Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মার্চ ২০১৯

তথ্যবিবরণী 13/3/2019

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১০১১
 
প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী
আগামীকাল সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন
 
ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :
 
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীকাল দেশের  সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের লক্ষ্যে স্টুডেন্টস কেবিনেট ম্যানুয়েল, নির্বাচনি তফসিল ইতিমধ্যে আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে এবং নির্বাচনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। 
 
আজ সচিবালয়ে  শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানিয়েছেন। 
 
মন্ত্রী বলেন, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন-শেখানো কার্যক্রমে শিক্ষকম-লীকে সহায়তা করা, শিক্ষা প্রতিষ্ঠানে  ঝরে পড়া রোধ করার লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। 
 
সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত  বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এ বছর দেশের ৮টি বিভাগ ও ৮টি মহানগরের আওতাধীন ৫৫৯ উপজেলা/ থানায়  ২২ হাজার ৯৬১ শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ১৬ হাজার ২৪৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৬ হাজার ৭১৬টি দাখিল মাদ্রাসা রয়েছে। এ বছর মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ২৯ হাজার ৯৬০টি পদের জন্য ২ লাখ ৩১ হাজার ১২৬ জন শিক্ষার্থী এবং মাদ্রাসায় ৫৩ হাজার ৭২৮টি পদের জন্য ৯৩ হাজার ৭১০ জন শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অর্থাৎ ১ লাখ ৮৩ হাজার ৬৮৮টি পদের বিপরীতে ৩ লাখ ২৪ হাজার ৮৩৭ জন শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬১৮ তন্মধ্যে ছাত্রী ৬৩ লাখ ৪ হাজার ৫০১ জন, যা  মোট ভোটারের ৫৪ দশমিক ৮৪ শতাংশ।
 
  এ নির্বাচনে নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং শৃঙ্খলার দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরাই পালন করবে। নির্বাচন উপলক্ষে ব্যানবেইস-এ একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। ফোন নম্বর: ০২-৫৫১৫১৮১৭, স্টুডেন্টস কেবিনেটের কর্মপরিধি (পোর্ট ফোলিও) সমূহ হল  পরিবেশ সংরক্ষণ (আঙ্গিনা, টয়লেট পরিষ্কার এবং বর্জ ব্যবস্থাপনা), পুস্তক ও শিখন সামগ্রী,  স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ কার্যক্রম, পানি সম্পদ, বৃক্ষ-রোপণ, বাগান তৈরি, দিবস পালন ও অনুষ্ঠান সম্পাদন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী সাত দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে স্টুডেন্টস কেবিনেটের প্রথম সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কেবিনেট প্রধান নির্বাচন কমিশনার নিজেদের  মধ্যে কর্মবণ্টন, সহযোগী সদস্য মনোনয়ন এবং বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে স্টুডেন্টস কেবিনেট কার্যক্রম শুরু করবে।   
#
 
খায়ের/মাহমুদ/এনায়েত/সঞ্জীব/সেলিম/২০১৯/২১০০  ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১০১০
 
বস্ত্র রফতানিতে বাংলাদেশ প্রথম হবে
                                                    -- পাটমন্ত্রী
 
ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :
 
রফতানিতে বাংলাদেশের বস্ত্রখাত বিশ্বের শীর্ষে উঠে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। তিনি বলেন, বর্তমানে পোশাক রফতানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে। সরকারের লক্ষ্য, বস্ত্র রফতানিতে বাংলাদেশ যেন প্রথম হয়। আমাদের লক্ষ্য এই খাতটি একদিন শীর্ষে উঠে আসবে।
 
মন্ত্রী আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
 
বস্ত্রখাতের উন্নয়নে দেশে ফ্যাশন ডিজাইনিং ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ফ্যাশন ডিজাইনিংয়ের মানোন্নয়ন ঘটাতে হবে। ডিজাইনিংয়ে আরো উন্নত হতে হবে। শুধু দেশি নয়, বিদেশি ফ্যাশন ডিজাইনকেও রপ্ত করতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে ডিজাইনার এনে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হবে।’
 
মন্ত্রী আরো বলেন, দেশের সব অংশীজনদের নিয়ে আলোচনা করা হবে। দ্রুত বস্ত্র আইন-২০১৮ বাস্তবায়ন শুরু করা হবে। এ আইনের আওতায় বস্ত্র খাতের সকল অংশীজনদের নীতিগত সহায়তা প্রদান করা হবে। বস্ত্র শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব কর্মযজ্ঞ বাস্তবায়ন করবে সরকার।
 
খাতটিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
 
মতবিনিময় সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মিজানুর রহমান, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসমাইলসহ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
#
 
সৈকত/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/২০৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১০০৯

বিডার আয়োজনে প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য প্রযুক্তির রূপান্তর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :

আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর আয়োজনে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে ‘ওহফঁংঃৎু ৪.০- ঞৎধহংভড়ৎসধঃরাব ঞবপযহড়ষড়মরবং ভড়ৎ এৎড়ঃিয ্ উবাবষড়ঢ়সবহঃ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) আবুল কালাম আজাদ প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডঃ মসিউর রহমান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও হার্ভার্ড ল’ স্কুল হতে আগত রিসার্চ অ্যাসোসিয়েট উড়ৎধ ঝধৎর এবং ঢরধড়ৎধহ ঈযবহ সেমিনারে অংশগ্রহণ করেন।

কাজী আমিনুল ইসলাম বলেন, ‘প্রযুক্তি সর্বদা মানব সভ্যতাকে সৃজন করেছে। বর্তমানে আমাদের জীবন ধারণ, কাজ বা পারস্পারিক ক্রিয়া-প্রতিক্রিয়ার উপর প্রযুক্তির প্রভাব ব্যাপক। প্রযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুটোই আছে। বাংলাদেশের প্রধান শক্তি জনগণ। জনশক্তির মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের রূপান্তর ঘটাতে হবে।’

আবুল কালাম আজাদ বলেন, ‘উচ্চতর প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের ভয় পাওয়া চলবে না। ভবিষ্যতের উৎপাদন, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে রোবটিক্স প্রযুক্তির ব্যবহারের সাথে আমাদের মানিয়ে নিতে প্রস্তুত হতে হবে। এজন্য প্রয়োজন দক্ষতা। প্রধানমন্ত্রী এ লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) গঠন করেছেন যেন দক্ষতার সাথে ভবিষ্যতের শিল্প, জনবল, আইন, নীতি প্রভৃতি পরিবর্তনের সাথে আমরা মানিয়ে নিতে পারি। এজন্য গত বছর ‘দক্ষতা তহবিল’ নামক একটি তহবিলও গঠন হয়েছে, যা সরকারি ও বেসরকারি উভয় খাত দ্বারা পরিচালিত হবে।’ 

সেমিনারে বেজার নির্বাহী  চেয়ারম্যান পবন চৌধুরী অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত বিভিন্ন সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। 

এছাড়া সেমিনারে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল হান্নান চৌধুরী, মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক এবং ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু আবদুল্লাহ বক্তব্য রাখেন। 

#

শরীফা/মাহমুদ/রাহাত/সঞ্জীব/সেলিম/২০১৯/১৯৩৫  ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর :  ১০০৮

ছাত্র রাজনীতি ছাত্রদের হাতেই থাকতে দিন 
                                -- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ছাত্রদের রাজনীতি ছাত্রদের হাতেই থাকতে দিন। ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতিতে এনে জল ঘোলা করার অপচেষ্টা করবেন না, বরং ডাকসু নির্বাচনে ছাত্রদল কেন হারলো, সেজন্য তদন্ত কমিটি গঠন করুন।’

মন্ত্রী আজ সন্ধ্যায়  রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত জাতির পিতার ৯৯তম জন্মদিন ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জাতির পিতাকে পরম শ্রদ্ধায় স্মরণ করে বলেন, ‘বঙ্গবন্ধু হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে উজ্জীবিত করে স্বাধীন বাংলাদেশ গড়েছেন। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে সুসংহত করে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলছিলেন, তখনই যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা তাঁকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। আর এখনও তারাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অবাক করা উন্নয়ন সহ্য করতে পারছে না। নির্বাচনে ভরাডুবির পর তারা এখন সংবাদ সম্মেলনের রাজনীতি করছে।’ ‘কিন্তু এতে তাদের কোনো লাভ হয়নি, বরং ডাকসু নির্বাচনে ছাত্রদল হারিয়ে গেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘ডান-বাম এমনকি অতি ডান-অতি বাম মিলেও ছাত্রলীগকে হারাতে পারেনি।’ ড. হাছান বলেন, ‘স্মর্তব্য যে, দীর্ঘ প্রায় তিরিশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠানই সবচেয়ে ইতিবাচক দিক। ছাত্রদের আবার সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আনার বাস্তব পদক্ষেপ।’

এ সময় ‘বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, বাংলাদেশ আজ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার চেয়েও উন্নত রাষ্ট্রে পরিণত হতো’ উল্লেখ করে মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ক’টি উদাহরণ তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ আজ জিডিপি-তে বিশ্বের ৪৩ তম দেশ, ক্রয়ক্ষমতা সূচক বা পারচেজিং পাওয়ার প্যারিটিতে বিশ্বের ৩১তম দেশ এবং আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৭৫২ ডলার আর পাকিস্তানের ১ হাজার ৬৪০, আমাদের রপ্তানি বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার আর পাকিস্তানের ২৪ বিলিয়ন। আমাদের গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর আর পাকিস্তান ও ভারতের প্রায় ৬৮ ও ৬৯। অর্থাৎ সব সূচকেই বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে। আর এ কারণেই, পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন দেশকে সুইডেন বানাবার কথা বলেন, তখন সংসদ সদস্যরা তাকে ১০ বছরের মধ্যে পাকিস্তানকে বাংলাদেশের মতো বানাবার পরামর্শ দেয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বাবার দেশ কেনিয়ায় গিয়ে বলেন, আফ্রিকার দেশগুলোর বাংলাদেশ থেকে অনেক শেখার আছে। ভারতের গ্রাম উন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশের লেখা নিবন্ধে আমাদের গ্রামীণ অর্থনীতির উত্থান স্থান পায়।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ড. মহিউদ্দিন খান আলমগীরের সভাপতিত্বে আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় ও ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সভাপতি এ কে এম এ হামিদ বিশেষ অতিথি হিসেবে এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ সভাপতি মোঃ খবির হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/২০১৫  ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১০০৭
 
বিআইডব্লিউটিএ এর অভিযান
 ৫৭টি পাকা ও আধাপাকা ভবন উচ্ছেদ 
 
ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীতীর দখলমুক্ত করতে আজ মোহম্মদপুর থানার ঢাকা উদ্যান ও রামচন্দ্রপুর এলাকায় এবং বিপরীত পাশে সাভার থানার বড়বরদেশী মৌজায় তুরাগ নদীর তীরভূমিতে সিলিকন সিটি হাউজিং, আকাশ নীলা ওয়েস্টার্র্ন সিটি লিমিটেড, অনির্বাণ ও তুরাগ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে একটি চারতলা, একটি তিনতলা, একটি দোতলা, ১৩টি একতলা পাকাভবন, ১০টি আধাপাকা ভবনের অবৈধ অংশ এবং ৩১টি বাউন্ডারি ওয়াল উচ্ছেদ করেছে। 
আগামীকাল সকাল ৯ টায় মোহম্মদপুর থানার রামচন্দ্রপুর এলাকা এবং তুরাগ নদীর বিপরীত পাশে উচ্ছেদ অভিযান শুরু হবে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯৪৫ঘণ্টা   

Handout                                                                                                         Number : 1006

Belgium to send a trade mission to Bangladesh

Dhaka, March 13 :

Belgium is planning to send a trade delegation to Bangladesh later this year to explore trade and investment opportunities. New Belgian Ambassador to Bangladesh, with residence in New Delhi, Francois Delhaye informed this at a meeting with Bangladesh Foreign Minister Dr. A K Abdul Momen today. During the meeting, Foreign Minister Momen briefed the Ambassador about tremendous socio-economic developments that Bangladesh has achieved particularly during the last one decade under the visionary leadership of the Prime Minister.

            Bangladesh Foreign Minister requested the Belgian Ambassador for his country’s partnership in Bangladesh’s journey towards a middle income country by 2021 and a developed on by 2041 in line with Prime Minister Sheikh Hasina’s Vision 2021 and Vision 2041. Dr. Momen also highlighted Bangladesh’s demographic dividend and attractive packages that are on offer for Foreign Direct Investment (FDI). Belgian Ambassador informed the Foreign Minister about Belgian company Jan De Nul’s entering into concession agreement with the Government of Bangladesh for the dredging of Payra Port.

Rohingya issue figured high on the agenda as Foreign Minister Momen asked Belgium to continue to play leadership role in the European Union and the UN Security Council (as Belgium has been elected as non-Permanent member of the UNSC for the term 2019-2020) to mount persistent pressure on Myanmar for sustainable solution to the crisis including creating congenial environment for their safe and dignified return at the earliest. Ambassador Delhaye reiterated Belgium’s commitment to that end.

Belgian Ambassador presented his credentials to the President Md. Abdul Hamid at Bangabhaban yesterday. Earlier today, he also had meetings with Science and Technology Minister Architect Yeafesh Osman and State Minister of Power, Energy and Mineral Resources Nasrul Hamid at their respective offices in Bangladesh Secretariat.

#

Tohidul/Mahmud/Sanjib/Salim/2019/19.45 Hrs

তথ্যবিবরণী                                                                                                        নম্বর :  ১০০৫
 
কর্মপরিকল্পনা বাস্তবায়ন হলে টেলিকম সেবায় আরো সুফল মিলবে
                                             --- টেলিযোগাযোগ মন্ত্রী
 
ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘টেলিযোগাযোগ খাতে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে বিটিআরসির কাজ হচ্ছে শৃঙ্খলা বিধান করা। এই দৃষ্টিকোণ থেকে এই মুহুর্তে বিটিআরসির সামনে বড় কোনে চ্যালেঞ্জ নেই। যেটুকু কর্মপরিকল্পনা এ পর্যন্ত গ্রহণ করা হয়েছে তার সঠিক বাস্তবায়ন হলেই টেলিকম সেবা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ সমাধান করতে পারবো।’
মন্ত্রী আজ ঢাকার আগারগাঁওয়ে  বিটিআরসির জন্য প্রায় ২০২ কোটি টাকা ব্যয়ে এক একর জমির ওপর ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, বিটিআরসির চেয়ারম্যান মোঃ জহুরুল হক এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী গোলাম নাসির বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব বা ডিজিটাল শিল্প বিপ্লব একটা বড় বৈশ্বিক চ্যালেঞ্জ। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা  অর্জন করেছে এবং গত দশ বছরে প্রযুক্তিতে বাংলাদেশ বিদেশিদের সাহায্য করার মতো সামর্থ্য অর্জন করেছে। দেশের ডিজিটাল অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং হওয়া সত্ত্বেও বিটিআরসিকে নিয়ে আমরা  সুন্দরভাবে কাজ করছি।’
ডিজিটাল বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০০৮ সালের ১২ ডিসেম্বরে প্রদত্ত ঘোষণার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ গত দশ বছরে ডিজিটাল বিপ্লবে বৈপ্লবিক পরিবর্তন অর্জন করতে সক্ষম হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রায় ষোলো কোটি মোবাইল ফোন সংযুক্তি দিয়েছে। ২০০৮ সালে এ হার ছিল ৪ কোটি ৪৬ লাখ। বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে ১ হাজার ২০০ জিবিপিএস। ২০০৮ সালে ব্যান্ডউইথ ব্যবহার হতো মাত্র সাত দশমিক পাঁচ জিবিপিএস।’ 
‘আমার গ্রাম আমার শহর’ শীর্ষক আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্টতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কানেকটিভিটি। ‘আমার গ্রাম আমার শহর’-এর অর্থ ডিজিটাল গ্রাম। কানেকটিভিটি এবং প্রযুক্তি গ্রামের ঘরে ঘরে পৌঁছাতে হবে।’ তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘সরকারের দেয়া সকল সুযোগ কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব পালনে আরো তৎপর হতে হবে।’
গত বছর এপ্রিলে একনেক কর্তৃক বিটিআরসি ভবন নির্মাণ প্রকল্পটি অনুমোদন লাভ করে। গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০২০ সালের ডিসেম্বর মধ্যে ২০২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে।
মন্ত্রী ভিত্তিফলক উন্মোচন করে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
#
শেফায়েত/মাহমুদ/শহীদ/রাহাত/সঞ্জীব/জয়নুল/২০১৯/২০১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১০০৪ 

 
প্রকৌশল শিক্ষার ওপর আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন
 
ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :
বোর্ড অভ্ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, ইনস্টিটিউশন অভ্ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আয়োজিত ‘কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং এডুকেশন থ্রু অ্যাক্রেডিটেশন’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামের উদ্বোধন অনুষ্ঠান ঢাকায় হোটেল রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং বিশেষ অতিথি হিসেবে ইনস্টিটিউশন অভ্ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যেতে হবে। দেশকে একটি উন্নত দেশে উন্নীত করা বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য পর্যাপ্ত সংখ্যক দক্ষ প্রকৌশলীর প্রয়োজন যারা তাদের মেধা, জ্ঞান, দক্ষতা এবং মননশৈলী দ্বারা দেশের ভবিষ্যৎ অবকাঠামো নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করবে। আন্তর্জাতিক, স্থানীয় ও নিজস্ব জনবলের মাধ্যমে সকল কারিগরি মূল্যায়ন ও পর্যালোচনা করে বিশেষজ্ঞ মতামত ও গ্রহণ করে সে অনুযায়ী দেশের অবকাঠামো নির্মাণের কাজ সুষ্ঠুভাবে কাজ করে যাওয়া নির্দেশনা প্রদান করেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে ইনস্টিটিউশন অভ্ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের প্রকৌশলীবৃন্দ, বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকবৃন্দ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ প্রকৌশলীবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, অস্ট্রেলিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, নেপাল এবং তুরস্কের প্রকৌশল শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।
#
বিবেকানন্দ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯২৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১০০৩
 
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে বেলজিয়ামের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বেলজিয়ামের নবনিযুক্ত অনিবাসী রাষ্ট্রদূত ঋৎধহপড়রং উবষযধুব আজ ঢাকায় প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 
প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ চলছে। উন্নয়ন কার্যক্রমে ইউরোপীয় প্রযুক্তির সুনাম রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেলজিয়ামসহ ইউরোপীয় বিনিয়োগকে আমরা স্বাগত জানাবো। এ সময় প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনার ক্ষেত্রগুলো আলোচনা করেন। তিনি বলেন, পাওয়ার হাবের আশপাশের নদী খনন সংক্রান্ত কাজে বেলজিয়ামের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। 
বেলজিয়ামের রাষ্ট্রদূত বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে এলএনজি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। 
এ সময় অন্যান্যের মাঝে বেলজিয়াম দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর এঁরষষধঁসব ঈযড়য়ঁবঃ উপস্থিত ছিলেন।
#
আসলাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১০০২

 

স¦াস্থ্যমন্ত্রীর সাথে ভূটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মেডিকেল কলেজগুলোতে ভূটানের শিক্ষার্থী কোটা বাড়ানোর অনুরোধ

 

ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :

বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভূটানের শিক্ষার্থীর কোটা বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে ভূটানের রাষ্ট্রদূত সুনাম টোবডেন রাবগি (ঝড়হধস ঞড়নফবহ জধনমুব)।

আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সাথে সাক্ষাৎ  করতে এসে রাষ্ট্রদূত এই অনুরোধ জানান।

            রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থার গুণগত মানের ওপর ভূটানসহ এশিয়ার অনেক দেশের ব্যাপক আস্থা রয়েছে এবং এ দেশ থেকে পাস করে যাওয়া শিক্ষার্থীরা নিজ নিজ দেশের পেশায় উৎকর্ষতা দেখাচ্ছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দেশে চিকিৎসা শিক্ষার মান সমুন্নত রাখতে বদ্ধপরিকর। মেডিকেল শিক্ষার মান যেন কোনো ভাবেই ক্ষুণœ না হয় সে জন্য কঠোর পদক্ষেপও নিয়েছে সরকার।

            আগামী এপ্রিলে ভূটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় বাংলাদেশ থেকে চিকিৎসক  নেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক নবায়ন করা হবে বলে জানান রাষ্ট্রদূত। স্বাস্থ্যমন্ত্রী এ সময় জানান, বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা বিভিন্ন দেশে প্রশংসিত হচ্ছে। পাশাপাশি এ দেশের ঔষধ শিল্পও আজ যুক্তরাষ্ট্রসহ ১৬০টিরও বেশি দেশে সমাদৃত হচ্ছে। বাংলাদেশ থেকে ভূটানে ঔষধ রপ্তানির উদ্যোগ নিতে সহায়তা করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।

            ভূটানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত সব সময় ভূটান বাংলাদেশের উন্নয়নের বন্ধু হিসেবে ভূমিকা রেখে চলেছে।

            বৈঠকে উভয়ে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। 

#

পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১০০১

১৭ মার্চ সরকারি হাসপাতালসমূহে বিনামূল্যে চিকিৎসা

ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :

            জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে ১৭ মার্চ রবিবার সকল সরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বহির্বিভাগে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নির্দেশে ঐ দিন বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

            ঐ দিন সকল হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। শিশু ওয়ার্ডগুলোকে সুসজ্জিত করা হবে। বিভিন্ন স্থাপনায় ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের উদ্যোগও নেওয়া হয়েছে।

#

পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৯/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১০০০
 
প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই গৃহিণীরা উপার্জন করতে পারেন
                                                                         --- আইসিটি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ইন্টারনেটের মাধ্যমে বাড়িতে বসেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব। দেশে সকল বাড়িতেই শিক্ষিত তরুণী কিংবা শিক্ষিত গৃহিণী রয়েছেন যারা ঘরে বসেই সময় কাটাচ্ছেন। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই তারা বাড়তি উপার্জন করতে পারেন বলে তিনি উল্লেখ করেন। 
  প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে স্টার্টআপ বাংলাদেশ প্রকল্পের সভাকক্ষে টু আওয়ার জব, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম এবং বাংলাদেশ আইপি ফোরামের যৌথ উদ্যোগে ‘কিকস্টার্ট বাংলাদেশ’ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে  প্রধান অতিথির বক্তৃতা করেন। 
প্রতিমন্ত্রী বলেন, ঘরে বসেই পণ্য উৎপাদন করে ভোক্তাদের নিকট পৌঁছে দেয়ার মাধ্যমে গৃহিনীরা নিজেদেরকে কর্মজীবী হিসেবে গড়ে তুলতে কিকস্টার্ট-এর আইডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণ উদ্যোক্তারা স্টার্টআপ হিসেবে নিজেদেরকে তৈরি করছে। তারা চাকরি খুঁজছে না বরং চাকরি দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল সেবা গ্রাম পর্যন্ত পৌঁছে দেয়ার কারণে এটা সম্ভব হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।    
অনুষ্ঠানে ই-ক্যাব এর সভাপতি শমী কায়সার, বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার হামিদুল মিসবাহ্, আমরাই বাংলাদেশের কো-ফাউন্ডার আরিফ আর হোসাইন, শার্পনারের সিইও নজর ই জিলানী এবং টু আওয়ার জবের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী ‘কিকস্টার্ট বাংলাদেশ’ এর উদ্বোধন ঘোষণা করেন।
#
শহিদুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৯/১৯১৫ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৯৯৯

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল  

                                        -- ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা, ২৩ ফাল্গুন ( ১৩ মার্চ ):

          দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, বিশ্বে অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হয়েও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আজ রোল মডেল। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে এ দেশের মানুষকে প্রতিনিয়ত নানা ধরণের দুর্যোগের মুখোমুখি হতে হয়। এসব দুর্যোগ মোকাবিলায় ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই।

          প্রতিমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতামূলক মহড়ায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া ও প্রোক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ।

          প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সারা দেশে প্রায় ৪৭ লাখ স্বেচ্ছাসেবক কাজ করছে। শিল্পাঞ্চলসহ সারা দেশে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। গ্রামাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় প্রায় ৩৯ লাখ তাল গাছের চারা রোপণ করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, দুর্যোগ কখনো বলে কয়ে আসে না। তাই সকলের সচেতন হওয়া প্রয়োজন যাতে জানমালের ক্ষতি কম হয়।

          বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্যোগে পূর্ব প্রস্তুতি ও সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে প্রতিমন্ত্রী আহ্বান জানান।

          এর পূর্বে প্রতিমন্ত্রী ঢাকায় সিরডাপ মিলনায়তনে National Dissemination Workshop on Safe & Sustainable Cities: Human Securities, migration and well-being এর উদ্বোধন করেন। প্রতিমন্ত্রীAccommodation Migration in Climate Change Adaptation–A GBM Delta Bangladesh Perspective’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

#

সেলিম/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৯/১৮৪৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৯৯৮  
 
বিএসএফআইসি’র চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বেগম পরাগ 
ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) :
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ। ১১ মার্চ শিল্প মন্ত্রণ
<
Todays handout (15).docx Todays handout (15).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon