তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৩৭

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষক পদে আবেদনের সময় পরিবর্তন

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন) :
    
    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীগণকে পরিবর্তিত সময়সীমা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বরাবর অনলাইনে (িি.িহঃৎপধ.মড়া.নফ এবং হমর.ঃবষবঃধষশ.পড়স.নফ) আবেদন করতে হবে।
    এর আগে এনটিআরসিএ’র ৬ জুনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য ২৮ জুলাই এর মধ্যে আবেদন করতে বলা হয়েছিল।
    এনটিআরসিএ আজ আরো জানায়, শিক্ষক পদে নিয়োগের জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ থেকে অনলাইনে প্রাপ্ত চাহিদাসমূহের (ই-রিকুইজিশন) জেলাভিত্তিক ও বিভাগীয় শহরের একীভূত তালিকা ইতোমধ্যে সর্বসাধারণের অবগতির জন্য িি.িহঃৎপধ.মড়া.নফ এবং হমর.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
#


সাইফুল্লাহ/মোবাস্বেরা/খাদীজা/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৩০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২১৩৬

                               এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধকল্পে করণীয়

ঢাকা, ১৬ আষাঢ় (৩০ জুন):

    এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিশ্বজুড়ে মারাত্মক রূপ ধারণ করেছে। এর ফলে রোগ নিরাময়ের পরিবর্তে রোগ দীর্ঘস্থায়ীসহ নানাবিধ শারীরিক জটিলতা সৃষ্টি হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। যখন কোনো এন্টিবায়োটিক কোনো জীবাণুর বিরুদ্ধে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে অকার্যকর হয় বা জীবাণুনাশে বা প্রতিরোধে সম্পূর্ণভাবে ব্যর্থ হয় তখন জীবাণুগুলো উক্ত এন্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী (রেজিস্ট্যান্স) হয়ে উঠে। তাই জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা অতীব জরুরি।
    এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধকল্পে করণীয় বিষয়গুলো হলো-
    শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক নিয়মিত এন্টিবায়োটিক সেবন বা গ্রহণ করা; ব্যবস্থাপত্রে উল্লিখিত সময় ও নির্দেশনা অনুযায়ী এন্টিবায়োটিক সেবন বা গ্রহণ করা; শারীরিকভাবে সুস্থ অনুভব করলেও এন্টিবায়োটিকের পূর্ণকোর্স সম্পন্ন করা, কোন কারণে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেয়া; সকল এন্টিবায়োটিক নির্দেশিত তাপমাত্রায় সংরক্ষণ করা; নিয়মিত হাতধোয়া, প্রতিনিয়ত অসুস্থ রোগীর সংস্পর্শে না থাকা এবং সময়মত সবগুলো টীকা গ্রহণের মাধ্যমে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা।
    খুচরা ঔষধ বিক্রয়কারীদের প্রতি নির্দেশনা হলো-
    রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত কোনো এন্টিবায়োটিক বিক্রয় না করা; রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্রে উল্লিখিত পূর্ণকোর্স এন্টিবায়োটিক বিক্রয় করা; এন্টিবায়োটিকের ক্রয়-বিক্রয়ের রেজিস্টার এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র সংরক্ষণ করা; বিক্রয়কৃত এন্টিবায়োটিকের ব্যাচ নম্বর উল্লেখপূর্বক ক্যাশ মেমো প্রদান করা; সকল এন্টিবায়োটিক নির্দেশিত তাপমাত্রায় যথাযথভাবে সংরক্ষণ করা এবং এন্টিবায়োটিকসহ কোনো মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় না করা।
    ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে উল্লিখিত বিষয় ও নির্দেশনাগুলো জানানো হয়েছে।
                                                         #

মোস্তাফিজুর/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১২৫৫ ঘণ্টা

Todays handout (5).doc Todays handout (5).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon