Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ফেব্রুয়ারি ২০১৮

তথ্যবিবরণী ০১/০২/২০১৮

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৭৬
 
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মুখ্যভূমিকা পালন করতে হবে 
                             --- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
 
বান্দরবান, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, শিক্ষার লক্ষ্য অর্জনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার মানোন্নয়নে তাদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে। প্রতিমন্ত্রী আজ বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৭ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে শিক্ষাদান করে নৈতিক মূল্যবোধসম্পন্ন পরিপূর্ণ মানুষ সৃষ্টি করতে হবে। অনৈতিক কাজ থেকে নিজেদের দূরে রেখে মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল মানুষ হিসেবে শিক্ষার্থীদের নিকট অনুকরণীয় হয়ে উঠতে হবে। তাহলেই একটি উন্নত দেশ গঠনে আমাদের প্রচেষ্টা সফল হবে।
উল্লেখ্য, বান্দরবান পৌর এলাকার ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির মোট পাঁচশ’ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৬০জন এবং সেরাদের সেরা ছয়জনকে পুরস্কার প্রদান করা হয়।
#
 
জুলফিকার/সেলিম/মোশারফ/পারভেজ/জয়নুল/২০১৮/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৭৫

মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

উখিয়া (কক্সবাজার), ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :

    কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৬টি কেন্দ্র্রের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং-১ ক্যা¤েপ ১ শত ৩৩ জন পুরুষ ও ১ শত ৩৬ জন নারী মিলে ২ শত ৬৯ জন, কুতুপালং-২ ক্যাম্পে ২ শত ৮০ জন পুরুষ ও ২ শত ৫৫ জন নারী মিলে ৫ শত ৩৫ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১ শত ৪৯ জন পুরুষ ও ১ শত ৮৮ জন নারী মিলে ৩ শত ৩৭ জন, থাইংখালী-১ ক্যাম্পে ১ শত ৪২ জন পুরুষ ও ১ শত ২৪ জন নারী মিলে ২ শত ৬৬ জন, থাইংখালী-২ ক্যাম্পে ৯৬ জন পুরুষ ও ১ শত ৪ জন নারী মিলে ২ শত জন, বালুখালী ক্যাম্পে ৮৯ জন পুরুষ ও ৭৮ জন নারী মিলে ১ শত ৬৭ জন এবং পুরোদিনে ৬ টি কেন্দ্রে মোট ১ হাজার ৭ শত ৭৪ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১০ লাখ ৫৬ হাজার ৩ শত ৩৭ জনের নিবন্ধন করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত  ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন।

উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক
১ ফেব্রুয়ারি  পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৭ শত ৫০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট, ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।

#

সাইফুল/সেলিম/মোশারফ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৯৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৭৪
 
চট্টগ্রামের উন্নয়নে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
 
চট্টগ্রাম, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি দেশে ও দেশের বাইরে বাংলাদেশিদেরকে চট্টগ্রামের উন্নয়নে ব্যবসাবাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান জানান। বিশেষ করে তিনি প্রবাসী বাংলাদেশীদেরকে নিজ দেশে পুঁজিবাজারসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে দেশের উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানান। মন্ত্রী আজ চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আয়োজিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তিন দিনব্যাপী ‘৬ষ্ঠ ক্যাপিটাল মার্কেট এন্ড ইনভেস্টমেন্ট ফেয়ার-২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান। 
মন্ত্রী বলেন, দেশে আর্থসামাজিক উন্নয়নের সুবাতাস বইছে। এই উন্নয়নের অংশীদার দেশের সমগ্র জনগণ। বর্তমান সরকার ব্যবসাবাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান স্থাপনবান্ধব সরকার। তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসাবাণিজ্যের প্রাণকেন্দ্র। এই শহরের ব্যবসাবাণিজ্যকে কেন্দ্র করে দেশের সমগ্র অর্থনীতির চাকা সচল রয়েছে। চট্টগ্রাম শুধু একটি জেলা বা বিভাগের নামই নয়, এটি একটি অর্থনৈতিক উৎসকেন্দ্র। চট্টগ্রামকে দেশে ও বিদেশের কাছে ব্রান্ডিং করতে হবে। 
উদ্বোধন অনুষ্ঠানশেষে মন্ত্রী পুঁজিবাজার সম্পর্কিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সিএসই-এর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)-এর চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। 
#
 
জলিল/সেলিম/মোশারফ/পারভেজ/জয়নুল/২০১৮/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর :  ৩৭৩

শিক্ষাপ্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যবস্থায় গড়ে তোলা হচ্ছে
                                  -- প্রবাসীকল্যাণ মন্ত্রী

চট্টগ্রাম, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :

    প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বলেছেন, মানসম্মত শিক্ষা অর্জনের জন্য ভাল শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প নেই। বর্তমান সরকারের আমলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে মানসম্মত অবকাঠামো ভিত্তি ও ডিজিটাল শিক্ষাব্যবস্থায় গড়ে তোলা হচ্ছে। বছরের প্রথমদিন বিনামূল্যে বই বিতরণ সরকারের একটি যুগান্তকারী সাফল্য।  চট্টগ্রাম মহানগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজের পাঁচতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী।

#

জাহাঙ্গীর/সেলিম/মোশারফ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/১৮৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                 নম্বর :  ৩৭২
 
 
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, কর্মচারীগণের বেতন-ভাতাদি’র সরকারি অংশের চেক হস্তান্তর
 
ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
 
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক, কর্মচারীগণের জানুয়ারি মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। 
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, কর্মচারীগণ আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে জানুয়ারি  মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
#
 
শফিকুল/রিফাত/রফিকুল/শামীম/২০১৮/১৬০৪  ঘণ্টা 
 
 
তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ৩৭১
 
ঢাকা ও আশপাশের জলাভূমি উন্নয়নে সরকার আন্তরিক
                                                           -বনমন্ত্রী
ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ঢাকা ও আশপাশের এলাকার জলাভূমি ও নদীসমূহের দূষণ নিয়ন্ত্রণ করতে সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নদী এবং জলাভূমিসমূহ পরিবেশ ও অর্থনীতির সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। কাজেই পরিবেশ ও অর্থনীতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্যও এগুলিকে দূষণমুক্ত করা উচিত। 
মন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন্যাশনাল কমিটি অভ্ আইইউসিএন আয়োজিত এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাধারণ জনগণের মধ্যে বিষয়টি সম্পর্কে আরো ব্যাপক সচেতনতা তৈরি করা প্রয়োজন। সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনসমূহ এবিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
মাহমুদ আরো বলেন, প্রধানমন্ত্রী এবিষয়ে যথেষ্ট আন্তরিক। পরিবেশ বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গৃহীত পদক্ষেপসমূহের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। সরকার নিজস্ব সম্পদ ব্যবহার করে পরিবেশ উন্নয়নে কাজ শুরু করছে। যে সমস্ত নদী দূষণের শিকার হচ্ছে, সেই নদীগুলোর পাড়ে ব্যাপক আকারে ইটিপি স্থাপন করা যায় কি না সে ব্যাপারে চিন্তা করছে। আশা করি এ চিন্তার প্রতিফলন খুব অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব হবে।
বিশ্বের উন্নত দেশসমূহের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় জার্মানির রাইন নদী এবং ইংল্যান্ডের টেমস নদীও দূষণের শিকার হয়েছিল। সেখানে এখন অবস্থার এত উন্নতি হয়েছে যে, ওই নদীগুলোর পানি পান করা যায়। বাংলাদেশেও সেভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে। এ অবস্থার উন্নতির জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন হলেও মোটেই অসাধ্য নয়।
বাংলাদেশ ন্যাশনাল কমিটি অভ্ আইইউসিএন মেম্বার্সের চেয়ার হাসনা জসিমউদ্দীন মওদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইইউসিএন’র ভাইস চেয়ার ড. নিলুফার বানু। ‘কি-নোট’ পেপার উপস্থাপন করেন ড. মো. মোখলেসুর রহমান ও ড. আবদুর রব মোল্লা।
 
#
 
কামাল/রিফাত/শহিদ/রফিকুল/শামীম/২০১৮/১৬২০  ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৭০ 
 
শ্রমিক কল্যাণ তহবিলে মেটলাইফ’র ১ কোটি ২২ লাখ টাকা প্রদান
 
ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
 
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে আমেরিকান লাইফ ইনস্যুরেন্স-মেটলাইফ কোম্পানি তাদের  লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ২২ লাখ টাকা প্রদান করেছে। 
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সাথে সাক্ষাৎ করে  কোম্পানির চিফ ফিন্যানশিয়াল অফিসার আলাউদ্দিন ২০১৭ সালে কোম্পানি লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
 
শ্রমিকদের কল্যাণার্থে কোম্পানিটি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত অর্থ প্রদান করে আসছে। শ্রম আইনের আলোকে দেশি বিদেশি ৯৫টি কোম্পানি তাদের লাভের ৫ শতাংশের ১ দশমাংশ এ তহবিলে প্রদান করছে।  এ তহবিলে বর্তমানে জমার পরিমাণ প্রায় আড়াইশ কোটি টাকার বেশি। প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং শ্রমিকের সন্তানদের শিক্ষা সহায়তা এ তহবিল থেকে দেয়া হয় । 
 
চেকপ্রদান অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কোম্পানিতে কর্মরতদের জন্য এটি একটি ইউনিক আইন। এ আইন বলে বিভিন্ন কোম্পানিতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী বছরশেষে কোম্পানির লাভের ৫ শতাংশের ৮০ ভাগ সমান হারে ভাগ করে নেন। এমন অনেক কোম্পানি আছে যাদের অনেক কর্মচারী সারাবছরের বেতনের চেয়ে লাভ্যাংশের অর্থ বেশি পেয়ে থাকেন। এতে করে কোম্পানির কর্মপরিবেশ উন্নত হচ্ছে এবং উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ছে। 
 
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. আনিসুল আউয়াল এবং আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানির হেড অভ্ কর্পোরেট এফেয়ার্স মোস্তাক হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
#
 
আকতারুল/রিফাত/রফিকুল/শামীম/২০১৮/১৫৩২ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬৯ 
 
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  বৈঠক
 
ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৭তম বৈঠক কমিটির সদস্য  ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে  আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে ‘বাংলাদেশ বিজ্ঞান শিল্প ও গবেষণা পরিষদ (সংশোধনী) আইন, ২০১৮’ এবং রূপপুরস্থ পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। কমিটি জাতীয় নিরাপত্তার স্বার্থে রূপপুর পরমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।
 
এছাড়া, কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যূৎকেন্দ্রে কর্মরতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কমিটির সদস্য আয়েন উদ্দীন এবং নুরুল ইসলাম মিলনসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
 
#
 
নীলুফার/রিফাত/রফিকুল/শামীম/২০১৮/১৪০৯ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                  নম্বর :  ৩৬৮
 
 
সুনামগঞ্জের পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুলের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
 
ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
 
স্থানীয় সরকার, পল্ল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আয়ুব বখ্ত জগলুলের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
শোকবাণীতে মন্ত্রী বলেন, মো. আয়ুব বখ্ত জগলুলের মৃত্যুতে জাতি একজন নিবেদিত প্রাণ রাজনীতিক ও দেশপ্রেমিককে হারালো। প্রবীণ এ রাজনীতিক রাজনীতির অঙ্গনে উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, মো. আয়ুব বখ্ত আজ রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি.........রাজিউন)। 
#
 
জাকির/রিফাত/রফিকুল/শামীম/২০১৮/১২০২ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৬৭ 
 
কমিশন ফর স্যোশ্যাল ডেভোলপমেন্ট’র ৫৬তম অধিবেশনে-স্পিকার
বয়স্ক জনসংখ্যার সর্বাত্মক কল্যাণ নিশ্চিতকল্পে অগ্রমুখী নীতি ও কৌশল গ্রহণ করতে হবে 
 
নিউইয়র্ক, (১ ফেব্রুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিউইয়র্ক সময় ৩১ জানুয়ারি জাতিসংঘ সদরদপ্তরে ‘কমিশন ফর স্যোাশ্যাল ডেভোলপমেন্ট’র ৫৬তম অধিবেশনে ঞযব মষড়নধষ ৎবারবি ড়ভ ঃযব ড়ঁঃপড়সবং ড়ভ ঃযব ঃযরৎফ ৎবারবি ধহফ ধঢ়ঢ়ৎধরংধষ ড়ভ ঃযব গধফৎরফ ওহঃবৎহধঃরড়হধষ চষধহ ড়ভ অপঃরড়হ ড়হ অমবরহম, ২০০২ সংক্রান্ত উচ্চপর্যায়ের এক আলোচনা সভায় অংশ নেন। টঘ-উঊঝঅ ও টঘ-ঊঝঈঅচ এর আমন্ত্রণে স্পিকার জাতিসংঘের এ সভায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করেন।
সভায় বক্তৃতাকালে তিনি বলেন, বয়স্ক জনসংখ্যার সর্বাত্মক কল্যাণ নিশ্চিতকল্পে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় অবশ্যই অগ্রমুখী নীতি ও কৌশল গ্রহণ করতে হবে, যাতে বয়স্করা কোনোভাবে পিছনে পড়ে না থাকেন। টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে তাঁরাও যথাযথ ভূমিকা পালনে সক্ষম। 
স্পিকার বলেন, শিশু ও নারী মৃত্যুহার  হ্রাস এবং প্রজনন ক্ষমতা কম এমন দীর্ঘজীবি দম্পতিদের সংখ্যা বৃদ্ধির ফলে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি ইউএন-এসকাপ প্রণীত রিপোর্টে এশীয় ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের বয়স্ক জনসংখ্যার চ্যালেঞ্জ মোকাবিলায় এ অঞ্চলের দেশসমূহ যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে, তা উল্লেখ করেন। তিনি বলেন, এ অঞ্চলের অধিকাংশ দেশেরই বয়স্কদের জন্য জাতীয় নীতি ও কর্ম পরিকল্পনা রয়েছে। দুই-তৃতীয়াংশ দেশে এ বিষয়ে রয়েছে যুগোপযোগী আইন। বাংলাদেশ ২০১৩ সালে বয়স্ক ব্যক্তিদের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন করেছে। 
ড. শিরীন জানান বর্তমান সরকার ৩ দশমিক ৫ মিলিয়ন প্রবীন জনগোষ্ঠীকে বয়স্কভাতা প্রদান করছে। দেশে প্রবীণদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে এবং বিদ্যমান হাসপাতালসমূহে প্রবীণদের জন্য বেড সংরক্ষিত রাখা হয়েছে। প্রবীনদের সুরক্ষার জন্য গৃহীত প্রচেষ্টাগুলোকে প্রতিবছর উত্তরোত্তর বৃদ্ধি করা হচ্ছে। বাংলাদেশসহ এশীয় ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের অনেক দেশে বয়স্কদের মানবিক অধিকার নিশ্চিত করতে ‘পিতামাতার ভরণ-পোষণ আইন’ প্রণয়ন করা হয়েছে। 
উচ্চপর্যায়ের এ আলোচনা সভায় প্যানেলিস্ট ছিলেন প্যারাগুয়ের স্যোশ্যাল অ্যাকশান বিষয়ক মন্ত্রী  ঐবপঃড়ৎ জধসড়হ ঈধৎফবহধং গড়ষরহধং, পর্তুগালের শ্রম, সংহতি ও সামজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঔড়ংব অহঃড়হরড় ঠরবরৎধ ফধ ঝরষাধ, জাম্বিয়ার কমিউনিটি ডেভোলপমেন্ট ও সোশ্যাল সার্ভিস বিষয়ক মন্ত্রী ঊসবৎরহব কধনধহংযর এবং বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির মহামারি বিদ্যা ও জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান উৎ. অনষধ ঝরনধর।
উল্লেখ্য ২০০২ সালে বয়স্ক জনগোষ্ঠীর জন্য মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অভ্ অ্যাকশান গৃহীত হয়। প্রতি পাঁচবছর অন্তর এর রিভিউ হয় এবং কমিশন ফর স্যোশাল ডেভোলপমেন্ট এর অধিবেশনে রিপোর্ট উত্থাপন করা হয়। 
 
#
রিফাত/রফিকুল/শামীম/২০১৮/১২৩৭ ঘণ্টা 
 
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৩৬৬

জাতীয় নিরাপদ খাদ্য দিবসে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :

 

            প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

            ‍"দেশে প্রথমবারের মতো ২ ফেব্রুয়ারি 'জাতীয় নিরাপদ খাদ্য দিবস' পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।

            দিবসটির প্রতিপাদ্য 'নিরাপদ খাদ্যে ভরবো দেশ-সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ'- অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

            ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার রূপকল্প ২০২১ ও ২০৪১ ঘোষণা করেছে এবং তা বাস্তবায়নে সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে। দেশের মানুষের মৌলিকচাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের সরকারের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের জনগণের জন্য স্বাস্থ্যসম্মত, মানসম্পন্ন, ভেজাল ও দূষণমুক্ত নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার লক্ষ্যে আমরা 'নিরাপদ খাদ্য আইন, ২০১৩' প্রণয়ন করেছি। এর ধারাবাহিকতায় ২০১৫ সালে 'বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ' গঠন করা হয়েছে। দেশে বিদ্যমান খাদ্যশৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে খাদ্য উৎপাদন থেকে প্রক্রিয়াকরণ পর্যন্ত নিরাপদ ও মানসম্মত খাদ্য তৈরির প্রতিটি ধাপে যথাযথ মান নিশ্চিত করতে এ সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

            সরকারের নানাবিধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। ফলে সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা জনসাধারণের মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত হয়েছে। জনসাধারণের জীবন ও স্বাস্থ্যসুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন, আমদানি ও বাজারজাতকরণে সর্বোচ্চ মান নিশ্চিত করা প্রয়োজন।

            দেশে নিরাপদ খাদ্যপ্রাপ্তির অধিকার সুদৃঢ় করতে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয়সংশ্লিষ্ট প্রতিটি পর্যায়ে চিহ্নিত সমস্যাবলি উত্তরণে সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

            আমি আশাকরি, জনসাধারণের সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণের মাধ্যমে আমরা সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সক্ষম হব। 

            আমি 'জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮' এর সার্বিক সাফল্য কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীরী হোক।" 

#

কায়েস/রিফাত/জসীম/রফিকুল/শামীম/২০১৮/১০০৮ ঘণ্টা 

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

 

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ৩৬৫

জাতীয় নিরাপদ খাদ্য দিবসে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) : 

 

            রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  

            ‍"বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে দেশে প্রথমবারের মতো ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ দিবসের প্রাক্কালে নিরাপদ খাদ্য আন্দোলনে শামিল হওয়ার জন্য আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

            জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। এ পরিপ্রেক্ষিতে ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ-সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যটি যথার্থ এবং তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। অনিরাপদ খাদ্য অনেক সময় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। এজন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনগণকে সচেতন করা খুবই জরুরি বলে আমি মনে করি। বর্তমান সরকার জনস্বাস্থ্যের উন্নয়নে চিকিৎসা সুবিধা বৃদ্ধি, নিরাপদ খাদ্যপ্রাপ্তি, স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নসহ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য প্ৰাপ্তি নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে প্রতি বছর ২ ফেব্রুয়ারিকে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ ঘোষণা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।

            ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে নিরাপদ খাদ্যপ্ৰাপ্তি নিশ্চিতকরণের বিকল্প নেই। আইন প্রয়োগের পাশাপাশি এক্ষেত্রে ব্যাপক জনসচেতনতাও গড়ে তুলতে হবে। উৎপাদনের মাঠ থেকে খাবার টেবিল পর্যন্ত সর্বক্ষেত্রে নিরাপদ খাবার নিশ্চিতকরণে আমাদের দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। কৃষকদের সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে হবে। সার ও কীটনাশক ব্যবহার, খাদ্যদ্রব্যের প্রক্রিয়াজাত ও প্যাকেটজাতকরণ, সরবরাহব্যবস্থা, সংরক্ষণসহ খাদ্যশৃঙ্খলের প্রতিটি ক্ষেত্ৰকে নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

            সকলের জন্য নিরাপদ খাদ্যপ্রাপ্তি জাতিসংঘের অভীষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর একটি অন্যতম অনুষঙ্গ। ১৬ কোটি জনগণের এদেশে এটি একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০৩০ সালের মধ্যে নিরাপদ খাদ্যসংশ্লিষ্ট অভীষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্ৰাসমূহ অর্জনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।

            আমি ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০১৮’ এর সার্বিক সাফল্য কামনা করছি ।

            খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।‍"

#

আজাদ/রিফাত/শহিদ/জসীম/রফিকুল/শামীম/২০১৮/১০১৫ ঘণ্টা 

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না

 

Todays handout (6).docx Todays handout (6).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon