Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ২০ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩২৭১

প্রতিমন্ত্রী পলকের সাথে নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রীর সাড়্গাৎ

ঢাকা, ৫ই কার্তিক (২০শে অক্টোবর) :

    নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী সুরেন্দ্র কুমার কার্কি আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে তাঁর দপ্তরে সাড়্গাৎ করেন।
 
    সাড়্গাৎকালে  নেপালের মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম দ্রম্নততার সাথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের এই উদ্যোগ অত্যনত্ম প্রশংসীয়। ভবিষ্যতে নেপাল ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একসাথে ডিজিটাইজেশন প্রক্রিয়া এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    বৈঠকে পর্যটন খাতের কমন কন্টেন্টগুলো শেয়ার করার জন্য অ্যাপ ডেভেলপ করার মাধ্যমে বাংলাদেশ-নেপালের পর্যটন খাতকে এগিয়ে নেয়া, উদ্যোক্তাদের উন্নয়নে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের মাধ্যমে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা, বাংলাদেশ সরকারের ই-জুডিশিয়ারি প্রকল্পের আদলে নেপালেও ই-জুডিশিয়ারি প্রকল্প বাসত্মবায়নে বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগানো, রিজিওনাল কানেকটিভিটি ব্যাকবোন উন্নয়নে গৃহীত সাসেক প্রকল্পের নেপাল অংশ বাসত্মবায়নে পারস্পরিক সহযোগিতা করা এবং প্রাকৃতিক দুর্যোগে তথ্য সুরড়্গার জন্য কালিয়াকৈরে স'াপিত হওয়া ডেটা সেন্টারে নেপালের তথ্য রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

    এর আগে প্রতিমন্ত্রীর দপ্তরে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য সচেতনতা সৃষ্টিতে যৌথভাবে কাজ করার লড়্গ্যে ইউনিসেফ বাংলাদেশ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাড়্গরিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক অনুষ্ঠানে উপসি'ত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে অতিরিক্ত সচিব মো. হারম্ননুর রশিদ এবং ইউনিসেফ বাংলাদেশ এর পক্ষে এডওয়ার্ড বিগবেদার  এ চুক্তিতে স্বাক্ষর করেন। সরকারের পক্ষে মূল বাসত্মবায়নকারী সংস'া হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক  বনমালী ভৌমিক উপসি'ত ছিলেন।
 #

নাছের/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২১৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৭০

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতার জন্য চলচ্চিত্র আহ্বান

ঢাকা, ৫ই কার্তিক (২০শে অক্টোবর):
    জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত জুরি বোর্ড সংশ্লিষ্ট চলচ্চিত্র প্রযোজকদের নিকট থেকে চলচ্চিত্র আহ্বান করেছে।
    জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র আগামী ২০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে গ্রহণ করা হবে।
    চলচ্চিত্রের বিভিন্ন শাখায় মোট ২৮টি ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। ক্ষেত্রসমূহ হলো: আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স¦ল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে, শ্রেষ্ঠ শিশু শিল্পী, শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা এবং শ্রেষ্ঠ মেক-আপম্যান।
    জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত আবেদনের ফরম বিনামূল্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কার্যালয়, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (লেভেল-৯), ৩৭/৩/এ ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া আবেদনের ফরম বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ওয়েবসাইট িি.িনভপন.মড়া.নফ থেকে ডাউনলোড করা যাবে।
    জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রযোজকগণকে তাদের নিজ নিজ চলচ্চিত্রের উন্নতমানের প্রিন্ট/ডিভিডি এবং নির্ধারিত ছকে প্রযোজক, পরিচালক এবং সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম, ঠিকানা, টেলিফোন নম্বরসহ জীবন বৃত্তান্ত, চলচ্চিত্রের কাহিনী সংক্ষেপ, গানের কথা ইত্যাদির প্রতিটির ১৫ সেট ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও সদস্য-সচিব, জুরি বোর্ড, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (লেভেল-৯), ৩৭/৩/এ ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০ এই ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
#
জাকির/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩২৬৯

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৫ই কার্তিক (২০শে অক্টোবর) :

    দশম জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৭তম বৈঠক আজ কমিটির সভাপতি শওকত আলী বাদশার সভাপতিত্বে  সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

    কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মুহা. গোলাম মোসত্মফা বিশ্বাস, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, খন্দকার আজিজুল হক আরজু, এডভোকেট মুহম্মদ আলতাফ আলী এবং শামছুন নাহার বেগম  বৈঠকে অংশগ্রহণ করেন।

    বৈঠকে প্রাণিসম্পদ অধিদপ্তরের চলমান কর্মসূচির আওতায় খামারি ও জনবলের প্রশিড়্গণ এবং মা-ইলিশ সংরড়্গণে জেলেদের বিকল্প কর্মসংস'ান, নতুন মেরিন রিজার্ভ এলাকা চিহ্নিতকরণ  বিষয়ে আলোচনা করা হয়।

    কমিটি মাঠ পর্যায়ে মৎস্য অধিদপ্তরের কর্মসূচি সম্প্রসারণ ও মনিটরিংয়ের ড়্গেত্রে কর্মকর্তাদের জন্য পর্যাপ্ত যানবাহন ক্রয় করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণের সুপারিশ করে।

    বৈঠকে বাণিজ্যিক ভিত্তিতে ও সৌখিনভাবে হরিণ চাষের জন্য হরিণের পৃথক মূল্য নির্ধারণের জন্য সংশিস্নষ্ট মন্ত্রণালয়ের সাথে আনত্মঃমন্ত্রণালয় বৈঠক করার সুপারিশ করা হয়।

    কমিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন একটি প্রকল্পের আওতায় উন্নয়নশীল দেশের ভেটেরিনারি শিড়্গার উপর জ্ঞান অর্জনের লড়্গ্যে আয়োজিত শিড়্গা সফর স'গিত করার সুপারিশ করে ও  ৩ সদস্যের একটি সাব কমিটি গঠন করে এবং কমিটির রিপোর্ট প্রাপ্তি সাপেড়্গে সফর কমিটি পুনর্গঠন করার সুপারিশ করে।

    বৈঠকে দেশের দড়্গিণ-পশ্চিমাঞ্চলে আইলা দুর্গত অঞ্চলের জন্য দ্রম্নত নতুন প্রকল্প গ্রহণ এবং কমিটির আগামী বৈঠক রাঙ্গামাটিতে করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণের সুপারিশ করে।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্তকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।

#

নীলুফার/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩২৬৮

অগ্রগতির বিস্ময় দেখতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাংলাদেশ ঘুরে গেছেন
                                                       -- পরিকল্পনা মন্ত্রী

ঢাকা, ৫ই কার্তিক (২০শে অক্টোবর) :

    পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুসত্মফা কামাল বলেছেন, বাংলাদেশের অগ্রগতির বিস্ময় দেখতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাংলাদেশ ঘুরে গেছেন। বিশ্ব নেতৃবৃন্দ বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো স্বপ্ন বাসত্মবায়নের ফলেই আজ বাংলাদেশ দ্রম্নত এগিয়ে যাচ্ছে ।

    মন্ত্রী আজ ঢাকায় পরিকল্পনা কমিশন সম্মেলন কেন্দ্রে বিশ্বব্যাংক এবং সাধারণ অর্থনৈতিক বিভাগ আয়োজিত সামাজিক নিরাপত্তা এবং শ্রমখাত বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের লড়্গ্য সুন্দর জীবনের নিশ্চয়তা দেয়া। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়  করা হয়েছে।  বয়স্কভাতা, স্বামী পরিত্যক্তা মহিলাদের জন্য ভাতা, ভিজিএফ, টিআর, কাবিখা ও মুক্তিযোদ্ধা ভাতা প্রবর্তনসহ সরকারের বিভিন্ন কর্মসূচির উলেস্নখ করে তিনি বলেন, হতদরিদ্রদের জন্য নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে শতভাগ দারিদ্র্যমুক্ত দেশ। 

    অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল আরেফিন মূল প্রবন্ধ উপস'াপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিলস্নার রহমান, বিশ্বব্যাংক কান্ট্রি ডাইরেক্টর চিমিয়াও ফান (ছরসরধড় ঋধহ), পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিলস্নুর রহমান এবং বিআইডিএস চেয়ারম্যান রিসার্চ ডাইরেক্টর ড. রম্নশিদান ইসলাম বক্তৃতা করেন।

#

শেফায়েত/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩২৬৭

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৫ই কার্তিক (২০শে অক্টোবর):
দশম জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটির সদস্য পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, এ কে এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং সেলিনা জাহান লিটা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে চট্টগ্রাম জেলায় বোয়ালখালী ও রাউজান উপজেলার কর্ণফুলী নদী, বোয়ালখালী ও রাইখালী খাল এবং বাম ও ডান তীরের বিভিন্ন অংশে প্রতিরক্ষা কার্যক্রম, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলাধীন সোনারহাট ব্রিজের সন্নিকটে দুধকুমার নদীর ভাঙন হতে ভুরুঙ্গামারী-মাদারগঞ্জ সড়ক রক্ষা ও উলিপুর উপজেলার গুনাইগাছ  হয়ে বজরা সিনিয়র মাদ্রাসা পর্যন্ত তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ এবং কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলাধীন বৈরাগী হাট ও চিলমারী বন্দর ব্রহ্মপুত্র নদের ডান তীরের ভাঙন হতে রক্ষা প্রকল্পের সার্বিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। পর্যালোচনা শেষে প্রকল্পের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করা হয়।
বৈঠকে নদীর নাব্যতা বজায় রাখার লক্ষ্যে খনন বা ড্রেজিং জোরদার করার সুপারিশ করা হয়।
বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মৌমিতা/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                          নম্বর : ৩২৬৬

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ  
বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার

ঢাকা, ৫ই কার্তিক (২০শে অক্টোবর) :
    বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আগামী ২২ ও ২৩শে অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ২২শে অক্টোবর শনিবার সকাল ১০টায় উক্ত সম্মেলনের উদ্বোধন হবে।
    উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ প্রদান করবেন। প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক, ৬৯৩ কিলোহার্জ ও এফ. এম. ১০৩.২ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে।
                                                         #
সমীর/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                           নম্বর: ৩২৬৫
অধ্যক্ষ উম্মে হাবিবার মৃত্যুতে শিক্ষামন্ত্রী ও সচিবের শোক

ঢাকা, ৫ই কার্তিক (২০শে অক্টোবর) :
    সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিনের সহধর্মিণী প্রফেসর উম্মে হাবিবা আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন শোকপ্রকাশ করেছেন।
    এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, প্রফেসর উম্মে হাবিবার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ দক্ষ শিক্ষক ও শিক্ষাবিদকে হারালো। তার অকাল মৃত্যু পুরো শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
    উল্লেখ্য, প্রফেসর উম্মে হাবিবার মৃত্যুর সংবাদ পেয়ে শিক্ষামন্ত্রী আজ সকালে মরহুমার মিরপুরের বাসায় যান। মৃত্যুকালে তিনি তার স্বামী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য  গুণগ্রাহী রেখে গেছেন।
    মরহুমার প্রথম নামাজে জানাজা আজ বাদ জোহর সরকারি বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর মিরপুর-২ এর অফিসার্স অ্যাপার্টমেন্ট জামে মসজিদে  অনুষ্ঠিত হবে।    
                                                             #
   
সাইফুল্লাহ/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৪৪৫ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৩২৬৪

দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ করবে সৌদি আল রাজী গ্রুপ

ঢাকা, ৫ই কার্তিক (২০শে অক্টোবর) :
    বাংলাদেশে সিমেন্ট ও কাগজ কারখানা স্থাপনে বিনিয়োগ করবে সৌদি আরবের বিখ্যাত উদ্যোক্তা প্রতিষ্ঠান আল রাজী গ্রুপ। এ লক্ষ্যে আজ শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এবং আল রাজী গ্রুপের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিতিতে সমঝোতা স্মারকে বিসিআইসির পক্ষে সংস্থার সচিব হাছনাত আহমেদ চৌধুরী এবং সৌদি আরবের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইউসিফ আল রাজী স্বাক্ষর করেন। এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীসহ শিল্প মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।   
উল্লেখ্য, চলতি বছর ১-৩ মার্চ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সৌদি আরব সফরকালে সেদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড. তাওফিগ ফাওজান আলরাবিয়াহ্ এবং সৌদি বিনিয়োগকারীদের সাথে দীর্ঘ বৈঠক করেন। এসময় তিনি বাংলাদেশের সার, কেমিক্যাল, চিনি, সিমেন্ট, কাগজসহ উদীয়মান শিল্পখাতগুলোতে বিনিয়োগের জন্য সৌদি উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। 
পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪-৬ জুন সৌদি আরব সফরকালে জেদ্দা চেম্বার অভ কমার্স আয়োজিত এক সভায় সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়। প্রেক্ষিতে আল রাজী গ্রুপের পক্ষ থেকে বিসিআইসির আওতাধীন রাষ্ট্রায়ত্ত কারখানা ছাতক সিমেন্ট কোম্পানি এবং কর্ণফুলি পেপার মিলস্ লিমিটেড (কেপিএম) এলাকায় সিমেন্ট ও কাগজ কারখানা নির্মাণের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক  প্রস্তাব দেয়া হয়। আজ দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সেটি চূড়ান্ত করা হয়। 
    সমঝোতা স্মারক অনুযায়ী, সৌদি আল রাজী গ্রুপ ও বিসিআইসির যৌথ উদ্যোগে কিংবা সরকারি-বেসরকারি অংশিদারিত্বে (পিপিপি) বিদ্যমান ছাতক সিমেন্ট কোম্পানি সংলগ্ন নিজস্ব জায়গায় ৩শ ৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রসহ বার্ষিক ১৫ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি আধুনিক প্রযুক্তির সিমেন্ট কারখানা স্থাপন করা হবে। পাশাপাশি বিদ্যমান কর্ণফুলি পেপার মিলস্ লিমিটেড (কেপিএম) সংলগ্ন কারখানার নিজস্ব জমিতে ৩শ ৬০ মেগাওয়াট পাওয়ার প্লান্টসহ বার্ষিক ৩ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির একটি কাগজ কারখানা স্থাপন করা হবে। উভয় কারখানায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। 
#
জলিল/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/কামাল/২০১৬/১৫৩৮ ঘণ্টা 

Handout                                                                                                       Number : 3263

Bangladesh urges SC taking action on

Israeli Settlements in Palestinian

New York, 20th October :

         Bangladesh urged the Security Council to consider working on a resolution against illegal Israeli settlements in the Occupied Palestinian Territories.

         Addressing the Council during an Open Debate yesterday, Ambassador Masud Bin Momen, Permanent Representative of Bangladesh to the UN said that continued Israeli settlements posed the biggest challenge to resuming the Middle East Peace Process.

         Ambassador Momen reiterated the call for a peaceful, just and durable solution to the Palestine-Israeli conflict. He reaffirmed Bangladesh’s support for the rights of the Palestinian people and their legitimate aspiration for an independent state.

         He further called upon the international community to impress upon Israel to put an end to its systematic violation of international humanitarian law in the occupied territories. He expressed concerns over the nearly ten-year long Israeli blockade of the Gaza Strip affecting two million Palestinians.

            Masud Bin Momen flagged Bangladesh’s support for a proposal to mark the fiftieth year of the Israeli occupation of the Palestinian territories by declaring 2017 as the 'International Year to End the Occupation'.

#

Mina/Mobassera/Sahela/Gias/Kamal/2016/1440 Hrs

Todays handout (6).docx Todays handout (6).docx