Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st এপ্রিল ২০১৮

তথ্যবিবরণী-31/3/2018

তথ্যবিবরণী                                                                                                          নম্বর :  ১০৪৮
 
 
শিল্প ও বাণিজ্য খাতের উন্নয়নে বিসিএসআইআর’র ভূমিকা শীর্ষক কর্মশালা
 
 
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
 
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) দু’দিনব্যাপী সেক্টর লিডার্স কর্মশালার আয়োজন করেছে। ‘শিল্প ও বাণিজ্য খাতের উন্নয়নে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ভূমিকা’ শীর্ষক কর্মশালাটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং সমগোত্রীয় সকল প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আজ ঢাকায় বিসিএসআইআর’র  ডিআরআইসিএম অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করেন  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। 
 
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন,  আধুনিক বিশ্বে মর্যাদাপূর্ণ স্থান নিয়ে টিকে থাকার জন্য বিশ্বমানের গবেষণা প্রয়োজন। সারা বিশ্বে আমাদের পণ্য ও সেবাকে এক্সপোজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, এফবিসিসিআইয়ের পরিচালক এএসএম কামাল উদ্দিন, বিএসটিআইয়ের মহাপরিচালক সরদার আবুল কালাম এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোঃ মন্জুর মোর্শেদ।
 
#
 
কামরুল/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/২১০০ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ১০৪১  
 
নির্মাণশ্রমিকদের একটি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে 
                                      --- পরিবেশ ও বন মন্ত্রী
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
 
নির্মাণশ্রমিক সংগঠনকে একটি কাঠামোতে নিয়ে এসে তাদের নিরাপত্তা, ক্ষতিপূরণ এবং ইন্স্যুরেন্সের জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। এজন্য শ্রমিক সংগঠনটিকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য তিনি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ করেন। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ নির্মাণশ্রমিক ইউনিয়ন আয়োজিত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, নির্মাণশ্রমিকরা সুন্দর শহর ও দেশ গড়ার কারিগর। তাদের জীবনযাপন খুব সাধারণ মানের। অথচ তারা যাদের জন্য কাজ করে তারা হচ্ছেন অর্থশালী ও বিত্তশালী। নির্মাণ শ্রমিকদের কোনো নিয়োগপত্র নেই। তারা কাজ করলে টাকা পায়, না করলে তাদের প্রতিদিনের অন্ন সংস্থানের কোনো নিশ্চয়তা নেই। তাই তাদেরকে সংগঠনের মাধ্যমে একটি কাঠামোতে নিয়ে আসা দরকার। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পিছনে নির্মাণশ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো উন্নয়ন কর্মকা-েই শ্রমিকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কাজেই নির্মাণশ্রমিকরা যাতে কোনো অবস্থাতেই অবহেলার শিকার না হয় সেদিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে।
 
মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে একসময় এত নির্মাণ কাজ হতো না। এখন সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নকে অব্যাহত রাখার জন্য নির্মাণশ্রমিকদের মজুরি বাড়ানো দরকার। তাদের কাজটিও বেশ ঝুঁকিপূর্ণ। যেকোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে পঙ্গুত্ব বা মৃত্যুবরণ করলে তার জন্য বিশেষ ক্ষতিপূরণের ব্যবস্থা থাকা উচিত। না হয় একসময় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার উৎসাহ তারা হারিয়ে ফেলবে। কাজেই আমাদের সকলের উচিত এ বিষয়টি মাথায় রেখে নির্মাণশ্রমিকদের জীবনমানের উন্নয়নে কাজ করা।   
 
নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য নাজমুল হক প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।   
#
 
পাশা/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮১১ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১০৪০ 
 
হাসান ইমামই চলচ্চিত্র দিবস অনুষ্ঠানের সভাপতি 
---তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘চলচ্চিত্র দিবসের জাতীয় অনুষ্ঠানে প্রবীণ অভিনেতা হাসান ইমামই সভাপতিত্ব করবেন, এ নিয়ে বিভ্রান্তি অমূলক।’ আগামী ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসের সরকারি অনুষ্ঠানে সভাপতিত্বের বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরতে শনিবার দেয়া এক বিবৃতিতে মন্ত্রী একথা বলেন। 
হাসানুল হক ইনু বলেন, ‘এটি সরকারি কর্মসূচি হলেও আমি জাতীয় উদযাপন কমিটিতে হাসান ইমামকে সভাপতি করার কথা বলেছি। আর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)’র ব্যবস্থাপনা পরিচালক পালন করবেন কমিটির সদস্য সচিবের দায়িত্ব।’ 
‘সরকারি কর্মসূচি বলে কেউ কেউ এফডিসির এমডিকে কমিটি এবং অনুষ্ঠানের সভাপতি হওয়ার কথা বলেছিলেন।  আমি তা জানার সাথে সাথে বলেছি,  প্রবীণ অভিনেতা হাসান ইমাম একইসাথে কমিটি এবং অনুষ্ঠান দ’ুটিরই সভাপতি হবেন’, জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার ঘোষিত জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনের সরকারি কর্মসূচিতে চলচ্চিত্রের বিশাল জগতের বিভিন্ন শাখায় অবদান রাখা সকলের অংশগ্রহণই আমাদের কাম্য। ১৯৫৭ সালের ৩ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপিত দূরদৃষ্টিসম্পন্ন বিলের মাধ্যমে এফডিসি প্রতিষ্ঠার ধারাবাহিকতায় এই দিবসের জাতীয় চেতনা ধারণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
হাসান ইমামকে সভাপতি করার আরো যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিএফডিসি বাস্তবায়িত অনুষ্ঠানটি সরকারি খরচে হলেও এখানে শিল্পী-প্রযোজক-পরিচালক-কলাকুশলীদের অংশগ্রহণকে মর্যাদাপূর্ণ করার আন্তরিক চেষ্টা থেকেই প্রবীণ শিল্পী হাসান ইমাম সভাপতি হয়েছেন।’
এসময় সিনেমা আমদানি-রপ্তানির বিষয়টিও সকলের জানা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে বছরে ৫০ থেকে ৭০টা চলচ্চিত্র হয়। সাফটা চুক্তির কারণে আমরা একটি সিনেমা রপ্তানির বিপরীতে একটি সিনেমা আমদানি করতে পারি। সেটিও চলচ্চিত্র পরিবারের সদস্যদেরই কমিটির মাধ্যমে। পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের (২০১৭)  জুলাই থেকে এ পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র এসেছে মাত্র ছ’টি। তাই ভারতীয় বা অন্য বিদেশি সিনেমা দেশের চলচ্চিত্রকে গ্রাস করছে, একথা কল্পনাপ্রসূত।’
এ প্রসঙ্গে চলচ্চিত্র মুক্তি দেবার বিষয়টিও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মন্ত্রণালয় নয়, দেশের  প্রযোজক এবং পরিবেশক সমিতি ঠিক করে, কোন শুক্রবার কোন সিনেমা মুক্তি পাবে।’ 
চলচ্চিত্রের উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে মন্ত্রী হাসানুল হক ইনু আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার চলচ্চিত্রে অনুদানের পরিমাণ দ্বিগুণ ও সিনেমার সংখ্যা বৃদ্ধি করেছে, এফডিসির ফ্লোরগুলোতে আবার নিয়মিত শুটিং হচ্ছে, এফডিসি ডিজিটাল হচ্ছে এবং বঙ্গবন্ধু ফিল্ম সিটির কাজ এগিয়ে চলেছে। সিনেমা হলগুলো যেহেতু ব্যক্তি মালিকানায়, তাই তাদের উৎসাহিত করতে নেয়া হচ্ছে ডিজিটালাইজেশন প্রকল্প।’
#
আকরাম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮২৭ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১০৪৭
 
উৎপাদনব্যয়ের সাথে বিক্রয়মূল্যের সামঞ্জস্য রক্ষায় নীতিমালা জরুরি
                                                            -- মৎস্যমন্ত্রী
 
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
 
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ক্ষুদ্র খামারীরা ধ্বংস হোক সরকার যেমন চায় না তেমনই মাছ-মাংস ও দুধ-ডিমের উৎপাদনব্যয়ের সাথে বিক্রয়মূল্যের সামঞ্জস্য রক্ষায় একটা নীতিমালা জরুরি। এজন্য সরকার এপ্রিল মাসে মৎস্য ও প্রাণিজ আমিষ উৎপাদনকারী, ফিড ও ঔষধ প্রস্তুতকারী ব্যবসায়ী এবং খামারীদের নিয়ে একটি নীতিমালা করার চিন্তাভাবনা করছে। তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছর সময়কে যথাযথভাবে কাজে লাগাতে না পারলেও এখন সম্মিলিতভাবেই মাছ ও মাংসে যেমন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, তেমনই দেশ আজ উন্নয়নশীল পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা সরকারের পক্ষে এককভাবে সম্ভব নয়, যদি সরকারি বেসরকারি খাতের উদ্যোক্তা এবং খামারীরা এগিয়ে না আসেন।   
 
মন্ত্রী আজ ঢাকায় গবাদিপশু-পাখির ফিড ও ঔষধ প্রস্তুতকারক এবং সরবরাহকারী প্রতিষ্ঠান এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিলার ও খামারীদের 'এগ্রো সম্মেলন' এর উদ্বোধনকালে একথা বলেন। 
 
অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শহিদুল আহসান, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার, প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক-সম্প্রসারণ ড. হিরেশ চন্দ্র ভৌমিক প্রমুখ।   
 
মৎস্যমন্ত্রী প্রাণিসম্পদখাতে অবদানের জন্য ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক প্রিমোহন দাস ও কৃষিবিদ ইন্সটিটিউশনকে বিশেষ সম্মাননা এবং সারাদেশের ১০ জন ফিডমিল ডিলার ও খামারীকে পুরস্কার প্রদান করেন।  
 
#
 
শাহ আলম/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/২০০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১০৪৬
 
             দারিদ্র্য দূর করে গড়ে তোলা হবে সমৃদ্ধ বাংলাদেশ
                                                    -- স্পিকার
 
হবিগঞ্জ, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান শিক্ষার্থীদের মাঝেই তৈরি হচ্ছে ভবিষ্যতের নেতৃত্ব। জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ সময় শিক্ষা জীবন। এসময়কে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হতে তিনি শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। স্পিকার আজ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত’ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
 
স্পিকার বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল। সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সকল সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে  উন্নয়নশীল দেশে উপনীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশে এবং  ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। দরিদ্রতা দূর করে গড়ে তোলা হবে সমৃদ্ধ আলোকিত বাংলাদেশ।
 
এর আগে স্পিকার  শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং শতবর্ষ স্মারক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 
#
 
তারিক/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৮৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১০৪৫  
 
টেকসই উন্নয়নে মৌলিক শিল্প কারখানা স্থাপন করতে হবে
  -- অর্থমন্ত্রী
 
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, টেকসই উন্নয়নের জন্য  মৌলিক শিল্প-কারখানা স্থাপন করতে হবে। তিনি বলেন, বিগত সরকারগুলোর আমলে শিল্পের সংযোজন প্রতিষ্ঠান গড়ে উঠেছিল; মৌলিক কোনও প্রতিষ্ঠান গড়ে উঠেনি।
 
মন্ত্রী আজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইকনমিক জোন, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকনমিক জোন ও মেঘনা গ্রুপের ৮টি শিল্পপ্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
এবছর জিডিপি’র প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে আশা করেন অর্থমন্ত্রী। আগামী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৮ শতাংশ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী  তোফায়েল আহমেদ ও রেলমন্ত্রী মোঃ মজিবুল হক।
 
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এসডিজি বাস্তবায়নের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, ইকনমিক জোন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান, বিজেএমই-এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
 
এর আগে অর্থমন্ত্রী সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকায় মেঘনা গ্রুপের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকনমিক জোন উদ্বোধন করেন। এসময় প্রতিষ্ঠানটির পক্ষে জানান হয় যে, ইকনমিক জোনে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৮টি শিল্প-কারখানায় ৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। আরো ১০ শিল্পপ্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে, যাতে আরো ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।
 
#
 
শাহেদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৮৪৫ ঘণ্টা 
 
 
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১০৪৪
 
আহত সন্ত্রাসী ও জঙ্গিরা আসলে আইনশৃঙ্খলা 
বাহিনীকে অবহিত করতে ভূমিমন্ত্রীর অনুরোধ
 
পাবনা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
 
কোনো সন্ত্রাসী বা জঙ্গি আহত অবস্থায় পল্লী চিকিৎসকদের কাছে আসলে তাৎক্ষণিকভাবে তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। আজ পাবনা আর এম একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ অনুরোধ জানান।
 
মন্ত্রী আরো বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে পল্লী চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আহত মুক্তিযোদ্ধা ও সাধারণ বাঙালিকে তাৎক্ষণিক সেবা দান করেছিলেন এই পল্লী চিকিৎসকগণ। রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে প্রশিক্ষণপ্রাপ্ত পল্লী চিকিৎসকদের এগিয়ে আসতে মন্ত্রী আহ্বান জানান।
 
বাংলাদেশ পল্লী চিকিৎসা সমিতি পাবনা জেলা শাখার সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ক্রেডিট কমিশনের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ সবুজ আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুস সালাম বক্তব্য রাখেন।
 
#
 
রেজুয়ান/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর :   ১০৪৩
 
তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা দ্বারা রাষ্ট্রকে সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব
                                                    -- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
 
সেনবাগ (নোয়াখালী), ১৭ চৈত্র (৩১ মার্চ) :
 
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, একটা জাতির তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা, নিজস্ব সাহিত্য, সংস্কৃতি ও কৃষ্টি-সভ্যতা বিকশিত করে বিশ্বদরবারে রাষ্ট্রকে উন্নত, সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পরিকল্পিত কর্মসূচি নিয়ে এগুচ্ছে।  এ ব্যাপারে সড়ক পরিবহণ খাতে মালিক-শ্রমিকগণ সহায়ক শক্তি হিসেবে ইতিবাচক ভূমিকা রাখছে।
 
প্রতিমন্ত্রী আজ নোয়াখালী জেলার সেনবাগে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ্ ও ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। 
 
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মোরশেদ আলম, শিল্পপতি জাফর আহম্মদ চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাসান মঞ্জুর, লায়ন এম কে বাশার, আবুল কালাম আজাদ ও হারুনুর রশিদ বক্তব্য রাখেন। 
 
প্রতিমন্ত্রী আরো বলেন, চলতি অর্থবছরে ৬ষ্ঠ শ্রেণি হতে ¯œাতক পর্যায় পর্যন্ত ৩৮ লাখ ১৬ হাজার শিক্ষার্থীর ৭৫ শতাংশ ছাত্রীসহ শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয়েছে। সরকার ১ হাজার ১২৫ টি গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে। তিনি বলেন, ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশে শিক্ষা, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি ও প্রশাসনে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে চলেছে। প্রতিমন্ত্রী বিদ্যালয়টির জন্য নতুন একাডেমিক ভবন নির্মাণ, পর্যাপ্ত শিক্ষা উপকরণ বিতরণ ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দেন।  
 
#
 
আহসান/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৮৪০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ১০৪২
 
খেলাধুলা দিয়েই জঙ্গিদের আস্তানা ধ্বংস হবে
               -- ভূমিমন্ত্রী
 
পাবনা, ১৭ চৈত্র (৩১ মার্চ) :
 
ভূমিমন্ত্রী শামসুর রহামন শরীফ বলেছেন, অলস মস্তিস্ক শয়তানের কারখানা। খেলাধুলা করেই একজন মানুষ সুস্থ ও সৎ থাকতে পারে। প্রকৃত খেলোয়াড়দের মাঝে জঙ্গি হওয়ার বাসনা জাগে না। খেলাধুলা দিয়েই শয়তানের কারখানা জঙ্গি আস্তানা ধ্বংস হবে। 
 
আজ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজমাঠে কৃষকলীগের স্বাধীনতা দিবস উপলক্ষে জব্বারের বলি খেলায় উদ্বোধকের বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
 
মন্ত্রী আরো বলেন, ৫০ এর দশকে পাবনায় নিয়মিত কুস্তি খেলা হতো। বলি খেলার অপর নাম কুস্তি বা মান নির্ণয় করা। কার কতটুকু শক্তি তার মান নির্ণীত হতো বলি খেলার মধ্য দিয়ে। চট্টগ্রামের বলি বা কুস্তি খেলাটি সারাদেশে জনপ্রিয়। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল এ সময় উপস্থিত ছিলেন।
 
 
#
 
রেজুয়ান/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৮/১৮৩০ ঘণ্টা 
New Microsoft Office Word Document.docx New Microsoft Office Word Document.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon