Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০১৮

তথ্যবিবরণী ১৮ সেপ্টেম্বর ২০১৮

Handout                                                                                                          Number : 2572

 

UAE Ambassador met with Foreign Minister

 

Dhaka, September 18:

 

            Ambassador of the United Arab Emirates to Bangladesh Saed Mohammed Saed Hmaid Almheiri paid a courtesy call on the Foreign Minister Abul Hassan Mahmood Ali at his office today. Ambassador Almheiri conveyed greetings and best wishes of the Foreign Minister of the UAE to the Foreign Minister of Bangladesh. During the meeting, they discussed various issues of bilateral relations and engagements.

 

            Foreign Minister expressed happiness at the enhanced engagement between Bangladesh and the UAE in the recent months and hoped for further expansion of the cooperation in the area of human resources, trade, civil aviation, defence and other potential areas for the benefit of the two peoples. They also exchanged views on regional and international issues of mutual interest as well as on cooperation in different multilateral platforms.

 

            Foreign Minister assured the UAE Envoy that the UAE always remains trusted friend of Bangladesh and it will always get priority in terms of mutual support in bilateral and international arena.

 

#

 

Tohidul/Farhana/Rafiqul/Salimuzzaman/2018/2150 Hrs.

 

 

Handout                                                                                                          Number : 2571

 

Foreign Minister receives the new Oman Envoy

 

Dhaka, September 18:

 

            The newly appointed Charge D Affairs of the Sultanate of Oman Ta'eeb Salim 'Abdullah Al 'Alawi presented his letter of introduction to the Foreign Minister at latter’s office this morning. The Foreign Minister Abul Hassan Mahmood Ali welcomed Mr. Alawi to Bangladesh as the Head of the Oman Embassy in Dhaka and assured him of full support from the Foreign Ministry in performing his responsibility. Mr. Alawi conveyed greetings and best wishes of the Foreign Minister of Oman to the Foreign Minister of Bangladesh.

 

            During the meeting, they discussed various issues of bilateral relations and engagements particularly in the area of human resources, agriculture, fisheries, blue economy, defence, culture education etc. They also exchanged views on regional and international issues of mutual interest as well as on cooperation in different multilateral platforms like UN, OIC, IORA etc. They stressed on concluding different bilateral cooperation instruments between the two countries on a priority basis.

 

            The meeting ended with the aspiration that the relations between the two brotherly countries will be further expanded in the coming days and both sides will work to this direction.

 

#

 

Tohidul/Farhana/Rafiqul/Salimuzzaman/2018/2145 Hrs.

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৫৭০ 
 
নদ-নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি- হ্রাস
জরুরি পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে
 
ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) :
 
দেশের নদ-নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি-হ্রাসের কারণে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে দু’টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
 
জরুরি পরিস্থিতিতে যোগাযোগের নম্বর : ৯৫৭৬৭৭৫, ০১৭৪৮-৩৯৭৬৯৩, ৯৫৫৩১১৮, ৯৫৫০৭৫৫, ৯৫৫৭৩৮৬ এবং ০১৭১৫-০৪০১৪৪।
 
 
#
 
জাহাঙ্গীর/ফারহানা/সঞ্জীব/সেলিম/২০১৮/১৯২০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৫৬৯
মিরপুরে ২০০ শয্যা বিশিষ্ট নার্সেস হোস্টেল উদ্বোধন
ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) : 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আজ রাজধানীর মিরপুরে ২০০ শয্যা বিশিষ্ট নার্সেস হোস্টেল উদ্বোধন করেন। হোস্টেলটি মিরপুর-১ এ দারুস সালাম রোডে আবস্থিত। হোস্টেলটি নির্মাণে ব্যয় হয়েছে ২১ কোটি টাকা । শর্তানুসারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অর্থায়ন করেছে ১২ কোটি ৫৮ লাখ টাকা এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অর্থায়ন করেছে ৮ কোটি ৪৩ লাখ টাকা। এই নার্সেস হোস্টেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কর্মরত নার্সদের আবাসন ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রায় ২০০ জন নার্স থাকতে পারবেন। 
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়া ডা. মালেকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক  কাজী রওশন আক্তার প্রমুখ।   
প্রতিমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারীদের বড় চ্যালেঞ্জ হল আবাসন সমস্যা। ছেলেরা যেমন একা ম্যাচ করে থাকতে পারে কিন্তু মেয়েদের পক্ষে তা সম্ভব নয়। তাই নারীকে ক্ষমতায়িত করতে হলে তাদের সার্বিক নিরাপত্তাসহ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকার এ বিষয়টি মাথায় রেখে কর্মজীবী নারীদের জন্য নতুন নতুন আবাসন তৈরি করছে।
সচিব নাছিমা বেগম বলেন, নার্সিং পেশা নারীদের অন্যতম একটি মহৎ পেশা। এ পেশায় নিয়োজিত সকলকে পেশাদারিত্বের মনোভাব সম্পন্ন হতে হবে এবং জনগণের সেবা করতে হবে।
#
 
খায়ের/ফারহানা/পারভেজ/জয়নুল/২০১৮/১৯৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৬৮
আওয়ামী লীগ নেতা মাহবুব জামান ভুলুর মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক 
ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি, রাজশাহী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মাহবুব জামান ভুলুর (৭০) আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলু ছিলেন রাজশাহী জেলার মাটি ও মানুষের এক অকৃত্রিম বন্ধু। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, মাহবুব জামান ভুলুর আজ বিকেলে রাজশাহীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।   
#
 
জলিল/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৬৭
নড়িয়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ত্রাণমন্ত্রী
 
নড়িয়া (শরিয়তপুর), ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, নড়িয়ার ক্ষতিগ্রস্ত মানুষকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিজিএফ সহযোগিতা দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণভা-ারে ত্রাণের অভাব নেই। কেউ যাতে খাদ্যে কষ্ট না পায় তার জন্য সকলকে আন্তরিক হতে হবে।
মন্ত্রী আজ নড়িয়া উপজেলার সাম্প্রতিক নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী বিতরণ করেন। সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী, এডভোকেট নাভানা আক্তার ও বিএম মোজাম্মেল হক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ এমএ হাসিম এসময় উপস্থিত ছিলেন।
নড়িয়ার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রায় ৫ হাজার পরিবারের ত্রাণ সহায়তা হিসেবে ভিজিএফ ছাড়াও ঘরবাড়ি নির্মাণের জন্য প্রাথমিকভাবে ৫ হাজার বান্ডিল ঢেউটিন, ঘর নির্মাণ মঞ্জুরি হিসেবে ১ কোটি ৫০ লাখ টাকা, জরুরি প্রয়োজন মিটানোর জন্য ৫০ লাখ টাকা ও ১০ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়।
মন্ত্রী এ সময় নড়িয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলা প্রশাসক কাজী আবু তাহের জানান নড়িয়ার ডুবো চরের কারণে পার্শ্ববর্তী এলাকা বেশি করে ভাঙ্গছে। তাই ডুবোচরগুলোর ড্রেজিং করার জন্য ইতোমধ্যে ড্রেজার এসেছে। শীঘ্রই ড্রেজিং শুরু হবে। ক্ষতিগ্রস্ত সকল পরিবারের মানবিক দিকগুলো বিবেচনা করে তাদের খাদ্য, আশ্রয়, চিকিৎসা, সুপেয় পানির ব্যবস্থা করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সচিব উপজেলা কমিটিকে নির্দেশ দেন।
#
 
 
ওমর ফারুক/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৯২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২৫৬৬
চলমান কোটা সংস্কার প্রক্রিয়ায় প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা বহাল রাখা প্রয়োজন
                                                                     --- সমাজকল্যাণমন্ত্রী 
ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) :
আলোচিত কোটা সংস্কার প্রক্রিয়ায় ১ম ও ২য় শ্রেণিতে চাকরিতে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা রাখতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
আজ রাজধানীর ইস্কাটনস্থ সুইড কনভেনশন সেন্টারে ‘প্রতিবন্ধী নারী অধিকার বিষয়ক সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকারের চলমান এসডিজি কর্মসূচির অন্যতম বার্তা হচ্ছে কাউকেই পিছনে ফেলে রাখা যাবে না। এক্ষেত্রে দেশের প্রায় ১৬ লাখ প্রতিবন্ধী ব্যক্তিকে পিছনে ফেলে রেখে আমরা উন্নয়নের উচ্চশিখরে পৌঁছতে পারবো না। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের দেশেরই সন্তান। সুতরাং প্রতিবন্ধী ব্যক্তিদের  জন্য আমাদের নানাবিধ দায়িত্ব  রয়েছে। চলমান কোটা সংস্কার প্রক্রিয়ায় ১ম ও ২য় শ্রেণির চাকরিতে সকল কোটা বিলুপ্তির ক্ষেত্রে অসহায় প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সম্পূর্ণ কোটা তুলে নেবার সময় এখনো হয়নি। কারণ প্রতিবন্ধী ব্যক্তিরা পরীক্ষায় ভালো ফলাফল করেও কেবলমাত্র শারীরিক প্রতিবন্ধী হবার কারণেই মৌখিক পরীক্ষা থেকে  বাদ পড়ে যায়। সেক্ষেত্রে  প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কোটা রাখা গেলে  এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের এগিয়ে যেতে সহায়ক হবে। 
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নানা উদ্যোগ নেওয়া প্রসঙ্গে মেনন আরো বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সারা দেশে ১০৩টি প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র করা হয়েছে। হুইল চেয়ার, সাদাছড়ি নামমাত্র মূল্যে বিতরণ করা হচ্ছে। এছাড়ও দেশব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থেরাপি সেন্টার, অটিজম রিসোর্স সেন্টার করা হয়েছে। সাভারে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল ফর অটিজম ঢাকায় ৪টিসহ সারাদেশে মোট ১১টি স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি ৩২টি মোবাইল থেরাপি ভ্যান বর্তমানে ৬৪টি জেলায় চলমান রয়েছে। ঢাকার টঙ্গীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাধ্যমে মুক্তা পানি নামে স্বচ্ছ পানি উৎপাদন করা হচ্ছে। বর্তমানে এই মুক্তা পানি লাভজনক অবস্থায় রয়েছে। মুক্তা পানি বিক্রির লভ্যাংশের পুরো অর্থ প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় ব্যয় করা হচ্ছে।’ 
ডড়সবহ রিঃয উরংধনরষরঃরবং উবাবষড়ঢ়সবহঃ ঋড়ঁহফধঃরড়হ (ডউউঋ) এর চেয়ারম্যান দৃষ্টি প্রতিবন্ধী শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, প্রতিবন্ধী বিষয়ক চিন্তাবিদ জুলিয়ান ফ্রান্সিস, নিজেরা করি এর নির্বাহী পরিচালক খুশি কবির, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা-মিন-আরা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডউউঋ এর চেয়ারম্যান শিরিন আক্তার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডউউঋ এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি।
#
 
মাইদুল/ফারহানা/সঞ্জীব/পারভেজ/জয়নুল/২০১৮/২০৪০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৬৫
বঙ্গবন্ধু দেশের প্রতিটি মানুষের মনের মধ্যে আছেন এবং থাকবেন
                                              --- তথ্য প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) :
তথ্য প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধু এ দেশের প্রতিটি মানুষের মনের মধ্যে আছেন এবং থাকবেন। আমরা তাঁকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমরা যেন তাঁর কন্যাকে রক্ষা করতে পারি এবং তাঁর কন্যার পাশে থাকতে পারি - এটাই হোক আজকে আমাদের সকলের ব্রত। 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘‘বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন দেশ, তাঁর কন্যা দিয়েছেন ‘অপ্রতিরোধ্য-অগ্রযাত্রার বাংলাদেশ’-’’ এ কর্মযজ্ঞের জন্য ‘ধন্যবাদ’ বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। 
তারানা হালিম বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ যিনি ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মাধ্যমে একটি জাতির ২৭ বছরের বঞ্চনার ইতিহাস তুলে ধরে দেশের মানুষকে মুক্তিযুদ্ধে সংগঠিত করেছিলেন। ৪৭ থেকে ৫২, ৫২ থেকে ৬৬, ৬৬ থেকে ৭০ এবং ৭০ থেকে ৭১ কোথায় নেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ! তাঁকে ধন্যবাদ। ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর বাংলাদেশ নামটি এ দেশের মানুষকে উপহার দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ।’ 
তারানা হালিম বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগ্য পিতার যোগ্য সন্তান। তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আজকে আমরা ক্রয় ক্ষমতার দিক থেকে বিশ্বে ৩২তম বৃহৎ অর্থনৈতিক দেশ, জিডিপি’র দিক থেকে ৪৩তম বৃহৎ দেশ, আমাদের এ সম্মান এনে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করে আমাদের কলঙ্ক থেকে মুক্ত করেছেন। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। 
অনুষ্ঠানে শিল্পী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, পেশাজীবী এবং ছাত্রগণ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া অনুষ্ঠানে সরকারের উন্নয়নের বিভিন্ন তথ্যচিত্র দেখানো হয়।
#
 
এনায়েত/ফারহানা/পারভেজ/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৬৪
একনেকে ইভিএম প্রকল্পসহ ১৪ প্রকল্প অনুমোদন
 
ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) :
গত অর্থবছরে (২০১৭-১৮) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.৮৬ শতাংশ, যা প্রাথমিক হিসেবে ছিল ৭.৬৫ শতাংশ। জিডিপির এই চূড়ান্ত হিসাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থাপন করেন। পরিকল্পনামন্ত্রী দেশের এ অভূতপূর্ব অর্জনকে স্মরণীয় করে রাখতে একনেক সভার শুরুতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জিডিপির এই প্রবৃদ্ধি অর্জন গত অর্থবছরের বাজেটে নেওয়া লক্ষ্যমাত্রা ৭.৪ শতাংশের চেয়েও বেশি। সেই সঙ্গে বেড়েছে মাথাপিছু আয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে এ চিত্র উঠে এসেছে।
আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনইসি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
ভোটগ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ, ত্রুটিমুক্ত, বিশ্বাসযোগ্য ও আধুনিক প্রযুক্তিনির্ভর করতে দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনা হবে। আজ একনেক সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৫ কোটি ৩৪ লাখ টাকা। প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ বর্তমান সময় থেকে জুন ২০২৩ সাল পর্যন্ত। নির্বাচন কমিশন সচিবালয়ের ৩ হাজার ১১০ জন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচন প্রক্রিয়া বিষয়ে সামগ্রিক দক্ষতা বৃদ্ধি, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নির্বাচন প্রক্রিয়া আরো সুষ্ঠু ও অবাধ করতে ইভিএম ব্যবহারে উদ্যোগ নেয় ইসি। ইতিপূর্বে ব্যবহƒত ইভিএমের ত্রুটিগুলো বিবেচনায় রেখে সম্পূর্ণ নতুন কনফিগারেশনের অত্যাধুনিক ও নির্ভরযোগ্য ইভিএম ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে। ইভিএম মেশিন ইতিপূর্বে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৭সহ বেশকিছু নির্বাচনে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের একটি কেন্দ্রের ছয়টি কক্ষে ইভিএম’র ব্যবহার মাধ্যমে সফলতার সঙ্গে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়। ভোটগ্রহণ শেষে প্রতিটি কক্ষে ভোট গণনার সময় লাগে মাত্র এক মিনিট। দেশি-বিদেশি এবং নির্বাচন কমিশনের নিজস্ব নির্বাচন পর্যবেক্ষক দল, বিভিন্ন রাজনৈতিক দল, মিডিয়া এবং সর্বসাধারণের মত অনুযায়ী ইভিএম পরিচালিত কেন্দ্রের ভোট নিরপেক্ষ, সহজ এবং সময়বান্ধব হয়েছে। 
#
 
 
তৌহিদুল/ফারহানা/সঞ্জীব/পারভেজ/জয়নুল/২০১৮/২০৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৬৩
নারীকে সম্মানজনক স্থানে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার
                              --- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীকে সম্মানের স্থানে প্রতিষ্ঠিত করতে সরকার ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার জন্য অনেক চ্যালেঞ্জ  মোকাবিলা করতে হয়েছে। তৃর্ণমূল পর্যায়ে যখন ইউনিয়ন পরিষদে নারীদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা  করা হয় তখন অনেক নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বর্তমানে তৃর্ণমূল থেকে রাজনীতির  সকল পর্যায়ের  নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, সংগ্রাম ও নির্যাতনের বিভীষিকা পেছনে ফেলে  যে সমস্ত  নারী  সফল হয়েছেন তাদেরকে  জয়িতা খেতাবে ভূষিত করা হয়েছে। 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যৌথ আয়োজনে ‘ঢাকা বিভাগের বিভাগীয় শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সভাপতি  বেগম রেবেকা মোমেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু , মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়শা সিদ্দিকা।   
সচিব নাছিমা বেগম বলেন,  ‘নারীকে  যদি  আমরা  প্রকৃতভাবে ক্ষমতায়িত করতে চাই তাহলে  তাদেরকে উদ্যোক্তা হিসেবে  তৈরি করতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ করছে’। 
ঢাকা বিভাগের ১৩ টি জেলার ৬৫ জন নারীর মধ্যে থেকে ৫টি ক্যাটাগরিতে মোট ৫ জন শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হয়েছে। অর্থনৈতিকভাবে সাফল্যের জন্য বেগম রহিমা সরকার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্যের জন্য রোকেয়া বেগম, সফল জননী হিসেবে সাজেদা বেগম,  নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যেমে জীবন শুরু করার জন্য কুঞ্জি রাণী সূত্রধর এবং সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখার জন্য বেগম ইসরাত জাহানকে শ্রেষ্ঠ জয়িতা-২০১৮ এ ভূষিত করা হয়েছে।
#
 
খায়ের/ফারহানা/রফিকুল/জয়নুল/২০১৮/১৮২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৫৬২
প্রতারকচক্র হতে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা 
ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর) :
শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, পাঠদান, স্বীকৃতি, বিষয় খোলা, বিভাগ খোলা, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে প্রতারকচক্র শিক্ষা মন্ত্রণালয়ের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পত্রের মাধ্যমে এবং ফোনে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ সব বেআইনি কার্যক্রমের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই। শিক্ষা মন্ত্রণালয়ের যে কোনো কাজে টাকা পয়সা প্রদানের কোনো সুযোগ নেই। এ ধরনের প্রতারকচক্র থেকে সংশ্লিষ্ট সকলকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হয়েছে। 
উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, পাঠদান, স্বীকৃতি, বিষয় খোলা, বিভাগ খোলা, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও নাম পরিবর্তন ইত্যাদি সংক্রান্ত সকল নির্দেশাবলি এ বিভাগের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কেবল ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশাবলি ও পত্রাদির ভিত্তিতে কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
#
 
আফরাজুর/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৪২৭ ঘণ্টা 
 
Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon