Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০১৮

তথ্যবিবরণী 22/03/2018

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯৩৫
 
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনাকে
 অক্ষুণœ রাখতে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
 
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনাকে অক্ষুণœ রাখতে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 
মন্ত্রী আজ নাটোর জেলার সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন এবং বাংলাদেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা হতে জাতিকে বঞ্চিত করা হয়েছে। তাই এখন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, জীবিত সকল মুক্তিযোদ্ধার বক্তব্য রেকর্ড করে সংরক্ষণ করা হবে। পরে তা উপজেলা ও ইউনিয়নভিত্তিক সংকলন করা হবে। এলক্ষ্যে ইতোমধ্যে প্রকল্প নেয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একই ডিজাইনের হবে যাতে একশ বছর পরেও মানুষ চিনতে পারে এটা মুক্তিযোদ্ধার কবর।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ ওহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
#
 
মারুফ/মাহমুদ/আলী/মোশারফ/জয়নুল/২০১৮/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯৩৪
 
আইপিইউ সম্মেলনে যোগ দিতে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ
 
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৮তম সম্মেলনে যোগ দিতে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে সংসদীয় এক প্রতিনিধিদল আজ সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রতিনিধিদলে ১৩ জন সংসদ সদস্য এবং ৫ জন সহায়ক কর্মকর্তা রয়েছেন। 
২৩-২৮ মার্চ জেনেভায় অনুষ্ঠেয় আইপিইউ সম্মেলনে মিয়ানমার থেকে বাংলাদেশে আগত রোহিঙ্গাদের বিষয়টি বাংলাদেশ প্রতিনিধিদল জোরালোভাবে তুলে ধরবে। এ সমস্যা মোকাবিলায় মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিকভাবে বিশ্ব জনমত সৃষ্টি করতে আইপিইউভুক্ত দেশগুলোকে আহ্বান জানানোর প্রস্তুতি রয়েছে প্রতিনিধিদলের। 
প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, এবিএম ফজলে করিম চৌধুরী, ডা. দীপু মনি, মোঃ হাবিবে মিল্লাত, এইচ এম ইব্রাহীম, ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন আহমেদ, মেজর জেনারেল এ টি এম আবদুল ওয়াহহাব (অব.), এ কে এম রেজাউল করিম তানসেন, বেগম রওশন আরা মান্নান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আব্দুর রব হাওলাদার। 
এছাড়া যুগ্মসচিব বেগম ছুমিয়া খানম, উপসচিব মোঃ রফিকুল ইসলাম, চিফ হুইপের একান্ত সচিব মোঃ আকবর হোসেন, সহকারী বিতর্ক সম্পাদক মোঃ মাহাবুুবুর রহমান সাচিবিক সহায়তা প্রদানের জন্য সহায়ক কর্মকর্তা হিসেবে প্রতিনিধিদলে রয়েছেন।
#
 
এমাদুল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯৩৩
 
শিশু অধিকার সচেতনতায় সংগীতানুষ্ঠান: তথ্যমন্ত্রীর শুভেচ্ছা
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
আর্ত শিশুকল্যাণে ব্রতী সংস্থা ডিসট্রেসড চিল্ড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট ফর চিল্ড্রেন (আরসিএস) এর আয়োজনে ২৩ মার্চ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শিশু অধিকার সচেতনতায় ‘কনসার্ট ফর চিল্ড্রেন’ অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
ডিসিআই’র নির্বাহী পরিচালক ড. এহসান হক এবং আরসিএস’র প্রধান নির্বাহী সালমা কাদিরকে দেয়া শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘সুন্দর ও সমৃদ্ধ আগামীর জন্য শিশু অধিকার রক্ষায় প্রত্যেক মানুষকে সচেতনভাবে কাজ করতে হবে। আর এ সচেতনতা বৃদ্ধিতে সংগীত এক অনন্য হৃদয়গ্রাহী মাধ্যম।’  
কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, জনপ্রিয় শিল্পী ববিতা আখতার, এস আই টুটুল, হাসান আবিদুর রেজা জুয়েল প্রমুখের সংগীতে ‘কনসার্ট ফর চিল্ড্রেন’ একটি উপভোগ্য অনুষ্ঠান হবে বলে মনে করছেন আয়োজকরা। 
সংগীতের পাশাপাশি থাকছে বেনুকা ইনস্টিটিউট অভ্ ফাইন আর্টস, ডিসিআই এতিমখানার শিশুশিল্পীদের সান চাইল্ড মিউজিক গ্রুপ, ঢাকা বিশ^বিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক মনিরা পারভীন হ্যাপি’র নৃত্যানুষ্ঠান, যাদুকর লিটন মনিরুজ্জামান ও মাসুদা পারভীন বন্নী’র পরিবেশনা। দু’হাজার, এক হাজার ও পাঁচশত টাকার মূল্যের প্রবেশপত্র কৃষিবিদ ইনস্টিটিউশন কাউন্টারে শুক্রবার বিকেল চারটা থেকে পাওয়া যাবে, জানান আয়োজকরা। 
মূল উদ্যোক্তা ডিসট্রেসড চিল্ড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এবং সহযোগী সংস্থা রাইটস এন্ড সাইট ফর চিল্ড্রেন (আরসিএস) ১৯৯২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠার পর থেকে শিশু অধিকার রক্ষা ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের কল্যাণে কাজ করে আসছে। 
#
 
আকরাম/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯৩২
 
রপ্তানিতে দক্ষতা বৃদ্ধি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী 
উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবিলা করে লক্ষ্যে পৌঁছাবে বাংলাদেশ
 
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) : 
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। বাঙালি বীরের জাতি, চ্যালেঞ্জ মোকাবিলা করতে জানে। বঙ্গবন্ধুর নেতৃত্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তির পথে সফলভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পথে একধাপ এগিয়ে যাওয়া তারই প্রমাণ। তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে তৈরি পোশাকশিল্পে শিশুশ্রম বন্ধ এবং রপ্তানিতে কোটা প্রথা বাতিল করা হয়েছিল। বাংলাদেশ সে চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম তৈরিপোশাক রপ্তানিকারক দেশ। প্রতিযোগিতামূলক বিশ^বাণিজ্যের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। 
 
মন্ত্রী আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল আয়োজিত ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন এন্ড কমপিটিটিভনেস ডেভেলপমেন্ট প্রজেক্ট-২, এর  উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ২৩টি দাতা দেশ, ৬টি আন্তর্জাতিক সংস্থা এবং ৪৭টি স্বল্পোন্নত দেশ নিয়ে ১৯৯৭ সালে এ অংশীদারিমূলক প্রোগ্রাম শুরু হয়। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রকল্পে ব্যয় হবে ১৩ লাখ মার্কিন ডলার।
 
  তোফায়েল আহমেদ বলেন, সরকার ইতোমধ্যে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের ওপর অধিক গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের আইসিটি খাত, ঔষধ শিল্প, জাহাজ নির্মাণ, কৃষিপণ্য রপ্তানি, চামড়াজাত পণ্য রপ্তানির মতো বেশ কিছু রপ্তানিখাতকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে প্রবেশ করলেও আগামী ২০২৭ সাল পর্যন্ত এলডিসিভুক্ত দেশের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। 
 
বাণিজ্য সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে জাতিসংঘে নিযুক্ত এক্সক্লুসিভ সেক্রেটারিয়েট ফর ইআইএফ’র নির্বাহী পরিচালক রতœাকর অধিকারী, বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সচিব  আলী আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভিসি বিজয় ভট্টাচার্য্য, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র প্রেসিডেন্ট মোঃ সিদ্দিকুর রহমান এবং  ডব্লিউটিও সেলের মহাপরিচালক মোঃ মুনীর চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
#
বকসী/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৮০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ৯৩১
 
র‌্যালিপূর্ব সমাবেশে শিল্পমন্ত্রী
বাঙালি জাতিকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতেই মহান আল্লাহ্ শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন
 
ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকা সত্ত্বেও এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যা চেষ্টার পরও তাঁর মাধ্যমে এ ঐতিহাসিক অর্জন এসেছে। বাঙালি জাতিকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতেই মহান আল্লাহ্ তাঁকে বাঁচিয়ে রেখেছেন। তিনি এ অর্জনের জন্য আল্লাহর শোকরিয়া আদায় করেন।
শিল্পমন্ত্রী আজ রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয় চত্বরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে বক্তৃতাকালে একথা বলেন। এসময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সেক্টর কর্পোরেশনের প্রধানসহ মন্ত্রণালয় এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
আমির হোসেন আমু বলেন, স্বাধীনতার মাসে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের জন্য একটি অনন্য অর্জন। তিনি বলেন, মার্চ মাস বাঙালি জাতির গৌরব ও অহংকারের মাস। এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছেন, এ মাসে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন এবং এ মাসেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। একই মাসে এলডিসি থেকে উত্তরণের ফলে বাঙালি জাতি গর্বিত ও অনুপ্রাণিত হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মানদ- অনুযায়ী উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ভঙ্গুরতা- এ তিনটি সূচকের মধ্যে যে কোনো দু’টিতে উন্নতির শর্ত পূরণ করতে হয়। বাংলাদেশ তিনটি সূচকেই ঈষণীয় অগ্রগতি অর্জন করে স্বল্পোন্নত দেশ থেকে উন্ননশীল দেশের কাতারে সামিল হয়েছে। এ ঐতিহাসিক অর্জনের পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের দৃঢ়তা, দীর্ঘমেয়াদী কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়ন, রপ্তানিমুখী ও জ্ঞানভিত্তিক শিল্পায়ন, লিঙ্গসমতা, যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং মেগা পরিকল্পনা বাস্তবায়নে সক্ষমতা অর্জনে অবদান রেখেছে বলে তিনি উল্লেখ করেন। 
পরে মন্ত্রী বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। এতে শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন কর্পোরেশন ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা নানা রঙের পোশাক পরিধান করে ব্যানার, ফেস্টুনসহ সুসজ্জিত গাড়ি নিয়ে অংশগ্রহণ করেন। এ শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে মিলিত হয়। 
#
 
জলিল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৮০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯৩০

২৬ মার্চ সারাদেশে ও বিদেশে একযোগে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি 

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
আগামী ২৬ মার্চ সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সারাদেশে ও বিদেশে একযোগে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশিত হবে। সবাইকে স¦ স¦ অবস্থানে থেকে এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে এবং মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে গত ২০ জানুয়ারি থেকে ১৫ মার্চ দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় ৬৪টি জেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার ৬২ লাখ ৫২ হাজার ৩৫৩ জন ছাত্র, ৬৩ লাখ ৭০ হাজার ২৯৫ জন ছাত্রী, মোট ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ৬৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
গত ১৫ মার্চ জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে আগামী ২৬ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী পুরস্কার প্রদান করবেন। 
#

সাইদুর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৯২৯

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হিসেবে ড. জাফর আহমেদ খানের যোগদান

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ) :
ড. জাফর আহমেদ খান আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন। গত ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার প্রজ্ঞাপন অনুযায়ী তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হিসেবে বদলি হন। 
ড. জাফর আহমেদ খান বিসিএস প্রশাসন ১৯৮২ ব্যাচের একজন কর্মকর্তা। ইতঃপূর্বে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি উপজেলা নির্বাহী অফিসার (নওগাঁ), অতিরিক্ত জেলা প্রশাসক (চাঁপাইনবাবগঞ্জ), সিনিয়র সহকারী সচিব (শিল্প মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়), জেলা প্রশাসক (রাঙ্গামাটি), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (ঢাকা), বিভাগীয় কমিশনার (সিলেট) এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কর্মজীবনের প্রথম দিকে (১৯৮৮-৯১) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বাংলাদেশ দূতাবাসে দ্বিতীয় সচিবের দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমির প্রধান প্রশিক্ষক, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক এবং বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার-এর পরিচালনা পর্ষদের সদস্য (এমডিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। 
ড. জাফর আহমেদ খান শিক্ষা জীবনে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে ¯œাতক (সম্মান) ও ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অভ্ সোশ্যাল স্টাডিজ (আইএসএস) থেকে উন্নয়ন বিষয়ে মাস্টার্স এবং ইনস্টিটিউট অভ্ বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে লোক প্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা গোপালগঞ্জ।
#

জাকির/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৭৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৯২৮
 
কাকন বিবি’র মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ৮ চৈত্র ( ২২ মার্চ ) :
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় যোদ্ধা বীর প্রতীক কাকন বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। 
প্রতিমন্ত্রী আজ এক শোকবিবৃতিতে বলেন, মহান মুক্তিযুদ্ধে  বীর প্রতীক কাকন বিবির অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশ নিয়ে তিনি অনন্য নজির স্থাপন করেন। 
প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
 
মাসুম/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৩১২ ঘন্টা 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৯২৭
 
বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি’র মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ৮ চৈত্র ( ২২ মার্চ ) :
বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ১১টা ৫ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে........রাজিউন)। তাঁর  মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোকপ্রকাশ করেছেন।
          স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা কাকন বিবি’র মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোকপ্রকাশ করেছেন।
 
#
 
মারুফ/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১২০৬ ঘন্টা 
 
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৯২৬
 
বীরপ্রতীক কাকন বিবির মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক
 
ঢাকা, ৮ চৈত্র ( ২২ মার্চ ) :
সশস্ত্র নারী মুক্তিযোদ্ধা বীরপ্রতীক কাকন বিবির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ এক শোকবার্তায় মন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
শোকবার্তায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে কাকন বিবির অবদান যেকোন পুরুষ মুক্তিযোদ্ধার চেয়ে কম নয় । তাঁর মতো নারী মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। তাঁর অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ১৯৯৬ সালে তাঁকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করে বাংলাদেশ সরকার।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সোয়া ১১টার দিকে এই বীরপ্রতীকের মৃত্যু হয়। শ্বাসকষ্ট নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন শতবর্ষী কাকন বিবি। 
 
#
 
মারুফ/অনসূয়া/জসীম/শামীম/২০১৮/১২০০ ঘন্টা 
Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon