Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০২২

তথ্যবিবরণী ২৪ নভেম্বর 2022

Handout                                                                                                          Number : 4676

 

Iran's Deputy Minister for Foreign Affairs meets

State Minister for Foreign Affairs Shahriar Alam

 

Dhaka, November 24:

 

Deputy Minister for Foreign Affairs of Iran Dr. Mehdi Safari met with State Minister for Foreign Affairs Shahriar Alam today at Hotel Intercontinental, Dhaka at the sideline of IORA Ministerial Meeting for discussion on cooperation under IORA and for mutual bilateral cooperation. 

 

The Deputy Minister mentioned that Foreign Office Consultation and meeting of Joint Economic Commission should be held at mutually convenient time to further strengthen relations in the field of trade, investment, economy, energy, chemical fertilizer and food security.

 

State Minister briefed him about trade potential between Bangladesh and Iran and urged for more visits of trade delegations. They discussed details about mutual cooperation under IORA. He thanked the Deputy Minister for his participation and his delegation at IORA.

 

#

 

Mohsin/Rahat/Rafiqul/Salim/2022/22.30 Hrs. 

 

 

Handout                                                                                                          Number : 4675

 

UAE state minister for Foreign Affairs meets

Foreign Minister Dr. Momen : Bilateral issues discussed

 

Dhaka, November 24:

 

The State Minister of the United Arab Emirates for Foreign Affairs and International Cooperation Ahmed bin Ali Al Sayegh met with Foreign Minister of Bangladesh Dr. A K Abdul Momen on the sideline of IORA Ministerial meeting in Dhaka today. They discussed about bilateral issues of mutual interest.

 

The State Minister of the UAE highly appreciated the leadership of Prime Minister Sheikh Hasina for ongoing socio-economic development of Bangladesh. He stressed on cooperation for enhancing trade and investment, air and shipping connection, agriculture, Food Security, energy, pharmaceuticals, IT, aforestation, alliance for mangrove forest, renewable energy and enhancing efficiency of energy system. 

 

The Foreign Minister thanked the State Minister for his visit to Bangladesh to attend IORA meeting. He expressed his satisfaction on the cooperation of the UAE and on outcome of the IORA meeting. He  also appreciated the tremendous development taken place in the UAE under the visionary leader of the UAE late President Sheikh Zayed Bin Sultan Al Nahyan. Dr.Momen stated that Bangladesh government is keen to establish direct shipping between Chittagong and Dubai for growth of bilateral trade. He highlighted on potentials on export  of potatoes, mango, pineapple, pharmaceuticals  and IT services to the UAE. He seeks investment from the UAE in Special economic zones, High tech parks, supply of LNG, Gas and energy and in establishing warehouse and hypermarkets in Bangladesh. He requested for strong support of the UAE for repatriation of Rohingyas to Myanmar.

 

The State Minister thanked the Foreign Minister for extending all possible hospitalities during their visit to Bangladesh.

 

#

 

Mohsin/Rahat/Rafiqul/Salim/2022/22.30 Hrs. 

 

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৪৬৭৪

 

পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু

      -- নৌপরিবহন প্রতিমন্ত্রী

 

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :

 

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, এমন এক সময় সুন্দরবন-১৬ লঞ্চ উদ্বোধন হতে যাচ্ছে যখন পদ্মা সেতুকে নিয়ে উচ্ছ্বাস ও উন্মাদনা শেষ হয়নি। পদ্মা সেতুকে নিয়ে উচ্ছ্বাস ও উন্মাদনা এত তাড়াতাড়ি শেষ হবার নয়। এরকম সময়ে বিলাসবহুল লঞ্চ নিয়ে আসা সাহসিকতার পরিচয়। প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু। দক্ষিণাঞ্চলের মানুষ কখনো ভাবতে পারেনি পদ্মার উপর সেতু হবে। অসম্ভব এ স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

প্রতিমন্ত্রী আজ ঢাকার সদরঘাট নদীবন্দরে সুন্দরবন নেভিগেশন গ্রুপের নবনির্মিত, নিরাপদ ও সর্বাধুনিক যাত্রিবাহী লঞ্চ এম.ভি সুন্দরবন-১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পথ চলি তাহলে কোনো বাধা সামনে দাঁড়াতে পারবে না। সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাব। রিজার্ভ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের মানুষ এখন ডিজিটাল বাংলাদেশে বাস করছে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।

 

‘দেশের অর্থনীতি তলানিতে গেছে’-বিএনপি মহাসচিবের এরূপ বক্তব্যের প্রতিবাদে প্রতিমন্ত্রী এ সময় বলেন, দেশের অর্থনীতি তলানিতে যায়নি, বিএনপির তলা ফেটে গেছে। কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে দেশের অগ্রগতি থামানো যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

 

সুন্দরবন-১৬ লঞ্চটি ঢাকা-বরিশাল নৌপথে চলাচল করবে। এটির দৈর্ঘ্য ৩০০ ফুট এবং প্রস্থ ৫৪ ফুট। লঞ্চটির যাত্রী ধারণক্ষমতা ১ হাজার ৫শ’ জন।

 

#

 

জাহাঙ্গীর/রাহাত/মোশারফ/রফিকুল/সেলিম/২০২২/২০৩০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৪৬৭৩

 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে

                                                             -- পানি সম্পদ প্রতিমন্ত্রী

 

বরিশাল, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :

 

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত না করলে দেশে চলমান সুবিধাভোগীদের সকল সরকারি ভাতা প্রদান বন্ধ করে দেবে অন্য দল। দেশের সাধারণ জনগণের স্বার্থে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

 

আজ বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে চন্দ্রমোহন ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।

 

প্রতিমন্ত্রী বলেন, মাদকের ভয়ঙ্কর থাবা থেকে সমাজকে রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।  সর্বনাশা মাদকের মরণ ছোবলে ভেঙে পড়ছে অসংখ্য পরিবার। বিঘ্নিত হচ্ছে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা। ব্যাহত হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। বৃদ্ধি পাচ্ছে চোরাচালানসহ মানবতাবিধ্বংসী অসংখ্য অপরাধ। মাদকাসক্তির কারণে সব জনপদে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়ে যায়। ভবিষ্যৎ উন্নত বাংলাদেশের চালিকাশক্তি সচল রাখতে এখনই যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

 

জাহিদ ফারুক আরো বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্যোন্নয়নেই কাজ করেছে। আজকে দেশের যে উন্নয়ন ও অগ্রগতি তা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। দেশের প্রতিটি গৃহহীনকে ঘর করে দেওয়া, খাদ্য নিরাপত্তা প্রদান, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, শিক্ষার ব্যবস্থা করা, সব ক্ষেত্রেই সরকার সাফল্য অর্জন করেছে। তবে, দেশকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্যই পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই।

 

এ সময় প্রতিমন্ত্রী সমাবেশে উপস্থিত সুবিধাভোগী জনগণের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷ পরে প্রতিমন্ত্রী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

 

#

 

গিয়াস/রাহাত/মোশারফ/রফিকুল/সেলিম/২০২২/২০৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                            নম্বর :  ৪৬৭২

 

সিরামিক এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

সিরামিক পণ্য রপ্তানি বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে

 

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সিরামিক বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পের একটি। সিরামিক শিল্প খুব কম সময়েই বাংলাদেশে প্রসার লাভ করেছে। এক সময় সিরামিক বিদেশ থেকে আমদানি করে দেশের মানুষ কাজ করতো। এখন দেশের চাহিদার প্রায় ৮৫ ভাগ পূরণ করছে দেশে উৎপাদিত সিরামিক। বাংলাদেশে তৈরি সিরামিকের প্রচুর চাহিদাও রয়েছে বিদেশে। বর্তমানে বিশ্বের প্রায় ৫০টি দেশে সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে। এখাতের বর্তমান রপ্তানি আয় বছরে প্রায় পাঁচশ’ কোটি টাকা। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সিরামিক পণ্যের রপ্তানি এক বিলিয়ন ছাড়িয়ে যাবে।

 

মন্ত্রী আজ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজিত তিন দিনব্যাপী ‘সিরামিক এক্সপো-২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, সরকার বিভিন্নভাবে সিরামিক পণ্য রপ্তানিতে উৎসাহ দিচ্ছে। তবে দেশে গ্যাস সংকটের কারণে সিরামিক শিল্পে কিছু সমস্যা হচ্ছে। আগামী জানুয়ারি মাস থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। সিরামিক পণ্য রপ্তানি বৃদ্ধি করতে যে সকল সমস্যা রয়েছে সেগুলো নিয়ে ব্যবসায়ীদের সাথে আলাপ করা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে।

 

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিসিএমইএ) এর প্রেসিডেন্ট  মোঃ সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

 

উল্লেখ্য, এবারের মেলায় বিশ্বের প্রায় ২০টি দেশের ১২০টি প্রতিষ্ঠান প্রায় ১৫টি ব্র্যান্ড নিয়ে অংশগ্রহণ করেছে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য প্রদান করতে হবে না। মেলা চলাকালীন ৫টি সেমিনার, জব ফেয়ার, বিটুবি এবং বিটুসি মিটিং, স্পট অর্ডার এবং বিভিন্ন পণ্যের মোড়ক উন্মোচন করা হবে।

 

#

 

বকসী/রাহাত/মোশারফ/রফিকুল/সেলিম/২০২২/২০৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৪৬৭১

 

বঙ্গবন্ধু শিক্ষাকে গণমুখী ও অবৈতনিক করার লক্ষ্যে শিক্ষা নীতি প্রণয়ন করতে চেয়েছিলেন

                                                                                    --- আইসিটি প্রতিমন্ত্রী

 ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :

          অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অভ্ সায়েন্স এন্ড টেকনোলজি এর স্থায়ী ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।

          অনুষ্ঠানের শুরুতে কেক ও ফিতা কেটে রোবোটিক্স, মেকাট্রনিক্স এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

          অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের আইসিটিভিত্তিক জ্ঞান অর্জন ও দক্ষ মানুষ হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল সেন্টারের মাধ্যমে স্মার্ট উদ্যোক্তা তৈরির কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তথ্য ও প্রযুক্তি খাতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি বলেন, আগামীতে তথ্যপ্রযুক্তি, ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিংকিং, প্রবলেম সলভিং, কমিউনিকেশন স্কিল এমনকি নতুন নতুন রোবট তৈরিতে সহায়তা করবে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

          প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য শিক্ষাকে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। বঙ্গবন্ধু পবিত্র সংবিধানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটি মৌলিক অধিকারকে সংরক্ষিত করে রেখে গেছেন। বঙ্গবন্ধু আজ থেকে পঞ্চাশ বছর আগে তার দূরদর্শিতা দিয়ে উপলব্ধি করেছিলেন যে একটি রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের পাঁচটা মৌলিক অধিকার যদি নিশ্চিত করা যায় তবে সেই রাষ্ট্র একটি আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারে। ৫০বছর পর জাতিসংঘ এসডিজি লক্ষ্য যারা নির্বাচন করেছেন তারা বঙ্গবন্ধুর সেই দর্শন অনুসরণ করেছেন এবং বর্তমানে বিশ্বের ২০০ রাষ্ট্র যে উদ্দেশ্য অর্জন নিয়ে কাজ করছে বঙ্গবন্ধু ৫০বছর আগেই পবিত্র সংবিধানে সেই দর্শন রেখে গেছেন।

          প্রতিমন্ত্রী আরো বলেন, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫টি বিশ্ববিদ্যালয় স্থায়ীভাবে অনুমোদন পেয়েছে। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় তার মধ্যে অন্যতম।

          অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অভ্ সায়েন্স এন্ড টেকনোলজি এর বোর্ড অভ্ ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মোঃ ওমর ফারুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, এডভাইজর, এইএমসি এডভাইজর, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

#

 

সহিদুল/রাহাত/মোশারফ/রফিকুল/জয়নুল/২০২২/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪৬৭০

 

পার্বত্য এলাকায় দুষ্ট মানুষদের আশ্রয় দেওয়া হবে না

                                    --বীর বাহাদুর উশৈসিং


খাগড়াছড়ি, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর)

 

          পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। এ অঞ্চলে দুষ্ট মানুষকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না। যারা শান্তি চায়, সম্প্রীতি চায় তাদের নিয়ে কাজ করতে হবে। কেউ কারো দোষ ধরে নয়, সবাইকে নিয়ে একটি টিম গঠন করে উন্নয়ন কাজ করতে হবে। সঠিকভাবে সঠিক কাজ করার মানসিকতা নিয়ে সরকারের উন্নয়ন কাজ করতে হবে।

 

আজ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য এলাকা নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তিনি বলেন,  বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আজ পার্বত্য জেলার প্রতিটি ইউনিয়নে স্কুল কলেজ নির্মাণ করা হয়েছে। কৃষি, শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। পাকা রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, খিয়াম, গির্জা এমন কিছু বাদ নেই যেখানে উন্নয়ন হয়নি। একটি বাড়ি একটি খামার, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতা  সকল নাগরিক সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেয়া হচ্ছে। মন্ত্রী বলেন, পার্বত্য মন্ত্রণালয় পার্বত্য অঞ্চলের সকল কাজের মনিটরিং করে থাকে। তিনি এ সময় জনস্বার্থমূলক কাজগুলো প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

 

পার্বত্য জেলা জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি ও উপজাতীয় শরণার্থী এবং উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, ইউএনডিপি’র জাতীয় প্রকল্প ব্যবস্থাপক সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ হুজুর আলী, খাগড়াছড়ি পুলিশ সুপার নাইমুল হক এসময় বক্তব্য রাখেন।

 

#

 

রেজুয়ান/রাহাত/মোশারফ/রফিকুল/লিখন/২০২২/১৯৩০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৪৬৬৯

 

বিডার নারী এন্টারপ্রেনার্স সম্মেলনে বাণিজ্যমন্ত্রী

নারী-পুরুষ সম্মিলিতভাবে কাজ করে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হবে

 

 ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :

          বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশের নারীরা ইতোমধ্যে অনেক এগিয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে উপস্থিতি প্রায় সমান সমান, রেজাল্টে অনেক ক্ষেত্রে নারীরা এগিয়ে থাকে। কর্মক্ষেত্রেও নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কোনো কর্মক্ষেত্রেই নারীরা এখন আর পিছিয়ে নেই, দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। দেশের উন্নয়নে নারীরা এখন সমান অবদান রাখছে।

          মন্ত্রী আজ ঢাকায় রেডিসন ব্লু হোটেলের মল্লিকা হলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত ইন্টারন্যাশনাল উইম্যান এন্টারপ্রেনার্স সামিট-২০২২ এর দ্বিতীয় দিনে ‘উইম্যান ইন বিগ ইন্ডাস্ট্রিজ প্রোভাইডিং ব্যাকোয়ার্ড লিংকেজ ফর স্মলার ইন্ডাস্ট্রিজ’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আজ তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সাথে না নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের দায়িত্ব নারী সমাজকে সহযোগিতা করা। এজন্য আমাদের কিছু মানষিকতার পরিবর্তন দরকার। নারীর কাজের মূল্যায়ন করতে হবে। নারী ও পুরুষ সম্মিলিতভাবে দেশের কাজ করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হবে।

          হার স্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জেরিন মাহমুদ হোসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্জার প্রিন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রুপালী চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কয়ার গ্রুপের ডেপুটি ডাইরেক্টর অনিকা চৌধুরী, টাইগার নিউ এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোলে জিংওয়েন মাও, সেভেন রিং সিমেন্টের পরিচালক অরুশা খান ও ওয়ান্ডার উইম্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবিরা মেহরিন।

#

 

বকসী/রাহাত/মোশারফ/রফিকুল/জয়নুল/২০২২/২০২৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ৪৬৬৮

 

বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

 

 ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :

          আজ ব্রুনাইয়ে বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্বালানি উপমন্ত্রী ইয়ং মুলিয়া দাতো সেরি পাদুকা আয়ং হাজী মাতসাটেজা বিন সোকাইয়া (Yang Mulia Dato Seri Paduka Awang Haji Matsatejo Bin Sokiaw) নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। সভায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য সরবরাহে দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

          বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ২০২৩ সালের প্রথম থেকেই ব্রুনাই দারুসসালাম হতে বার্ষিক ১ থেকে ১ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি পাবে বাংলাদেশ। এক্ষেত্রে ১০-১৫ বছর মেয়াদি চুক্তি হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে ব্রুনাই হতে গড়ে ২১০ হাজার মেট্রিক টন ডিজেল ডেফার্ড পেমেন্টে আমদানির বিষয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে নতুন করে চুক্তি করতে হবে। ব্রুনাই জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে সম্মত হয়েছে।

          বাংলাদেশ ব্রুনাই দারুসসালাম থেকে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে মোট ৩ লাখ ২৫ হাজার ৯৭৫ মেট্রিক টন ডিজেল আমদানি করেছে। ১০০ শতাংশ নিজস্ব রিফাইনারি থাকার শর্তের জন্য ব্রুনাইয়ের কোম্পানি PB Trading Sendirian Berhad হতে ২০১৬ সালের পরে আমদানি করা সম্ভব হয়নি। বর্তমানে এই শর্ত শিথিল করা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পেট্রোলিয়াম সরবরাহে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

          অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি বিষয়ক স্থায়ী সচিব ইয়ং মুলিয়া আযহার বিন হাজী ইয়ায়া (Yang Mulia Azhar Bin Haji Yahya), জ্বালানি বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম বিন ইজমি (Mohammad Nizam Bin Haji Ismi), পেট্রোলিয়াম অথরিটির পরিচালক আড্রিয়ান ওয়াং কাই মিং (Adrian Wong Kwai Ming), জ্বালানি বিভাগের জ্বালানি অংশীদারিত্ব ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হাজী মোঃ জাকি বিন হাজী হাসানুল আস’সারি (Haji Mohd Zaki bin Haji Hassanol Asshari) উপস্থিত ছিলেন।

          প্রতিনিধিদলে বাংলাদেশের পক্ষে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাবেদ চৌধুরী ও ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা এ সময় উপস্থিত ছিলেন।

#

আসলাম/রাহাত/মোশারফ/রফিকুল/জয়নুল/২০২২/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৪৬৬৭

টেকসই ও গুণগত শিল্পায়ন সরকারের রাজনৈতিক অঙ্গীকার

                                                   -- শিল্পমন্ত্রী

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর)

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করেছেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন ২৪ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দশ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।

এ সময় শিল্পমন্ত্রী ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২২’ বিজয়ী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, টেকসই ও গুণগত শিল্পায়ন সরকারের রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও শিল্পখাতের গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ফলে জিডিপিতে শিল্পখাতের অবদান ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে জিডিপিতে সার্বিক শিল্পখাতের অবদান ৩২ শতাংশ ছাড়িয়ে গেছে। দেশে বর্তমানে প্রায় ৭৮ লাখ এমএসই শিল্প গড়ে উঠেছে। এসব এসএমই শিল্প জিডিপিতে শতকরা ২৫ ভাগ এবং মোট শিল্প কর্মসংস্থানে শতকরা ৮০ ভাগ অবদান রাখছে। এসএমই খাতের ক্রমবিকাশমান ধারা অব্যাহত রেখে দেশ ইতোমধ্যেই স্বল্পোন্নত দেশ তথা এলডিসির তালিকা থেকে উত্তরণ ঘটিয়েছে বলে মন্ত্রী এ সময় উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয় হতে জাতীয় শিল্পনীতি-২০২২ ও ‘এসএমই নীতিমালা-২০১৯’ প্রণয়ন করা হয়েছে যা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। উক্ত নীতিমালায় ২০২৪ সালের মধ্যে জাতীয় আয়ে (জিডিপি) এসএমই খাতের অবদান বিদ্যমান ২৫ শতাংশ থেকে ৩২ শতাংশে উন্নীতকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শিল্পখাতে গতিশীলতা অব্যাহত রাখতে শিল্প মন্ত্রণালয় নতুন শিল্প কারখানা স্থাপন, পুরাতন কারখানার আধুনিকায়ন এবং যন্ত্রপাতি প্রতিস্থাপনের কাজ করছে। মন্ত্রী আরো বলেন, দেশীয় এসএমই শিল্পের উন্নয়নে আয়োজিত এই মেলা ক্রমান্বয়ে আন্তর্জাতিক মাত্রা পাবে। এর ফলে দেশি পণ্যের প্রসার ঘটবে। নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এর অবদান হবে সুদূরপ্রসারী।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, সরকার দেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব দূরীকরণসহ স্বনির্ভর হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিল্পায়নের গুরুত্ব অপরিসীম। দেশে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ-যুব সমাজের জন্য কর্মসংস্থান ও কাজের উৎস সৃষ্টি করা প্রয়োজন। সরকার বিপুল সংখ্যক শ্রমশক্তি কাজে লাগাতে শ্রমঘন ক্ষুদ্র ও মাঝারি শিল্পভিত্তিক শিল্প উন্নয়ন কৌশলের ওপর জোর দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের বিকাশে সহায়তা দান, তাঁত শিল্প রক্ষা ও রেশম, বেনারসি এবং জামদানি পল্লী গড়ে তুলতে তাঁতি, কামার, কুমার ও মৃৎ শিল্পীদের বিশেষ প্রণোদনা প্রদান ও ঋণের শর্ত সহজীকরণের জন্য পুনঃঅর্থায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা ২৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর সকাল ১০ থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে। 

#

মাহমুদুল/রাহাত/মোশারফ/রফিকুল/লিখন/২০২২/১৯৫০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৪৬৬৬

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর) :

 

          স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২০ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। এ সময় ৩ হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৩১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৩৩০ জন।

 

 

কবীর/রাহাত/মোশারফ/রফিকুল/আব্বাস/২০২২/ ১৭১০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৪৬৬৫

 

কার্পেটিং কাজের জন্য বিমানবন্দর এলাকায় ঢাকামুখী দুই লেনে

আজ সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত যান চলাচল আংশিক বন্ধ

 

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর)

বিআরটি প্রকল্পের আওতায় বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ঢাকামুখী অংশে আজ সন্ধ্যা থেকে কার্পেটিং-এর কাজ করা হবে। এই কারণে আজ সন্ধ্যা থেকে আগামী শনিবার বিকাল পর্যন্ত ঐ এলাকায় যান চলাচল আংশিক  বন্ধ থাকবে।

          বিমানবন্দর রেলস্টেশন এলাকায় এ মুহূর্তে ৮টি লেন যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে, যার মধ্যে ঢাকামুখী ৪ লেন এবং বহির্মুখী ৪ লেন।  এর মধ্যে ঢাকামুখী ৫০০ মিটার সড়কের ৪ লেনের দূরবর্তী দুই লেনে কাজ করা হবে। ২টি লেন যান চলাচলের জন্য খোলা থাকবে। শনিবার বিকালে কাজ শেষে বাকি দুটি লেন পুনরায় যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।   

কাজ চলাকালীন যানজট সহনীয় পর্যায়ে রাখতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর বাইরে প্রকল্প থেকেও প্রশিক্ষিত ট্রাফিক জনবল নিয়োজিত থাকবে।   

 

#

শফিকুল/রাহাত/মোশারফ/রফিকুল/আব্বাস/২০২২/১৮৩৪ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী   

2022-11-26-13-30-2dd13747b65ff06cd84f30f52b8ca7fe.docx 2022-11-26-13-30-2dd13747b65ff06cd84f30f52b8ca7fe.docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon