Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ২৮ ফেব্রুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২৮৭৪

 

সিলেটের গোলাপগঞ্জে শহিদ গৌছ উদ্দিনের কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

 

সিলেট, ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি):

 

      ছাত্র-জনতার অভ্যুত্থানে (৩৫ জুলাই/৪ আগস্ট) সিলেটের গোলাপগঞ্জে পুলিশের গুলিতে নিহত শহিদ গৌছ উদ্দিনের কবর জিয়ারত করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

      উপদেষ্টা আজ সিলেটের গোলাপগঞ্জে শহিদ গৌছ উদ্দিনের কবর জিয়ারত এবং শহিদের পরিবারের সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। পরে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শহিদের কবরে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান।

      এ সময় ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, সার্কেল এএসপি মোঃ শাহ আলম, শহিদ পরিবারের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।

 

                                           #

আলমগীর/মেহেদী/রফিকুল/আব্‌বাস/২০২৫/১৪১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২৮৭৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫বছরপূর্তি উদ্‌যাপিত
পরিবেশের সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়
                                   - পরিবেশ উপদেষ্টা

ঢাকা,  ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি):

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণপূর্বক পরিবেশের সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। যদি শুধু মেট্রোরেল, দ্রুতগতির ট্রেন, ফ্লাইওভার কিংবা বড় অবকাঠামো নিয়ে চিন্তা করে পরিবেশের দিকে মনোযোগ না দেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ সংকট তৈরি হবে। 

 উপদেষ্টা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শব্দদূষণ, বায়ুদূষণ, নদীদূষণ ও খাদ্যে ভেজালসহ সবকিছুই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। অথচ পরিবেশ নিয়ে অনেক সময় শুধু সাধারণভাবে ভাবা হয়, কিন্তু বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হয় না। এখনই সঠিক সময় দেশকে দূষণমুক্ত করতে সবাই মিলে কাজ করার। 

উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং পরিবেশ মন্ত্রণালয়ের কাজের মধ্যে আত্মীয়তা রয়েছে। কারণ, মন্ত্রণালয় যে বিষয়ে কাজ করে, এ বিভাগের শিক্ষার্থীরাও সেই বিষয়েই পড়াশোনা করছে। কিন্তু সকলে এমন বাস্তবতায় বসবাস করছি, যেখানে লাউডস্পিকারের উচ্চ শব্দে সারাক্ষণ বিরক্ত হতে হয়। এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে শব্দদূষণ সহনীয় মাত্রায় থাকবে। তিনি আরো বলেন, এখান থেকে যারা পড়াশোনা শেষ করে বের হবেন, তারা দায়িত্বশীল প্রশাসক, করপোরেট কর্মকর্তা বা কর্মী হবেন এবং পরিবেশের প্রতি তাদের সংবেদনশীলতা দেখাবেন। কীভাবে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরকে সহায়তা করতে পারেন, সে বিষয়ে কোনো পরামর্শ থাকলে মন্ত্রণালয়কে জানাতে হবে। সকলের মতামত গ্রহণ করে সরকার আরো কার্যকর পদক্ষেপ নিতে পারবে। সরকার এমন একটি ভবিষ্যৎ গড়তে চায়, যেখানে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগকে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাইকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে হবে প্লাস্টিক দূষণ কমানোর জন্য। পরিবেশের প্রতি দায়িত্বশীলতা ছাড়া একটি সভ্য ও টেকসই সমাজ গঠন সম্ভব নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ। এছাড়া, অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সরওয়ার আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৭৫ বছরপূর্তি উদ্‌যাপন কমিটির সদস্য সচিব মনোয়ার হোসেন খান প্রমুখ।  

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্যরা, পরিবেশবিদ এবং আমন্ত্রিত বিভিন্ন শ্রেণি পেশার অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

#

দীপংকর/ফাতেমা/রবি/আলী/শফিক২০২৫/১৪১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২৮৭২

সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

বাজারে যারা অহেতুক খাদ্যদ্রব্যের দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না

                   -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

 ঢাকা, ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি):

            বাজারে যারা অহেতুক খাদ্যদ্রব্যের দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বাজারে যারা অহেতুক ও অন্যায়ভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।।

উপদেষ্টা আজ রাজধানীর মেরুল বাড্ডায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে ‘রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস’ বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এবার রমজান ভিন্নতর হবে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের মানুষ নতুন করে পবিত্র রমজান পালন করবে। সেই ক্ষেত্রে বর্তমান সরকারের দায়িত্ব অনেক বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সংস্কার ছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় সরকার চেষ্টা করছে রমজান মাসকে কেন্দ্রে করে হলেও অতি প্রয়োজনীয় কিছু পণ্য সাশ্রয় মূল্যে বিক্রি করতে।

ঢাকা শহরের ২৫টি স্থানে প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় করা হবে। সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকল স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সে সকল স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে। এই এলাকাগুলো হলো-সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), খামারবাড়ী (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল), মোহাম্মদপুর (বাবর রোড),  কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), শাহাজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি- বনানী, কামরাঙ্গীর চর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), নাখাল পাড়া (লুকাস মোড়),  সেগুন বাগিচা (কাঁচা বাজার), বসিলা (মোহাম্মদপুর), উত্তরা (হাউজ বিল্ডিং), রামপুরা (বাজার), মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) ও কাকরাইল।

উল্লেখ্য, সুলভমূল্যে বিক্রয় কার্যক্রমে ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা এবং গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা মূল্যে বিক্রয় করা হবে। এতে সহযোগিতা করছে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্ন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজন এবং প্রান্তিক খামারিগণ।  

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ তোফাজ্জেল হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান কমাণ্ডার জাহিরুল আলিম, এলডিডিপির প্রকল্প পরিচালক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি শামসুল আরেফিন খালেদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

#

মামুন/ফাতেমা/রবি/আলী/মাসুম/২০২৫/১৫১৭ ঘণ্টা

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে প্রকাশ করতে হবে

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ২৮৭১  

 

ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আদর্শ রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে

                                                                             - ধর্ম উপদেষ্টা

ঢাকা,  ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি):

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আদর্শ রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

আজ ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫’ এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

খালিদ হোসেন বলেন, এদেশে বিগত সময়ে ইসলামি সংস্কৃতির চর্চাকে নেতিবাচক হিসেবে দেখা হতো। কিন্তু বর্তমানে সরকার ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করছে এবং এলক্ষ্যে বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়েছে। তিনি ইসলামি মূল্যবোধকে ধারণ করে আদর্শ মানুষ হতে শিশুদেরকে আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার আদলে শীঘ্রই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাতীয় হিফজ ও সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হবে। সৌদি আরবের মতো সিরাত পুরস্কার প্রবর্তন করারও পরিকল্পনা রয়েছে।

মেয়েদের সাফল্য তুলে ধরে উপদেষ্টা বলেন, আমাদের দেশের মেয়েরা সকল ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। সমাজের প্রতিটি স্তরে নারীরা আজ উচ্চপদে আসীন হচ্ছে। আমাদের মা-বোনদের ইসলামি সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে পারলে তাদের মাধ্যমে সমাজ ব্যবস্থা বদলে যাবে।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ক্বিরাত, হামদ-নাত, আজান-সহ মোট সাতটি বিষয়ে জাতীয় পর্যায়ে বিজয়ীদেরকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। দু’টি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬২জনকে পুরস্কার হিসেবে রৌপ্যপদক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া দুইজন বিজয়ীকে চ্যাম্পিয়ন হিসেবে স্বর্ণপদক প্রদান করা হয়। উল্লেখ্য, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা প্রতিযোগীদেরকে নিয়ে জাতীয় পর্যায়ে এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক মোঃ শফিউল আলম, ধর্মসচিবের একান্ত সচিব মোঃ কামরুল ইসলাম ও ইফার পরিচালক মোঃ মহিউদ্দিন বক্তব্য প্রদান করেন।

#

আবুবকর/মেহেদী/রফিকুল/শামীম/২০২৫/১৭৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                               নম্বর : ২৮৭০

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী 

ঢাকা,  ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি):           

 প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:   

“পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমি দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই।

সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।

মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি।

মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন।”

#

আশরোফা/ফাতেমা/রবি/আলী/শফিক২০২৫/১০০০ ঘণ্টা 

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে প্রকাশ করতে হবে

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৮৬৯

পবিত্র রমজান মাসের জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

ঢাকা, ১৫ ফাল্গুন (২৫ ফেব্রুয়ারি):

পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল  ১ মার্চ সন্ধ্যা ৬ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর  ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ও ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭ও ০২-৯৫৫৫৯৫১-এ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।          

ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।  

#

শায়লা/ফাতেমা/রবি/আলী/শফিক/২০২৫/১৫৫১ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২৮৬৮

সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ও বহুমুখী কামিল মাদ্রাসার

বার্ষিক ওয়াজ মাহফিলে যুব ও ক্রীড়া উপদেষ্টার অংশগ্রহণ  

কুমিল্লা, ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি):

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল কুমিল্লার মুরাদনগরে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ ও বহুমুখী কামিল মাদ্রাসার ওয়াজ ও ইছালে ছাওয়াব মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় তিনি সারাদেশের ন্যায় কুমিল্লার উন্নয়ন কর্মকাণ্ডগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া, ওয়াজ মাহফিলের স্থান সংকুলন, ওযুর পানির সমস্যা সমাধান ও রাস্তা প্রশস্তকরণসহ লাখো মুসল্লির বিভিন্ন দাবি পূরণের আশ্বাস প্রদান করেন।

উপদেষ্টা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমানের আমন্ত্রণে এ ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন।

#

নূর আলম/ফাতেমা/রবি/আলী/মাসুম/২০২৫/১০০০ ঘণ্টা 

   
2025-02-28-12-37-1607847c8a0603f236f93b5a069c9865.docx