Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ২৩ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩৬১০

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে হবে
                            -- প্রধান তথ্য অফিসার

রাজশাহী, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):

    প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ শক্তিই সকল প্রতিকূলতা কাটিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সহায়তা করবে।
তিনি আজ আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীতে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, এসডিজি, জাতীয় শুদ্ধাচার কৌশল, ইনোভেশন, সিটিজেন চার্টার ও এপিএ’ বিষয়ের ওপর আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    প্রধান তথ্য অফিসার বলেন, সততা ও সত্যবাদিতা শুদ্ধাচার কৌশল অনুসরণের প্রথম ধাপ। তিনি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে শুদ্ধাচার কৌশল অনুশীলনের বিষয়ে গুরুত্বারোপ করেন।
    শামীম চৌধুরী বলেন, বাংলাদেশ এমডিজি অর্জনে বিশে^ উদাহরণ সৃষ্টি করেছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এসডিজি‘র লক্ষ্যমাত্রা অর্জনেও সক্ষম হব। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে এসডিজি বাস্তবায়নে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। তিনি সরকারি কর্মকর্তাদেরকে সাংবাদিকদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং বিষয়ক ১০টি বিশেষ উদ্যোগ বাস্তবায়নের চিত্র জনগণের কাছে পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানান।
এর আগে এ কে এম শামীম চৌধুরী রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
    সেমিনারে আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য অফিসার বিধান চন্দ্র কর্মকার, তথ্য অধিদফতরের চিফ ফিচার রাইটার মোহাম্মদ আলী সরকার, সিনিয়র তথ্য অফিসার ফারুক মো. আব্দুল মনিমসহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
#
নাফেয়ালা/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩৬০৮

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):
    দশম জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২৬তম বৈঠক আজ কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য আলহাজ এডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মো. আ কুদ্দুস, এ কে এম শাহজাহান কামাল, মীর মোস্তাক আহম্মেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী কর্তৃক পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রদত্ত প্রতিশ্রুতির ওপর আলোচনা হয়।
    বৈঠকে জানানো হয়, ৯ম জাতীয় সংসদের ফ্লোরে মন্ত্রী কর্তৃক পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মোট ৩৩টি প্রতিশ্রুতির মধ্যে ১০টি প্রতিশ্রুতি সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, ১৬টি প্রতিশ্রুতি বাস্তবায়নাধীন রয়েছে এবং ৫টি প্রক্রিয়াধীন রয়েছে। ১০ম জাতীয় সংসদের ফ্লোরে মন্ত্রী কর্তৃক পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মোট ৩১টি প্রতিশ্রুতির মধ্যে ৪টি প্রতিশ্রুতি সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, ১২টি প্রতিশ্রুতি বাস্তবায়নাধীন রয়েছে এবং ১৪টি প্রক্রিয়াধীন রয়েছে।
    বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে মতামত প্রদান করা হয়। ২০১৬-১৭ অর্থবছরে অক্টোবর পর্যন্ত মোট ৬৬টি প্রকল্পের পরিবীক্ষণে দেখা যায়, পানিসম্পদ মন্ত্রণালয়ের গড় অগ্রগতি ৫ দশমিক ২ শতাংশ।
    দেশের সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সারাদেশ চলমান পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার এবং প্রকল্প গ্রহণকালে পর্যাপ্ত সমীক্ষা ও বাস্তবভিত্তিক ব্যয় প্রাক্কলনপূর্বক প্রকল্প প্রস্তাব প্রণয়ন করার সুপারিশ করা হয়।
    পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩৬০৭

নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):
দশম জাতীয় সংসদের নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৫তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান, মো. আব্দুল হাই, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, মো. আনোয়ারুল আজীম (আনার) এবং মমতাজ বেগম এডভোকেট বৈঠকে অংশগ্রহণ করেন।
     বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম ও মংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা হয়।
 বৈঠকে উল্লেখ করা হয়, পতেঙ্গা টার্মিনাল নির্মিত হলে ৭৫০ মিটার জেটির এবং লালদিয়া টার্মিনাল নির্মিত হলে ৮২০ মিটার জেটির চাহিদা পূরণ করা সম্ভব হবে।
    বৈঠকে আরো উল্লেখ করা হয়, মংলা বন্দর হতে রামপাল বিদু্যুৎ কেন্দ্র পর্যন্ত ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (ইওঋচঈখ) কর্তৃক বছরে প্রায় ৪৫ লাখ মেট্রিক টন কয়লা নির্বিঘেœ পরিবহণ করা সম্ভব হবে।
     কমিটি চট্টগ্রাম ও মংলা বন্দর উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে উন্নয়ন কার্যক্রমগুলো গ্রুপিং আকারে তৈরি করতে সুপারিশ করে।
বৈঠকে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৬০৬

আয়কর প্রদানে যতœবান হোন
                 -- তথ্যসচিব

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):

    আয়কর প্রদানে কর্মকর্তা-কর্মচারীদের যতœবান হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যসচিব মরতুজা আহমদ।

    আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘আয়কর বিষয়ক প্রশিক্ষণ’  কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ঢাকা-৪ অঞ্চলের কর কমিশনার রাধেশ্যাম রায় কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে কর প্রদানের নিয়মাবলি ব্যাখ্যা করেন।

    তথ্য সচিব বলেন, করের আওতাভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর প্রদানকে তাদের কাজের অংশ হিসেবে গণ্য করতে হবে।

    তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ সরাফ উদ্দিন আহমেদ, মনজুরুর রহমান, শাহজাদী আঞ্জুমান আরা ও রোকসানা মালেক এবং যুগ্ম-সচিববৃন্দ মো. নাসির উদ্দিন আহমেদ, মো. ইব্রাহিম খলিল, মোহাম্মদ নূরুল ইসলামসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৬০৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ওমানের বাণিজ্য প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):

    বাংলাদেশে ৩ দিনের সফরে আগত ওমান চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সাইদ সালেহ সাইদ আল কিউমি (ঝধববফ ঝধষবয ঝধববফ অষ করঁসব) এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলমের সাথে সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে বাংলাদেশ ও ওমানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও মানব সম্পদ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকারভুক্ত খাতসমূহ বিশেষ করে গ্যাস, তৈলভিত্তিক এলএনজি, এলপিজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং মৎস্যসহ অন্যান্য সামুদ্রিক সম্পদ আহরণের ক্ষেত্রে ওমানের ব্যবসায়ীবৃন্দকে বিনিয়োগের আহ্বান জানান।

    ওমানের ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং শীঘ্রই ওমান হতে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী  প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা ওমানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কাজের দক্ষতার প্রশংসা করে ভবিষ্যতে এদেশ হতে আরো শ্রমিক নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

#

খালেদা/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                    নম্বর : ৩৬০৪

দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):
দশম জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, বি এম মোজাম্মেল হক, মমতাজ বেগম, আবদুর রহমান বদি, মো. শফিকুল ইসলাম শিমুল এবং সৈয়দ আবু হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি ২০১৬-১৭ অর্থবছরে জিআর, টিআর ও কাবিখা বরাদ্দের (সকল) ক্ষেত্রে টাকা বরাদ্দ প্রদান এবং ঢাকা সিটি কর্পোরেশনেও যাতে জিআর, টিআর ও কাবিখা বরাদ্দ প্রদান করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে সুষম উন্নয়নের লক্ষ্যে পশ্চাৎপদ, অনুন্নত এলাকা চিহ্নিত করে প্রকল্প গ্রহণের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে ব্রিজ বা কালভার্ট বরাদ্দ প্রদানের সুপারিশ করা হয়।
কমিটি মন্ত্রণালয়ের সকল গ্রেডের কর্মচারীদের  দায়িত্ব ও কর্ম নিবিড় তদারকির সুপারিশ করে।
বৈঠকে অধিক সংখ্যক কমিউনিটি স্বেচ্ছাসেবী তৈরি করা এবং স্বেচ্ছাসেবীদের কার্যক্রম বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, সঠিক ও দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা তৈরি করা এবং আপৎকালীন আশ্রয়ের জন্য উন্মুক্ত স্থানসমূহ চিহ্নিত রক্ষণাবেক্ষণের সুপারিশ করা হয়।
কমিটি দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম ১টি করে ফায়ার স্টেশন স্থাপনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে। তাছাড়া জনসাধারণকে প্রশিক্ষণ প্রদান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার সুপারিশ করে।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামালসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
হালিম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                    নম্বর : ৩৬০৩

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):
দশম জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
২১তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
    বৈঠকে ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর ঘটনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম পীঠস্থান হিসেবে আখ্যায়িত করা হয় এবং সংখ্যালঘুদের ওপর হামলাকারী ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নিয়ে আলোচনা হয়। এসময় কমিটি নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের প্রতি সহমর্মিতা জানায় এবং মিয়ানমার কর্তৃপক্ষ কর্তৃক তাদের ওপর নির্যাতনের নিন্দা জ্ঞাপন করে। কমিটির পক্ষ থেকে নিরীহ রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার যে অপচেষ্টা করা হচ্ছে তা প্রতিহত করতে বিশ্বের সকল বিবেকমান মানুষকে জাগ্রত হওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠকে ২০১৬ সালের হজ ব্যবস্থাপনা  সম্পর্কে পর্যালোচনা হয় এবং ২০১৬ সালের হজে সৃষ্ট সমস্যা ও ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে তা সমাধানের ব্যবস্থা নিয়ে ২০১৭ সালের হজে এর প্রতিফলন ঘটানোর জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
    বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তাগণ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হুদা/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৬০২

বাংলাদেশ-আইএফআরসি যৌথ উদ্যোগে ৫০ লাখ লোককে দুর্যোগ সচেতন করবে
                    --  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক ফেডারেশন অভ্ রেডক্রস (আইএফআরসি)-এর গৃহীত এক বিলিয়ন লোককে দুর্যোগ সচেতন করার পরিকল্পনার সাথে একাত্ম হয়ে যৌথ উদ্যোগে ৫০ লাখ লোককে দুর্যোগ সচেতন করে তুলবে। উক্ত পরিকল্পনা স্বাক্ষর করার জন্য ইতোমধ্যে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
    
    তিনি আজ রাজধানীর একটি হোটেলে বিশ্ব দুর্যোগ প্রতিবেদন ২০১৬ এর প্রকাশ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি এম এম মাজহারুল হক, আইএফআরসির বাংলাদেশ প্রধান আজমত উল্লাহ, আইএফআরসির সিনিয়র এডভাইজার ড. আলী আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটির উপমহাসচিব খন্দকার জাকারিয়া খালেদ বক্তব্য রাখেন।

    এ বছর প্রতিবেদনটির প্রতিপাদ্য ‘জবংরষরবহপব : ঝধারহম ষরাবং ঃড়ফধু, ওহাবংঃরহম ভড়ৎ ঃড়সড়ৎৎড়’ি.

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম-এর আওতায় স্বেচ্ছাসেবকরা উপকূলীয় জেলাসমূহে মানুষের জান-মাল রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। সরকার এই স্বেচ্ছাসেবক বাহিনীকে প্রশিক্ষণ ও যন্ত্রপাতি দিয়ে আধুনিক বাহিনীতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ চলাকালে স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। দুর্যোগকালে এদের সম্মানীভাতা দেয়ার চিন্তা ভাবনা করেছে সরকার। একই সাথে উপকূলীয় এলাকায় মানুষের জান-মাল রক্ষায় আরো মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

    তিনি বলেন, দুর্যোগ খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে বারবার সক্রিয়ভাবে আহ্বান জানিয়ে আসছে। বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষদের দুর্যোগ থেকে রক্ষার জন্য আরো বিনিয়োগ বাড়াতে আইএফআরসি কে অনুরোধ জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।

#

দেওয়ান/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৬০১

সরকার নারী  শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনে অগ্রাধিকার দেবে
                                                             -- শ্রম প্রতিমন্ত্রী

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):

    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, নারী শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠনে উদ্যোগী হলে তা রেজিস্ট্রেশনে সরকার অগ্রাধিকার দেবে।

    তিনি আজ রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কর্মজীবী নারীদের নতুন সংগঠন ‘নারী শ্রমিক কণ্ঠ’ এর প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে সরকার আন্তরিক। তবে শ্রমজীবী নারীরা তাদের অধিকার আদায়ে ট্রেড ইউনিয়ন গঠনের প্রতি আন্তরিক নয়। নারীদের অধিকার আদায়ে তাদের আরো সোচ্চার হতে হবে।

    প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের উত্তরাঞ্চলের নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাংকের সহায়তায় তিন বছরব্যাপী প্রায় ১১ হাজার নারীকে প্রশিক্ষণ দিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, ঈশ্বরদী ইপিজেড এলাকায় নতুন ডরমেটরি নির্মাণ করে তাদের থাকার ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ শেষে তাদের তৈরিপোশাক শিল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

    তিনি আরো বলেন, শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে এক লাখ অপ্রাতিষ্ঠানিক শ্রমিককে প্রোভিডেন্ট ফান্ডের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, কোন শ্রমিক যাতে বিপদে অসহায় বোধ না করে সে জন্য সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের কল্যাণে শ্রমিক কল্যাণ তহবিল এবং গার্মেন্টস কর্মীদের জন্য কেন্দ্রীয় তহবিলের মাধ্যমে সব ধরনের আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

    ‘নারী শ্রমিক কন্ঠের অঙ্গীকার : চাই সমতা ও মর্যাদার অধিকার’ সেøাগানকে সামনে রেখে সারা দেশ থেকে আগত বিভিন্ন নারী সংগঠনের কর্মীগণ শপথ করেন। তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেন। নারী শ্রমিক কণ্ঠের আহ্বায়ক ও সংসদ সদস্য শিরীন আখতারের সভাপতিত্বে নারী শ্রমিক সম্মেলনে আইএলও এর কান্ট্রি ডিরেক্টর শ্রী নিভাস বি রেড্ডি, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ, নারী শ্রমিকদের উপদেষ্টা এ্যারোমা দত্ত, ড. প্রতিমা পাল মজুমদার, সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, এফইএম এর আবাসিক প্রতিনিধি মিস ফ্রানজিসকা কর্ন বক্তৃতা করেন।

#

আকতারুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৭৩০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩৬০০

এসডিজি অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে
                                                                      -- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে সফল হয়েছে। ২০২১ সালে দেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৩০ সালে এসডিজি অর্জনের মধ্য দিয়ে ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। বিশ^বাসীর কাছে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। এমডিজি সফলভাবে অর্জনের মাধ্যমে বাংলাদেশ এসডিজি অর্জনের সক্ষমতা প্রমাণ করেছে।
    মন্ত্রী আজ পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এমডিজি অর্জনের সর্বশেষ মূল্যায়ন রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় এ সব কথা বলেন।
    তোফায়েল আহমেদ বলেন, বিশ^ব্যাংকের সহায়তা ছাড়াই বাংলাদেশ পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়া অন্যান্য অনেক বড় প্রকল্পের কাজ সফলভাবে এগিয়ে চলছে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সফল বাস্তবায়নের পর সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন চলছে। চলমান অগ্রগতি অব্যাহত থাকলে এসডিজি অর্জন বাংলাদেশের জন্য কঠিন কাজ হবে না।
    পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বাংলাদেশের সত্তর ভাগ মানুষ কর্মক্ষম। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এগিয়ে যেতে হবে। ২০৩০ সালের মধ্যে দেশের হতদরিদ্র মানুষের সংখ্যা ৩ দশমিক ৫ ভাগের নিচে নেমে আসবে।
    পরিকল্পনামন্ত্রীর সভাপতিত্বে এমডিজি অর্জনের সর্বশেষ মূল্যায়ন রিপোর্ট  উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রনালয়ের জেনারেল  ইকোনমিক ডিভিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক বেনজির আহমেদ, বিশ^ব্যাংকের ঢাকা অফিসের লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসন এবং ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদ্বীপ্ত মুখার্জি বক্তব্য রাখেন।
#
বকসী/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                     নম্বর : ৩৫৯৯

বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনা কোম্পানির আগ্রহ
সাংহাই (চীন), ২৩ নভেম্বর :
চীনের স্বাস্থ্যখাতের অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান সাইনোফার্ম ইন্টারন্যাশনাল কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
আজ চীনের সাংহাইয়ে হোটেল শাংরিলায় প্রতিষ্ঠানের এক প্রতিনিধিদল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎ করতে এসে এই আগ্রহ ব্যক্ত করেন। সাইনোফার্ম-এর ভাইস জেনারেল ম্যানেজার শি শেংগী (ঝযর ঝযবহমুর) প্রতিনিধিদলে নেতৃত্ব দেন।  
বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসময় সাইনোফার্মকে এক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান। চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় নির্মাণে সরকারের উদ্যোগেও তাঁদের সহায়তা চান তিনি।  এ সময় মন্ত্রী বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশে সবচেয়ে সুষ্ঠু বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। সরকার দেশি-বিদেশি বিনিয়োগকে উৎসাহ প্রদান করছে। বিভিন্ন দেশের বিনিয়োগকারীরাও এখন বাংলাদেশে আসছে। দেশের চিকিৎসা অবকাঠামো নির্মাণসহ ঔষধ শিল্পে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে। বাংলাদেশে যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, জ¦ালানিসহ বিভিন্ন আর্থসামাজিকখাতে চীনের অবদানের কথাও এসময় তিনি তুলে ধরেন।
মন্ত্রী সাইনোফার্মের প্রতিনিধিদলকে বিনিয়োগের লক্ষ্যে একটি নির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপনের পরামর্শ দিয়ে তাঁদেরকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শনের জন্যে আমন্ত্রণ জানান।
    স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ‘হেলথ প্রমোশন ইন দ্য এসডিজিস’ শীর্ষক ৯ম বৈশি^ক সম্মেলনে যোগ দিতে চীন সফর করছেন। গত ২১ নভেম্বর চীনের সাংহাইয়ে চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। আগামী শুক্রবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                    নম্বর : ৩৫৯৮

স্পিকারের সাথে ফেডারেশন অভ্ ওয়ার্ল্ড পিস এন্ড লাভ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে  হং তাওতেজ ( ঐড়হম ঞধড়ঃুব) এর নেতৃত্বে  বাংলাদেশ সফররত  ফেডারেশন অভ্ ওয়ার্ল্ড পিস এন্ড লাভ (ঋঙডচঅখ) এর ২১ সদস্যের প্রতিনিধিদল আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে তাঁরা  বিশ্ব শান্তির বিভিন্ন দিক  নিয়ে আলোচনা করেন।
স্পিকার বিশ্ব শান্তির অপরিহার্যতা তুলে ধরে বলেন, প্রত্যেক মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় এবং এটি মানুষের অন্যতম অধিকার। তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং উন্নত জীবন ব্যবস্থার মাঝে শান্তি বিরাজমান।
স্পিকার বলেন, বাংলাদেশ দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে নি¤œ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ সন্তোষজনকভাবে অর্থনৈতিক ও সামাজিক সূচকে অগ্রগতি সাধন করছে।
প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বিশ্ব শান্তি, সুবিচার ও মানুষে মানুষে ভালবাসা অক্ষুণœ রাখার জন্য বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলা অপরিহার্য।
#
কামাল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                   নম্বর : ৩৫৯৭              
পাকিস্তানে বাংলাদেশের সশস্ত্র  বাহিনী  দিবস উদ্্যাপন
ইসলামাবাদ, ২৩ নভেম্বর:
বাংলাদেশের ৪৫তম সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন উপলক্ষে ২২ নভেম্বর পাকিস্তানের রাজধানী  ইসলামাবাদের সেরিন হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। পাকিস্তান বিমান বাহিনীর সি৪আই এর মহাপরিচালক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ জাহিদ মাহমুদ অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা  ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এজাজুর রহমান স্বাগত বক্তব্যে  সশস্ত্র  বাহিনী  দিবসের  তাৎপর্য  তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে বাংলাদেশ  সশস্ত্র  বাহিনী গঠন করা হয়। একটি সুশৃঙ্খল পেশাদার  সশস্ত্র  বাহিনী গড়ে তুলতে মজবুত ভিত্তি রচনার জন্য শ্রদ্ধার সাথে  তিনি জাতির পিতা  বঙ্গবন্ধু  শেখ  মুজিবুর রহমানকে স্মরণ করেন।  প্রতিরক্ষা  উপদেষ্টা  বলেন, প্রতিষ্ঠার ৪৫ বছর পর বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন আন্তর্জাতিক মহলে প্রশংসিত একটি নাম। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সর্বোচ্চ সংখ্যক সেনা প্রদানকারী দেশ। সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সাফল্য অর্জনে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও দিক নির্দেশনার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা  জানান।
 অনুষ্ঠানে হাইকমিশনার  তারিক  আহসান স্বাধীনতাযুদ্ধে  বাংলাদেশ  সশস্ত্র  বাহিনীর আত্মোৎসর্গকারী শহিদ  সদস্যদের  আত্মার  প্রতি  গভীর  শ্রদ্ধা  জানান।  তিনি  বলেন,  জাতির পিতা  বঙ্গবন্ধু  শেখ  মুজিবুর রহমান  দেশপ্রেম, পেশাদারিত্ব ও  নৈতিক  মূল্যবোধের চেতনায়  অনুপ্রাণীত  সশস্ত্র  বাহিনী  গড়ে  তোলার  ক্ষেত্রে  অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং আর্তমানবতার সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, বেসামরিক প্রশাসনকে সহায়তাকরণসহ বিভিন্ন জনহিতকর কর্মসূচিতে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।  
অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কেক কাটা হয়। প্রধান অতিথি, বাংলাদেশের হাইকমিশনারসহ সার্ক  দেশসমূহের রাষ্ট্রদূত ও  হাইকমিশনারগণ, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশ  হাইকমিশনের  প্রতিরক্ষা  উপদেষ্টা   কেককাটায় অংশগ্রহণ  করেন।
ইসলামাবাদে বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত, হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক  কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসী বাংলাদেশি  নাগরিকগণ এবং বাংলাদেশ হাইকমিশনের         কর্মকর্তা-কর্মচারীগণ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
#
ইকবাল/নুসরাত/গিয়াস/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৫৪৭ ঘন্টা
 তথ্যবিবরণী                                                                   নম্বর : ৩৫৯৬

অনলাইন রেজিস্ট্রেশনে বাসস্থানের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা সরবরাহের অনুরোধ

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৩ নভেম্বর) :

    তথ্য অধিদফতরে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের সুবিধার্থে সরকার আবেদনকারীদের অফিস ঠিকানা ছাড়াও নিজ নিজ বাসস্থানের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা প্রদানের অনুরোধ জানাচ্ছে।

    আবেদনকারীদের নিজ নিজ বাসস্থানের স্থায়ী ও অস্থায়ী ঠিকানা তথ্য অধিদফতর ঢাকার ই-মেইল ঠিকানা ঢ়রফফযধশধ@মসধরষ.পড়স, ঢ়রফফযধশধ@ুধযড়ড়.পড়স অথবা ৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬  
এবং ৯৫৪০৫৫৩ নম্বর ফ্যাক্স যোগে অবিলম্বে পৌঁছানোর জন্য অনুরোধ করা হলো।    
 

#

নুসরাত/আলী/গিয়াস/রফিকুল/শামীম/২০১৬/১৪৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                   নম্বর : ৩৫৯৫  

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মাহজাবিন&l

Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon