Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুন ২০১৫

তথ্যবিবরণী 14/06/2015

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৭২৬

ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মতিয়ার রহমানের মৃত্যুতে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :

ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মতিউর রহমান আজ ভোরে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মতিউর রহমান তালতলায় সরকারি বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মতিউরের বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ বাংলাদেশ সচিবালয় মসজিদে অনুষ্ঠিত হয়। ভূমিমন্ত্রী এতে শরিক হন।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ প্রশাসনিক কর্মকর্তা মতিউর রহমানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলমও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন। তাঁরা মরহুমের বিদেহীআত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#

রেজুয়ান/সাইফুল্লাহ/আলম/রফিকুল/রেজাউল/২০১৫/২১২৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৭২৫

দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার প্রদানকালে তথ্যমন্ত্রী
জঙ্গি-অপরাধীদের হালালের অপচেষ্টা রাজনীতির বড় দুর্নীতি

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :
    জঙ্গি ও অপরাধীদের গণতন্ত্রে হালাল করার অপচেষ্টাকে রাজনীতির বড় দুর্নীতি বলে বর্ণনা করে প্রশাসন ও রাজনীতিসহ কোনো ক্ষেত্রেই দুর্নীতিকে ছাড় না দেবার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
    মন্ত্রী আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার-২০১৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
    দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ এবং তথ্যসচিব মরতুজা আহমদ দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের দায়বদ্ধতা ও বস্তুনিষ্ঠতার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন।
    মন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধী, জঙ্গি ও সাম্প্রদায়িকতা লালনকারী দল বা গোষ্ঠীকে গণতান্ত্রিক বলে আখ্যা দেয়া সত্যের অপলাপ। দেশ এ বিষয়ে গণমাধ্যমের সাহসী উচ্চারণ কামনা করে।’
    স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের সঠিক প্রয়োগের অভাবে প্রশাসন, রাজনীতি, ব্যবসা, আন্তর্জাতিক সংস্থা এবং বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে দুর্নীতি সংঘটিত হতে পারে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, এর প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন, তথ্যকমিশন, মানবাধিকার কমিশনসহ রাষ্ট্রের প্রহরীসংস্থাগুলোর পাশাপাশি বড় ভূমিকা পালন করে গণমাধ্যম। সেকারণে গণমাধ্যমসহ সকল প্রহরীসংস্থাকে সাহস ও সততার সঙ্গে কাজ করে দুর্নীতিবাজদের সাথে লেনদেনের ঊর্ধ্বে থাকতে হবে।
    বক্তব্যের শুরুতেই পিআইবির চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
    মন্ত্রী দৈনিক গ্রামের কাগজের ফয়সল ইসলাম, দৈনিক যুগান্তরের মুজিবুর রহমান মাসুদ, চ্যানেল-২৪ এর শামীমা সুলতানা এবং মাছরাঙা টেলিভিশনের কামরুজ্জামান ফিরোজের হাতে এ বছরের দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার তুলে দেন।
    ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. গোলাম রহমান, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর মহাপরিচালক শাহ আলমগীরসহ বিশিষ্ট গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#

আকরাম/সাইফুল্লাহ/নবী/রফিকুল/রেজাউল/২০১৫/২০২৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৭২৪

দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্পিকার

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ দৈনিক যায়যায়দিন এর কার্যালয়ে কেক কেটে পত্রিকাটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এসময় ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, দৈনিক যায়যায়দিন এর প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক কাজী  রুকুনউদ্দিন আহমেদ, ব্যারিস্টার নাজমুল হুদা ও ড. মঈন খান উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানশেষে স্পিকার যায়যায়দিন কার্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও কর্মরতদের সাথে কথা বলেন।

#

শিবলী/সাইফুল্লাহ/নবী/মোশারফ/রেজাউল/২০১৫/২০১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৭২৩

নৌনিরাপত্তা সপ্তাহ অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী
লঞ্চ নির্মাণের ক্ষেত্রে সমুদ্র পরিবহণ অধিদপ্তরের পূর্ব অনুমতি নিতে হবে

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :
নিরাপদ ও দুর্ঘটনামুক্ত নৌপরিবহণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সপ্তমবারের মতো দেশে ‘নৌনিরাপত্তা সপ্তাহ’ শুরু হয়েছে। চলবে ২০ জুন পর্যন্ত।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ ঢাকার সদরঘাটে এমভি সুরভী-৯ যাত্রীবাহী লঞ্চে ‘নৌনিরাপত্তা সপ্তাহ’ এর উদ্বোধন করেন।
দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ নৌচলাচলে সকলের সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ বছরের নৌনিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘সচেতন হই এবং নৌ দুর্ঘটনা পরিহার করি’।
১৪ থেকে ২০ জুন পর্যন্ত দেশব্যাপী নৌনিরাপত্তা সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা সদরঘাটে উদ্বোধন অনুষ্ঠানসহ নারায়ণগঞ্জ, বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও মংলা বন্দরে নৌ সপ্তাহের অনুষ্ঠান। উদ্বোধন অনুষ্ঠান ছাড়াও নৌ র‌্যালি, দেশের বিভিন্ন নৌবন্দরে ব্যানার ও পোস্টার প্রদর্শনের মাধ্যমে নৌ সচেতনতা বৃদ্ধির কর্মসূচি, পত্র পত্রিকায় বিজ্ঞপ্তি ও ক্রোড়পত্র প্রকাশ এবং সারাদেশে অরেজিষ্টিকৃত নৌযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা।
অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর বিক্রম এমপি, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সমুদ্র পরিবহণ অধিদপ্তরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূইয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহাবুবউদ্দিন আহমদ বীর বিক্রম, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোঃ খোরশেদ আলম এবং সমুদ্র পরিবহণ অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলাম বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, লঞ্চ নির্মাণের ক্ষেত্রে এখন থেকে লঞ্চ নির্মাণের পূর্বেই সমুদ্র পরিবহণ অধিদপ্তরের অনুমতি নিতে হবে। অন্যথায় নৌযান রেজিস্ট্রেশন করা হবে না।  তিনি বলেন, নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদীর পানি দূষণমুক্ত রাখতে কার্যক্রম অব্যাহত থাকবে।
শাজাহান খান বলেন, নদীর নাব্যতা রক্ষায় ১১ হাজার ৪শ’ ৭০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ৫৩টি নৌরুট খননের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৪টি নৌরুটে খনন কাজ চলছে। তিনি বলেন, নদী খননের জন্য সরকারের গত মেয়াদে ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে এবং বর্তমান মেয়াদে ২০টি ড্রেজার সংগ্রহের পরিকল্পনা রয়েছে।   
    উদ্বোধন অনুষ্ঠান শেষে সদরঘাট টার্মিনাল থেকে পাগলা পর্যন্ত একটি বর্ণাঢ্য নৌ র‌্যালি বের করা হয়।  

#

জাহাঙ্গীর/সাইফুল্লাহ/নবী/রফিকুল/রেজাউল/২০১৫/২০০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৭২২

আলোচনাসভায় পরিকল্পনামন্ত্রী
সামাজিক সুরক্ষা খাতে বাজেটের ১২ ভাগ ব্যয় হচ্ছে
                                

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :
    সরকার জিডিপির ২ দশমিক ২ ভাগ এবং বাজেটের ১২ ভাগ সামাজিক সুরক্ষায় ব্যয় করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 
    আজ রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘অতি দারিদ্র্য দূরীকরণ : উন্নয়ন কৌশল ও মডেল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী একথা বলেন। 
    মন্ত্রী বলেন, ‘এবছর সামাজিক সুরক্ষা খাতের আওতায় বিভিন্ন মন্ত্রণালয় বিক্ষিপ্তভাবে ১৪০টি প্রকল্প বাস্তবায়ন করছে। ফলে একই ধরণের প্রকল্প বিভিন্ন মন্ত্রণালয় হাতে নিচ্ছে। অপরদিকে একজন সুবিধাভোগী একই ধরণের বিভিন্ন প্রকল্পে অন্তভুর্ক্ত হচ্ছেন। এ সমস্যা দূর করতে সরকার সামাজিক সুরক্ষা খাতকে ঢেলে সাজাচ্ছে। এখন থেকে একজন ব্যক্তির জীবনচক্র বিশ্লেষণ করে সামাজিক সুরক্ষা কৌশল হাতে নেয়া হবে। সামাজিক সুরক্ষা কার্যক্রম ঠিকমতো চলছে কিনা তা পর্যবেক্ষণ করতে জাতীয় পর্যায়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কেন্দ্রীয় পরিবীক্ষণ ইউনিট থাকবে। সেই সাথে এনজিও এবং উন্নয়ন সহযোগী সংগঠনগুলোও থাকবে।
    মন্ত্রী এসময় বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে বলেন, ২০০০ সালে দারিদ্র্য হার যেখানে ৪৯ ভাগ ছিল এখন তা ২৩ ভাগে নেমে এসেছে। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দেশকে ক্ষুধামুক্ত করা। আমাদের সবাইকে মনে রাখতে হবে জিডিপি প্রবৃদ্ধি দারিদ্র্য হার কমায়। সরকার গত দেড় বছরে যেসব প্রকল্প অনুমোদন দিয়েছে তার তিন ভাগের এক ভাগই ছিল প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য।
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ্ গভর্নেন্স স্টাডিস এর আয়োজনে সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ উদ্দিন হাসেমি উপস্থিত ছিলেন।

#

তাপস/সাইফুল্লাহ/নবী/মোশারফ/রেজাউল/২০১৫/১৯৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৭২১

সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান মিলন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
    ভূমিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
ভূমি প্রতিমন্ত্রীর শোক

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান মিলন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
    প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

#

রেজুয়ান/সাইফুল্লাহ/নবী/মোশারফ/রেজাউল/২০১৫/১৯০৪ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৭২০

তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :
জাতীয় সংসদের তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ বৈঠকে সভাপতিত্ব করেন। 

কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মৃণাল কান্তি দাস এবং তারানা হালিম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তর (ডিএমসি) এর সাংগঠনিক কাঠামো এবং অধিপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা হয় এবং এ অধিদপ্তরের শূন্যপদগুলো দ্রুত পূরণ করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
  
বর্তমান বিকাশমান জনসংখ্যার সাথে সামঞ্জস্য রেখে গণযোগাযোগ অধিদপ্তরকে (ডিএমসি) অত্যাধুনিক এবং যুগপোযোগী করে গড়ে তুলতে ৬৪টি জেলা ও ৪টি উপজেলায় আধুনিক তথ্যকমপ্লেক্স নির্মাণ, এ কমপ্লেক্সকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ অন্যান্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ও চলচ্চিত্র শিল্পবিকাশের হাব (কেন্দ্র) হিসেবে প্রতিষ্ঠা এবং কমপ্লেক্সের সাথে ১২০ আসনবিশিষ্ট মাল্টিপারপাস হল, একাধিক কনফারেন্স রুম, ডিজিটাল আর্কাইভ, লাইব্রেরি, ডিজিটাল তথ্যসেন্টার এবং ইন্টারনেট ক্যাফে বা মিডিয়ারুমের ব্যবস্থাসহ  গৃহীত প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়।
   
বৈঠকে প্রখ্যাত ব্যবসায়ীদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রদত্ত সিআইপি ঘোষণার অনুরূপ স্বনামধন্য শিল্পী সাহিত্যিকদের কাজের স্বীকৃতিপ্রদান এবং সম্মানপ্রদানের লক্ষ্যে ভিআইপিকার্ড প্রদানের ব্যবস্থা করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।   

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর শিল্পী, সংবাদপাঠক, পাঠিকা  এবং কলাকুশলীদের  আনা নেয়ার জন্য মন্ত্রণালয়কে  প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করার সুপারিশ করা হয়। 

তথ্যসচিব মরতুজা আহমদ, পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবদুল মান্নান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন্নাহার এবং ডিএফপির মহাপরিচালক মোঃ লিয়াকত আলী খানসহ তথ্যমন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

#

হুদা/সাইফুল্লাহ/আলম/রফিকুল/রেজাউল/২০১৫/১৮৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৭১৯

চীন সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ১২-১৪ জুন চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত ৩ৎফ ঈযরহধ-ঝড়ঁঃয অংরধ ঊীঢ়ড়ংরঃরড়হ এবং ২৩ৎফ ঈযরহধ কঁহসরহম ওসঢ়ড়ৎঃ ধহফ ঊীঢ়ড়ৎঃ ঈড়সসড়ফরঃরবং ঋধরৎ এ অংশগ্রহণ শেষে আজ ঢাকায় পৌঁছেছেন।

স্পিকারকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং (গধ গরহময়রধহম), বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

#

মঞ্জুর/সাইফুল্লাহ/মোশারফ/রেজাউল/২০১৫/১৮১৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৭১৮

আগামীকাল বাঞ্ছারামপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা 

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :
    আগামীকাল ১৫ জুন সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাধীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগণের এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
    সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পাবলিক পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীগণ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবেন।

#

সাইফুল্লাহ/রফিকুল/রেজাউল/২০১৫/১৮১২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৭১৫

ফরমালিন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে                                         
                                                            -রাশেদ খান মেনন

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ফরমালিন মুক্ত ফলাহার স্বাস্থ্য সম্মত। বাংলাদেশের বৈচিত্র্যময় ফলের স্বাদ নিতে গিয়ে জনগণ যাতে ফরমালিন বিষে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে। 
    মন্ত্রী আজ ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ফল উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এর সভাপতিত্বে  অনুষ্ঠানে ডিআরইউ এর সাবেক সভাপতি সাহেদ চৌধুরী, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলামসহ সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 
    ডিআরইউ এর বিভিন্ন সেবামূলক কর্মকা- বিশেষ করে গ্রুপ ইন্সুরেন্স আর্থিক সহায়তা কর্মসূচির প্রশংসা করে মন্ত্রী বলেন ডিআরইউ শুধুমাত্র রিপোর্টারদের সংগঠনই নয় সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকা-েও সংগঠনটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
     পরে মন্ত্রী ফলাহারের মাধ্যমে ফল উৎসবের উদ্বোধন করেন ।

#

শেফায়েত/মোহাম্মদ আলী/শুকলা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৫৪৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৭১৬

নারী সমাজকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়
                                      - ডেপুটি স্পিকার 

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :  
    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী বলেছেন, বাংলাদেশ আজ ১৬ কোটি মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে খাদ্য রপ্তানি করছে। এটি বর্তমান সরকারের বড় অর্জন। আর এ অর্জন সম্ভব হয়েছে দেশের নারী ও পুরুষ কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও কৃষিবান্ধব শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রগতিশীল নীতি নির্ধারণের কারণে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও কৃষিতে সহযোগিতার হাত সম্প্রসারিত করে সরকার এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।    
    তিনি আজ ‘খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিযান’ উপলক্ষে নারী কৃষকদের অবদানের স্বীকৃতি প্রদান শীষর্ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বেসরকারি সংগঠন অক্সফ্যাম ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশনে এ মতবিনিময় সভার আয়োজন করে। 
    ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পিকার এবং সংসদ উপনেতা সকলেই নারী। তাই বাংলাদেশে নারীরা পিছিয়ে রয়েছে এটা বলা যাবে না। ১৬ কোটি মানুষের এই বাংলাদেশের অর্ধেকই নারী। এই বিপুল অংশের মানুষকে পিছিয়ে রেখে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীর স্বীকৃতি প্রদান করতে হবে।    
    দেশের সাতটি বিভাগ থেকে সর্বমোট ৯০ জন নারী কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভাগীয় পর্যায় থেকে নির্বাচিত শ্রেষ্ঠ নারী কৃষকেরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন পুরুষদের পাশাপাশি একজন নারীও মাঠে সমানভাবে কাজ করেন কিন্তু তাদের কাজের মূল্যায়ন হচ্ছে না। যেহেতু তারা পুরুষের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছেন এবং দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণে ভূমিকা রাখছেন সুতরাং রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ রাখার জোর দাবি জানানো হয়। 
    বিশেষ অতিথির বক্তবে সংসদ সদস্য শিরিন আক্তার বলেন, আমাদের মধ্যে একটি বিষয় কাজ করে যে নারীরা শুধু ঘরেই কাজ করে। আমাদের এই মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। বাংলাদেশের কৃষি উৎপাদনের ক্ষেত্রে নারী কৃষকদের ভূমিকা ছোট করে দেখার কোন সুযোগ নেই।  
    অক্সফ্যামের পলিসি এন্ড এডভোকেসি ম্যানেজার মনীষা বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অক্সফ্যামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর স্নেহাল ভি সোনেজি। অনুষ্ঠান শেষে সাতটি বিভাগের ৭ জন সেরা নারী কৃষককে অক্সফ্যামের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন ডেপুটি স্পিকার।

#

স্বপন/মোহাম্মদ আলী/শুকলা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৭১৪ 

তথ্য অধিদফতরের এক্রিডিটেশন কার্ডের আবেদন ফরম শুধুমাত্র অনলাইনে সংগ্রহ করা যাবে

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :  

    ডিজিটাল কার্যক্রমের আওতায় এখন তথ্য অধিদফতরের এক্রিডিটেশন ফরম অনলাইনে পাওয়া যাচ্ছে। এক্রিডিটেশন ফরমের জন্য সাংবাদিকদের আর তথ্য অধিদফতরে আসতে হবে না। যে কোন স্থান থেকে অনলাইনে ডাউনলোড করে ফরম সংগ্রহ করা যাবে। ১৫ এপ্রিল ২০১৫ তারিখের পর থেকে পুরোনো ফরমে আর আবেদন গ্রহণ করা হচ্ছে না। 
     ফরম সংগ্রহ করার জন্য তথ্য অধিদফতরের নতুন ওয়েব এড্রেস ঢ়ৎবংংরহভড়ৎস.ঢ়ড়ৎঃধষ.মড়া.নফ তে গিয়ে ‘এক্রিডিটেশন আবেদন’ শিরোনামের মেনুতে প্রবেশ করতে হবে। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই এক্রিডিটেশন ফরম পাওয়া যাবে। মিডিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের বাংলা ভার্সনে দেয়া ফরমটি পূরণ করতে হবে। কেবল ঢাকায় কর্মরত বিদেশি সাংবাদিকদের ইংরেজি ভার্সনটি ব্যবহার করতে হবে। অনলাইনে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি পূরণপূর্বক তিনকপি ষ্ট্যাম্প সাইজের ছবিসহ তথ্য অধিদফতরের প্রটোকল শাখায় জমা দিতে হবে।
    বর্তমানে শুধু অনলাইনে এক্রিডিটেশন ফরম সংগ্রহের কার্যক্রম চালু করা হয়েছে, অনলাইনে ফরম জমা দেয়ার সুবিধাও শীঘ্রই চালু করা হবে।   

মোহাম্মদ আলী/শুকলা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৭১৩

বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’ আয়োজন করছে জেনে আমি আনন্দিত। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।
    তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে বাংলাদেশ আজ সামনের সারির একটি দেশ। আমাদের সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে গত সাড়ে ছয় বছরে দেশে তথ্যপ্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব ঘটেছে। আমরা তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করেছি। তথ্যপ্রযুক্তির প্রায়োগিক উৎকর্ষ সাধন, ব্যাপক ব্যবহার নিশ্চিতকরণ ও প্রান্তিক মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার ফলে ‘ডিজিটাল বাংলাদেশ’ আজ আর কোন স্বপ্ন নয়, বাস্তবতা।
    বর্তমানে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৪ কোটি ৫৬ লক্ষ ৭৬ হাজার ৬০৯ জন। ইন্টারনেট ডেনসিটি ২.৫ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে এখন ২৭.৪২ শতাংশে উন্নীত হয়েছে। টেলিডেনসিটি আড়াই গুণ বেড়ে এখন ৮০ শতাংশে দাঁড়িয়েছে। আজ দেশের ৯৯ ভাগ এলাকা মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। দেশে ৩-জি প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক চালু করা হয়েছে। ৪-জি প্রযুক্তি অচিরেই চালু করা হবে।
    আমরা প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছি। ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল ‘জাতীয় তথ্য বাতায়ন’। গ্রামীণ জনগোষ্ঠীর জন্ম-মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে সরকারি প্রায় সব ধরনের সেবা, বেসরকারি সেবার তথ্য, বিদেশে কর্মসংস্থানের নিবন্ধন, পরীক্ষার ফল প্রাপ্তি, চাকুরির আবেদন সবই করা যাচ্ছে ডিজিটাল সেন্টার থেকে। আমরা শহর ও গ্রামের প্রযুক্তি-ব্যবধান দূর করেছি।
    আমি আশা করি, 'ইধহমষধফবংয ওঈঞ ঊঢচঙ-২০১৫' দেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও উন্নয়নে বিশেষভাবে অবদান রাখবে। সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সফল ব্যবহার নিশ্চিত করে আমরা রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে সক্ষম হব।
    আমি ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’ এর সার্বিক সফলতা কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”

#

নজরুল/মোহাম্মদ আলী/শুকলা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৩২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৭১২

বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে তথ্যপ্রযুক্তিভিত্তিক জমকালো প্রদর্শনী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।
    বর্তমান সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের মধ্য দিয়ে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠায় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্যপ্রযুক্তিদক্ষ মানবসম্পদ ও কর্মপরিবেশ তৈরি, সুশাসন ও সামাজিক সমতা প্রতিষ্ঠার এ উদ্যোগ এরই মধ্যে সূচিত করেছে নতুন দিনের, নতুন আশার। আমার বিশ্বাস বাংলাদেশ আইসিটি এক্সপো সমসাময়িক তথ্যপ্রযুক্তির বিস্ময়কর নবনব আবিষ্কার ও জীবনঘনিষ্ঠ উপকরণের উপস্থাপনসহ উৎপাদন-বিশেষজ্ঞ-ব্যবহারকারীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এ জয়যাত্রাকে আরও গতিময় ও বর্ণিল করবে। আয়োজকদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন।
    আমি ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

#

হাসান/মোহাম্মদ আলী/শুকলা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৩০০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৭১১

একুশে পদকজয়ী বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান মিলন এর মৃত্যুতে 
জাতীয় সংসদের স্পিকারের শোক

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :

একুশে পদকজয়ী বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান মিলন এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
    এক শোকবাণীতে স্পিকার বলেন হাবিবুর রহমান মিলন ছিলেন একজন নিবেদিত প্রাণ সাংবাদিক। তাঁর প্রজ্ঞা ও কর্মনিষ্ঠা তাঁকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করে। 
স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

#

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের শোক

একুশে পদকজয়ী বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান মিলন এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
 এক শোকবাণীতে ডেপুটি স্পিকার বলেন, হাবিবুর রহমান মিলন ছিলেন একজন কর্মনিষ্ঠ সাংবাদিক। তাঁর মৃত্যু দেশের এক অপূরণীয় ক্ষতি। 
ডেপুটি স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

#

জাতীয় সংসদের চিফ হুইপের শোক

একুশে পদকজয়ী বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান মিলন এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন। 
এক শোকবাণীতে চিফ হুইপ বলেন, হাবিবুর রহমান মিলন এর মৃত্যুতে বাংলাদেশ একজন প্রজ্ঞাবান সাংবাদিককে হারালো। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা কোনভাবেই পূরণ হওয়ার নয়।
চিফ হুইপ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

#

শিবলী/মোহাম্মদ আলী/শুকলা/রেজ্জাকুল/আসমা/২০১৫/১২০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৭০৮

ফলদ বৃক্ষরোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ফলদ বৃক্ষরোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন : 
    “কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবারের মত এবছরও জুন মাসে দেশব্যাপী ‘ফলদ বৃক্ষরোপণ পক্ষ’ ও ‘জাতীয় ফল প্রদর্শনী’ অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত। 
    মানবদেহের পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে বিভিন্ন ধরণের ভিটামিন ও খনিজ পদার্থের সবচেয়ে সহজলভ্য ও প্রাকৃতিক উৎস হলো ফল। বাংলাদেশের মাটি ও জলবায়ু বিভিন্ন রকমের সুস্বাদু ফল চাষের জন্য খুবই উপযোগী। সারাদেশে ফল চাষের প্রসার ঘটিয়ে ফল উৎপাদন ও প্রক্রিয়াকরণের মা

Todays handout (11).doc Todays handout (11).doc