Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ August ২০১৬

তথ্যবিবরণী ১০ আগস্ট ২০১৬

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ২৫৪৯

‘বীরপ্রতীক ওডারল্যান্ড’ প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো উদ্বোধন
ঢাকা, ২৬শে শ্রাবণ (১০ই আগস্ট):
    আজ রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘বীরপ্রতীক ওডারল্যান্ড’ প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মুক্তিযুদ্ধে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত একমাত্র বিদেশি, ওলন্দাজ-অস্ট্রেলীয় নাগরিক ওডারল্যান্ড স্মরণে মাহমুদুর রহমান বাবু পরিচালিত এ প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন বাংলাদেশি নাগরিক সি আর প্লাসিড এবং জাপানি নাগরিক হরিইকে নাওয়া।   
    প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মতো জঙ্গিদমনের যুদ্ধেও বীরপ্রতীক ওডারল্যান্ডের মতো বিদেশিরা আমাদের সাথে রয়েছে। তিনি বলেন, জঙ্গিরাও পাক-হানাদার বাহিনীর মতো দেশের ওপর তাদের মনগড়া ব্যবস্থা চাপাতে চায়, তাদের মতোই দেশ দখল করতে চায়। কিন্তু পাক-হানাদারদের মতো জঙ্গিরাও হারবে। আর বিশ্ববাসী যেমন মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিল, জঙ্গিদমন যুদ্ধেও তেমনই সাথে রয়েছে।
    ‘বীরপ্রতীক ওডারল্যান্ড’ প্রামাণ্যচিত্রটির অন্যতম প্রযোজক সি আর প্লাসিডের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী চলচ্চিত্র নির্মাতাদের অভিনন্দন জানিয়ে বলেন, এ প্রামাণ্যচিত্রের মাধ্যমে তারা ইতিহাসকে সামনে এনেছেন, সার্বজনীন সত্যকে সামনে এনেছেন, তাদের প্রতি সত্যপ্রিয় সকলের অভিনন্দন। এসময় ইতিহাসে জঙ্গি-সন্ত্রাসী ঘৃণ্য তৎপরতার দিকে দৃষ্টিপাত করে ইনু বলেন, পঁচাত্তরেও পাকহানাদারদের মতো বিপথগামীরা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশ ও জাতির ইতিহাসকে দলিত-মথিত করতে চেয়েছিল, কিন্তু তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, সাবেক রাষ্ট্রদূত ড. একেএম আব্দুল মোমেন এবং লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, পিএসসি’র সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন ও সাংবাদিক রাজু আলীম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
    ১৯১৭ সালের ৬ ডিসেম্বর হল্যান্ডের রাজধানী আমস্টারডাম শহরে জন্মগ্রহণকারী উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড (ডরষরধস অনৎধযধস ঝরসড়হ ঙঁফবৎষধহফ) ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয় একজন সামরিক কমান্ডো অফিসার। বাটা স্যু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নেদারল্যান্ডস থেকে ১৯৭০ সালের শেষ দিকে তিনি ঢাকায় আসেন। বাংলাদেশকে ভালোবেসে ২ নম্বর সেক্টরের গণবাহিনীর সাথে মুক্তিযুদ্ধে অংশ নেন। মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকার তাকে চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীরপ্রতীক প্রদান করে। ওডারল্যান্ডই একমাত্র বিদেশি যিনি এই রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হয়েছেন।
    ১৯৯৮ সালের ৭ মার্চ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ওডারল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। তিনি বীরপ্রতীক পদকের সম্মানী ১০ হাজার টাকা মুক্তিযোদ্ধা কল্যাণ  ট্রাস্টে দান করে দেন।
    ওডারল্যান্ড তাঁর চাকুরীস্থল বাংলাদেশের বাটা স্যু কোম্পানি থেকে ১৯৭৮ সালে অবসর নিয়ে তার পিতার দেশ অস্ট্রেলিয়ায় ফেরত যান। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের এক হাসপাতালে ২০০১ সালের ১৮ মে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত শ্রদ্ধার সাথে নামের সঙ্গে বীরপ্রতীক খেতাবটি লিখতেন তিনি।
    বাংলাদেশের প্রতি অপরিমেয় ভালবাসার জন্য বাঙালি জাতির কাছে তিনি বিশেষভাবে সম্মানিত ও স্মরণীয় ব্যক্তিত্ব। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রাস্তার নামকরণ করা হয়েছে।
#

আকরাম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৪৮

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক


ঢাকা, ২৬শে শ্রাবণ (১০ই আগস্ট):
জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৪তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, মো. আব্দুস শহীদ, মো. মোসলেম উদ্দিন, মো. আফছারুল আমীন, মইন উদ্দীন খান বাদল এবং রেবেকা মমিন অংশগ্রহণ করেন।
 কমিটি বাংলাদেশ রেলওয়ের তারাকান্দি-যমুনা ব্রীজ রেলওয়ে লিংক প্রকল্পের ১৯৯৯-২০০০ থেকে ২০০৮-৯ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ অডিট রিপোর্ট, ২০১০-১১ এর অডিট আপত্তি ও অনিয়মের বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক তদন্তপূর্বক ৬০ দিনের মধ্যে প্রতিবেদন সংসদীয় কমিটিতে উপস্থাপনের সুপারিশ করে।
      বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলওয়ে অডিট অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

হালিম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৪৭

ঢাকার জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্লান করা হচ্ছে
                              -- এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ২৬শে শ্রাবণ (১০ই আগস্ট):
    স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা মহানগরীর নাগরিক সমস্যা সমাধানে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি নগরবাসীর সমস্যা চিহ্নিত করে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
    মন্ত্রী আজ গুলশানের কনকর্ড পুলিশ প্লাজা চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন অঞ্চলে সার্কুলার বাস সার্ভিস এবং সুবিন্যস্ত রিক্সা চলাচল’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহিদুল হক, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহ্মাদ এবং ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
    মন্ত্রী বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। ঢাকার চারপাশের চারটি নদী খনন ও ঢাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হবে। তিনি বলেন, এখন বৃষ্টি হলে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়, দুর্ভোগে পড়ে মানুষ, যানজটও তৈরি হয়। এই প্রকল্প শেষ হলে আর জলাবদ্ধতা থাকবে না। তিনি বলেন, আগামী শুষ্ক মৌসুমে ঢাকায় সুপেয় পানির সমস্যা থাকবে না। এছাড়া ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ উৎস হতে পানি সংগ্রহ করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর ফলে শতকরা ৭০ ভাগ পানি ভূ-উপরিস্থ উৎস হতে সংগ্রহ করা হবে।
    এর আগে মন্ত্রী ‘সার্কুলার বাস সার্ভিস’-এর উদ্বোধন করেন।
#
শহিদুল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৫৪৬

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে  
                                              -- শিল্পমন্ত্রী
ঢাকা, ২৬শে শ্রাবণ (১০ই আগস্ট):
    শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। বাংলাদেশের মানুষ ধার্মিক হলেও ধর্মান্ধ নয়। তিনি শোককে শক্তিতে পরিণত করে স্বাধীনতাবিরোধী ও উগ্র সাম্প্রদায়িক অপশক্তির যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আজ এ মন্তব্য করেন। রাজধানীর বিসিআইসি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় এ অনুষ্ঠান আয়োজন করে।
পঁচাত্তরের পনের আগস্ট ব্যক্তি মুজিবকে নয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হত্যার অপচেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, এ হত্যাকা-ের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে পাকিস্তানের কলোনি হিসেবে ব্যবহার করা। যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, তারাই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তায় পনের আগস্টের নৃশংস হত্যাকা- ঘটিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ্, বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জামাল আবদুল নাছের চৌধুরী বক্তব্য রাখেন।
আমির হোসেন আমু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে হত্যা করে বাংলাদেশে পাকিস্তানি বিজাতীয় ভাবধারা চালুর উদ্দেশ্যেই একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যাকা- কোনো ব্যক্তির হত্যাকা- নয়, এটি ছিল দেশকে নব্য পাকিস্তান বানানোর একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ১৫ আগস্ট হত্যাকান্ডের পরবর্তীতে জাতীয় চার নেতা হত্যা, সংবিধান থেকে জাতীয় চার মূলনীতি ছেঁটে ফেলা, গোলাম আজমকে রাজনীতির সুযোগ দান, বেতারের নাম বদলিয়ে রেডিও বাংলাদেশ করাসহ ষড়যন্ত্রকারীদের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ধারাবাহিক কর্মকা- এর প্রমাণ করে।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি হচ্ছে এ দেশের জনগণ। জনগণের আস্থা ও সমর্থনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ঘাতক চক্রের উদ্দেশ্যকে ব্যর্থ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ শোষণমুক্ত অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক মূল্যায়নে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

#

জলিল/আফরাজ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৫৪৫

শিশু অধিকার কমিশন গঠন করা হবে
            -- মেহের আফরোজ চুমকি

ঢাকা, ২৬শে শ্রাবণ (১০ই আগস্ট):
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতে শিশু অধিকার কমিশন গঠন করা হবে। এ বিষয়ে নানা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
    আজ রাজধানীর জাতীয় শিশু একাডেমিতে আয়োজিত মিসিং চাইল্ড এলার্টের (এমসিএ) জাতীয় স্টিয়ারিং কমিটির এক সভায় তিনি একথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, শিশু অধিকার কমিশন গঠন করা হলে শিশুর নানা সমস্যা ও সংকট দূর করা সম্ভব হবে। শিশুর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির এখনো পরিবর্তন হয়নি। কোন কন্যাশিশু পাচার হয়ে তার পরিবারে ফিরে আসলে আক্রান্ত শিশুর পরিবার সামাজিক কারণে তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ফলে জাতির আগামী ভবিষ্যৎ সেই শিশু মানসিক নির্যাতন থেকে বেরিয়ে আসতে পারে না। শিশুর জন্য সকলকে একযোগে উদ্যোগী হয়ে কাজ করতে হবে।
    প্রতিমন্ত্রী বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশু সহায়তার জন্য নারী ও শিশু নির্যাতনরোধে ন্যাশনাল হেল্পলাইন ১০৯২১ নম্বর টোল ফ্রি করা হয়েছে। যেকোন নির্যাতিত শিশু ও নারী এই নম্বরে যোগাযোগ করলে সহায়তা পেতে পারে। পাঠ্যবইয়ের পিছনেও এই নম্বরটি দেয়া হয়েছে। ফলে অনেকে এই নম্বর থেকে সুফলভোগী হচ্ছে। তবে প্রবাসে কর্মসংস্থানের জন্য যে নারীরা যান, তাদেরকে এই নম্বরের বিষয়ে জানালে তারাও উপকৃত হতে পারবেন। শিশু পাচার রোধে মিসিং চাইল্ড এলার্ট (এমসিএ) একটি সময়োপযোগী প্রকল্প বলেও তিনি উল্লেখ করেন।
    সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের শাস্তি রোধে কঠোর আইন প্রণয়নের ব্যাপারেও আলোচনা হয়।
    সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক এডভোকেট সালমা আলী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব তাহমিনা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক একেএম মাসুদ আলী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোহাম্মদ আমিনুল ইসলাম।
#
খায়ের/আফরোজ/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৪৪

কম্পিউটার শিক্ষক পদে অনলাইনে আবেদন ১৬ আগস্ট পর্যন্ত বর্ধিত

ঢাকা, ২৬শে শ্রাবণ (১০ই আগস্ট):
    দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএ গৃহীত প্রথম পর্যায়ের অনলাইনে আবেদন গ্রহণের সময় ১০ আগস্ট শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এক রিট মামলায় প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনে শুধু সহকারী শিক্ষক (কম্পিউটার) পদের আবেদনের সময় আগামী ১৬ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
    সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে ইতঃপূর্বে যারা আবেদনের সুযোগ পেয়েছেন তারা ছাড়াও স¦ীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক ডিগ্রি/সমমান এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান, যেমন- নেকটার, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং স¦ীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ৬ মাসের প্রশিক্ষণপ্রাপ্ত নিবন্ধন সনদধারী প্রার্থীগণ এ সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। তবে তাদের নিয়োগের বিষয়টি আদালতের চূড়ান্ত রায় অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
#

আজহার/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৫৪৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি

ঢাকা, ২৬শে শ্রাবণ (১০ই আগস্ট):
    ৩৪তম বিসিএস পরীক্ষায় পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের নন-ক্যাডার ২য় শ্রেণির পদে নিয়োগ প্রদানের বিষয়ে জারিকৃত
নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং ১৬ই জুন ২০১৪ তারিখে জারিকৃত সংশোধিত বিধি অনুসরণে সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত নিয়োগ বিধি অনুসরণ করে ৮৯৮ জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে (চৎড়ারংরড়হধষষু) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে সুপারিশ করেছে।
    এ বিষয়ে বিস্তারিত কমিশনের িি.িনঢ়ংপ.মড়া.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে।

#

নেছার/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮০৬ ঘণ্টা

 

Handout                                                                                                            Number : 2542

Mahmud Hussain appointed High Commissioner to Brunei

Dhaka, August 10:

            The Government has decided to appoint Air Vice Marshal Mahmud Hussain as the next High Commissioner of Bangladesh to Brunei Darussalam.

            Air Vice Marshal Mahmud Hussain joined Bangladesh Air Force on 19 September 1979. In his long illustrated career, he served as the Chairman, Bangladesh Civil Aviation Authority and Director (Recruitment) in Bangladesh Air Force.

            He served in two UN missions, one in former Yugoslavia and the other in the Democratic Republic of Congo.  He was also the Chairman of D-8 DGCA Forum in 2013-14.

            Air Vice Marshal Mahmud Hussain is married and blessed with two daughters. He has immense fascination for reading, writing and listening to music.

#

Kamruzzaman/Afraz/Sanjib/Joynul /2016/1710hours

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৫৪১

বঙ্গবন্ধুর মাজারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

টুঙ্গীপাড়া, ২৬শে শ্রাবণ (১০ই আগস্ট):
    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম আজ তাঁর নির্বাচনি এলাকাধীন চারঘাট থানার বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মাহবুব আলী খান, সহসভাপতি রূহুল আমিন, টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন চারঘাট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম এবং চারঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলমাস।
#

খালেদা/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৪০

একুশে পদক ২০১৭ এর মনোনয়ন আহ্বান

ঢাকা, ২৬শে শ্রাবণ (১০ই আগস্ট) :
    একুশে পদক সংক্রান্ত নীতিমালা অনুযায়ী অন্যান্য বছরের ন্যায় ২০১৭ সালে সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সকল ক্ষেত্রে), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা  ও সাহিত্য এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে।
    এ লক্ষ্যে সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সকল জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক/একুশে পদকে ভূষিত সুধীবৃন্দকে আগামী ১লা নভেম্বর এর মধ্যে মনোনয়ন প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।
    এ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট :www.moca.gov.bd এবং তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট :www.moi.gov.bd -এ পাওয়া যাবে।   
#

কুতুবুদ-দ্বীন/মোবাস্বেরা/রফিকুল/আসমা/২০১৬/১৪৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৩৭

জাতীয় শোক দিবসের কর্মসূচির ধারাবিবরণী
বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার

ঢাকা, ২৬শে শ্রাবণ (১০ই আগস্ট) :    

    স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট। দিবসটি পালন উপলক্ষে সকাল ৬.৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন। সশস্ত্র বাহিনী অনার গার্ড প্রদান করবে ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০ টায় গোপালগঞ্জের টুংগীপাড়ায় জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ, প্রধানমন্ত্রী কর্তৃক পুষ্পস্তবক অর্পণ, সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান ও মোনাজাত এবং সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  
    অনুষ্ঠানের ধারাবিবরণী বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ, এফ এম ৮৮.৮ মেগাহার্জ ও ১০৩.২ মেগাহার্জ ক্ষুদ্রতরঙ্গ ৪৭৫০ কিলোহার্জ এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট িি.িনবঃধৎ.মড়া.নফ-এ সরাসরি সম্প্রচার করবে।       
    বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রসমূহ বিটিসিএল লাইনের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফ এম ব্যান্ডে অনুষ্ঠানটি একযোগে রিলে করবে।
#

সালাহউদ্দিন/মোবাস্বেরা/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা

Todays handout (10).doc Todays handout (10).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon