Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুন ২০১৫

তথ্যবিবিরণী ২৩/০৬/২০১৫

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮১০

কমনওয়েলথ শিক্ষামন্ত্রীদের সম্মেলনে বক্তৃতায় নুরুল ইসলাম নাহিদ
প্রাথমিক ও গণশিক্ষায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে

নাসাউ (বাহামা) ২৩ জুন :
    আজ বাহামার রাজধানী নাসাউতে ১৯তম কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষামন্ত্রীদের এশিয়া প্যাসিফিক এবং ইউরোপিয় অঞ্চলের মিনিস্টিয়াল ককাস মিটিং এ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের শিক্ষার উন্নয়নের চিত্র তুলে ধরেছেন।
    মন্ত্রী বলেন বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছাত্র-ছাত্রীদের সংখ্যাসমতায় (এবহফবৎ ঢ়ধৎরঃু) দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে যা বিরল অর্জন।
    শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির সাথে খাপখাওয়ানো বাংলাদেশের শিক্ষাব্যবস্থার নতুন ডাইমেনশন। দেশের প্রত্যন্ত এলাকাতেও মাল্টিমিডিয়া শিক্ষণে ডিজিটালবিষয়ের অন্তর্ভুক্তি মানসম্পন্ন শিক্ষা অর্জনের যাত্রায় ইতিবাচক প্রভাব ফেলেছে। মানসম্পন্ন শিক্ষা অর্জনে কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং পরীক্ষাপদ্ধতিকে ঢেলে সাজানো হয়েছে।
    মন্ত্রী বলেন, ভিশন-২০২১অর্জন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকার দেশের বাস্তবতা এবং ভবিষ্যতের চাহিদার প্রেক্ষিতে উচ্চশিক্ষার রূপরেখা তৈরি করেছে। দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারীশিক্ষাকে অধিকতর উৎসাহ প্রদান করা হচ্ছে। নারীশিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য সরকার ৬ষ্ঠ শ্রেণী থেকে ¯œাতক পর্যন্ত বিনা বেতনে অধ্যয়ন, বইকেনা এবং পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বৃত্তি প্রদান করছে। বৃত্তিপ্রদান, বিনামূল্যে বইবিতরণ এবং পর্যাপ্ত শিক্ষকনিয়োগ এবং প্রশিক্ষণ পদ্ধতি বাংলাদেশের শিক্ষাব্যবস্থার চিত্র পাল্টে দিয়েছে।
    জনাব নাহিদ বলেন, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকার সাড়ে ১৬ কোটি ছাত্র-ছাত্রীর মাঝে এক’শ একুশ কোটি বই বিনামূল্যে বিতরণ করে শিক্ষাব্যবস্থায় অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। বছরের প্রথমদিনই শতভাগ ছাত্র-ছাত্রীর মাঝে বই বিতরণ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নয়নের সর্বোচ্চ পদক্ষেপ।
    দক্ষ জনশক্তি রপ্তানীতে কারিগরি শিক্ষার গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে। এছাড়াও এ উদ্দেশ্যে ৬ বিভাগে ১১টি আধুনিক ভাষা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে।
    গত ২১ জুন ১৯তম কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষমন্ত্রীদের সম্মেলনে যোগদানের জন্য শিক্ষামন্ত্রী বাহামা যাত্রা করেন। ২৬ জুন পর্যন্ত চলবে এ সম্মেলন।


#


সুবোধ/সাইফুল্লাহ/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৮০৯

বাল্যবিবাহ নারীর ক্ষমতায়নের প্রধান অন্তরায়
         -- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী


ঢাকা, ৯ আষাঢ় (২৩ জুন) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর ক্ষমতায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার এবং বাল্যবিবাহ নারীর ক্ষমতায়নের প্রধান অন্তরায়। বাল্যবিবাহ প্রতিরোধে একটি ভাল আইন বিদ্যামান থাকলেও বাংলাদেশে ৬৪ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়ে যায়।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর গুলশানে স্পেক্টা কনভেনশন সেন্টারে কিশোরী স¦াস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নিচে বিবাহের সংখ্যা শূন্যে এবং ২০৩৫ সালের মধ্যে ১৮ বৎসরের নিচে বিয়ের সংখ্যা শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে সরকার বাল্যবিবাহের কারণসমূহ চিহ্নিত করেছে এবং ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
নেদারল্যান্ডস দূতাবাসের যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকারবিষয়ক সচিব এলা দে ভুগড এর (ঊষষধ উব ঠড়ড়মফ) সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইন ও সালিশকেন্দ্রের প্রধান সুলতানা কামাল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সৈয়দ মনজুুুরুল ইসলাম, নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার মারটিন ভান হুগস্ট্রাটেন (গধৎষরহব ঠধহ ঐড়ড়মংঃৎধঃবহ) ও রেড অরেঞ্জের মিডিয়া এ্যান্ড কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী।
উল্লেখ্য ইমেজ নেদারল্যান্ডসের অর্থায়নে, যৌথভাবে টেরে ডেস হোমস নেদারল্যান্ডস ও রেড অরেঞ্জের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী-এ তিন জেলায় মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নে কাজ করবে টেরে ডেস হোমস লোসান, এসকেএস ফাউন্ডেশন ও পল্লিশ্রী।
প্রতিমন্ত্রী আরো বলেন, দারিদ্র্য বাল্যবিবাহের অন্যতম কারণ। তাছাড়া সামাজিক নিরাপত্তা, অশিক্ষা এবং গতানুগতিক মানসিকতা বাল্যবিবাহের জন্য দায়ী। সরকার প্রতিবন্ধকতাগুলো দূর করতে কাজ করছে। ইতোমধ্যে দারিদ্র্য ৩১ ভাগ নামিয়ে আনা হয়েছে। মাধ্যমিকপর্যায়ে ছেলে ও মেয়ের সংখ্যা বর্তমানে প্রায় সমান। এরই ফলস্বরূপ বাল্যবিবাহের প্রবণতা কমছে। শতভাগ সফল হওয়ার জন্য প্রতিমন্ত্রী এনজিও এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।


#

খায়ের/সাইফুল্লাহ/আলম/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮০৬

জাতীয় বিশ্ববিদ্যালয়
 ডিগ্রি পাস ব্যবহারিক পরীক্ষার সময়সূচি

ঢাকা, ৯ আষাঢ় (২৩ জুন) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ব্যবহারিক পরীক্ষার বিষয়ওয়ারি সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে।
    বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ থেকে জানা যাবে।


#

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮০৭

আবহাওয়া বার্তা
ভারী বর্ষণের সতর্কবাণী


ঢাকা, ৯ আষাঢ় (২৩ জুন) :
    উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ু প্রবল থাকার কারণে আজ সকাল ১১ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সেই সাথে ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।


#


সাইফুল্লাহ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৭৪০ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                               নম্বর : ১৮০৫ 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি :
বিভিন্ন অপরাধে ৫৪ টি প্রতিষ্ঠানকে প্রায় ৪ লাখ টাকা জরিমানা

ঢাকা, ৯ আষাঢ় (২৩ জুন) :

           বাণিজ্য মন্ত্রণালয়াধিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ১৪ জন কর্মকর্তার নেতৃত্বে ২২ জুন ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, খুলনা, যশোর, রাজশাহী, পঞ্চগড়, বরিশাল ও হবিগঞ্জে বাজার তদারকি করা হয়।
           প্রধান কার্যালয়ের উপ পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের নেতৃত্বে ঢাকা মহানগরীর শেরে বাংলা নগর এলাকায় অস্বা¯’্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে ইয়াম্মি ইয়াম্মিকে ৩০ হাজার টাকাসহ অন্যান্য অপরাধে আরও ৩টি প্রতিষ্ঠানে  ১৮ হাজার টাকা, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আতিয়া সুলতানার নেতৃত্বে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় অস্বা¯’্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকাসহ অন্যান্য অপরাধে আরও ২টি প্রতিষ্ঠানে ২ হাজার ৫ শত টাকা এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আরেফিনের নেতৃত্বে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অস্বা¯’্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে মুসলিম সুইটমিটকে ৭৫ হাজার টাকাসহ অন্যান্য অপরাধে আরও ৩টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। 
অপরদিকে কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা সদরে ৫টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ময়মনসিংহ সদরে ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানার নেতৃত্বে গাজীপুর  সদরের মীরের বাজার এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ রায়হান কুদ্দুসের নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভুঁইগড় এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফেরদৌস শিকদারের নেতৃত্বে রাজবাড়ী পাংশা উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে খুলনার রূপসা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে যশোর সদরে ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫ শত টাকা, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে রাজশাহীর তবা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফের নেতৃত্বে পঞ্চগড় সদরে ৭টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে বরিশাল সদরের ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা এবং হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে হবিগঞ্জের লাখা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭২ হাজার ৫ শত টাকা পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বা¯’্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, ওজনে কারচুপি প্রভৃতি অপরাধে জরিমানা আরোপ করা হয়। 
ঐদিন ১৪টি বাজার তদারকিতে ৫৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ ৮১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সংশ্লিষ্ট মহানগর ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, ক্যাব, মৎস্য অধিদপ্তর, বিএসটিআই, চেম্বার অব কমার্স, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে।


#

আহাদ/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৩৩০ ঘন্টা

Todays handout (2).doc Todays handout (2).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon