Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ এপ্রিল ২০১৭

তথ্যবিবরণী ১০ এপ্রিল-২০১৭

তথ্যবিবরণী                                               নম্বর : ৯৯৬
 
মুক্তিযোদ্ধা কোটায় সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল) :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য মুক্তিযোদ্ধা কোটায় সহকারী শিক্ষক নিয়োগ ২০১৬ -এর চূড়ান্ত ফল আজ প্রকাশ করা হয়েছে। নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা 
২ হাজার ৯শ’ ১৪ জন।  
উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারি রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফঢ়ব.মড়া.নফ -এ পাওয়া যাবে।
উত্তীর্ণ প্রার্থীদেরকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফঢ়ব.মড়া.নফ থেকে নির্ধারিত ছক ডাউনলোড করতে হবে অথবা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সংগ্রহ করতে হবে। ছকে তথ্যাদি সন্নিবেশ করে সনদ ও কাগজপত্রসমূহের ফটোকপি (৪ সেট) ৯ম গ্রেড বা তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়ন করে আগামী ২৫ এপ্রিল ২০১৭ বিকাল ৫টার মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সরাসরি জমা দিতে হবে। 
#

রবীন্দ্রনাথ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০৫০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                          নম্বর : ৯৯৫

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
    দশম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক আজ কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মোঃ আলী আশরাফ, মোঃ নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মোঃ আফতাব উদ্দিন সরকার এবং রওশন আরা মান্নান বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে হোটেল সোনারগাঁওয়ের সংস্কার কাজের বাস্তবায়ন অগ্রগতি এবং কাজের মান নির্ণয়ে গঠিত ২নং সাব-কমিটির প্রতিবেদন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ২০১৭ পর্যটন বছরের কর্মসূচি উপস্থাপন এবং এ  বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হোটেল সোনারগাঁওয়ের সংস্কারের  সকল কাজ কত দিনের মধ্যে সমাপ্ত করা যাবে এবং রূপসী বাংলা হোটেলের কার্যক্রমের বিষয়ে কমিটির কাছে একটি প্রতিবেদন প্রদানের জন্য সুপারিশ করা হয়।

    কমিটি বিমানবন্দরে যাত্রী পরিবহণের জন্য বাস ভাড়া ও ক্রয় করার বিষয়ে বাংলাদেশ বিমানকে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এছাড়া জরুরিভিত্তিতে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পুরাতন, জরাজীর্ণ বিমানগুলো অপসারণ এবং মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে কমিটি সুপারিশ করে।

    বাংলাদেশ পর্যটন করর্পোরেশনের পর্যটন বছরের কর্মসূচিতে ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস এবং ১৬ই ডিসেম্বর বিজয় দিবসকে অন্তর্ভুক্ত করে অনুষ্ঠান প্রচার এবং বিদেশিদেরকে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

    বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দীর্ঘদিন যাবত ফ্লাইট পরিচালনা করছে না সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য কামরুল আশরাফ খানকে আহ্বায়ক করে মোঃ আফতাব উদ্দিন সরকার এবং রওশন আরা মান্নানকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।

    বৈঠকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের  চেয়ারম্যান, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমদাদুল/মাহমুদ/আলী/মোশারফ/আব্বাস/২০১৭/২০১৩ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৯৯৩


মহাখালীর পণ্যাগারে অগ্নিকা-ে সরবরাহ ব্যাহত হবে না
                    ---স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পণ্যাগারে অগ্নিকা-ের পর মাঠ পর্যায়ের সরবরাহে কোনো সংকট হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দেশের ৪৮৮ টি উপজেলা ও ২১টি আঞ্চলিক সংরক্ষণাগারে তিন মাসের ঔষধ সামগ্রী মজুত আছে। সরকার এর মধ্যে নতুন করে ঔষধ ও অন্যান্য উপকরণ সংগ্রহের উদ্যোগ নেবে। ফলে ভবিষ্যতেও কোনো বড় সংকট সৃষ্টি হবে না। 
মন্ত্রী আজ মহাখালীতে অগ্নিকা-ের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। 
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে  মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর তিনটি কমিটি গঠন করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিটিগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। সংরক্ষণাগারটি অনেক পুরোনো হওয়ায় এখানে একটি আধুনিক মানের ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৯৯৪

চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
অধ্যাপক ডা. ইসমাইল খান এবং অধ্যাপক ডা. মাসুম হাবিবকে যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ তাঁদের নিয়োগ প্রদান করেছেন।
আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারী করে।
অধ্যাপক ইসমাইল খান ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের ফাকাল্টি অভ্ মেডিসিনের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অধ্যাপক মাসুম হাবিব রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে সম্প্রতি অবসরে গিয়েছেন।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮২০ ঘন্টা

তথ্যবিবরণী                                               নম্বর : ৯৯২
 
সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির বৈঠক

ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল) :
    দশম জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক আজ কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, ইউসুফ আবদুল্লাহ হারুন, শাহানারা বেগম এবং মে. জে. এ টি এম আব্দুল ওয়াহহাব (অব.) বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ৮ম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি কর্তৃক গঠিত সাব-কমিটি এবং কমিটির পরবর্তী বৈঠকের  কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বিগত ৫ বছরে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক কত টাকা এটাচ করছে, কত টাকা রাইটঅফ ব্যাক করেছে, কাদের রাইট অফ করেছে, কি পরিমাণ মূলধন ঘাটতি হয়েছে তার বিস্তারিত বিবরণ ১৫ মে ২০১৭ এর মধ্যে কমিটিতে প্রেরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।
    এছাড়াও কমিটি বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সমূহের গৃহীত প্রকল্পের হাল নাগাদ বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে।
    অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির কমিটি সচিবসহ, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#

সাব্বির/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৯১


মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও কর্মমুখী করতে কাজ করছে সরকার

ঢাকা, ২৭ চৈত্র (১০ এপ্রিল):
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সরকার মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও কর্মমুখী করতে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। 
প্রতিমন্ত্রী আজ রংপুরের আলহাজ নগরে বায়তুল মোকাররম আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
রাঙ্গাঁ বলেন, মাদ্রাসা শিক্ষকদের স্পোকেন অ্যারাবিক বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষণ ম্যানুয়েল তৈরি করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় মাঠ পর্যায়ে ১০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে সর্বপ্রথম মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে ইবতেদায়ি স্তরে শিক্ষাবৃত্তি প্রচলন করেছে। 
এর আগে প্রতিমন্ত্রী রংপুর পল্লী উন্নয়ন একাডেমির নির্মাণ কাজ পরিদর্শন ও রংপুর মডেল কলেজের নবনির্মিত গেট উদ্বোধন করেন এবং দুপুরে জনাব রাঙ্গাঁ ভাইভাই মোড় জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ও চর মটুকপুর আশ্রায়ণ প্রকল্পের হতদরিদ্র  ১১০ জনকে ঘর হস্তান্তর করেন।

#
আহসান/নুসরাত/রফিকুল/শামীম/২০১৭/১৫৩৭ ঘন্টা

Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon