Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুন ২০১৬

তথ্যবিবরণী ০১/০৬/২০১৬

Handout                                                                                                         Number : 1837

 

Australian High Commissioner calls on Foreign Minister

 

Dhaka, June 1:

 

            The departing High Commissioner of Australia Greg Wilcock made a farewell call with Foreign Minister Abul Hassan Mahmood Ali and the Foreign Secretary Md Shahidul Haque today. 

 

            During the call, the High Commissioner gave a rundown on his activities and projects carried out in his last four years of stay in Bangladesh. The Foreign Minister expressed his satisfaction for the efforts rendered by the High Commissioner in taking the relationship between the two countries further in matters related to greater collaboration in trade, investment, education, sports and cultural affairs.

 

            During the meeting with the Foreign Secretary, two sides discussed about a host of programme initiated in particularly the last one year.

 

            It may be noted that the first-ever Foreign Office Consultations (FOC) have taken place on 31 March 2016 in Canberra. Successfully conducting the full-fledged FOC was critical to set the tone, tenor and framework of bilateral engagements in a comprehensive frame of reference. The tangible measures of cooperation is now taking place in enhance of education opportunities and skill-based training, air-services agreement, agricultural cooperation, cooperation in sports, cooperation in cultural affairs and increase in ODA.

 

#

 

Khaleda/Afraz/Mahmud/Sanjib/Selim/2016/2020 Hrs 

তথ্যবিবরণী                                                                                                নম্বর :  ১৮৩৬

থাইল্যান্ডের জ¦ালানি মন্ত্রীর সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে থাইল্যান্ডের আগ্রহ

ব্যাংকক (থাইল্যান্ড), ১ জুন:

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কারিগরি সহযোগিতা ও বিনিয়োগ করতে থাইল্যান্ড আগ্রহ প্রকাশ করেছে।

    থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রী জেনারেল আনানটাপর্ন কাঞ্জানারাত (এবহবৎধষ অহধহঃধঢ়ড়ৎহ কধহলধহধৎধঃ)-এর সাথে তাঁর অফিসকক্ষে আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাক্ষাৎ শেষে এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ সময় শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ উৎপাদনসহ সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি কয়লাভিত্তিক, এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, নবায়নযোগ্য জ্বালানি, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন সিস্টেমে থাইল্যান্ডের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে ক্যাপাসিটি চার্জ ও কর রেয়াতসহ নানাবিধ সুবিধা প্রদান করা হয়।

    প্রতিমন্ত্রী থাই মন্ত্রীকে বাংলাদেশ ও থাইল্যান্ডের ২০১২ সালের যৌথ ইশতেহারে উল্লিখিত তেল ও গ্যাস অনুসন্ধানে সহযোগিতা করার বিষয়টি উল্লেখ করেন। তিনি  বঙ্গোপসাগরের অফশোরে তেল ও গ্যাস অনুসন্ধানে থাইল্যান্ডের অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি পিটিটিকে বিডে অংশগ্রহণের আহ্বান জানান। এছাড়া,  জ্বালানি সাশ্রয়ে  থাইল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগাতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করেন।

    থ্যাইল্যান্ডের জ্বালানি মন্ত্রী বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কয়লা, গ্যাস ও তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে এবং বিদ্যুৎ সঞ্চালন সিস্টেমে বিনিয়োগ করতে থাইল্যান্ডের আগ্রহ রয়েছে। এ প্রসঙ্গে ভারত ও জাপানে থাইল্যান্ডের কোম্পানিগুলোর কাজ করার বিষয়টি তিনি উল্লেখ করেন। তিনি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভবিষ্যতে বঙ্গপোসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানে অংশগ্রহণ করবেন বলে জানান। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে তিনি বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।

    বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার আরো সম্ভাবনা খুঁজে বের করতে উভয় দেশ প্রতিনিধি প্রেরণের সম্মতি প্রদান করেন।

    থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা তাসনীম মুনা ও থাই জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#

আসলাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ১৮৩৫

বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন):

জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।


কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন (নাছিম), মো. শিবলী সাদিক এবং এ বি এম রুহুল আমিন হাওলাদার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের সার্বিক কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা হয়। ব-এচ টেন্ডারিং এর মাধ্যমে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ক্রয় কাজে স্বচ্ছতা নিশ্চিত এবং জনগণের সার্বিক উন্নয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হয়।  

কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পল্লি বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন লাইন নির্মাণকারী ঠিকাদারগণকে স্বল্প সময়ের মধ্যে কার্য সম্পাদনের সুপারিশ করে। প্রকল্প বাস্তবায়নে সরকারি নির্দেশ অনুযায়ী একটি কোম্পানিকে দুটি প্রকল্পের অধিক প্রকল্প না দেয়ার সুপারিশ করা হয়।

বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, পল্লি বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মো. মঈন উদ্দিনসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


#

মৌমিতা/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৮৩৪

চিকিৎসকদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করতে হবে
                                                        -- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) :
    জনগণ ও রোগীদের অবহেলা না করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, চিকিৎসা একটি মহান ও মানবিক পেশা। নিজেদের মাতা-পিতার সঙ্গে আপনারা যে ধরনের হৃদ্যতাপূর্ণ আচরণ করেন, রোগীদের সঙ্গেও তা করা উচিত। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই দায়িত্ব পালন করতে হবে।
    আজ বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ভবনে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত ৩৪তম বিসিএস (স্বাস্থ্য) ও বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডার কর্মকর্তাদের যোগদান উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান। স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান ও মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলী।
    নিয়োগপ্রাপ্ত দু’শতাধিক চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর জীবনমরণের সাথে আপনাদের দায়িত্বের সম্পৃক্ততা রয়েছে। সাধারণ মানুষ রোগমুক্ত হতে, জীবন বাঁচাতে আপনাদের কাছে যায়। আপনাদের কাছে যারা যায় তাদের অনেকেই চিকিৎসা ও স্বাস্থ্যসেবা  গ্রহণের নিয়মকানুন জানেন না। তাদের কেউ কেউ লিখতে ও পড়তে পারেন না। এমন অবস্থায় আপনারাই তাদের পথপ্রদর্শক হিসেবে সহায়ক ভূমিকা রাখতে পারেন। আপনাদের সদয় আচরণ এ ধরনের রোগীদের অনেক উপকারে আসে। আর রোগীরাও আত্মতৃপ্তি নিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারে। এভাবে বিনামূল্যের সরকারি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমও সফল হয়ে উঠতে পারে।
    তিনি আরো বলেন, পোস্টিং নিয়ে কোনো তদ্বির আগেও শুনিনি, এখনো শুনবো না। গ্রামে থাকতেই হবে। কয়েক বছর আগে যারা গ্রামে গিয়েছেন, তাদের অনেকেই এখন গ্রাম ছাড়তে চায় না। গ্রামীণ অবকাঠামোর বর্তমানে অনেক উন্নতি হয়েছে। সেখানে অবস্থান এবং চিকিৎসা প্রদান করতে কোন অসুবিধা হয় না।
     স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, দেশের স্বাস্থ্য খাতের অবকাঠামো বেশ মজবুত। জনবল থেকে শুরু করে চিকিৎসা উপকরণের কোনো ঘাটতি নাই। এমন পরিবেশে দায়িত্ব পালন করতে অসুবিধা হওয়ার কথা নয়।
    বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান বলেন, চিকিৎসক হওয়ার জন্য যেমন মেধাবী হতে হয়, তেমনি প্রকৃত চিকিৎসক হওয়ার জন্য সহমর্মিতা থাকতে হয়। আগত রোগীদের মনেপ্রাণে গ্রহণ করতে না পারলে যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হয়ে উঠে না।
#

পরীক্ষিৎ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০৫ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮৩৩

পঞ্চবার্ষিক পরিকল্পনা ও এসডিজি বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে সভা
                                                                  
ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) :
    আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিসচিব মেছবাহ উল আলম সংশ্লিষ্ট রিসোর্সদের সাথে মতবিনিময় করেন।
    এসময় ভূমিসচিব বলেন, সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খাসজমি এখন শুধু লিজ প্রদান কাজে নয়, দারিদ্র্যবিমোচনে খাসজমিগুলো উৎপাদন কাজে ব্যবহার করা হবে। তিনি বলেন, বনায়ন, ডোবা ও মজা পুকুর সংস্কার করে তাতে মৎস্যচাষ, গুচ্ছগ্রামের খাসজমিতে ৪তলাবিশিষ্ট কমিউনিটি ভবন নির্মাণ করে গৃহহীনদের পুনর্বাসন করার পরিকল্পনা নেয়া হবে। সচিব বলেন, গ্রামগুলোতে গৃহহীনদের পুনর্বাসনের পাশাপাশি তাদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে গবাদি পশু লালনপালন এবং সেগুলো থাকার জন্য ৪তলা ভবনের পাশে শেড নির্মাণ করে দেয়ারও পরিকল্পনা সরকারের রয়েছে।
     সভায় ভূমি মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা ও মন্ত্রণালয়ের আওতাধীন বোর্ড, সংস্থা, দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ৪৬ জন কর্মকর্তা আলোচনায় অংশ নেন। বাংলাদেশ ১৫ বছর মেয়াদি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজি)-এ অংশ নিয়ে অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। পরবর্তীতে গৃহীত এসডিজিতে অন্তর্ভুক্ত ১৭টি লক্ষ্য বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের সম্পৃক্ততা কী হতে পারে সে বিষয়ে মতবিনিময় হয়।
    সভায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব ড. শামসুল আলম মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।  
    
#

রেজুয়ান/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা

Handout                                                                                                          Number : 1832

 

Brunei High Commissioner calls on Foreign Minister

 

Dhaka, June 1:

 

            The outgoing High Commissioner of Brunei Darussalam  Pengiran Haris Shabudin called on Foreign Minister at his office in Dhaka today to thank the Government of Bangladesh for assisting him to discharge duties during his tenure in Bangladesh since October 2013.

 

            The High Commissioner deeply appreciated Bangladesh’s relationship with Brunei Darussalam and expressed hope that bilateral relations between Bangladesh and Brunei Darussalam would further strengthen in the days to come. He particularly mentioned the contribution of the Bangladeshi expatriates in the development of Brunei Darussalam and highlighted that skilled and semi-skilled professionals from Bangladesh constituted around 30 percent of the total number of expatriates living in Brunei Darussalam.

 

            The Foreign Minister thanked him for his contribution to the improvement of bilateral relations between Bangladesh and Brunei Darussalam and wished him greater success in his next assignments.

 

            Earlier in the morning, the High Commissioner of Brunei Darussalam met Foreign Secretary Md. Shahidul Haque and discussed bilateral potentials that the two countries could mutually explore.

           

#

 

Khaleda/Afraz/Mahmud/Sanjib/Selim/2016/1830 Hrs 

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ১৮৩১

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক

ঢাকা, ১ জুন (১৮ জ্যৈষ্ঠ): 

দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির একাদশ বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।

    কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আবুল হাসানাত আব্দুলস্নাহ, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ  নেন। 

    বৈঠকে সিদ্ধানত্ম গৃহীত হয় জাতীয় সংসদের একাদশ অধিবেশন আগামী ২৮ জুলাই পর্যনত্ম চলবে। তবে এই অধিবেশন ঈদুল ফিতর উপলড়্গে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যনত্ম মুলতুবি থাকবে। রমজান মাসে প্রতিদিন সকাল ১০টায় অধিবেশন শুরম্ন হবে। প্রয়োজনে স্পিকার এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন। তবে আগামীকাল বিকাল সাড়ে তিনটায় অধিবেশন শুরম্ন হবে। 

    এছাড়া বৈঠকে বাজেট বক্তৃতার ওপর ৪৫ ঘন্টা আলোচনার সিদ্ধানত্ম গৃহীত হয়।  

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপসিহত ছিলেন। 

#

মোতাহের/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৮৩০

রাজশাহীতে দুদকের মতবিনিময় সভা

রাজশাহী, ১ জুন (১৮ জ্যৈষ্ঠ): 

    দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে আজ রাজশাহীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন। দুদক চেয়ারম্যান বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের যে সকল কর্মকর্তা দুর্নীতিতে নিমজ্জিত তাদের সম্পর্কে তথ্য আছে। তাদেরকে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে।

    তিনি বলেন, আমাদের সমাজের প্রতিটি অংশেই দুর্নীতির ঘুণ ধরেছে। দেশ প্রাথমিক শিড়্গা, স্বাস'্য, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ড়্গেত্রে এগিয়ে গেলেও দুর্নীতি জাতির কপালে কলঙ্কের চিহ্ন এঁকে দিচ্ছে। শুধু ঘুষ নয়, পদ্ধতির কারণে দেশের প্রতিটি মানুষকে দুর্নীতির সংস্পর্শে আসতে হচ্ছে। এ অবস'া চলতে পারে না। তাই সরকারি সেবা প্রদানের ড়্গেত্রে  চৎড়পবংং ৎব-বহমরহববৎরহম এর ব্যবস'া নিতে হবে।  তিনি আরো বলেন, স্বল্প সময়ে এবং স্বচ্ছতার সাথে জনগণকে সরকারি  সেবা প্রদানের মাধ্যমে আস'া অর্জন করতে হবে।

    ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদনত্ম প্রক্রিয়া সংস্কার না করার জন্যই আইনি সময়সীমার মধ্যে কোনো অনুসন্ধান ও তদনত্ম সম্পন্ন হয়নি। বর্তমান কমিশন ৮৭৩টি অনুসন্ধান ও তদনত্ম আইনি সময়সীমার মধ্যে না করায় সংশিস্নষ্ট কর্মকর্তাদের নিকট ব্যাখ্যা চেয়েছে। ইতোমধ্যে অনুসন্ধান ও তদনত্ম প্রক্রিয়ায় সাফল্য আসতে শুরম্ন করেছে। 

    তিনি বলেন, আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনের কাজ শুরম্ন করেছি। প্রথমেই শিড়্গা, স্বাস'্য ও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করা হবে। এড়্গেত্রে অপরাধী ধরার চেয়ে পদ্ধতি সংস্কারে অধিকতর গুরম্নত্ব দেয়া হবে। তিনি বলেন, পানামা পেপারস্‌ ফাঁস হওয়ায় যে সকল তথ্য প্রকাশ পেয়েছে, তা দেখে বলা যায় প্রতিদিন প্রতিটি মুহূর্তেই মানি লন্ডারিং ও ট্যাক্স ফাঁকির ঘটনা ঘটেছে। 

#

প্রণব/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮২৯

নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু
ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) :
    নৌপথে নিরাপত্তা বিধান ও দুর্ঘটনামুক্ত নৌ-পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সকলের সচেতনতা বৃদ্ধির জন্য আজ থেকে দেশব্যাপী অষ্টমবারের মতো ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৬’ শুরু হয়েছে। চলবে ৭ জুন পর্যন্ত। এ বছরের নৌ নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘প্রশিক্ষণ ও দক্ষতা নৌপথে আনে নিরাপত্তা’।
    আজ রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়।
    নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর মোহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রম, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মো. খোরশেদ আলম এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বক্তব্য রাখেন।
    মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা হ্রাসে মালিক, শ্রমিক, যাত্রীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে নৌযান শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। শ্রমিকরা যদি যাত্রীদেরকে নিজেদের পরিবারের সদস্য মনে করেন তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তিনি নৌ নিরাপত্তার বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে সেমিনার করার আহ্বান জানান।
তিনি বলেন,  নৌ সেক্টরের উন্নয়ন ও দুর্ঘটনা হ্রাসে শ্রমিকদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের কল্যাণের দিকটিও মালিকদেরকে লক্ষ্য রাখতে হবে। ভাল ও পরিকল্পিত জাহাজ নির্মাণে মালিকদেরকেও প্রণোদনা দিতে হবে। তাহলে যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি পাবে। অর্ধ ডুবন্ত বালুবাহী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
    সচিব অশোক মাধব রায় বলেন, সরকার নৌপথের সার্বিক নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। তিনি বলেন, এলক্ষ্যে যে সকল সীমাবদ্ধতা রয়েছে সেগুলো দূর করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ পালনের আয়োজন করে। মূল উদ্বোধন অনুষ্ঠানসহ নারায়ণগঞ্জ, বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও মংলা বন্দরে নৌ সপ্তাহ উদযাপন করা হবে। উদ্বোধন অনুষ্ঠান ছাড়াও দেশের বিভিন্ন নৌ বন্দরে ব্যানার ও পোস্টার প্রদর্শনের মাধ্যমে নৌ সচেতনতা বৃদ্ধির কর্মসূচি, পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি ও ক্রোড়পত্র প্রকাশ, সারাদেশে অরেজিষ্ট্রিকৃত নৌযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা ইত্যাদি কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
#

জাহাঙ্গীর/আফরাজ/মাহমুদ/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮২৮
 
সংসদে বাজেট হেল্পডেস্ক চালু

ঢাকা, ১৮ জ্যৈষ্ঠ (১ জুন) :
বাজেট অধিবেশনকে সামনে রেখে সংসদ সদস্যদেরকে সহযোগিতা প্রদানের জন্য প্রতিবারের মতো এবারও জাতীয় সংসদের তৃতীয় তলায় নোটিশ অফিসের সম্মুখে জাতীয় সংসদ সচিবালয় এবং বাজেট বিশ্লেষণ ও পরিবীক্ষণ ইউনিট (ইঅগট) -এর সহযোগিতায় বাজেট হেল্পডেস্ক  আজ থেকে চালু হয়েছে।
জাতীয় সংসদে বাজেট বক্তৃতা পরবর্তী প্রক্রিয়ায় সংসদ সদস্যদের অংশগ্রহণকে ফলপ্রসূ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এ হেল্পডেস্কের মাধ্যমে সংসদ সদস্যদেরকে বাজেটের ওপর বিষয়ভিত্তিক ব্রিফিং নোট, বাজেট সংশ্লিষ্ট প্রকাশনা ও বাজেট এনালাইসিস টেমপ্লেট (ইঅঞ), তাৎক্ষণিক তথ্য প্রদান এবং চাহিদা অনুযায়ী বিশেষজ্ঞদের মতামত নিয়ে তথ্য সরবরাহের ব্যবস্থা করা হবে।
সংসদ অধিবেশন চলাকালে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং মাহে রমজানে সকাল ১১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। এর ফলে সংসদ সদস্যবৃন্দ বাজেটের  মতো একটি জটিল বিষয় সম্পর্কে যথাযথভাবে অনুধাবন ও মূল্যায়ন করতে পারবেন এবং বাজেট আলোচনায় অংশগ্রহণ করে মূল্যবান মতামত প্রদান ও যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
#

হুদা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৩০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৮২৭
 
থাইল্যান্ডে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেষ্টমেন্ট এক্সপো-২০১৬’ সমাপ্ত
বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা

ব্যাংকক, থাইল্যান্ড, ০১ জুন (১৮ জ্যৈষ্ঠ) :
    শেষ হলো থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে তিনদিনব্যাপী সিঙ্গেল কান্ট্রি ফেয়ার ‘বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেষ্টমেন্ট এক্সপো-২০১৬’।
    বাংলাদেশের তৈরি ঔষধ, সিরামিক, তৈরি পোশাক, পাটজাত পণ্য, ফার্নিচার, চামড়া এবং চামড়াজাত পণ্য থাইল্যান্ডের বাজারেও স্থান করে নেওয়ার নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া বাংলাদেশের পর্যটন, এনার্জি, টেলিকম সেক্টরেও আগ্রহ দেখিয়েছেন থাই বিনিয়োগকারীগণ। বাংলাদেশের স্পেশাল ইকনমিক জোনে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করার জন্য থাই ব্যবসায়ীগণ বাংলাদেশ সফর করবে। দু‘দেশের ব্যবসায়ীগণ পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যাক্ত করেছেন।
    এক্সপো‘র শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম, থাইল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত চেলার্মপল থানচিট, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক, ডব্লিটিও সেল) শুভাশীষ বসু, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বেগম সাইদা মুনা তাসনিম এবং মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের পক্ষে শহীদুল ইসলাম।
    পররাষ্ট প্রতিমন্ত্রী বলেন, এ সিঙ্গেল কান্ট্রি ফেয়ারের মাধ্যমে বাংলাদেশের তৈরি পণ্যের সাথে থাইল্যান্ডের ব্যবসায়ীরা পরিচিত হবার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের পর্যটন, স্পেশাল ইকনমিক জোন, এনার্জি সেক্টর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন থাই ব্যবসায়ীগণ। আশাকরি থাইল্যান্ডের  ব্যবসায়ীগণ বাস্তবতা অনুধাবন করে বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করবে।
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সম্ভাবনার দেশ। বাংলাদেশের টেেিযাগাযোগ সেক্টরে বিনিয়োগ করলে থাই বিনিয়োগকারীগণ অধিক লাভবান হবেন। দু‘দেশের বাণিজ্য বৃদ্ধি পেলে বাণিজ্য ব্যবধান কমে আসবে।
#
বকসী/মোবাস্বেরা/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৫১৬ ঘণ্টা   

Handout                                                                                                          Number : 1826

Deputy High Commissioner of Bangladesh meets

 the Chief Minister of Gujarat

Mumbai ( India),  1 June :

            The Deputy High Commissioner of Bangladesh to Mumbai Sarnina Naz paid a courtesy call on Anandiben Patel, the Chief Minister of the Government of Gujarat, on 31 May at her office Gandhinagar in Gujarat.

            During the meeting the Deputy High Commissioner stated that a major share of cotton and other raw materials for Bangladesh's Ready-made Garments (RMG) and Knitwear is imported from Gujarat and therefore, investors from Gujarat may consider vast opportunities for investing in the backward linkage of those sectors. She further stated that investors from India may also tap the wide investment opportunities, especially for its sunset industries taking the advantage of a large pool of low-cost skilled manpower and duty-free quote-free access that Bangladesh offers.

            Sarnina Naz invited the Chief Minister to visit Bangladesh at her convenience. This would provide her a first-hand experience to see and explore the opportunities that Bangladesh may offer in trade, economic and other sectors for Gujarat.

            The Chief Minister Anandiben Patel accepted, the invitation. She also expressed her satisfaction at the existing relations between the two countries. She said that a business delegation from the Southern Gujarat Chamber of Commerce and Industry (SGCCI) may soon visit Bangladesh with a view to further strengthening economic and trade relations with Gujarat. 

            At the end of the meeting, the Deputy High Commissioner presented the Chief Minister some literature on Bangladesh, a traditional Jamdani Saree.

            Earlier, the Deputy High Commissioner paid a visit to the Southern Gujarat Chamber of Commerce and Industry (SGCCI)/Surat Chamber. She made a presentation before the SGCCI on trade and business opportunities and investment incentives that Bangladesh offers to the potential businessmen and investors. SGCCI said that it would send a business delegation to Bangladesh scon to explore trade and business and possible collaboration with the Dhaka Chamber of Commerce and Industry (DCCI).

#

Rashed/Mobassera/Rezzakul/Asma/2016/1430 Hours  
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৮২৫

সৈয়দ ফাহিম মুনায়েমের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ১ জুন (১৮ জ্যৈষ্ঠ) :
    জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বিশিষ্ট সাংবাদিক, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী  ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনায়েম-এর  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
    এক শোকবার্তায় স্পিকার বলেন, সৈয়দ ফাহিম মুনায়েম এর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট সংবাদিককে হারালো। তাঁর মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি।
    স্পিকার তাঁর রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সৈয়দ ফাহিম মুনায়েম এর মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ শোকপ্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
#

নূরুল/মোবাস্বেরা/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা

                          
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮২৪
 
সৈয়দ ফাহিম মুনায়েমের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও তথ্যসচিবের শোক

ঢাকা, ১ জুন (১৮ জ্যৈষ্ঠ) :
    মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনায়েমের (৬৩) মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।   
    বুধবার সকাল ৬ টার দিকে গুলশানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ফাহিম মুনায়েম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি -------------রাজিউন)। তিনি প্রয়াত সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের একমাত্র ছেলে।
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ পৃথক শোক বাণীতে বলেন, তাঁর অকাল মৃত্যুতে দেশ একজন মেধাবী সাংবাদিককে হরালো।
    তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  
#

আকরাম/মোবাস্বেরা/গিয়াস/আসমা/২০১৬/১২৪০ ঘণ্টা

 

 

Todays handout (8).doc Todays handout (8).doc