Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ১৯ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৬২

বিশ^বিদ্যালয় ক্যাম্পাসকে জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত রাখতে ভূমিমন্ত্রীর আহ্বান

ঢাকা, ৪ঠা কার্তিক (১৯শে অক্টোবর):
    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বিশ^বিদ্যালয় ক্যাম্পাসকে জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর উত্তরায় আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশ^বিদ্যালয়ের ৭৩তম ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
    ভূমিমন্ত্রী ছাত্রছাত্রীদের গণতন্ত্রের প্রতি আস্থা ও বিশ^াস রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, নিজেকে গড়া হলে একটি সুন্দর পরিবার গড়া হবে, আর সুন্দর পরিবার গড়া হলে এ দেশ সোনার বাংলা হবে।
তিনি আরো বলেন, প্রযুক্তি জ্ঞানসম্পন্ন আধুনিক শিক্ষা ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে লেখাপড়ায় আরো মনোযোগী হতে হবে।
বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মাহমুদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রানার ওয়েল ও গ্যাস কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত সচিব ড. মো. মজিবুর রহমান, অধ্যাপক ড. মনিরুল ইসলাম, প্রফেসর আব্দুল হক, ড. উৎপল কান্তি দাশ, প্রফেসর ড. এ জেড এ সাইফুল্লাহ, ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আবুল বাসার বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩২৬১

চরের টেকসই উন্নয়নে জাতীয় সংলাপ অনুষ্ঠিত

ঢাকা, ৪ঠা কার্তিক (১৯শে অক্টোবর) :

    দেশের ৪০টি জেলার শতাধিক উপজেলার প্রায় এক কোটি চরবাসীর সার্বিক জীবন মানোন্নয়নে জাতীয় চর উন্নয়ন বোর্ড বা ফাউন্ডেশন গঠন করা অপরিহার্য। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ন্যাশনাল চর এ্যালায়েন্স (এনসিএ) কর্তৃক ‘চরের টেকসই উন্নয়নে প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজনীয়তা: নীতি নির্ধারকগণের ভূমিকা’ শীর্ষক এক জাতীয় সংলাপে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এ অভিমত ব্যক্ত করেন। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    এনসিএ চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

    ডেপুটি স্পিকার বলেন, চরাঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি স্বেছাসেবী সংগঠনগুলোকে সহায়ক ভূমিকা রাখতে হবে। তিনি এ ব্যাপারে জাতীয় সংসদের সহযোগিতার আশ্বাস দেন। তিনি এনসিএ’কে একটি মডেল সংগঠন হিসেবে উল্লেখ করে চরাঞ্চলবাসীর জন্য সুপরিকল্পিত কর্মকৌশল নির্ধারণের পরামর্শ দেন।

    এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, পল্লিউন্নয়ন ও সমবায় বিভাগ অতিদরিদ্র চরবাসীর দারিদ্র্য নিরসনে ডিএফআইডি’র অর্থায়নে ৯৩১ কোটি টাকা ব্যয়ে চর জীবিকায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ বিভাগটি যমুনা, পদ্মা ও তিস্তা চরাঞ্চলের মার্কেট চ্যানেল উন্নয়ন প্রকল্পের (এমফোরসি) মাধ্যমে চরবাসীর বিপর্যয় হ্রাসে ৬৩ কোটি টাকা ব্যয়ে  ২০১৩ সালের মে মাস হতে ২০১৭ সালের নভেম্বর মাস পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে।

#

আহসান/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৬০

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে
                                                              -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ৪ঠা কার্তিক (১৯শে অক্টোবর):
    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চট্টগ্রামের মীরসরাইসহ দেশের বিভিন্ন অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে পরিবেশ সংরক্ষিত হবে। আমরা পাবো পরিবেশবান্ধব বাংলাদেশ। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি হতে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানোর জন্য আরো গবেষণা প্রয়োজন। বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এ বিষয়ে উদ্যোগী হয়ে কাজ করবে।
    প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে ময়মনসিংহে ৫০ মেগাওয়াট সোলার পার্ক হতে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সাশ্রয়ী ম–ল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে চাই। গ্রিন বা পরিবেশবান্ধব এনার্জিকে উৎসাহিত করতে আমরা যে নীতিমালা করেছি তাতে ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি হতে আসবে। সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ, উন্নয়ন ও সহযোগিতার জন্য স্রেডা গঠন করা হয়েছে। কাক্সিক্ষতভাবেই নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটবে।
    অনুষ্ঠানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) ও সিঙ্গাপুরের কোম্পানি ঐউঋঈ ঝরহচড়বিৎ খঃফ. এর মধ্যে ময়মনসিংহের সুতিয়াখালিতে স্থাপিত সোলার পার্ক হতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের চুক্তি স¦াক্ষরিত হয়। বাবিউবো’র পক্ষে বোর্ডের সচিব মীনা মাসুদ উজ্জামান এবং সিঙ্গাপুরের কোম্পানির পক্ষে কোম্পানিটির চেয়ারম্যান ঘম ঐধহ কড়শ চুক্তিতে স¦াক্ষর করেন।
    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ ও ঐউঋঈ ঝরহচড়বিৎ খঃফ. এর ব্যবস্থাপনা পরিচালক থান চী উন (ঞযধহ ঈযবব অঁহ) বক্তব্য রাখেন।
#
আসলাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ৩২৫৯

সংস্কৃতিমন্ত্রীর সাথে জাপানের মারুহিসা গ্রুপের প্রধান নির্বাহীর সাক্ষাৎ

ঢাকা, ৪ঠা কার্তিক (১৯শে অক্টোবর):
    সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে জাপানের গধৎঁযরংধ এৎড়ঁঢ় এর প্রধান নির্বাহী কর্মকর্তা করসরহড়নঁ ঐরৎধরংযর সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দু’দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও সংস্কৃতিসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও গধৎঁযরংধ এৎড়ঁঢ় এর ঢাকা অঞ্চলের ব্যবস্থাপক ডধশধহব ঙশধসঁৎধ এ সময় উপস্থিত ছিলেন।
    সাক্ষাতে মারুহিসা গ্রুপের প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশ ও জাপান পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। সুদীর্ঘ সময় ধরে ব্যবসা-বাণিজ্য, অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে জাপান বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। বাংলাদেশও সবসময় জাপানের পাশে থেকেছে। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি আবহমান, ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ। এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য জাপানের চেয়েও প্রাচীন। কিন্তু জাপানের জনগণ বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তেমনভাবে জানে না। এ বিষয়টি উপলব্ধি করে তিনি গত বছর অধি-ঙফড়ৎর চৎড়লবপঃ গ্রহণ করেন যার মূল উদ্দেশ্য বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে জাপানের জনগণকে জানানো, যাতে করে দু’দেশের জনগণ পরস্পরের আরও কাছে আসতে পারে।
    তিনি আরো বলেন, গত বছর অত্যন্ত সফলভাবে এ প্রজেক্ট জাপানের ঞড়শঁংযরসধ চৎবভবপঃঁৎব এ সম্পন্ন হয়, যেখানে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের নেতৃত্বে ১৪ সদস্যবিশিষ্ট একটি বাংলাদেশী সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী বছর অর্থাৎ ২০১৭ সালে এটি আবার জাপানে আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে অংশগ্রহণ করতে সংস্কৃতিমন্ত্রী ও বাংলাদেশী একটি সাংস্কৃতিক দলকে তিনি আমন্ত্রণ জানান।
    সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপান অত্যন্ত আন্তরিকভাবে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে একে অপরের সাথে কাজ করে যাচ্ছে। সরকারিভাবে জাপানের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি ও সংস্কৃতি বিনিময় কার্যক্রম চলমান রয়েছে। এর আওতায় জাপানের সাংস্কৃতিক দল বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের সাংস্কৃতিক দলও জাপান সফর করছে।
    মন্ত্রী গধৎঁযরংধ এৎড়ঁঢ় এর প্রধান নির্বাহীর অধি-ঙফড়ৎর চৎড়লবপঃ কে সাধুবাদ জানান এবং এ ক্ষেত্রে সবরকমের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
#
কুতুবুদ-দ্বীন/মাহমুদ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/ ১৯১৫ঘণ্টা

 

Handout                                                                                                               Number : 3258

Bangladesh Embassy in Washington

condoles the death of Shahidul Islam

Washington, October 19 :

            The Embassy of Bangladesh in Washington D.C. is profoundly shocked and saddened at the tragic death of Shahidul Islam, former Personal Officer at the Press Wing of the Mission. A pall of gloom descended on all officers and employees as they heard the sad news.

            Shahidul Islam died in a tragic road accident at Jatrabari, Dhaka while going to his office at the Secretariat Monday morning.

            The Embassy held a condolence meeting at the Bangabandhu Auditorium Tuesday morning. Bangladesh Ambassador to the USA Mohammad Ziauddin, officer and employees joined the condolence meeting that recalled sincerity, dedication and integrity of late Shahidul Islam in discharging of his duty. He won the heart and soul of every officer and employee of the embassy by his simplicity and cheerful demeanor.

            A special prayer was offered seeking divine blessings for the departed soul of late Shahidul Islam and expressed sympathy for the members of his bereaved family.

            Shahidul Islam joined the Ministry of Information in 1987. He served at Bangladesh High Commission in New Delhi and worked with ministers, secretaries and high officials of the Information Ministry.

#

Kamruzzaman/Mahmud/Sanjib/Joynul /2016/1830hours

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৩২৫৭


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৪ঠা কার্তিক (১৯শে অক্টোবর):
দশম জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস, মোহাম্মদ হাছান মাহমুদ, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মোহা. মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু বৈঠকে অংশগ্রহণ করেন।
     বৈঠকে ১২তম বৈঠকে গঠিত সাবকমিটি কর্তৃক দাখিলকৃত রিপোর্ট, সৃজনশীল পদ্ধতিতে শ্রেণিকক্ষে পাঠদানকারী শিক্ষকদের সক্ষমতা ও দক্ষতা অর্জনে গৃহীত কার্যক্রম, উপজেলা আইসিটি রিসোর্স সেন্টার স্থাপন প্রকল্পের অগ্রগতি, হালনাগাদ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 বৈঠকে উল্লেখ করা হয়, উপজেলা আই সি টি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউ আই টি আর সি ই) প্রকল্পের আওতায় ১২৫ টি উপজেলায় উপজেলা আইসিটি রিসোর্স সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন করে কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এ প্রকল্পের প্রকল্প সাহায্য অংশের শতভাগ কাজ সমাপ্ত হয়েছে এবং জিওবি অংশসহ প্রকল্পের মোট বাস্তবায়ন অগ্রগতির হার ৮৬ শতাংশ।
    বৈঠকে আরো উল্লেখ করা হয়, ইতোমধ্যে সৃজনশীল প্রশ্নপদ্ধতির সুষ্ঠু বাস্তবায়নে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এস ই এস ডি পি) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, দাখিল ও আলিম স্তরের মাস্টার ট্রেইনার হিসেবে ১২ দিনব্যাপী প্রায় ১৩ হাজার ৯৫০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উক্ত মাস্টার ট্রেইনারগণ মাধ্যমিক স্তর ও দাখিল স্তরের (৬ষ্ঠ থেকে ৯ম-১০ম শ্রেণি) মোট ৪ লাখ ৬ হাজার ৬৬৪ জন এবং উচ্চ মাধ্যমিক স্তর ও আলিম স্তরের (একাদশ-দ্বাদশ শেণি) মোট ৬৪ হাজার ২৯২ জন শ্রেণি শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করেছে।
    সৃজনশীল পদ্ধতিতে শ্রেণীকক্ষে পাঠদানকারী শিক্ষকদের সক্ষমতা ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে বৈঠকে সুপারিশ করা হয়।
    বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩২৫৬

সহিদুল ইসলামের মৃত্যুতে তথ্য সচিবের শোক

ঢাকা, ৪ঠা কার্তিক (১৯শে অক্টোবর) :

    তথ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ সহিদুল ইসলামের মৃত্যুতে তথ্য সচিব মরতুজা আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।

    তথ্যসচিব আজ এক শোকবার্তায় তাঁর অকাল মৃত্যুতে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

    উল্লেখ্য, গত ১৭ই অক্টোবর অফিসে আসার পথে যাত্রাবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সহিদুল ইসলাম মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ..... রাজিউন)।

    সহিদুল ইসলাম ৮ই নভেম্বর ১৯৬০ সালে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৭ সালে তথ্য মন্ত্রণালয়ে চাকুরীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লী এবং ওয়াশিংটনে প্রেস উইংয়ে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মন্ত্রী, সচিব ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি সদালাপী ছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

#

মোস্তফা/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৫৫

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন
শিক্ষামন্ত্রী আগামীকাল দেশে ফিরছেন

তাসখন্দ (উজবেকিস্তান), ১৯ অক্টোবর :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৩তম সম্মেলনে যোগদান শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন।
    ৫৭টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিবর্গের অংশগ্রহণে গতকাল শুরু হওয়া দু’দিনব্যাপী এ সম্মেলনে শিক্ষামন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ প্রতিনিধিদলে আরো ছিলেন উজবেকিস্তানে বাংলাদেশের অ্যাম্বেসেডর এক্সট্রাঅর্ডিনারি মাসুদ মান্নান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক গাউসুল আজম এবং ওআইসিতে বাংলাদেশের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ মো. নজরুল ইসলাম।
    উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আজিজ কমিলভ (অনফঁষধুরু কধসরষড়া) এর সভাপতিত্বে গতকাল ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় সংস্থার সদস্যদেশসমূহের মধ্যে সহযোগিতা আরো জোরদার করার আহ্বান জানান।
    জনাব নাহিদ বলেন, বিশ্বে বিরাজমান সংঘর্ষ, হানাহানি এবং জাতিগত ও সাংস্কৃতিক হিংসা বিভেদ নিরসনে শিক্ষার প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি তাঁর ভাষণে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য তুলে ধরেন।
    এর আগে গতকাল প্রচলিত রীতি অনুযায়ী ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪২ তম কাউন্সিলের সভাপতি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালিদ আল হামাদ আল সাবাহ (ঝযবরশয ঝধনধয কযধষরফ অষযধসধফ অষংধনধয) এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উজবেকিস্তানের অস্থায়ী প্রেসিডেন্ট সাবকাতমিরজিউয়েভ (ঝযধাশধঃ গরৎুরুড়বা)।
#
সাইফুল্লাহ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/  ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৫৪

সাড়ে আট হাজার কোটি টাকায় কর্ণফুলী টানেল নির্মাণ করতে যাচ্ছে সরকার

 

ঢাকা, ৪ঠা কার্তিক (১৯শে অক্টোবর):
    চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে কর্ণফুলী টানেলের নির্মাণকাজ তদারকি এবং ডিজাইন রিভিউ’র লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ চূড়ান্ত হয়েছে। এ লক্ষ্যে আজ রাজধানীর সেতু ভবনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    চুক্তি স্বাক্ষরের পর মন্ত্রী সাংবাদিকদের জানান, গণচীনের সাথে জি-টু-জি ভিত্তিতে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে চারলেনবিশিষ্ট কর্ণফুলী টানেল নির্মাণ করতে যাচ্ছে সরকার।
    এ সময় মন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল বাংলাদেশের প্রথম টানেল হওয়ায় সরকার অত্যন্ত সচেতনতার সাথে নির্মাণ তদারকি এবং কারিগরি বিষয়গুলো দেখছে। তিনি বলেন, কর্ণফুলী টানেল নির্মিত হলে চট্টগ্রাম হবে সাংহাইয়ের মতো ওয়ান সিটি টু টাউন। এশিয়ান হাইওয়ের সাথে সংযোগসহ টানেলটি যুক্ত করবে প্রস্তাবিত মিরসরাই-কক্সবাজার মেরিন ড্রাইভ, প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে এবং প্রস্তাবিত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পকে।
    মন্ত্রী আরো জানান, এর ফলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি নদীর ওপারে চীনের সহায়তায় নির্মাণাধীন ইপিজেডকে সংযুক্ত করা হবে। বাড়বে কর্মসংস্থান, সম্প্রসারিত হবে নগরায়ন। বদলে যাবে বৃহত্তর চট্টগ্রামের জনজীবনের চালচিত্র। অর্থনৈতিক সমৃদ্ধির মহাসড়কে উত্তরণে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যাবে।
    উল্লেখ্য, টানেলটি হবে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ। দু’প্রান্তের সংযোগ এবং একটি এক কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারসহ প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার। শিল্ড ড্রাইভেন প্রক্রিয়ায় নির্মিতব্য টানেলটি হবে দু’টি টিউবে দুইলেন করে চারলেনের।
    প্রায় ২ শত ৯১ কোটি টাকা মূল্যের এ চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ এবং পরামর্শক প্রতিষ্ঠানসমূহের পক্ষে মি. গ্যাভিন হ্যারং স্ট্রিড স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী পরামর্শক প্রতিষ্ঠান টানেলের বিস্তারিত নকশা রিভিউ এবং নির্মাণকাজ তদারকির দায়িত্ব পালন করবে।
    এসময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম, কর্ণফুলী টানেল নির্র্মাণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী ইফতেখার কবিরসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
নাছের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর: ৩২৫৩

বাজার তদারকি
৪৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা

ঢাকা, ৪ঠা কার্তিক (১৯শে অক্টোবর) :
    বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম, বরিশাল, বরগুনা, দিনাজপুর, মৌলভীবাজার, টাঙ্গাইল, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, যশোর, কুড়িগ্রাম ও সিলেটে আজ বাজার তদারকি করা হয়।
    ঢাকা বিভাগীয় কার্যালয় তেজগাঁও এলাকায় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ব্রকলি চাইনিজ থাই এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া জেলা কার্যালয় তেজগাঁও এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে আহমদ বিরিয়ানি হাউজকে ১৭ হাজার টাকা এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে হাংরী ডিলস এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকাসহ মোট ৪২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ডাবলমুরিং থানার ৩টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা এবং জেলা কার্যালয় ডাবলমুরিং থানা এলাকায় ১টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ৮টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, বরগুনা জেলার সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, দিনাজপুর জেলার সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    এছাড়া সিলেট বিভাগীয় কার্যালয় কোতোয়ালি থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা এবং জেলা কার্যালয় মহানগরের এয়ারপোর্ট থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকাসহ মোট ১ লাখ ৬৪ হাজার টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    বিভিন্ন বিভাগ ও জেলায় ১৭টি বাজার তদারকির মাধ্যমে ৪৭টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।
#

আফরোজা/মোবাস্বেরা/গিয়াস/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৬৫৩  ঘণ্টা   

Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon