Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ August ২০১৮

তথ্যবিবরণী 4/8/2018

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৭২
 
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে
       ---জনপ্রশাসন প্রতিমন্ত্রী
    
কেশবপুর (যশোর), ২০ শ্রাবণ (৪ আগস্ট) : 
 
অনেক আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে এদেশের মানুষকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত করেন।
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় শোক দিবস পালন সংক্রান্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। তারা যাতে এদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে পুরোপুরি অবগত হতে পারে সেজন্য পিতামাতা, শিক্ষকসহ সকলকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, জনগণের আশা-আকাক্সক্ষা বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। 
#
 
মাসুম/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৯৩৭ ঘণ্টা

Handout                                                                                                           Number : 2173

 

Foreign Minister attended the 25th ARF

 

Dhaka, 4 August:

 

Foreign Minister Abul Hassan Mahmood Ali attended the 25th ASEAN Regional Forum’s (ARF) Foreign Ministerial Meeting at Singapore Expo Convention Center today.  Foreign Minister of Singapore Dr. V Balakrishan chaired the meeting. Foreign Ministers from 27 countries and representative from EU widely discussed various regional and  international issues that includes recent diplomatic development between North Korea and  United States for bringing peace in the Korean Peninsula, disputes in the South China Sea, situation the Northern Rakhine State of Myanmar, trade disputes, maritime security, cyber crimes, connectivity etc. Many ARF member states like Canada, USA, Indonesia, Japan, South Korea, New Zealand, Australia raised their voice in support of the Rohingyas for their safe and sustainable return. Most of the countries in their statements highly praised Bangladesh for giving shelter to more than one million Forcibly Displaced Myanmar Nationals. Foreign Minister of Bangladesh briefed the forum that Prime Minister Sheikh Hasina opened the border of this distressed people out of humanitarian consideration. He mentioned that Rohingya problem is essentially political in nature which has its origin in Myanmar and its solution has to be found there. He also emphasized on maintaining peaceful environment in Korean peninsula through constructive dialogue of the stakeholders.

Earlier, on the sidelines of the ARF Ministerial, Foreign Minister Ali met EU High Representative Fedrica Mogherini in the morning. They discussed elaborately the latest situation in the Northern Rakhine State of Myanmer and the ongoing process of arrangement of repatriation of the forcibly displaced Rohingyas from Bangladesh to Myanmar. Foreign Minister Mahmood Ali told that he would travel to Myanmar from 9 to 12 August 2018 to see for himself the progress of preparation of Myanmar for receiving Rohyngyas. The EU High Representative told that they are expecting positive response from Myanmar regarding the Agreement signed between Myanmar and UNDP & UNHCR for creating conducive environment in the Rakhine State so that the safe and voluntary repatriation of the Rohingyas may start soon. She mentioned about her visit to the Rohingya Camps in Cox’s Bazar in November last year. Ms. Mogherini assured Bangladesh Foreign Minister about EU’s readiness to assist both Bangladesh and Myanmar for successful implementation of the arrangement on repatriation of this forcibly displaced Myanmar nationals. 

#

 

Tohidul/Selim/Sanjib/Abbas/2018/1938 Hours

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৭১
 
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার
                                  ---ভূমিমন্ত্রী
    
ঈশ^রদী, ২০ শ্রাবণ (৪ আগস্ট) : 
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, কৃষকদের ভাগ্যোন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকার কাজ করছে। গৃহহীন কৃষকদের পুনর্বাসন এবং স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
 
আজ ঈশ^রদী জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৮ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বৃক্ষরোপণ, বৃক্ষ পরিচর্যা ও সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। 
 
এসময় অন্যান্যের মধ্যে পাবনা-৪ আসনের সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ^াস, ঈশ^রদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ^রদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ^াস, ঈশ^রদী উপজেলা কৃষক লীগের সভাপতি ফজলুর রহমান বিশ^াস উপস্থিত ছিলেন। 
#
 
রেজুয়ান/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৮/১৮০১ ঘণ্টা
Todays handout (1).docx Todays handout (1).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon