Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী ২৬ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২১৭৯

 

 

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান, জরিমানা আদায়

 

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):

 

     গাজীপুরের জয়দেবপুরে সালনা ও ছয়দানা হাজীর পুকুর এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আজ একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

 

    অভিযানকালে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস মোবাইল কোর্ট পরিচালনা করে এপারেল প্রসেসিং ওয়াশিং ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ২টি বুস্টার জব্দ করেন। 

 

     এসময় অবৈধভাবে স্থাপিত আনুমানিক ২" ব্যাসের ৭০০ মিটার, ১" ব্যাসের ২৫০ মিটার, ৩/৪" ব্যাসের ১০০ মিটার হোস পাইপ ও ১" ব্যাসের ৮০০ মিটার পাইপ লাইন উত্তোলন ও জব্দ করা হয়।  

 

     এ সকল অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের ফলে প্রায় ১০০টি বাড়ির ২৫০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

 

 

                                                      #

 

শফিউল্লাহ/মেহেদী/সঞ্জীব/আব্বাস/২০২৪/২১৪৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২১৭৮  

 

দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণকারী ফায়ার ফাইটারের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ

 

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):  

     সচিবালয়ের অগ্নিদুর্ঘটনায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়ন (২৪)-এর জানাজায় অংশগ্রহণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

     উপদেষ্টা আজ রাজধানীর ফুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।

     জানাজা অনুষ্ঠানের আগে শহিদ মো. সোয়ানুর জামান নয়নের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদনকালে অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অভ্ অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

     জানাজায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল-সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

                              #

ফয়সল/মেহেদী/সঞ্জীব/শামীম/২০২৪/২০২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২১৭৭

 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে ৮ সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠিত

 

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):  

         

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে আহ্বায়ক করে পূর্বে গঠিত তদন্ত কমিটি বাতিল করে ৮ সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে।

          কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব; বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর; ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল; বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইয়াছির আরাফাত খান; বুয়েটের তড়িৎ ও  ইলেক্ট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত এবং সদস্য সচিব হলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

          কমিটি আগামী ৩০ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করবে।

          মন্ত্রিপরিষদ বিভাগ আজ এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

#

 

মেহেদী/সঞ্জীব/রফিকুল/শামীম/২০২৪/২০১০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ৫৫

 

টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:      

                        

মূলবার্তা :

‘বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয়ে পূর্বের কমিটি বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে আহ্বায়ক করে ৮ সদস্যের তদন্ত কমিটি পুনর্গঠন করা
হয়েছে–মন্ত্রিপরিষদ বিভাগ।’

 

#

মেহেদী/সুমন মেহেদী/সঞ্জীব/রফিকুল/আব্বাস/২০২৪/১৯৫৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২১৭৫

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে ১ হেক্টর বনভূমি

জবরদখলমুক্ত, সাভারে ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

 

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা বিটে যৌথ অভিযানে ১ হেক্টর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। আজ জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশ এ অভিযান পরিচালনা করে। জবরদখলমুক্ত হওয়া ভূমির বাজারমূল্য প্রায় ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।

 

অভিযানে ৭টি অবৈধ ঘর ও ২টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। বনভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

অপরদিকে, পরিবেশ অধিদপ্তর আজ সাভারের আশুলিয়ার চারিগ্রামে দু’টি অবৈধ সীসা কারখানা বন্ধ করে মালামাল জব্দ করেছে। একই দিনে সাভারের সাদুল্লাপুর এলাকায় মেসার্স রিপন ব্রিক্সে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

 

এছাড়া, মোহাম্মদপুরে বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রাখার অপরাধে দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

#

দীপংকর/মেহেদী/রফিকুল/শামীম/২০২৪/১৯২০ঘণ্টা

 

 

 

 

Handout                                                                                                     Number: 2176  

 

Hectare of Forestland Recovered in Tangail,

Brick Kiln Fined BDT 5 Lakh in Savar

 

Dhaka, 26 December:

            A joint operation in Tangail's Hatubhanga Beat under Mirzapur Upazila has recovered 1 hectare of encroached forestland. The operation, conducted today under the leadership of the district administration with support from the Army, Forest Department, and Police, reclaimed land valued at approximately BDT 1.23 crore.

 

During the operation, 7 illegal structures and 2 unauthorized sawmills were dismantled. Authorities have stated that similar operations will continue to protect forestland and biodiversity.

 

Meanwhile, the Department of Environment conducted an operation today in Charigram, Ashulia, Savar, shutting down two illegal lead factories and confiscating their equipment. On the same day, a separate operation at Messrs. Ripon Bricks in Sadullapur, Savar, imposed a fine of BDT 5 lakh.

 

Additionally, in Mohammadpur, a mobile court addressing air pollution filed cases against two entities for storing construction materials in the open, collecting fines totaling BDT 15,000. Such operations will continue to prevent environmental pollution.

 

#

Dipankar/Mehedi/Rafiqul/Shamim/2024/1958hour

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর:  ২১৭৪

 

 

দৃষ্টিনন্দন স্কুল করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক,

ট্রেনার ও অভিভাবকদের সহযোগিতা খুবই প্রয়োজন

                                 -প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):

শিশুর মানসিক বিকাশ ঘটানো, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগরীতে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন বহুতল নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ ঢাকায় মিরপুরস্থ লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গণে লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিশুরা পরিবেশ থেকে সবকিছু গ্রহণ করে, সুন্দর স্থাপনা মনকে প্রভাবিত করে, এ উদ্দেশ্যে দৃষ্টিনন্দন প্রকল্পের কাজ চলমান। এখন ঢাকায় দৃষ্টিনন্দন প্রকল্পের কাজ হচ্ছে। ঢাকার বাইরে সিটি কর্পোরেশন ও মিউনিসিপ্যাল এলাকায়ও পরবর্তীতে দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে। শিশুরা শুধু বই পড়ে শিখে, তা নয়। তারা স্কুলে অন্য শিশুদের সাথে মিশে, স্কুলের সামগ্রিক কার্যক্রম দেখে শিখে। সবচেয়ে বেশি শেখে অভিভাবকদের থেকে। কারণ শিশুরা অভিভাবকদের সাথে বেশি সময় থাকে। দৃষ্টিনন্দন স্কুল করার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, ট্রেনার ও অভিভাবকদের সহযোগিতা খুবই প্রয়োজন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ ও প্রকল্প পরিচালক মোঃ সাইফুর রহমান।

দৃষ্টিনন্দনভাবে নির্মিত পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন হল-মিরপুর এক নম্বর সেকশনের মাজার রোড সংলগ্ন লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন; মিরপুর সাত নম্বর সেকশনস্থ আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন; ঢাকার বাড্ডাস্থ আলাতুনন্নেসা হাই স্কুল সংলগ্ন ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন; ডেমরার কোনাপাড়া রোডস্থ পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এবং গুলশানস্থ মাস্টারবাড়ী বাজার-আটিপাড়া রোড সংলগ্ন মুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন।

এ পাঁচটি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২৭ কোটি ১২ লাখ ৩৮ হাজার টাকা। পাঁচটি ভবনের মধ্যে ৪টি ছয় তলা এবং ১টি ছয় তলা ভিতবিশিষ্ট চারতলা ভবন।

#

জাহাঙ্গীর/মেহেদী/রফিকুল/শামীম/২০২৪/১৮৩৫ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২১৭৩

 

 

 

সচিবালয়ে অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি

 নিরূপণে ২ টি কমিটি গঠনের নির্দেশ শ্রম উপদেষ্টার

                                                                               

 

 

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):

বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ২টি অফিস আদেশ জারি করা হয়। মন্ত্রণালয়ের নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডসমূহের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও তালিকা প্রস্তুত করা এবং ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনার ফলে উদ্ভূত ক্ষয়ক্ষতি রোধকল্পে করণীয় বিষয়ে সুপারিশ প্রদানের জন্য প্রশাসন অধিশাখার যুগ্মসচিব বেগম মোর্শেদা আক্তারকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আশরাফ হোসেন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সহকারী সচিব মো: মোস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব হিসেবে আছেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাসুম।

এছাড়া মন্ত্রণালয়ের সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মো: আবদুছ সামাদ আল আজাদকে আহ্বায়ক করে অপর ১টি কমিটি গঠন করা হয়েছে। গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে আছেন উপসচিব মোহাম্মদ সাইদুর রহমান, সিস্টেম এনালিস্ট সুকান্ত বসাক, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এ.এস.এম মেহরাব হোসেন, সদস্য সচিব হিসেবে আছেন উপসচিব মোঃ কামাল হোসেন। ২টি কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য উপদেষ্টা নির্দেশনা দেন।

#

মালেক/মেহেদী/রফিকুল/শামীম/২০২৪/১৭৩০ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ২১৭২

 

 

 

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না

                                                                            -স্থানীয় সরকার উপদেষ্টা

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই; অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

আজ বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।

অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য মন্ত্রণালয়ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন উপদেষ্টা।

#

সালাউদ্দিন/মেহেদী/রফিকুল/শামীম/২০২৪/১৭২০ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২১৭১

 

 

অবৈধ বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারির

মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

 

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):

 

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের এ সময়সীমা বেঁধে দিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন/কর্মরত রয়েছেন।’ অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত/কর্মরত ভিনদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র-সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দপ্তর/প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্যও অনুরোধ করা হয়েছে।

 

এই সময়সীমা অতিক্রান্ত হবার পর অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

#

 

ফয়সল/মেহেদী/রফিকুল/আব্বাস/২০২৪/১৭৪৪ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ২১৭০

 

 

 

বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান

 

 

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):

 

শুষ্ক মৌসুমে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়ে ঢাকাসহ সারাদেশে বায়ুদূষণের মাত্রা অত্যধিক বেড়ে যায়। এসময় ইটভাটা, অনিয়ন্ত্রিত নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম, যানবাহন, রান্নার কাজে লাকড়িসহ অন্যান্য কঠিন জ্বালানি পোড়ানো, উন্মুক্তভাবে পৌরবর্জ্য পোড়ানো, শিল্পকারখানা সৃষ্ট বায়ুদূষণ, বালু, মাটি ও বর্জ্যসহ অন্যান্য নির্মাণসামগ্রী উন্মুক্তভাবে পরিবহনের মাধ্যমে প্রচন্ডভাবে বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে। এছাড়া, দেশের উত্তর-পশ্চিম দিক হতে আগত আন্তঃদেশীয় বায়ুদূষণ, ঢাকার বায়ুদূষণের প্রায় এক তৃতীয়াংশ, যা সার্বিক বায়ুদূষণের তীব্রতাকে আরো বাড়িয়ে তুলেছে। এর ফলে বিভিন্ন গুরুতর রোগব্যাধিসহ মানুষের অকালমৃত্যু সংঘঠিত হচ্ছে এবং উৎপাদনশীলতাসহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

পরিবেশ অধিদপ্তর সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রতিদিনের AQI (Air Quality Index) প্রস্তুতপূর্বক ওয়েবসাইটে প্রকাশ করছে।

ঢাকা ও তার আশেপাশের জেলা শহরে বায়ুর গুণগতমান শুষ্ক মৌসুমে খুব অস্বাস্থ্যকর অবস্থা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় উপনীত হয়ে থাকে। এ পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে (doe.portal.gov.bd) প্রবেশ করে Real-time Air Quality Index (AQI) ক্লিক করে অথবা সরাসরি 180.211.164.219:85 কোডে প্রবেশ করে ঐ সময়ের AQI জেনে নেয়া যায়। এছাড়া, AQI-২৫০ বা তার বেশি হলে জনস্বার্থে নিম্নরূপ সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়:

ক. শুস্ক মৌসুমে প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হবার পূর্বে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট (doe.portal.gov.bd) থেকে ঐ সময়ের AQI জেনে যথাযথ প্রস্তুতিসহ ঘরের বাইরে যেতে হবে;

খ. AQI-২৫০ বা তার বেশি হলে জনসাধারণকে ঘরের বাইরে অবস্থানকালে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করা এবং সংবেদনশীল ব্যক্তিদের (অসুস্থ, বৃদ্ধ ও শিশু) জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে অবস্থান না করা; সম্ভব হলে ঘরে Air purifier ব্যবহার করা।

#

পরিবেশ মন্ত্রণালয়/জুলফিকার/রবি/আলী/আসমা/২০২৪/১৫৩০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ৫৪

 

টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):

সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:      

                        

মূলবার্তা :

‘বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের
অতিরিক্ত সচিব  মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা
হয়েছে– মন্ত্রিপরিষদ বিভাগ।’

 

#

মেহেদী/রবি/আলী/মাসুম/২০২৪/১৩১৭ ঘণ্টা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২১৬৯

 

বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠিত

 

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):  

         

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

          কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি এবং সদস্য সচিব হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়)। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

          কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবে।

          মন্ত্রিপরিষদ বিভাগ আজ এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

#

 

মেহেদী/জুলফিকার/রবি/সুবর্ণা/সাঈদা/আলী/মানসুরা/২০২৪/১৩৫০ ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ২১৬৮

 

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে

                                                                                          -স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)।

উপদেষ্টা আজ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের পর সচিবালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির সদস্য সংখ্যা পাঁচ থেকে এগারো জন পর্যন্ত হতে পারে। 

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ তলায় আগুন লেগে তা ওপরে ছড়িয়েছে। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ তলায় আনুমানিক রাত ১টা ৫০ মিনিটে আগুন ধরে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে তারা তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তিনি আরো বলেন, কি হয়েছে তা আমরা দেখবো। পুরোটা সার্চ করার পরে কিছু পাওয়া যায় কিনা তা আমরা জানাবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য পাইপ নিয়ে সচিবালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় একজন ফায়ার ফাইটার ট্রাকচাপায় শাহাদতবরণ করেন। উপদেষ্টা এসময় মহান আল্লাহর নিকট তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। 

সাংবাদিকদের ব্রিফিংকালে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

#

ফয়সল/জুলফিকার/রবি/সুবর্ণা/সাঈদা/আলী/মাসুম/২০২৪/১২০০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২১৬৭

 

বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের ওপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না

                                                                 -পার্বত্য উপদেষ্টা

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর):

বান্দরবানের লামায় ২৪ ডিসেম্বর ত্রিপুরা সম্প্রদায়ের ঘর-বাড়িতে অগ্নিসংযোগকারীদের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বান্দরবান গোয়েন্দা সংস্থা ইঙ্গিত দিয়েছে, পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদের সন্দেহভাজন গুন্ডা জায়গা দখলের নামে এ জঘন্য হামলা চালিয়েছে।  

এদিকে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবান জেলাপ্রশাসন ও পুলিশকে ঘটনার পূর্ণ তদন্ত করে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একইসাথে তিনি সরকারি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করারও নির্দেশ দেন। বান্দরবান জেলা কর্তৃপক্ষ ইতোমধ্যে অগ্নিদগ্ধ বাড়িঘর পুনর্নির্মাণের জন্য সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত আরো সহায়তা প্রদান করা হবে বলে উপদেষ্টা জেলাপ্রশাসনকে নিশ্চিত করেছেন। 

#

রেজুয়ান/রবি/সাঈদা/আলী/মানসুরা/২০২৪/১১৩০ ঘণ্টা

 

 

2024-12-26-16-14-2c3678a848a0cea765277acc5f4fc5cb.docx