Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০১৭

তথ্যবিবরণী 22 January 2017

Handout                                                                                                             Number: 232

State Minister for Foreign Affairs discussed Rakhine Muslims’ problem and

recruitment of Bangladeshi workers with Malaysian Foreign Minister

Dhaka, 22 January:

            State Minister for Foreign Affairs Md. Shahriar Alam met the Foreign Minister of Malaysia Dato Sri Anifah Aman in the sideline of 'Extraordinary Session of the OIC Council of Ministers on the situation of the Rohingya Muslim minority of Myanmar' held in Kuala Lumpur, Malaysia on 19 January. They have discussed bilateral issues including recruitment of Bangladeshi workers in Malaysia and exchanged views on the problem of Rakhine Muslims.

       While expressing satisfaction over the existing close relations between Malaysia and Bangladesh, State Minister Shahriar Alam pointed out that increased interactions in the political, economic and commercial areas have elevated the existing relations to newer heights. He particularly thanked Malaysian Government for declaring Bangladesh as an official source country for recruitment of workers. During their discussion over recruitment of Bangladeshi workers under the new G2G Plus mechanism, the State Minister expressed optimism that the new mechanism would resolve many problems which this sector had been suffered from the past. He assured of full cooperation from Bangladesh side to make the initiative successful.

            Malaysian Foreign Minister explained the background of convening the Extraordinary Session of OIC Council of Foreign Ministers and mentioned that Myanmar cannot ignore the voice of 1.6 billion Muslims. State Minister Shariar Alam informed the Malaysian Minister on the recent influx of Rakhine Muslims into Bangladesh, residual refugees of past exodus and of 3,00,000 undocumented Myanmar nationals staying in Bangladesh. He opined that Rakhine Muslims’ problem is not an inter-religious conflict; rather it’s a serious human rights issue of persecuted stateless Muslim population of Rakhine State. Both the Ministers agreed on the need for greater role of ASEAN, OIC and the UN to find a durable solution of the problem.

#

Khaleda/Salim/Mosharaf/Rezaul/2017/1802 hours

 

Handout                                                                                                              Number: 231

Polish Ambassador calls on State Minister for Foreign Affairs

Dhaka, 22 January:

            Tomasz Lukaszuk, Non-resident ambassador of the Republic of Poland to Bangladesh based in New Delhi called on State Minister for Foreign Affairs Md. Shahriar Alam this afternoon at the Ministry of Foreign Affairs.

            During the call on, the State Minister and the Polish Ambassador discussed various ways for strengthening bilateral relationship and expanding economic and trade cooperation between the two countries.

            Putting emphasis on the exchange of high level visit between Bangladesh and Poland, ambassador Tomasz Lukaszuk conveyed the invitation from the Polish Deputy Foreign Minister to Shahriar Alam.

#

Khaleda/Salim/Mosharaf/Rezaul/2017/1744 hours

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৯

কার্য উপদেষ্টা কমিটির চতুর্দশ বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি):

দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্দশ বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।

    কমিটির সদস্য সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, মোঃ ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আগামী ৯ মার্চ, ২০১৭ তারিখ পর্যন্ত চলবে এবং প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল ৪.৩০ টায় শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। এছাড়া রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

মোতাহের/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭১০ ঘণ্টা


 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৩০

এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী

ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি):

    আগামীকাল ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠেয় এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম (ইডব্লিউএফ)-এ যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এবং ন্যাশন্যাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল (এনএসডিসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম।

    বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে  শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং এক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করতে দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

    বাংলাদেশের শিক্ষামন্ত্রী ফোরামের মূল পর্বে বিভিন্ন বৈঠকসহ মিনিস্টেরিয়াল প্লেনারি সেশনে অংশগ্রহণ করবেন। এছাড়া শিক্ষামন্ত্রী  ই-নাইন দেশসমুহের মন্ত্রী বা তাদের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। ঢাকায় আগামী  ৫-৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে তিনি এসময় আলোচনা করবেন।

    ইডব্লিউএফ-এ যোগদানের উদ্দেশে শিক্ষামন্ত্রী আজ রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
#

আফরাজ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৭০৯ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২২৮

নারীর ক্ষমতায়ন বাংলাদেশের সফলতার একটি মাইল ফলক
                                                       -স্পিকার

ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :      
                                                                                   
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন বাংলাদেশের সফলতার একটি মাইলফলক।
তিনি গতকাল ঢাকায় রেডিসন হোটেলে প্রাইড লিমিটেড আয়োজিত প্রাইড লিমিটেডের ২৫ বছর পূর্তিতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশেষ নারীর সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের কারনে বিশ্বে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় আসীন হয়েছে। তিনি এ ধারা অব্যাহত রাখতে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান।
স্পিকার বলেন, প্রাইড লিমিটেড তাদের ২৫ বছরের পথ চলায় বাংলাদেশের জন্য অনেক সফলতা বয়ে এনেছে। অনেক প্রতিযোগিতা ও চ্যালেঞ্জের মধ্যেও যে সামনে যাওয়া যায় সেটা তারা অর্জন করেছে। তাই তিনি তাদের সফলতা কামনা করে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. নাসরীন হোসেন, প্রাইড লিমিটেডের পরিচালক অধ্যাপক এম এ মোমেন, ড. মোহাম্মদ এ মইন এবং মোহাম্মদ এ মুয়িদ বক্তৃতা করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে ১৫ জন স্বীকৃতিপ্রাপ্ত নারীকে সম্মাননা প্রদান করা হয়।
#

নূরুল/অনসূয়া/নুসরাত/রেজ্জাকুল/আসমা/২০১৭/১২০০ ঘণ্টা                                        

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২২৭
পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“পুলিশ সপ্তাহ ২০১৭ উপলক্ষে আমি বাংলাদেশ পুলিশের বর্তমান ও প্রাক্তন সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদারদের বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনস্রে অকুতোভয় সদস্যগণ সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। দেশমাতৃকার স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
আওয়ামী লীগ সরকার সর্বদাই পুলিশবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে আন্তরিকভাবে কাজ করেছে। আমরা মনে করি, দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন, প্রগতি, জননিরাপত্তা তথা সার্বিক কল্যাণ সাধনে যুগোপযোগী পুলিশবাহিনীর বিকল্প নেই। বর্তমান গণতান্ত্রিক সরকার বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রযুক্তি, প্রশিক্ষণ, জনবল বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে, যার সুফল ইতোমধ্যে দেশের জনগণ পেতে শুরু করেছে। বাংলাদেশ পুলিশের সকল অঙ্গনে আজ নারী পুলিশের কর্মমুখরতা প্রতিষ্ঠানটিকে আরও জনবান্ধব করে তুলেছে।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। দেশের সকল প্রয়োজন ও সঙ্কটকালে বাংলাদেশ পুলিশ জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশবাহিনীর সাফল্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা বাংলাদেশকে বিশ্ব পরিম-লে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
আমি আশা করি, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেমে উজ্জীবিত হয়ে জননিরাপত্তা বিধানও জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। সেবা প্রত্যাশী মানুষকে স্বল্পতম সময়ে কাক্সিক্ষত সেবা প্রদান করে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন। সরকারের রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নের অন্যতম নিয়ামত শক্তি হিসেবে কাজ করবেন।   
আমি পুলিশ সপ্তাহ ২০১৭ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নজরুল/অনসূয়া/শহিদ/জসীম/আসমা/২০১৭/১১৩০ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                               নম্বর : ২২৬   
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পুলিশ সপ্তাহ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“পুলিশ সপ্তাহ ২০১৭ উপলক্ষে আমি বাংলাদেশ পুলিশ পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে পাক হানাদারদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে রাজারবাগ পুলিশ লাইনস্রে নির্ভীক পুলিশ সদস্যগণ। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনাকারী বীর পুলিশ সদস্যদের, যাঁরা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শতাব্দীর ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি জনগণের জানমালের নিরাপত্তা বিধান, আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়তাসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। আমার দৃঢ় বিশ^াস, ‘শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি’ এ মন্ত্রে দীক্ষিত দেশপ্রেমিক পুলিশ সদস্যগণ তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান ও আন্তরিক হবেন।
আন্তর্জাতিক পরিম-লেও আজ বাংলাদেশ পুলিশ সুপরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ সদস্যদের দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি বিভাগে নারী পুলিশের পদচারণা যেমন প্রতিষ্ঠানটিকে করেছে যুগোপযোগী তেমনি দেশের নারী ও শিশুদের সেবা প্রদানে যুক্ত করেছে নতুন মাইলফলক। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম ও মানবতার মন্ত্রে উজ্জীবিত হয়ে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে কাজ করে জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে বলে আমার বিশ^াস।
বর্তমান সরকার বাংলাদেশ পুলিশবাহিনীকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সেবার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ পুলিশ জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে-এ প্রত্যাশা আমাদের সকলের।
আমি পুলিশ সপ্তাহ ২০১৭ এর সার্বিক সাফল্য কামনা করছি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।
#
আজাদ/অনসূয়া/শহিদ/জসীম/আসমা/২০১৭/১১৩০ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ২২৫
জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :     
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ জানুয়ারি-২০১৭ জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) প্রতি বছরের মতো এবারও ২৩ জানুয়ারি-২০১৭ তারিখে ‘জাতীয় প্রশিক্ষণ দিবস’ উদ্যাপন করছে জেনে আমি আনন্দিত। এ আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।
বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে আমাদের সবাইকে সফল ব্যবস্থাপনার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সরকারি কর্মকর্তাদের সৃজনশীল কৌশল প্রণয়ন ও ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। এক্ষেত্রে লক্ষ্যমুখী প্রায়োগিক প্রশিক্ষণের গুরুত্ব অনস্বীকার্য। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সঙ্গে বিএসটিডি অনুঘটক হিসেবে কাজ করছে।
আমি জেনে আনন্দিত যে, বিএসটিডি ইতোমধ্যে বিভিন্ন ট্কেসই কার্যক্রমের মাধ্যমে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলেছে। গত ৩৬ বছর ধরে এই সমিতি নিরলসভাবে জনপ্রশাসন ও ব্যবস্থাপনায় নিয়োজিত প্রশিক্ষকদের সেবা দিয়ে আসছে।
বিএটিডি মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ আমার প্রত্যাশা।
আমি বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি’র ২১তম জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”

#

নজরুল/অনসূয়া/শহিদ/জসীম/শামীম/২০১৭/১১২০ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২২৪   
জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ৯ মাঘ (২২ জানুয়ারি) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) প্রতি বছর ২৩ জানুয়ারি ‘জাতীয় প্রশিক্ষণ দিবস’  পালন করে আসছে জেনে আমি আনন্দিত। বিএসটিডি’র এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।
বিশ্বায়ন, জলবায়ু পরিবর্তন, মুক্তবাজার অর্থনীতি, তথ্যের অবাধ প্রবাহ এবং প্রযুক্তি হস্তান্তরের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণে প্রয়োজন দক্ষ মানবসম্পদ। বর্তমান সরকার গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে জনপ্রশাসনের কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা শাণিত করার লক্ষ্যে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছে। এ উদ্যোগ কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের আচরণ ও শৃঙ্খলা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি । টেকসই উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে পেশাদার প্রশিক্ষকদেরকে ব্রতী হতে হবে। এ ক্ষেত্রে বিএসটিডিসহ অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্রের ভূমিকা অপরিসীম বলে আমি মনে করি।
একুশ শতকের যুগোপযোগী মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ প্রদানই যথেষ্ট নয়, প্রায়োগিক প্রশিক্ষণের মাধ্যমে ইপ্সিত ইতিবাচক ফল অর্জনই হলো মূলকথা। আমি মনে করি দেশ ও সমাজের উন্নয়নে ফলপ্রসূ প্রশিক্ষণ সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারবে।
আমি জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে  গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করি ।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/শহিদ/জসীম/শামীম/২০১৬/১১২০ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না                                                            

Todays handout (3).docx Todays handout (3).docx