Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী ২২ সেপ্টেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৯৮১

 

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা প্রদান

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ শুরু করেছে, এর মাধ্যমে আমরা একটি সুন্দর জায়গায় পৌঁছাতে পারবো বলেছেন, সামাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এই অভ্যুত্থানে আহত তিনটি পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

আজ রাজধানীর সিএমএইচ হাসপাতালে জুলাই গণ-অভ্যুত্থানে আহত চিকিৎসাধীন তিনজনের পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেন সামাজকল্যাণ উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

উপদেষ্টা বলেন, আমাদের আন্তরিকতার ঘাটতি নেই। আজ আনুষ্ঠানিকভাবে অনুদান প্রদান কার্যক্রম শুরু হলো। আগামীকাল সোমবার থেকে সারাদেশে এই অনুদান প্রদান কার্যক্রম শুরু হবে।

আহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকার চেক দেওয়া হয়।

#

গিয়াস/আকরাম/রানা/মোশারফ/শামীম/২০২৪/২৩১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৯৮০

 

দীর্ঘমেয়াদি সুফলের লক্ষ্যে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে চাই

                                                  - নাহিদ ইসলাম

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থায় যে সংস্কার করলে বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদি সুফল পাবে আমরা তা করতে চাই।

আজ ঢাকার আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল নায়ক এদেশের জনগণ এবং সাধারণ শিক্ষার্থী। তাদের আন্দোলনের ফলেই আমি বেঁচে আছি। সাধারণ মানুষরাই মূলত রাজপথে নেমে এসে আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এ সময় তিনি সেই জনগণ এবং আন্দোলনে শহিদ ও হতাহতদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

আইসিটি উপদেষ্টা বলেন, গত ১৬ বছর ধরে আমরা একটি স্বৈরাচারী ব্যবস্থায় ছিলাম যার হাত থেকে সমাজের কোনো স্তর বা অংশ রেহাই পায়নি। বিটিআরসি তে গত ১৬ বছর নানা সমস্যা ছিল যা সমাধান হয়নি, অনেক দুর্নীতির কথা শোনা যাচ্ছে। বিটিআরসি নিয়ে আলাদা করে বলার কিছু নেই কারণ গোটা রাষ্ট্র ব্যবস্থা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সে জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই।

বিটিআরসি সম্পর্কে উপদেষ্টা বলেন, আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো হয়েছে, গুম করা হয়েছে যার সঠিক তথ্য আমরা এখনো পাচ্ছি না। আমাকেও গুম করা হয়েছিল কিন্তু ভাগ্যের কি পরিহাস আজ আমি সেই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং সেখানেই দাঁড়িয়ে কথা বলছি বলেও তিনি মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, এ আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এতে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সবার মধ্যে একটি ধারণা জন্মেছে যে আমরা এখনই পারবো নতুন বাংলাদেশ গড়ে তুলতে। তিনি আরো জানান, আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে দেশের প্রতিষ্ঠানগুলো ঠিকমতো গড়ে ওঠেনি। প্রাতিষ্ঠানিক কোনো সিস্টেম ডেভেলপ হয় নাই। প্রতিষ্ঠানগুলো ঠিকমতো গড়ে উঠলে কোনো ব্যক্তি চাইলেও তার ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া সম্ভব হতো না। স্বাধীনতার পর থেকে আমাদের দেশে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতার চর্চা হয়েছে। এখানে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ব্যক্তির ক্ষমতা প্রয়োগের চর্চা করা হয়েছে। এক ব্যক্তি কেন্দ্রিক এ কাঠামোর নীতি এবং আইন যদি আমরা সংস্কার করতে না পারি তাহলে আমূল পরিবর্তন বলতে আমরা যা বুঝি তা কখনোই আসবে না।

নাহিদ ইসলাম বলেন, আমরা যাতে পিছনে ফিরে না যাই এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ আর পিছনে ফিরবে না। আমরা দেখতে পাচ্ছি তরুণ প্রজন্ম যে নতুন বাংলাদেশ দেখতে চায় বা রাষ্ট্র ব্যবস্থায় তারা যে পরিবর্তন চায় তা অনেকেই মেনে নিতে পারছে না। তাই মানসিকতা পরিবর্তন করে সবাইকে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে আহ্বান জানান উপদেষ্টা। মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে কেউ চাইলেই আর সে আকাঙ্ক্ষার বাইরে যেতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময়কালে বিটিআরসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

#

জসীম/আকরাম/রানা/মোশারফ/শামীম/২০২৪/২২৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর: ৯৭৯

বিশ্বে মেরিনারদের গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার

                                                                            --- নৌপরিবহন উপদেষ্টা

 ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

           নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিশ্বে মেরিনারদের গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার। তিনি বলেন, নৌখাতের দুর্নীতি-অনিয়ম খুঁজে বের করা হবে। দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

          আজ বরিশাল জেলার কর্নকাঠীর বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনের পর ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, শিপিংখাতে দক্ষ জনবল তৈরিতে এটি একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হবে। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পাহাড়ি এলাকাতে সম্প্রীতি বিনষ্টকারী কোনো ইন্ধন যেনো না ঢুকে সেদিকে নজর দিতে হবে। সকলের ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।’ মব জাস্টিস প্রসঙ্গে বলেন, আমি মব জাস্টিস পছন্দ করি না। সকলকে আইন-কানুন মেনে চলা উচিত।

          এর আগে নৌপরিবহন উপদেষ্টা মেরিন একাডেমির শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন করেন এবং একাডেমিক ভবনের সামনে গাছের চারা রোপণ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

          এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, একাডেমির অধিনায়ক কমান্ডেন্ট ক্যাপ্টেন এসএম আতিকুর রহমান, স্থানীয় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

#

আসিফ/আকরাম/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/২০২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৯৭৮

 

 

বন্যায় ভাঙন ও করণীয় বিষয়ে ফেনীতে পানি সম্পদ উপদেষ্টার গণশুনানি

 

 

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে। বন্যার ক্ষতি কমাতে সরকারের পদক্ষেপ সফল করতে জনগণের মতামত ও সহযোগিতা জরুরি।

রবিবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বন্যায় ভাঙন ও করণীয় বিষয়ে গণশুনানিতে উপদেষ্টা এসব কথা বলেন।

শুনানির প্রেক্ষিতে উপদেষ্টা জানান, মুছাপুর রেগুলেটরের অনিয়ম খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় সমীক্ষা করে এর পুননির্মাণের উদ্যোগ নেয়া হবে। বাঁধের কাছ থেকে যাতে মাটি তুলতে না পারে তার ব্যবস্থাও করা হবে। সোনাগাজী ও কোম্পানীগঞ্জের ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, নদী দখলমুক্ত করা হবে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। সাহেবের ঘাট ব্রিজ মেরামত ও বাঁকা নদী সোজা করার উদ্যোগ নেয়ার অনুরোধ করা হয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সামরিক বাহিনী, বিজিবির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণশুনানিতে উপস্থিত ছিলেন।

#

দীপংকর/আকরাম/রানা/মোশারফ/শামীম/২০২৪/২১২০ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৯৭৭

 

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৪ পালিত

উন্নত গণপরিবহন ও পথচারীবান্ধব শহর গড়ার প্রত্যয়

 

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর উদ্যোগে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায় ঢাকার হাতিরঝিলে আজ বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালিত হয়েছে।

ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ও নিরাপদ হাঁটাকে উৎসাহিত করার লক্ষ্যে ডিটিসিএ কর্তৃপক্ষ আজ হাতিরঝিলে বাইসাইকেল র‌্যালি ও হাঁটা, হাতিরঝিল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, নগরীর একটা রাস্তা এক ঘন্টা ব্যক্তিগত গাড়ি মুক্ত রাখা-সহ এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. আদিল মুহাম্মদ খান, সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং সভাপতিত্ব করেন ডিটিসিএ’র নির্বাহী পরিচালক নীলিমা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব বলেন, একটি সড়ককে যেন সপ্তাহে একদিন গাড়িমুক্ত রাখা যায়, সেজন্য সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশের সাথে আলোচনার মাধ্যমে উদ্যোগ গ্রহণে আমরা সচেষ্ট থাকবো। ফুটপাতও এ শহরে অনেক অপ্রশস্ত হয়ে গেছে। পথচারীদের প্রাধান্য দিয়ে নগর যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা থাকবে।

সভাপতির বক্তৃতায় ডিটিসিএ’র নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, ঢাকা শহরে ২০২৩ সাল পর্যন্ত নিবন্ধিত মোট মোটরযানের মধ্যে গণপরিবহন মাত্র ১০ শতাংশ। জনবান্ধব নগর যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে ডিটিসিএ ২০১৬ সাল থেকে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপনের সাথে সম্পৃক্ত। নগর যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের মধ্যে সমন্বয় নিশ্চিতের মাধ্যমে কার্যক্রম পরিচালনায় আমরা সচেষ্ট থাকবো।

ড. আদিল মুহাম্মদ খান মূল প্রবন্ধে বলেন, যানজটের কারণে রাজধানীতে দিনে প্রায় ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। নীতি নির্ধারণী পর্যায় থেকে পথচারীবান্ধব রাস্তা তৈরি, বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের সেবা ও পরিধি বৃদ্ধি, গণপরিবহন তথা বাস, রেল ও নৌপথ এবং হাঁটার উপযোগী পরিবেশ তৈরি সর্বোপরি বহুমাধ্যমভিত্তিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দিকে গুরুত্বারোপ করতে হবে।

#

 

নোবেল/আকরাম/রানা/মোশারফ/শামীম/২০২৪/২১১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৯৭৬

 

তরুণদের  তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও কর্মক্ষেত্র প্রসারে গুরুত্বারোপ নাহিদ ইসলামের

 

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের তরুণরা তথ্যপ্রযুক্তিতে আগ্রহী, তাই তাদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি বিকাশে অনেক কর্মক্ষেত্র তৈরি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

 

আজ বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে কোরিয়া দূতাবাসের  বাণিজ্য প্রতিনিধি স্যামসু কিম (Samsoo Kim) এবং একোট (Acote) গ্রুপের প্রধান নির্বাহী এড‌ওয়ার্ড কিম সাক্ষাতে এলে উপদেষ্টা এসব কথা বলেন।

 

একোট (Acote) গ্রুপের প্রধান নির্বাহী এড‌ওয়ার্ড কিম এটুআই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, বর্তমানে এটুআই ইউএনডিপির অর্থায়নে চলছে। এ বছর ডিসেম্বরে এটুআই এর সাথে ইউএনডিপির চুক্তি শেষ হয়ে যাবে সেক্ষেত্রে এটুআই-এর সাথে এড‌ওয়ার্ড কিমকে আলোচনার অনুরোধ জানান। পাশাপাশি জনতা টাওয়ারে এআই হাব তৈরির বিষয়েও হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে আলোচনার জন্য পরামর্শ দেন উপদেষ্টা।

 

ন্যাশনাল ইনফরমেশন প্রজেক্ট (NIP) সম্পর্কে কোরিয়ার আগ্রহের প্রেক্ষিতে আইসিটি উপদেষ্টা বলেন, একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে আমাদের সবার জন্য। যেহেতু এটা একটি জাতীয় নীতির বিষয়। তাই সরকার থেকে এই নীতি আমরা গ্রহণ করব কিনা সেটি স্টেকহোল্ডারদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এসময় স্যামসু কিম বলেন, বাংলাদেশে অনলাইন ন্যাশনাল ট্যাক্স সিস্টেম, ই-কাস্টমস ক্লিয়ারিং সিস্টেম, ন্যাশনাল ল্যান্ড ইনফরমেশন সিস্টেম, ই-ট্যাক্স সিস্টেমে বাংলাদেশের সাথে কোরিয়া যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি আরো বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে অভিজ্ঞ লোকবল থাকলেও তথ্যপ্রযুক্তি প্রকৌশলীর অভাব রয়েছে। এক্ষেত্রে তারা বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ দিয়ে তথ্যপ্রযুক্তি প্রকৌশলী বানাতে আগ্রহী।

 

#

 

জসীম/আকরাম/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/২২০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৯৭৫

 

 

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন অপসারিত

 

 

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোঃ রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন ইসলামিক ফাউন্ডেশন থেকে এ সংক্রান্ত পত্র জারী করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের এই পত্রে বলা হয়েছে, “বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব আল্লামা মুফতি রুহুল আমীন তাঁর দায়িত্ব পালনকালে মাঝে মাঝে কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। সর্বশেষ গত ১৯/০৭/২০২৪, ০২/০৮/২০২৪, ০৯/০৮/২০২৪, ১৬/০৮/২০২৪ ও ২৩/০৮/২০২৪ খ্রিষ্টাব্দ শুক্রবারের জুমা'র নামাজে অনুপস্থিত থাকায় গত ২৯/০৮/২০২৪ তারিখে স্মারক নং-১৬.০১.০০০০.০২৭.০৫.০০৮.২২.১৭৭৬ মারফত এ কার্যালয় হতে তাঁকে কারণ দর্শানো হয়। এছাড়া গত ২০/০৯/২০২৪ তারিখ জুম্মার নামাজ পড়াতে তাঁর মসজিদে আগমন এবং খুতবা দেয়ার চেষ্টাকালে এক অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনার প্রেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটি আল্লামা মুফতি রুহুল আমীন এবং তাঁর অনুগত ছাত্র ও বহিরাগত লোকদের দ্বারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির পরিপ্রেক্ষিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় সুষ্ঠুভাবে জুম্মার নামাজ পরিচালনার স্বার্থে তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করে একজন যোগ্য আলেমকে খতিব হিসেবে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।

এছাড়া, আল্লামা মুফতি রুহুল আমিনের প্রতি সাধারণ মুসল্লিদের অনাস্থা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে তিনি জুম্মার নামাজ পড়াতে আসলে আবারো হৈচৈ- হট্টগোলসহ অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ‘খতিব’ পদ হতে অপসারণের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেন।

এ অবস্থায়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সুষ্ঠুভাবে জুম্মার নামাজ পরিচালনার স্বার্থে আল্লামা মুফতি রুহুল আমীন, মুহতামিম, গহরডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জ-কে নির্দেশক্রমে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ‘খতিব’ পদ হতে অপসারণ করা হলো।”

#

আবুবকর/আকরাম/খায়ের/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৯৭৪

 

 

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন

 

 

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেট আইন, ২০২৩-এর ধারা ৩-এর উপ-ধারা (১) অনুযায়ী বোর্ড পুনর্গঠন করা হয়। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী ১৫ সদস্যবিশিষ্ট চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে বোর্ডের সদস্য সচিব করা হয়েছে। বোর্ডের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন :  আইন ও বিচার বিভাগের সচিব; প্রধান উপদেষ্টার প্রেস সচিব; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র); জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার প্রতিনিধি; বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক; বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি; ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক এবং চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. জাকির হোসেন রাজু; চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল; চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, লেখক ও সংগঠক জাহিদ হোসেন; চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির; চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান; চলচ্চিত্র অভিনেত্রী নওশাবা আহমেদ এবং চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ।

 

#

মামুন/আকরাম/খায়ের/রানা/মোশারফ/শামীম/২০২৪/১৯৩০ঘণ্টা

Handout                                                                                                Number: 973

Govt. will construct planned embankments to prevent floods
                                                      --- Water Resources Advisor

Feni, 22 September:

            Watar Resources Advisor Syeda Rizwana Hasan stated that embankments will be strategically built in key locations to prevent future floods. Additionally, the government is sincerely working on repairing flood-damaged embankments and regulators from recent floods. Modern planning and surveys are being undertaken to ensure embankments do not collapse in the future. The Water Resources Ministry and other agencies are taking swift action on this matter.

            The Advisor made these remarks while speaking to the press after inspecting the flood-damaged Feni regulator in Sonagazi Upazila of Feni district on Sunday.

            The Water Resources Advisor pointed out that illegal and unregulated sand extraction has contributed to the damage of embankments. To protect the embankments, illegal leases will be revoked and sand extraction from these areas will be stopped. She also mentioned that illegal encroachments on rivers will be removed. She urged that everyone must work together to safeguard these national assets.

            Earlier in the day, she visited the damaged embankments in the India-bordering areas of Nij Kalikapur and Ballamukha in Parshuram Upazila of Feni district. During the visit, she mentioned that they would request timely flood data from India and other international communities.

            Secretary of the Ministry of Water Resources, the Director General of the Bangladesh Water Development Board, the Deputy Commissioner, the Superintendent of Police, senior ministry officials, local administration, and other representatives were present during the inspection.

            Advisor Riawana Hasan also visited the family of Shaheed Ekram Hossain Kawsar, a victim of recent anti-discrimination protests, at their home in Paglir Kul village in Parshuram Upazila, expressing her condolences and support.

#

Dipankar/Akram/Rana/Sanjib/Joynul/2024/1840 hour

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ৯৭২

প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার 

১ কোটি ৫৪  লাখ ১৮ হাজার টাকার আনুদানের চেক গ্ৰহণ

 

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ১ কোটি  ৫৪ লাখ  ১৮ হাজার ৭৮০ টাকার অনুদানের চেক গ্ৰহণ করেন।

এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ১ কোটি  টাকা, যমুনা বিল্ডার্স লিমিটেডের ৪৫ লাখ টাকা, স্টার সিরামিকস লিমিটেডের ৮ লাখ ৩৫ হাজার ৭৮০ টাকা এবং সাফা ফাউন্ডেশনের ৮৩ হাজার টাকা।

উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

#

এনায়েত/আকরাম/সঞ্জীব/রেজাউল/২০২৪/১৮২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৯৭১

 

ফেনীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন

বন্যা প্রতিরোধে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হবে

                                           --- পানিসম্পদ উপদেষ্টা

 ফেনী, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

           পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে বন্যা প্রতিরোধে পরিকল্পিতভাবে প্রয়োজনীয় স্থানে বাঁধ নির্মাণ করা হবে। এছাড়া, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও রেগুলেটর মেরামতেও সরকার আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতে বাঁধ ভেঙে যাতে বন্যা না হয়, সেজন্য সমীক্ষা এবং আধুনিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থা এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিচ্ছে।

          আজ সাম্প্রতিক বন্যায় ফেনীর সোনাগাজী উপজেলার ক্ষতিগ্রস্ত ফেনী রেগুলেটর পরিদর্শন শেষে সাংবাদিকদের উপদেষ্টা এসব কথা বলেন।

          পানিসম্পদ উপদেষ্টা বলেন, বিভিন্ন স্থানে অবৈধ এবং নিয়মনীতিবিহীন বালু উত্তোলনের ফলে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এজন্য বাঁধ রক্ষায় অবৈধ লিজ বাতিল করা হবে। বালু মহালের কারণে বাঁধে ভাঙন সৃষ্টি হলে বালু উত্তোলন বন্ধ করা হবে। নদীর অবৈধ দখলও উচ্ছেদ করা হবে।  তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ বাঁধ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

          উপদেষ্টা এর পূর্বে ফেনী জেলার পরশুরাম উপজেলার ভারত সীমান্তবর্তী নিজ কালিকাপুর ও বল্লামুখা এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ ও স্থান পরিদর্শন করেন। তিনি এসময় বলেন, সময়মতো বন্যার তথ্য দেওয়ার জন্য ভারত-সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ জানানো হবে।

           সৈয়দা রিজওয়ানা হাসান এদিন সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ একরাম হোসেন কাওসারের পিতামাতার সাথে সাক্ষাৎ করতে ফেনীর পরশুরাম উপজেলার পাগলীরকুল গ্রামে তাদের বাড়িতে যান। তিনি এসময় পরিবারের খোঁজখবর নেন এবং গভীর শোক ও সমবেদনা জানান।

          পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও অন্যান্য প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

#

দীপংকর/আকরাম/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৮৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৯৭০

কারিগরি শিক্ষার প্রসারে সুইস সহযোগিতার আহ্বান পরিকল্পনা উপদেষ্টার

 

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে এবং বিশ্ব বাজারে প্রতিযোগিতার জন্য সক্ষমতা বৃদ্ধিতে আমাদের কারিগরি শিক্ষার প্রসার ঘটানো দরকার। সুইজারল্যান্ড এ ব্যাপারে সহযোগিতা করতে পারে।

 

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি (Reto Renggli) আজ রাজধানীর শের-ই-বাংলা নগরে পরিকল্পনা উপদেষ্টার অফিস কক্ষে সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান। ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অভ্ মিশন করিন হেনচজ পিগনানি (Corinne Henchoz Pignani) এ সময় উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা সুইস রাষ্ট্রদূতকে বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান। এছাড়া উপদেষ্টা দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ট্যারিফ কমানোর আহ্বান জানান।

 

সাক্ষাৎকালে সুইস রাষ্ট্রদূত মানবাধিকার, শ্রম আইন, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ইস্যুতে তাদের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। অর্থনৈতিক খাতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করতে তিনি আগ্রহের কথা  জানান। বিশেষত ইন্স্যুরেন্স খাতে কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

 

#

 

মাহমুদুল/আকরাম/সঞ্জীব/রেজাউল/২০২৪/১৮০৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর:  ৯৬৯

 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :       

মূলবার্তা:

‘বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোঃ রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়’।   

                                                      #

আবুবকর/আকরাম/খায়ের/রানা/আব্বাস/২০২৪/১৮০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর: ৯৬৮

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ৩ দশমিক ৭০ শতাংশ।

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ১০৭ জন।

#

দাউদ/আকরাম/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৭৫০ঘণ্টা

 তথ্যবিবরণী                                                                       নম্বর: ৯৬৭

বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি গঠন

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর):

বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য নানা কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিগণের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার করার জন্য সুপারিশ করার লক্ষ্যে সরকার জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দু’টি কমিটি গঠন করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক পরিপত্র মোতাবেক আজ এ কমিটি দু'টি গঠন করা হয়।

জেলা পর্যায়ের কমিটির সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট, সদস্য পুলিশ সুপার (মহানগর এলাকার জন্য পুলিশের একজন ডেপুটি কমিশনার) ও পাবলিক প্রসিকিউটর (মহানগর এলাকার মামলাসমূহের জন্য মহানগর পাবলিক প্রসিকিউটর) এবং সদস্য-সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

জেলা পর্যায়ের কমিটির কার্যপরিধি ও কর্মপদ্ধতি সম্পর্কে বলা হয়েছে-

(i) রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট-এর নিকট আবেদনপত্র দাখিল করতে হবে।

(ii) আবেদনের সাথে এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি দাখিল করতে হবে।

(iii) আবেদন প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট দরখাস্তটি জেলার পাবলিক প্রসিকিউটর (ক্ষেত্র বিশেষে মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর) এর নিকট মতামতের জন্য প্রেরণ করবেন।

(iv) আবে

2024-09-22-17-21-476f00c5e19e4b387adf805b2efca07b.docx