Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মে ২০২২

তথ্যবিবরণী ০১ মে ২০২২

 

তথ্যবিবরণী                                                                                                                        নম্বর : ১৭৯৮ 

 

 

কোথাও চাঁদ দেখা যায়নি; মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

 

ঢাকা, ১৮ বৈশাখ (১ মে ) :

         দেশের আকাশে আজ কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল ২ মে সোমবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩ মে মঙ্গলবার থেকে পবিত্র শাওয়াল মাস শুরু হবে। ফলে আগামী ৩ মে মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর  উদযাপিত হবে।

আজ সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এতে সভাপতিত্ব করেন।

সভায় অন্যান্যের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোঃ মুশফিকুর রহমানসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়,  মন্ত্রিপরিষদ বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ওয়াকফ প্রশাসক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

#

শারমীন/অনসূয়া/পরীক্ষিৎ/রেজ্জাকুল/শামীম/২০২২/ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১৭৯৭

প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মক্ষম করা হবে

                                     -আইসিটি প্রতিমন্ত্রী

সিংড়া (নাটোর), ১৮ বৈশাখ (০১ মে) :

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান ও কর্মক্ষম করে গড়ে তোলা হবে। সে লক্ষ্যে দেশের হাইটেক পার্কসমূহে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী আজ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সিংড়া পৌরসভার ১৭৫ জন প্রতিবন্ধীদের মাঝে ঈদুলফিতর উপলক্ষ্যে ঈদসামগ্রী ও পথশিশুদের মাঝে নতুন পোশাক ও খাদ্য-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের যেন পরিবারে বা দেশের বোঝা মনে করা না হয়, সেজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে ২৫০০ প্রতিবন্ধীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলার আয়োজন ও পড়ালেখার জন্য ব্রেইল টেকনোলজি ও প্রযুক্তিগত সমাধান বের করা হয়েছে বলেও তিনি জানান।

পলক বলেন, মায়ের মমতা দিয়ে প্রতিবন্ধীদের বুকে টেনে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সারাবিশ্বের প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান ও শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সিংড়াকে উন্নত আধুনিক সিংড়ায় পরিণত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী মহান মে দিবস -২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং তাঁর ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র অসহায় শ্রমিকদের মাঝে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ করেন।

#

শহিদুল/ অনসূয়া/পরীক্ষিৎ/রেজ্জাকুল/মাসুম/২০২২/১৭০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১৭৯৬  

শেখ হাসিনার সরকার শ্রমিকবান্ধব সরকার

                       ---নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা, ১৮ বৈশাখ (১ মে ) :

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের শ্রমিকদের এখন অধিকার আদায়ের জন্য ইউএনও অফিস ঘেরাও করতে হয় না। আগে দেখতাম শ্রমিকরা রাজপথ দখল করে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করতেন। এখন আর তা করতে হয় না, কারণ শেখ হাসিনার সরকার শ্রমিকবান্ধব সরকার।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরল বাজারের বকুলতলা মোড়ে উপজেলার সকল শ্রমিক সংগঠনের আয়োজনে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের মাতারবাড়ীতে  গভীর সমুদ্র বন্দর হচ্ছে। পৃথিবীর বড় বড় জাহাজগুলো আগামী তিন চার বছরের মধ্যে বাংলাদেশের মাতারবাড়ীতে নোঙর করবে। বঙ্গবন্ধু সাফারি পার্কে, হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। গাইবান্ধায় গোবিন্দগঞ্জের শুধুমাত্র সুগার মিল ছিল, সেখানে পৃথিবীর বড় বড় শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান। আগামী ৩-৪ বছরের মধ্যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে এবং এ অঞ্চলের অর্থনীতি বিকশিত হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পার্শ্ববর্তী উন্নয়নশীল দেশগুলো কোভিড-১৯ পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে। মালদ্বীপ, শ্রীলংকার মতো দেশ ধনী থেকে গরীব হয়ে যাচ্ছে। অথচ শেখ হাসিনার দূরদর্শী ও সাহসী নেতৃত্বের কারণে আমাদের অর্থনীতিকে ধরে রাখতে পেরেছি।

শেখ হাসিনার আহ্বানে মৃত্যু ঝুঁকি নিয়েও বাংলাদেশের অর্থনীতিকে ধরে রাখতে শিল্প প্রতিষ্ঠানগুলো খোলা রেখেছি। জীবন এবং জীবিকার কথা চিন্তা করেই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক সেদিন শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়েছিল।

উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি হাসান ফরিদ বিদ্যুৎ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এবং জেলা ও উপজেলার শ্রমিক নেতৃবৃন্দ।

#

জাহাঙ্গীর/অনসূয়া/পরীক্ষিৎ/রেজ্জাকুল/শামীম/২০২২/১৭৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                          নম্বর : ১৭৯৫

শেখ হাসিনার হাত ধরে শ্রমিকের মজুরি ৬ থকে ৮ গুণ বেড়েছে

-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রাম ১৮ বৈশাখ (০১ মে) :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে বিভিন্ন সেক্টরে শ্রমিকদের মজুরি ৬ থেকে ৮ গুণ বৃদ্ধি পেয়েছে। আর বিএনপি তাদের আমলে বিভিন্ন সময়ে অধিকার আদায়ে আন্দোলনকারী শ্রমিকদের গুলি করে হত্যা করেছে। এটিই বঙ্গবন্ধুকন্যার সাথে অন্যদের পার্থক্য।

আজ মন্ত্রী বন্দরনগরী চট্টগ্রামে তার দেওয়ানজী পুকুরপাড়ের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন মন্ত্রীর সাথে ছিলেন।

মে দিবস উপলক্ষ্যে মন্ত্রী বলেন, ‘আজ পহেলা মে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ পদক্ষেপের কারণেই শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত হয়েছে, ক্রয়ক্ষমতা বেড়েছে। ২০০৯ সালে আমরা সরকার গঠন করার আগে গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ছিল ১ হাজার ৬৫০ টাকা, এখন সেটি ৮ হাজার টাকায় উন্নীত হয়েছে। পাটকল শ্রমিকদের ন্যুনতম মজুরি ছিল মাত্র ৯৬০ টাকা, এখন সেটি ৮ হাজার ৩’শ টাকায় উন্নীত হয়েছে।’

এভাবে বঙ্গবন্ধুকন্যার হাত ধরে বিভিন্ন সেক্টরে শ্রমিকদের মজুরি ৬ থেকে ৮ গুণ বেড়েছে উল্লেখ করে ড. হাছান বলেন, একইসাথে শ্রমিকদের চিকিৎসা, যাতায়াত, বাড়িভাড়া, গার্মেন্টস শ্রমিকদের দুপুরের টিফিনের ব্যবস্থাসহ বিভিন্ন ভাতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিশ্চিত করেছে। আশির দশকে শ্রমিকের মজুরি সাড়ে তিন কেজি চালের দামের সমান করার স্লোগান ছিল। আর এখন শ্রমিকের মজুরি ১৫ কেজি চালের মূল্যের সমান হয়েছে।

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য 'শেখ হাসিনাকে দেশে ফিরতে জিয়াউর রহমান সহযোগিতা করেছিলেন' এ নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, 'এটি তাদের মিথ্যাচারের আরেকটি প্রমাণ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে যখন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়, তখন তিনি ভারত থেকে যাতে দেশে না আসেন সেজন্য সমস্ত প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন জিয়াউর রহমান। কিন্তু বঙ্গবন্ধুকন্যা ঘোষণা করেছিলেন, যে কোনো মূল্যে বাংলাদেশে আসবেন। তাঁর এই দৃঢ়চেতা মনোভাব, একইসাথে আন্তর্জাতিক চাপের কারণে জিয়া বঙ্গবন্ধুকন্যাকে দেশে আসতে দিতে বাধ্য হয়েছিলেন।'

শুধু তাই নয়, বঙ্গবন্ধুকন্যা আসার সময় বিমানবন্দরে যাতে লোকসমাগম না হয় সেজন্যও জিয়া নানা প্রতিবন্ধকতা তৈরি করেছেন উল্লেখ করে ড. হাছান বলেন 'দেশে আসার পর শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে একটি মিলাদ পড়াতে চেয়েছিলেন। জিয়া সেই  অনুমতি দেননি। পরে ৩২ নম্বরের বাড়ির সামনের রাস্তায় জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহিদদের মাগফেরাত কামনা করে মিলাদ পড়াতে হয়েছে। এই হচ্ছে জিয়াউর রহমান এবং বিএনপি, আর টুকু সাহেব কি বলেন ?'

এ সময় সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশনায় সরকারের পক্ষ থেকে যাবতীয় পদক্ষেপের কারণে সাম্প্রতিক অন্যান্য বছরের তুলনায় এ বছর ঈদ যাত্রাটা অনেক নির্বিঘ্ন হয়েছে। মহাসড়ক, রেল সব ক্ষেত্রেই অন্যান্য বছরের তুলনায় ব্যবস্থাপনা অনেক ভালো।

অন্যান্যের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোনাফ সিকদার, সাধারণ সম্পাদক ইঞ্জি. শামসুল আলম তালুকদার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

#

আকরাম/অনসূয়া/ পরীক্ষিৎ/রেজ্জাকুল/মাসুম/২০২২/১৬৩৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১৭৯৪ 

হাওড়ের ৯০% বোরো ধান কাটা শেষ

ঢাকা, ১৮ বৈশাখ (১ মে ) :

এখনো পর্যন্ত হাওড়ের প্রায় ৯০% ধান কাটা শেষ হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জে ৮০%, নেত্রকোনায় ১০০%, ব্রাহ্মণবাড়িয়ায় ৬৮%, সিলেটে ৯২%, মৌলভীবাজারে ৮৮%, হবিগঞ্জে ৯০% এবং সুনামগঞ্জে ৯৫% ধান কাটা শেষ হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এ বছর দেশের হাওড়ভুক্ত ৭টি জেলা কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের হাওরে বোরো ধান আবাদ হয়েছে ৪ লাখ ৫২ হাজার ১৩৮ হেক্টর জমিতে, কাটা শেষ হয়েছে ৪ লাখ ৫০০ হেক্টর। আর হাওরের বাইরে উঁচু জমিতে (নন-হাওর) আবাদ হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ১৮০ হেক্টর জমিতে। 

মোট (হাওর ও নন-হাওড় মিলে) আবাদ হয়েছে ৯ লাখ ৫০ হাজার ৩১৮ হেক্টর জমিতে। এর মধ্যে এখন পর্যন্ত ৫ লাখ ৭১ হাজার ৬০০ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে, যা শতকরা হিসাবে ৬০ ভাগ (হাওড়ে ৯০%, নন-হাওরে ৩২%)। 

সম্প্রতি এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন,  ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার ও রিপার দেয়ায় হাওরে দ্রুততার সাথে ধান কাটা সম্ভব হচ্ছে। শুধু সুনামগঞ্জ জেলাতেই ৫৭৭টি কম্বাইন হারভেস্টার ধান কাটায় ব্যবহার হচ্ছে। এর ফলে বৈরি পরিবেশের মধ্যেও  দ্রুততার সাথে বোরো ধান কাটা সম্ভব হয়েছে।

          বৈরি আবহাওয়ার মধ্যে পাকা ধান দ্রুততার সাথে কাটার জন্য শুরু থেকেই কৃষি মন্ত্রণালয় কৃষকদেরকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার ও রিপার পর্যাপ্ত বরাদ্দ দেয়ার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও নিয়ে আসা হয়েছে। প্রায়  ১ হাজার ৬০০ কম্বাইন হারভেস্টার ও রিপার ধান কাটায় ব্যবহৃত হচ্ছে। যার মধ্যে ৩০০টি কম্বাইন হারভেস্টার অন্যান্য জেলা থেকে নিয়ে আসা হয়েছে। 

#

কামরুল/ অনসূয়া/পরীক্ষিৎ/রেজ্জাকুল/শামীম/২০২২/১৬৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর : ১৭৯৩

সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে

                                         -পরিবেশমন্ত্রী

ঢাকা, ১৮ বৈশাখ (০১ মে) :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, দলমত নির্বিশেষে সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ধনী দরিদ্র সকলে মিলে ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহ আনন্দের সাথে পালন করতে হবে।

মন্ত্রী আজ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসচ্ছল জনগণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সাধারণ জনগণের কষ্ট লাঘবে সবকিছু করছে। তিনি বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনসমূহ যেকোনো প্রয়োজনে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। প্রতিবারের ন্যায় বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ অসচ্ছল তিন শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়ায় সংগঠনটির নেতা-কর্মীদের পরিবেশমন্ত্রী ধন্যবাদ জানান।

#

দীপংকর/অনসূয়া/পরীক্ষিৎ/রেজ্জাকুল/মাসুম/২০২২/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ১৭৯২  

জাতির পিতা ছিলেন শ্রমজীবী মেহনতি মানুষের প্রেরণা

ঢাকা, ১৮ বৈশাখ (১ মে ) :

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, জাতির পিতা ছিলেন শ্রমজীবী মেহনতি মানুষের প্রেরণা। মহান মে দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ্যে একথা বলেন। 

আজ শ্রম প্রতিমন্ত্রীর এর নেতৃত্বে মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।  

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন।

মন্নুজান সুফিয়ান আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭২ সালে মে দিবসকে শ্রমিক সংহতি দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের স্বীকৃতি প্রদান করেন। শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মহান স্বাধীনতা লাভের পরের বছরই জাতির পিতার প্রচেষ্টায় বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও এর সদস্য পদ লাভ করে। আজ আইএলও’র সবক’টি মৌলিক কনভেনশন অনুসমর্থনকারী দেশ বাংলাদেশ। জাতির পিতার ব্যক্তিগত উদ্যোগে ১৯৭২ সালে এক দিনেই আইএলও’র পাঁচটি মৌলিক কনভেনশনসহ ২৯টি কনভেনশন অনুসমর্থন করেন। এ জন্যই শ্রম মন্ত্রণালয় এবং শ্রমিক সংগঠনগুলো মহান মে দিবসের সকালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বলে তিনি জানান।

শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী, অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিবগণ’ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

#

আকতারুল/অনসূয়া/পরীক্ষিৎ/রেজ্জাকুল/শামীম/২০২২/১৫১০ঘণ্টা

 

 

2022-05-02-10-45-d83779fc8743efb643a3a5e9c6147600.doc 2022-05-02-10-45-d83779fc8743efb643a3a5e9c6147600.doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon