Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জুন ২০১৯

তথ্যবিবরণী - 20/06/2019

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ২৩০০
 
আইন তার নিজস্ব গতিতে চলবে 
                   -- আইনমন্ত্রী
 
 
চরফ্যাশন (ভোলা), ৬ আষাঢ় (২০ জুন) :
 
খালেদা জিয়ার কারা মুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এতিমের টাকা চুরির দায়ে বিচারিক আদালত খালেদা জিয়ার পাঁচ বছর সাজা দিয়েছে এবং হাইকোর্ট ওই সাজা বাড়িয়ে ১০ বছর করেছে। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের গতি কোথায় গিয়ে দাঁড়ায় দেখা যাক। 
 
  ভোলার জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদের সভাপতিত্বে চরফ্যাশন উপজেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের উদ্বোধন অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশের কোনো উপজেলা শহরে এই প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালু হলো।
 
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কথা বলেন। জনগণের কষ্ট বোঝেন। তিনি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সকল মানুষের মুখে হাসি  ফোটাতে চান। ন্যায্য দাবি উপস্থাপন করা হলে তিনি কখনোই ফিরিয়ে দেন না। 
 
মন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করে তুলেছেন। তিনি বলেন, স্বাধীনতার পর একটি কুচক্রী মহল বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে। একজন মহাজ্ঞানী বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দেয় এবং বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। ২১ বছর বাঙালি জাতিকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। এরপর ১৯৯৬ সালে শেখ হাসিনা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে বাংলাদেশের আকাশে নতুন সূর্যোদয় হয়। বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুরতে শুরু করেছে। তিনি বলেন, ২০০৫-০৬ অর্থবছরে যেখানে বাংলাদেশের জাতীয় বাজেট ছিলো ৬১ হাজার ৫৮ কোটি টাকা সেখানে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেটের আকার দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা। তিনি বলেন, যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারাই এই বাজেট নিয়ে সমালোচনা করছে। তিনি আরো বলেন, যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন বাংলাদেশের মানুষের চিন্তা করতে হবে না। আপনারা শেখ হাসিনার প্রতি এ আস্থা রাখতে পারেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকসহ স্থানীয় নেতারা বক্তৃতা করেন।
#
রেজাউল/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২৩০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ২২৯৯
‘ঢাকা ২০৪০’ সিনেমার মহরত অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী
চলচ্চিত্রের ক্যানভাসটা এখন অনেক বড় হয়েছে
ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
সামাজিক অবক্ষয় ও অব্যবস্থাপনা রোধে চলচ্চিত্রের ভূমিকা রয়েছে। চলচ্চিত্র জগৎটা ঝিমিয়ে পড়েছিল, এ শিল্পে বিনিয়োগ কমে গিয়েছিল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, চলচ্চিত্রও এগিয়ে যাচ্ছে। ‘ঢাকা এ্যাটাক’ সিনেমাটি তরুণ সমাজকে নাড়া দেয়। ‘ঢাকা ২০৪০’ সিনেমাটিও মানুষকে প্রেক্ষাগৃহে নিয়ে যেতে পারবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী আজ রাজধানীর ঢাকা ক্লাবে ‘ঢাকা ২০৪০’ সিনেমার মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
প্রতিমন্ত্রী বলেন, আমাদের অনেক প্রতিভাবান শিল্পী রয়েছে কিন্তু উদ্যোক্তার অভাবে তাদের প্রতিভার বিকাশ হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য ক্ষেত্রের ন্যায় চলচ্চিত্রের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। চলচ্চিত্রের ক্যানভাসটা এখন অনেক বড়। ডিজিটাল বাংলাদেশের কারণে মফস্বলের প্রতিভাবান শিল্পীরা জাতীয় পর্যায়ে আসার সুযোগ পেয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশ প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে। বিশাল বাজেট বাস্তবায়নের সক্ষমতা আমাদের রয়েছে। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে এফডিসি গড়ে তুলেছিলেন সে স্বপ্ন পূরণে চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টদের তিনি এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, চলচ্চিত্রটির পরিচালক দীপংকর দীপন, প্রযোজক সনেট কুমার সাহা, অভিনেতা বাপ্পী চৌধুরী, অভিনেত্রী তিশা ও ফারিয়া এ সময় উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২২৪০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২২৯৮
প্রথম আন্তর্জাতিক নাট্যোৎসবের অংশীদার হতে পেরে আনন্দিত
                                                -- সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ আয়োজনে ও সরাসরি পৃষ্ঠপোষকতায় এই প্রথম ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯’ আয়োজিত হচ্ছে। যদিও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই), বাংলাদেশ কেন্দ্র আয়োজিত বিগত কয়েকটি আন্তর্জাতিক নাট্যোৎসবে মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা ছিল। এ আন্তর্জাতিক নাট্যোৎসবের অংশীদার হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ আনন্দ ভাষায় প্রকাশের নয়। 
প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই), বাংলাদেশ কেন্দ্রের বাস্তবায়নে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সার্বিক  সহযোগিতায় আয়োজিত ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তৃতায় এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। 
পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সংস্কৃতির প্রতি বিশেষ নজর ও আনুগত্য রয়েছে। সংস্কৃতি ক্ষেত্রে আমাদের অনেক অর্জন রয়েছে এবং একই সঙ্গে আমাদের করণীয় বিষয়াদি রয়েছে। এগুলো নির্ধারণপূর্বক সঠিক পরিকল্পনামাফিক কাজ করে গেলে এ ক্ষেত্রে কাক্সিক্ষত লক্ষ্য অর্জন সম্ভব হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য সঠিক ও যোগ্য মানুষকে দায়িত্ব প্রদান করেছেন যা বিগত ছয় মাসের কর্মকা-ে স্পষ্ট দৃশ্যমান হয়েছে। 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইটিআই এর সাম্মানিক বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যনির্দেশক রতন থিয়াম। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ আইটিআই এর সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশের ধৃতি নর্তনালয়ের পরিবেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘মায়ার খেলা’ পরিবেশিত হয়। 
উল্লেখ্য, সপ্তাহব্যাপী (২০-২৬ জুন, ২০১৯) এ আন্তর্জাতিক নাট্যোৎসবে রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, নেপাল ও ভিয়েতনামের ১টি করে নাট্যদল এবং বাংলাদেশের ২টি নাট্যদল মিলে সর্বমোট ৮টি নাট্যদল অংশগ্রহণ করছে।
#
ফয়সল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                              নম্বর : ২২৯৭
বিদ্যুৎ খাতে সহযোগিতা
বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির ২য় সভা অনুষ্ঠিত
কক্সবাজার, ৬ আষাঢ় (২০ জুন) :
বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-নেপাল যৌথ ওয়ার্কিং গ্রুপ ও স্টিয়ারিং কমিটির ২য় সভা আজ কক্সবাজারে অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত জয়েন্ট স্টিয়ারিং কমিটির সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস এবং নেপালের বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচ সচিব উরহবংয কঁসধৎ এযরসরৎব নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
স্টিয়ারিং কমিটির সভায় নেপালে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিপুল সম্ভাবনা এবং বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজনীয়তা বিবেচনায় এই সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় দেশের মধ্যে ঋতু ভেদে বিদ্যুৎ চাহিদার তারতম্যের আলোকে পারস্পরিক পাওয়ার ট্রেডিং এর বিষয়টি সভায় গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। 
নেপালে জলবিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখা ও বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানের নেপালের বিদ্যুৎ খাতে অংশগ্রহণের বিষয়ে সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, নেপাল সরকার সে দেশে সম্ভাব্য ২০টি জল বিদ্যুৎ প্রকল্প চিহ্নিত করেছে। এর মধ্যে কোন্ কোন্ প্রকল্পে বাংলাদেশের প্রতিষ্ঠানের বিনিয়োগের সুযোগ রয়েছে, তা উভয় দেশ খতিয়ে দেখবে। সভায় নেপালে বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন ও যৌথভাবে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য প্রকল্প চিহ্নিত করা, উভয় দেশের মধ্যে পাওয়ার ট্রেডিং পন্থা নির্ধারণ এবং ক্রস বর্ডার ইন্টারকানেকশনের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত যৌথ টেকনিক্যাল টিম (জেনারেশন) ও টেকনিক্যাল টিম (ট্রান্সমিশন) ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে সঞ্চালন লাইনের অংশবিশেষ ভারতের ভূখ-ের মধ্যে নির্মিত হবে বিধায় বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বিষয়টি এগিয়ে নিয়ে যেতে হবে বলে সভায় মত প্রকাশ করা হয়।
ভারতের জিএমআর কর্তৃক নেপালে বাস্তবায়িতব্য ৯০০ মেগাওয়াট আপার কার্নালি জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ থেকে ৫০০ মেগাওয়াট বাংলাদেশে আমদানির অগ্রগতির বিষয়টি সভায় আলোচিত হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), জিএমআর এবং এনভিভিএন এর মধ্যে এ সংক্রান্ত চুক্তি চূড়ান্তকরণের প্রক্রিয়ায় রয়েছে মর্মে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়।  
সভায় বাংলাদেশ ও নেপালে সোলার হোম সিস্টেমসহ নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের জন্য উভয় দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে যোগসূত্র স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য প্রথম জয়েন্ট স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্তের আলোকে বাংলাদেশের পক্ষ হতে বিভিন্ন নিড বেইজড প্রশিক্ষণ কোর্সের প্রস্তাব করা হলে নেপাল তা স্বাগত জানায়। 
জয়েন্ট স্টিয়ারিং কমিটির সভা শেষে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস এবং নেপালের বিদ্যুৎ, পানি সম্পদ ও সেচ সচিব উরহবংয কঁসধৎ এযরসরৎব নিজ নিজ দেশের পক্ষে যৌথ স্টিয়ারিং কমিটির সভার কার্যবিবরণী স্বাক্ষর করেন। এর আগে সকালে যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা শেষে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব শেখ ফয়েজুল আমীন ও নেপালের বিদ্যুৎ, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রবীণ রাজ আরিয়াল ওয়ার্কিং গ্রুপের সভার কার্যবিবরণী স্বাক্ষর করেন।
উল্লেখ্য, বাংলাদেশ-নেপাল যৌথ ওয়ার্কিং গ্রুপ ও স্টিয়ারিং কমিটির ১ম সভা গত বছর ডিসেম্বরে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।
#
আসলাম/মাহমুদ/ইসরাত/রফিকুল/জয়নুল/২০১৯/২১৩০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৯৬
বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের 
জুন ২০১৮ - মে ২০১৯ মাসের বেতন ভাতার চেক হস্তান্তর
ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অনুদানভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জুন ২০১৮ হতে মে ২০১৯ পর্যন্ত এক বছরের বেতন-ভাতা বাবদ অর্থের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানগণ অনুদানভুক্ত শিক্ষক ও কর্মচারীর এক বছরের বেতন-ভাতার টাকা সংশ্লিষ্ট ব্যাংকসমূহ হতে আগামী ২৭ জুনের মধ্যে উত্তোলন করতে পারবেন।
#
মমিন/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/২০১৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                           নম্বর : ২২৯৫
বিএনপি’র ইতিহাস বিকৃতির চেষ্টা ব্যর্থ হয়েছে
                                    -- তথ্যমন্ত্রী
ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
বিএনপি’র ইতিহাস বিকৃতির চেষ্টা ব্যর্থ হয়েছে, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহ্মুদ। 
আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম এ হান্নানের স্মরণে এম এ হান্নান স্মৃতি পরিষদ আয়োজিত সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে দলের  সভাপতিম-লীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা শুধু এ দেশে নয়, সিবিএস চ্যানেলসহ বিভিন্ন গণমাধ্যমে বিশ্বব্যাপী প্রচারিত হয়েছিল। বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জীবিত অবস্থায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেন নি। জিয়ার মৃত্যুর পর হঠাৎ একদিন শুনতে পেলাম জিয়াউর রহমান না-কি স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান যদি বিএনপি’র এমন মিথ্যাচার শুনতেন, তাহলে তিনিও লজ্জা পেতেন।’
‘২৫শে মার্চের কালো রাতে আমি চট্টগ্রাম শহরে ছিলাম’ উলে¬øখ করে ড. হাছান বলেন, ‘সারা রাত গোলাগুলি, শতশত মানুষের হতাহতের ঘটনার পরদিন এম এ হান্নানের ঘোষণার পর চট্টগ্রাম আওয়ামী লীগ অফিসের কর্মচারী নূরুর রহমানও নিজের জীবন হাতের মুঠোয় নিয়ে রিকশা করে সারা শহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করেছেন। সত্যি কথা বলতে তার অবদানও সৈন্য পরিবেষ্টিত হয়ে চার দেয়ালের মধ্যে থেকে ঘোষণা পাঠকারী জিয়াউর রহমানের থেকে বেশি।’ 
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার বক্তৃতায় চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠকারী এম এ হান্নানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।  
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা তারেক সোলায়মান সেলিম, আব্দুল লতিফ টিপু, কক্সবাজারের প্রবীণ আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী ও এম এ হান্নানের ছেলে সৈয়দ মাহফুজুল হক প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
#
আকরাম/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৮৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                              নম্বর : ২২৯৪
অটোমেটিক হলো ব্রিকস্ উৎপাদনকে শিল্প হিসেবে ঘোষণার সিদ্ধান্ত
ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
অটোমেটিক হলো (ঐড়ষষড়)ি ব্রিকস্ উৎপাদনকে শিল্প হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি হওয়ায় একে শিল্পের আওতাভুক্ত করা হচ্ছে।  
শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটি (ইসিএনসিআইডি) এর সভায় আজ এ সিদ্ধান্ত নেয়া হয়।  শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এতে সভাপতিত্ব করেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
সভায় দেশব্যাপী শিল্পায়ন প্রক্রিয়া জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় যুগোপযোগী জাহাজ নির্মাণ শিল্প নীতিমালা প্রণয়ন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে যৌথ উদ্যোগে বা পিপিপির আওতায় শিল্প স্থাপন, বিসিকে ওয়ান স্টপ সেবা সেল স্থাপন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সক্ষমতা যাচাই প্রকল্প বাস্তবায়ন, অপ্রাতিষ্ঠানিক শিল্প নীতিমালা প্রণয়ন, অনগ্রসর এলাকায় শিল্প সম্প্রসারণ, স্থানীয় শিল্পের বিকাশ, শিল্পে দ্রুত ইউটিলিটি সংযোগ প্রদানসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়। 
সভায় হস্ত ও কারু শিল্প নীতিমালা ২০১৫ বাস্তবায়নের জন্য দ্রুত প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে এ শিল্পখাতে উৎপাদিত পণ্য বিপণনের জন্য রাজধানীর পূর্বাচলে হস্ত ও কারুপণ্য হোলসেল সেন্টার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। 
সভায় বিসিক শিল্পনগরী প্রকল্পগুলোর খালি প্লটে দ্রুত শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশনা দেয়া হয়। শিল্পনগরিভিত্তিক খালি প্লটের তালিকা মন্ত্রণালয়ে প্রেরণেরও নির্দেশনা দেয়া হয়। একই সাথে আগামী তিন মাসের মধ্যে জাহাজ নির্মাণ শিল্পনীতি চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। 
সভায় শিল্পমন্ত্রী বর্তমান সরকারকে ব্যবসা ও শিল্পবান্ধব সরকার হিসেবে উল্লেখ করে বলেন, ব্যবসা করা নয়, শিল্প উদ্যোক্তাদের সহায়তা করাই সরকারের কাজ। এ নীতির ভিত্তিতে শিল্প মন্ত্রণালয় উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। তিনি শিল্পায়নের স্বার্থে উদ্যোক্তাদের যে কোনো ধরনের হয়রানি থেকে মুক্তি দিতে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। তিনি কথায় ওয়ান স্টপ নয়, কাজে ওয়ান স্টপ সেবা নিশ্চিত করার তাগিদ দেন। রাষ্ট্রায়ত্ত কারখানার জমি কোনোভাবেই বিক্রি করা হবে না উল্লেখ করে তিনি শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এগুলোর ব্যবহার নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেন।  
শিল্প প্রতিমন্ত্রী দ্রুত চিনি শিল্প নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেন। তিনি বলেন, এ নীতিতে ‘র’ সুগার আমদানির ক্ষেত্রে শুল্ক কাঠামো ঠিক করে দেয়াসহ দেশীয় চিনি শিল্পের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করেন। 
সভায় জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, শিল্পসচিব মোঃ আবদুল হালিম, পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য সাহিন আহমেদ চৌধুরী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রৌনক জাহানসহ শিল্প, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, বস্ত্র ও পাট, মৎস্য ও প্রাণিসম্পদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পরিবেশ ও বন, ভূমি, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু,  বিদ্যুৎ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্থানীয় সরকার ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিসিক, বিসিআইসি, বিনিয়োগ বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড, এসএমই ফাউন্ডেশন, পরিকল্পনা কমিশন, বাংলাদেশ ট্যারিফ কমিশন, আইসিবি, বেপজা, বেজা, চট্টগ্রাম চেম্বার, বিসিআই, এমসিসিআই, নাসিব, বাংলাদেশ অটো ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশন, বাংলা ক্রাফ্ট, বিজিএপিএমইএ ও বিপিজিএমইএসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
#
জলিল/মাহমুদ/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/১৯৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                           নম্বর : ২২৯৩
নিরাপদ খাদ্য ও টেকসই উন্নয়নের জন্য মহিষ উৎপাদন বিষয়ক সেমিনার
বাংলাদেশে চার শতাংশ দুধ আসে মহিষ থেকে
ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
আজ কেআইবি মিলনায়তনে আয়োজিত ‘ইঁভভধষড় উবাবষড়ঢ়সবহঃ ভড়ৎ ঃযব চৎড়ফঁপঃরড়হ ড়ভ ঝধভব ঋড়ড়ফ ধহফ ঝঁংঃধরহধনষব উবাবষড়ঢ়সবহঃ’ শীর্ষক সেমিনারে বক্তারা জানান, বিশ্বের মধ্যে সর্বাধিক দুগ্ধ উৎপাদন ও রপ্তানিকারক দেশ ভারতের ৫৬ শতাংশ এবং নেপাল ও পাকিস্তানের যথাক্রমে ৭০ ও ৬৩ শতাংশ বাজারজাতকৃত দুধ মহিষের হলেও বাংলাদেশে বাজারজাতকৃত দুধের মাত্র ৪ শতাংশ আসে মহিষ থেকে। বর্তমানে দেশে মাথাপিছু দুধের চাহিদা ২৫০ মিলিলিটারের বিপরীতে প্রাপ্যতা হচ্ছে মাত্র ১৫৮ মিলিলিটার।    
বক্তারা বলেন, গরুর দুধের চেয়ে মহিষের দুধ ও মাংস যেমন সুস্বাদু তেমনই এতে কোলেস্টেরলও অনেক কম। তাই ব্যাপকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মহিষের উৎপাদন করে আমিষের চাহিদা পূরণ করছে সে সব দেশ। অথচ আমাদের দেশে এক সময় মহিষের সংখ্যা ৪২ লাখের মতো থাকলেও এখন তা মাত্র ছয় লাখে ঠেকেছে। তারা সরকারি-বেসরকারি পর্যায়ে মহিষের জাত উন্নয়ন, ব্যাপক উৎপাদন ও পরিচর্যার ব্যাপারে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।   
সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এছাড়া মূল প্রবন্ধ পাঠ করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল ব্রিদিং এন্ড জেনেটিক বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক এবং প্রবন্ধের ওপর আলোচনা করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসসফ) এর মহাব্যবস্থাপক ড. শরীফ আহমেদ চৌধুরী ও কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক বেলাল হোসেন। 
প্রতিমন্ত্রী মহিষের সংখ্যা হ্রাস এবং বিনা চিকিৎসায় এদের ব্যাপক মড়কের ব্যাপারে ভেটেনারিয়ানদের সক্রিয়তা এবং প্রাণিসম্পদ অধিদফতরসহ বেসরকারি খামারি ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। মহিষের দুধ ও মাংস খাওয়ার ব্যাপারে আমাদের রুচির ক্ষেত্রে যেমন মানসিকতার পরিবর্তন দরকার তেমনই বাজারে মহিষের মাংসকে গরুর বলে চালানোর বিরুদ্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান। 
প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিকের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম ম-ল, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নাথুরাম সরকার, সেনাবাহিনীর কর্নেল আব্দুল বাকী, মহিষ উন্নয়ন প্রকল্পের পরিচালক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।   
#
শাহ আলম/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                          নম্বর : ২২৯২
সরকারি শিল্প কারখানাকে বেসরকারি খাতে দেওয়া হবে না
                                            --- শিল্পমন্ত্রী
ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
নতুন করে কোনো সরকারি শিল্প কারখানাকে বেসরকারি খাতে পরিচালনার জন্য প্রদান করা হবে না। এ সকল কারখানার কোনো শ্রমিক চাকরি হারাবে না। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প প্রতিষ্ঠানগুলোকে কিভাবে লাভজনক করা যায় সেজন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবে প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে হলে দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন ক্ষমতা ও পণ্যের মান বৃদ্ধির প্রতি আরও মনোযোগী হতে হবে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
কর্পোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব মোঃ আবদুল হালিম। সভায় বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। 
শিল্প প্রতিমন্ত্রী এ সময় বলেন, সেøাগান দিয়ে নয়, কাজের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে হবে। প্রতিমন্ত্রী একাগ্রচিত্তে দেশের কল্যাণে কাজ করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের কর্মচারী ও শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিল্প এলাকায় নতুন আবাসিক ভবন নির্মাণ করা হবে। জাতির পিতা শ্রমিকদের কল্যাণে শিল্প কারখানাগুলো জাতীয়করণ করেছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিল্প কারখানাগুলো লাভের মুখ দেখলে কারখানার সকলেরই উন্নতি হবে। 
শিল্প সচিব তাঁর বক্তৃতায় শিল্প কারখানাগুলোর ব্যবস্থাপনার ধরন পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, ভালো মানের পণ্য উৎপাদনের পাশাপাশি দক্ষ মার্কেটিং ও বিজনেস মডেল অনুসরণ করতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে সরকারি শিল্প কারখানার সক্ষমতার শতভাগ প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিল্প সচিব জানান।
#
মাসুম/মাহমুদ/রাহাত/মোশারফ/জয়নুল/২০১৯/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২২৯১
সামাজিক নিরাপত্তাকে সরকার অগ্রাধিকার দিয়েছে
                               -- সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
সংবাদ বিজ্ঞি
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক নিরাপত্তাকে সরকার অগ্রাধিকার দিয়েছে। সামাজিক নিরাপত্তা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক আকারে সমাজকল্যাণমূলক কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী আজ রাজধানীর ইস্কাটনস্থ বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৪৫তম পরিষদ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন, বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এ টি এম নাসির মিয়া ও পরিষদ সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন,  সমাজকল্যাণ পরিষদ ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯ পাসের মাধ্যমে এ প্রতিষ্ঠানটির কর্মকা-ে নতুন গতির সঞ্চার হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিষ্ঠানটি জোরালো ভূমিকা রাখতে পারবে। সে লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর জন্য কাজ করছে। ফলে দেশের প্রতিটি অসহায় মানুষ সামাজিক নিরপাত্তা কর্মসূচির মাধ্যমে সহায়তা পাবে।
সভায় জানানো হয়, বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে ২০১৮-২০১৯  অর্থবছরে  মানবসম্পদ উন্নয়ন,  দুস্থ, অসহায়, প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা সহায়তা, সাজাপ্রাপ্ত আসামীদের দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন, সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে অনুদান, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ভিক্ষাবৃত্তি নিরসন, প্রতিবন্ধী, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য ও স্পেশাল অলিম্পিকসের অনুকূলে অনুদান বাবদ সর্বমোট ৫০ কোটি টাকার প্রদান করা হবে। 
এছাড়া চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চলতি অর্থবছরে ২ কোটি টাকা ব্যয়ে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় পাইলট ভিত্তিতে চা শ্রমিকদের জন্য আবাসন নির্মাণ করা হবে বলে সভায় জানানো হয়।
#
জাকির/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৯/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                          নম্বর : ২২৯০
ইনোভেশন শোকেসিং মেলায় বাণিজ্যমন্ত্রী 
উদ্ভাবনী ক্ষমতা ও বাণিজ্য বৃদ্ধির বিকল্প নেই
ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গতানুগতিক কাজের বাইরে এসে উদ্ভাবনী মনোভাব নিয়ে দেশের জন্য সকলকে কাজ করতে হবে। উন্নতি করতে চাইলে উদ্ভাবনী ক্ষমতা ও বাণিজ্য বৃদ্ধির বিকল্প নেই। 
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় জাদুঘরে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগসমূহের ইনোভেশন শোকেসিং মেলা-২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে আমরা নতুন নতুন চিন্তা নিয়ে তা বাস্তবায়নে এগিয়ে যাবো। এ কাজ করতে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। উদ্ভাবনী চিন্তার বাস্তবায়ন করতে হবে। সততার সাথে কঠোর পরিশ্রম করতে হবে দেশের উন্নয়নের জন্য। তিনি বলেন, দেশের উন্নতির জন্য বাণিজ্য বৃদ্ধির কোনো বিকল্প নেই। বাণিজ্য বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। আগামী ২০২১ সালের মধ্যে রপ্তানির পরিমাণ ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।  এ লক্ষ্য অর্জন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। 
ইনোভেশন শোকেসিং মেলায় বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চা বোর্ড, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ৯টি উদ্ভাবনী বিষয় তুলে ধরে। মন্ত্রী স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্ভাবনীর বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন।
বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও চিফ ইনোভেশন অফিসার ড. মোঃ শাহ আলম। 
#
বকসী/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৫০ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                            নম্বর : ২২৮৯
নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র অভিযান
২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জ, ৬ আষাঢ় (২০ জুন) :
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীর তীর দখলমুক্ত করতে আজ  নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানার চরসৈয়দপুর ও কাশিপুরখাল  এলাকায় ধলেশ্বরী নদীর তীরে  একটি পাকা ওয়াল, দু’টি ড্রেজার,  ১৭টি বালু ভরাটকৃত স্থাপনা, সাতটি টিনের শেডসহ মোট ২৭টি অবৈধ স্থ্পনা উচ্ছেদ এবং  এক দশমিক পাঁচ একর তীরভূমি অবমুক্ত করেছে। 
নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭১০ ঘণ্টা   
Todays handout (13).docx Todays handout (13).docx