Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মে ২০১৮

তথ্যবিবরণী 01/05/2018

তথ্যবিবরণী                                                                                                 নম্বর ঃ ১৩৭৫
 
দুর্ঘটনা রোধে শ্রমিক মালিক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে
                                                             -নৌপরিবহন মন্ত্রী
ঢাকা, ১৮ বৈশাখ (১ মে )ঃ 
দুর্ঘটনা রোধে শ্রমিক মালিক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে। চালকের অবহেলা ও অদক্ষতায় যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য চালকদের আরো সাবধানতার সাথে গাড়ি চালাতে হবে। গাড়িতে যাতে অদক্ষ চালক ও শ্রমিক কাজ করতে না পারে সেজন্য মালিকদের সতর্ক থাকতে হবে। জাল লাইসেন্স নিয়ে  গাড়ি চালানো এবং মোবাইল ফোনে কথা না বলা যাবে না।
নৗ-পরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ঢাকা মতিঝিলস্থ বিমান অফিস প্রাঙ্গণে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
শাজাহান খান বলেন, সড়ক পরিবহন সেক্টর একটি সেবামূলক সেক্টর। পরিবহণ শ্রমিকেরা যাত্রীদের সেবা করে থাকে। তিনি বলেন পরিবহণ শ্রমিকরা একেবারে নির্দোষ বা নিরপরাধী সেটা বলব না। দুর্ঘটনার ফলে অনেক চালকের বিরূদ্ধে মামলা হয়। মামলার বিচারে যারা দোষী হয়, তাদের জন্য ফেডারেশন থেকে কোন প্রতিবাদ করা হয় না। তবে নিরাপরাধীদের বিরূদ্ধে মিথ্যা মামলায় বিচার হলে সেটার জন্য সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। সড়ক পরিবহণ আইন যুগোপযোগী করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।                                                           
সমাবেশ শেষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিমান অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মুক্তাঙ্গণে গিয়ে শেষ হয়। 
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির খান, বি আই ডাব্লিউ টি সি’র শ্রমিক ইউনিয়নের সভাপতি মহসিন ভূইয়া এবং বাংলাদেশ গ্রাম পুলিশের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস উপস্থিত ছিলেন।  
 
#
জাহাঙ্গীর/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৩৩৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর ঃ ১৩৭৪
উৎপাদন বৃদ্ধিতে শ্রমিকদের প্রাণবন্ত রাখুন
                                     তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১৮ বৈশাখ (১ মে )ঃ 
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘কল-কারখানা ও কৃষিসহ জাতীয় উৎপাদন বাড়াতে শ্রমিকদের হাসিখুশি ও প্রাণবন্ত রাখতে হবে আর সেজন্য তাদের ন্যূনতম মজুরি ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার বিকল্প নেই।’
মন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ’র শ্রমিক সমাবেশ ও লাল পতাকা র‌্যালি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
‘জঙ্গিবাদী, মৌলবাদী, ফতোয়াবাজ তেতুঁলহুজুরেরা শ্রমিকদের মধ্যে বিভক্তি তৈরি করে, নারী শ্রমিকদের ঘরে বন্দি করে রাখতে চায়’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সে কারণে ন্যূনতম জাতীয় মজুরির দাবি আদায়ের সংগ্রামের পাশাপাশি এ ষড়যন্ত্রীদের বিরুদ্ধেও শ্রমিকদের রুখে দাঁড়াতে হবে।’ 
জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি ইনু বলেন, ‘শ্রমিক, মজুর, কর্মজীবী-মেহনতি মানুষেরাই উৎপাদন ও উন্নয়ন সভ্যতার মূল চালিকাশক্তি। বাজার ও মালিকের হাতে শ্রমিক ও দেশের ভাগ্য ছেড়ে না দিয়ে অর্থনীতিকে রাষ্ট্রীয় অন্যতম মূলনীতি হিসেবে সংবিধানে সুনির্দিষ্টভাবে উল্লিখিত সমাজতন্ত্রের পথে পরিচালিত করতে হবে।’ সমাবেশ শেষে তথ্যমন্ত্রীর নেতৃত্বে লাল পতাকাসজ্জিত একটি বর্ণাঢ্য র‌্যালি বঙ্গবন্ধু এভিনিউ থেকে নগরীর রাজপথ প্রদক্ষিণ করে।
জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ’র সভাপতি সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে শ্রমিক সমাবেশে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক কনক বর্মনসহ গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি রোকেয়া সুলতানা আঞ্জু প্রমূখ উপস্থিত ছিলেন। 
 
#
আকরাম/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১৩৩৫    ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৩৭২
পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতির বাণী 
 
ঢাকা, ১৮ বৈশাখ (১ মে) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২ মে পবিত্র শবেবরাত উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“পবিত্র শবেবরাত উপলক্ষে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক মোবারকবাদ।
শবেবরাত মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় পবিত্র রজনি। মাহে রমজান ও সৌভাগ্যের আগমনি বারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত প্রতিবারের ন্যায় এবারও আমাদের মাঝে সমাগত। উপমহাদেশে শবেবরাত প্রধানত সৌভাগ্যের রজনি হিসেবে পালিত হয়। মানবজাতিকে আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয় পবিত্র এই রজনি। নফল রোজার পাশাপাশি আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের লক্ষ্যে মুসল্লিগণ সারারাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগি করেন। পবিত্র শবেবরাত সকলের জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক, মহান আল্লাহর দরবারে এ প্রার্থনা করি।
ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতের এই পবিত্র রজনিতে সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা জানাই। সৌভাগ্যম-িত পবিত্র শবেবরাতের পূর্ণ ফজিলত আমাদের ওপর বর্ষিত হোক। মহান আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন। আমীন।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
 
আজাদ/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৮/১১০৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৩৭৩ 
পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী  
 
ঢাকা, ১৮ বৈশাখ (১ মে) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ মে পবিত্র শবেবরাত উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :   
“পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ। 
সৌভাগ্যের এই রজনি মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।
পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
আসুন, সকল প্রকার কুসংস্কার ও কূপমন্ডূকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।
রহমতের এই রাত আমাদের জন্য বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি।
মহান আল্লাহতায়ালা আমাদের সকলকে হেফাজত করুন। আমীন।
 
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
 
#
ইমরুল/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৮/১০৫৮ ঘণ্টা
Todays handout (2).docx Todays handout (2).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon