Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯

তথ্যবিবরণী : 28-2-2019

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮২৩
 
অমর একুশে গ্রন্থমেলা ২ মার্চ পর্যন্ত চলবে
              --- সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর সময়সীমা দুই দিন বৃদ্ধি করা হয়েছে। ফলে আগামী ২ মার্চ পর্যন্ত গ্রন্থমেলা চলবে। ভবিষ্যতে মেলার পরিসর আরো বাড়ানো হবে। এছাড়া আগামী বছর থেকে মেলার প্রস্তুতি আরো আগে থেকে শুরু করা হবে।
প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় বাংলা একাডেমি চত্বরে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, বিকাশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী এবং নিরাপদ মিডিয়া কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মেলার প্রতিবেদন পাঠ করেন বাংলা একাডেমির পরিচালক ও অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ আয়োজন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের পশ্চিম পাশের অংশটিকে গ্রন্থমেলার অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটি বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সারাদেশে গ্রন্থমেলা ও গ্রন্থাগারের কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে।
পরে প্রতিমন্ত্রী কবি নির্মলেন্দু গুণের হাতে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০১৯ তুলে দেন। এছাড়া বিভিন্ন ক্যাটেগরিতে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানকে চিত্তরঞ্জন স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার ও কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করেন।
#
 
ফয়সল/মাহমুদ/এনায়েত/মোশারফ/জয়নুল/২১৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮২২
 
অমর একুশে গ্রন্থমেলার মেয়াদ বৃদ্ধি
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর সময়সীমা দুই দিন বৃদ্ধি করা হয়েছে। 
ফলে আগামী ২ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ চলবে।
#
 
ফয়সল/মাহমুদ/এনায়েত/মোশারফ/জয়নুল/২০৪৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮২১
 
ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ পালিত হয়েছে।
এ উপলক্ষে রাজধানীর বারডেম অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এবারে দিবসটির মূল প্রতিপাদ্য ছিল- ‘উন্নত ডায়াবেটিস সেবা পেতে আজই ডিজিটাল নিবন্ধন করুন’। এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফারুক পাঠান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে অসামান্য অবদানের জন্য বারডেমের প্রশংসা করেন এবং গরিব রোগীরা যাতে বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পায় সেদিকে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে বলেন।
বিগত ৩০ থেকে ৩৫ বছর ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন এবং সুচিকিৎসার মাধ্যমে সুস্থভাবে জীবন যাপন করছেন এমন ১০ জন ডায়াবেটিস রোগীকে অভিনন্দনপত্র ও ক্রেস্ট প্রদান করা হয় অনুষ্ঠানে ।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক জাফর আহমেদ লতিফ।
#
 
শাহেদ/মাহমুদ/এনায়েত/মোশারফ/জয়নুল/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ৮২০
 
জাতীয় ভোটার দিবসে রাষ্ট্রপতির বাণী
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
 
রাষ্ট্রপতি  মোঃ আবদুল হামিদ ১ মার্চ জাতীয় ভোটার দিবস ২০১৯ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:
 
‘‘দেশে প্রথম বারের মতো জাতীয় ভোটার দিবস ২০১৯ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি আশা করি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও ভোটাধিকার প্রয়োগে এ আয়োজন জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হবে। 
 
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবিধানিক দায়িত্ব পালন করেন এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে থাকেন। 
 
‘ভোটার হব, ভোট দেব’ এবারের জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্যটি যথাযথ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। আমাদের দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও উন্নয়নের মৌলিকভিত্তি এ প্রতিপাদ্যের মধ্যেই নিহিত রয়েছে। একজন যোগ্য নাগরিকও যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ না পড়েন, জাতীয় ভোটার দিবসে আমি এ আহ্বান জানাই।
 
বাংলাদেশ নির্বাচন কমিশন যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিসহ তালিকাভুক্ত ব্যক্তিদেরকে জাতীয় পরিচয়পত্রও প্রদান করে থাকে। নির্বাচন কমিশন আঠার বছরের ঊর্ধ্বের সকল নাগরিকের ছবি ও আঙুলের ছাপের বায়োমেট্রিক তথ্যসহ কম্পিউটারভিত্তিক ডেটাবেইজ প্রস্তুত করছে।  এই জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে ব্যক্তির সঠিক পরিচয় যাচাই করে সকল সরকারি চাকরিজীবীর বেতন, পেনশন, মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবাসহ সকল ভাতাভোগীকে রাষ্ট্রীয় সেবা প্রদান সম্ভব হচ্ছে। নির্বাচন কমিশনকে তাদের এই বিশাল কর্মযজ্ঞের জন্য আমি সাধুবাদ জানাই।  
 
জাতীয় ভোটার দিবস-২০১৯ উদযাপনের লক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচি সফল হোক-এ কামনা করছি। 
 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’ 
#
 
আজাদ/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮১৯
 
নির্ধাতির সময়ের পূর্বেই দোহাজারি-কক্সবাজার রেললাইন চালু হবে
                                                      --- রেলপথ মন্ত্রী
 
কক্সবাজার, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, যে গতিতে কাজ চলছে তাতে নির্ধারিত সময়ের আগেই দোহাজারি-কক্সবাজার নতুন রেললাইন চালু হবে। তিনি আজ কক্সবাজারে দোহাজারি-কক্সবাজার-রামু-গুনদুম রেললাইন পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পটি কক্সবাজারসহ দেশবাসীর অনেক প্রতীক্ষার প্রকল্প। প্রধানমন্ত্রীর নির্দেশে এই প্রকল্পটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ২০২২ সালের জুনে প্রকল্পের কাজ শেষে লাইন চালু করার সময় নির্ধারিত আছে। এ লাইন চালু হলে দেশি বিদেশি পর্যটক অধিকহারে কক্সবাজার আসার সুযোগ পাবে। ফলে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। তিনি আরো বলেন, সরকার ঢাকা থেকে সরাসরি ট্যুরিস্ট ট্রেন চালুর পরিকল্পনা করছে। 
পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম, প্রকল্প পরিচালক মোঃ মফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
#
 
শরিফুল/মাহমুদ/এনায়েত/মোশারফ/জয়নুল/২০০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                                    নম্বর : ৮১৮
 
বার্সেলোনায় টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে আইক্যান এর ফলপ্রসূ বৈঠক
ইউনিকোডে বাংলা ভাষার জাতীয় স্ট্যান্ডার্ড মানা নিয়ে আইক্যানের পূর্ণ সমর্থন পেয়েছে বাংলাদেশ
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
ইউনিকোডে বাংলা ভাষার জাতীয় স্ট্যান্ডার্ড মানা নিয়ে আন্তর্জাতিক ডোমেইন ব্যবস্থাপনা নিয়ন্ত্রক সংস্থা-আইক্যান এর পূর্ণ সমর্থন পেয়েছে বাংলাদেশ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে বুধবার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আইক্যান কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইক্যান বাংলা  ডোমেইন নাম ও ইউনিকোডের যুক্তাক্ষর লেখা সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ  নেওয়ার ব্যাপারে মন্ত্রীকে আশ্বস্ত করেছে। এর ফলে ইন্টারনেট ডোমেইনে যে সংকটটি ছিল তার প্রতিবন্ধকতা দূর হবে বলে ধারণা করা হচ্ছে। 
বৈঠকে  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আইক্যান কর্তৃপক্ষের কাছে ইউনিকোডে বাংলা ভাষার সমস্যাসমূহ তুলে ধরে বলেন, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশিরা বুকের রক্ত দিয়েছে। বাংলা ভাষার চর্চা ও বিকাশেও বাংলাদেশের অবদানই সবচেয়ে বেশি। দুঃখজনক হলেও সত্য ইউনিকোড কনসোর্টিয়াম বাংলা লিপি উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের মতামতকে অনেক ক্ষেত্রেই গৌণভাবে দেখেছে। অনেক ক্ষেত্রেই বাংলা ভাষাকে দেবনাগরীর মতো করে দেখা হয়েছে। বাংলা যে স্বতন্ত্র ভাষা এবং তার লিপির ব্যবহারও যে স্বতন্ত্র সেটি মনে রাখতে হবে। বাংলাদেশের ভাষাবিজ্ঞানীসহ সাধারণ ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও মতামতকে বাংলা ইউনিকোড লিপি উন্নয়নে বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, সরকার বাংলা ভাষার প্রযুক্তিগত ব্যবহারকে যুগোপযোগী এবং সহজসাধ্য করতে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার উন্নয়নে সরকার ১শ’ ৬০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। বাংলা ভাষা চর্চা ও গবষণা, বাংলা ভাষার উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া এবং তথ্যপ্রযুক্তিতে এর প্রয়োগ করা আলাদা কোনো এজেন্ডা নয়, এটির সাথে আমাদের আত্মার সম্পর্ক।
মন্ত্রী বাংলা ভাষাকে তথ্যপ্রযুক্তির সাথে সম্পৃক্ত করার বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাংলা ভাষায় যখন ইউনিকোড কনসোর্টিয়াম হয়, তখন বাংলাদেশ থেকে কোনো মতামত না নেওয়ায় বাংলা ইউনিকোডে ত্রুটি রয়ে গেছে। বাংলা ভাষায় অস্তিত্ব নেই এমন অনেক অক্ষর ইউনিকোডে অন্তর্ভুক্ত হয়েছ।
বৈঠকে আইক্যান প্রেসিডেন্ট ও সিইও গোরান মারবাই আইক্যান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আইক্যান চিফ টেকনিক্যাল অফিসার ডেভিড কনার্ডসহ শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহিরুল হকসহ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, আমাদের দু’তিনটা ইস্যু ছিল, যে জায়গাগুলোতে ইউনিকোডের সঙ্গে আমাদের সমস্যা। ‘ইউনিকোড কনসোর্টিয়াম শুরু হয় ১৯৮৭ সালে। আমরা এই কনসোর্টিয়ামে ঢুকেছি ২০১০ সালে। ফলে এই ২৩ বছরে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব ছিল না। বাংলার যেসব ইস্যুগুলো ছিল তা সিরিয়াসলি আনঅ্যাড্রেস ছিল।’ তিনি বলেন, বাংলায় ড়, ঢ়, য় এবং ৎ বর্ণ আছে। কিন্তু হিন্দিতে নাই। যেহেতু আমরা ছিলাম না, সেই কারণে অন্যদেশের মতামত অনুসারে স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে। ‘প্রতিবেশী দেশ ভারতের দেবনাগরীতে নোক্তা বলে একটা জিনিস আছে, এই নোক্তা তাদের নানা কাজে লাগে, শব্দের নীচে ব্যবহৃত হয়। আমার নোক্তার যুগে থেকে সেই বিদ্যাসাগরের আমল হতে বেরিয়ে এসেছি এবং আমাদের ভাষায় নতুন চারটি অক্ষর যোগ করেছি।’
মন্ত্রী বলেন, যেহেতু দেবনাগরী অনুসরণ করা হয়েছে তাই আমাদের দাঁড়ি, ডাবল দাঁড়ি তাতে রয়ে গেছে। আর আমাদের ড়, ঢ়, য় লিখতে ওরা নোকতা ব্যবহার করে। আমাদের যে স্বরচিহ্নগুলো কে আমরা কার চিহ্ন বলি আর ওরা বলে মাত্রা। তিনি বলেন, আমরা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলেছি। কিন্তু ইউনিকোডে বাংলার এই সমস্যার কারণে আমরা যখন ডটবাংলায় বাংলা ডোমেইনে লিখতে যাচ্ছি তখন বাংলার ড়, ঢ়, য় এর প্রতিটি ক্যারেক্টারের জন্য দুটি করে কোড দিতে হয়। নোক্তা একটা আর ড একটা, নোক্তা একটা ঢ একটা-এমন করে। এটির পাশাপাশি সার্চ ইঞ্জিনেও বাংলায় তথ্য খুঁজতেও ঝামেলা তৈরি করছে।
#
শেফায়েত/মাহমুদ/মোশারফ/জয়নুল/১৯৫০ঘণ্টা

Handout                                                                                                          Number : 817

Inter-Parliamentary Friendship delegation calls on Foreign Minister

Dhaka, February 28 :

            “France-South East Asia” the Inter-parliamentary Friendship Group headed by the Senator and President Jacky DEROMEDI, met Foreign Minister Dr. A K Abdul Momen at his office in the morning. The other members of the delegation were Jerome DURIAN, President of the Bangladesh sub-group, Simon SUTOUR, Senator of Gard Region and Anne Laure SAINT-DIZIER, Executive and Secretary of the Senate House. The Group covers six ASEAN countries (Myanmar, Brunei, Malaysia, Philippines, Singapore, Thailand) and Bangladesh. 

            Foreign Minister Momen thanked the delegation for visiting Bangladesh. Referring to French support during our Liberation War in 1971, he fondly recalled the important contribution made by renowned French intellectual and politician Andre Malraux during and after the Liberation War of Bangladesh. He also praised France and her people for being the beacon of democracy for freedom loving people across the world.  

            The French inter-parliamentary delegation highly appreciated the significant support that was extended by Bangladesh to the Rohingya people. Foreign Minister sought continued French support to create conducive environment inside the Rakhine State of Myanmar for their dignified return in safety and security. The French delegation assured to continue supporting the cause of the Rohingyas.

            Foreign Minister appreciated the existing excellent mutual understanding between Bangladesh and France on the important issues like climate change and peacekeeping. He also urged the French businessmen and investors to invest in Bangladesh in energy, infrastructure and other sectors also and for taking the advantages of the country’s demographic dividend and attractive packages that are on offer in our 100 Special Economic Zones (SEZ). The French inter-parliamentary delegation appreciated the impressive development in Bangladesh and expressed their interest to organize a Business Forum within French parliament, engaging the French business community, where Bangladesh could showcase the huge economic and business opportunities that currently exist in Bangladesh.

#

Tohidul/Mahmud/Mosharaf//Salim/2019/18.50 Hrs

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮১৬
 
চীনের জেডটিই বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নে কাজ করতে চায়
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক গতকাল স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এম ডাব্লিউ সি) অংশগ্রহণকারী আইসিটি ও টেলিকম খাতের চীনভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান জেডটিই এর চিফ এক্সিকিউটিভ অফিসার জু জিয়া ইয়াং এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জং হুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। প্রতিমন্ত্রী আইসিটি খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- ও অগ্রগতি সম্পর্কে তাদের অবহিত করেন।
জেডটিই এর কর্মকর্তাগণ বাংলাদেশের আইসিটিসহ বিভিন্ন খাতের অব্যাহত উন্নয়নের প্রশংসা করেন। তারা বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতের উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও কার্যকর অবদান রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।
#
 
শহিদুল/মাহমুদ/ফারহানা/রফিকুল/জয়নুল/২০৪৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮১৫
 
বাংলাদেশ মিশনসমূহে ২৪ ঘণ্টা কনস্যুলার সেবা প্রদানের নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
বিদেশে বাংলাদেশ কূটনৈতিক মিশনসমূহে প্রতিদিন ২৪ ঘণ্টা কনস্যুলার সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মিশনসমূহের প্রধানকে লেখা এক পত্রে পররাষ্ট্রমন্ত্রী অনতিবিলম্বে সার্বক্ষণিক কনস্যুলার সেবা লাইন চালুর এ নির্দেশ প্রদান করেন।
ড. এ কে আব্দুল মোমেন অভ্যর্থনা কক্ষ তথা কনস্যুলার সেবাকক্ষের আমূল পরিবর্তনের মাধ্যমে একে আরো সেবাবান্ধব করার পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি বলে উল্লেখ করেন। প্রবাসীদের কনস্যুলার ও অন্যান্য সেবার মান উন্নত করতে মিশনসমূহকে উদ্যোগী হতে তিনি নির্দেশ দেন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের সম্পৃক্ত করতে পারলে রেমিটেন্স যেমন বাড়বে, তেমনি বিনিয়োগও বাড়তে পারে। এ সকল ক্ষেত্রে সাফল্য অনেকাংশে নির্ভর করে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও যথার্থ সেবা প্রদানের ওপর। এছাড়া পেশা অনুযায়ী প্রবাসীদের একটি ডেটাবেইজ তৈরি করার উদ্যোগ গ্রহণেরও তাগিদ দেন তিনি।
#
 
তৌহিদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮১৪
 
শাহ আলমগীরের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি
                                          --- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি, বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শাহ আলমগীরের জানাজায় অংশ নিয়ে তার মরদেহে পুষ্পার্পণের পর সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। তথ্যসচিব আবদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।
ড. হাছান বলেন, শাহ আলমগীর শুধু একজন প্রথিতযশা সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকই ছিলেন না, তিনি একজন ভালো মানুষ ছিলেন। সেই সাথে প্রশাসনিক দক্ষতার জন্য পিআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগের পর তাঁর মেয়াদ কয়েক দফা বৃদ্ধি করে সরকার।
শাহ আলমগীরের প্রয়াণকে অকস্মাৎ বর্ণনা করে মন্ত্রী বলেন, কদিন আগে হাসপাতালে দেখতে গিয়েও তাঁকে প্রাণময় মনে হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর সুচিকিৎসার জন্য দেশে-বিদেশে সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছিল।
তাঁর এ অকাল ও অসময়ে চলে যাওয়া শুধু গণমাধ্যম জগত নয়, দেশের জন্যই এক অপূরণীয় ক্ষতি, বলেন ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
 
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮১৩
 
শাহ আলমগীরের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শোক
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
 
বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক; বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী; সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার; পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ; নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন; সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী  কে এম খালিদ; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
 
মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ তাঁদের শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  
 
#
 
দেওয়ান/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮১২
 
শাহ আলমগীরের মৃত্যুতে তথ্যসচিবের শোক
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যসচিব আবদুল মালেক।
সচিব বলেন, শাহ আলমগীরের মৃত্যুতে আমরা একজন সুযোগ্য সহকর্মীকে হারালাম।
আবদুল মালেক প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
 
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৮০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৮১১
 
শাহ আলমগীরের মৃত্যুতে তথ্য মন্ত্রণালয় 
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির শোক
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
ইনু বলেন, শাহ আলমগীরের মৃত্যুতে আমরা একজন অকুতোভয় গণমাধ্যমযোদ্ধা এবং সংবাদ জগতের অনন্য প্রতিভাকে হারালাম।
হাসানুল হক ইনু প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
 
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৫৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৮১০
 
শাহ আলমগীরের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
 
ঢাকা, ১৬ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ গণমাধ্যমবোদ্ধা এবং কলম সৈনিককে হারালাম। তিনি তাঁর কাজের মধ্য দিয়েই বেঁচে থাকবেন।
শাহ আলমগীর আজ সকাল ১০টায় ঢাকা সিএমএইচে ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি -------- রাজিউন)।
তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
#
 
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৫০ঘণ্টা
Todays handout (9).docx Todays handout (9).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon