Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জানুয়ারি ২০১৭

তথ্যবিবরণী 16 January 2017

Handout                                                                                                             Number: 167

 

Parliamentary Vice Minister of Japan calls on Shahriar Alam

 

Dhaka, 16 January:

 

            The Parliamentary Vice Minister for Foreign Affairs of Japan Shunsuke Takei paid a short visit to Bangladesh today.

 

            He called on the State Minister for Foreign Affairs Md. Shahriar Alam in the evening. The two sides discussed issues of bilateral interest, particularly in the trade, development and investment areas. The two sides reiterated their resolve to work together for the peace, stability and prosperity of the region and the world in general.

 

#

Khaleda/Mahmud/Sanjib/Abbas/2017/2135 Hours

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ১৬৬

ভাওয়াইয়া সংগীতের ইতিহাস বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
ভাওয়াইয়া সংগীতের গবেষক, সংগ্রাহক ও সুরকার এ কে এম মোস্তাফিজুর রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘চার যুগের বাংলাদেশের ভাওয়াইয়ার ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন ও ভাওয়াইয়া সংগীতের আয়োজন করা হয়।  
স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু আলম মোঃ শহিদ খানের সভাপতিত্বে ভাওয়াইয়া অঙ্গন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা এবং অন্যান্যের মধ্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, ভাওয়াইয়া সংগীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসী, আজাদ রহমান, শিল্পোদ্যোক্তা মোঃ সিরাজুল ইসলাম ও সালমা মোস্তাফিজ বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, ভাওয়াইয়া উত্তর জনপদের বিশাল জনগোষ্ঠীর প্রাণের গান। এ গানে উত্তরাঞ্চলের অপেক্ষাকৃত সহজ-সরল মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা, হাসি-কান্না, প্রেম-বিরহ, ইতিহাস-ঐতিহ্য খুঁজে পাওয়া যায়। এসব ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। এ গানের কথা তাদের হৃদয়ে প্রোথিত করে শেকড়ের কাছে নিয়ে যেতে পারলে দেশপ্রেম, মানবতা ও সততা জাগ্রত হবে। ভাওয়াইয়া সংগীত চির জাগরুক রাখতে তিনি শিল্পী, গবেষক ও সংগ্রাহকদের এক প্লাটফর্মে আনার পরামর্শ দেন। তিনি ঢাকা ও রংপুরে পূর্ণাঙ্গ ভাওয়াইয়া একাডেমি প্রতিষ্ঠায় সহায়তার আশ্বাস দেন।
পরে প্রতিমন্ত্রী ভাওয়াইয়া অঙ্গন আয়োজিত ভাওয়াইয়া সংগীত উপভোগ করেন।
#

আহসান/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৭/১৯৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৬৫
স্কুল পর্যায়ে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে। কারণ, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য জরুরি।
    
    তিনি আজ রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

    তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যথাযথ শারীরিক ও মানসিক বিকাশ না হলে কর্মক্ষেত্রে সফল হওয়া যায় না। তিনি বলেন, স্কুল পর্যায়ের এ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক ক্রীড়াবিদ তৈরি হচ্ছে। এদের মধ্যে থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে। মন্ত্রী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এ প্রতিযোগিতার আওতাভুক্ত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও ৪৬তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সভাপতি প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং সাংগঠনিক কমিটির সদস্য সচিব মো. শাহেদুল খবির চৌধুরী বক্তব্য রাখেন।

    ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে ১৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০৮ জন প্রতিযোগী অংশ নিচ্ছে।
#


আফরাজুর/মাহমুদ/আলী/সঞ্জীব/আবব্াস/২০১৭/২০০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                     নম্বর : ১৬২
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
    বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
    আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে সংবিধানের ১১৮ ধারা অনুযায়ী শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে ৫ দফা প্রস্তাব পেশ করেন। এ সময় তারা বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আলোচনার যে উদ্যোগ তা জাতির জন্য স্বস্তিদায়ক।  
    রাষ্ট্রপতি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানান এবং নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন গঠনের জন্য বিভিন্ন গঠনমূলক প্রস্তাব দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাব শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে। তিনি বলেন, বিতর্কহীন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলের চেষ্টা থাকাও বাঞ্ছনীয়।  
    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোঃ সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।
#
তথ্যবিবরণী                                                                                                                     নম্বর : ১৬৩
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির আলোচনা
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
    বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)-এর চেয়ারম্যান জেবেল রহমান গাণির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
    আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া ১১ দফা প্রস্তাব তুলে ধরেন। তারা কমিশন গঠনে ৫-৭ সদস্যের একটি বাছাই কমিটি গঠনের প্রস্তাব করেন। তারা কমিশন গঠনে আইন প্রণয়নেরও প্রস্তাব করেন। এ ক্ষেত্রে আইন ও বিধি-বিধান তৈরি কিংবা পরিবর্তনের দরকার হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করারও প্রস্তাব দেন।  
    রাষ্ট্রপতি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা অপরিহার্য। দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সকলের লক্ষ্য ও উদ্দেশ্য এক, আর তা হলো- জনকল্যাণ। তাই রাজনৈতিক দলগুলোকেই সমঝোতার উদ্যোগ নিতে হবে।
#
তথ্যবিবরণী                                                                                                                     নম্বর : ১৬৪
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে গণফ্রন্টের আলোচনা
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
    গণফ্রন্টের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
    আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য গণফ্রন্টের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তিনি নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচনের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও যুগোপযোগী আইন প্রণয়নের প্রস্তাব করেন। তারা নির্বাচন কমিশনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার প্রস্তাব দেন। সৎ, দুর্নীতিমুক্ত এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসীদের সমন্বয়ে ৯ সদস্যের নির্বাচন কমিশন গঠনের  প্রস্তাব দেন যাতে ৩ জন মহিলা সদস্য থাকবে। তারা ইভিএম চালুরও প্রস্তাব করেন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ কার্যকর ও ফলপ্রসূ হবে।  দলের চেয়ারম্যান নির্বাচন কমিশন গঠনে ১৪ দফা প্রস্তাব তুলে ধরেন।
    রাষ্ট্রপতি গণফ্রন্টের প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানান। তিনি বলেন, অবাধ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি গঠনমূলক প্রস্তাবের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।    
    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোঃ সরোয়ার হোসেন এবং রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।
#
মাহমুদুল/মাহমুদ/আলী/সঞ্জীব/আবব্াস/২০১৭/১৯৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৬০

ভিশন ২০২১ ও ২০৪১ অর্জনে দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই
                                                      ----এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভিশন ২০২১ ও ২০৪১ অর্জনে দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই। ২০২১ সালের মধ্যে মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত হতে হলে সকল ক্ষেত্রে প্রশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন।

তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), গোপালগঞ্জ-এর পরিচালনা বোর্ডের ১ম সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান থেকে প্রতিষ্ঠিত হয়েছে বাপার্ড। বাপার্ড বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা ও গুণগত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ও কর্মপদ্ধতি প্রণয়নের মাধ্যমে বাপার্ডের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স’-এর দ্রুত বাস্তবায়নেরও নির্দেশ প্রদান করেন।

সভায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত এ একাডেমি যাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে সেভাবে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কাজ করতে হবে।

পূর্বতন বিআরডিবি ট্রেনিং একাডেমি ২০১২ সালে বাপার্ড নামে যাত্রা শুরু করে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দারিদ্র বিমোচন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৬ নভেম্বর ২০১১ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাপার্ডের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়, বাপার্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক আনন্দ চন্দ্র বিশ^াস (অতিরিক্ত সচিব) সহ বোর্ডের সদস্য ও কর্মকর্তাগণ।
#


জাকির/মাহমুদ/আলী/মোশারফ/আবব্াস/২০১৭/১৮৩৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৯ 

সুযোগ পেলে পথশিশুরাও জাতীয় দলে খেলতে পারবে
  -- মেহের আফরোজ চুমকি

ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সুযোগ পেলে পথশিশুরাও জাতীয় দলে খেলতে পারবে। তারা সবাই যোগ্য এবং সক্ষম। সকলের উচিত তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয়া। 

তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রম ও বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশের যৌথ আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে এক ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- আমাদের শিশুরা কেন রাস্তায় ঘুরবে? একটা শিশুও রাস্তায় ঘুরবে না, একটা শিশুও মানবেতর জীবনযাপন করবে না। প্রধানমন্ত্রীর এই নির্দেশ বাস্তবায়নে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। পথ শিশু পুর্নবাসন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা শহরে চালু করা হয়েছে শেল্টার হোম। এ সমস্ত শেল্টার হোমে শিশুদের থাকা-খাওয়া, বিনোদন ও শিক্ষা কার্যক্রমের সুবিধা রয়েছে। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আ ম স আরেফিন সিদ্দিকী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রমের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন উপস্থিত ছিলেন।

এই ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা শহরের প্রায় ১৪টি শেল্টার হোমের শিশুরা ১৪টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে দু’টি মেয়ে শিশুদের দলও রয়েছে। আজ সকালে জগন্নাথ হলের খেলার মাঠে পথশিশুদের এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। বালকদের মধ্যে ডিআইসি বয়েজ শেল্টার হোম এবং বালিকাদের মধ্যে বস্তি শিক্ষা কেন্দ্র চ্যাম্পিয়ন হয়। প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

#
খায়ের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৫৮
সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠক
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির ৩১তম বৈঠক আজ কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।


কমিটির সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, আবদুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিগত বৈঠকসমূহে সরকারি প্রতিষ্ঠান কমিটি কর্তৃক গৃহীত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সংসদে পেশকৃত সর্বশেষ সি এ জি’র অডিট রিপোর্টের মধ্যে অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

 বৈঠকে উল্লেখ করা হয় যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। যার মধ্যে অধিকাংশ রুটে লাভজনকভাবে ফ্লাইট পরিচালিত হচ্ছে। বিমান গত ২০১৫-২০১৬ অর্থবছরে সর্বমোট ২৭৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। বিমানের আসন সংরক্ষণ ব্যবস্থা বর্তমানে শতভাগ কম্পিউটারাইজড করা হয়েছে এবং নির্দিষ্ট ফ্লাইটে আসন খালি আছে কিনা যাত্রী সাধারণ এখন বিমানের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সর্বশেষ অবস্থা জানতে পারেন। বর্তমানে যাত্রী সাধারণ ইন্টারনেটের মাধ্যমে আসন সংরক্ষণ ও ক্রেডিট কার্ড দ্বারা টিকিট ক্রয় করতে পারেন।

বিমানবন্দরের লাগেজ হ্যান্ডেলিং ব্যবস্থাকে আরো বেশি যুগোপযোগী করতে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়।

এছাড়াও বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সভার মাধ্যমে নিষ্পন্ন করতে কমিটি সুপারিশ করে।


বৈঠকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#


সাব্বির/মাহমুদ/আলী/মোশারফ/আবব্াস/২০১৭/১৭৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১৫৭


ডিএনসিসি মার্কেটে অগ্নিকা-ের ঘটনায় সাক্ষ্য গ্রহণ ১৮ জানুয়ারি

ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি):
গত ২ জানুয়ারি দিবাগত রাতে গুলশান-১ এলাকায় অবস্থিত ডিএনসিসি মার্কেটে সংঘটিত অগ্নিকা-ের কারণ অনুসন্ধানের জন্য স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটি প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
অগ্নিকা-ের ঘটনা যারা শুরু থেকে দেখেছেন এবং ঘটনার কারণ জানেন এমন প্রত্যক্ষদর্শীদের আগামী ১৮ জানুয়ারি বিকাল ৩ টায় রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স কাম কার পার্কিং, রোড নং-১৭, ১৮, ১৯, প্লট নং- ৩/এ, ৫/এ, ৭/এ, গুলশান-১ এর ৮ম তলার সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদানপূর্বক তদন্ত কাজে সহযোগিতা করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
#

জাকির/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                     নম্বর : ১৫৬

দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে 
                                    -আইনমন্ত্রী

ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
    নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জনগণ এই রায়ে সন্তুষ্ট হবে এবং এই ঘৃণ্য অপরাধে যে ভীতির সৃষ্টি হয়েছিল সেই ভীতি দূর হবে। তিনি বলেন, যেই অপরাধ করুক, তাকে বিচারের আওতায় এনে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সেই দায়িত্বই পালন করেছে এবং এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
    মন্ত্রী আজ নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায় ঘোষণার পর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। উল্লেখ্য নারায়নগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় ৩৫ আসামির মধ্যে ২৬ জনকে ফাঁসির আদেশ এবং বাকি নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে।
    আইনমন্ত্রী বলেন, এই দেশে জাতির পিতাকে হত্যা করার পর ২১ বছরে মামলার এজাহার পর্যন্ত কেউ করেনি, সেই জায়গা থেকে আজকের বাংলাদেশ যেখানে এসেছে সেক্ষেত্রে এটা প্রমাণিত হয় এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।
    রায় কিভাবে এবং কখন কার্যকর হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো মামলায় ফাঁসির আদেশ হলে তা অনুমোদনের জন্য সাত দিনের মধ্যে রায়ের নথি হাই কোর্ট বিভাগে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। হাই কোর্ট ডিভিশন দ- বহাল রাখলে আপিল বিভাগে আপিল করার সুযোগ থাকবে। সেই প্রক্রিয়া শেষ হলে রায় কার্যকর হবে।
    অ্যাডভোকেট আনিসুল হক বলেন, নাগরিকত্ব আইনের খসড়া ভেটিং এর ক্ষেত্রে বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সুবিধা-অসুবিধা পর্যালোচনা করা হবে এবং এ ক্ষেত্রে প্রবাসীদের সুবিধা-অসুবিধা জানার পর মতামত দেয়া হবে। নাগরিকত্ব আইনের খসড়াটি ভেটিং এর জন্য এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে বলে তিনি জানান ।

#

রেজাউল/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৬১৬ ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                              নম্বর : ১৫৫

২০১৭ সালে হজে গমনেচ্ছু হজযাত্রীদের প্রাকনিবন্ধন শুরু

ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) : 

    ২০১৭ সালে হজে গমনেচ্ছু সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রাকনিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি ১৫ জানুয়ারি বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কার্যক্রম উদ্বোধন করেন। ধর্মসচিব মো. জলিলসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও হাবের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
    নিবন্ধন কার্যক্রম উদ্বোধনকালে ধর্মমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের ইলেক্ট্রনিক হজ ব্যবস্থাপনার সাথে সমন্বয় সাধন এবং হজ ব্যবস্থাপনাকে স্বচ্ছ, জবাবদিহি এবং গতিশীল করার লক্ষ্যে গতবছর থেকে প্রাকনিবন্ধন পদ্ধতি চালু করা হয়। গত বছর ১ লাখ ৪০ হাজার ৯৯৪ জন হজযাত্রী প্রাকনিবন্ধন করেছিলেন। এদের মধ্যে হজ ব্যবস্থাপনার সদস্যসহ মোট ১ লাখ ১ হাজার ৮ শত ২৯ জন হজযাত্রী হজে গমন করেন। অতিরিক্ত হজযাত্রীগণ ২০১৭ সালের জন্য নিবন্ধিত হয়েছিলেন। এ বছর সেসব হজযাত্রীগণ অগ্রাধিকার পাবেন। গত বছরের তালিকার পর থেকে এ বছর প্রাকনিবন্ধন শুরু হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের প্রাকনিবন্ধন কার্যক্রম শুরু হবে ৫৪০২ নম্বর সিরিয়াল থেকে। আর বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের প্রাকনিবন্ধন শুরু হবে ১ লাখ ৪০ হাজার ৯ শত ৯৫ নম্বর সিরিয়াল থেকে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ প্রাকনিবন্ধন কার্যক্রম চলতে থাকবে।
    ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীগণ ঢাকা আশকোনা হজ অফিস, জেলা প্রশাসকের কার্যালয়সমূহ, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় এবং জেলা কার্যালয়সমূহ, বৈধ এজেন্সিসমূহের প্রতিনিধি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে প্রাকনিবন্ধন করতে পারবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগকৃত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লি. ইতোমধ্যে প্রাকনিবন্ধনের প্রয়োজনীয় সফটওয়্যার প্রস্তুত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে।
    তিনি আরো বলেন, গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর প্রাকনিবন্ধন কার্যক্রমকে আরো উন্নত করা হয়েছে। প্রাকনিবন্ধন প্রক্রিয়া আরো স্বচ্ছ ও নির্ভুল করার জন্য বুয়েটের আইটি বিশেষজ্ঞদের সমন্বয়ে সার্বক্ষণিক তদারকি টিম গঠন করা হয়েছে। বুয়েট, এটুআই ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর সহযোগিতা নিয়ে আইটি সার্ভারের সিকিউরিটি সিস্টেম উন্নত করা হয়েছে। সার্ভারের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয় পর্যায়ে জাতীয় কারিগরি টিম গঠন করা হয়েছে। 
    ধর্মমন্ত্রী বলেন, প্রাকনিবন্ধন কার্যক্রম শুরু করার লক্ষ্যে ২০১৭ সালের হজ কার্যক্রম পরিচালনার জন্য ৯৬৪টি বৈধ হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। অনুমোদিত ২৫টি ব্যাংকের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও গতবছর হজপালনকারী হজযাত্রীদের তালিকা আর্কাইভে সংরক্ষণ করা হয়েছে। বৈধ হজ এজেন্সিসমূহকে অনলাইন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় পাসওয়ার্ড প্রদান করা হয়েছে।
#

আনোয়ার/অনসূয়া/দীপংকর/সাহেলা/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                              নম্বর : ১৫৪

শিক্ষামন্ত্রীর সাথে লন্ডনের ক্যামডেন মেয়রের সাক্ষাৎ
ঢাকা, ৩ মাঘ (১৬ জানুয়ারি) :
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাজ্যের লন্ডন বোরো অভ্ ক্যামডেন এর মেয়র নাদিয়া শাহ’র নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে লিডার অভ্ দি কাউন্সিল সারাহ হ্যাওয়ার্ড সহ ৫ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। 
    প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এবং ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্য সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
    মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে ড্রপ-আউট অনেক কমে এসেছে। স্কুলে যাওয়া ছেলেমেয়েদের মধ্যে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। স্কুলগুলোতে মেয়েদের সংখ্যা এখন ছেলেদের চেয়ে বেশি। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকার এখন কাজ করছে। তিনি শিক্ষার মান উন্নয়নে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। 
    শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষানীতিতে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এর বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে শতকরা ১৪ ভাগ শিক্ষার্থী বিভিন্ন কারিগরি বিষয়ে পড়াশুনা করছে। ২০২১ সালের মধ্যে তা ২০ শতাংশ এবং ২০৩০ সালে তা ৩০ শতাংশে উন্নীত করা হবে।
    সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ন সম্পর্কের কথা উল্লেখ করে দুদেশের মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারা নারী শিক্ষায় বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। বাংলাদেশি বংশদ্ভুত ক্যামডেন মেয়র বাংলাদেশে দরিদ্র শিশুদের শিক্ষা ও নারীর ক্ষমতায়নে সহযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
#

আফরাজুর/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৪৫৫ ঘণ্টা 

Todays handout (7).docx Todays handout (7).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon