Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মে ২০১৯

তথ্যবিবরণী 18/5/2019

তথ্যবিবরণী                                                                            নম্বর : ১৯৭২
 
ডিজিটাল শিল্প বিপ্লব পৃথিবীর সকল দেশে একইকভাবে প্রযোজ্য হবে না
                                                   -- টেলিযোগাযোগ মন্ত্রী
ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) : 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তথ্যপ্রযুক্তি  বিকাশের ফলে পৃথিবী বর্তমানে এমন এক জায়গায় এসেছে যেখানে  ভয়েজ কলের দিন প্রায় শেষ। ভয়েজ কল প্রযুক্তি আইপি নির্ভর প্রযুক্তিতে বিকশিত হবে। ডাটা দিয়ে মানুষ কল করবে। তিনি বলেন,  ৫জির  আবির্ভাবের ফলে  প্রচলিত ব্রডব্যান্ড সেবাদানকারী  প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয়তা থাকবে কিনা সেটাও ভাববার সময় এসেছে।  এছাড়াও ভবিষ্যতের পৃথিবীতে  ফোন অপারেটর ছাড়াই বিশেষ ফোনে কথা বলার প্রযুক্তিও আবিষ্কৃত হচ্ছে। 
মন্ত্রী  আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে  বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০১৯ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে বিটিআরসি  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তৃতায় এসব কথা বলেন।
  মন্ত্রী  বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০১৯ এর এ বারের প্রতিপাদ্য ‘ব্রিজিং  দি  স্টান্ডার্ডাইজেশন গ্যাপ’ অত্যন্ত সময়োপযোগী উল্লেখ  করে বলেন ডিজিটাল শিল্প বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লব পৃথিবীর সকল দেশে কিংবা  সকল মানুষের জন্য একইভাবে প্রযোজ্য হবে না। শিল্পোন্নত দেশের  বড় চ্যালেঞ্জ তাদের শ্রম দেওয়ার মতো মানুষ নাই। তাদের জন্য শিল্প বিপ্লব হচ্ছে   কিভাবে মানুষ ছাড়া কাজ করা যায়, কিভাবে  শিল্প কারখানা সচল রাখা যেতে  পারে। এই বিষয়ক  প্রযুক্তিকে  তারা স্বাগত জানাবে।  আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে  বিপুল  মানবসম্পদকে  ব্যবহার করা। 
 মোস্তাফা  জব্বার স্বাধীনতার  মাত্র দুই বছরের  মধ্যে ১৯৭৩ সালে আইটিইউ এর সদস্য পদ অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধুর  দূরদৃষ্টি সম্পন্ন  ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, যুদ্ধের  ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েও  বহির্বিশ্বের সাথে টেলিযোগাযোগ সংযোগ সুদৃঢ় করতে  ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়ায়  ভূ-উপগ্রহ কেন্দ্র  প্রতিষ্ঠা  করে টেলিযোগাযোগ উন্নয়নের  মাইলফলক স্থাপন করেন।
  বঙ্গবন্ধুর  সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের  যুগান্তকারী কর্মসূচি  বাংলাদেশকে ডিজিটাল শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় পৌঁছে  দিয়েছে।  প্রধানমন্ত্রীর  আইসিটি বিষয়ক  উপদেষ্টা  সজীব ওয়াজেদের  দিক নির্দেশনায়  গত দশ বছরে  তথ্যপ্রযুক্তি  দুনিয়ায় বাংলাদেশ  অনুকরণীয় দৃষ্টান্ত  স্থাপন করেছে। মহাকাশেও  আজ বাংলাদেশ পৃথিবীর ৫৭তম  স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের মর্যাদা অর্জন করেছে।
  বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহিরুল হকের সভাপতিত্বে  অনুষ্ঠানে  আইসিটি প্রতিমন্ত্রী  জুনাইদ  আহমেদ  পলক, ডাক ও টেলিযোগাযোগ  বিভাগের সচিব  অশোক কুমার বিশ্বাস এবং আইএসপিএবি’র সভাপতি এম এ হাকিম বক্তৃতা করেন।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন,  বর্তমান বিশ্বায়নের যুগে  তথ্যপ্রযুক্তি  এবং টেলিযোগাযোগ ব্যবস্থা  উন্নয়ন  ও অগ্রগতির অন্যতম প্রধান হাতিয়ার। শিক্ষা, চিকিৎসা, কৃষি, ব্যবসা বাণিজ্যসহ সর্বক্ষেত্রে  তথ্যপ্রযুক্তির প্রভাব অনস্বীকার্য।
পরে মন্ত্রী বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০১৯ উপলক্ষে  আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করেন।
স্মারক ডাকটিকিট অবমুক্ত
অনুষ্ঠানে  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী  ডাক অধিদপ্তর  কর্তৃক  বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস এর  সুবর্ণজয়ন্তী -২০১৯ উদযাপন উপলক্ষে  প্রকাশিত দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।
এই উপলক্ষে দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম¬¬¬, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
#
 
শেফায়েত/ইসরাত/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                             নম্বর : ১৯৭১
 
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সরকার সব সহযোগিতা করবে 
                                                  -- আইনমন্ত্রী
ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) : 
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষা করার জন্য যা করতে হয় নির্বাহী বিভাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সে ব্যাপারে সকল সহযোগিতা করবে। 
 
মন্ত্রী আজ ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ঢাকাস্থ কসবা থানা সমিতির ইফতার অনুষ্ঠান শেষে সাংবদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
 
বিচারাধীন   কোনো বিষয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় না প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিরা আপনারা যে কাজটা করেন সেটাকে বন্ধ করার জন্য বলেছেন।’ 
 
মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন যে, কোনো বিচারাধীন মামলা  সম্বন্ধে ব্যক্তিগত অভিমত দিয়ে কোনো পত্র-পত্রিকায় রিপোর্ট করা যাবে না।  ‘কিন্তু আপনারা  জানেন যে,  সব সময় যেসব মামলা চলছে, বিচারকার্য চলমান সেসব মামলায় যখন আপনারা রিপোর্ট করেন তখন কিন্তু আদালত কিছু বলেননি।’ 
 
তিনি বলেন, ‘সাব-জুডিস কথাটার অর্থ হচ্ছে, যে মামলাটা বিচারাধীন আছে কিন্তু কার্যক্রম এখনো শুরু হয়নি, সেই মামলাগুলোর ব্যাপারে আপনারা যদি কথা না বলেন, তা হলে বিজ্ঞ বিচারক বা বিচারপতিদের উপরে কোনো চাপ পড়ে না এবং তাঁরা সুষ্ঠু বিচার করতে পারেন।   সেজন্যই কিন্তু প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিরা এই কথাটা বলেছেন।’
 
সমিতির সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনসহ সমিতির নেতৃবৃন্দ  বক্তৃতা করেন।
 
#
 
রেজাউল/ইসরাত/এনায়েত/মোশারফ/সেলিম/২০১৯/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                           নম্বর : ১৯৭০
 
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
 
ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) : 
 
মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য ক্ষমতাসীন দলের সভাপতি ও জোট পাকাতান হারাপানের সভাপতি আনোয়ার ইব্রাহীমের সাথে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ায় সফররত প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।
 
গতকাল আনোয়ার ইব্রাহীমের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম, কাউন্সিলর (শ্রম) মোঃ জহিরুল ইসলাম, প্রথম সচিব (শ্রম) মোঃ হেদায়েতুল ইসলাম ম-ল প্রমুখ। 
 
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এ সময় আনোয়ার ইব্রাহীম প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। এমন কর্মঠ বাংলাদেশি কর্মীদের বেতনভাতা, আবাসন এবং কল্যাণের বিষয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানান তিনি। এছাড়া বিদেশি কর্মীদের সুষ্ঠু ও একক ব্যবস্থাপনা বিষয়ে কাজ করছে সরকার। 
 
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের কল্যাণে মালয়েশিয়া সরকারের আন্তরিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এ বিষয়ে তাঁর সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান।
 
#
 
রাশেদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                          নম্বর :  ১৯৬৯
 
প্রতিবন্ধীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে
                  -- সমাজকল্যাণ মন্ত্রী
 
ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) : 
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের বোঝা নয়। সরকার তাদেরকে উন্নয়নের মূল ¯্রােতে নিয়ে আসতে কাজ করছে। দেশের সকল প্রতিবন্ধীর ডাটাবেজ  তৈরি করা হচ্ছে। এই ডাটাবেজ ব্যবহার করে প্রতিটি প্রতিবন্ধীর কল্যাণ নিশ্চিত করা হবে।
 
মন্ত্রী আজ রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে ঢাকা সাংস্কৃতিক সংগঠন আয়োজিত মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
অনুষ্ঠানে ঢাকা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোঃ শাহজাহান ও মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার বক্তব্য রাখেন।
 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে। হতদরিদ্র, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীকে সমাজের মূল ¯্রােতে নিয়ে আসার জন্য অগ্রাধিকারভিত্তিতে ৫৪ টি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের তথ্য ভা-ার সম্পন্ন হলে এটি হবে একটি মাইলফলক। যার মাধ্যমে দেশের প্রায় ষোলো লাখের অধিক প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা যাবে।
 
পরে মন্ত্রী গরিবদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন।
 
#
জাকির/ইসরাত/সঞ্জীব/সেলিম/২০১৯/২০৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                   নম্বর : ১৯৬৮
 
 
বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
 
 
ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) : 
 
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে পরাজিত করে। বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক গৌরবোজ্জ্বল এ বিজয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
 
প্রতিমন্ত্রী আজ এক অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের অবিস্মরণীয় এ বিজয়ে দেশবাসীর সাথে আমিও আনন্দিত ও গর্বিত। আমি আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশের জয়ের এ ধারা অব্যাহত থাকবে। ত্রিদেশীয় সিরিজে ক্রিকেটারদের ধারাবাহিক এ পারফরম্যান্স আসন্ন বিশ্বকাপ ক্রিকেটেও প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস। 
#
আরিফ/ইসরাত/সঞ্জীব/আব্বাস/২০১৯/২০৩৮ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৯৬৭
রাষ্ট্রগঠন ও নতুন প্রজন্মের মনন বিকাশে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ 
                         ---তথ্যমন্ত্রী
 
চট্টগ্রাম, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) : 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন গণমাধ্যম রাষ্ট্র গঠন, নতুন প্রজন্মের মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদপত্রে এখন অনুসন্ধানী প্রতিবেদন অনেক ক্ষেত্রে আগের চেয়ে কমে গেছে। সংবাদ পরিবেশন নয়, সংবাদ তৈরি করতে হবে। এমন সংবাদ করতে হবে যাতে সমাজের তৃতীয় নয়ন খুলে যায়। 
 
আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ‘সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
 
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য এ কর্মশালা আয়োজন করে। কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনজুরুল আহসান বুলবুল।
 
মন্ত্রী বলেন, শুধু বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। বস্তুগত উন্নয়নের পাশাপাশি উন্নত জাতি গড়তে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা যে ধরনের সমাজ ও রাষ্ট্র চাই তা গঠনে সবার অংশগ্রহণ জরুরি। আমাদের সামাজিক ও পারিবারিক বন্ধন উন্নত রাষ্ট্র থেকে এগিয়ে। এ বন্ধন অটুট রাখতে হবে। তিনি আরো বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান বাণিজ্যনগরী। দেশের স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনে চট্টগ্রামের সাংবাদিকদের ভূমিকা রয়েছে।
 
ড. হাছান মাহ্মুদ বলেন, দেশে দৈনিক ও টেলিভিশনের অনলাইন ভার্সন রয়েছে। অনলাইনগুলোকে নিবন্ধনের আওতায় আনছি। বিভিন্ন সংস্থা অনেক অনলাইন মিডিয়া সম্পর্কে প্রতিবেদনও দিয়েছে। অনলাইন মিডিয়াগুলোকে শৃঙ্খলায় আনতে হবে। অনেকেই সাংবাদিক কার্ড দিয়ে এই পেশার অমর্যাদা করছে। এদেরকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এক্ষেত্রে সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে। প্রেস কাউন্সিল যাতে আরো কার্যকর হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
 
প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলম ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।
#
আকরাম/ইসরাত/রাহাত/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৮২০ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৯৬৬
 
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ার প্রস্তুতি নিতে হবে
---কৃষিমন্ত্রী
 
 
ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) : 
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ার প্রস্তুতি নিতে হবে। আমাদের কৃষি বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করেছে, প্রতিনিয়ত গবেষণা অব্যাহত রয়েছে। প্রতিকূল পরিবেশ উপযোগী বিভিন্ন ফসল আবাদের জন্য কাজ করছে কৃষি বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় ১২টি সংস্থা কাজ করছে। নগরায়ন ও শিল্পায়নের কারণে ফসলের জমির হ্রাস রোধ করতে হবে সম্মিলিতভাবে।
 
আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক রাজধানীর আইডিইবি অডিটোরিয়ামে ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম আয়োজিত জলবায়ু পরিবর্তন : কৃষি খাতের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।
 
কৃষিমন্ত্রী বলেন, কৃষি সম্পূর্ণ প্রকৃতিনির্ভর। প্রকৃতি বিরূপ হলে ফসলের উৎপাদন কমে যায় এবং এর প্রভাব ব্যাপক। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় সবাইকে কাজ করতে হবে। খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে ফসলের উৎপাদন বেশি হচ্ছে, আমাদের এই অর্জনকে ধরে রেখে সামনে এগোতে হবে। তিনি আরো বলেন, শ্রমিক সংকটের কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, এটা অর্থনীতির জন্য ভালো। দেশের উন্নতি হয়েছে। অন্যদিকে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তাদের লোকসান হচ্ছে। সরকার বর্তমান সংকটের ব্যাপারে খুবই সচেতন, কীভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া যায় এর সমাধান বের করতে হবে। কৃষকদের কল্যাণে প্রয়োজনীয় সব করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিচারে শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। দেশের ৩০ লাখ হেক্টর জমি লবণাক্ততায় আক্রান্ত। লবণাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বাস্তবভিত্তিক গবেষণা বেশি প্রয়োজন। ল্যান্ড ও ক্রোপ জোনিং বাস্তবায়ন করাও জরুরি।
 
একেএম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ বক্তৃতা করেন। 
#
গিয়াস/ইসরাত/রাহাত/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৮২৭ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৯৬৫
বায়তুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে মুসল্লি আহত
ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালে ছুটে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী 
ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) : 
 
বায়তুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে নামাজরত অবস্থায় আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ছুটে গেলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতদের সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন ধর্ম প্রতিমন্ত্রী। 
 
প্রতিমন্ত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গুরুতর আহত বরিশালের আফজাল হোসেনের আইসিইউতে সুচিকিৎসা নিশ্চিত করেন এবং নগর পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই শরিফুল ইসলামকে পঙ্গু হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করেন। প্রতিমন্ত্রী এ সময় প্রায় ২ ঘণ্টা ঢাকা মেডিকেলে অবস্থান করেন এবং অন্যান্য রোগীদের খোঁজ নেন। পরে এএসআই শরিফুল ইসলামকে দেখতে পঙ্গু হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। পরে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের ক্ষতিগ্রস্ত অস্থায়ী মঞ্চ এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।  
 
উল্লেখ্য, গতকাল হঠাৎ ঝড়-বৃষ্টিতে বায়তুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে নামাজরত অবস্থায় শফিকুল ইসলাম (৩৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হন মোট ২২ জন। আহত রফিউজ্জামান, মনিরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, জানে আলম, সাদিকুর রহমান, তারেক রহমান, মাসুদ, জহিরুল ইসলাম, সজীব, আওয়াল, বিপ্লব  ও আমিন উল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
 
প্রতিমন্ত্রী এ সময় বলেন, হতাহতের ঘটনা তদন্তে ইসলামিক ফাউন্ডেশনের সচিবের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ২১ মে রিপোর্ট উপস্থাপন করবে।
#
আনোয়ার/ইসরাত/রাহাত/আব্বাস/২০১৯/১৭৩০ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৯৬৪
ত্রিদেশীয় সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অভিনন্দন
 
ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) : 
বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় এ গৌরবোজ্জ্বল বিজয়ে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল,  নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
 
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় এ সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে পরাজিত করে। 
 
মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 
 
 
#
শাহেদ/ইসরাত/রাহাত/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৬৫৮ ঘণ্টা    
Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon