Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মার্চ ২০১৯

তথ্যবিবরণী 8/3/2019

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯৩১
 
বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে
                                             -- স্পিকার
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী জাগরণের পথিকৃৎ যারা তাঁদের পদাংক অনুসরণ করেই শত বাধা অতিক্রম করে নারীরা এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নারী উন্নয়নের রোল মডেল। রাষ্ট্রের বিভিন্ন পেশায় এবং সমাজের বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ আজ দৃশ্যমান। বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে আপন মহিমায়। আলোকিত নারী তৈরিতে প্রধানমন্ত্রীর অবদান মাইল ফলক হয়ে থাকবে।
তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০১৯’ উপলক্ষে বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্ট আয়োজিত নারী সম্মাননা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।
নারী সম্মাননা অনুষ্ঠানে প্রথম নারী সংসদ উপনেতা ও নারী বন ও পরিবেশ মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতিকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা গ্রহণের পর সংবর্ধিত অতিথিবৃন্দ তাঁদের অনুভূতি প্রকাশ করেন।
  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। বেগম রোকেয়া, সুফিয়া কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব নারী জাগরণে এবং আলোকিত নারী তৈরিতে কাজ করে গেছেন। ক্ষণজন্মা নারী বেগম বদরুন্নেসা আহমেদ স্বল্প সময়ে নারীদের সংগঠিত করে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।  
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ মহিয়সী নারীদের সম্মাননা প্রদান করায় বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্টকে ধন্যবাদ জানান। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে নারীদের অনুপ্রাণিত করবে বলে তিনি উল্লেখ করেন।
            অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। 
  বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা মাহফুজা খানম, বাংলা রেকর্ডসের চেয়ারম্যান ও সাবেক আইজি প্রিজন সৈয়দ  ইফতেখার উদ্দিন, অধ্যাপক খন্দকার নজরুল হক প্রমুখ।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে এ তথ্য জানানো হয়। 
#
তারিক/মাহবুবুর/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২১৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯৩০
 
আমরা দারিদ্র্যের বলয় থেকে বের হয়ে উন্নত রাষ্ট্রের পথে অগ্রসর হচ্ছি
                                                              -- কৃষিমন্ত্রী
 
বান্দরবান, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
 
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা দারিদ্র্যের বলয় থেকে বের হয়ে উন্নত রাষ্ট্রের পথে অগ্রসর হচ্ছি। এমতাবস্থায় মানসিকতা, চিন্তা-চেতনাও উন্নত করতে হবে। সম্প্রীতির বান্দরবানে পাহাড়ি বাঙ্গালি সবাই মেলবন্ধনে থাকতে হবে। বিশ্বের বুকে সেরা জেলা হিসেবে স্থান করে নিতে হবে। পাহাড়ি সম্প্রীতির জনপথে অশান্তি সৃষ্টিকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।’
 
আজ বান্দরবানে তিন দিনব্যাপী জুম খাজনা আদায় অনুষ্ঠান ১৪১তম রাজপুণ্যাহ মেলা উপলক্ষে পুরাতন রাজবাড়ি মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে রাজা প্রকৌশলী উঃ উচপ্রু চৌধুরীসহ রাজ পরিবারের অন্যান্য সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান, চট্টগ্রাম জিওসি, ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার জোবায়ের ছালেহীন, বান্দরবান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গণ্যমান্য ব্যক্তিরা।
 
এ সময় বোমাং রাজা প্রকৌশলী উঃ উচপ্রু চৌধুরী রাজা সিংহ খচিত সিংহাসনে বসে ১০৯টি মৌজার হেডম্যান, কারবারিসহ প্রজাদের কাছ থেকে আনুষ্ঠানিক খাজনা (কর) আদায় করেন। বোমাং সার্কেলের মৌজা হেডম্যান, কারবারিসহ প্রজারা খাজনার নগদ টাকা, জুমে উৎপাদিত নানান শষ্য ও বিভিন্ন উপঢোকন রাজার হাতে তুলে দেন।
 
তিন দিনব্যাপী রাজপুণ্যাহ মেলা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও থাকছে সার্কাস, মৃত্যুকূপ, হাউজি খেলাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজপুণ্যাহ মেলা দেখতে বান্দরবানে ভিড় জমিয়েছে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক।
 
উল্লেখ্য, জুম খাজনা আদায়ের জন্য বোমাং রাজারা ১৮৭৫ সাল থেকে ‘রাজপুণ্যাহ উৎসব’ করে আসছে। তবে ১৯৯০-এ দশকে ১৪তম বোমাং রাজা মংশৈপ্রু চৌধুরী মৃত্যুর পর দুই বছর রাজপুণ্যাহ হয়নি।
 
জাতীয় নির্বাচন এবং এসএসসি পরীক্ষার কারণে ২০১৮ সালের রাজপুণ্যাহ মেলাটি এ বছর ৮ মার্চ নির্ধারণ করা হয়েছে। তবে আগামী দিনগুলোতে রাজ পরিবারের ঐতিহ্য ধরে রাখতে বছরের শেষ মাস ডিসেম্বরেই এ মেলা অনুষ্ঠিত হবে বলে জানান বোমাং রাজা। 
#
 
গিয়াস/মাহবুবুর/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/১৯৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯২৯
 
ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারী বিএনপি-জামাত থেকে সাবধান
                                                                  -- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপি-জামাত ইসলামের দোহাই দিয়ে, আলেমদের ওপর ভর করে ক্ষমতায় গেলেও ইসলামের জন্য কাজ করেনি। ইসলামকে  রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীরা ধর্মের খিদমতগার নয় এবং এদের বিষয়ে সতর্ক থাকা উচিত।'
 
মন্ত্রী আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামী পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ড. হাছান মাহমুদ এ সময় গত পাঁচ বছরে দেশব্যাপী এ পার্টির কার্যক্রম বিস্তারের প্রশংসা করেন ও প্রতি বার্ষিক সমাবেশে তাঁকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ জানান। ইউনাইটেড ইসলামী পার্টির সভাপতি মওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
 
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইসলামের প্রকৃত সেবক বলে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, 'আলেম-ওলামাদের শতবর্ষের দাবি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনার সরকারই যারা কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রির সমান মর্যাদায় অধিষ্ঠিতই করেনি, সঙ্গে সংসদে এ বিষয়ে আইনও পাস করেছে।'
 
'কওমি মাদ্রাসার বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে বিএনপি'র মওলানা মান্নান দু'বার মন্ত্রী হয়েছেন বটে, কিন্তু কথা রাখেননি' মনে করিয়ে দেন মন্ত্রী।
 
'দেশে ৭৩ হাজার মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা, সেখানে একজন করে আলেম নিয়োগ এবং মাসে সাড়ে চার হাজার টাকা করে ভাতা দেওয়া এ সরকারই চালু করেছে', জানান ড. হাছান।
 
বিএনপি'র রাজনীতির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, 'তারা ধর্ম নিয়ে রাজনীতি করেছে, এখন বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে, কিন্তু বেগম জিয়া কারাগার থেকে আদালতেও সানগ্লাস পরে আসেন। আর যারা মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে, তারা হিংস্র পশুর চেয়েও খারাপ। এদের থেকে সতর্ক থাকতে হবে।'
#
 
আকরাম/মাহবুবুর/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২০৪৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯২৮
 
রামকৃষ্ণ'র ১৮৪তম জন্মতিথি উদযাপন
 
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ স্বাধীন করেছেন, সে আদর্শ অনুসরণ করে রাষ্ট্রকে উন্নত করার পাশাপাশি উন্নত জাতিতে পরিণত করতে মানবিকতা বোধ সমুন্নত রাখার কোনো বিকল্প নেই।  শ্রী রামকৃষ্ণ'র ১৮৪তম জন্মতিথি উদযাপন উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশন মঠে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্যমন্ত্রী।
      
শ্রীরামকৃষ্ণকে পরধর্ম-পরমতসহিষ্ণুতার চিরঞ্জীব উদাহরণ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির অসাধারণ এক নজীর হিসেবে বিশ্বে স্থান করে নিয়েছে। এ ধারা অক্ষুণœ রাখতে সকল ধর্মের অনুসারীদের এক সাথে কাজ করতে হবে।’
 
মঠাধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দের সভাপতিত্বে শ্রীরামকৃষ্ণ'র সর্বজনীন ভাবাদর্শ বিষয়ে আলোচনায় শ্রীমৎ স্বামী অমেয়ানন্দজী মহারাজ প্রমুখ অংশ নেন। মন্ত্রী এ সময় রামকৃষ্ণ মঠ পরিচালিত বিদ্যাপীঠের কৃতী শিক্ষার্থীদের হাতে প্রশংসাপত্র তুলে দেন।
 
এর আগে সকালে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত 'যদি একদিন' সিনেমার প্রিমিয়ার শো উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।
 
#
 
আকরাম/মাহবুবুর/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/২০৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯২৭
 
নারীর অধিকার সুনিশ্চিত করতে নারী বিচারকদের আন্তরিক হতে হবে
                                                            -- আইনমন্ত্রী
 
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নারীদের অংশগ্রহণ সর্বক্ষেত্রে এগিয়ে গেলেও তারা এখনও ঘরে-বাইরে নির্যাতিত হচ্ছে। এ নির্যাতন বন্ধ করতে হবে। নারীরা পরিবার তথা সমাজ ও জাতির অন্যতম চালিকা শক্তি। আইনী কাঠামোর মধ্যে থেকে নারীর অধিকার সুনিশ্চিত করার জন্য নারী বিচারকদের আন্তরিক হতে হবে। তিনি বলেন, সহ¯্রাব্দের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদেরকে প্রস্তুত  করে লিঙ্গ সমতাপূর্ণ বাংলাদেশ গড়ার কাজে সবাইকে এক সাথে কাজ করতে হবে। 
 
আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের ২৯তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 
 
আইনমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত প্রসারে, বিশে^র যে কোনো দেশের যে কোনো বিষয় এখন হাতের মুঠোয়। তথ্যপ্রযুক্তির এ সুযোগকে কাজে লাগিয়ে নারীদের জ্ঞানের ভা-ারকে সমৃদ্ধ করার পরামর্শ দেন তিনি। বিচার বিভাগ অন্য যে কোনো পেশার চেয়ে স্বাতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় অবাধ বিচরণের ক্ষেত্রে এ স্বাতন্ত্র বৈশিষ্ট্যের কথা মনে রাখতে হবে। যাতে তাদের পেশাগত গোপনীয়তা ও স্বাতন্ত্র বৈশিষ্ট্য বজায় থাকে।
 
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচক্ষণ সিদ্ধান্তে ১৯৭৪ সালে প্রথম বারের মতো বিচার বিভাগে নারীদের যোগ দেওয়ার বাধা বিলুপ্ত করা হয়।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০১১ সালে আপিল বিভাগে সর্বপ্রথম নারী বিচারপতি নিয়োগ দেন। তাছাড়া ২০১১ সালে পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় জীবনের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিত করার ব্যবস্থা করে দেন।  
 
বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের সভাপতি তানজীনা ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জ্যেষ্ঠ উপদেষ্টা বিচারপতি নাজমুন আরা সুলতানা,  বিচারপতি জিনাত আরা ও সলিসিটর জেসমিন আরা বেগম বক্তৃতা করেন।
 
#
 
রেজাউল/মাহবুবুর/এনায়েত/পারভেজ/সেলিম/২০১৯/১৯৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৯২৬
 
প্রতিটি ক্লাসরুমকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার আওতায় আনা হবে
                                                 -- মোস্তাফা জব্বার
 
দৌলতদিয়া (রাজবাড়ী), ২৪ ফাল্গুন (৮ মার্চ) :
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০২৩ সালের মধ্যে বাংলাদেশে এমন কোনো স্কুল থাকবে না, যেটিতে কম্পিউটার ল্যাব থাকবে না। তিনি বলেন, এই সময়ের মধ্যে প্রতিটি ক্লাসরুমকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার আওতায় আনা হবে। 
 
মন্ত্রী আজ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুল এন্ড  কলেজের বার্ষিক ক্রীড়া   ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
ফকীর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক জালাল  উদ্দিন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, ভারপ্রাপ্ত  পুলিশ সুপার রাকিব খান এবং বিজয় ডিজিটাল শিক্ষার প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন জুঁই বক্তৃতা করেন।
 
মন্ত্রী প্রযুক্তির পরিবর্তনের ফলে আগামী দিনের চ্যালেঞ্জসমূহ তুলে ধরে বলেন, আগামী দিনের শিক্ষা হবে ডিজিটাল শিক্ষা, প্রচলিত শিক্ষা আর থাকবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গত ১০ বছরে বাংলাদেশ যে চমক দেখিয়েছে, কোনো দেশ এ সময়ের মধ্যে তা পারেনি। সরকারি অফিস আদালতের অবস্থাও এখন পাল্টে গেছে।  বিদেশে বসেও ডিজিটাল পদ্ধতিতে অফিস করা যায়। বাংলাদেশ এখন ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানি করছে। তিনি বর্তমান প্রজন্মকে অত্যন্ত মেধাবী উল্লেখ করে বলেন, আমরা তরুণদের চোখে মুখে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা দেখছি। সামনে এমন একটা দিন অপেক্ষা করছে, যেদিন প্রত্যন্ত গ্রামে বসেও শহরের সুবিধা পাওয়া যাবে। মন্ত্রী নারী শিক্ষা বিস্তার ও প্রসারে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এখন শতকরা ৫৩ ভাগ শিক্ষার্থী নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী কর্মসূচি নারীর ক্ষমতায়নে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় একটি দেশ প্রতিষ্ঠা অর্জন করেছে।
 
জনাব মোস্তফা জব্বার শিশুদেরকে কম্পিউটার ও মোবাইল ব্যবহারে উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিশু উপযোগী নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যেই ২০ হাজার পর্নো সাইট বন্ধ করা হয়েছে। শিশুদের জন্য ক্ষতিকর যে কোনো কনটেন্ট বন্ধ করতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের মধ্যে ইন্টারনেট সহজলভ্য করতে ইতোমধ্যে ৫৮৭টি  শিক্ষা প্রতিষ্ঠানকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে  দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সুবিধার আওতায় আনা হবে।
 
পরে মন্ত্রী দৌলতদিয়ায় বেসরকারি স্বেচ্ছাসেবী  প্রতিষ্ঠান কেকেএস সেফ হোম  পরিদর্শন করেন।
 
#
 
শেফায়েত/মাহবুবুর/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯২৫ 
 
রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট নির্মাণ করা হবে
---সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :   
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম গবেষণায় সরকার রবীন্দ্র  ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং ঢাকায় নজরুল ইনস্টিটিডটের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে। তাছাড়া তৃণমূলে সংস্কৃতি চর্চার বিকাশ ও প্রসারে উপজেলা পর্যায়ে মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
 
তিনি আজ সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে ওহঃবৎহধঃরড়হধষ ঈবহঃবৎ ভড়ৎ ইবহমধষ গঁংরপ (ওঈইগ) আয়োজিত দুই দিনব্যাপী 'ওঈইগ' উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধকের বক্তৃতায় এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন 'ওঈইগ' এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. লীনা তাপসী খান। শুভেচ্ছা বক্তৃতা করেন 'ওঈইগ' এর মহাসচিব সাকিলুর রহমান সোহাগ। 
 
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, সংগীত বিভাগ থেকে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রিধারী পেশাদার শিল্পীদের একাডেমিক কার্যক্রম উচ্চমানে পৌঁছানোর জন্য এ সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে একাডেমিক ডিগ্রিধারীদের প্রায়োগিক দিক ও উচ্চস্তরে পৌঁছানোর ক্ষেত্রে সেন্টারটি অনুঘটক হিসেবে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন।
 
পরে প্রতিমন্ত্রী  এর ওয়েবসাইট, সিডি, জার্নাল ও ডকুমেন্টারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
#
 
ফয়সল/মাহবুব/পারভেজ/আব্বাস/২০১৯/১৯৩১ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯২৪  
 
পায়রা বন্দরের মাস্টার প্লান তৈরির কাজ চলমান রয়েছে
                                                             ---নৌপরিবহন প্রতিমন্ত্রী
 
কলাপাড়া (পটুয়াখালী), ২৪ ফাল্গুন (৮ মার্চ) :   
 
পায়রা বন্দরের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্দরের রাবনাবাদ চ্যানেলে ড্রেজিং কার্যক্রম শুরু করার লক্ষ্যে বেলজিয়ামের একটি কোম্পানির সাথে সমঝোতা স্মারক  স্বাক্ষর হয়েছে। পায়রা বন্দরের মাস্টার প্লান তৈরির কাজ চলমান রয়েছে। পায়রা বন্দরকে কেন্দ্র করেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন করা হবে। এ উন্নয়নের সুফল দেশের সকল অঞ্চলের মানুষও ভোগ করবে।
 
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ কলাপাড়ায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক চালিকা শক্তি সচল রাখতে নৌপথকে সচল রাখতে হবে। এ লক্ষ্যে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে।
 
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার সাথে সাথে দেশের নদীগুলোকেও হত্যা করা হয়েছিলো, আর ক্ষমতায় টিকে থাকতে একটি মহল দখল শুরু করেছিল। যা বর্তমান প্রধানমন্ত্রী পরিবর্তন করেছেন।  তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা  ভোগ দখলের জন্য নয়, দেশের মানুষের উন্নয়নের রাজনীতি করে। 
 
পরে প্রতিমন্ত্রী পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন  করেন । 
 
এ সময় সংসদ সদস্য মহিবুর রহমান মহিব, পায়রা বন্দরের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম ও আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
 
জাহাঙ্গীর/মাহবুব/মোশারফ/আব্বাস/২০১৯/১৯২৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯২৩ 
 
সিঙ্গাপুরে চিকিৎসাধীন সেতুমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে
 
সিঙ্গাপুর, ৮ মার্চ :   
 
সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।
তাঁর রক্ত চাপ স্বাভাবিক হয়ে এসেছে। কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণে রয়েছে।
জনাব কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডাসিবাস্টান কুমার সামি’কে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।
ডা. রিজভী জানান, কাদের আগের দিনের তুলনায় আজ আরও ভালো আছেন এবং দিন দিন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এছাডা কোনো ধরনের কৃত্রিম সাপোর্ট ছাডা জনাব কাদেরের হƒদযন্ত্র কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় জনাব কাদেরের পূণর্ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন ডা. রিজভী।
ডা. সামি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে আজ বিকেলে ব্রিফ করেন। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলালউদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসার রিজভী।
আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় মেডিকেল বোর্ডের প্রধান ডা. ফিলিপ কোহ চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ব্রিফ করবেন।
#
 
নাছের/মাহবুব/মোশারফ/আব্বাস/২০১৯/১৯২৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯২২ 
 
সন্ত্রাস  ও জঙ্গিবাদ নারীর এগিয়ে যাওয়ার অন্তরায়
       ---ডা. দীপু মনি
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :   
 
শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি বলেছেন মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নারীর এগিয়ে চলার পথে প্রধান অন্তরায়। যে রাজনীতি মৌলবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেয় তা রাজনীতি নয়। তা হলো অপরাজনীতি। তিনি আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে  বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ব্যাংকার এস এম ই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী জাগরণের যে অধ্যায় সূচিত হয়েছে তা আমাদের ধরে রাখতে হবে। 
 
নারী এগিয়ে যাওয়ার পথে আরেকটি বাধা হলো নারীর মনের দেয়াল। নারীকে প্রথম এই দেয়াল ভাঙতে হবে।
 
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এসোসিয়েশন অভ্ ব্যাংকার্সের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান।
 
#
 
খায়ের/মাহবুব/মোশারফ/আব্বাস/২০১৯/১৮৪৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৯২১ 
 
তরুণরা চাকরি খুঁজবে না, চাকরি দেবে
                  ---আইসিটি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৪ ফাল্গুন (৮ মার্চ) :   
 
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘তরুণরা চাকরি খুঁজবে না, চাকরি দেবে।’ 
 
আজ আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগের ‘ইনোভেশন ডিজাইন এন্ড অন্ট্রাপ্রনারশিপ একাডেমি’ (আইডিয়া) প্রজেক্ট এবং তরুণদের প্ল্যাটফর্ম ইয়াং বাংলার যৌথ উদ্যোগে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ : চ্যাপ্টার ওয়ান’ এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)-এর কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ, আইডিয়া প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ মজিবুল হক । 
 
প্রতিমন্ত্রী বলেন, আইডিয়া প্রকল্পের মাধ্যমে ২০২১ সাল নাগাদ ১ হাজারের বেশি স্টার্টআপ চালু করা হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনেক আইডিয়া থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন পার করার পর অধিকাংশ সময় তা আর বাস্তবায়ন হয় না। সে কারণেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের ‘স্টুডেন্ট টু স্টার্ট আপ’ আয়োজন। প্রথম পর্বে ৪০টি বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করা হলেও পর্যায়ক্রমে সকল বিশ্ববিদ্যালয়কে এই কার্যক্রমের আওতায় আনা হবে।
 
উল্লেখ্য, দেশের আট বিভাগের ৪০ বিশ্ববিদ্যালয়ে চলবে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ : চ্যাপ্টার ওয়ান’-এর কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ৩টি দল বাছাই করা হবে। এই ১২০ দল নিয়ে প্রথমবারের মতো ‘জাতীয় স্টার্টআপ ক্যাম্প’ অনুষ্ঠিত হবে সাভারে। সেখান থেকে দর্শক ভোট এবং বিচারকদের ভোটে বাছাই করা হবে মূল প্রতিযোগিতার ৩০ স্টার্টআপ। আইডিয়া প্রকল্পের বাছাই কমিটি এবং অন্য বিচারকদের সাহায্যে ১০ স্টার্টআপ জাতীয় পর্যায়ে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। এই দলগুলো নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ ও পরামর্শসহ যাবতীয় সহায়তা পাবে আইডিয়া প্রজেক্ট থেকে।
 
#
 
শহীদুল/মাহবুব/মোশারফ/আব্বাস/২০১৯/১৭৪২ ঘণ্টা
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon