Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০২৪

তথ্যবিবরণী ২৩ আগস্ট ২০২৪

তথ্যবিবরণী                                                                                                                নম্বর: ৫১৯

 

বন্যার্তদের জন্য একদিনের বেতনের অর্থ দেবে

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সকলে                                    


ঢাকা, ৮ ভাদ্র (২৩ আগস্ট):

 

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

আজ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ কথা জানান।

 

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবে উল্লেখ করে ফরিদা আখতার দেশের এই সংকটকাল উত্তরণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ।

 

                                                     #

বিবেকানন্দ/আকরাম/খায়ের/মোশারফ/আব্বাস/২০২৪/২৩২০ ঘণ্টা

 

 

 

Handout                                                                                                                      Namber: 518

Water Resources Adviser Visits Flood-Affected Areas in Habiganj:

Government is working together with full force to combat floods

                                                                -  Water Resources Adviser

Habiganj, 23 August:

Water Resources Adviser Syeda Rizwana Hasan has stated that the government is working collectively with full force to tackle the ongoing flash flood situation in various districts of the country. With the help of everyone, swift and effective measures are being taken to rescue people from remote areas. She expressed sincere gratitude to the students and general public who are participating spontaneously alongside the government in providing services to the people arriving at the shelters.

She made these remarks while responding to journalists' questions after visiting various flood-affected areas in the Sadar Upazila of Habiganj district on Friday. The Environment, Forest and Climate Change Adviser mentioned that discussions will be held regarding the release of water from upstream in India without prior warning. Initiatives will be taken to properly manage the silt coming from upstream. Action will be taken against those engaged in illegal dredging. All embankments will be repaired on time to control flooding. She instructed government officials to involve students and local residents in all activities.

During the visit, she was briefed on the flood situation, the condition of affected people, and the progress of rehabilitation efforts. Local administration, district officials, journalists, and people from all walks of life were present. Prior to this, the Adviser held discussions with the local administration, media, and civil society on the flood situation in Habiganj district at the Habiganj Circuit House.

After visiting the river erosion-affected areas, the Water Resources Adviser delivered speech at a meeting held at the Chunaruaghat Upazila Parishad auditorium. Officials from the Department of Environment, the Forest Department, and the Water Development Board, as well as district and upazila-level officials, public representatives, and media personnel attended the meeting.

#
 

Dipankar/Akram/Sanjib/Shamim/2024/2000 hour

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৫১৭

খাগড়াছড়িতে বানভাসিদের মাঝে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

 

খাগড়াছড়ি, ৮ ভাদ্র (২৩ আগস্ট):

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়িতে বানভাসী মানুষের মাঝে উপস্থিত হয়ে বলেছেন, এবারের অপ্রত্যাশিত বন্যা আমাদের যে ক্ষতি করলো তা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

আজ খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়ন কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন সুপ্রদীপ চাকমা।

উপদেষ্টা খাগড়াছড়ি সদর থানার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের গঞ্জপাড়া ও উত্তর গঞ্জপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এলাকাবাসী উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে কাছে পেয়ে তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ততার কথা তুলে ধরেন। উপদেষ্টা তাদের কষ্টে সমব্যথী হন। তিনি জেলা প্রশাসককে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তালিকা করে তাদেরকে পুনর্বাসনের জন্য সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ ও অর্থ রয়েছে। যদি এগুলোতে না কুলোয় তাহলে প্রয়োজনে আমরা অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা নিব।

উপদেষ্টা গোলাবাড়ী ইউনিয়ন কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন। এর আগে উপদেষ্টা আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে ৪৫০টি বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণবিতরণের সময় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ২০৩, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলামসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপদেষ্টা বন্যায় দুর্গতদের খোঁজখবর নেওয়াসহ তাদের মাঝে দ্রুত যথাযথ ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

#

রেজুয়ান/আকরাম/খায়ের/মোশারফ/শামীম/২০২৪/২০১৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর: ৫১৬

 

হবিগঞ্জে বন্যাদূর্গত এলাকা পরিদর্শনে পানিসম্পদ উপদেষ্টা

সরকার সম্মিলিতভাবে বন্যা মোকাবিলায় কাজ করছে

                                   


হবিগঞ্জ, ৮ ভাদ্র (২৩ আগস্ট):

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের বিভিন্ন জেলার চলমান আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্মিলিতভাবে সর্বশক্তি দিয়ে কাজ করছে। সকলের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্গম এলাকাগুলো হতে মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। আশ্রয় কেন্দ্রে আগত মানুষের সেবায় সরকারের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ জানান।

 

আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হবিগঞ্জ জেলার সদর উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

 

পানি সম্পদ উপদেষ্টা বলেন, ভারতের উজান থেকে সতর্কতা ছাড়া পানি ছাড়া নিয়ে কথা বলা হবে। উজান থেকে আসা পলির সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণ করা হবে। অবৈধভাবে ড্রেজিংকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বন্যা নিয়ন্ত্রণে সকল বেড়িবাঁধ যথাসময়ে মেরামতের উদ্যোগ নেয়া হবে। সকল কাজে শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার জন্য তিনি সরকারি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত জনগণের অবস্থা এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, জেলার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক-সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। এরপূর্বে হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি বিষয়ে হবিগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন।

 

নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর পানি সম্পদ উপদেষ্টা চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

                                                      #

দীপংকর/আকরাম/খায়ের/মোশারফ/আব্বাস/২০২৪/১৯৩৭ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৫১৫

চলমান বন্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের

চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল গঠন

 

ঢাকা, ৮ ভাদ্র (২৩ আগস্ট):

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ছাত্র-জনতা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা বন্যা কবলিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সুচিকিৎসা এবং বন্যাদুর্গত এলাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে সমন্বয় নিশ্চিতকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক      কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ মন্ত্রণালয়ের ভবন নং ৩, কক্ষ নং ৩২০ এ দায়িত্ব পালন করবেন। উক্ত কক্ষের ফোন নম্বর ০২-৫৫১০১৪২৬। 

সার্বিক বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা ফোকাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

#

শাহাদাত/আকরাম/খায়ের/সঞ্জীব/শামীম/২০২৪/১৮২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর: ৫১৪

 

বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মহতী আগ্রহকে স্বাগত জানায় সরকার


ঢাকা, ৮ ভাদ্র (২৩ আগস্ট):

 

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহকে সরকার স্বাগত জানায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত একাউন্টে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন:

হিসাবের নাম : প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল

ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় 

হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

 

উল্লেখ্য, তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।

 

                                                         #

প্রউপ্রেস/আশরোফা/আকরাম/খায়ের/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৯১৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৫১৩

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

ঢাকা, ৮ ভাদ্র (২৩ আগস্ট):

          স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪৫ শতাংশ।  

          গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৬৪ জন।

#

দাউদ/আকরাম/খায়ের/সঞ্জীব/শামীম/২০২৪/১৮১০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৫১২

আবাসনের জন্য খাল, বিল, নদী-নালা বরাদ্দ দেওয়া যাবে না

                               - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

খাগড়াছড়ি, ৮ ভাদ্র (২৩ আগস্ট):

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশের খাল, বিল, নদী-নালা ও শস্যক্ষেতগুলোতে কোনোভাবেই আবাসনের জন্য বরাদ্দ দেওয়া যাবে না।  

আজ খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে খাগড়াছড়ির প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিক ও ছাত্র-জনতাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এবারের অপ্রত্যাশিত বন্যা আমাদের যে ক্ষতি করলো তা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বন্যার ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নদী, খাল-বিল, ধান ক্ষেত ভরাট করে যেভাবে আবাসন নির্মাণ করা হচ্ছে, তা আমাদের জন্য অত্যন্ত ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। বর্ষণ হলেই এখানে পানি জমে বন্যা হচ্ছে। স্থানীয় মহিলা কলেজ নির্মান প্রসংগে উপদেষ্টা বলেন, ধানক্ষেতের উপর নির্মাণের জায়গা নির্বাচন করা মোটেই উচিত হবে না। আলুটিলার উঁচু জায়গায় মহিলা কলেজ নির্মাণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা।  

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্যবাসীদের স্বাবলম্বী করতে পার্বত্য তিন জেলায় লাইভলিহুড ডেভেলপমেন্ট গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য এখানে অর্থকরী ফসল হিসেবে কাজু বাদাম ও ইক্ষুর চাষ বাড়ানো হবে। তিনি পার্বত্য অঞ্চলের পরিবেশ সুরক্ষায় নদী, নালা, ঝিরিগুলোর পানির প্রবাহ ঠিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। সভায় জেলার সার্বিক উন্নয়ন, নিয়োগ, দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িতদের অভিনন্দন এবং নিহতদের পরিবারের সদস্য ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জেলায় ২ জন করে ছাত্র প্রতিনিধি রাখা হবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম, সুশীল নাগরিক সুদিন কুমার চাকমা, সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ত্রিনা চাকমা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদুল আলম ও মাসুদ রানা এসময় উপস্থিত ছিলেন।

#

 রেজুয়ান/আকরাম/খায়ের/সঞ্জীব/শামীম/২০২৪/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                নম্বর: ৫১১

 

 

জাতিকে সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র উপহার দিতে চাই

                                  ---ধর্ম উপদেষ্টা


চট্টগ্রাম, ৮ ভাদ্র (২৩ আগস্ট):

 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানুষ বিগতদিনে ভোট দিতে পারেনি। কোনো দল একবার ক্ষমতায় আসলে আর ক্ষমতা ছাড়তে চায় না। এই কালচার বন্ধ করতে চাই। পলিটিক্যাল কালচার রিফর্ম করতে চাই। জাতিকে একটি সৌহার্দ্যপূর্ণ রাষ্ট্র উপহার দিতে চাই।

 

আজ চট্টগ্রামের হালিশহরে হযরত উসমান (রা.) জামে মসজিদে জুমআ'র নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশে বক্তৃতায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রথম সভাতেই আমি বলে দিয়েছি-আমি দুর্নীতি করি না, ঘুষ খাই না। আমার মন্ত্রণালয়কে আমি দুর্নীতিমুক্ত করতে চাই। এ মন্ত্রণালয়ের কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

ধর্ম উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে রোজা ও পূজা একই সময়ে পালিত হয়। সবাই তার নিজের ধর্ম স্বাধীনভাবে পালন ও প্রচার করবে। এটা সকলের নাগরিক অধিকার।

 

ড. খালিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। এরপর সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজে হাত দেবে। এ সরকার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের মাধ্যমে কাজ শেষ করবে।

 

দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের রিজার্ভ তলানিতে পৌঁছেছে। এ অবস্থায় অর্থসংশ্লিষ্ট নতুন কোনো প্রকল্প গ্রহণ বা অন্য কোনো কাজে হাতে দেওয়া সম্ভব নয়। আশার কথা হলো, রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনীতি শক্তিশালী হলেই আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করব।

 

ধর্ম উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিবর্তিত পরিস্থিতিতে কিছু দুর্বৃত্ত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় ও ঘরবাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে বিদেশি কিছু মিডিয়াতে প্রোপাগান্ডাও চালানো হয়েছে। তবে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে সরকার কঠোর হাতে দমন করবে। তিনি দেশের আইনশৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

                                                    #

আবুবকর/আকরাম/খায়ের/সঞ্জীব/আব্বাস/২০২৪/ ১৮১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৫১০

দেশে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

বন্যায় আক্রান্ত জেলা সংখ্যা ১১টি এবং ক্ষতিগ্রস্থ লোকসংখ্যা প্রায় ৪৪ লাখ

ঢাকা, ৮ ভাদ্র (২৩ আগস্ট):

দেশের চলমান বন্যায় আক্রান্ত জেলার সংখ্যা ১১টি। জেলাগুলো হলো-ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজার। বন্যা প্লাবিত উপজেলা ৭৭টি এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা ৫৮৪টি। ১১ জেলায় মোট ৮ লাখ ৮৭ হাজার ৬২৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৪ লাখ ৯৭ হাজার  ৫৩৫ জন। মৃত লোকসংখ্যা ১৩ জনের মধ্যে মহিলা ২ জন। কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীতে ১ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় ১ জন, লক্ষীপুরে ১ জন ও কক্সবাজারে ৩ জন মৃতুবরণ করেছে। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট ৩ হাজার ১৬০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ১ লাখ ৮৮ হাজার ৭৩৯ জন লোক ও ১৭ হাজার ৮৪৮টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে। এছাড়া, ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৬৩৭টি মেডিকেল টিম চালু রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে মোট ৩ কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ মে.টন চাল এবং ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৩৫ লাখ টাকা ও ১ হাজার ৬শ মে.টন চাল; কুমিল্লায় ৪৫ লাখ টাকা ও ২ হাজর ৬শ মে.টন চাল; ফেনীতে ৬২ লাখ টাকা, ২ হাজার ৯শ মে.টন চাল ও ৬ হাজার প্যাকেট শুকনা খাবার; নোয়াখালীতে ৪৫ লাখ টাকা, ২ হাজার ৬শ মে.টন চাল ও ১ হাজার প্যাকেট শুকনা খাবার; সিলেটে ৪৫ লাখ টাকা, ২ হাজার ৬শ মে.টন চাল ও ৪ হাজার প্যাকেট শুকনা খাবার; মৌলভীবাজারে ৩০ লাখ টাকা, ২ হাজার ৩৫০ মে.টন চাল ও ১ হাজার প্যাকেট শুকনা খাবার; হবিগঞ্জে ৩৫ লাখ টাকা, ২ হাজার ৪শ মে.টন চাল ও ৩ হাজার প্যাকেট শুকনা খাবার; ব্রাহ্মণবাড়ীয়ায় ১৫ লাখ টাকা, ১ হাজার ৬শ মে.টন চাল; লক্ষ্মীপুরে ১০ লাখ টাকা, ৫শ মে.টন চাল; খাগড়াছড়িতে ১০ লাখ টাকা, ৫শ মে.টন চাল এবং কক্সবাজারে ২০ লাখ টাকা, ৫শ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া, দেশের সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে।

বন্যা আক্রান্ত জেলাসমূহের জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে এক সাথে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য ০২৫৫১০১১১৫ নম্বর চালু রয়েছে।

ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, হবিগঞ্জ ও লক্ষীপুর জেলার বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোষ্ট গার্ড ও বিজিবি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা এবং সচিব মহোদয় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য বন্যা উপদ্রুত এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন।

 

#

সাজ্জাদ/রবি/শামীম/২০২৪/১৫২৯ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৫০৯

থানায় অভিযোগ গ্রহণ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি

ঢাকা ৮ ভাদ্র (২৩ আগস্ট): 

          স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা গত ২১ আগস্ট থানায় অভিযোগ গ্রহণ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে।

          জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, ‘প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে যে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো থানায় জিডি/এফআইআর/মামলা গ্রহণে অসম্মতি জ্ঞাপন/বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে; পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না।’

          পরিপত্রে আরো বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

#

ফয়সল/রবি/সাজ্জাদ/লিখন/২০২৪/১৫১৮ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৫০৮

উদ্ভূত বন্যা পরিস্থিতিতে জননিরাপত্তা বিভাগে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ গঠন

ঢাকা, ৮ ভাদ্র (২৩ আগস্ট):

বাংলাদেশে উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবিলায় সহায়তার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মোঃ হারুন-অর-রশিদ সমন্বয় সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান করবেন।

‘দুযোর্গ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল’-এ জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০,
০২- ৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩, ০২-৪৭১১৮৭০৪ ও ০২-৪৭১১৮৭০৫ এবং মোবাইল নম্বর: ০১৩১৭৭৪৯৯৮০ ও ০১৮২০১১৭৭৪৪।

সমন্বয় সেল দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাসহ প্রাপ্ত তথ্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত ও  ফলোআপ করবে।

#

ফয়সল/রবি/সাজ্জাদ/শামীম/২০২৪/১২১৯ ঘণ্টা

 

 

2024-08-23-18-31-dbd17a5e9e6c6be7e32d2b9d78e818ae.docx