Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০১৯

তথ্যবিবরণী 29/3/2019

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২৭১

কওমী মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে
                                                   -- ধর্ম প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

কওমী মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও এই ধারার ওলামায়ে কেরামগণের কল্যাণে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ওলামায়ে কেরামদের কল্যাণসহ সকলের কল্যাণে আমি নিবেদিত হয়ে কাজ করতে চাই।

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ আজ বাদ জুমা আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া, জিরি, পটিয়া, চট্টগ্রামের দাওরায়ে হাদিসের সমাপনী বর্ষের ছাত্রদের সৌজন্যে আয়োজিত  এছলাহী জোড় : ৯৮তম খতমে বোখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী  বলেন, কওমী মাদ্রাসার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল কওমি মাদ্রাসায় পড়াশোনার মধ্য দিয়ে। সে শিক্ষার চেতনা আমি সব সময় ধারণ করেছি এবং ভবিষ্যতেও করব। তিনি বলেন, কওমী মাদ্রাসার ছাত্রদের যোগ্যতা অন্য ধারার শিক্ষার্থীদের চেয়ে কোনো অংশে কম নয়, বরং  ক্ষেত্র বিশেষে বেশি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার ওলামায়ে কেরাম এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি তাদের শিক্ষা সনদের স্বীকৃত প্রদানের মাধ্যমে যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। 

অনুষ্ঠানে  মাদ্রাসার মোহতামিম আল্লামা শাহ মোঃ আবু  তৈয়ব সমাপনী বর্ষের ছাত্রদের বোখারী শরীফের শেষ ছবক প্রদান করে  দেশের কল্যাণে দোয়া ও মোনাজাত করেন।

#

আনোয়ার/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২১৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১২৭০

দেশে অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছে 
                                 ----তথ্যমন্ত্রী
চট্টগ্রাম, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ১৯০৯ ডলার। বিশ্ববাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছে। দেশে যে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছে তা অভূতপূর্ব। 

মন্ত্রী আজ চট্টগ্রাম প্রবর্তক সংঘ আয়োজিত নবনির্মিত ৬ তলা বিশিষ্ট ৫০০ ছাত্রী সুবিধা সংবলিত আবাসিক হোস্টেল মৈত্রেয়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, প্রবর্তক সংঘ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। শতবর্ষ পথচলায় প্রবর্তক সংঘ সমাজে যে অবদান রেখেছেন তা অবিশ্বাস্য। এরা অনাথদের সবধরনের সহযোগিতা করে। তিনি আরো বলেন, এ এলাকায় এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন কাজে যেন হারিয়ে না যায়। এ নান্দনিকতা রক্ষা করে উন্নয়ন করতে হবে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শিক্ষা দিবেন, কিন্তু ভাল মানুষ গড়ারও চেষ্টা করবেন। ছাত্ররা যেন আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসার সুযোগ পায়। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত, দক্ষ ও ভালো মানুষ হতে হবে।

এ সময় সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন, প্রবর্তক সংঘের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র লালা, ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আলম বক্তৃতা করেন। 
#

বশার/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/২১৪৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২৬৯

আগামী ৫ বছরে ১০০টি বৈদেশিক মিশন খুলতে চাই
                                                                          -- পররাষ্ট্রমন্ত্রী

সিলেট, ১৫ চৈত্র (২৯ মার্চ) :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন বলেছেন, সরকার প্রবাসীদের সেবার মান ও পরিমাণ বাড়াতে আগামী ৫ বছরে বাংলাদেশের ১০০টি বৈদেশিক মিশন খুলতে চায়।

মন্ত্রী আজ সিলেট জেলা প্রেস ক্লাবে মন্ত্রীকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোন্ দেশে থেকে আমরা অথনৈতিক, বাণিজ্যসহ কী ধরনের সুবিধা পেতে পারি, সেখান থেকে কী ধরনের বিনিয়োগ আসতে পারে সে বিষয়ে বাংলাদেশের ৭৮টি বৈদেশিক মিশনকে ৩ বছরের পরিকল্পনা দিতে বলা হয়েছে। অধিকাংশ মিশন তাদের পরিকল্পনা জানিয়েছে। সরকার সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপে নেবে।
 
ড. মোমেন বলেন, সরকার খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই বিবেচনায় আমি মনে করি মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিলেট এলাকার শিক্ষার হার তুলনামূলক কম এর একটি কারণ অবকাঠামোর অভাব। এ জন্য সিলেটের ২৮টি কলেজে বিশেষ অনুদানের ব্যবস্থা করা হয়েছে। দেশের নতুন প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে  দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য সরকার ৫০০ মিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেটের সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ বক্তৃতা করেন।

#

তৌহিদুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২১২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২৬৮
 
এফ আর টাওয়ারে অগ্নিকা-
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কার্যক্রম শুরু
 
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
 
গতকাল ঢাকায় বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকা-ের কারণ অনুসন্ধান ও করণীয় বিষয়ে প্রতিবেদন তৈরির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
 
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফয়জুর রহমানকে আহ্বায়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মাহবুব আলম তালুকদারকে সদস্য সচিব করে মোট ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য ৭ সদস্য হলেন ডিএমপির প্রতিনিধি, ফায়ার সর্ভিসের মহাপরিচালকের প্রতিনিধি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের নির্বাহী প্রকৌশলী, ঢাকা জেলা প্রশাসকের  প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের প্রতিনিধি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি। কমিটি আগামী ৩ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে।
 
কমিটির সদস্যগণ আজ সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিকালে দুর্ঘটনায় আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের সাথে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন।
 
#
 
সেলিম/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৯/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২৬৭
 
বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
খুলনা ও ময়মনসিংহ বিভাগ জয়ী
 
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
 
ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮-এর ‘গ’ গ্রুপের ম্যাচে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন ঝিনাইদহ জেলার পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন ঝালকাঠি জেলার রূপসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। এছাড়াও বিকেল ৩টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮-এর ‘গ’ গ্রুপের ম্যাচে ময়মনসিংহ বিভাগীয় চ্যাম্পিয়ন পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন বরগুনার কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে।
 
আজকের সকালের ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ সাজ্জাদুল হাসান। আর বিকেলের ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। দুই খেলাতেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদিরসহ মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
আগামীকাল শনিবার ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ১০টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮-এর ‘ঘ’ গ্রুপের ম্যাচে লড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগ। আর বিকেল ৩টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮-এর ‘ঘ’ গ্রুপের ম্যাচে লড়বে চট্টগ্রাম ও সিলেট বিভাগ।
 
উল্লেখ্য, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনুধাবণ করেই প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সাল থেকে জাতীয়ভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং ২০১১ সাল থেকে জাতির পিতার সহধর্মিণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে। 
 
#
 
শাহনেওয়াজ/মাহমুদ/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২৬৬
অগ্নিকা-ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে
                                       -- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘গাফিলতির কারণে দুর্ঘটনা নয়, হত্যাকা- ঘটেছে। যারা ঘটনার সাথে জড়িত, যাদের কারণে এই নির্মম হত্যাকা-, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। 
আজ সকালে রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকা-ের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী অগ্নিকা-ের ঘটনা অবহিত হওয়ার পর থেকে সরাসরি বিষয়টি তদারকি করছেন। তিনি বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, দফতরসহ সকলের সাথে যোগাযোগ রেখে তাৎক্ষণিকভাবে যেখানে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, সে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছেন’।
মন্ত্রী বলেন, এফ আর টাওয়ার ভবনটিকে ১৮তলা ইমারত নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে ১৯৯৬ সালে। ২০০৫ সালে এসে রাজউকে একটা কপি দাখিল করে বলা হয় এটা ২৩ তলা হয়েছে। তদন্তে দেখা যায়, যে কপি ভবন কর্তৃপক্ষ দাখিল করেছে তার সমর্থনে রাজউকের রেকর্ডে কোথাও কোনো তথ্য-উপাত্ত নেই। এতে তদন্তে রিপোর্টে ধরে নেয়া হয় ২৩ তলার যে নকশা ভবন কর্তৃপক্ষ দাখিল করেছে তা সঠিক নয় এবং মূল অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। সে সময়ে রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা যারা ছিলেন, তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি’।
মন্ত্রী আরো বলেন, ‘আমাদের মন্ত্রণালয় থেকে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি, তারা স্বল্প সময়ের মধ্যে প্রতিবেদন দেবেন। রাজউক এর পক্ষ থেকেও একই রকম একটি কমিটি গঠন করা হয়েছে’। তদন্ত কমিটির কার্যপরিধির বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটি এই ভবনের প্ল্যান অনুমোদনের প্রক্রিয়ার ভেতরে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছে কিনা, অনুমোদিত প্ল্যানের বাইরে বিল্ডিং নির্মাণ হয়েছে কিনা, হয়ে থাকলে এর সাথে কারা জড়িত, ডেভেলপার, ভবন মালিক এমনকি আমাদের সংস্থার কেউ জড়িত থাকলে তার সম্পর্কে প্রতিবেদন দেবেন। প্রতিবেদন পাওয়ার সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। প্রধানমন্ত্রীর নির্দেশ, সংশ্লিষ্ট ব্যক্তি যেই হোন না কেন, যত শক্তিশালীই হোন না কেন, এ রকম মর্মান্তিক ঘটনা যারা টাকার লোভে ঘটায়, তাদের আইনের আওতায় এনে যে ব্যবস্থা নেয়া দরকার, দ্রুতগতিতে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো।
তদন্ত প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবো। যারা অনুমোদন ব্যতীত এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের লাইসেন্স বাতিলসহ ফৌজদারি মামলা এবং প্রয়োজনে তাদের নির্মিত ভবনের বেআইনি অংশ ভেঙে ফেলা হবে’।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে একেবারে অনুমোদনহীন বা অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে অনেক ইমারত নির্মাণ করা হয়েছে, আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে এ বিষয়গুলো বিশদভাবে খতিয়ে দেখছি এবং আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কঠিন ব্যবস্থা গ্রহণ করবো। অতীতের ঘটনাগুলোও খতিয়ে দেখবো, অতীতের দুর্ঘটনার প্রেক্ষিতে কমিটি কেন ব্যবস্থা গ্রহণ করেনি, কারা ব্যবস্থা গ্রহণ করেননি, তাদেরকেও আইনের আওতায় আনা হবে’।
এর আগে মন্ত্রী বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকা-ে বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইয়াকুব আলী পাটওয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
ইফতেখার/মাহমুদ/রাহাত/মোশারফ/সেলিম/২০১৯/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ১২৬৫
 
অনলাইনে সার্টিফিকেট সত্যায়িত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়
 
সিলেট, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
 
অনলাইনে সার্টিফিকেট সত্যায়িতসহ অন্যান্য কনস্যুলার সেবা অতি অল্প সময়ে প্রদান করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সার্টিফিকেট সত্যায়িত করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে তাদের ডেটাবেইজের মাধ্যমে দ্রুত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সত্যায়ন করতে হবে। বিদেশে  বাংলাদেশি মিশনে ২৪ ঘণ্টা হটলাইন চালু করা হবে। বিমান বন্দরে হয়রানি বন্ধে সিসি ক্যামেরা স্থাপন ও তদারকি করা হবে। 
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন, সিলেট এর পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন বলেন।
রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশি প্রবাসীরা আলোচনা অনুষ্ঠান, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরবে এবং এ বিষয়ে তারা সারাবিশ্বে সচেতনতা বাড়াতে সহায়তা করবে বলে আশা করেন ড. মোমেন। সরকারের অর্থনৈতিক  কূটনীতি বাস্তবায়নে এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতেও প্রবাসীরা সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি। আমরা চাই বাংলাদেশ উন্নত দেশ হবে এবং সেখানে সবাই সুখে-শান্তিতে থাকবে। কিন্তু আমাদের অনেক প্রজেক্ট যথা সময়ে বাস্তবায়ন হয় না। এগুলো বাস্তবায়নে কিভাবে গতি আনা যায় সে বিষয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে।
 
#
 
তৌহিদুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৮১৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১২৬৪
 
বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকা-ের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি গঠন
 
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
 
ঢাকার বনানীতে অবস্থিত এফ আর টাওয়ারে সংঘটিত  ভয়াবহ অগ্নিকা-ের কারণ অনুসন্ধানসহ দুর্ঘটনার সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক মতামত ও সুপারিশ সংবলিত প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
কমিটির অন্য সদস্যরা হলেন মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর; ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের); জেলা প্রশাসক, ঢাকা জেলা এর  প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের); উপ-পুলিশ কমিশনার, গুলশান জোন, ডিএমপি; ও মোহাম্মদ মাসুদুর রহমান ভূইয়া, উপসচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
কমিটি এফ আর টাওয়ারে অগ্নিকা-ের উৎস ও কারণ নির্ণয়সহ সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক  সাত দিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করবে এবং এ জাতীয় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধকল্পে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে যথাযথ সুপারিশ করবে।
 
#
 
অপু/মাহমুদ/রাহাত/মোশারফ/সেলিম/২০১৯/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১২৬৩
 
লোভের আগুনে পুড়ে আর প্রাণহানি নয়
                             -- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
‘মানুষের লোভের আগুনে পুড়ে আর যেন নিরীহ প্রাণের মৃত্যু না ঘটে’ -দেশের ভবন মালিকদের জন্য সতর্কতা বার্তা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। 
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে গতকালের ভয়াবহ অগ্নিকা-ে হতাহতের ঘটনায় তথ্যমন্ত্রী আজ দুপুরে ঢাকায় শিল্পকলা একাডেমিতে ওয়ার্ল্ড কমিউনিকেটরস কাউন্সিল (ডব্লিউসিসি) - বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধনী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় অগ্নিকা-ে নিহতদের জন্য গভীর শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এ দুর্ঘটনার কারণ ও পুনরাবৃত্তি রোধের দিকে দৃষ্টিপাত করেন। এ সময় তিনি বলেন, ‘অনুসন্ধানে দেখা গেছে, ভবনটি নির্মাণ বিধি (বিল্ডিং কোড) অনুসরণ করে নির্মিত নয়। অনুমোদনবিহীন বেশি তলা নির্মিত এ ভবনে বিধি মোতাবেক অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিলো না। অর্থাৎ মালিকের লোভের আগুনে পুড়ে হতাহত হয়েছে নিরীহ মানুষ। এর পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে।’  
মন্ত্রী এ সময় ওয়ার্ল্ড কমিউনিকেটরস কাউন্সিলের উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘নিজ দেশ, সংস্থা ও আত্ম-উন্নয়নের জন্য যোগাযোগের বিকল্প নেই। তৈরি পোশাক শিল্পে জিএসপি সুবিধা বাতিলের পরও বাংলাদেশ বিশ্ব প্রতিযোগিতায় এ শিল্পে তার প্রবৃদ্ধি অটুট রেখেছে, চীন আজ আমাদের প্রতিযোগী। এর মূল কারণ দু’টি- একটি আমাদের উৎপাদন দক্ষতা আর অপরটি আমাদের বায়িং হাউজদের যোগাযোগ দক্ষতা। অর্থাৎ শুধু উৎপাদন দক্ষতা থাকলেই হবে না, প্রয়োজন যোগাযোগে দক্ষতাও।’
‘গত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়নের পথে এগিয়েছে’ উল্লেখ করে ড. হাছান মাহ্মুদ বলেন, ‘গত দশ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় তিনগুণ বৃদ্ধি পেয়ে আজ প্রায় দু’হাজার ডলার। উচ্চ প্রবৃদ্ধির হার অব্যাহত রাখা পৃথিবীর প্রথম পাঁচটি দেশের অন্যতম বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে জনবহুল, প্রায় ১৭ কোটি মানুষের দেশ যেখানে প্রতি বর্গকিলোমিটারে ১১শ’রও বেশি মানুষের বাস, আর মানুষপ্রতি জমির পরিমাণ দেশে সর্বনি¤œ, যে দেশ পঞ্চাশের দশক থেকেই খাদ্য ঘাটতির দেশ, সেই বাংলাদেশ আজ খাদ্য রপ্তানির দেশ।’ 
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের এই অভূতপূর্ব উন্নয়নে যোগাযোগকর্মীসহ সকলের ভূমিকা রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টাই দেশকে সমৃদ্ধতর করে। বিশ্বব্যাপী উন্নয়নখাতে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা আগে থেকে এখন অনেক সক্রিয়। কূটনৈতিক তৎপরতাও এখন অর্থনীতিমুখী। এবং নিজের সমৃদ্ধির পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সমৃদ্ধিও জরুরি। ওয়ার্ল্ড কমিউনিকেটরস কাউন্সিল একইসাথে বিশ্ব এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করবে।’ 
ওয়ার্ল্ড কমিউনিকেটরস কাউন্সিল-বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সভাপতি এএসএম আসাদুজ্জামানের সভাপতিত্বে অধ্যাপক ড. গোলাম রহমান এবং পাবলিক রিলেশনস কাউন্সিল অভ্ ইন্ডিয়া (পিআরসিআই)’র চিফ মেন্টর ও চেয়ারম্যান এমেরিটাস এমবি জয়রাম বিশেষ অতিথি হিসেবে এবং পিআরসিআই’র অপর প্রতিনিধিবর্গের মধ্যে গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান বিএন কুমার, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক বিকে সাহু এবং কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্যে সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান  ডব্লিউসিসি বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব আবীর শ্রেষ্ঠ।  
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ১২৬২
 
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯’ (৩০ মার্চ - ৫ এপ্রিল) উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
 
‘‘নদীমাতৃক বাংলাদেশের নদীপথে চলাচলরত যাত্রী সাধারণের নিরাপত্তা বিধানের লক্ষ্যে ৩০ মার্চ হতে ৫ এপ্রিল ২০১৯ পর্যন্ত নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।
 
বর্তমান সরকার মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শত শত নদ-নদী, বঙ্গোপসাগরের অবাধ জলরাশি এ দেশের সামাজিক ও অর্থনৈতিক কর্মকা-ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের সিংহভাগই পরিবাহিত হয় নদীপথে। সাশ্রয়ী, পরিবেশবান্ধব, অধিকতর নিরাপদ ও আরামদায়ক হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী  নৌপথে ভ্রমণ করে থাকে।
 
নদীপথে ভ্রমণকারী যাত্রী সাধারণের নিরাপত্তা বিধানে নৌ নিরাপত্তা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। যাত্রী নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার নৌপথের উন্নয়নে পর্যাপ্ত অর্থ  বরাদ্দ করার পাশাপাশি নদী দূষণ রোধে বিভিন্ন কর্মসূচি পালন ও নদীর দু’পাড় অবৈধ দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে। তাছাড়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ নদী ও খাল খননের উদ্যোগ গ্রহণ করে  নৌপথের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা প্রদানের জন্য উদাত্ত অনুরোধ করছি। নদী পথে চলাচলকারী নৌযান মালিক,  নৌযান চালকগণকে  নৌ চলাচল বিধি-বিধান  মেনে চলার আহ্বান জানাচ্ছি। যাত্রী সাধারণকেও সাবধানতা অবলম্বন করে নৌপথ ব্যবহারে অনুরোধ জানাই।
 
আমি নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
 
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
বাংলাদেশ চিরজীবী হোক।’’
 
#
 
শাওন/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭০৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১২৬১
 
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
 
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৯’ (৩০ মার্চ - ৫ এপ্রিল) উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন : 
‘‘অভ্যন্তরীণ নদীপথে যাত্রী নিরাপত্তা সুরক্ষিত রাখার প্রচেষ্টায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত  ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৯’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছরের মূল প্রতিপাদ্য ‘দূষণ, দখল মুক্ত করি নৌ যাত্রা নিরাপদ করি, বিশ্বমানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। 
 
বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নৌ পরিবহনের গুরুত্ব অপরিসীম। নৌপথ অধিকতর সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও নিরাপদ হওয়ায় অন্যান্য পরিবহনের তুলনায় অধিকাংশ মানুষ নৌপথে যাতায়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কালবৈশাখী মৌসুমে নৌপথে চলাচলরত যানবাহন বিশেষ করে যাত্রীবাহী নৌযান যাতে নিরাপদে যাতায়াত করতে পারে এ লক্ষ্যকে সামনে রেখে নৌ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি। 
 
মাতৃসম নদীকে আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে দূষণ করে চলেছি। তাছাড়া স্বার্থান্বেষী মহল অবৈধভাবে নদীর পাড় ক্রমশ দখল করে নদীর স্বাভাবিক নাব্যতা নষ্ট করে চলেছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই নদীগুলো নৌ চলাচলের অনুপোযোগী হয়ে পড়বে। আসুন, আমরা সকলে নদীকে দূষণ ও দখলমুক্ত করে নৌ যাত্রা নিরাপদ করি এবং বিশ্বমানের নৌ ব্যবস্থা গড়ে তোলার স্বপ্নকে সফল করে তুলি।
 
আমি নৌ নিরাপত্তা সপ্তাহের সার্বিক সফলতা কামনা করছি।
 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।’’
 
#
 
ইমরানুল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৭০০ ঘণ্টা
 
Todays handout (8).docx Todays handout (8).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon