Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী ০৭/১০/২০১৭

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৬০৩

আশ্রিত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

উখিয়া (কক্সবাজার), ২২ আশ্বিন (৭ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস হতে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে ও ব্যবস্থাপনায় বিতরণ অব্যাহত রয়েছে।

        উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৫৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৯০ ট্রাকের মাধ্যমে ৪৯১ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৩৬ হাজার ৯ শত ৬৭ প্যাকেট শুকনো খাবার, ৪ হাজার ১ শত ৭০ প্যাকেট শিশু খাদ্য, ৩ হাজার ৭ শত প্যাকেট রান্না করা খাবার, ১ হাজার ৬ শত প্যাকেট ঔষধ, ২ হাজার ২ শত ৫০ পিস পোশাক, ৪ হাজার ৯ শত গৃহস্থালি সামগ্রী, ১ হাজার ৮ শতটি স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরির উপকরণ। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  

    #

সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৬০২

আশ্রিত মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

উখিয়া (কক্সবাজার), ২২ আশ্বিন (৭ অক্টোবর) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৫টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং ক্যাম্পে ১ হাজার ৬ শত ৭৯ জন পুরুষ ও ৪ শত জন নারী মিলে ২ হাজার ৭৯ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১ হাজার ১ শত ৮১ জন পুরুষ ও ১ হাজার ৩ শত ১২ জন নারী মিলে ২ হাজার ৪ শত ৯৩ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ৯৪ জন পুরুষ ও ৫ শত ৭০ জন নারী মিলে ১ হাজার ৬ শত ৬৪ জন, বালুখালী ক্যাম্পে ৭ শত ৮৯ জন পুরুষ ও ৩ শত ৮ জন নারী মিলে ১ হাজার ৯৭ জন, লেদা ক্যাম্পে ১ হাজার ১ শত ৬৪ জন পুরুষ ও ৫ শত ৯৮ জন নারী মিলে ১ হাজার ৭ শত ৬২ জন এবং পুরোদিনে ৫টি কেন্দ্রে মোট ৯ হাজার ৯৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৯১ হাজার ৪ শত ২৩ জনের নিবন্ধন করা হয়েছে।

#

সাইফুল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৬০১
 
মানবিক সমাজ গঠন করতে না পারলে উন্নয়নের সুফল সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়
     -- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিপণনবাদের এ যুগে যে প্রবৃত্তিটি আমাদের সমাজে সবচেয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটি হচ্ছে লোভ। লোভের কারণে সমাজে হিংসা-বিদ্বেষ, দ্বন্দ্ব, রাহাজানি, অরাজকতা সৃষ্টি হচ্ছে। সমাজে যে ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বীজ বপিত হয়েছে, তার মূলেও রয়েছে এ লোভ। মহাত্মা গান্ধীর দর্শনসমূহের অন্যতম ছিল লোভ নিয়ন্ত্রণ। তিনি অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও উদার সমাজ গঠনের কথা বলেছিলেন। তাই বর্তমান প্রেক্ষাপটে একটি অসাম্প্রদায়িক অন্তর্ভুক্তিমূলক সহনশীল মানবিক সমাজ গঠন জরুরি। আর মানবিক সমাজ গঠন করতে না পারলে উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরে পৌঁছানো সম্ভব নয়।
 
মন্ত্রী আজ মহাত্মা গান্ধীর ১৪৮তম জন্মজয়ন্তী এবং আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘পরিবর্তনশীল বিশ্বে গান্ধী দর্শনের বাস্তবায়ন : বর্তমান প্রজন্ম কি ভূমিকা রাখতে পারে?’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা ও জাতিংসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী।
 
#
 
ফয়সল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ২৬০০
 
 
সিনিয়র স্টাফ নার্স পদের গঈছ পরীক্ষা বাতিল
 
 
ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :
 
গত ৬ অক্টোবর ২০১৭ তারিখে অনুষ্ঠিত স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স পদের গঈছ ঞুঢ়ব লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। পরবর্তীতে উক্ত পদের গঈছ ঞুঢ়ব লিখিত পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।  
 
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
 
 
#
 
ইশরাত/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/২০৫২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৯৯
 
শওকত ওসমানের স্মৃতি-নিদর্শনের প্রদর্শনী
 
ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :
 
জাতীয় জাদুঘর আয়োজিত বরেণ্য কথাসাহিত্যিক শওকত ওসমানের স্মৃতি-নিদর্শনের প্রদর্শনী এবং তাঁর জীবন ও সাহিত্য নিয়ে আলোচনাসভা আজ রাজধানীর জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শওকত ওসমানের পুত্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। 
 
মন্ত্রী পিতৃস্মৃতিচারণ করে বলেন, শওকত ওসমান ছিলেন অত্যন্ত নির্মোহ, মিশুক, মানবপ্রেমিক এবং দেশপ্রেমিক। আজকের এ সময়ে তাঁর জীবনাদর্শ চর্চা এবং তা থেকে শিক্ষা নিতে হবে। বিশেষ করে আজকের তরুণ প্রজন্মকে তাঁর রচিত সাহিত্যপাঠে এগিয়ে আসতে হবে।
 
জাতীয় জাদুঘর বোর্ড অভ্ ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক আন্দালীব রাশদী। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। 
 
আলোচনাশেষে মন্ত্রী জাতীয় জাদুঘরের নিচতলার লবিতে শওকত ওসমানের স্মৃতি-নিদর্শনের প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে শওকত ওসমানের বিভিন্ন জিনিস যেমন: চেয়ার, জামাকাপড়, চিঠিপত্র, বইপত্র, পা-ুলিপি ও দুর্লভ ছবি স্থান পেয়েছে।  তিনব্যাপী এ প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
 
#
 
কামরুল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০৪০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৫৯৮

বাংলাদেশে অসাম্প্রদায়িকতার কোন স্থান নেই
                             -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর) :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে অসাম্প্রদায়িকতার কোন স্থান নেই। সম্প্রীতি এবং মানবিকতাই বাঙালি সত্তার অনন্য নিদর্শন। মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়ে একই পরিবারের সদস্যের মতো এখানে ধর্মীয় আচার পালন করা হয়।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার-ঢাকা আয়োজিত শুভ কঠিন চীবর দান ও প্রজ্ঞালোচনা সভা -২০১৭ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ত্যাগ-তিতিক্ষা, বিসর্জন ও জ্ঞান সাধনায় মানবসভ্যতাকে শান্তির শিখরে নিয়ে যাবে। দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরো ঋদ্ধ করতে হবে।

চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভদন্ত অগ্রবংশের সভাপতিত্বে অন্যান্যের মাঝে  প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত করুণানন্দ ভিক্ষু, বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়া ও ফ্রেন্ডশিপের পরিচালক রুনা খান বক্তব্য রাখেন।

#

আসলাম/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৫৯৭
 
নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার
                       -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২২ আশ্বিন (৭ অক্টোবর): 
 
ব্যবসা-বাণিজ্য, প্রশাসন, রাজনীতিসহ সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার। নারীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করছে।
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ রাজধানীর গুলশান ক্লাবে ইনার হুইল ডিসট্রিক্ট-৩৪৫ আয়োজিত এক র‌্যালি উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, নারী নেতৃত্ব পারে সমাজ থেকে নারীদের বিরুদ্ধে সকল সহিংসতা ও অন্যায় বন্ধ করতে। অতীতে যখন নারীদের ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, তখনও মহীয়সী নারীরা নিজে পড়াশোনা করে নারীশিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছিলেন। ব্রিটিশ-বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন নারীরা। তিনি বলেন, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের মতো মারাত্মক সামাজিক সমস্যা প্রতিরোধে সেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরো বেশি ভূমিকা রাখতে হবে।
 
#
 
মাসুম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৪৮ ঘণ্টা
 
Todays handout (4).docx Todays handout (4).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon