Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুলাই ২০১৫

তথ্যবিবরণী ১২/০৭/২০১৫

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৯৬১

 

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে পরবর্তী চ্যাম্পিয়ানস ট্রফি খেলবে বাংলাদেশ  
                                              -- পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতে পরবর্তী চ্যাম্পিয়ানস ট্রফি খেলবে বাংলাদেশ।  
    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বিজয়ী হয়ে সিরিজে সমতা আনায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন আইসিসি ও বিসিবি’র সাবেক সভাপতি এবং পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
    তিনি বাংলাদেশ দলের এ বিজয়কে ‘সিরিজে কামব্যাক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ইনশাল্লাহ বাংলাদেশ তৃতীয় ম্যাচে জয়লাভ করে ওয়ানডে সিরিজ জিতবে’।
    বাংলাদেশ ক্রিকেট দলকে অত্যন্ত পেশাদার দল আখ্যা দিয়ে এই ক্রিকেটপ্রেমী বলেন, টি টুয়েন্টি ও প্রথম ওয়ানডে ম্যাচে দল সামর্থ্য অনুয়ায়ী পারফর্ম করতে পারেনি, তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যি প্রশংসাযোগ্য।
    তিনি বলেন, আমাদের ক্রিকেট দলকে নিয়ে আমরা গর্বিত। তরুণ ক্রিকেটাররা যেভাবে পারফর্ম করছে তা অবিশ্বাস্য। সেইসাথে অভিজ্ঞ খেলোয়ারেরা দলকে যেভাবে গাইড করছে তাতে আমি নিশ্চিত ২০১৭ সালের ইংল্যান্ডে হতে যাওয়া চ্যাম্পিয়ানস ট্রফিতে বাংলাদেশ খেলবেই’।

#
তাপস/সাইফুল্লাহ/নবী/জয়নুল/২০১৫/২২৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৯৬০


সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় একদিনের ক্রিকেট
খেলায় বিজয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে ক্রিকেট ম্যাচে বিজয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় সমগ্র বাংলাদেশের বিজয়। এ বিজয় বাংলাদেশের ক্রিকেট তথা সমগ্র বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ভবিষ্যতেও বাংলাদেশ নৈপূণ্যপূর্ণ ক্রীড়া শৈলী প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দ দেবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করবে ।

ডেপুটি স্পিকারের অভিনন্দন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ জয়ী হয়ে সমগ্র জাতিকে গৌরবান্বিত করেছে। এ অর্জন ক্রিকেট জগতে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করবে। তিনি ভবিষ্যতেও বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

চিফ হুইপের অভিনন্দন

জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ী হয়ে যে সম্মান বয়ে এনেছে তা সত্যিই অনন্য। বাংলাদেশের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
#
হুদা/সাইফুল্লাহ/নবী/জয়নুল/২০১৫/২১৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৯৫৯


জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
    জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে পরিষদের জিমন্যাসিয়ামে এক দোয়া ও ইফতার মাহফিল আজ অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান বীরেন শিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    জাতীয় ক্রীড়া পরিষদের কমকর্তা ও কর্মচারীগণ, বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা ও ক্রীড়া পরিবারের সদস্যগণ দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
#

শফিকুল/সাইফুল্লাহ/মোশারফ/জয়নুল/২০১৫/২০৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৯৫৮

সাবেক সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন
জেদ্দাহ্ যাচ্ছেন শাহ্রিয়ার আলম

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
    সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল ফয়সাল এর মৃত্যুতে আয়োজিত শোক জ্ঞাপন অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম আজ রাতে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন।

    বাংলাদেশের সরকার ও জনগণের একান্ত শুভাকাক্সক্ষী প্রিন্স সউদ আল ফয়সাল একটানা চল্লিশ বছর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সৌদি বাদশাহ্র পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পদে কর্মরত ছিলেন। মুসলিম প্রধান দেশসমূহসহ বিশ্ব কূটনীতিতে অসামান্য  অবদানকারী প্রিন্স সউদ মরহুম বাদশাহ ফয়সালের পুত্র।

    মরহুম ফয়সালের ভাই ও মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল এর জেদ্দাস্থ প্রাসাদে অনুষ্ঠিতব্য শোক জ্ঞাপন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম প্রিন্স সউদ আল ফয়সাল এর মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ হতে সমবেদনা জানাবেন।

    সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে যোগদান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৪ জুলাই ঢাকা ফিরবেন।

#

খালেদা/সাইফুল্লাহ/নবী/মোশারফ/রেজাউল/২০১৫/২০০৮ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৯৫৭

জনগণের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর
                                                     Ñ নারায়ণ চন্দ্র চন্দ

খুলনা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সীমিত সম্পদ সত্ত্বেও বর্তমান সরকার জনগণের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ডাক্তারদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    প্রতিমন্ত্রী আজ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য কমিটির সভায় বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার  যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে। এখাতে বরাদ্দকৃত টাকা সঠিকভাবে ব্যয় করতে হবে। ডাক্তাররা দেশের গর্বিত সন্তান, ত্যাগী মনোভাব নিয়ে চিকিৎসা সেবা দিয়ে তাদের জনগণের আস্থা অর্জন করতে হবে।  

প্রতিমন্ত্রী আরো বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে যা চিকিৎসা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এনেছে। দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপনের ফলে দুস্থ ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে।
    
    এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আলী মুনসুর ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা উপস্থিত ছিলেন।

#

সুলতান/সাইফুল্লাহ/রফিকুল/রেজাউল/২০১৫/১৯৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৯৫৬

চিকিৎসকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ
ঈদের ছুটিতে হাসপাতালে রোগীদের সেবা নির্বিঘœ রাখুন

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
    আসন্ন ঈদের ছুটিতে সরকারি হাসপাতালে রোগীদের সেবা নির্বিঘœ রাখতে চিকিৎসকদেরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ঈদের ছুটিতে রোগীদের সেবা নিয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না। রোস্টার পদ্ধতিতে সব হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

    আজ রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ’্যমন্ত্রী এ নির্দেশ দেন।

    মোহাম্মদ নাসিম এসময় সাংবাদিকদের বলেন, ঈদের ছুটিতে হাসপাতালে রোগী সেবার দুর্বিসহ চিত্র দেখা যায়। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা একযোগে ছুটি নিয়ে বাড়ি চলে যান। এতে করে রোগীরা চিকিৎসা বঞ্চিত হন। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। এসব থেকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ঈদের ছুটিতে রোগী সেবা নিয়ে কোন অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

    মহাখালীতে বেদখলকৃত সরকারি জমি ঈদের পর উচ্ছেদের ঘোষণা দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সরকারি শত শত একর জমি দখল করে বস্তি গড়ে তোলা হয়েছে। এতে করে আশপাশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। ঈদের পর এ জমি উদ্ধারে পদক্ষেপ নেয়া হবে। দখলকৃত জমি দখলমুক্ত করে মহাখালীতে স্বাস্থ্য অঞ্চল  গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

    এর আগে বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে প্রবেশ করেন মন্ত্রী। প্রথমে তিনি আউটডোরে প্রবেশ করেন। একে একে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, ব্রংকাইটিস, অ্যাজমা বিভাগসহ বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে  কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। মোহাম্মদ নাসিম হাসপাতালকে দালালমুক্ত রেখে সেবার মান বাড়ানোর জন্য পরিচালককে নির্দেশ দেন। এছাড়া টয়লেট, মেঝেসহ  হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

    এ সময় অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নুরুল হক এবং পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. শামিউল ইসলাম উপস্থিত ছিলেন।

#

পরীক্ষিৎ/সাইফুল্লাহ/মোশারফ/রফিকুল/রেজাউল/২০১৫/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৯৫৫

২৮ জুলাই থেকে ৩ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
    আগামী ২৮ জুলাই থেকে ৩ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ’১৫ উদযাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
    আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এর সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
    দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং লাগসই প্রযুক্তিভিত্তিক মৎস্যচাষ ও ব্যবস্থাপনা সম্পর্কিত সম্প্রসারণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতিবছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করে। প্রতিবছরের মতো এবার এসপ্তাহের স্লোগান নির্ধারণ করা হয়েছে। “সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে”।
    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় এবং জেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
    মৎস্য সপ্তাহের প্রথম দিন ২৮ জুলাই সকাল ৮টায় মৎস্যভবন থেকে প্রেসক্লাব হয়ে মুক্তাঙ্গন পর্যন্ত সড়ক র‌্যালি এবং একই দিন সকাল দশটায় মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
    জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে প্রধানমন্ত্রী এসপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং মৎস্য সম্পদের উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় মৎস্য পুরস্কার প্রদান করবেন। পরে গণভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। এদিন বিভিন্ন জাতীয় পত্রিকায় এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
    কর্মসূচির তৃতীয় দিন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গভবনস্থ পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন এবং সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে অর্থমন্ত্রী এ এম এ মুহিত পাঁচ দিনব্যাপী মৎস্য মেলার উদ্বোধন করবেন।
    কর্মসূচির চতুর্থ দিন স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।
    পঞ্চম দিন শিশু একাডেমিতে বিষয়ভিত্তিক চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বিভিন্ন স্থানে আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী এবং জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে ধর্মমন্ত্রী ২ দিন ব্যাপী মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধন করবেন।
    মৎস্য সপ্তাহের ষষ্ঠদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  ঈড়ফবং ড়ভ ঈড়হফঁপঃং ভড়ৎ ইধহমষধফবংয ঝযৎরসঢ়ং ওহফঁংঃৎু  বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
    শেষদিন ৩ আগস্ট মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
    জাতীয় মৎস্য সপ্তাহ’১৫ উদযাপন উপলক্ষে আজ অনুষ্ঠিত জাতীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের সচিব শেলিনা আফরোজা পিএইচডি, অতিরিক্ত সচিব মোঃ আনিছুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব গাজী আলী আকবর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
#
আকতারুল/সাইফুল্লাহ/মোশারফ/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৫৪

ই-নথি কার্যক্রম উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
দেশের ডিজিটাল কার্যক্রম এক ধাপ এগিয়ে গেল

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
        জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজ থেকে সকল পর্যায়ে ই-নথি কার্যক্রম চালু করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রেরিত একটি ফাইল অনুমোদনের মাধ্যমে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
    অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ই-নথি কার্যক্রম চালু হওয়ায় দেশের ডিজিটাল কার্যক্রম একধাপ এগিয়ে গেল। ফলে স্বল্প সময়ে প্রত্যাশিত নাগরিক সেবা প্রদানের পাশাপাশি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
    এ কার্যক্রমের ফলে এখন থেকে মন্ত্রণালযের সাথে মাঠপ্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাথে ই-নথি কার্যক্রম চালু করা সম্ভব হবে।
    ইতোমধ্যে ই-নথির সফটওয়্যার ব্যবহারের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের প্রায় ২১০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাকে ই-নথি ব্যবহারের উপযোগী বাংলা ইউনিকোডের বিষয়ে প্রশিক্ষণ এবং জাতীয় ই-সেবা সিস্টেম ব্যবহারের জন্য আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হয়েছে ।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বক্তৃতা করেন।
#
তৌহিদুল/সাইফুল্লাহ/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৬৪৫ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৫৩

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :

    দশম জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠক আজ কমিটি সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য মো. ইসরাফিল আলম, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং মো. আয়েন উদ্দিন বৈঠকে অংশগ্রহণ করেন।
     বৈঠকে বহির্বিশ্বে জনশক্তি প্রেরণের লক্ষ্যে ইতোমধ্যে নিবন্ধিত জনশক্তির চূড়ান্ততালিকা প্রকাশ এবং তালিকায় যারা নিবন্ধিত হবেন তাদের মালয়েশিয়ায় প্রেরণ, বহির্বিশ্বে মানবপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আরও জানানো হয় যে, বৈধভাবে বিদেশভ্রমনের ক্ষেত্রে করণীয়, বর্জনীয় বিষয়সম্বলিত, সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণের জন্য বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে বিজ্ঞাপন প্রচার ও ইলেকট্রনিক মিডিয়াতে তথ্য প্রচার করে  বিদেশ গমনেচ্ছুক কর্মীদের সচেতনতা বৃদ্ধির ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ব্যাংককে সরকারী তফসিলভুক্ত ব্যাংক করার জন্য কমিটির পক্ষ থেকে অর্থমন্ত্রণালয়কে পত্রপ্রেরণের সুপারিশ করা হয়।
অবৈধভাবে মানবপাচার বন্ধ এবং বিদেশগামী কোন কর্মী যাতে প্রতারণার শিকার না হয় সেবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বহির্বিশ্বে জনশক্তি প্রেরণে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং বহির্বিশে জনশক্তি আরো অধিক হারে প্রেরণের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সুপারিশ করে কমিটি।     
          বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
এমাদুল/শাহ আলম/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৪৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৫২

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি :
৩৪টি প্রতিষ্ঠানকে সাড়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :

বাণিজ্য মন্ত্রণালয়াধিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের মোট ৭ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে গত শুক্রবার বাজার তদারকি করা হয়।

           ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আরেফিনের নেতৃত্বে ঢাকা মহানগরীর দারুস সালাম এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) তৈরির অপরাধে কুটুম হোটেল এন্ড রেস্টুরেন্ট, খাজা হোটেল এন্ড রেস্টুরেন্ট, স্টার হোটেল এন্ড কাবাব এবং প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্ট যথাক্রমে  ৫০ হাজার টাকা, ২০ হাজার টাকা, ১০ হাজার টাকা এবং ২০ হাজার টাকা এবং খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে হোটেল এশিয়া এবং রসের ফোটাকে যথাক্রমে ২ হাজার টাকা এবং ৮ হাজার টাকাসহ মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় ।

অপরদিকে, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জুবায়ের আহমেদের নেতৃত্বে চট্টগ্রাম পাঁচলাইশ থানা এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা, খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে খুলনা সদরে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৩ হাজার টাকা,  সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম-উদ-দৌলার নেতৃত্বে সিলেট কোতোয়ালী থানা এলাকায় ৬টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা, বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্রের নেতৃত্বে বরিশালের সদর উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামের নেতৃত্বে রংপুরের সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকাসহ মোট ২ লাখ ৫২ হাজার টাকা পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্যবিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে জরিমানা আরোপ করা হয়।

           মোট ৭টি বাজার তদারকিতে ৩৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া গত ৯ জুলাই ২০১৫ তারিখে জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে জামালপুর সদরের বানিয়া বাজার এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। তদারকিকালে সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট মহানগর ও জেলা পুলিশ, ক্যাব, বাজার কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসন এসব তদারকিকার্যে সহায়তা প্রদান করে।

#

হাবিবুর/খাদীজা/শাহ আলম/শুকলা/লাভলী/২০১৫/১৩০০ ঘণ্টা

 

Todays handout (7).doc Todays handout (7).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon