Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী ১২ ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৭৩
 
রাজনৈতিক বিচার বা প্রতিহিংসা না খালেদা-তারেকের কৃতকর্মের ফল
   ---ইনু
 
ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিক বিচার বা প্রতিহিংসার শিকার না, খালেদা জিয়া ও তারেক তাদের কৃতকর্মের ফল ভোগ করছে।
 খালেদা-তারেকের বিচার অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা এবং দুর্নীতিবাজদের জন্য সতর্কবার্তা, উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আজ রাজধানীর মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব হলে দৈনিক আমার সংবাদ পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জনতার আদালতে হাওয়া ভবনের দুর্নীতির অভিযোগে বহুপূর্বেই দ-িত খালেদা-তারেক এবার আইনের আদালতে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণিত হলো, বলেন মন্ত্রী।
 তিনি এসময় গণমাধ্যমের বিষয়ে বলেন, অপরাধীদের প্রতি সহানুভূতি তৈরি নয়, অপরাধীদের মুখোশ উন্মোচন করাই গণমাধ্যমের দায়িত্ব।
গণমাধ্যমকে অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে যাতে তাদের স্থান রাজনীতি ও ক্ষমতার বাইরেই হয়, বলেন জাসদ সভাপতি।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক চৌধুরী, উপমন্ত্রী আরিফ খান জয়সহ যুবলীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ সভায় বক্তব্য রাখেন।
সভায় দৈনিক আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা সভাপতিত্ব করেন।
 
 
#
 
আকরাম/আলী/রফিকুল/আব্বাস/২০১৮/২২২১ ঘণ্টা
তথ্যববিরণী                                                                                                     নম্বর : ৪৭২
 
বান্দরবানে বভিন্নি উন্নয়ন কাজরে উদ্বোধন
 
বান্দরবান, ৩০ মাঘ (১২ ফব্রেুয়ার)ি : 
 
বান্দরবানরে কুহালং ইউনয়িনে ৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে শলিক খালরে উপর র্গাডার ব্রজিরে অবকাঠামো নর্মিাণ, ২০ লাখ টাকা ব্যয়ে নবনর্মিতি ছাউপাড়া বৌদ্ধবহিার এবং ১৫ লাখ টাকা ব্যয়ে র্পাবত্য জলো পরষিদরে র্অথায়নে ছাংও পাড়ায় ৪টি পানরি ট্যান্কসহ জএিফএস এর মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পরে উদ্বোধন করা হয়।
 
আজ  র্পাবত্য চট্টগ্রাম বষিয়ক প্রতমিন্ত্রী বীর বাহাদুর উ শৈ সংি এসব উন্নয়ন কাজরে উদ্বোধন করনে।
 
প্রতমিন্ত্রী বলনে, র্পাবত্য এলাকার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছ,ে আগামীতে এ ধারা অব্যাহত থাকব।ে এসময় তনিি আরো বলনে, সরকাররে উন্নয়ন প্রকল্পরে অংশ হসিবেে র্পাবত্য এলাকায় মসজদি, মন্দরি, র্গীজা, স্কুলকলজেসহ বভিন্নি প্রতষ্ঠিান এবং নানারকম উন্নয়ন র্কমকা- বাস্তবায়তি হচ্ছ।ে এর ফলে র্দুগম র্পাবত্য এলাকার মানুষরে জীবনযাত্রা অনকেটাই সহজ হয়ে উঠছে ।
 
জলো প্রশাসক দলিীপ কুমার বণকি, অতরিক্তি পুলশি সুপার মুহাম্মদ আলী হোসনে এবং র্পাবত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোডরে নর্বিাহী প্রকৌশলী মোঃ আবদুল আজজিসহ সরকারি বসেরকারি র্কমর্কতাগণ অনুষ্ঠানে উপস্থতি ছলিনে।
 
#
জুলফকিার/ফারহানা/রফকিুল/আব্বাস/২০১৮/২০৫৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                            নম্বর : ৪৭১
চারটি বিলে রাষ্ট্রপতির সম্মতি
 
ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত চারটি বিলে আজ তাঁর সম্মতি জ্ঞাপন করেছেন।
                                 
 বিলগুলো হলো - বিদ্যুৎ বিল ২০১৮; বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বিল, ২০১৮; শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮ এবং ওয়ান স্টপ সার্ভিস বিল, ২০১৮।     
 
#
হুদা/ফারহানা/রফিকুল/আব্বাস/২০১৮/২০৩২ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৪৭০
 মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৩টি কেন্দ্র্রের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে। 
 
আজ কুতুপালং ক্যা¤েপ ৩ শত ৪৩ জন পুরুষ, ৩ শত ৩৯ জন নারী মিলে ৬ শত ৮২ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৬৯ জন পুরুষ, ৮৮ জন নারী মিলে ১ শত ৫৭ জন, থাইংখালী ক্যাম্পে ২ শত ৬৮ জন পুরুষ, ৩ শত ৫০ জন নারী মিলে ৬ শত ১৮ জন এবং পুরোদিনে ৩টি কেন্দ্রে মোট ১ হাজার ৪ শত ৫৭ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। 
 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৬৫ হাজার ৭ শত ৩৬ জনের নিবন্ধন করা হয়েছে। 
 
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত  ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন। 
 
#
বশার/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৯১৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৬৯
 
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার
                                                             -- স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 
ঢাকা সেনানিবাস আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অভ্ প্যাথলজি প্রকল্প অনুমোদনের জন্য দ্রুত একনেকে প্রেরণের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। পাশাপাশি এর বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ে শীঘ্রই প্রস্তাব প্রেরণের নির্দেশ দিয়েছেন তিনি।   
আজ সচিবালয়ে অনুষ্ঠিত ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অভ্ প্যাথলজি প্রকল্পের বাছাই কমিটির সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এ নির্র্দেশ দেন। 
সভায় মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের নিরলস প্রচেষ্টা ও নানামুখী উদ্যোগের অংশ হিসেবে এ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন জরুরি। এ প্রকল্প বাস্তবায়ন হলে সাধারণ মানুষের জন্য আধুনিকমানের প্যাথলজি সেবা গ্রহণের সুযোগ আরো সহজতর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  
এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, ইনস্টিটিউটের পরিচালক মেজর জেনারেল দেবাশীষ সাহাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
 
#
 
পরীক্ষিৎ/ফারহানা/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৪৬৮
শিক্ষাখাতে উচ্চতর গবেষণায় বরাদ্দ আরো বাড়ানো হবে
                                              -- শিক্ষামন্ত্রী
ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :  
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চতর গবেষণায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গবেষণায় বরাদ্দ বাড়ানো অব্যাহত থাকবে। ফলপ্রসূ গবেষণার ফলে কৃষিসহ নানাক্ষেত্রে উন্নয়ন সম্ভব হয়েছে। গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে হবে। গবেষণার মাধ্যমেই বিদ্যমান সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
 
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি বিষয়ক কর্মশালা ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০০৯ সাল থেকে শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। উন্নত প্রযুক্তির উদ্ভাবন, প্রয়োগ এবং তা ফলপ্রসূভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে এ কর্মসূচি চালু করা হয়। এর মাধ্যমে দক্ষতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং সমাজবিজ্ঞানী গড়ে তোলাই লক্ষ্য। তিনি বলেন, বেসরকারি বিনিয়োগকারীদেরও গবেষণায় বিনিয়োগে এগিয়ে আসতে হবে।
 
মন্ত্রী আরো বলেন, শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৩৬৮টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১৫২টি গবেষণা প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যার অনুকূলে ২৯ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় হয়েছে। তিনি বলেন, গবেষণায় যথাযথ বিষয় বাছাই করতে হবে। যা সমাজে বিদ্যমান সমস্যা সমাধানে বা নতুন উদ্ভাবনে ভূমিকা রাখবে।
 
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, বাছাই কমিটির সভাপতি প্রফেসর ড. মেসবাউদ্দিন আহম্মেদ এবং ব্যানবেইস’র পরিচালক মোঃ ফসিউল্লাহ বক্তব্য রাখেন। 
 
অনুষ্ঠানে ২০১৫-১৬ অর্থবছরের ৫৮টি প্রকল্পের ৩য় কিস্তি, ২০১৬-১৭ অর্থবছরের ৬৯টি প্রকল্পের ২য় কিস্তি এবং ২০১৭-১৮ অর্থবছরের ৫০টি প্রকল্পের ১ম কিস্তির টাকার চেক হস্তান্তর করা হয়। এ অর্থবছরে মোট ৮৯টি গবেষণা প্রকল্পে অর্থ সহায়তা দেয়া হচ্ছে।
 
#
 
আফরাজুর/ফারহানা/রফিকুল/রেজাউল/২০১৮/১৭২৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৬৭
 
সরকারি নির্মাণকাজে ফাঁপা ইট ব্যবহারের নির্দেশ
ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
সরকারি নির্মাণকাজে বিকল্প ইট হিসেবে ফাঁপা ইট ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে নির্দেশনা প্রদান করা হয়েছে। 
ঐইজও উদ্ভাবিত বিকল্প এ ইট পরিবেশ বান্ধব ও অর্থসাশ্রয়ী বিধায় প্রধানমন্ত্রী সম্প্রতি এ বিকল্প ইট সরকারি কাজে ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করেছেন।
 
#
 
অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫০৮ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৪৬৬
 
হকি তারকা সোনা মিয়ার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর শোক
ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
হকির টাইগার খ্যাত আব্দুর রাজ্জাক সোনা মিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
শোকবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, হকির এই কিংবদন্তি খেলোয়ার আব্দুর রাজ্জাক সোনা মিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গণে এক অপূরণীয় ক্ষতিসাধিত হলো। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় হকির টাইগার খ্যাত আব্দুর রাজ্জাক সোনা মিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
#
শফকিুল/অনসূয়া/সুবর্ণা/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৪৫৫ ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৬৫ 
 
মিলানে ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ
মিলান, (১২ ফেব্রুয়ারি) :
ইতালির মিলানে ১১-১৩ ফেব্রুয়ারি ‘বরসা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-২০১৮’ এ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড  অংশগ্রহণ করছে। মেলায় প্রায় ১ শ’ টি দেশের ২ হাজার কোম্পানি অংশ নিচ্ছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন।
এ উপলক্ষে  আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত বিদেশি সাংবাদিক এবং ট্যুর অপারেটরদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশ ২০১২ সাল থেকে এ মেলায় অংশগ্রহণ করে আসছে। ইতিহাস, ঐতিহ্য, সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ ফরেস্টসহ অন্যান্য পর্যটনকেন্দ্র বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। বিদেশি পর্যটকদের ভ্রমণকে  আনন্দময় ও নিরাপদ করার জন্য তিনি সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। মন্ত্রী আরো বলেন, 
শিল্পসাহিত্য ও সভ্যতার কেন্দ্রভূমি ইতালির সাথে বাংলাদেশের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ভবিষ্যতে আরো উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
ইতালির হেরিটেজ এন্ড কালচার এন্ড ট্যুরিজম মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডরিনা বিয়াঙ্কি, লোর্ম্বাদি রিজিওনের প্রেসিডেন্ট রাফায়েলে ক্যাটানেও, মিলানের মেয়র যুসেপে সালাসহ  অন্যান্য দেশ থেকে আগত মন্ত্রীগণ এবং দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মন্ত্রী মতবিনিময় করেন। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের কনসাল এ কে মোহম্মদ শামসুল আহসান এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাসির উদ্দীন এসময় উপস্থিত ছিলেন।
 
#
 
শামসুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫২৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৬৪ 
 
বিশ্ব বেতার দিবসের কর্মসূচি
ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :  
 
 
ক্রীড়াঙ্গনে বেতার (জধফরড় ধহফ ঝঢ়ড়ৎঃং) এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বেতার দিবস ২০১৮ উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় বেতার ভবন, আগারগাঁও, ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। 
এ উপলক্ষে সকাল ৯টায় জাতীয় বেতারভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু র‌্যালির নেতৃত্ব দেবেন। র‌্যালিতে তথ্য প্রতিমন্ত্রী, তথ্যসচিব, বাংলাদেশ বেতারের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলী অংশগ্রহণ করবেন।
র‌্যালিটি আগারগাঁও-এ পাসপোর্ট অফিস মোড় ঘুরে আবারও জাতীয় বেতারভবনে শেষ হবে। 
পরে, জাতীয় বেতারভবন মিলনায়তনে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলন ২০১৮ এর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। 
অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে রহমতুল্লাহ, তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। 
বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
#
 
শরীফুল/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৩২০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৬৩
 
কক্সবাজার-টেকনাফ সড়কে শহিদ জাফর আলম স্মরণে তোরণ নির্মাণ
ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :
কক্সবাজার-টেকনাফ সড়কে শহিদ এটিএম জাফর আলম স্মরণে একটি তোরণ নির্মাণ করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এ তোরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
 
সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল, আবদুর রহমান বদি ও আশিক উল্যাহ রফিকসহ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন ।
 
তোরণ উদ্বোধনকালে মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সকল সুযোগসুবিধা দেয়া হবে। তবে জেলখানা আর গুলশানের বাসভবন এক নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, বিএনপি’কে ভাঙ্গার জন্য অন্য কারো প্রয়োজন নেই, বিএনপি’ই যথেষ্ট। 
 
উল্লেখ্য, আরাকান সড়কে প্রথম কিলোমিটারে শহিদ এটিএম জাফর আলম স্মরণে তোরণটি নির্মাণ করে কক্সবাজার সড়ক বিভাগ। ১৯৭১ সালের ২৫ মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ইকবাল হল তথা বর্তমানে জহরুল হক হলে পাক হানাদারবাহিনীর আক্রমন প্রতিহত করতে গিয়ে নির্মমভাবে শহিদ হন এটিএম জাফর আলম সিএসপি।
 
এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
#
 
নাছের/অনসূয়া/শহিদ/শামীম/২০১৮/১৩০৮  ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৬২ 
 
বিশ্ব বেতার দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) :  
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব বেতার দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
“বিশ্ব বেতার দিবস উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের বেতার শ্রোতা, সম্প্রচারকর্মী, শিল্পী, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ক্রীড়াঙ্গনে বেতার (জধফরড় ্ ঝঢ়ড়ৎঃং)’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। 
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গর্বিত উত্তরাধিকার বাংলাদেশ বেতার দেশের বৃহত্তম এবং অন্যতম শক্তিশালী গণমাধ্যম। বাংলাদেশ বেতার সূচনালগ্ন থেকে দেশ, সমাজ ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাঙালি জাতিকে মহান মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ ও অংশগ্রহণে উৎসাহিত করতে স্বাধীন বেতার কেন্দ্রের বলিষ্ঠ ভূমিকা সর্বজনবিদিত।
আমাদের সরকার জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করেছে। জাতীয় তথ্য বাতায়ন এবং ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র চালু করে আমরা তথ্যসেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে গেছি। আমরা দেশে সর্বপ্রথম জাতীয় সম্প্রচার নীতিমালাসহ তথ্য অধিকার আইন প্রণয়র ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করেছি। বেসরকারিখাতে ৪৪টি টেলিভিশন, ২২টি এফএম রেডিও এবং ৩২টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে। দেশের গনমাধ্যম এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।
সরকারের উন্নয়নমূলক কর্মকা- সাধারন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উন্নয়ণমূলক কর্মকা-ে গনমানুষকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে বেতারের শক্তিশালী ভূমিকা অনস্বীকার্য। বেতার ক্রীড়াসহ বিনোদনমূলক নানা অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে মানুষের মনোজাগতিক চাহিদা পূরণ করে যাচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে যোগাযোগ সম্পাদন করা এবং দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বেতারের ভূমিকা অনন্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও নতুন প্রযুক্তি বেতারকে আরও সম্ভাবনাময় করে তুলছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখীসমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে বেতার গুরুত্বপূর্ণ অবদান রাখবে- এ আমার প্রত্যাশা।
আমি বিশ্ব বেতার দিবস ২০১৮ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/আসমা/২০১৮/১২৪৫ ঘণ্টা
 
 
     
তথ্যববিরণী      নম্বর : ৪৬১  
বশ্বি বতোর দবিসে রাষ্ট্রপতরি বাণী 
ঢাকা, ৩০ মাঘ (১২ ফব্রেুয়ারি ) : 
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামদি বশ্বি বতোর দবিস উপলক্ষে নম্নিোক্ত বাণী প্রদান করছেনে :    
"বশ্বি বতোর দবিস ২০১৮ উপলক্ষে আমি বাংলাদশে বতোররে সকল র্কমর্কতা, র্কমচারী ও কলাকুশলী, শ্রোতাসহ সংশ্লষ্টি সকলকে জানাই আন্তরকি শুভচ্ছো ও অভনিন্দন। 
১৯৩৯ সালে প্রতষ্ঠিার পর থকেে বাংলাদশে বতোর শক্তশিালী গণমাধ্যম হসিবেে কাজ করে যাচ্ছ।ে আমাদরে মহান স্বাধীনতা ও মুক্তি সংগ্রামওে বাংলাদশে বতোর গুরুত্বর্পূণ ভূমকিা পালন কর।ে জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে ১৯৭১ সালরে ৭ র্মাচরে ঐতহিাসকি ভাষণ প্রচার ছলি সাহসী ও তাৎর্পযর্পূণ সদ্ধিান্ত। মহান মুক্তযিুদ্ধে ‘স্বাধীন বাংলা বতোর কন্দ্রে’ মুক্তপিাগল দশেপ্রমেকি জনতাকে উজ্জীবতি করতে অপরসিীম ভূমকিা পালন কর।ে র্দুযোগর্দুবপিাকে বতোররে সর্তকতামূলক র্বাতা সাধারণ মানুষকে সঠকি দকি নর্দিশেনা দয়ে। বাংলাদশে বতোরে কৃষ,ি শক্ষিা, জনসংখ্যা ও স্বাস্থ্যবষিয়ক র্কাযক্রমরে পাশাপাশি সম্প্রতি ক্রীড়াক্ষত্রেে বতোর র্কাযকর অবদান রখেে যাচ্ছ।ে সংবাদ, সরকাররে উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাটক, বনিোদনমূলক অনুষ্ঠানসহ দশেে শল্পিসংস্কৃতরি বকিাশে বাংলাদশে বতোর গুরুত্বর্পূণ ভূমকিা পালন করে যাচ্ছ।ে র্দীঘ পথপরক্রিমায় বাংলাদশে বতোর দশেবাসীর মনে স্থায়ী আসন গড়তে সক্ষম হয়ছেে বলে আমি মনে কর।ি
ক্রীড়া আজ আমাদরে দনৈন্দনি জীবনরে অন্যতম অনুষঙ্গ। ক্রীড়ার চলতি ধারাভাষ্য ক্রীড়ামোদী র্দশকশ্রোতাদরে কবেল উদ্বলেতি করে না, দশেকে বশ্বি অঙ্গনে তুলে ধরতওে গুরুত্বর্পূণ ভূমকিা পালন কর।ে  মাঠরে খলেোয়াড় ও গ্যালাররি র্দশকদরে সাথে ক্রীড়াভাষ্যকার শ্রোতাদরে যমেন মাঠে নয়িে যায় তমেনি তারাও জয়পরাজয়রে দোলাচলে খলোকে উপভোগ কর।ে এ পরপ্রিক্ষেতিে এবাররে বশ্বি বতোর দবিস ২০১৮ এর প্রতপিাদ্য ‘ক্রীড়াঙ্গনে বতোর’ (জধফরড় ্ ঝঢ়ড়ৎঃং) যর্থাথ হয়ছেে বলে আমি মনে কর।ি মুক্তযিুদ্ধরে চতেনা এবং দশে ও জাতরি আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদশে বতোর আরো বহুদূর এগয়িে যাব-ে এ প্রত্যাশা কর।ি
আমি বশ্বি বতোর দবিস ২০১৮ উপলক্ষে আয়োজতি সকল র্কমসূচরি সাফল্য কামনা কর।ি 
খোদা হাফজে, বাংলাদশে চরিজীবী হোক।" 
#
আজাদ/অনসূয়া/শহদি//আসমা/২০১৮/১২৩০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ৪৬০
কৃষিবিদ দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৩০ মাঘ (১২ ফেব্রুয়ারি) : 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“কৃষিবিদ দিবস উপলক্ষে আমি দেশের কৃষিবিদ এবং কৃষিসংশ্লিষ্ট পেশার সঙ্গে জড়িত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ কেআইবি কর্তৃক কৃষিপদক ২০১৭ ও ২০১৮ প্রদানের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি।
কৃষিখাতে সর্বোচ্চ সাফল্য অর্জনের লক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদানের ঘোষণা দেন; যা এ দেশের কৃষি, কৃষক ও কৃষিবিজ্ঞানীদের জন্য ছিল এক ঐতিহাসিক মাইলফলক। ফলে অধিকতর মেধাবী শিক্ষার্থীরা কৃষি শিক্ষায় আগ্রহী হয়ে উঠে। 
দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ও কৃষিজমির ক্রমহ্রাসমান পরিস্থিতিতে কৃষির নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে স্বাধীনতাপূর্বের তুলনায় কৃষি উৎপাদন প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে। দেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ অর্জনের পিছনে কৃষিবিদদের ভূমিকা অনস্বীকার্য। 
কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ কৃষির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের গুণী কৃষিবিদ, স্বনামধন্য কৃষিপ্রতিষ্ঠান, সফল কৃষি উদ্যোক্তা ও সফল কৃষকদের ‘কেআইবি কৃষিপদক’ প্রদান করে কৃষিবিদদের নিজ নিজ ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা পালনে উৎসাহিত করছে।
আমি আশা করি, কৃষি ও কৃষকের পরমবন্ধু এদেশের সচেতন কৃষিবিদসমাজ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যে কোনো জাতীয় দুর্যোগে তাঁদের আন্তরিক অংশগ্রহণ ও মননশীল ভূমিকা অব্যাহত রাখবেন।
আমি ‘কৃষিবিদ দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।
 
জয় বাংলা, জয়বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
 
ইমরুল/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/আসমা/২০১৮/১২২০ ঘন্টা
 
 
 
 
তথ্যববিরণী                                                       নম্বর : ৪৫৯  
কৃষবিদি দবিসে রাষ্ট্রপতরি বাণী 
ঢাকা, ৩০ মাঘ (১২ ফব্রেুয়ারি ) : 
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামদি কৃষবিদি দবিস উপলক্ষে নম্নিোক্ত বাণী প্রদান করছেনে :   
"কৃষবিদি ইনস্টটিউিশন বাংলাদশে ‘কৃষবিদি দবিস’ উপলক্ষে কআেইবি কৃষপিদক ২০১৭ ও ২০১৮ প্রদান করছে জনেে আমি আনন্দতি। কৃষবিদি ইনস্টটিউিশন বাংলাদশে র্কতৃক কআেইবি কৃষি পদক প্রর্বতন নঃিসন্দহেে একটি প্রশংসনীয় উদ্যোগ।  
কৃষকিে ঘরিইে মানবসভ্যতার গোড়াপত্তন। বাংলাদশে কৃষপ্রিধান দশে। দশেরে বৃহৎ জনগোষ্ঠীর জীবনজীবকিা মূলত কৃষকিে ঘরি।ে কাজইে কৃষরি উৎর্কষ ব্যতরিকেে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। জাতরি পতিা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমান এ উপলব্ধি থকেইে স্বাধীনতার পর পরই কৃষরি উন্নয়নকে র্সবোচ্চ গুরুত্ব দনে। তনিি কৃষি ব্যবস্থাকে আধুনকিীকরণসহ ১৯৭৩ সালরে ১৩ ফব্রেুয়ারি কৃষবিদিদরে প্রথম শ্রণেরি র্মযাদা প্রদান করনে। বঙ্গবন্ধুর এ ঘোষণা ছলি অত্যন্ত তাৎর্পযর্পূণ। ফলশ্রুততিে কৃষবিদিরা যমেন সম্মানতি হয়ছেনে তমেনি দশেে কৃষরিও ব্যাপক উন্নতি ঘটছে।ে 
মূলত কৃষ,ি কৃষক ও কৃষবিদি যনে একই সুতোয় গাঁথা এবং পরস্পর নর্ভিরশীল। কৃষবিদি তথা কৃষবিজ্ঞিানী র্কতৃক উদ্ভাবতি নতুন নতুন কৃষপ্রিযুক্তি ও অধকি উৎপাদনশীল জাতরে বীজ ব্যবহার করে কৃষক আজ প্রায় ষোলো কোটি মানুষরে খাদ্যরে যোগান দচ্ছি।ে বড়েছেে শাকসবজ,ি মাছ, মাংস, ডমি, দুধসহ অন্যান্য কৃষপিণ্য উৎপাদনও। আমি আশা কর,ি কৃষবিদি ও কৃষবিজ্ঞিানীগণ তাঁদরে মধো, মনন ও উদ্ভাবনী শক্তি দয়িে কৃষরি আরো উন্নয়নরে মাধ্যমে ক্ষুধা ও দারদ্র্যিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নরে সোনার বাংলা গঠনে অবদান রাখবনে।
কৃষতিে অনন্য অবদানরে স্বীকৃতস্বিরূপ যসেব ব্যক্তি ও প্রতষ্ঠিান ‘কআেইবি কৃষপিদক’ পয়েছেনে, আমি তাঁদরে আন্তরকি অভনিন্দন জানাই। আমার বশ্বিাস এ স্বীকৃতি তাঁদরে কাজে আরো উৎসাহ যোগাবে এবং অন্যরাও কৃষরি উন্নয়নে অবদান রাখতে উৎসাহতি হবনে।
আমি কৃষবিদি দবিস উপলক্ষে আয়োজতি অনুষ্ঠানমালার সাফল্য কামনা কর।ি
খোদা হাফজে, বাংলাদশে চরিজীবী হোক।"
#
আজাদ/অনসূয়া/শহদি/সুর্বণা/আসমা/২০১৮/১১৫০ ঘণ্টা 
 
Todays handout (11).docx Todays handout (11).docx