Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুলাই ২০১৭

তথ্যবিবরণী ১২ জুলাই ২০১৭

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮২১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক 

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
দশম জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৮তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 
কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে কমিটির সদস্য মোঃ শাহাব উদ্দিন, বেগম মন্নুজান সুফিয়ান, মোঃ ইসরাফিল আলম, মাহমুদ উস সামাদ চৌধুরী, মোঃ আয়েন উদ্দিন এবং বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বি.এসসি উপস্থিত ছিলেন।
বৈঠকে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর পূর্বে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক পাঠানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও শ্রমিকদের বিদেশে পাঠানোর খরচ কমানোর সুপারিশ করা হয়। 
কমিটি বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম উইংয়ের কর্মকর্তাদের দেশের স্বার্থে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার ওপর গুরুত্বারোপ করে।
বৈঠকে জানানো হয় বিদেশে বসবাসরত আনুমানিক এক কোটি কর্মীর মধ্যে প্রায় আশি লাখ কর্মী  মধ্যপ্রাচ্যের দেশসমূহে রয়েছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে কল সেন্টার সেবা কার্যক্রম শুরু করা হয়েছে বলেও সভাকে অবহিত করা হয়।
কমিটি অবৈধভাবে বিদেশে গমন না করার বিষয়ে ব্যাপক জনসচেতনা বৃদ্ধির পদক্ষেপ নেয়ার সুপারিশ করে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

নুরুল/মাহমুদ/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮২০
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত 
সংসদীয় স্থায়ী কমিটির মেট্রোরেল প্রকল্প পরিদর্শন
 
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই ) :
 
দশম জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  মোঃ একাব্বর হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উত্তরা দিয়াবাড়ি মেট্্েরারেল প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন এবং প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
 
কমিটির সদস্য এ. কে. এম. এ আউয়াল, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, মোঃ মনিরুল ইসলাম, এবং নাজিম উদ্দিন আহাম্মদ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।  
 
পরিদর্শনকালে কমিটিকে জানানো হয়, ঢাকা মহানগরীতে দক্ষ ও কার্যকরী দ্রুতগামী পরিবহন ব্যবস্থা চালু করা এবং সর্বসাধারণের জন্য গণপরিবহনের সুবিধার আধুনিকায়ন করার জন্য ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ হিসেবে জাইকার অর্থায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে মোট ২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় মোট ২০৮১ দশমিক ৭৯ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রকল্পের আর্থিক অগ্রগতি ৯ দশমিক ৪৭ শতাংশ ও বাস্তবায়ন অগ্রগতি ১০ শতাংশ। ডিপো এলাকার ভূমি উন্নয়ন প্যাকেজের আওতায় ইতিমধ্যে স্যান্ড কমপ্যাকশন পাইল, ডাইনামিক কমপ্যাকশন ও পিভিডি এর কাজ যথাক্রমে ৮০ ভাগ, ৭০ ভাগ ও শতভাগ সম্পন্ন হয়েছে। ২০১৮ সালের পূর্বেই মূল ডিপো নির্মাণ কাজ সমাপ্ত হবে।
 
পরিদর্শন শেষে প্রকল্পের সার্বিক অগ্রগতিতে কমিটি সন্তোষ প্রকাশ করে এবং কমিটির সভাপতি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে তৎপর থাকার আহ্বান জানান। আগামী ২০১৯ সালের ডিসেম্বরে মধ্যে মেট্রোরেলের বাণিজ্যিক পরিচালনা শুরু করা সম্ভব হবে বলে কমিটি আশা প্রকাশ করে।  
 
  পরিদর্শনের সময় প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
#
 
মিজানুর/মাহমুদ/আলী/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮১৯
 
একুশে পদক ২০১৮ এর জন্য প্রস্তাব আহ্বান
 
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
সরকার অন্যান্য বছরের মতো ২০১৮ সালে ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সকল ক্ষেত্রে), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ¦ল অবদানের স¦ীকৃতিস¦রূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে।
এ লক্ষ্যে সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা, সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সকল জেলা প্রশাসক এবং স¦াধীনতা বা একুশে পদকে ভূষিত, সুধীবৃন্দকে আগামী ২ অক্টোবর, ২০১৭ এর মধ্যে মনোনয়ন বা প্রস্তাব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 
এ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি, একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। ওয়েব সাইটের ঠিকানা : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় িি.িসড়পধ.মড়া.নফ এবং তথ্য মন্ত্রণালয় িি.িসড়র.মড়া.নফ।
#
 
কুতুবুদ-দ্বীন/মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০১০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮১৮
 
স্বাস্থ্যমন্ত্রীর সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই ) :
 
বাংলাদেশে ডায়াবেটিক সচেতনতা বৃদ্ধিসহ স্বাস্থ্যখাতের উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে ডেনমার্ক। আজ ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে ডেনমার্কের রাষ্ট্রদূত গরশধবষ ঐবসহরঃর ডরহঃযবৎ সাক্ষাৎ করতে এসে এই আগ্রহ ব্যক্ত করেন।
 
তিনি সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে বলেন, জনগণের স্বাস্থ্যমান উন্নয়নে ডেনমার্কের অভিজ্ঞতাকে বাংলাদেশ কাজে লাগাতে পারলে এদেশের স্বাস্থ্যখাতের সাফল্য আরো ঊর্ধ্বমুখী হবে।  
 
এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে উন্নয়নমূলক কাজে সবসময় সহায়তা করে। ঢাকায় কিডনি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেলে এরই মধ্যে ভারতের সাথে পিপিপির মাধ্যমে ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ডেনমার্ক সরকার যদি তাদের শিল্পোদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশের স্বাস্থ্যখাতে কাজ করতে চায় তবে এদেশের সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। 
 
#
 
পরীক্ষিৎ/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮১৭
চিকুনগুনিয়া ভীতি কাটাতে জনসচেতনতা কার্যক্রমে চিকিৎসকদেরকে তৎপর হতে হবে
-- স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই ) :
চিকুনগুনিয়া সম্পর্কে ভয় কাটাতে জনসচেতনতা কার্যক্রম জোরদারে চিকিৎসকদেরকে আরো তৎপর হবার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, চিকুনগুনিয়া নিয়ে অহেতুক আতঙ্কিত হবার কোনো ভিত্তি নাই। মানুষের মনের ভয় কাটাতে ও রোগের চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদানে  চিকিৎসকরাই বড় ভূমিকা রাখতে পারেন। এজন্য পথসভাসহ জনসচেতনতা কার্যক্রম গ্রহণে বিএমএকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি চিকুনগুনিয়ার উৎস এডিস মশক নিধনে সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রমে আরো গতি বাড়াতে তাদের উদ্ধুদ্ধকরণেও ভূমিকা রাখতে হবে চিকিৎসকদের জাতীয় সংগঠন বিএমএকে। 
তিনি আজ ঢাকায় সচিবালয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন।
সভায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সিরাজুল ইসলামসহ বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইহতেশামুল হক চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএমএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 দেশের বন্যা উপদ্রুত এলাকায় চিকিৎসক দল প্রেরণের জন্য বিএমএ’র প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সরকার হিসেবে বিভিন্ন দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সব সময় অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। বিএমএ নেতৃবৃন্দকেও বন্যা বা পাহাড়ি ঢলসহ যেকোনো দুর্যোগে দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে। 
সভায় বিএমএ মহাসচিব হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়নসহ চিকিৎসক সমাজের উন্নয়নে বেশ কয়েকটি প্রস্তাবনা উত্থাপন করেন। মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নযোগ্য প্রস্তাবসমূহ দ্রুত আলোচনা করে পদক্ষেপ নেয়ার আশ^াস দেন। কয়েকটি প্রস্তাবনা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমাধানযোগ্য হওয়ায় সেগুলো নিয়েও বৈঠক করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান মন্ত্রী। 
#
পরীক্ষিৎ/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮১৬
 
নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করা হবে
-- আইনমন্ত্রী
 
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই ) :
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নিবন্ধন পরিদপ্তরকে শিগ্গিরই অধিদপ্তরে উন্নীত করা হবে। বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 
 
আজ ঢাকায় সাভারে বাংলাদশে লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সাব-রেজিস্ট্রারদের বিশেষ বুনিয়াদি  প্রশিক্ষণ  কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণে ৩০ জন সাব-রেজিস্ট্রার অংশ নেন।
 
তিনি বলেন, নাগরিক সুবিধা বাড়াতে নিবন্ধন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করার পাশাপাশি সরকার এর অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের ওপর জোর দিয়েছে। এ লক্ষ্যে সরকার সকল জেলা ও উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত জেলা রেজিস্ট্রি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করছে এবং ইতোমধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৪৮টি জেলা রেজিস্ট্রি অফিস ভবন এবং ২৩৩টি সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ করা হয়েছে। 
 
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, সংবিধান অনুযায়ী আপনারা জনগণের সেবক। এদেশের মানুষের সেবা করার জন্যই আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনগণকে সেবা প্রদানে কোন ধরণের শৈথিল্য কাম্য নয়। কারণ জনগণের অর্থেই আপনাদের বেতনসহ অন্যান্য সুবিধা প্রদান করা হয়। সেজন্য আপনারা যে কর্মস্থলেই  কাজ করবেন, আপনাদের সামনে থাকবে শুধু বাংলাদেশ এবং এদেশের মানুষ। এজন্য আপনাদের দেশপ্রেম, ত্যাগ এবং সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। 
 
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ড. এম. আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, লেজিসলেটিভ  ও সংসদ বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন বেগম, নিবন্ধন পরিদপ্তরের মহা-পরিদর্শক খান মো. আব্দুল মান্নান বক্তব্য রাখেন।
 
#
 
রেজাউল/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮১৫
 
শ্রমিক কল্যাণ তহবিলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৭ কোটি টাকা প্রদান
 
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই ) :
 
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ তাদের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ৭ কোটি টাকা প্রদান করেছে। 
 
আজ ঢাকায় সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের সাথে সাক্ষাৎ করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান রুমানা রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল কোম্পানির লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৬ কোটি ৯৩ লাখ ১৭ হাজার ৭৯০ টাকার চেক হস্তান্তর করেন। 
 
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো গত ২০১২ সাল থেকে নিয়মিত শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত এ তহবিলে শ্রম আইন অনুযায়ী বছরে মোট লাভের ৫ শতাংশের এক দশমাংশ অর্থ প্রদান করে আসছে। কোম্পানিটি ২০১২ সাল থেকে আজ পর্যন্ত এ তহবিলে প্রায় ৩০ কোটি ৮০ লাখ টাকা প্রদান করেছে।
 
চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের মহাপরিচালক 
ড. আনিসুল আউয়াল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সাউথ এশিয়া এরিয়া আই আর এন্ড চেঞ্জ ম্যানেজার মেহেদি আরিফ মোজাম্মেল এবং কর্পোরেট এফেয়ার্স বিভাগের পরামর্শক আখতার আনোয়ার খান উপস্থিত ছিলেন।
 
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ২শ’ ২৭ কোটি টাকা।
 
#
 
আকতারুল/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘণ্টা

Handout                                                                                                             Number :   1814

Muhammad Zamir elected as a new member of OIC IPHRC

Dhaka, July 12 :

            On the concluding day of the 44th Council of Foreign Ministers (CFM) of OIC, Bangladesh candidate Ambassador Muhammad Zamir was elected as a new member of OIC Independent Permanent Human Rights Commission (IPHRC) based in Jeddah for a tenure of three years starting from February 2018. IPHRC has total 18 members and 9 rotating members were elected from three geographical groups -Arab, Asia, Africa and three members from each group.

            In the Asian Group of 18 member states of OIC, five countries-Bangladesh, Indonesia, Turkey, Uzbekistan and Pakistan earlier nominated their candidates. In the election of these Asian countries on 11 July in Abidjan out of 18 countries, 17 attended in the elections (Turkmenistan was not present) and through secret ballot elected candidates from Bangladesh, Turkey and Uzbekistan for the IPHRC for next three years. Arab and African groups also elected their candidates.

            Ambassador Muhammad Zamir is a former Ambassador and former Chief Information Commissioner (Ministerial rank) who also served at the OIC General Secretariat in Jeddah. Member states of the Asian Group in the OIC are Afghanistan, Albenia, Azerbaijan, Bangladesh, Brunei, Guyana, Indonesia, Iran, Malaysia, Maldives, Kazakhstan, Kyrgyz Republic, Pakistan, Suriname, Tajikistan, Turkey, Turkmenistan and Uzbekistan.

            IPHRC is an expert body with advisory capacity established by the Organization of Islamic Cooperation (OIC) as one of the principal organs working independently in the area of human rights. The broad contours of an effective and independent human rights mechanism were envisaged in the OIC Ten-Year Programme of Action adopted by the 3rd Extraordinary Islamic Summit held in Makkah Al-Mukarramah, Saudi Arabia, on 7-8 December 2005. Accordingly, the creation of IPHRC was enunciated in the New OIC Charter adopted by 11th Islamic Summit held in Dakar, Senegal, on 13-14 March 2008. The Commission was formally launched with the adoption of its Statute by the 38th Session of the CFM held in Astana, Kazakhstan, on 28-30 June 2011.

            Earlier the Ministry of Foreign Affairs with directives of Foreign Minister A H Mahmood Ali campaigned for the Bangladesh candidate as Bangladesh contested for their candidate as a member of IPHRC. Due to  concerted efforts of the Ministry through activating the Missions in Riyadh and New York as well as Missions in the capitals of Asian group countries, Bangladesh candidate has been elected as a new member of IPHRC.

#

Khaleda/Mahmud/Sanjib/Salimuzzaman/2017/18.00  Hrs

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮১৩
 
নায়েম পরিচালিত গবেষণাকর্মের চেক হস্তান্তর
শিক্ষার মান বাড়াতে গবেষণা বাড়াতে হবে
                               --- শিক্ষামন্ত্রী
 
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই ) :
 
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) পরিচালিত ২০১৬-১৭ অর্থবছরে সম্পাদিত ১২টি গবেষণাকর্মের ব্যয় ও সম্মানীর চেক হস্তান্তর করা হয়েছে। আজ ঢাকায় নায়েম কনফারেন্স হলে ১২টি গবেষণাদলের হাতে ১ লাখ ৪৫ হাজার টাকা করে মোট ১৭ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, গুণগত মান বৃদ্ধি একটি চ্যালেঞ্জ। সারা পৃথিবীর সামনেই এটা চ্যালেঞ্জ।  শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা খাতে বিভিন্ন সমস্যা ও তা উত্তরণের উপায় নিয়ে গবেষণা আরো বাড়াতে হবে। তিনি বলেন, সকল গবেষণার প্রায়োগিক দিক রয়েছে। গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে আমাদের নিজেদের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে। 
নায়েমের মহাপরিচালক প্রফেসর মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের  মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সম্পাদিত ১২টি গবেষণাকর্মের মুখ্য বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করা হয় । 
#
 
আফরাজুর/মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮১২
 
বিআরটিএ’র দুই কর্মচারীর নিয়োগ বাতিলের নির্দেশ সেতুমন্ত্রীর
 
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই ) :    
মিরপুরস্থ বিআরটিএ কার্যালয়ে অস্থায়ীভিত্তিতে কর্মরত সিল মেকানিক মো. শাহিন ও মো. সুলতান মাহমুদের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ ঢাকায় বিআরটিএ কার্যালয় আকষ্মিক পরিদর্শনে গিয়ে বিআরটিএ’র চেয়ারম্যানকে তাদের নিয়োগ বাতিলের এ নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রীর কাছে সেবাগ্রহীতাগণ সিল মেকানিক মো. শাহিন ও মো. সুলতান মাহমুদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মন্ত্রী তাৎক্ষণিক তাদের নিয়োগ বাতিলের নির্দেশনা দেন।
এছাড়া যথাযথ নিয়ম মেনে এবং সততার সাথে যানবাহনের বিভিন্ন ধরণের সেবা প্রদানে বিআরটিএ’র কর্মচারীদের মন্ত্রী নির্দেশ দেন। তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
#
নাছের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮১১

বাজার তদারকি
২২ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই ) :    
    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ বিভিন্ন বিভাগ ও জেলা কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগর, সিলেট, ঝালকাঠি, খুলনা, বরিশাল এবং নীলফামারীতে আজ বাজার তদারকি করে। বাজার তদারকিকালে ২২ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগীরর উত্তরা এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে আল-আকসা সুইটসকে ১০ হাজার টাকা, মেসার্স জননী জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স টিটু এন্ড বাদ্রার্সকে ২০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে এসো কিছু খাইকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ওজনে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে সিলেটের কোতয়ালী থানা এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা, ঝালকাঠি সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, খুলনা মহানগর এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা, বরিশালের গৌড়নদী উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা এবং নীলফামারী সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    ঢাকা বিভাগীয় কার্যালয়ে অভিযোগ শুনানির মাধ্যমে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ঈযধষ ফধষ.পড়স কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ২ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ ভাগ হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।
    সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, স্যানিটারি ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#
রিনা/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৫৩১ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১৮১০

 বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে
                                                 - ত্রাণমন্ত্রী
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে। বন্যা কবলিত ১৩টি জেলায় ৩ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ৪০০০ মেট্রিক টন চাল, ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা আর্থিক বরাদ্দ ও নয়টি আইটেম সমৃদ্ধ ১৮ হাজার ৫০০ শত প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। গত মার্চ মাসে আগাম বন্যায় ফসলহানির কারণে এর বাইরে সিলেট অঞ্চলের জেলাসমূহে প্রায় ৩ লাখ ৮০ হাজার পরিবারকে ভিজিএফ দেয়া হয়েছে যা চলমান রয়েছে।
    মন্ত্রী আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্যা পরিস্থিতি ও সরকারের প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানান।
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
    প্রেস ব্রিফিং এ জানানো হয়, জেলা প্রশাসকদের চাহিদা মত প্রয়োজনীয় খাদ্যশষ্য ও আর্থিক বরাদ্দ দেয়া হবে। একটি লোকও যাতে খাবারের কারনে কষ্ট না পায় তার সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যেতে জেলা প্রশাসনকদের নির্দেশ দেয়া হয়েছে।
    মন্ত্রী বলেন, প্রত্যেকটি জেলার বন্যা পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত বন্যা ও ত্রাণ কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন। মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। জেলা পর্যায়ে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, সমন্বয় ও ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি জেলায় উচ্চ পর্যায়ের কর্মকর্তা সংযুক্ত করা হয়েছে ।
    তিনি বলেন, প্রতিদিন প্রত্যেক জেলার ক্ষয়ক্ষতি, ত্রাণ বিতরণ কার্যক্রম, আশ্রয়কেন্দ্রে আশ্রিত মানুষের পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। গতকাল ১১ জুলাই পর্যন্ত বন্যা পরিস্থিতির ৯০টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ১২টি পয়েন্টে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৫৫টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে।
    সংশ্লিষ্ট এলাকার মেডিক্যাল টিমগুলো প্রতিদিন বন্যা কবলিত এলাকার আশ্রয়কেন্দ্রসমূহ নিয়মিত পরিদর্শন করে সেবাকার্য চালিয়ে যাওয়ার অনুরোধ করেন মন্ত্রী। বন্যা প্লাবিত এলাকার টিউবওয়েলগুলো উঁচু করে, পানি বিশুদ্ধকরণ টেবলেট দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের অনুরোধ জানান তিনি। মায়া চৌধুরী বলেন, পানি বাহিত রোগ থেকে দুর্গত মানুষদের রক্ষা করতে হবে। কোন বেড়িবাঁধ যাতে নতুন করে ভাঙতে না পারে সে জন্য আন্তরিক চেষ্টা করতে হবে। পশুখাদ্যের ব্যবস্থা করতে হবে। আরো তিনি জানান বন্যা প্লাবিত মানুষদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য প্লাবিত প্রতি জেলায় পানি বিশুদ্ধকরণ মোবাইল গাড়ি পাঠানো হয়েছে।
    মন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকা সফর করে বন্যাপ্লাবিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে অনুরোধ করেন। বন্যা নিয়ে রাজনীতি না করে তিনি দলমত নির্বিশেষে সবাইকে বন্যাপ্লাবিত মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মানবিক কর্তব্য পালন করার আহ্বান জানান।
#
ওমর ফারুক/অনসূয়া/শহিদ/আসমা/২০১৭/১৫৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮০৯

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক কমিটির সভাপতি
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং এম এ আউয়াল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সম্প্রতি তিন পার্বত্য জেলায় সংঘঠিত পাহাড় ধস নিয়ে আলোচনা করা হয়। কমিটি পাহাড় ধসের প্রকৃত কারণ চিহ্নিত করার জন্য অনুসন্ধান কমিটি গঠন এবং অপরিকল্পিত পাহাড় কাটা বন্ধের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
গত ২ জুলাই পার্বত্য রাঙামাটি জেলার লংগদু উপজেলায় সংঘটিত ঘটনায় ক্ষতির মাত্রা চিহ্নিত করে বৈঠকে প্রতিটি পরিবারকে অনতিবিলম্বে ক্ষতিপূরণ দেয়ার সুপারিশ করা হয়। কমিটি সমতলের ন্যায় পার্বত্য এলাকায় ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ১৯৫৮ সালের আইন অধিকতর সংশোধনের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে পার্বত্য এলাকায় মৌসুমী খাদ্য সংকট নিরসনকল্পে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সার্কেল প্রধান ও জেলা পরিষদের সমন্বয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উদ্যোগে একটা প্রকল্প প্রস্তুতপূর্বক দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে রাঙামাটির লংগদু উপজেলায় সংঘটিত ঘটনা এবং তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে নিহতদের প্রতি শোক ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
নীলুফার/অনসূয়া/নুসরাত/রফিকুল/আসমা/২০১৭/১৫০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৮০৮

আরবি ভাষা এবং ইসলামি জ্ঞান বিষয়ে জাতীয় প্রতিযোগিতার উদ্বোধন
ঢাকা, ২৮ আষাঢ় (১২ জুলাই) :
    মাদ্রাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা ২০১৭’ শিরোনামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারাদেশে আন্তঃমাদ্রাসা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
    আজ ঢাকায় ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। ঢাকাসহ মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ
জেলার ফাজিল, ফাজিল (অনার্স) ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার বিষয় আরবি ভাষা ও ইসলামি জ্ঞান। সারাদেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
    মন্ত্রী বলেন, ইসলামি ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। আলেমদের শত বছরের দাবি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের অধীনে আরো ভাল আলেম তৈরি করতে হবে। জঙ্গিবাদের ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়ে মন্ত্রী বলেন, ইসলামের নামে যারা ছাত্র-শিক্ষকদের বিপথগামী করছে, তারা দেশের উন্নয়নকে থামিয়ে দিতে চায়, দেশকে এবং ইসলামকে হেয় প্রতিপন্ন করতে চায়।  
    তিনি বলেন, ৫১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। ৩৫টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলা হয়েছে। এসব মাদ্রাসায় কম্পিউটার ল্যাবসহ আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। ১ হাজার ৩শ ৩২টি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আরো ১ হাজার ৮শ’ মাদ্রাসায় ভবন নির্মাণের জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষার সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয় ঘটাতে
৩ হাজার ১২১টি মাদ্রাসায় কম্পিউটার কোর্স চালু করা হয়েছে। ২৮১টি মাদ্রাসায় কারিগরি শিক্ষা কোর্স চালু করা হয়েছে।
    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্

Todays handout (5).docx Todays handout (5).docx