Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী ৩০/৯/২০১৫

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮২৭

খুলনায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত

খুলনা, ১৫ আশ্বিন (সেপ্টেম্বর ৩০) ঃ
    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের প্রচারণার অংশ হিসেবে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আজ বিকেলে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’র সমাপনী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ প্রধান অতিথি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুল হক খান সভাপতি এবং কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদ প্রশাসক বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। ইতোমধ্যে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অভ্ দ্য আর্থ পুরস্কার লাভ করেছেন। এটা দেশবাসীর অর্জন এবং তিনি এপুরস্কার দেশের জনগণের জন্য উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে আইসিটি সেক্টরে।  পদ্মা সেতু, খানজাহান আলী বিমানবন্দর এবং রেল লাইনের নির্মাণ কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের অর্থনীতিতে আরো গতিশীলতা আসবে।
     পরে জেলা পরিষদ প্রশাসক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী স্টল প্রতিনিধি এবং অন্যান্য স্টল প্রতিনিধিদের মাঝে সনদপত্র প্রদান করেন। 
    
#

জিনাত/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/২০৫৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                           নম্বর : ২৮২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়
 প্রথম বর্ষ অনার্স ভর্তি কার্যক্রম ২৫ অক্টোবর পর্যন্ত

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

    এসএসসি ও এইচএসসি ফলের ভিত্তিতে  আবেদন প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ প্রথম বর্ষ অনার্স শ্রেণির ভর্তি কার্যক্রম ১ অক্টোবর শুরু হয়ে চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। ১ ডিসেম্বর ক্লাস শুরু হবে। 

    ভর্তি নির্দেশিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd অথবা  www.nubd.info  এ দেয়া আছে। এবারে ভর্তির আবেদন ফি ২৫০ টাকা।  

#

ফয়জুল/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৮২৫

স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
ইতালির নাগরিক হত্যামামলা তদন্তে সহায়তায় ২টি কমিটি গঠন 

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :
ইতালির নাগরিক সিসার তাবেলা হত্যাকা- ও এ সংশ্লিষ্ট মামলার তদন্তের বিষয়ে স¦রাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বক্তব্য প্রদান করেছে। স¦রাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ কে মফিজুল হক স¦াক্ষরিত বক্তব্যে বলা হয়- 
গত ২৮সেপ্টেম্বর ইতালির নাগরিক, নেদারল্যা-স ভিত্তিক এনজিও আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রকল্প ব্যবস্থাপক, সিসার তাবেলা (ঈবংধৎব ঞধাবষষধ) গুলশান-২ নম্বরের ৯০ নং সড়কে দুর্বৃত্তের গুলিতে আহত হন। তাঁকে তাৎক্ষণিক ভাবে পথচারিদের সহায়তায় ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার অব্যবহিত পর গুলশান থানা পুলিশ এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত আইজিপি, পুলিশ কমিশনার এবং গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় গুলশান থানায় একই দিনে মামলা নং ৬৮, ধারা ৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।
পরবর্তীতে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ (ঝওঞঊ ওহঃবষষরমবহপব এৎড়ঁঢ়) নামক যুক্তরাষ্ট্র ভিত্তিক জঙ্গী সংগঠন পর্যবেক্ষণ ওয়েবসাইটে  আইএস এর বরাত দিয়ে সিসার তাবেলা হত্যাকা-ের দায় স্বীকার করে। কিন্তু বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থার তদন্তে এ পর্যন্ত আইএস এর নিজস্ব ওয়েব সাইটে এ ধরনের কোন ঘোষণা পাওয়া যায়নি। 
ইতোমধ্যে মামলার তদন্তভার গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে স্থানান্তর করা হয়েছে। তদন্তে সহায়তা প্রদানের জন্য ডিবি’র একজন উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া তদন্তে সহায়তা প্রদানের জন্য পুলিশ সদরদপ্তর কর্তৃক সিআইডি’র একজন স্পেশাল সুপারিনটেনডেন্ট- এর নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য যে, এ ব্যপারে শিঘ্রই একটি তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে যার প্রেক্ষিতে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা যাবে বলে বাংলাদেশ পুলিশ আশ্বস্ত করেছে।
ঘটনার পরপর গুলশান-বনানী-বারিধারার কূটনৈতিক পাড়াসহ পুরো মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ফুট পেট্রোল, মোটর সাইকেল ও গাড়ি পেট্রোল এবং চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নিজ অধিক্ষেত্র এলাকায় বিদেশী প্রতিষ্ঠান, আবাসন এবং গুরুত্বপূর্ণ হোটেল রেঁস্তোরা ক্লাব, বিভিন্ন বিদেশী কর্তৃপক্ষ পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নজরদারী বৃদ্ধি এবং বিদেশীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য সকল থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া সাদা পোশাকে নজরদারী বৃদ্ধির জন্য সিটি এসবিকে নির্দেশ দেয়া হয়েছে।


#

আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৮২৪

আগামীকাল জাতীয় স্যানিটেশন মাস শুরু

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :


    সকলের জন্য সুপেয় পানি সরবরাহ ও শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে “জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৫”। স্যানিটেশন মাসের এবারের প্রতিপাদ্য হচ্ছে “সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন”।

    মাসটি উদ্যাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আজ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় স্যানিটেশন মাস উদ্যাপন উপলক্ষে স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আকরাম আল হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

    মাসটি উদ্যাপন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার ওসমানী মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ইউনিসেফ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার যৌথ জরিপ অনুযায়ী ২০১৫ সালে খোলা স্থানে মলত্যাগ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ২০০৩ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের শতকরা ৪২ ভাগ লোক উন্মুক্ত স্থানে মলত্যাগ করতো। বর্তমানে উন্মুক্ত স্থানে মলত্যাগের পরিমাণ শতকরা ১ ভাগ-এ নেমে এসেছে। উল্লিখিত জরিপের তথ্য অনুযায়ী বিশ্বের ১৬টি দেশে উন্মুক্ত স্থানে মলত্যাগ শতকরা ২৫ ভাগের বেশি হ্রাস করতে সক্ষম হয়েছে, তন্মধ্যে বাংলাদেশ অন্যতম।

    শহর ও বস্তি এলাকায় উন্নত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি বলে সংবাদ সম্মেলনে অভিমত ব্যক্ত করা হয়।
#

সহিদুল/আফরাজ/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২৭২৩

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৫ আশি^ন (৩০ সেপ্টেম্বর) :
    জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে  জাতীয়  সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য  সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা বৈঠকে অংশগ্রহণ করেন।
 
    বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি, বিআরটিএ কর্তৃক ২০১৪-১৫ অর্থবছরে খাতওয়ারি রাজস্ব আদায়, ২০১৫-১৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা ও রাজস্ব আদায় পদ্ধতি এবং রাজস্ব বৃদ্ধির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিবেদনের  বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    বৈঠকে জানানো হয়, মোটরযানের রেজিস্ট্রেশন ফি হ্রাস বা কমানোর ক্ষমতা অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি ১ জানুয়ারি ২০১৪ থেকে শতকরা ৪০ ভাগ বৃদ্ধি করা হয়। এ ফি যুক্তিসংগতহারে কমানো এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত ৪০ শতাংশ রেজিস্ট্রেশন ফি মওকুফ করে মোটর সাইকেল রেজিস্ট্রেশনের সুযোগ প্রদানের বিষয়ে বিআরটিএ হতে প্রাপ্ত মতামত সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।
 
    এছাড়া, বিভিন্ন সড়ক একাধিকবার মেরামত করার পরেও কেন স্থায়ীভাবে টেকসই হচ্ছে না তা গভীরভাবে পর্যালোচনার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে কোনো অনিয়ম পাওয়া গেলে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের সুপারিশ করা হয়।

    সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, বিআরটিএর চেয়ারম্যানসহ  মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

আফরাজ/মোশাররফ/রফিকুল/রেজাউল/২০১৫/১৮৫৪ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮২২

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র
অটিস্টিক শিক্ষার্থীদের জন্য পাবলিক পরীক্ষায় অংশগ্রহণে বিশেষ ব্যবস্থা


ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :
অটিস্টিক, ডাউন সিনড্রোম বা সেরিব্রালপল্সি আক্রান্ত শিশুদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণে সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে। এ পরিপত্র চলতি বছরের সকল পাবলিক পরীক্ষা থেকে কার্যকর হবে।


শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান স¦াক্ষরিত ২৯ সেপ্টেম্বর জারি করা পরিপত্রে বলা হয়, বিশেষ চাহিদাসম্পন্ন অটিস্টিক এবং ডাউন সিনড্রোম বা সেরিব্রালপল্সি আক্রান্ত শিশুরা একটু অন্যমনস্ক ও খেয়ালি হয়ে থাকে। তাই তাদের পরীক্ষায় অংশগ্রহণে তার শিক্ষক, অভিভাবক ও সাহায্যকারীর প্রয়োজন হয়। একারণে এ ধরণের শিশুদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণে সুবিধার জন্য অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় শতকরা ১০ ভাগ (৩ ঘণ্টার পরীক্ষার ক্ষেত্রে ৩০ মিনিট) অতিরিক্ত সময় প্রদান এবং শিক্ষক বা অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ ব্যবস্থাপনা ও সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেয়া যাবে।


শিক্ষার্থী যে কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই কেন্দ্রপ্রধান বা প্রধান শিক্ষক বা অধ্যক্ষ বা কেন্দ্রসচিব তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
শিক্ষার্থীর  অভিভাবককে এ সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করে পূর্বানুমতি নিতে হবে। আবেদনপত্রের সাথে সিভিল সার্জনের বিশেষ অটিজম বা ডাউন সিনড্রোম বা সেরিব্রালপল্সি সনাক্তকরণ সনদ এবং পরীক্ষার্থী ও সাহায্যকারীর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি জমা দিতে হবে।

#

আফরাজ/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৮২১

শিক্ষামন্ত্রীর সাথে যুক্তরাজ্যের কনজারভেটিভ 
ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

    যুক্তরাজ্যের কনজারভেটিভ ফ্রেন্ডস অভ্ বাংলাদেশের একটি প্রতিনিধিদল আজ ঢাকায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে তাঁর মন্ত্রণালয়ে সাক্ষাৎ করে।

    প্রতিনিধিদলে এনি মেইন এমপি (অহহব গধরহ গচ), বব ব্ল্যাকম্যান এমপি (ইড়ন ইষধপশসধহ গচ), পল সেকুলি এমপি (চধঁষ ঝবপঁষষু গচ), ডেভিড মেকিনটোশ এমপি (উধারফ গধপশরহঃড়ংয গচ), কনজারভেটিভ ফ্রেন্ডস অভ বাংলাদেশ-সিএফওবি চেয়ারম্যান মেহফুজ আহমেদ, সিএফওবি ডেপুটি চেয়ারম্যান আবদুস হামিদ এবং ঢাকায় ডিএফআইডি’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সুদৃঢ়  সম্পর্ক ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। তিনি বাংলাদেশের শিক্ষার উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং শিক্ষাখাতের উন্নয়নে যুক্তরাজ্যসহ ইইউভুক্ত দেশসমূহের সহযোগিতা বিশেষভাবে উল্লেখ করেন। ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। 

    সাক্ষাৎকালে কনজারভেটিভ ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ প্রতিনিধিবৃন্দ আর্থসামাজিকখাতে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের অর্জিত সাফল্যের প্রশংসা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দু’টি বন্ধুপ্রতিম দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

#

সাইফুল্লাহ/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৮৩০ ঘণ্টা      
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮২০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় 
সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত


ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :
জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। 
কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মো. তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, সাহারা খাতুন ও মো. শামসুল হক টুকু বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল ২০১৫ এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। 
 বৈঠকে বিলটির ওপর আইন কমিশনের চেয়ারম্যান, টিআইবির নির্বাহী কর্মকর্তা, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এবং এনজিও প্রতিনিধিগণ মতামত প্রদান করেন। কমিটি তাদের প্রদত্ত মতামত গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।   
আইন কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, আইন সচিবসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

হালিম/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৮১৯

সংসদ সদস্যদের সাথে ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সাথে বাংলাদেশে সফররত ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলের এক মতবিনিময়সভা আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের  চিফ হুইপ আ স ম ফিরোজ বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যান্যের মধ্যে হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ মো. শাহবুদ্দিন, ড. মহীউদ্দীন খান আলমগীর, অধ্যাপক আলী আশরাফ, ড. মো. আব্দুর রাজ্জাক এবং ফজিলাতুন্নেসা বাপ্পী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 

ব্রিটিশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অহহব গধরহ। উল্লেখ্য, কনজারভেটিভ ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ (ঈড়হংবৎাধঃরাব ঋৎরবহফং ড়ভ ইধহমষধফবংয) নামে ২৩ সদস্যের ব্রিটিশ প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফর করছেন। ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ব্রিটিশ এমপি ইড়ন ইষধপশসধহ, চধঁষ ঝপঁষষু এবং উধারফ গধপশরহঃড়ংয অংশগ্রহণ করেন।  

ব্রিটিশ প্রতিনিধিদল জাতীয় সংসদভবনের লাইব্রেরি এবং সংসদকক্ষ পরিদর্শন করেন। পরে তাঁরা মতবিনিময় সভায় অংশ নেন।  জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল তাঁদের উদ্দেশ্যে সংসদভবনের বিভিন্ন বিষয় নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রতিবেদন উপস্থাপন করেন। 

 ব্রিটিশ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ব্রিটেন বাংলাদেশের পুরাতন বন্ধু। মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের প্রতি ব্রিটেনের সমর্থনের জন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও  ধন্যবাদ জানান । তিনি আরো বলেন, দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। তিন জন বাঙালিকে ব্রিটিশ  পার্লামেন্টে সদস্য নির্বাচিত করায় তিনি ব্রিটিশ জনগণকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

ব্রিটিশ এমপি অহহব গধরহ বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক অত্যন্ত চমৎকার। দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরো বৃদ্ধি পাবে।  

#

মঞ্জুর/আফরাজ/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৮১৮

স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জন দক্ষিণ এশিয়ায় রোল মডেল
                                                -- স¦াস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

সরকারি উদ্যোগে হিমোফিলিয়া আক্রান্তদের সনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জন আজ দক্ষিণ এশিয়ার মধ্যে রোল মডেল। তাই হিমোফিলিয়া আক্রান্তের সংখ্যা দশ লাখ হোক বা দশ হাজার হোক প্রত্যেককে আমরা সেবা দেবো। তিনি এসময় এ রোগের প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীতে দেশে হিমোফিলিয়া দিবস পালনের উদ্যোগ নেয়ার আশ্বাস  দেন।

মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে হিমোফিলিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

হিমোফিলিয়া সোসাইটি অভ্ বাংলাদেশ আয়োজিত সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে  সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক এবং পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) অধ্যাপক ডা. সামিউল ইসলাম উপস্থিত ছিলেন। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সালমা আফরোজ। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজে মানুষের জীবনাচরণে যে পরিবর্তন এসেছে তা অনেক রোগের কারণ হিসেবে ভূমিকা রাখে। তাই মানুষের জীবনাচরণে পরিবর্তন আনা প্রয়োজন। এক্ষেত্রে পুরোপরি যন্ত্র নির্ভর না হয়ে শারীরিক শ্রমের কাজ বেশি করে করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম। তিনি বলেন, হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সারসহ বেশ কিছু জটিল রোগ থেকে মুক্ত রাখতে হলে জনগণের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। মাদক ও ধুমপান থেকে দূরে থেকে কায়িক শ্রমকে প্রাধান্য দিতে হবে।

সভায় জানানো হয়, হিমোফিলিয়া এক ধরণের অতিরিক্ত রক্তক্ষরণজনিত জন্মগত রোগ। যা নারীদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার লাভ করে এবং পুরুষদের হয়ে থাকে। দেশে হিমোফিলিয়া রোগীদের সঠিক কোনো পরিসংখ্যান নেই। ওয়ার্ল্ড ফেডারেশন অভ্ হিমোফিলিয়ার রিপোর্ট অনুযায়ী দেশে প্রায় ১০ হাজার ৬৪০ জন হিমোফিলিয়া রোগী থাকার কথা। এদের অধিকাংশই এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। 

এ রোগের স্থায়ী নিরাময়যোগ্য কোনো চিকিৎসা এখনও আবিষ্কৃত হয়নি। কিন্তু তাৎক্ষণিকভাবে উপশমের ব্যবস্থা রয়েছে। বর্তমানে বিশ্বে এ রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে ঘাটতি ফ্যাক্টর পূরণ করা। বাংলাদেশে ফ্যাক্টর ইনজেকশন অত্যন্ত ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য হওয়ায় অধিকাংশ রোগীর পক্ষে এই ফ্যাক্টর ইনজেকশন কিনে চিকিৎসা নেয়া সম্ভব হয় না। বিকল্প ব্যবস্থা হিসেবে রোগীরা এফএফপি বা ক্রায়োপ্রিসিপিটেট দ্বারা চিকিৎসা করে থাকে। কিন্তু বেশিরভাগ সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে তা সরবরাহের ব্যবস্থা নেই। 
#
পরীক্ষিৎ/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা     
 

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৮১৭

তোফায়েল-নির্মলা বৈঠক
বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধা বাড়ানোর আহ্বান

নয়াদিল্লী (ভারত), ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের বাজারে পাট রপ্তানির জটিলতা প্রত্যাহার, ভারত থেকে তুলা আমদানির ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহার এবং বাণিজ্য ব্যবধান কমিয়ে বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধা বৃদ্ধি করতে ভারতের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামান (ঘরৎসধষধ ঝরঃযধৎধসধহ)-এর প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী আগামী ১৫-১৮ ডিসেম্বর কেনিয়ার নাইরোবিতে ডব্লিউটিও’র ১০ম মিনিস্টারিয়েল কনফারেন্সে এলডিসি প্যাকেজের প্রতি সমর্থন প্রদানের আহ্বান জানালে ভারতের বাণিজ্যমন্ত্রী এ ব্যাপারে সমর্থনের আশ^াস দেন। 

    মন্ত্রী আজ ভারতের নয়াদিল্লীতে নির্মলা সীতারামানের সাথে তাঁর দপ্তরে বৈঠক করেন। দোহা ওয়ার্ক প্রোগ্রাম কিভাবে পূর্ণ বাস্তবায়ন করা যায় তিনি সে বিষয়ে আলোচনা করেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

    ভারতের বাণিজ্যমন্ত্রী পাট রপ্তানি এবং তুলার শুল্কহারের বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সমস্যা সমাধান এবং বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাধাসমূহ দূর করার আশ^াস প্রদান করেন।

    তোফায়েল আহমেদ ভারতের বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন, বাংলাদেশ বর্তমানে এলডিসিভুক্ত দেশসমূহের সমন্বয়কের দায়িত্ব পালন করছে। অতি সম্প্রতি জেনেভা সফরের সময় তিনি এলডিসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত এবং ডব্লিউটিও’র মহাপরিচালকের সাথে বৈঠক করে নাইরোবি সম্মেলনের এলডিসিভুক্ত দেশসমূহের এজেন্ডা সম্পর্কে মতবিনিময় করেন। তিনি বলেন, উন্নত বিশে^র দেয়া প্রতিশ্রুতি মোতাবেক এলডিসিভুক্ত দেশসমূহ সুযোগ সুবিধা পাচ্ছে না। এলডিসিভুক্ত দেশসমূহের জন্য হংকং মিনিস্টারিয়াল কনফারেন্সে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি প্রবেশাধিকার প্রদানের সিদ্ধান্ত হয়। ঔষধ রপ্তানির ক্ষেত্রে ট্রিপসের মেয়াদ বৃদ্ধি, সার্ভিস ওয়েভার প্রদান, রুলস অফ অরিজিন বিষয়ে গৃহীত সিদ্ধান্ত উন্নত বিশে^র অনেক দেশ বাস্তবায়ন করছে না। এ বিষয়ে আসন্ন ১০ম মিনিস্টারিয়েল কনফারেন্সে এলডিসি প্রস্তাবনা উত্থাপন করা হবে। 

    বাণিজ্যমন্ত্রী ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত  সাউথ এশিয়া ইকনমিক সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন।
#
বকসী/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮১৬

বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :
    বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্টি বোর্ডের ৭ম সভা আজ রাজধানীর আগারগাঁও-এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সভায় বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন, ২০১৪-১৫ অর্থবছরের আয়-ব্যয় পর্যালোচনা ও ২০১৫-১৬ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়।
    সভায় জানানো হয়, ২০১৪-১৫ অর্থবছরে এ ট্রাস্টের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তিখাতে উন্নয়নের জন্য বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি ক্রয় ও উন্নয়ন এবং বিজ্ঞান জনপ্রিয়করণে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠান বাবদ ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল হক খান, অতিরিক্ত সচিব ইতি রাণী পোদ্দার, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামসহ ট্রাস্টের ১৭জন সদস্য সভায় উপস্থিত ছিলেন।
#

কামরুল/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭১০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                        নম্বর : ২৮১৫

পরিবাগ, হাতিরপুল এবং সোনারগাঁও রোড এলাকার 
৭শ’ অচল টেলিফোন ত্রুটিমুক্ত করা হচ্ছে

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

আজ সকাল ছয়টায় হাতিরপুলস্থ মোতালিব প্লাজার নিকটে বিটিসিএলের একটি টেলিফোন কেবিনেট বিদ্যুতায়িত হয়ে সম্পূর্ণ পুড়ে যাওয়ায় প্রায় ৭শ’ টেলিফোন অকেজো হয়ে পড়েছে। 

উক্ত কেবিনেট সংলগ্ন পরিবাগ এলাকা, মোতালিব প্লাজা, নাহার প্লাজা ও সোনারগাঁও রোড এলাকার গ্রাহকগণ টেলিফোন সেবা পাচ্ছেন না। ইতোমধ্যে বিটিসিএলের কারিগরিদল কেবিনেট মেরামত কাজ শুরু করেছেন। আগামী  ৫/৬ দিনের মধ্যে টেলিফোনসমূহ পর্যায়ক্রমে চালু করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

#

মোরশেদ/আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৭৪০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৮১৪

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :

    বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সাথে আজ তাঁর মন্ত্রণালয়ের দপ্তরে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত গধ গরহময়রধহম সাক্ষাৎ করেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মেসবাহুল ইসলাম ও ড. মো. নজরুল আনোয়ার, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. বায়েজিদ সরোয়ার এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব মতিউর রহমান ও মো. রমজান আলী উপস্থিত ছিলেন।
        সাক্ষাৎকালে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, চীন আন্তরিকভাবে বিশ্বাস করে বাংলাদেশ তাদের বন্ধুপ্রতীম দেশ। সেজন্য তাঁরা বস্ত্র ও পাটখাতে বাংলাদেশের সাথে ব্যবসাবাণিজ্যের সম্প্রসারণ ঘটাতে আগ্রহী।
          বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশও আন্তরিকভাবে বিশ্বাস করে চীন বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ এবং বাংলাদেশও চীনে বস্ত্র ও পাটখাতে ব্যবসাবাণিজ্যের সম্প্রসারণ ঘটাতে চায়। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বিশ্বের সেরামানের পাট উৎপাদিত  হয় এবং এ পাট থেকে উচ্চমানের ও আকর্ষণীয় বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে। উৎপাদিত পণ্যের সামান্যই চীনে রপ্তানি হয়। বাংলাদেশ আরো অধিক পরিমাণে পাট ও বহুমুখী পাটজাত পণ্য চীনে রপ্তানি করতে চায়। বাংলাদেশের পাটকল ও বস্ত্রকলগুলোর আধুনিকায়নে চীনের আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা চাইলে রাষ্ট্রদূত এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
#

রেজাউল/আফরাজ/রফিকুল/সেলিম/২০১৫/১৬৩০ ঘণ্টা     
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৮১৩

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :
         জাতীয় সংসদের ‘সরকারি প্রতিষ্ঠান কমিটির’ বৈঠক আজ কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে জাতীয়  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূইয়া, মো. নূরুল ইসলাম সুজন এবং আব্দুর রউফ বৈঠকে অংশগ্রহণ করেন।
         বৈঠকে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক যথা- সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের খেলাপি ঋণ সম্পর্কে  বিস্তারিত আলোচনা হয়। কমিটি রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদানের সময় যথাযথ মূল্যায়ন করে ঋণ গ্রহণের উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদানের সুপারিশ করে । 
         বৈঠকে অডিট আপত্তির সংখ্যা কমাতে মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সভা করে আপত্তিগুলো নিষ্পত্তির সুপারিশ করা হয় ।    
       ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের প্রতিনিধিসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

নীলুফার/আফরাজ/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৫/১৬৫০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৮১১

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে

ঢাকা, ১৫ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) :
    পবিত্র হজ পালন ও ঈদুল আজহা উদযাপনসহ নানা কারণে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং দূর্গাপুজা আসন্ন বিধায় রিটার্ন প্রস্তুতের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে আরো সময় প্রয়োজন উল্লেখ করে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন পেশাজীবী ও বাণিজ্য সংগঠন আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানান। এতদ্প্রেক্ষিতে জাতীয় রাজস¦বোর্ড এসময়সীমা বৃদ্ধি করেছে।
    সম্মানিত করদাতাদের সুবিধার্থে ব্যক্তিশ্রেণি করদাতাসহ অন্যান্য করদাতাদের (কো¤পানি করদাতা ব্যতীত) আয়কর রিটার

Todays handout (9).doc Todays handout (9).doc

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon