Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুলাই ২০১৭

তথ্যবিবরণী ২৬ জুলাই ২০১৭

তথ্যবিবরণী                  নম্বর : ১৯৪০
 
মুনাফার সাথে শ্রমিকের সুস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করুন
                             ---শিল্পোদ্যক্তাদের তথ্যমন্ত্রী
 
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) : 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সুস্থ ও শিক্ষিত শ্রমিকই উৎপাদন বৃদ্ধি করে। একারণে শুধু মুনাফা অর্জনে লক্ষ্য দিলে চলবেনা, শ্রমিকদের এ দু’বিষয়ে মালিকদের নজর দিতে হবে।’  
আজ সাভারের আশুলিয়ায় বড় রাঙ্গামাটিয়াতে চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পিকার্ড বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে শ্রমজীবী ও তাদের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত ‘কমিউনিটি স্কুল’ উদ্বোধন ও শ্রমিকদের মধ্যে ‘স্বাস্থ্যবীমা কার্ড’ বিতরণকলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। 
দেশের চামড়াজাত পণ্য ও পাদুকা উৎপাদন এবং রপ্তানিকারকদের সংগঠন ‘লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশ’ (এলএফএমইএবি)’র সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের নির্বাহী পরিচালক কাজী রওশন আরা।   
তথ্যমন্ত্রী এসময় কমিউনিটি বিদ্যালয় ও স্বাস্থ্যবীমার উদ্যোগের জন্য পিকার্ড বিডি লিমিটেড ও এলএফএমইএবি’কে অভিনন্দন জানিয়ে বলেন, সরকার দেশে শিল্প মালিকদের সর্বাত্মক সহযোগিতা করছে। একইভাবে শিল্পমালিকদেরও শ্রমিকের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ সরকার এখন তিনটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে- জঙ্গিধ্বংস করে শান্তি, বৈষম্যমুক্ত উন্নয়ন ও দলবাজিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা। এবিষয়ে শ্রমিক-মালিক সকলকে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জাসদ সভাপতি। 
#
 
আকরাম/সেলিম/জয়নুল/২০১৭/২০৩০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৩৯

ডিসি সম্মেলনে স¦াস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতসহ সব খাতের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে হবে

ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই):

       দেশের স্বাস্থ্য খাতসহ সব খাতের উন্নয়ন মানুষের কাছে তুলে ধরতে ডিসিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মোহাম্মদ নাসিম।
   
       তিনি আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলন-২০১৭ তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

        মোহাম্মদ নাসিম বলেন, দেশের স্বাস্থ্যখাতে অনেক উন্নয়ন হয়েছে। দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান করা হয়েছে। এই গুলো উন্নয়নের কথা জনগনকে জানাতে হবে।

       স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা) সিরাজুল হক খান এবং সচিব (চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ) সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

       সম্মেলনে প্রশাসকরা জেলা পর্যায়ে চিকিৎসকসহ বিভিন্ন সংকটের কথা মন্ত্রীকে জানালে শিগগিরি ১০ হাজার ডাক্তার নিয়োগ করা হবে বলে তাদের জানান। পাশাপাশি অন্যান্য যেসব সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করা হবে বলেন তাদের নিশ্চিত করেন।
    
       স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের যেকোন ধরনের পরিস্থিতিতে জেলা প্রশাসকদের গুরত্বপূর্ণ ভুমিকা পালন করতে হয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকে। তারা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন সে বিষয়ে তাদের পরামর্শ দেয়া হয়েছে।
   
    ডিসি সম্মেলনে চিকুনগুনিয়া নিয়ে কোন দিকনির্দেশনা দেয়া হয়েছে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে কোন আলোচনা সেখানে হয়নি। তাছাড়া ঢাকার বাইরে কোথাও চিকুনগুনিয়ার কোন সমস্যা নেই।    

#

পরীক্ষিৎ/সেলিম/সেলিমুজ্জামান/২০১৭/১৯৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                  নম্বর : ১৯৩৮
 
জনপ্রতিনিধিদের সাথে মিলে কাজ করতে হবে ডিসিদের
                                            --- রেলমন্ত্রী
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। আর জনকল্যাণে মাঠ পর্যায়ের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকদের জনপ্রতিনিধিদের সাথে মিলে কাজ করতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলন-২০১৭ তে রেলপথ মন্ত্রণালয় বিষয়ক আলোচনায় এ কথা বলেন। তিনি এ সময় সারাদেশ থেকে আগত জেলা প্রশাসকদের মধ্য থেকে কয়েকজনের প্রশ্নের জবাব দেন।
 ঝিনাইদহ জেলা প্রশাসক বলেন, ফরিদপুরের মধুখালী থেকে প্রস্তাবিত মাগুরা রেললাইন ঝিনাইদহ পর্যন্ত নেয়ার জন্য সেখানকার জনগণের দাবি রয়েছে। মন্ত্রী এ সময় বলেন, পর্যায়ক্রমে সারা দেশকেই রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। মাগুরার পরে  ঝিনাইদহ পর্যন্ত নেয়া হবে বলে তিনি জানান।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ঢাকা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত রেল লাইনের দাবি জানালে মন্ত্রী জানান, এ সংক্রান্ত একটি প্রকল্পের যাচাই কাজ চলছে। অর্থায়ন পাওয়া গেলে এ লাইন নির্মাণ করা হবে।
দিনাজপুর জেলা প্রশাসক হিলি স্থলবন্দরের রেলওয়ে স্টেশনটি জিরো পয়েন্ট থেকে ১/২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে স্থানান্তরের দাবি জানালে মন্ত্রী বলেন যাচাইসাপেক্ষে স্টেশন ভিতরে আনার ব্যবস্থা করা হবে।
রেলপথ মন্ত্রী এ সময় জেলা প্রশাসকদের বলেন, বর্তমান সরকার এ রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। বর্তমানে ৪৪টি প্রকল্প চলমান আছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ রেলওয়ে উন্নত বিশ্বের পর্যায়ে চলে যাবে। আর এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্ত্রী উল্লেখ করেন। অতীতের মতো ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যাক্ত করেন। 
এ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মোফাজ্জল হোসেন ও রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
#
 
শরিফুল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                  নম্বর : ১৯৩৭
 
ডিসি সম্মেলনে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী
পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক
 
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
         পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসনিার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির মধ্য দিয়ে এ অঞ্চলের সার্বিক উন্নয়নের ধারা সূচিত হয় এবং পিছিয়ে পড়া ও পশ্চাৎপদ পাহাড়ি জনগণ তাদের মৌলিক চাহিদা পূরণের সুযোগ পায়। এ চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
         তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় একথা বলেন।
সম্মেলনে রাঙ্গামাটি পার্বত্য জেলায় সাম্প্রতিক সময়ে পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে বিদ্যমান ভূমি ব্যবস্থা এবং শান্তি চুক্তির পূর্বে দু’যুগব্যাপী সংঘাতে সৃষ্ট জনগণের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির কারণে সেখানে ভূমির মালকানাজনিত বিরোধ রয়েছে। এ অঞ্চলের ভূমি সমস্যা নিরসনের লক্ষ্যে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সংশোধন করা হয়েছে এবং এ সংক্রান্ত সমস্যা নিরসনে কমিশন নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।
স্থানীয় সরকার ব্যবস্থায় যাতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদসমূহ পার্বত্য জেলা পরিষদসমূহের সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে অধিকতর কার্যকরী ভূমিকা  রাখতে পারে সেজন্য তিনি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এবং বিশেষ অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ। সম্মেলনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন ।
#
 
জুলফিকার/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৩৬

ডিসি সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী
অভিবাসন খাতকে দালাল চক্র ও অসাধু মহলমুক্ত করতে এগিয়ে আসতে হবে

ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই):
     প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বলেছেন, অভিবাসন খাতকে দালাল চক্র ও অসাধু স্বার্থান্বেষী মহল থেকে মুক্ত করতে জেলা প্রশাসকগণকে এগিয়ে আসতে হবে। দক্ষতা অর্জন, নিরাপদ অভিবাসন ও অভিবাসন ব্যয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিতকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
    মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন-২০১৭ এর দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন।
    তিনি আরো বলেন,  বিদেশ গমনেচ্ছুক কর্মীদের স্মার্ট কার্ড প্রদান ও ফিঙ্গার প্রিন্ট গ্রহণসহ যাবতীয় কার্যক্রম বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে প্রায় সকল জেলা থেকে প্রদান করা হয়ে থাকে। এ সকল বিকেন্দ্রীকরণ কার্যক্রমকে আরো বেগবান করতে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন সময়ে প্রকাশিত ও প্রচারিত বুকলেট, পোস্টার, ফেস্টুন ও সচেতনতাধর্মী নাটিকাগুলো তৃণমূল পর্যায়ে প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি জেলা প্রশাসকবৃন্দের প্রতি আহ্বান জানান।  
    প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিতে অভিবাসন খাতের গুরুত্ব বিবেচনায় একে থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করেছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স ব্যাপক অবদান রাখছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১৬-১৭ অর্থবছরে ৯ লাখ ৪ হাজার ২শ’ ৯৭ জন কর্মী বিদেশে কাজের উদ্দেশ্যে গমন করেছে।
    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন, অভিবাসীদের প্রত্যাশা পূরণ এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য মাঠ প্রশাসনের সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, নিরাপদ অভিবাসন এবং প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সার্বিক কল্যাণে জেলা প্রশাসকদের সুচিন্তিত পরামর্শ/সুপারিশ পাওয়া গেলে মন্ত্রণালয় গুরুত্বসহকারে বিবেচনা করবে।
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার ও অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) জাবেদ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/সেলিম/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                  নম্বর : ১৯৩৫
 
বাংলাদেশ এসডিজি অর্র্জনে বিশ্বকে চমক দেখাবে
               --- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, এমডিজি’র  অভিজ্ঞতাকে কাজে  লাগিয়ে বাংলাদেশ এসডিজি অর্র্জনেও বিশ্বকে চমক দেখাবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সকল মন্ত্রণালয় ও সংস্থা  কাজ করে যাচ্ছে। 
তিনি আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে ‘জেন্ডার সমতা, নারী-শিশুর সুরক্ষা ও ক্ষমতায়নে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি’র মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ কর্মশালায় এসডিজি বাস্তবায়নে সকলের করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের  সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম এসডিজি বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক এবং ইউএন উইমেন বাংলাদেশের অফিসার ইন চার্জ দিলরুবা হায়দার।
 বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা, স্থানীয় বেসরকারি সংস্থা, গার্লস ইন রোভার স্কাউটস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিস বিভাগের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। 
#
 
খায়ের/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৯৩৪
তরুনদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে
  --শিক্ষামন্ত্রী
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
শিক্ষামন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ। তাদের অবশ্যই যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। এ বিশাল শ্রমশক্তিকে প্রশিক্ষিত করে তুলতে পারলে তারা দেশে ও বিদেশে কাজ করার সুযোগ পাবে। তরুন জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে না পারলে বাংলাদেশ তরুণ শ্রমশক্তির এ সুবিধা নিতে পারবে না।  
মন্ত্রী আজ ঢাকায় ইনস্টিটিউট অব্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশর্র্  (আইডিইবি) মিলনায়তনে ’রিজিওনাল কনফারেন্স অন টিভিইটি ফর গ্লোবাল কম্পিটিটিভনেস’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
কলম্বো প্লান স্টাফ কলেজ (সিপিএসসি), কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং আইডিইবি যৌথভাবে কারিগরি ও  ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ  (টিভিইটি) বিষয়ক এ আঞ্চলিক সম্মেলনের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, গত তিন দশক ধরে এশিয়া-প্যাসিফিক অঞ্চল বৈশ্বিক শ্রমশক্তি সরবরাহের অন্যতম কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে। কিন্তু যথাযথ দক্ষতার অভাবে তারা শ্রমবাজারের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। যা এ অঞ্চলের উন্নয়নে বাধার সৃষ্টি করছে। এক্ষেত্রে কারিগরি ও  ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ  কাঙ্খিত দক্ষতা ও জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
টিভিইটি প্রসারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এ শিক্ষায় গত আট বছরে ভর্তির হার শতকরা ১ ভাগ থেকে ১৪ ভাগে উন্নীত হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি-২০১১ প্রণয়ন করা হয়েছে। ২০১৫ সাল পর্যন্ত সিঙ্গাপুরে ৪২০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আরো ১ হাজার ১৫০ জনকে সেখানে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। চীনে ৫৮১ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে টিভিইটি শিক্ষায় ভর্তির হার ও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) স্থাপন করা হবে। ইতোমধ্যে ১০০টি টিএসসি নির্মানের কাজ চলছে। দ্বিতীয় ধাপে অবশিষ্ট ৩৮৯টি টিএসসি নির্মান করা হবে। তিনি বলেন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় ভর্তির হার ২০২০ সালের মধ্যে শতকরা ২০ ভাগে এবং ২০৩০ সালের মধ্যে শতকরা ৩০ ভাগে উন্নীত করতে দেশে আরো ২৩টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং ৮টি টিএসসি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কলম্বো প্লান স্টাফ কলেজ (সিপিএসসি)-এর মহাপরিচালক ড. রামহরি লামিচানে ( জধসযধৎর খধসরপযযধহব), আইডিইবি’র সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ এফ এম এনামুল হক বক্তৃতা করেন । উল্লেখ্য, দু’দিনব্যাপী এ সম্মেলনে সিপিএসসি সদস্য রাষ্ট্রসমুহের ২৩ জন প্রতিনিধি অংশগ্রহন করছেন।
#
আফরাজুর/অনসূয়া/শামীম/২০১৭/১৫৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী                       নম্বর  ১৯৩৩
 
রপ্তানি বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হবে 
                                                -বাণিজ্যমন্ত্রী
 
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের রপ্তানি বৃদ্ধিতে কোনো জেলা প্রশাসক বিশেষ অবদান রাখলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিদেশ ভ্রমণ ও পুরস্কারের ব্যবস্থা করা হবে। দেশের রপ্তানি বাণিজ্য এখন প্রায় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে দেশের রপ্তানির পরিমাণ ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধি এবং রপ্তানি বাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। 
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলি শীর্ষক অধিবেশনে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ‘ওয়ান ডিস্ট্রিক ওয়ান প্রোডাক্ট’ প্রকল্প হাতে নিয়েছে। দেশের প্রতিটি জেলা থেকে একটি করে পণ্য যদি রপ্তানি করা যায়, তা হলে রপ্তানির পরিমাণ অনেক বাড়বে। সরকার এখন কোন কোম্পানিকে এমএলএম ব্যবসা করার অনুমতি প্রদান করছে না। এমএলএম ব্যবসার নামে যাতে কোনো প্রতিষ্ঠান মানুষকে প্রতারিত করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসকদের সজাগ থাকতে হবে। 
তোফায়েল আহমেদ বলেন, জেলা প্রশাসকদের সবকিছুর ঊর্ধ্বে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের জান-মাল রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবসাবান্ধব সরকারের বাণিজ্যনীতির সুফল যাতে ব্যবসায়ী এবং ভোক্তাগণ পান তা নিশ্চিত করতে হবে। নিত্য প্রয়োজনীয় ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে। ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে হবে। সততার সাথে বাণিজ্য করতে উৎসাহ প্রদান করতে হবে এবং পণ্যের ন্যায্যমূল্য ও মান নিশ্চিত করতে হবে। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তদারকি বাড়াতে হবে। নতুন ও পুরাতন শিল্প কারখানা যাতে নিরাপদ ও মান সম্পন্ন হয় তা নিশ্চিত করতে হবে। 
তিনি বলেন, দুর্নীতিমুক্ত থেকে দক্ষতার সাথে সরকারের সকল উন্নয়নমূলক কর্মকা- সমন্বয় করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় দেশের অভ্যন্তরীণ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এর সুফল যাতে ব্যবসায়ী ও ভোক্তা পান তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
#
লতিফ বকসী/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৩২
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক
 
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির ৩২তম বৈঠক আজ কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে  সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী কর্তৃক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের ওপর প্রদত্ত প্রতিশ্রুতির অগ্রগতি বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত দেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মাসেতু বাস্তবায়ন কাজ চলমান রয়েছে এবং ইতোমধ্যে শতকরা ৪৪ ভাগ সার্বিক ভৌত কাজ সম্পন্ন হয়েছে। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলমান রয়েছে এবং জুন ২০১৭ পর্যন্ত ৫৮৯ টি ওয়ার্কি পাইল ড্রাইভিং, ৪৬ টি পাইল ক্যাপ, ২টি পিয়ার এবং ২৪টি কলামসহ  প্রথম ধাপ নির্মাণ সম্পন্ন হয়েছে।
বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কের যে ক্ষতি সাধিত হয় তা তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা করে যান চলাচলের উপযোগী করার সুপারিশ করা হয়। মহাসড়কে ক্ষমতার অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচল করে যাতে রাস্তার ক্ষতিসাধন করতে না পারে সেদিকে কঠোর নজরদারির সুপারিশ করা হয়।     
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ( আইএমইডি) কর্তৃক ২০১৬-২০১৭ অর্থবছরে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মোট ১৪০ টি প্রকল্প পরিদর্শন করা হয় যার সার্বিক অগ্রগতি শতকরা ৯৯ দশমিক ৭৬ ভাগ। প্রকল্পের অগ্রগতিতে কমিটিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং আইএমইডি কর্তৃক যে সকল সুপারিশ করা হয়েছে তা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।  
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, সড়ক, সেতু বিভাগের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।                                  
 
#
 
মিজানুর/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৬০৩ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৯৩১
পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান
 
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
গত ২৪ জুন রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকদের স্বজনদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সাড়ে ষোল লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 
আজ লালমনিরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক নিহত-আহত শ্রমিকদের স্বজনদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন। 
প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমজীবি মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত শ্রমিকদের কল্যাণের জন্য সরকার শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন করেছে। এ তহবিলে বর্তমানে জমার পরিমাণ ২২৭ কোটি টাকা এবং শুধু গার্মেন্টস শ্রমিকদের কল্যাণের জন্য কেন্দ্রীয় তহবিল গঠন করা হয়েছে। গত বছর জুলাই থেকে এ তহবিলে প্রায় ৫০ কোটি টাকা জমা হয়েছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে  প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত শ্রমিকদের সর্বোচ্চ ২ লাখ টাকা এবং গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত  আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। শ্রমিকদের কল্যাণে সরকারের নানামুখি পদক্ষেপের ফলে আর কোন শ্রমিক অসহায় থাকবে না । 
২৪ জুন পীরগঞ্জের সড়ক দুর্ঘটনায় শিশুসহ মোট ৩৫ জন নিহত-আহত হয়। এর মধ্যে ৩১ জন বিভিন্ন গার্মেন্টস শ্রমিক। দুর্ঘটনায় একটি শিশুসহ ১৬ জন নিহত হন। শ্রম প্রতিমন্ত্রী প্রাথমিক অবস্থায় নিহত-আহত শ্রমিকের স্বজনদের মাঝে প্রত্যেকের জন্য ৫০ হাজার করে অনুদান প্রদান করেন। পরবর্তীতে যাচাই বাছাই করে আরো আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং একই সাথে বিশেষ ব্যবস্থায় নিহত শিশুটির স্বজনদের এ সহায়তার আওতায় আনা হবে। 
জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে অন্যানের মধ্যে সংসদ সদস্য সফুরা বেগম রুমি, শ্রম ও কর্মসংস্থানের সচিব মিকাইল শিপার, বিজিএমই এর ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়া রহমান বক্তৃতা করেন। 
#
আকতারুল/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৫৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                 নম্বর : ১৯৩০
 
দেশে বাসযোগ্য পরিবেশ নিশ্চিতকল্পে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে
                                                    - পরিবেশ ও বনমন্ত্রী
 
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
 
দেশের বর্তমান ও ভবিষ্যৎ জনগোষ্ঠীর বাসোপযোগী পরিবেশ নিশ্চিতকল্পে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। 
মন্ত্রী আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিবসের প্রথম কার্য-অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান। 
মন্ত্রী বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ দিক নির্দেশনায় একটি উন্নত পরিবেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, বনভূমির সম্প্রসারণ, বন ও বনজ সম্পদের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, উদ্ভিদ সনাক্তকরণ, দারিদ্র্য বিমোচন, পরিবেশ দূষণরোধ, জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবিলা, রাবার উৎপাদন এবং টেকসই পরিবেশ উন্নয়নে সরকার বদ্ধপরিকর। বিশ্ব জলবায়ু কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেয়া উদ্যোগের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দি আর্থ’ পুরস্কারে সম্মানিত হয়েছেন।
মন্ত্রী বলেন, কালের বিবর্তনে দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে বনজ সম্পদের ওপর চাপ বেড়েই চলেছে। বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ প্রায় ২৬ লক্ষ হেক্টর। দেশের মোট আয়তনের প্রায় শতকরা ১৭ দশমিক ৬২ ভাগ বনভূমি। এসডিজি’র লক্ষ্য অর্জনে চলতি ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদে দেশের বৃক্ষাচ্ছাদিত ভূমির পরিমাণ শতকরা ২০ ভাগে উন্নীত করার লক্ষ্যে বনায়ন ও বন সংরক্ষণ কার্যক্রম অব্যাহত আছে। এ প্রেক্ষাপটে বনভূমি, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার স্বার্থে ১৯২৭ সনের বন আইনের ৪ ও ৬ ধারায় প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে অন্তর্ভূক্ত এমন সকল বনভূমিকে ২০ ধারায় সংরক্ষিত বন ঘোষণার প্রক্রিয়া গ্রহণের লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে দ্রুত প্রস্তাব প্রেরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করেন। বনভূমির সংরক্ষণের  স্বার্থে জেলা প্রশাসকদের নিয়ন্ত্রাধীন ১ নং খতিয়ানের বন শ্রেণিভুক্ত জমি লিজ বা বন্দোবস্ত না দেয়ার জন্যও তিনি জেলা প্রশাসকদের অনুরোধ করেন।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড় কাটা রোধে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করেন তিনি।  তিনি বলেন অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি বা স্থাপনা নির্মাণ বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করে পাহাড়ে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা রোধ করতে হবে। এজন্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় ভিজিলেন্স বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
 
#
 
কামাল পাশা/অনসূয়া/শহিদ/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                নম্বর : ১৯২৯
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত 
ঢাকা, ১১ শ্রাবণ (২৬ জুলাই) :
 
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৭তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, মো. নজরুল ইসলাম বাবু এবং মোহাম্মদ ইলিয়াছ বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে এলজিইডির কার্যক্রম, ওয়াস ব্লক নির্মাণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম, বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়সমূহের ক্ষয়ক্ষতি ও শ্রেণিকক্ষ সজ্জিতকরণ এবং মোবাইলে উপবৃত্তি প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর নিকট জাতীয়করণের লক্ষ্যে অনুমোদনের জন্য পেশকৃত প্রাথমিক বিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের নামের তালিকা সংসদীয় কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। এছাড়া তালিকা খুঁজে না পেলে জড়িত কর্মকর্তা/কর্মচারীদের  বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়।
কমিটি স্কুল ফিডিং কার্যক্রমকে পর্যায়ক্রমে শতভাগ কাভারেজের সুপারিশ করে। বৈঠকে চর, হাওর এবং দুর্গত এলাকার বিদ্যালয়ের শিক্ষক সংকট
Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon