Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd মে ২০১৭

Handout: 2 May-2017

তথ্যবিবরণী                                                                                            নম্বর :১২০২ 
            
দিন বদলের অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য হয়ে গড়ে উঠতে হবে
                            -- ইসমাত আরা সাদেক
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে ) :
          
    দিনবদলের অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। 
    প্রতিমন্ত্রী আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫-তম ব্যাচের নবীন কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন,      রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে নতুন প্রজন্মের কর্মকর্তাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে  অনুষ্ঠানে নবনিযুক্ত বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫ তম ব্যাচের ২৮৬ জন কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. নুরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম।
    প্রতিমন্ত্রী বলেন, শুধু বাঁধাধরা দায়িত্বপালনের মাঝে নিজেদের সীমাবদ্ধ করে রাখলে চলবে না। অসীম নিষ্ঠা দিয়ে জনগণের সেবায় কাজ করতে হবে। তিনি বলেন, দেশের জন্য কাজ করতে পারা প্রত্যেক দেশপ্রেমিক নাগরিকের জন্য অনন্য সুযোগ। দেশসেবার সুবর্ণ সুযোগের পূর্ণাঙ্গ ব্যবহারে সচেষ্ট হতে হবে। 

#
মাসুম/অনসূয়া/গিয়াস/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১৬০৫ ঘণ্টা     

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১২০০


স্ট্রিট ফুড পর্যটনের বিকাশ ও দেশের ইমেজ বৃদ্ধি করতে পারে
                      - রাশেদ খান মেনন
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
    পর্যটন ও স্ট্রিট ফুড একই সুতোয় গাথা। বেশিরভাগ পর্যটক সাশ্রয়ী মূল্যে রকমারি খাবারের স্বাদ নিতে স্ট্রিট ফুডকে বেছে নেন, তাই স্ট্রিট ফুডের সৌরভ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে যেমন পর্যটনকে বিকশিত করে তেমনি দেশের ইতিবাচক ভাবমূতি প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখে।
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আজ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিটিবি ও পর্যটন বিষয় ম্যাগাজিন ‘পর্যটন বিচিত্রা’ আয়োজিত পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসস্মত খাবার বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
    মন্ত্রী বলেন ঢাকাতে প্রতিদিন প্রায় ৬০ লাখ মানুষ স্ট্রিট ফুড গ্রহণ করছেন। স্ট্রিট ফুড বিক্রেতারা একদিকে স্বল্পমূল্যে খাবার সরবারহ করেন অন্যদিকে গ্রামীণ অর্থনীতি বিকাশে নিরবে অবদান রেখে চলেছেন। তাই এই খাবার বিক্রেতাদেরকে স্বাস্থ্য সম্মত উপায়ে পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। 
    বিটিবির পরিচালক নিথিল রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, জাতীয় দক্ষতা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবিএম খুরশিদ আলম, বিপিসি’র চেয়ারম্যান অপরূপ চৌধুরী , ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান ড. শাকের আহমেদ, পর্যটন বিচিত্রা সম্পাদক মহিউদ্দিন হেলাল প্রমুখ। 
    প্রায় ১০০ জন স্ট্রিট ফুড বিক্রেতা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের স্ট্রিট ফুড বিক্রেতাদেরও এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।
#
 
মাহবুবুর/অনসূয়া/গিয়াস/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৭/১৫০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২০১


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ¯œাতক (পাস) রিলিজ স্লিপের 
মাধ্যমে ভর্তির সর্বশেষ সময় ৪ মে  
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন ৪ মে বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১১ মে রাত ১২টা পর্যন্ত চলবে। 
    ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী কোন মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, ভর্তি বাতিল করেছে, সে সকল প্রার্থীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ২য় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। 
    উল্লেখ্য, নতুন করে কোনো শিক্ষার্থী প্রাথমিক আবেদন করতে পারবে না। এই সংক্রান্ত 
বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং  থেকে পাওয়া যাবে। 
#

ফয়জুল/অনসূয়া/গিয়াস/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৭/১৫০০ ঘণ্টা  

Todays handout.docx Todays handout.docx