Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী 05.11.2017

তথ্যবিবরণী                                                                                   নম্বর :২৯৮১ 
মিয়ানমার নাগরিকদের
বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ২১ কার্তিক (৫ নভেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
 
আজ কুতুপালং -১ ক্যাম্পে ১ হাজার ১ শত ৫৮ জন পুরুষ, ১ হাজার ২ শত ২৮ জন নারী মিলে ২ হাজার ৩ শত ৮৬ জন, কুতুপালং-২ ক্যাম্পে ১ হাজার ২২ জন পুরুষ, ১ হাজার ২ শত ২৬ জন নারী মিলে ২ হাজার ২ শত ৪৮ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪ শত ৫৩ জন পুরুষ, ৫ শত ৪ জন নারী মিলে ৯ শত ৫৭ জন, থাইংখালী -১ ক্যাম্পে ৯ শত ৩১ জন পুরুষ, ৮ শত ৩১ জন নারী মিলে ১ হাজার ৭ শত ৬২ জন, থাইংখালী -২ ক্যাম্পে ৮ শত ১১ জন পুরুষ, ৬ শত ৫৯ জন নারী মিলে ১ হাজার ৪ শত ৭০ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৩ শত ৭৭ জন পুরুষ, ১ হাজার ২ শত ৬ জন নারী মিলে ২ হাজার ৫ শত ৮৩ জন, লেদা ক্যাম্পে ১ শত ১৪ জন পুরুষ, ১ শত ৩১ জন নারী মিলে ২ শত ৪৫ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ১১ হাজার ৬ শত ৫১ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৪ লাখ ১৭ হাজার ৪ শত ৫২ জনের নিবন্ধন করা হয়েছে। 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩১ হাজার ৮ শত ৭৫ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ২২ হাজার। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে।
#
সাইফুল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/২০০৮ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                    নম্বর : ২৯৮২
মিয়ানমার নাগরিকদের মধ্যে
ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ২১ কার্তিক (৫ নভেম্বর) :
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
      উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ২২ ট্রাকের মাধ্যমে ৭৮ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৭ হাজার ৮ শত ৮০ প্যাকেট শুকনো খাবার, ১৩ হাজার ৬ শত ৫০ পিস পোশাক, ৮ হাজার ১ শত ৪২ পিস গৃহস্থালিসামগ্রী, ৬ শত ৫০ পিস স্যানিটেশন সামগ্রী, ৫ শত পিস গৃহনির্মাণ সামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ৯৭৭ মেট্রিক টন চাল, ৮১ মেট্রিক টন ডাল, ৯৯ হাজার ২৯ লিটার তেল, ৬৩ মেট্রিক টন লবণ, ৮৭ মেট্রিক টন চিনি, ৯ হাজার ৪ শত ৮ কেজি আটা, ৮১ হাজার ৮ শত ৭০ কেজি গুঁড়োদুধ, ২৫ কেজি মুড়ি, ১৪ হাজার ৯ শত পিস ও ৪৮৯ বান্ডেল কম্বল, ৫১১ টি তাঁবু ও ত্রিপল মজুত রয়েছে।
জেলা প্রশাসক, কক্সবাজার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কর্তৃক যৌথভাবে পরিচালিত “অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা” নামক সোনালী ব্যাংক কক্সবাজার শাখার চলতি হিসাব নং- ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৩ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৯০ টাকা জমা রয়েছে।
#
সাইফুল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/২০১৭ ঘণ্টা
 
 
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ২৯৮০
 
ক্লিন এনার্জি প্রসারে এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে উৎসাহিত করা হচ্ছে
                                                                       ---বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :  
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ক্লিন এনার্জি প্রসারে এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে উৎসাহিত করা  হচ্ছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে ধীরে ধীরে শক্ত অবস্থানে যাচ্ছে-তা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ স্বল্পমূল্যে সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে জার্মানের সিমেন্স-এর সাথে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির (ঘডচএঈখ) পায়রা ৩৬০০ মেগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে পায়রায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতার একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে। এর পাশেই আরো ১০০ একর জমি নিয়ে নতুন ৩৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ২০২০ সালের জুনে ১২০০ মেগাওয়াট, একই বছরের ডিসেম্বরে আরো ১২০০ মেগাওয়াট  এবং পরের বছরের মধ্যেই বাকি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চলে আসবে। কেন্দ্রটিতে আমদানি করা গ্যাসের যোগান দিতে একটি এলএনজি টার্মিনালও করা হবে। বিদ্যুতের ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় রেখে বাড়ানো হচ্ছে উৎপাদন, উন্নত হচ্ছে বিতরণ ব্যবস্থা এবং সেবার মান।   
প্রধান অতিথির বক্তব্য প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম বলেছেন, এ কেন্দ্র ইফিসিয়েন্সি ৬০ শতাংশ অর্থাৎ ৪০ শতাংশ যে তাপ বের হয়ে যাবে তা কীভাবে সংগ্রহ করে কাজে লাগানো যায় তার উপায় বের করা প্রয়োজন। 
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্চ (উৎ. ঞযড়সধং চৎরহু)  বলেন, বাংলাদেশ দ্রুত উন্নতি করছে। এখন আধুনিক প্রযুক্তি প্রয়োজন, স্বল্পমূল্যের প্রযুক্তি নয়। জার্মান সরকার বাংলাদেশের পাশে থেকে উন্নয়ন সহযোগী হতে চায়। রোহিঙ্গা ইস্যুতে জার্মান বাংলাদেশের সাথে থাকবে। 
বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সিমেন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রবাল ঘোষ, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ বক্তব্য রাখেন। চুক্তিতে স্বাক্ষর করেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ এম খোরশেদুল আলম ও সিমেন্সের পক্ষে সাউথ এশিয়ার নির্বাহী পরিচালক সুমি মাথর। 
#
আসলাম/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/২০০৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৭৯

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে তোফায়েল
মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করুণ

ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জার্মান- অস্ট্রেলিয়ান এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্সে যোগদানরত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার অমানবিক আচরণ করছে। রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে এবং তাদের হত্যা, ধর্ষণসহ নানাভাবে নির্যাতন করা হচ্ছে। ফলে রোহিঙ্গারা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গার সংখ্যা পূর্বেরসহ এখন প্রায় ১০ লাখ। এ বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের জন্য বড় সমস্যা। বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের একান্তই মানবিক কারণে বাংলাদেশে সাময়িক আশ্রয় প্রদান করেছেন। তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসাসহ যথাসম্ভব সবধরনের মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেওয়া প্রয়োজন। নানা কৌশলে মিয়ানমার সরকার বিষয়টিকে বিলম্বিত করছে। অস্ট্রেলিয়া মিয়ানমারের রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার সরকারের উপর চাপ বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ আশা করে।
বাণিজ্যমন্ত্রী আজ ৫ নভেম্বর অস্ট্রেলিয়ার পার্থ শহরে ক্রাউন টুওয়ার্স হোটেলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী  জুলি বিশোপ (ঔঁষরব ইরংযড়ঢ়)-এর সাথে একান্ত বৈঠকের সময় এসব কথা বলেন। তিনি এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে এ সংক্রান্ত একটি পত্র হস্তান্তর করেন।
মন্ত্রী অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির উজ্জ¦ল সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়া বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা দিচ্ছে, সেজন্য অস্ট্রেলিয়ার প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় এয়ার কার্গো চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন বিমানবন্দরের নিরাপত্তা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। অস্ট্রেলিয়া কার্গো উড়োজাহাজ চলাচল চালু করতে পারে। বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করে উভয় দেশের বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি করলে আগামী ৪-৫ বছরের মধ্যে বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। 
#

বকসি/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৭৮

৩৩তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী
ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :
জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতার ৩৩তম আসর উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন,  অ্যাথলেটদের কুচকাওয়াজ ও মশাল প্রজ¦লনের মধ্য দিয়ে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন আয়োজিত দু’দিনব্যাপী এ প্রতিযোগিতার পর্দা উন্মোচিত হলো। বিভিন্ন জেলা ও বিকেএসপি’র মোট ৪৩টি দলের ৩৫১ জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। 
কুচকাওয়াজে সালাম গ্রহণশেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উদ্বোধন বক্তব্যে বলেন, জঙ্গি, মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে শরীরচর্চা ও ক্রীড়াশৈলী বিশেষ ভূমিকা রাখে। বিশ্রাম ও বিনোদনকে মানবাধিকারের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অ্যাথলেটিকস সুস্থ জীবন গড়ার অন্যতম শ্রেষ্ঠ বিনোদনের মন্ত্র। 
ক্রীড়াবিদদের দেশের প্রতিনিধি হিসেবে বর্ণনা করে মন্ত্রী বলেন, তাদের বুকে থাকে দেশপ্রেম, অসীম সাহস, পরাজয়ে নির্ভীকতা আর জয়ের একাগ্র সাধনা। আর চর্চা ও পরিশ্রমের মাধ্যমেই একজন ক্রীড়াবিদ তার নৈপুণ্যের শিখরে পৌঁছান। 
হাসানুল হক ইনু এসময় ১৯৬৫ সালে এ স্টেডিয়ামে তৎকালীন পূর্ব পাকিস্তান দলের ক্রীড়াবিদ হিসেবে সফল অংশগ্রহণের স্মৃতিচারণ করেন। আয়োজক সংস্থার সভাপতি এ এস এম আলী কবীর ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু এসময় বক্তৃতা করেন।
এ বছরের জাতীয় জুনিয়র অ্যাথলেটিক প্রতিযোগিতায় ১৮ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য ২০টি ও ১৬ থেকে ১৭ বছর বয়সী বালক-বালিকাদের জন্য ১৩টিসহ মোট ৩৩টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। একশত, দুইশত, আটশত মিটার দৌড়, রিলেরেস, উচ্চ ও দীর্ঘ লাফ, শর্টপুট ও জ্যাভেলিন নিক্ষেপসহ আকর্ষণীয় ইভেন্টে অংশ নিচ্ছে প্রতিযোগীরা। 
#
আকরাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৯৭৭
 
বান্দরবানে পুলিশ মেসের ভিত্তিফলক উম্মোচন
বান্দরবান, ২১ কার্তিক (৫ নভেম্বর) :  
 
বান্দরবান পার্বত্য জেলায় গণপূর্ত বিভাগের অর্থায়নে ৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে জেলা পুলিশ সদস্যদের জন্য বান্দরবান সরকারি কলেজ সংলগ্ন ৬তলা বিশিষ্ট ১টি অফিসার্স মেসের ভিত্তিফলক উন্মোচন করা হয়। আজ সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর উদ্বোধন করেন । 
এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার, যার ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা নিয়ে নিরলসভাবে  কাজ  করে যাচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সুরক্ষা ও কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসময় তিনি পুলিশবাহিনীর সদস্যদের সততা নিষ্ঠা  ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।
#
 
জুলফিকার/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৯১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯৭৬
 
রাষ্ট্রপতির সাথে আপিল বিভাগের বিচারপতিগণের সাক্ষাৎ
 
ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :  
 
বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মোঃ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেন।
 
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় প্রধান বিচারপতি আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় জুডিশিয়াল কনফারেন্সে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। তিনি আরো জানান যে, ২ জানুয়ারি ২০১৮ তারিখে সুপ্রিম কোর্ট দিবস পালিত হবে। তিনি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানেও রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। 
 
রাষ্ট্রপতি  বলেন, বিচার বিভাগ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। তিনি আশা প্রকাশ করেন যে, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের সকল কর্মকর্তা ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। 
 
#
ইমরানুল/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৯১৩ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৭৫
 
রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল পরিবহনে নদী খনন কাজ উদ্বোধন
 
পাটুরিয়া (মানিকগঞ্জ), ২১ কার্তিক (৫ নভেম্বর) :
 নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের সকল নদী দখলমুক্ত করা এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকল প্রতিকূলতা সত্ত্বেও আগের চেয়ে নৌপথ এখনও সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও অপেক্ষাকৃত নিরাপদ। আগের তুলনায় নৌদুর্ঘটনা কমে এসেছে। 
মন্ত্রী আজ মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া মিনি টার্মিনালে মোংলা বন্দর থেকে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌ-রুটের নাব্যতা উন্নয়নে ড্রেজিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। 
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান (দুর্জয়), নৌপরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুস সামাদ, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন এবং শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। 
শাজাহান খান বলেন, নিরাপদ নৌপথ সৃষ্টি এবং নৌযাত্রা ঝুঁকিমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকারের দায়িত্ববোধ থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নৌ-সেক্টরের উন্নয়নের লক্ষ্যে নৌপথের সংরক্ষণ ও নৌপরিবহনের বিকাশে ইতোমধ্যে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। নদী খননের জন্য  আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। সরকারের বর্তমান মেয়াদে ২০টি ড্রেজার সংগ্রহের কাজ চলমান রয়েছে। 
  উল্লেখ্য, রূপপুর পারমাণবিক কেন্দ্রের ভারি মালামাল পরিবহন নিরাপদ ও সহজতর করার জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে নৌ-পথে রূপপুর পর্যন্ত নদীর নাব্যতা উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে বিশেষ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মোংলা বন্দর থেকে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌ-রুটের নাব্যতা উন্নয়ন প্রকল্পের আওতায় পদ্মা, গঙ্গা, কচা, স্বরূপকাঠি, আমতলী এবং আড়িয়াল খাঁ নদীর ৪৫০ কিলোমিটার অংশের ড্রেজিং প্রকল্প গ্রহণ করে। ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী জুলাই ২০১৭ থেকে জুন ২০২৫ পর্যন্ত উক্ত রুটে ৩৫০ লাখ ঘনমিটার পলি ড্রেজিং করবে। এজন্য ব্যয় হবে ৮৯৫ কোটি টাকা। নৌ-পথটি ১০০ মিটার প্রশস্ততা ও শুষ্ক মৌসুমে ৪ মিটার (সর্বনি¤œ) গভীরতায় খনন করা  হবে।
#
 
জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৭৪
 
 
জিডিপি-তে বিআরডিবি’র অবদান শতকরা ২ ভাগ
                             --- এলজিআরডি মন্ত্রী 
 
ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের গ্রাম পর্যায়ে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসংখ্যা সমস্যা নিরসন এবং পুঁজি সরবরাহের মাধ্যমে জাতীয় পর্যায়ে জিডিপি-তে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি’র অবদান প্রায় শতকরা ২ ভাগ।
মন্ত্রী আজ রাজধানীর কাওরান বাজারে বিআরডিবি’র সম্মেলন কক্ষে বিআরডিবি’র ৪৮ তম বোর্ডসভা এবং জেলা ও উপজেলা অফিসসমূহে গাড়ি ও মোটর সাইকেলের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় মোঃ ইসরাফিল আলম এমপি এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানাসহ বোর্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, শুরু থেকে বিআরডিবি গ্রাম পর্যায়ে ১ লাখ ৭২ হাজার ৩৫৭টি সমিতি তথা দল গঠন করেছে, যার মোট সদস্য সংখ্যা ৫২ লাখ ৭৩ হাজার এবং সদস্যদের নিজস্ব মূলধন ৫৯৮ কোটি ৯৩ লাখ টাকা। বিআরডিবি’র সরবরাহকৃত সেচ যন্ত্রের আওতায় প্রতি বছর প্রায় ২ লাখ ৩৬ হাজার হেক্টর জমিতে সেচ আবাদ করে প্রায় ১৩ লাখ টন অতিরিক্ত খাদ্য উৎপন্ন হচ্ছে। ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃজনের জন্য বিআরডিবি ২০১৫ - ২০১৬ অর্থবছরে ১ হাজার ৬৬ কোটি ৭৪ লাখ টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করে এবং সেচ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ৫২৪ টি অচল গভীর নলকূপ সচল করা হয়েছে।
মন্ত্রী বিআরডিবি’র ১০টি জেলা কার্যালয়ের জন্য ১০টি গাড়ির চাবি হস্তান্তর করেন। জেলাগুলো হলো - সিলেট, কুমিল্লা, ভোলা, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, দিনাজপুর, বগুড়া, রাজশাহী ও নরসিংদী। এছাড়া ২০ টি জেলার জন্য বিআরডিবি সদর দপ্তর হতে পুরাতন ৫টি ব্যবহৃত গাড়িসহ মোট ২০টি গাড়ি হস্তান্তর করা হয়। এ সময় পিআরডিপি-৩ প্রকল্পের ক্রয়কৃত ১০০টি মোটর সাইকেল উপজেলা পল্লী উন্নয়ন অফিসেও হস্তান্তর করা হয়। তিনি বলেন, এ গাড়ি ও মোটর সাইকেল বিআরডিবি’র জেলা ও উপজেলা অফিসের কার্যক্রমকে ত্বরান্বিত করবে। দারিদ্র্য বিমোচনে তারা আরও ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৩টি প্রকল্পসহ ৬টি প্রকল্প বিআরডিবি বাস্তবায়িত করেছে। এছাড়া পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে একাধিক প্রকল্প প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। 
#
 
জাকির/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৯১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৯৭৩

সরকার দক্ষতার সাথে রোহিঙ্গা সংকট সামাল দিয়েছে 
                -- সেতু মন্ত্রী

কক্সবাজার, ২১ কার্তিক (৫ নভেম্বর) :
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী প্রায় সাড়ে ছয় লাখ মিয়ানমারের নাগরিকের আগমনের প্রেক্ষিতে যে সংকট তৈরি হয়েছে তার ব্যবস্থাপনায় ইতোমধ্যে শেখ হাসিনা সরকার দক্ষতার সাথে প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছে। সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এ সংকটের সমাধান চায়। এরই মধ্যে মিয়ানমার সরকারের ওপর নানামুখী চাপ তৈরি করা হয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার সরকার, তাদেরকেই এর সমাধান করতে হবে।
মন্ত্রী আজ ক´বাজারের একটি হোটেলে, বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের নাগরিকদের আশ্রয়কেন্দ্রের জন্য আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় সাড়ে পাঁচ হাজার ইউনিট সোলার প্যানেল  গ্রহণকালে এসব কথা বলেন। এ সময় আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উখিয়া ও টেকনাফের জনগণ যে ত্যাগ স্বীকার করেছে তা সহিষ্ণুতা ও সহনশীলতার এক উজ্জ¦ল দৃষ্টান্ত।
এর পরে মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষে উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্পে একুশ হাজার এবং বালুখালী ক্যাম্পে কুড়ি হাজার রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি ও জাহাঙ্গীর কবির নানক এমপি, আশিক উল্যাহ রফিক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি ও এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন ও গোলাম রব্বানী চিনুসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
#
নাছের/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৯৭২
সরকার নিরাপদ অভিবাসনের লক্ষ্য নিয়ে কাজ করছে
                               - প্রবাসী কল্যাণমন্ত্রী 
ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) :  
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে নিরাপদ, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক অভিবাসন। যা কেবল অভিবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার রক্ষা ও কল্যাণেই কাজ করে। 
মন্ত্রী আজ ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সাপোর্ট গ্রুপ (বাসুগ) আয়োজিত ডায়াসপোরা, অভিবাসন ও উন্নয়ন: সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
মন্ত্রী আরও বলেন, বর্তমানে অভিবাসন এক বিশ্বপ্রক্রিয়া এবং অভিবাসনের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ সব পক্ষের জন্যই কল্যাণকর। মন্ত্রী বলেন, রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তিবর্গের সুযোগসুবিধা প্রদানে সরকার বদ্ধপরিকর। কেননা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি ও কর্মীদের প্রেরিত রেমিটেন্স এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভেজ সিদ্দিকী। বাসুগ, নেদারল্যান্ড এর সভাপতি বিকাশ চৌধুরী বড়–য়া সংলাপে একটি কি-নোট (কবু হড়ঃব ঢ়ৎবংবহঃ ড়হ উরধংঢ়ড়ৎধ ধহফ উবাবষড়ঢ়সবহঃ) প্রেজেন্টশন করেন। গ্রিফ্থ ইউনিভার্সিটি (এৎরভভরঃয টহরাবৎংরঃু), অস্ট্রেলিয়া এবং বাসুগ আন্তর্জাতিক এর উপদেষ্টা প্রফেসর মোয়াজ্জেম হোসেন ''ঊহমধমবসবহঃ ড়ভ উরধংঢ়ড়ৎধ ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ'' এর ওপর বক্তব্য উপস্থাপন করেন।
উন্মুক্ত আলোচনায় বক্তারা প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে নির্দিষ্ট নীতিমালা এবং সুযোগ সুবিধার বিষয়ে বক্তব্য রাখেন। তারা নিরাপদ বিনিয়োগে পরিবেশ ও বিনিয়োগে ওয়ান স্টপ সার্ভিস প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংলাপে অভিবাসন বিষয়ক সংগঠন ওআরবি, ব্রাক, আওয়াজ ফাউন্ডেশন, রামরু, এসডিসি, আইআইডি, বাস্তব, প্রকাশ, আইএমএ-এর প্রতিনিধিবৃন্দ, আইওএম ও আইএলও এর প্রতিনিধিবৃন্দ, দি ডেইলি অবজারভার ও দি এশিয়ান এইজ-এর স্পেশাল করসপন্ডেন্ট এবং  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
#
জাহাঙ্গীর/অনসূয়া/শহিদ/জসীম/রেজ্জাক/আসমা/২০১৭/১৬২৫ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                নম্বর :২৯৭১
তায়েকোন্দো শুধু এক ধরনের মার্শাল আর্ট নয়, এটি একটি সামাজিক আন্দোলন
                                                    - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী                                                                      
ঢাকা, ২১ কার্তিক (৫ নভেম্বর) : 
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, তায়েকোন্দো শুধু এক ধরনের মার্শাল আর্ট নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আত্মরক্ষার একটি অন্যতম কৌশল। এটি যেমন শরীরকে মজবুত ও শক্তিশালী করে, তেমনি মানুষের নিজের ওপর আস্থা ও সাহসের জন্ম দেয়, আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
মন্ত্রী আজ রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ তায়েকোন্দো ফেডারেশন ও ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী “কোরিয়া কাপ তায়েকোন্দো চ্যাম্পিয়নশিপ-২০১৭’’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি জাতিকে সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে যেতে হলে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে আর প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চা। এটি মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মানবিক গুণাবলী সম্পন্ন দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ মানুষ হিসেবে গড়ে তোলে। 
বাংলাদেশ তায়েকোন্দো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অযহ ঝবড়হম-ফড়ড়।
পরে মন্ত্রী প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
#
ফয়সল/অনসূয়া/শহিদ/জসীম/আসমা/২০১৭/১৫৪৪ ঘণ্টা 
Todays handout (7).docx Todays handout (7).docx