Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জুন ২০১৯

তথ্যবিবরণী 28/6/2019

তথ্যবিবরণী                                                                             নম্বর :  ২৩৯২
 
ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করুন
                 -- এলজিআরডি মন্ত্রী
 
চট্টগ্রাম, ১৪ আষাঢ় (২৮ জুন) :
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ভূগর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহারে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। পানিতে ক্ষতিকর আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। কাজেই ভূ-উপরিস্থ পানির উৎসসমূহ যেমন পাহাড়ি ছড়া, খাল, নদীর পানি প্রভৃতির ব্যবহার বাড়াতে হবে।
 
আজ চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘সীতাকু- শিল্পাঞ্চল ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিশুদ্ধ পানি সরবরাহ’ বিষয়ক সভায় মন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুুবুল আলম।
 
মন্ত্রী বলেন, ‘সীতাকু- ও মিরসরাইয়ে পানি সংকট সমাধানে প্রকল্প  তৈরি করা হবে। চট্টগ্রামের উন্নয়নে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। আগামী ৫০ বছরের পরিকল্পনাকে সামনে রেখে চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে চাই’।
 
সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ প্রমুখ।
 
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সীতাকু- শিল্পাঞ্চল ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। কাজেই এ শিল্পাঞ্চলে পানি সরবরাহের ব্যবস্থা করা একটি অগ্রাধিকার’।
 
#
 
মাহমুদুল/মাহমুদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২১৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২৩৯১ 
 
শান্তি-শৃঙ্খলা রক্ষায় সামাজিক কাঠামোও সুদৃঢ় করতে হবে
---আইনমন্ত্রী
 
ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নুসরাত ফারিয়া হত্যা মামলার বিচার শুরু হয়েছে। বরগুনায় যে নৃশংস হত্যাকা- ঘটেছে তারও বিচার অবশ্যই হবে। আমরা সরকারের দায়িত্ব পালন করবো। কিন্তু যে জিনিসটা আমাদের আমলে নিতে হবে সেটা হচ্ছে বরগুনায় যে ঘটনা ঘটেছে তাতে দেখা গেছে যে, একটা ছেলেকে কয়েকজন গু-া মারছে এবং সেটাকে ভিডিও ধারণ করা হচ্ছে এবং তা ভাইরাল করে দেওয়া হচ্ছে। কিন্তু ছেলেটাকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসছে না বা তাকে রক্ষা করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই যদি সমাজের অবস্থা হয়ে থাকে তাহলে কিন্তু দুশ্চিন্তার কারণ আছে। যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা যদি দেখে যে তাদের মুরুব্বিরা এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কিংবা সমাজ থেকে এই ব্যাপারে কোনো প্রতিবাদ আসছে না তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে না। এদেরকে কিন্তু আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো না। সে কারণে আমি সকলকে এ বিষয়ে সজাগ থাকার অনুরোধ করছি’।
 
আজ সন্ধ্যায় রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে ঢাকাস্থ রতনপুর পরিষদ আয়োজিত বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতা কিন্তু এমনি এমনি আসেনি। এজন্য ৩০ লাখ মানুষকে শহীদ হতে হয়েছে। আড়াই লাখ মা-বোনকে সম্ভ্রম হারাতে হয়েছে। বঙ্গবন্ধুকে ফাঁসির কাষ্ঠে যাওয়ার মতো অবস্থা মোকাবিলা করতে হয়েছে। আমরা যদি স্বাধীনতাকে সার্থক করতে চাই, তাহলে নিশ্চয়ই আমাদের অর্থনৈতিক মুক্তির প্রয়োজন আছে। কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা ও কাঠামোও কিন্তু সুদৃঢ় করতে হবে। মানুষে মানুষে বন্ধুত্ব গভীর করতে হবে। আমার মনে হয় এখন এটাই আমাদের খুব প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে আমার গ্রাম, আমার শহর। সরকার এ বিষয়ে নিশ্চয়ই কাজ করে যাবে, কিন্তু সরকারের পাশাপাশি প্রত্যেকের নিজস্ব গ্রামকে শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। তাহলেই আমরা সেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারবো। 
 
পরিষদের সভাপতি অধ্যাপক ডা. কাজী মনজুর কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক কাজী হাবিব উল্লাহ, সহসভাপতি ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আবুল হাসান খান প্রমুখ বক্তৃতা করেন।
 
#
রেজাউল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/২১৪৮ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                             নম্বর :  ২৩৯০
 
কৃষিকে লাভজনক করতে ভালো বীজ ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
 
ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
 
কৃষিকে লাভজনক করতে ভালো বীজ ব্যবহারের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষিকে লাভজনক করতে হলে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচও কমিয়ে আনতে হবে। এক্ষেত্রে বীজ বিরাট ভূমিকা রাখতে পারে। প্রান্তিক পর্যায়ের কৃষকরা যেন ভালো মানের বীজ ব্যবহার করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কৃষি যদি উন্নত ও আধুনিক হয়, কৃষি কাজ করে যদি চাষিরা লাভবান হয় এবং কৃষিকে যদি বাণিজ্যিকীকরণ করতে পারি তাহলে কৃষি মূল জীবিকা হিসেবে বাংলাদেশে চিরদিনই থাকবে। 
 
মন্ত্রী আজ রাজধানীর  ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে জাতীয় বীজ মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, আগামী বোরো মৌসুম থেকে কৃষক যেন ধানের ন্যায্যমূল্য পায়  সে বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই পূর্বাচলে দুই একর জমির ওপরে আধুনিক ল্যাবরেটরি এবং শাক-সবজি প্রসেসিং জোন করা হবে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা যে কোনো সবজির মান পরীক্ষা করা যাবে এবং সাথে সাথেই সবজি বাজারজাতকরণ সার্টিফিকেট দেওয়া যাবে। এতে করে কৃষকের ভোগান্তি কমবে।
 
‘খাদ্য উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখবে মানসম্মত বীজের ব্যবহার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী জাতীয় বীজ মেলা শুরু হয়েছে। তৃতীয় বারের মতো জাতীয় বীজ মেলায় ১১টি সরকারি ও ২২টি বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৬২টি স্টল রয়েছে। এ মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়। 
 
মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন শেষে মন্ত্রী বিএআরসি অডিটেরিয়ামে আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করেন। 
 
#
 
গিয়াস/মাহমুদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/২০৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                             নম্বর :  ২৩৮৯
 
আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত সকল নজরুল সংগীত সংগ্রহ করা হবে
                                                           -- সংস্কৃতি প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত ১ হাজার ৮শ’টি গান সংগ্রহে আছে। সংগৃহীত নজরুল সংগীতের মধ্যে গুণগতমানের ভিত্তিতে ১ হাজার ২৩৮টি গানের ডিভিডি ও ৫টি স্বরলিপি গ্রন্থ প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে নজরুল সংগীতের বাণী ও সুরের বিকৃতি রোধকরণ ও শুদ্ধ বাণী - সুরে সংগীত চর্চার দিগন্ত প্রসারিত হবে। নজরুলের আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত অবশিষ্ট নজরুল সংগীত সংগ্রহে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হবে। এ ব্যাপারে বাংলাদেশ থেকে মন্ত্রণালয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় একজন বিশিষ্ট নজরুল গবেষককে ভারতের পশ্চিমবঙ্গে পাঠিয়ে অবশিষ্ট গানগুলো সংগ্রহে পদক্ষেপ নেয়া হবে।
 
প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে ‘আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত ১ হাজার ২৩৮টি নজরুল সংগীতের ডিভিডি ও ৫টি স্বরলিপি গ্রন্থের মোড়ক উন্মোচন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের নেতৃত্বে কবি নজরুল ইনস্টিটিউট নতুনভাবে যাত্রা শুরু করেছে। কবি নজরুল ইনস্টিটিউটের নতুন নকশা অনুযায়ী ভবন নির্মাণ কাজ কয়েক মাসের মধ্যে শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। 
 
কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহম্মদ এবং নজরুল গবেষক ও সরকারের যুগ্মসচিব এ এফ এম হায়াতুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ভূঞা।
 
#
 
ফয়সল/মাহমুদ/ইসরাত/মোশারফ/সেলিম/২০১৯/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                             নম্বর :  ২৩৮৮
 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গবেষণামূলক কাজে উৎসাহিত করতে হবে                                                                                                                                                 
              -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ব্যবহারিক ও গবেষণামূলক কাজে উৎসাহিত করা উচিত। ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের একটা বড় অংশ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে কাজ করে। দেশের বেশির ভাগ খনিজ সম্পদ এদের দিয়েই আবিষ্কৃত। এদেরকে শুরু থেকেই আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে পারলে দেশ উপকৃত হবে। 
 
প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ৭০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধনকালে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, মেধার লালন ও শ্রদ্ধা করতে হবে। ভূতত্ত্ববিদদের আবিষ্কার বাংলাদেশকে দ্রুত উন্নত দেশে পরিণত করবে। খনিজ সম্পদ আবিষ্কারের জন্য প্রয়োজনীয় সহায়তা করতে সরকার প্রস্তুত রয়েছে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ৭০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. কাজী মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়ান্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়  ভূতত্ত্ব অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এ এ এম শামসুর রহমান।
 
#
 
আসলাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৮৩০ ঘণ্টা

Handout                                                                                                       Number : 2386

 

Foreign Minister invites six countries to invest in Bangladesh

 

Dhaka, June 28 :

 

Urging the Ambassadors to take the opportunity to invest in Bangladesh, Foreign Minister Dr. A. K. Abdul Momen informed the Ambassadors about the positive atmosphere for investment in Bangladesh with high prospects of return. He particularly mentioned that sectors like agro-based industries in Bangladesh would be a prospective area for investment as Bangladesh has been producing surplus agro products. 

 

 The newly appointed Ambassador and High Commissioners of six countries, namely, Mali, Namibia, Cyprus, Belarus, Portugal and Iceland made joint call upon Dr. Momen yesterday at his National Parliament office following their presentation of credentials to the  President of Bangladesh Md. Abul Hamid. 

 

Foreign Minister briefed the newly appointed Ambassadors about the remarkable level of development that Bangladesh has been able to achieve under the dynamic and dedicated leadership of Prime Minister Sheikh Hasina. He informed the Ambassadors that Bangladesh, which was once considered as one of the weakest economies in the world, now has been able to earn commendable socio-economic progress. He highlighted Bangladesh’s achievement in various social indicators as well as the huge success of the government in poverty alleviation. 

 

The Namibian High Commissioner briefed Dr. Momen about the democratic elections in Namibia and the continued economic development of the country. He informed that Namibia maintains enough regional cooperation with its neighbouring countries which is important for peace and development. He also informed that Namibia has been hard hit by drought as a result of climate change effects. 

 

            Foreign Minister mentioned that fighting the effects of Climate Change is a major global challenge. Therefore, he said, countries of the world should make concerted efforts in order to fight this common menace.  He underscored the need of peace and stability for attaining social and economic development. 

 

#

 

Tohidul/Mahmud/Mosharaf/Salim/2019/17.40 Hrs

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ২৩৮৭ 
 
মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ করা হবে
                          --মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
 
আটঘরিয়া (পাবনা), ১৪ আষাঢ় (২৮ জুন) :
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের নামে দেশের এ পর্যন্ত নামহীন সকল রাস্তা, সেতু ও কালভার্টের নামকরণ করা হবে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন রাস্তার নাম কোন্ কোন্ মুক্তিযোদ্ধার নামে করা যায় সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত বীর মুক্তিযোদ্ধাদেরই গ্রহণ করতে হবে ।
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজ পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
 
মন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের অধিকাংশ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। জমিপ্রাপ্তি সাপেক্ষে অবশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলোর নির্মাণ কাজও দ্রুত সম্পন্ন করা হবে। বীর মুক্তিযোদ্ধাদের ভাতাসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সকল মৃত মুক্তিযোদ্ধার জন্য একই ডিজাইনের কবর তৈরি করা হবে, যাতে কবর দেখেই সকলে বুঝতে পারে এটা একজন বীর মুক্তিযোদ্ধার কবর। 
 
মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সহজে চিহ্নিত করার সুবিধার্থে ডিজিটাল পরিচয়পত্র প্রদানের কার্যক্রম এগিয়ে চলছে। এছাড়া মহান মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
 
এর আগে মন্ত্রী মুক্তিযোদ্ধা সংসদের প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি এবং দাপ্তরিক কাজ অধিকতর সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন করার জন্য এক কোটি সত্তর লাখ টাকা ব্যয়ে পাঁচতলা ফাউন্ডেশন বিশিষ্ট তিন তলা আটঘরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন ।
 
পাবনার জেলা প্রশাসক কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন, ঈশ্বরদী পৌরসভার মেয়র নুরুজ্জামান বিশ্বাস, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, উপজেলা নির্বাহী অফিসার আকরাম আলী খান, বেড়া পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল বাতেন প্রমুখ।
#
দীপংকর/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৮০১ ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                             নম্বর :  ২৩৮৫
 
বেলারুশ বাংলাদেশের আধুনিক কৃষিতে সহায়তা করতে চায়
 
ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
 
বেলারুশের রাষ্ট্রদূত আন্দ্রে আই রাহুসকি (অহফৎবর ও. জুযবঁংংশু) এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন।
 
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বেলারুশের টেকনিক্যাল সক্ষমতা ও অবকাঠামোগত খাতের অভিজ্ঞতা বাংলাদেশের কৃষি ও আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগবে। কৃষি শিল্প, কৃষি যন্ত্রপাতিসহ কারিগরি জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে। তিনি বাংলাদেশে বর্তমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
 
রাষ্ট্রদূত বলেন, বেলারুশ সরকার বাংলাদেশের কৃষির উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ, প্রক্রিয়াজাতকরণসহ বাজারজাতে সহায়তা করতে চায়। বেলারুশের রাষ্ট্রদূত এ সময় ভারী কৃষি যন্ত্রাংশ ব্যবহারে বাংলাদেশি শ্রমিক এবং প্রকৌশলীদের প্রশিক্ষণ প্রদানেও তাঁর আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশ ও বেলারুশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরো শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন।
 
মন্ত্রী বলেন, দু’পক্ষ একসঙ্গে বসে আলাপ-আলোচনার মাধ্যমে দু’দেশের অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রগুলোকে কাজে লাগাতে পারে। তিনি বলেন, বাংলাদেশ আগামী দিনগুলোতে বেলারুশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রগুলোকে আরো বাড়াতে ইচ্ছুক। বাংলাদেশকে একটি কৃষিভিত্তিক দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের যান্ত্রিক কৃষিকে আরো বেশি রপ্ত করতে হবে। 
 
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বেলারুশ দূতাবাসের ৩য় সচিব অ্যান্ড্রে মিসুয়ারা এবং বেলারুশের কনসাল অনিরুদ্ধ কুমার রায়। 
 
#
 
গিয়াস/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৯/১৭১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                               নম্বর : ২৩৮৪  
 
নিউইয়র্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নুরুন নবীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
 
ঢাকা, ১৪ আষাঢ় (২৮ জুন) :
 
মুক্তিযোদ্ধা কমান্ডার ও নিউইয়র্ক আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুন নবীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 
 
পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের অধিবাসী মুক্তিযোদ্ধা নুরুন নবী ছিলেন সৎ ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। তিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের সঙ্গী। তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো।  
 
ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
 
#
তৌহিদুল/মাহমুদ/রাহাত/আব্বাস/২০১৯/১৭১৩ ঘণ্টা  
Todays handout (9).docx Todays handout (9).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon